এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৫৩৩৮ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফরিদা | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৫508704
  • পঞ্চমী

    তোর ডাকনাম প্রায় দিনভর-
    এক সক্কাল তুই একলা
    চোখ পড়লেই তুই চিনতিস
    নাকি ফিরতিস বেশ মেঘলা?

    শুধু চুপচাপ সাজ চলছে
    শেষ পর্যায় ভুল বিন্যাস
    ওই ঘুরপথ আমি চললাম
    খেলা রইল খোলা বিন্দাস।

    বড় সোচ্চার গান বাজছে
    চড়া রোদ্দুর গাঢ় ঘামতেল
    হোম জ্বর জ্বর চোখ জ্বলছে
    টস উড়লেই ফের পাশ ফেল?

    হাওয়া দপদপ ছাতে লন্ঠন
    একা চুপচাপ শুধু বলতাম
    তুই শুনতিস, দেখ হাসছিস
    তাও বলতাম - মনে পড়তাম।

    ক্লাস নিঃঝুম তুই শব্দের
    সব রাস্তায় ঢাকা সংখ্যা
    মনে পড়লেই গাড়ি ছুট ছুট
    একবগগা পোড়া গঙ্গা।
  • sosen | 125.241.85.249 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১০508705
  • এক পশলা কষ্ট চোখে নিয়ে, সে দাঁড়িয়ে ছিলো। হাতে হাত দিতেই শক্ত করে চেপে ধরলো মুঠি, ফিসফিসিয়ে বললো, আর না, আর না। তারপর বেঁকে গেল, গড়িয়ে পড়ল ফেনা, কষ বেয়ে। তারপর? কোনো গল্প নেই আর ওইবাড়ি, লালমেঝেবাড়ি, গঙ্গাবাড়ি। পুরাণে তেমনই লেখা ছিলো।
    অথচ সর্বাঙ্গ নীল বিষমদে, তাকে ছুঁতে না পেরে আমি উথাল পাতাল করি বিছানায়, ছিটকে ছিটকে যাই, ঠান্ডা ঘামে ভিজে যায় রাতের টহল। অচেনা গল্পেরা সব ভুতুড়ে গোড়ালি নেড়ে হেঁটে চলে যায় অন্যপানে, আমারি আঙ্গিনা দিয়া। কিশোরী রোদ্দুর কবে কপালের জলপটি এনে দেবে, এই ভেবে নিশিভোর জ্বরটান সয়ে যাই। ছোটকাল । ব্যর্থ সেই ছোটকালে গ্লিসারিন সাবানেরা গলে গলে লাল মোমফোঁটা হয়ে স্তনের উপরে জমে থাকে, ছ্যাঁকা দেয়। মুঠো করে মাংস সরালেও বেরোয় না , বুকের মেঝেতে কবে দরজায় খিল তুলে উবুহাঁটু- সেই- আল্পনা এঁকেছিল। আর না, আর না-বুক জুড়ে আজো তেলের গহীন নীচে, পাঁজরের চৌবাচ্চায় শুয়ে আছে রুক্ষকেশা তেতো মৃত্যুভোর।
  • Sam | 69.93.70.198 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৫508706
  • অনেকদিন বাদে এখানে এলাম:

    এই তো গভীর রাত সুপ্রশস্ত খোলে-
    চরম বিহ্ভলতা বাদামের মত,
    রিং আসে রিং যায় সপ্তর্ষিমন্ডলে।
    হাতে থাকে গোল্ড ফ্লেক, হাতে থাকে হাত,
    অত্রি থেকে অঙ্গিরায় তারার করাত।
    রাত্রি গভীরতর, পেঁচারা ঘুমালে-
    স্নেহের লিবিডো মুছি দেহের রুমালে.
    তারপরে ফিরে যাব রাতের কোটরে,
    ভোরের আলোর থেকে যেখানে সমাধি-
    ধানের শীষের থেকে পোশাকি গবাদি-
    পুলস্ত তারার আলো দেখে ভীড় করে,
    নীহারিকা সদৃশ নাভির ভিতরে.
    বৈবস্বত মনু, হাতে গোল্ড ফ্লেক-
    রাত্রি উজাড় করে তারাদের ঠেক।
  • Atoz | 161.141.84.164 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৪508707
  • আর ক্রতু, পুলহ, বশিষ্ঠ, মরীচি এনাদের কী হল? ঃ-)
  • Sam | 69.93.70.198 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৯508708
  • এনারা গাঁজা টেনে আউট।
  • শ্ব | 132.167.247.254 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:৪৪508709
  • কূজক
    ~~~~~~~~~~

    ঝাঁপিয়ে বৃষ্টি দেব ভিক্ষা নেবনা
    অন্তিম প্রহরে দেব সংখ্যা বিলাস , এলিয়া
    এলিয়া আহা দুলে দুলে নাগ
    ওঠো কন্যে
    ওঠো আজ মালিনী আমার
    তৃতীয় প্রহরে জাগো অয়ি কুরুপিনী ।

    অথবা ,

    ছিনাল মাগী ঝেড়ে ফ্যাল লাজ
    দে দোল বাতাস জুড়ে উপোসী আখার
    ঘোরা ঘোরা ঘোরা লেত্তি
    সালফার পোড়া
    ভোরের গন্ধে বিষ ঢেলে দে সবার
    অনেক লাটক হলো এবার মুখোশ -

    খুলে ফেল তুড়ি নাচ দু দুটো বোতাম
    তুই খাবি বৃষ্টি আমি কলিজা কাবাব ।।
  • শ্ব | 132.172.205.11 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৩508710
  • দাঁত্য , মাই লাভ

    ~~~~~~~~~~~~

    যে যার মত লিখে রাখে
    কেও লেখে তবু রাখে না , কেও লিখবে
    বলে আঁচরে বালি সরায় , গর্ত করে । এদিক ওদিক দেখে ।

    যে যার মত লিখবে বলে
    কেও ফিরে ফিরে জানলার ধারে ঠেলে নিয়ে
    যায় টেবিল খানা । পায়া মচকানো চেয়ার । লিখতে লিখতেই
    মুখ তুলে জবাব দেয় : বৌদি ফিরেছে , কাল থেকে কাজে এসো বলাই এর মা ।

    শুধু আমার আর টানতে ভালো লাগে না ।
    টেবিল টাকেও না । শব্দ গুলও বড় টায়ার্ড ,
    বুঝলে না । বলাইয়ের মা আর না এলেই বাঁচি , অন্তত দেরী করে
    খবর বেরোবে ; ততদিনে ওল্লারা মুখে মুখে শব্দ নিয়ে চলে যাবে দূর দূর দূর । ।
  • ধুরন্ধর ঝাঁট | 127.194.25.7 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৪508711
  • ভীত গোবিন্দম

    তোমাকে চেনাবো চেরনোবিল
    তোমাকে নেওয়াব বেনাদ্রীল
    তোমার সাথে এক্স্ট্রা প্যাকেট চাউমিন
    লং শটে তেও ক্লান্তি নেই
    রং শকটেও স্থানটি নেই
    তোমায় ছাড়া মিইয়ে ভীষণ আস্তিন

    তুমি ই আমার ফরেন টুর
    তুমি ই শীতের নলেন গুড়
    তুমি ই আমার প্রবল ইগোর ঝাপটা
    কার্নিশেতে পাঁজর ভোর
    কালনিশিতে গাঁজার ঘোর
    ফ্রাস্টু আদম ইভ কে ইলোপ সাপটা

    তোমার জন্য বন্য সেন্ট
    তারায় ধন্য অর্নামেন্ট
    তুমি ই আমার বন ছলছল কান্না
    ফোকাস লাগুক মুগ্ধবোধ
    চকাস চিবুক শীতের রোদ
    নতুন জামার রং ভরপুর আয়না

    নতুন জামার রং ভরপুর আয়না। ..
  • Tim | 12.135.59.37 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৬508712
  • বাহ প্যারডিটা বেশ হয়েছে। গুজ্জব! ঃ-)
  • শ্ব | 132.166.168.204 | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৩১508714
  • ব্লেহ
    ----

    অনেককিচুই হতে পারে ,
    তাবলে সর্বক্ষণ বাপু অত মেতে থাকা সম্ভব নয় ।
    সুপ্রিম কোর্ট বলচে আধার কার্ড বাল , গর্ভমেন্ট বলচে :
    এই বাল আধার কার্ড করা । জনৈক মেধাবীদের
    হঠাত ইচচে হয়েচে বুদ্ধি টাও খাটিয়ে দেকি
    আর রাজপথ জুড়ে বসে ক্যাও ম্যাও ঘ্যাও গ্হ্লিপ
    যেন বেড়ালের বিয়ে হবে বলে কেও সত্যি সত্যি বেঁধেচিল
    নয়টি ফেরাল । আর বাঁধলেই বা কী এমন হতে পারে
    বড়জোর ম্র্যাও ম্রিআঊ ঘ্ল্রেউ ঘাপ গ্হ্লাপ গ্হ্লিপ ?
    সেত আমি একদিন গলায় কবিতা আটকে মারাও যেতে পারি , তানিয়ে অত হাল্লার কী আচে ...
  • ধুরন্ধর ঝাঁট | 127.194.26.227 | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪৮508715
  • এমন

    ছায়ার আঙ্গুল আঁকছে সুঁড়িপথ

    রোদের হেলান সুবর্ণমুখ জলে,

    শ্যাওলা সময় পিছলে যথাযথ

    এমন দিনে তারেই বলা চলে ।

    তন্বী মেঘের ছিন্ন আঁচল পাড়ে

    ভিনদেশী সুখ উড়ন্ত চঞ্চলে

    আয়্নাজলে শ্রান্ত বিকেল ডোবে

    এমন দিনে তারেই বলা চলে ।

    সবুজ মেঝেয় শিমুল রজস্স্বলা

    সিক্ত শরীর গন্ধ উতরোলে

    খুশির ফড়িং ইচ্ছা জোনাক জ্বলে

    এমন দিনে তারেই বলা চলে ।
  • শ্ব | 24.96.61.45 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৮508716
  • ফ্যাচা
    ~~~~~~~

    কবিদের চেয়ে হিংস্র কেও নেই । আমার বন্ধু ফ্যাচা
    ওদের পাড়ায় একটি ক্লাব খুলেছিল বন্ধুদের সঙ্গে নিয়ে বেসিকালি মাল খাবে বলে তার মধ্যে বছর দুই বাদে দুই বন্ধুর কবিতা হয় তারা ফ্যাচাকে
    নানাভাবে এমন সব বাক্য সমষ্টি শোনাতে থাকে যার মানে জিজ্ঞেস করলে জানা যায় সেগুলো কবিতা ক্রমশ আরও দুজনের কবিতা ধরে এবং তারা একটি
    কবিতার ক্লাব খুলে ফ্যাচাকে বোঝাতে থাকে কবিতা কী ও কেন একদিন ফ্যাচা খুব ক্ষেপে গিয়ে এক বন্ধু কবিকে পেছনবাগে সজোরে কষালে জেলায় জেলায় রটে
    যায় কবি ও কবিতার উপর ফ্যাচা বড় আঘাত হেনেছে অতঃপর ক্লাবের ল্যাম্প পোস্টে আটকানো কবিতার প্যামফ্লেটে এক কলসি মুতে দিয়ে ফ্যাচা চলে আসে এবং
    ধুর বাল লিখে আসে বাইরের দেয়ালে এবার কাগজে ছাপে ফ্যাচা এনার্কিস্ট বিপ্লবী কবি সব ছেড়ে দীঘা যায় ফ্যাচা শিউলি কে ডেকে বলে পাখা ছাড় পরী আর
    পেয়াঁজ টা বেশি দিস ডিমের মামলেটে একটু বরপ দে কিরে শুধু ঠান্ডা জলে হয় টিভি খুলতেই ভাসে কবিতাবিরোধী বিদ্রোহী কবি ফ্যাচা দীঘার সস্তা হোটেলে কী
    করছে জানতে হলে নজর রাখুন পরবর্তী খবরে চমকিয়ে ওঠে ফ্যাচা এই শালী মিডিয়া কোদ্দিয়ে এলো ট্যাকা খেইচিস নাকী ক্রমশ দরজা ভাঙ্গে হাতে
    বুম বুম বুম জানলা দিয়ে লাফ মারে ফ্যাচা পেছনেতে পালে পালে কবিদের দল ফ্যাচা বাবু দাঁড়ান ফ্যাচা দাঁড়াও আব্বে ফ্যাচা দাঁড়া তোর্ নামে
    অনেক ঢেলেছি দৌড় দৌড় খেলা শেষে বোল্ডারের ওপর থেকে লাফ দেয় ফটিক লাল সমুদ্রের খাঁজে ।
    এবং তারপর ফ্যাচাকে নিয়ে দীর্ঘ কবিতা লেখে কবিরা ।।
  • ধুরন্ধর ঝাঁট | 127.194.26.128 | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৯508717
  • নিডোর দেশ

    সেলুলয়েডের ফ্রেমে ছলকায় দেশপ্রেম

    খবরের পাতা আবেগেতে থরো থরো

    সীমান্ত ফুটো হাতড়ায় প্রতিবেশী

    নিডো। তুমি কি খবর কাগজ পড় ?

    সাঁজোয়া বাজেটে , ফুলে ফেঁপে ওঠে

    স্টেটাস এর ফিতে কাটা হয় বড় বড়

    রাজপথে আজ উড্ডীন ব্রামভোস

    নিডো তুমি কি খবর কাগজ পড় ?

    জাতীয়তাবাদী দেশ শেষমেশ

    চিন্কিরা তাই শুধু কমপ্লেক্স , মন্ত্রীরা ধূপ ধুনো

    বিবিধের মাঝে বিভেদের বেশে, নিশ্চিত জানি

    নিডো এ খবর পড়বেনা কোনো দিন ও ।

    দোসা নাকি মোমো ? হেটেরো না হোমো

    দেশের সীমানা সাঁটা কদ্দূরে ?

    জানাটা আবশ্যিক , তাই চুপিসাড়ে

    মাপ নি ঘরের । ম্যাপ ছিঁড়ে খুঁড়ে
  • ফরিদা | ০১ মার্চ ২০১৪ ০০:১৮508719
  • ছুঁয়ে থাকা ভ্রমন বিলাস খুবই মোহময় লাগছিল - চাঁদ
    তেরছাটি তাকিয়েছে, বলে বুঝি ঘরের দিকেই ফের
    হাঁটা দিলে। আর তাই তেতলার ছাদ থেকে মেঘ নেমে
    আসে চুপি চুপি। আমারই কারোর কাছে চাওয়া নেই
    যাওয়া নেই – চান খাওয়া নেই তিনবেলা। ছুতোনাতা
    ঘরের দেওয়াল জুড়ে ওঠা বসা কলাপাতা ফেলা নেই।
    শুধুই দেওয়াল জুড়ে মাঘমাস। মসের চাপর ঢাকা সব
    পাহাড়ি দেওয়াল শুধু উঠে উঠে মিশে গেল মাঝামাঝি।

    থেকে থেকে এইসব কথা আসে, আর হপ্তার হাটে বিকিকিনি
    সেরে ফের ফিরে যায় ওরা রঙিন ধুলোতে হেসে গড়াগড়ি
    সেইসব অক্ষর পেলে কিছু পড়ি – সব নয়। তার ফাঁকে ফাঁকে,
    খুব হেসে ওঠা দেখে তাক লাগে – যদি মনে পড়ে যায়
    খুব ছবি উঠে গেলে ভ্রমনবিলাসীরাও ঘরে ফিরে যায়, পিছুপিছু
    রূপকথা চাঁদ যাবে যাক। তোমার কাছেতে ফেরা- আজীবন থাক।
  • শ্ব | 132.178.252.176 | ০২ মার্চ ২০১৪ ০৯:৩৪508720
  • ক্ষু

    ~~~~~~

    খিদে পায় । সর্বদা মনে হয়
    মুখে কিছু থাক
    ভাত বসাইনা তাই
    রুটি দুটো তুলে রাখি ফ্রিজে
    ঠা ঠা রোদ্দুরে হেঁটে চানাচুর কিনে
    আনি হাঁটু মুড়ে
    বারান্দার
    কোণে আয় আয় কাক ডাকি কাকেদের
    কত রং নীল কাক বাদামী বেতস কাক
    মাথা ভরা কাক তর্ক কাক শব্দ কাক বিশ্ব এইদেখো
    আবার
    পরেছি
    জলে !
    বলছিনা , খিদে পায় থেকে থেকে ; খাবারে মেটেনা ।।
  • শ্ব | 132.178.252.176 | ০২ মার্চ ২০১৪ ১০:১০508721
  • ক্ত

    ~~~~~~~

    এখনো ভাঙলে ঘুম , রাগ হয়
    কষ্ট হয় খুব । হানা বাড়ি , দৈত্য ঘর ছুটে আসে
    কে ভাঙলি ? কোন শালা ? আহা কোন অলপ্পেয়ে
    আদুর খেলার ছলে পায়ে পায়ে
    করে দিলো আমাদের ঘুমে দেখা হওয়া ?
    সেকি জানে : আমরা কে ,কতকাল , কবে থেকে ঘুমে ?
    নাকি সেও ঘুমচোখে শেফালী কুড়োতে গিয়ে কুড়িয়েছে কবরের মাটি ।
    ঘুমের মধ্যে খুব দেখা হয় , সকলের সঙ্গে নয় । ভেঙ্গে গেলে রাগ হয় খুব ।।
  • শ্ব | 132.178.252.176 | ০২ মার্চ ২০১৪ ১০:১৪508722
  • কূজক #২

    ``````````````````````````

    পাগল বা বুদ্ধিমান খুঁজে লাভ নেই
    সনাতন , মরা খোঁজো ।
    ঘড়ি তে আর যতটা সময় বাকি আছে
    তার মধ্যে আমরা দেখা করব
    গতবারের ঝামেলা মিটিয়ে নেব
    তার আগের বারের বা ভুলেই গেছি কবেকার এত কিছু হতে পারেনা ।
    যখন এবং
    সকলেই জানি যে ঘুমিয়ে যাবার
    পরে সকলেই পাশ ফিরে শুয়ে থাকি
    প্রহরের আলিঙ্গন মুছে , অতএব সনাতন
    এইবেলা বেঁচে থাকা চাই
    যেভাবেই হোক , মরা খোঁজো সনাতন ,মরা খোঁজো মরা ।।
  • ধুরন্ধর ঝাঁট | ০৩ মার্চ ২০১৪ ২০:০১508723
  • বলা বলি

    মুঠো ভর্তি নীরবতাকে বললাম

    উড়ে যাও।।।।

    তারা উড়ে গেল রোদের পায়রা হয়ে ।

    বুক পকেটে দুঃখ কে বললাম

    বয়ে যাও ।।

    যেন আলুনি ভাতের ওপর আধসিদ্ধ ডিম ।

    আস্তিনে মৃত্যু কে বললাম

    মরণশীল হও ।।।

    পলাশের লাশে উজ্জ্বল স্বাক্ষর রেখে গেল মাঠে ।

    মোজায় সুখকে বললাম

    উপহার দাও ।।।

    দেরাজে বন্দী ছোট থেকে বড় হয়ে যাওয়ার অঙ্গীকার ।

    কলজে ভরা শব্দকে বললাম

    ছুঁয়ে যাও।। যেখানে ,

    কবিতার জন্মদাগ ইতস্তত লেগে আছে বিচ্ছেদের ধানে ।
  • sosen | 125.241.18.21 | ০৬ মার্চ ২০১৪ ০৮:২০508725
  • অনিমেষ চেয়ে থাকি। ভালোবাসি, বিশ্বাস হয় না।
    নিত্য দ্বন্দ্ব, খটাখটি, পান থেকে চুন ঝরে পড়ে
    দেওয়ালের লক্ষ্মী রোজ রেগেমেগে নেমে চলে যান
    বিকেলের দাঁত নখে ছিন্ন তোষকেরে পায়ে ঠেলে।

    অনেক রাত্তিরে, হিম পড়ে, পা টিপে বারান্দায়
    ওঠার সময়ে শোনা যায়, মৃদু শব্দ, চুম্বনের,কিছু
    বাক্যহারা এলোমেলো। টেবিলে আদর ভরে আছে
    সকালের মিঠে আলো দেহলিতে তারা হয়ে বসে
    ডানা মুড়ে। ওদের তো কেউ নেই, তাই।

    একরাশ ঈর্ষা নিয়ে লক্ষ্মী কুলুঙ্গিতে শুতে যান
    এত জ্বর, তবু এত কাছাকাছি। বিশ্বাস হয় না।
  • rabaahuta | 78.9.134.126 | ০৬ মার্চ ২০১৪ ০৯:৫৮508726
  • কি আশ্চর্য কি অসাধারন
  • sosen | 125.242.229.37 | ০৮ মার্চ ২০১৪ ২০:৩১508727
  • বাড়িওলা নিমগাছ। সরু শাখা, মধু ফল
    গাঁটে গাঁটে জাগরূক ব্যথা। গেটে বসে , বুড়োমত রজনী ডাক্তার বলে, বাত।
    সোনামুসুরির চালে পোড়া পাতা, তেতো পাতা
    এক ফোঁটা ঘিয়ের সুরভি
    এক কাপ চা হাতে রকে তুমি বাবু হয়ে বোসো
    আমার মায়ের হাতে আনন্দবাজার
    মাধবীলতার ঝাড় ঝুলে আছে। বাড়িওলা, ও বাড়িওলা

    একদিন আমাকেও মেখে দিও। নিমপাতা, মধুভাত।
    কোন চুল্লির মধ্যে চলে গেছ, ভাগ্যিস দেখিনি

    গাঁটে গাঁটে বিশ্রামের রেখা নিয়ে বসে আছ পুকুরের পাশে,
    অমরত্ব ট্যাঁকে গুঁজে রেখে
    কাছে যেতে লোভ হয়, শিকড়ে দুখানি হাত রেখে
    শুষে নিতে ইচ্ছে হয় ওষধির তরল করুণা
    রান্নাঘরে জল ফোটে, ধোঁয়া ধোঁয়া নিম-গন্ধ চা'য়ে

    এখনো আমার সিঁড়ি বেয়ে , সব বাড়ি জুড়ে তাই
    ধাপে ধাপে ডাক আসে, শিখা, শিখা, শিখা
  • achintyarup | 103.186.31.83 | ০৮ মার্চ ২০১৪ ২০:৩৭508728
  • কী ভাল রে
  • dd | 132.167.18.240 | ০৮ মার্চ ২০১৪ ২১:২৯508729
  • হ্যাঁ
  • nina | 78.37.233.36 | ০৮ মার্চ ২০১৪ ২৩:২৫508730
  • মেয়েটার হাতে এ কোন কলম---কে দিল রে মেয়ে--অক্ষয় হোক এই কলম।
  • সায়ন | 59.249.62.138 | ০৯ মার্চ ২০১৪ ০১:৩১508731
  • ওয়াও!
  • শ্ব | 132.167.144.218 | ১১ মার্চ ২০১৪ ২২:২১508732
  • সাংসারিক # ৭
    ````````````````

    আমাদের ঘরে একটি ঘড়ি আছে
    তার যখন নটা দশ বাজে বড় বাজারের
    ঘড়িতে তখন সবে দশটা বেজে বসে আছে ।
    আবার যখন নটা বাজে তখন কী আশ্চর্য আট তা দশ
    এরপরেও ভয়ংকর অবাক করে সাতটা দশ আর বলতে
    না বলতেই ছটা দশ কীভাবে মেলাচ্ছে বাপু সাবাস তবে লোকে
    কয় ঘড়ি জাতি এইমত কাজ যদিও আমাকে তারা বিস্তর
    খেস্তায় ঠিক্করে দি না বলে আর আমি ভেবে পাইনা ঠিক্করার আছে টা কী ।।
  • Saumen Mondal | ১৩ মার্চ ২০১৪ ২২:৫৯508733
  • জন্মদিন

    ভাঙ্গা-চোরা এই বাড়িতে দুইটি প্রাণীর বাস
    এদের প্রাণে আজকে আছে একটি শুধু আশ;
    ছেলের তরে বিছিয়ে নয়ন দুয়ার পথে বসে
    ভাবছে তারা আসবে ছেলে ব্যাস্ত দিনের শেষে ||
    বেশ কিছুদিন আগে থেকেই দুজনাতে ভাবে;
    এই বছরে তাদের খোকার তিরিশ বছর হবে,
    আজকে সকাল হতেই পিতা বাজার পানে ধায়
    খোকার প্রিয় সবই ছিল কেনার তালিকায়,
    ভারি জিনিস তুলতে মানা হার্টের রোগী বলে
    বাজার থেকে ফেরেন নিয়ে ভর্তি দুটি থলে,
    ডাক্তারের নিশেধ আছে রান্না ঘরে ঢোকা
    মায়ের হাতের রাঁধা খাবার ভালোবাসে খোকা;
    তাইতো আজ সকাল থেকে রান্না ঘরে মা
    খোকার প্রিয় সকল পদই করেছেন রান্না||
    সূর্য ডুবে ঘোষনা করে দিনের অবসান,
    শ্রান্ত পাখী কূলায় ফেরে স্তব্ধ কলতান,
    ভাবছে বসে দুজনাতে প্রতিক্ষার শেষে
    দেখা করতে আসবে খোকা অফিস হতে এসে,
    কেউ জানেনা কখন হবে প্রতিক্ষার অবসান;
    আদৌ ছেলে রাখবে কিনা ভালবাসার মান!!

    ওই দিকেতে ঐ বাড়িতে বিশাল অনুষঠান
    খানা-পিনা হই-হুল্লোড় তার সাথে নাচ গান,
    জান্মদিনে বাড়ির মালিক দিয়েছেন এক পার্টি
    তাইতো এই বাড়িতে আজ এতো হুটোপুটি;
    বড় বড় লোক এসেছে, নামি দামি লোক
    নামের থেকেও বড় এদের সবার জাঁকজমক,
    অতিথীরা আসছে সবাই হাসি-হাসি মুখে
    হিংসা-রাগ-বিদ্বেষ সব মনের মাঝে ঢেকে,
    আসছে তারা নিয়ে সব দামি উপহার
    ভালবাসা নেইকো তাতে শুধুই অহংকার,
    উচ্চবিত্ত লোকের মাঝে নেই বাবা-মার স্থান
    মধ্যবিত্ত মানুষ ওরা, থাকবে না আর মান||
    এতো লোকের শুভেচ্ছাতে ভাসছে আজ ছেলে
    মা-বাবার কথা সবই আজকে গেছে ভুলে,
    স্বার্থ ভরা ভালবাসার-শুভেচ্ছার মেলায়
    ভুলে গেছে ছেলে অাজ তাদের কথা হেলায়||

    রাত্রী যখন নেমে এল করে দিনের শেষ
    চোখের পাতায় আসল নেমে নীদ্রারই রেশ,
    তখনো ওই ভাঙা বাড়ির দুয়ার পানে চেয়ে
    বাসে আছে বাবা-মাতে তখনও না খেয়ে;
    বুঝতে পারে আজকে আর অসবে নাকো ছেলে
    মনকে বোঝায় ব্যাস্ত বলেই যায়নি তাদের ভুলে!!
    দুজনাতে বসে বসে মনের খাতা হতে
    তুলে আনে ছেলের স্মৃতি নীদ্রাহীন রাতে,
    মনে পড়ে তাদের আজ ছেলের হামা দেওয়া,
    বাবার হাত ধরে ছেলের প্রথম স্কুলে যাওয়া;
    মনে পড়ে ছেলের বয়স তেরো বছর যখন
    জন্মদিনে ক্রিকেট ব্যাটের বায়না ধরে খোকোন,
    বিয়ের পরে সেবার খোকার প্রথম জন্মদিনে
    খোকার প্রিয় বাইক বাবা দিয়েছিলেন কিনে,
    আজকে এই স্মৃতিগুলোই তাদের সাথে আছে
    তাদের খোকা এখন আর নেইকো তাদের কাছে||
    চোখের জল শুকিয়ে যায় চোখের কোণের পরে,
    ছেলের তরে দুজনাতে আশীর্বাদ করে;
    ভগবানের কাছে জানায় তাদের প্রার্থনা,
    আজকে যেনো পূর্ণ হয় ছেলের সকল কামনা||
  • সিকি | ১৩ মার্চ ২০১৪ ২৩:৪৯508734
  • বাঃ, বেশ হয়েছে। :)
  • Tim | 188.91.253.21 | ১৪ মার্চ ২০১৪ ০৮:৫০508736
  • হোসেনের লাস্ট অ্যান্ড লাস্ট বাট ওয়ান দুটোই অসা হয়েছে। সেশেরটা সেরা, হোসেন বুবকা হয়ে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন