এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৪৬১০ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফরিদা | ৩০ নভেম্বর ২০১৩ ০৫:৪৭508637
  • তুমিও অন্ধকার মতো হলে কবেকার সঘন পথ –
    পাখপাখালি পরীদের চলাচল থেকে
    সরিয়ে রেখেছ যেন
    চুরি করে কিছুটা সময় আঁচল বিছিয়ে

    পরিণত সাদা নীল কালো রঙ আসে যায়
    গায়ে রঙ মাখো তুমি চুপি চুপি যেমন
    পাথর নিজের মনে রঙ মাখে জল মাখে
    নেচে গেয়ে অলীক স্বপ্ন দেখা শিশুদের হাসি দেখে দেখে
    এখন অন্ধকার মতো হলে তুমি সবচেয়ে

    তবে বলো, কতদিন আর কত কত দিন আমি
    পার হয়ে যাব আর – ত্রিকাল পাহাড় নিয়ে
    জেগে যাব – অনন্ত জলরাশি খেলে যাবে
    দিনমান অন্ধকার বুকে রাখা সকাল বিকাল।
  • sosen | 125.242.228.64 | ০১ ডিসেম্বর ২০১৩ ০০:০৬508638
  • আমি ভাবতে পারি না না আমি বলতেও পারি না আর
    না, আমার শ্বাসনৌকো আর কোনো বন্দরে ভেড়ে না
    দরজা বন্ধ হয়ে যায়, জানালারা , আভেনের ডোর
    আগুন ঝলসায় মাংস, ভেজা নারী, রাত্র দ্বিপ্রহরে

    অনামী ঝড়ের তোড়ে উড়ে যায় কূলবর্তী একাকী প্যান্ডেল
    তটে পড়ে থাকে দেহ। নিস্তরঙ্গ, জাগরূক, আকাশবান্ধবী।
    চন্দনের পত্রলেখা ধুয়ে ধুয়ে ভোরের প্রহরে, অবশেষে
    জমাট কুয়াশা নামে। এ শহর, অনাত্মীয়, আজ অন্য কারো।
  • sosen | 125.242.228.64 | ০১ ডিসেম্বর ২০১৩ ০০:২২508639
  • রুমালের মধ্যে তাকে বেঁধে রাখি
    হাতছাড়া করিনে কখনো।

    কে কখন লিফটে দাঁড়িয়ে ছুঁয়ে দিল উরুসন্ধি
    কে দু টুকরো করে ছিঁড়ে ফেলল আমায়
    আর আলাদা আলাদা করে ঢুকে গেল দেহগহ্বরে
    কে তলোয়ারের প্রান্তে তুলে আনলো
    পেট খুঁচিয়ে মরা শিশু
    কে নিয়ে নিল আমার কাপড় আর কে নিল চাল
    কোন সীমান্ত দাঁড়িয়ে পড়ল হাত ছড়িয়ে
    রাইফেল হাতে
    আমার আর ভালবাসার মাঝখানে
    আনা খুচরো আধুলি চারানি

    এসব-ই কবিতা দেয়। ফুলে ওঠে তলপেট
    কবিতাসম্ভবা হয় সীতা । শব্দদিন, কান্নাজল
    এসব মেয়ের গল্প? মেয়েদের? নাকি সেইসব
    পাখিদের যারা এইমাত্র
    হিমগিরি ছুঁয়ে এসে
    কত হাজার হাজার মাইল উড়ে পরিশ্রান্ত পাখা নিয়ে
    বসলো
    আমার জানলার কোলে, আর ছড়িয়ে দেওয়া দানার জন্য
    ঝটাপটি লাগালো, ঠোঁটে আনা আনা গল্প

    কোথাও ওরা মরে যায়। রোস্ট হয়। টেবিলে বাতির সারি জ্বলে
    কোথাও
    প্রসবিত হয়ে আসে, ফের, আনা আনা দুয়ানা রুমালে
  • সায়ন | 233.190.91.159 | ০১ ডিসেম্বর ২০১৩ ০০:২৪508640
  • স্বর নৈঃশব্দ
    মুখচ্ছবি ভঙ্গুর
    শুনছি ভাসানের গান
    দেখছি অন্ধকার
    নিস্তব্ধ চারপাশে
    নাসারন্ধ্রে
    জাপটে ধরে
    পাশবিক ঘ্রাণ
    শ্বাস
    শব্দ নয়
    ভিতর বাহির
    ভিতর এবং বাহির
    ভ্রান্তিদুষ্ট অপর
    পশুসম
    অনেক অনেক দূর
    আলতো হাত
    ছুঁয়ে যায় ছবি
    আরও অস্পষ্ট হয়
    আঁকচিরা আয়না
  • sosen | 125.241.13.120 | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:১০508641
  • চামড়া জুড়ে খাঁচা
    লোহার শিকে গেঁথে আছে বাঁচা আমার বাঁচা
    তন্দুরিময় রাতে
    ছন্দ খেলা বাজার বেলা মাসফুরোলে গুটিয়ে তুলি
    মাইনে ভরা ব্যাগে
    নিচু মাথায় টাইপ করা, কিংবা এখন খুঁজতে যাওয়া ছুরি
    পুঁতি, সোনা, রুদ্রাক্ষ, যা দিয়েই না গাঁথ তুমি মালা
    তাতে কি আর টনটনানি কমে ? শিক

    বাঁকাতে বড্ড লাগে। বড্ড ব্যথা লাগে।
  • sosen | 125.241.24.36 | ০২ ডিসেম্বর ২০১৩ ২১:১৭508642
  • তোমাকে দেখতে ইচ্ছে করে খুব।
    পিঠের অনেকটা জুড়ে রোদ্দুর
    আর অল্প অল্প ঝুরি ঝুরি চুল
    গুড়ো বরফ
    সূর্যাস্ত
    মা, তোমায় দেখাতে ইচ্ছে করে আমার দুহাত ভরে পাওয়া
    আমার স্বীকার আর আর্তির এমব্রয়ডারির রুমাল নিয়ে
    ঢেকে রাখতে ইচ্ছে করে তোমার পানের বাটা

    মা, তোমার কোলের কাছে বসে
    ওকে নিয়ে হাসাহাসি করতে সাধ হয় আমার
    আর ছুঁয়ে দেখতে ইচ্ছে করে
    তোমার পেটের চওড়া চেরার দাগটুকু
    আলতা আর বিশ্রামের দুপুরে।
  • dd | 132.167.2.7 | ০২ ডিসেম্বর ২০১৩ ২১:৩২508643
  • বাপরে ব্বাপ। ক্ষী সব কবিতা ল্যাখে এদানীকালের ছেলে মে'রা।

    একেবারে গোড়ালী বেঁকে যায়।
  • Sibu | 84.125.59.177 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০২:১০508644
  • শোনো বাপু, এসব তোমাদের ভালর জন্যই বলা।
    এই যে এসব নিয়ে হইচই করছ, আমরা রেগে গেলে সামলাতে পারবে বাছারা?
    আমরা দয়া করে আইন করেছি এই তো অনেক।
    আর তোমরা কিনা বলছ আইন মোতাবেক আমাদের শাস্তিও দিতে হবে?

    বিয়ে করব বলেছি তো তাতে কি এল গেল?
    শাস্ত্রে বলেছে রণে রমনে মিথ্যায় দোষ নেই।
    আর তোরা কিনা বলছিস একটা নোংরা মেয়েকে দেয়া কথা আমাকে রাখতে হবে?
    এই আ-আ-মাকে!!

    ওরা বলত বিপ্লব হলে সব ঠিক হয়ে যাবে,
    আমি বলছি আইন-শৃঙ্খলার উন্নতি কর গে,
    তাহলেই সব ঠিক-ঠাক।
  • b | 135.20.82.164 | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৮508645
  • অমিতাভ সেন ( "যে অলীক পাখিরা উড়ে এসেছিলো") অনেকদিন লিখছেন না। মনে করিয়ে দিলাম।
  • শ্ব | 24.99.84.234 | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৩508647
  • বিজ্ঞপ্তি

    !!!!!!!!!!!!!!

    এখন অনেক কাজ ,পরে এসো ।
    এখন আমার কোনো গল্প নেই ,
    পদ্য নেই । প্রতিটা লাইন ধরে
    এখন এখন লিখে ছলনার প্রয়োজন কখনো ছিলনা ।

    বরং , ওপাশে বোসো । জল খাও ,বিড়ি খাও
    ফসল কেমন হলো বলো । এপাশে এসোনা ।

    অধুনা অশান্ত আমি , শব্দসম্ভব ; তবে ভীষণ বুখার ।।
  • Tim | 12.133.34.78 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০১:১০508648
  • নিয়ম মেনেই ভাঙছে টাঙছে বেড়ার ফলক
    নিয়ম করেই খাদ্যগ্রহণ, ঢেঁকুর মেকুর
    আসছে বছর নদীর ধারে বসতবাটী
    আসছে বছর নদীর জলে আবক্ষস্নান
    নিয়ম করে রাতের দিকে দেশোদ্ধারেও
    ঘুমের মধ্যে স্লোগান, আগুন নিয়ম করে
    ধোঁয়ায় খুবই ঢাকছে, শহর পরিশ্রমী
    নৌকাযোগে স্বাস্থ্যবিহার স্বস্তিদায়ক
    ধোঁয়ার টানে জিন্সে ছ্যাঁদা, গিটার গুলো
    নৌকোয় আজ কি মাছ পেলে, কোথায় শুলো
    ঝুমুর, ঘুঙুর, মাটির কাছে ওল খেওনা
    ধরছে গলা, কান্না আনে- আবার কেন
    আয়না দেখাই সভ্য বিষাদ, মরবে মানুষ
    ক্রিসমাসে তো এটাই নিয়ম, হচ্ছে কতই
    বছর বছর ঝুলছে, বিঁধছে ক্রসের কাঠে
    আর কটা দিন, তারপরে ঘুম ভাঙলে পরে
    বাচ্চারা সব স্বপ্নচোখে পেরেক পাবে
    মাথার কাছে- মোজার ভেতর পেরেক আছে।
  • Tim | 12.133.34.78 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০১:১৮508649
  • মাথার মধ্যে শব্দ নেই
    প্রাসঙ্গিক সব শব্দ এখন ঘুরছে
    হাওয়াকলের শব্দ শোনা যাচ্ছেনা, তাই।

    সাদা, মরে যাওয়া, রাস্তার পাশে
    ঠেলগাড়িটা দাঁড়িয়ে, বরফ কেটে কেটে তুলবে বলে
    একটা লোক এই রাতে মদ খাচ্ছে, আকণ্ঠ।

    কাল মেঘলা আকাশ জুড়ে বিন্দু বিন্দু ঘাম
    সামনের পিরামিড ভেঙে আসা আলো
    সবকিছু যেমনকার তেমনই করে রেখেছে।

    বড়ো উঁচু বাড়িটার ছাদে কেউ শোয়নি, ঠান্ডায়
    আর রুটির কারখানায় কেউ হল্লা করেনি বলে,
    সারারাত সবাই ঘুমোবে।
  • Tim | 12.133.34.78 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০১:৪৮508650
  • বাজারকে গাল দিতে দিতে-
    ঘুমোবার প্রস্তুতি, ঘুমের ওষুধ
    স্থানীয় কাজের কথা কাল শোনা যাবে

    শিল্পের দৌলতে বাঁচা, বেঁচে থাকা
    অন্যথা কিবা লাভ, যযাতির মত
    এলোমেলো দুয়েকটা ঘুঁটি নেড়েচেড়ে

    এই তোরা ছোট নাগ পুরে
    কেমনে আছিস বেঁচে, দুঃখ বড়ই
    ঘুণধরা সিস্টেম, নদীও মজেছে

    পয়সাই যত বিষ, বুইলিনা
    পয়সা মশার মত ছেঁকে ধরে।
    জ্বর হোক, জ্বালানি তবুও হারাম

    এইসব বলে টলে, সজ্ঞানে
    হলধরবাবু,
    দিশির বোতল টেনে অমর হলেন।
  • sosen | 125.242.248.90 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৮:২৬508651
  • এরকম পুড়তে পুড়তে চারিয়ে যাওয়া
    রুক্ষ মাটির মধ্যে শিকড়ে
    সবাই লিখতে বলে। আমি ঘাড় গুঁজে
    বসে থাকি। এতদিন চোখ বুজে বাড়ানো হাত
    নির্ভরের আশায় ছিল চুপচাপ।
    এখন আবার সে-ও খুঁটি হয়। বাধ্যতামূলক।

    বালির মধ্যে মুখ ডুবিয়ে
    আমি ছুটি চাই, এইবার। পুড়লে কি ছুটি পাওয়া যায়?
  • শ্ব | 132.178.203.222 | ১১ ডিসেম্বর ২০১৩ ০৩:০৯508652
  • মধুবাতা # ২
    ~~~~~~~~~~

    সমস্ত অক্ষর ধেবড়ে গ্যাছে ,
    কী পড়ার চেষ্টা করছ ? থেকে থেকে, মহা মুগ্ধতায় !

    অপাঠ্য অনেক হলো , শোনো : নৈঋতের জালালার কাছে
    তিল ও তুলসী আছে , সেকেলে কুলুঙ্গি নয় টিপিন বাক্সতে ।

    খই দিও অপ্রচুর , দুচারিটি কাক এলে মন্দ হয়নাকো
    কোনদিন অসময়ে পেন খুঁজে পাইনি কো , পেন দিও বুকের পকেটে ।

    আর কী কী দেবে জানি ।
    এই কঙ্কন , রুদ্রাক্ষ মালা । থাক সব পরে ।
    একবার বুকে এসো , সবাইকে বের করে দিয়ে । নীল শার্ট দিওনাকো , নুন ফোটে ওতে ।।
  • aka | 76.190.162.85 | ১১ ডিসেম্বর ২০১৩ ১১:২৫508653
  • শ্ব একটি কবিতার বই বের করলে কিনব। নতুন ধরণের কিন্তু এমন কাব্যিক কবিতা বাজারে কম। বলে রাখলাম।
  • Tim | 12.133.43.195 | ১১ ডিসেম্বর ২০১৩ ১৪:৪৭508654
  • dd | 132.167.36.7 | ১১ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৭508655
  • শ্ব'র পদ্য পুস্তক তো ডেফিনিটলি পড়বো। অনেক বার পড়বো।

    কল্পনা করতেও রোমাঞ্চ হচ্ছে, এক পুণ্যদিনে শ্ব আমার পর্নোকুটীরে হাজির হয়ে কইছেন "ডিডিদা, আমার পদ্যসমগ্র'র প্রথম ভল্যুম ছেবে বেড়োলো। এক কাপি আপনেকে দিলাম। হাঁ হাঁ। পয়সা দিবেন না। ও কি কথা? আর শুনুন, কবিতাগুলো একটু ড্রাই। বুঝলেন? তো পড়বার সময় গলাটা ভিজিয়ে রাখবার জন্য অমনি এক বোতোল রাম ও রইলো?ক্যামোন?"

    ভাবতেই চোখে জল এসে যায়।
  • Atoz | 161.141.84.127 | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:০৪508656
  • কবিতারাম। ঃ-)
  • Atoz | 161.141.84.127 | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:২৯508658
  • ডিডি, আপনি আজকাল এত কম লেখেন কেন?
  • b | 135.20.82.164 | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৪১508659
  • ডিডি কম লেখেন কোথায়? উনি তো আজকাল লেখেনই না!
  • Bhagidaar | 218.107.71.70 | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:৪৫508660
  • শ্ব'র কবিতার বই বেরোলে আমিও কিনব, কিন্তু তবেই, যদি তাতে "ব্লিয়াকা" থাকে।
  • শ্ব | 24.96.120.15 | ১৮ ডিসেম্বর ২০১৩ ০১:২০508661
  • নেহাত চেটে গিয়ে ## ২
    ~~~~~~~~~~~~~~~~

    বিদ্যাসাগর মশাই মানা করেছিলেন বলে কোনদিন গরু কে গরু বলিনি
    কিন্তু ঘাস চাইলে খেতে দিয়েছি
    আজ দেখছি তারা হাঁ করে দুনিয়াটাকে খেতে চাইছে ।
    আপিসের ক্যান্টিনে লোকজন ভারতবর্ষের ইতিহাস নিয়ে আলোচনা করছে
    নাকি বেতাল পন্ঞ্চবিংশতি , কিচ্ছু বুঝতে পারছিনা ।
    সিনেমা দেখতে বসলে মনে হচ্ছে ভুল করে শোভাযাত্রার মধ্যে ঢুকে পরেছি
    বিবাহের না শবযাত্রা , সে প্রশ্ন ইম্মেটিরিয়াল ।
    সবাই মিলে বোঝাচ্ছে ভুলে যাও ভুলে যাও ভুলে যাও ওই কটা তো মানুষ মরেচে
    চোখ বন্ধ করলে শুনতে পাচ্ছি : ওকথা তুমি ভুলে যাও অযেদিপাউস
    মানুষ দুঃস্বপ্নে এরচে অনেক ভয়ংকর জিনিস দেখে থাকে ।
    আর চোখ খুললে ছাপ্পান্ন ইঞ্চি টিভির পোলার বিয়ারের মত সবাই নুলো বাড়িয়ে বলে যাচ্ছে
    ভুলে যাও ভুলে যাও ভুলে যাও ভুলে যাও
    সব ভুলে যাও , সব । ভেতরে গ্যাংগ্রিন থাক , মজা খালে জেগে থাক জ্ঞানের ভুরভুরি ।।
  • Arpan | 126.202.124.208 | ১৮ ডিসেম্বর ২০১৩ ০২:২৮508662
  • বাহ্‌।
  • ফরিদা | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:০০508663
  • এই নদীটির এপার-ওপার দড়ি
    এই নদীটির কাছেই অনেক মানুষ
    দরজা জানলা কাঠের দালান বাড়ি
    এই নদীটির বুকের থেকে ফানুস-

    উড়ে গিয়েছে অজস্র দিন আগে
    স্রোত কমেছে ভাসছে জলে পানা
    সারাটা দিন সারারাত্রি জাগে
    ঘোলা জলে আয়না দেখাও মানা

    এই নদীটির সরস্বতী নাম
    এই নদীটির নামটি ইছামতী
    অর্থ মোক্ষ ধর্ম মোহ কাম
    মানব জন্ম নদীময় সদগতি
  • শ্ব | 24.99.181.78 | ২২ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৫508664

  • ~~~~~~~~~~~~

    সকালবেলা হাঁটতে গিয়ে দেখি পা দুটো
    খারাপ হয়ে গেছে ।
    গাড়ি তে উঠতে গিয়ে দেখি গাড়ি খারাপ ।
    কোনভাবে বুকে হেঁটে রাস্তা পেরোতে গিয়ে দেখি
    রাস্তা খারাপ হয়ে হেই বড় বোল্ডার হুই দেখো কতনীচু খাদ ,
    তার মধ্যে পরে মাথাটা খারাপ হয়ে গ্যালো । সেই থেকে লিখেই চলেছি ।।
  • sosen | 125.242.157.149 | ২২ ডিসেম্বর ২০১৩ ১৮:১৪508665
  • শ্ব -র এই কবিতাগুলো পড়লে নিজে লেখার ইচ্ছে সমূর্ণ উবে যায়।
  • achintyarup | 69.93.193.209 | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:৫৭508666
  • তারপর পথও শেষ, অনন্তও মুড়ে বসে ডানা,
    তারপর চোরাবালি, ঠিক তারই গা-ঘেঁষে বিছানা।
    পকেটে কম্পাস ছিল, পাগলাটে, কোন দিকে হাঁটা
    জানা নেই। খুঁজে মরি কোনখানে কোথায় কতটা
    নিজেকে এসেছি ফেলে, কত টুকরো হৃদিকমলের
    ছড়িয়ে পড়েছে জলে, বুঝি না সে, তাও ভাবি ঢের
    হাঁটা হয়ে গেছে পথ, এবারে তো বুঝে যাব ঠিক
    কতটুকু পড়ে আছে, বাকিটুকু সে-ই খুঁজে নিক।
    খুঁজে নিক আলগোছে পড়ে থাকা জং-ধরা চাবি,
    হয়ত তারই সে ছিল, শুধু তারই তাতে ছিল দাবি।
    দুচোখে বৃষ্টি ছিল, অঙ্গে অঙ্গে বেজেছিল বাঁশি,
    আকাশও উপুড় করে যাবতীয় ভালবাসাবাসি
    ঢেলে দিল ঘাসে-গাছে, ছায়ামাখা নিকোনো উঠানে,
    খোড়ো চাল, তুলসীতলা, দরোজার সমুখে সেখানে
    বসে কেউ। স্নিগ্ধ ছবি, দু একটি তুলিটানে আঁকা
    এটুকুই ছিল স্বপ্নে, বাকি ক্যানভাসখানা ফাঁকা।
  • kumu | 132.161.161.171 | ২২ ডিসেম্বর ২০১৩ ২৩:০৪508667
  • শ্ব, ফরিদা, চিন্টুবাবু সেলাম।
  • sosen | 111.63.135.36 | ২২ ডিসেম্বর ২০১৩ ২৩:০৮508669
  • খুবই মিষ্টি কবিতা, চিন্টুবাবু।
    ডিডিদা গেলেন কই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন