এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৫৭৩৯ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফরিদা | ০৩ আগস্ট ২০১৪ ০০:২৩508870
  • কৃষ্ণমলম

    জানি শুধু দু এক কদম চকলেট বোম
    সলতে পুড়ে হিমে ভেজা প্রস্তরবত
    কিম্বা কিছু ঘুড়ি কেমন উড়তে গিয়ে কল কেটেছে দিশেহারা

    দেখি যখন শেষ লোকালের ভিড়ের পরেও
    স্ট্যান্ডে কেবল এক সাইকেল অপেক্ষমান

    ঠোঁটে চাপা জুতোর পেরেক যন্ত্রণাটি ব্যক্তিগত
    গোপন ক্ষত - শেষ চিঠিটির আজ হল প্রায় স্কুলের বয়স।

    গুছিয়ে তোলা ভাঙা সাইকেল, ভেজা বারুদ, ছেঁড়া ঘুড়ি, বাতিল কলম
    দেখছে এখন বিজ্ঞাপনে সর্বরোগের নিদান বলতে বিষহরির কৃষ্ণমলম ।
  • Soumyadeep Bandyopadhyay | ০৩ আগস্ট ২০১৪ ১৪:২৬508871
  • চিড়িয়াখানা

    বিকেল কে পাট পাট করে
    সাজিয়ে সন্ধের ঘরে তুলে রাখছে মা
    গুনগুন গানে কপাল ছুঁইয়ে দিচ্ছে
    অফিস ফিরতি অপেক্ষার আলো |

    বাবা ফিরলেই আমি
    সামনের পাঁচিলের থেকেও উঁচু |
    আজানের টানে নকুলদানা স্বপ্ন
    ভেঙ্গে জাগছে ঠাকুমার গোপাল ঠাকুর|

    একটু পরেই অবধারিত লোডশেডিং
    তাই পলতেতে শান দিয়ে রাখা
    দেওয়ালের গায়ে কাঁপা কাঁপা আলো
    যেন জলছবি | আর ফুটফুটে
    সাদা কালো চিড়িয়াখানার সংসার ,
    সেখানে শিশুদের প্রবেশমূল্য নেই |
  • kumu | 52.104.24.21 | ০৩ আগস্ট ২০১৪ ১৪:৩৫508872
  • ফরিদা
    !!!!!।
    বড়ো বিস্ময় লাগে----
  • ধুরন্ধর ঝাঁট | ০৩ আগস্ট ২০১৪ ১৯:১৪508873
  • নষ্ট ভ্রুণ

    বাঁধা গরু ছেড়ে রাখি মাঠে সিরিয়াস
    কেউ ছেঁড়ে পাকা লোম, কেউ কচি ঘাস
    রোদ্দুর গেয়ে যায় মহাকবি ফান
    মগজের কাটা তার রাঁচির দোকান
    পাপোষেরা তাল খোঁজে , ছুঁচ খোঁজে ফাল
    ছাড়া পায় লালা দের ঘরের দুলাল

    কচি মুড়ো নিয়ে ভাঁজা গেন্ডুয়া গেম
    ভারী মজা স্কোরকার্ড আজ সেম সেম
    শারাপোভা চেনে নাই ভগবান নাম
    সোজা ওর ঠাই হোক ঘোর পুন্নাম
    আচ্ছে সে দিন আসে বুলেটের গতি
    সামাল বে লোটা আউর সামাল বে ধোতি

    নখে নখে ভাগ কর কবোষ্ণ যোনি
    মাইলেজ ভাগে নেন দাদা দিদিমনি
    পোষা কবি খোসামদী দরবারে গান
    ছাতি চাপড়িয়ে অব তক ছাপ্পান
    বিদেশেতে বীমা রেখে পোদ টসটসে
    ধর্মের গুরু থাকে পঞ্চ ম রসে

    রাষ্ট্রের নাচঘরে নষ্টের ভ্রুণ
    মাথা তুলে হেঁটে যান একা নবারুণ
  • শিবাংশু | ০৪ আগস্ট ২০১৪ ১৪:০৯508874
  • আমার বন্ধু
    ------------------

    সেই লোকটির
    স্বর চিনে ফিরে আসবে
    দূরান্তরে মরিচ'পবন

    লবঙ্গগন্ধের মতো দিনরাত
    একদিন তার সাথে যেমত কেটেছে
    আশা আছে সেমত ফিরিবে সে'ও
    সন্ধ্যাকুলুঙ্গিময় কাঁপা কালোছায়া

    তাহাদের কুড়িয়ে পেয়েছি
    অত্যাগসহন জনগণ
    কোথায় বা কোনকালে
    মানেবই কেউ তো লেখেনি

    লিখে আর কী হবে দু'চ্ছাই
    আমি শুধু বুঝি, তারা বোঝে
    বোকা ছাপাখানা খোঁজে রাতভর
    অফসেট মেরে টেঁসে যায়

    এখনো তাহার মানে নিতান্ত দুরূহ
    বেদব্যাস আশা ছেড়ে
    ডুবেছে ব্রাহ্মণী নদী
    আমি নিরুপায় জেগে সারা রাত

    তার গান প্রতিধ্বনি
    ফিরে আসে আমার নিখিলে,
    নীরেট খিস্তি হয়ে ফিরে আসে
    যখনই ভেবেছি মরে গেছে,

    হেঁকে বলে, শালা......
  • Soumyadeep Bandyopadhyay | ১১ আগস্ট ২০১৪ ২২:৫৩508876
  • ব্যবচ্ছেদ
    --------------------------
    কবিতারা মরে গেলে
    চামারের কুশলতায় খাল ছুলে দেখি
    নবীন বশ্যতার কষাঘাত,
    ¬ অযত্নের দগদগে ক্ষত
    লাল মাংসর পরতে পরতে শুভ্রতার কঙ্কাল
    বহুগামী ধমনী ও শিরার সূক্ষ্ম রক্তজাল
    প্রেখ্খিতে প্রথাগত গৃধিনীর সতর্ক পাক
    আবহতে শ্বাপদের দাঁতে দাঁত শান
    চিরায়ত সর্বগ্রাসী ক্ষুধার সংসার
    মুষ্টিভি:ক্ষার শেষ অজুহাত
    এখানেই শেষ হলে হত

    তবু তারই মাঝে এইসব অক্ষর জঞ্জাল
    পচে যাওয়া ধূসরের মাঠে
    ইতস্তত আনুভূমিক জটিলতা বোনে
    পরবর্তী অবিমৃষ্য রাতে
  • Soumyadeep Bandyopadhyay | ১১ আগস্ট ২০১৪ ২২:৫৩508875
  • ব্যবচ্ছেদ
    --------------------------
    কবিতারা মরে গেলে
    চামারের কুশলতায় খাল ছুলে দেখি
    নবীন বশ্যতার কষাঘাত,
    ¬ অযত্নের দগদগে ক্ষত
    লাল মাংসর পরতে পরতে শুভ্রতার কঙ্কাল
    বহুগামী ধমনী ও শিরার সূক্ষ্ম রক্তজাল
    প্রেখ্খিতে প্রথাগত গৃধিনীর সতর্ক পাক
    আবহতে শ্বাপদের দাঁতে দাঁত শান
    চিরায়ত সর্বগ্রাসী ক্ষুধার সংসার
    মুষ্টিভি:ক্ষার শেষ অজুহাত
    এখানেই শেষ হলে হত

    তবু তারই মাঝে এইসব অক্ষর জঞ্জাল
    পচে যাওয়া ধূসরের মাঠে
    ইতস্তত আনুভূমিক জটিলতা বোনে
    পরবর্তী অবিমৃষ্য রাতে
  • hzbz | 103.174.90.30 | ১৩ আগস্ট ২০১৪ ০৭:৫৪508877
  • অবিম্রৃষ্য রাত? টাইপ করতে পারছিনা। কবিতা না আছোলা বাঁশ?
  • Ghnalunk Ghlipkriv | 24.99.146.153 | ১৩ আগস্ট ২০১৪ ১৩:২৫508878
  • a Tsazianaa

    ।>>>>>>>>>।

    Kloplak luke ! aa ghlipla , aa lu sueste ghlipkriv !
    anis, anis a notze , lu bieste klaus tsazianaa !!

    zbeb zemonn aa ghrir mave ra krur maa vale'
    klib a vale' a vale' maa krieste hlah aece !

    plel ghliol karit ? aa'vrir ? mu bhoun lu grne ?
    mjem ! lmem zaa pouer , zaa bieste aa granatoushe...

    la muhre le muehrte la muehre a' vrir zuker !
    anis , a lu notze , niestez a tsazianaa !!
  • সিকি | 135.19.34.86 | ১৩ আগস্ট ২০১৪ ১৪:১৪508880
  • এটাই কি এসপারান্তো ভাষায় লেখা কবিতা?
  • kumu | 52.104.35.114 | ১৩ আগস্ট ২০১৪ ১৪:৩৩508881
  • বা বা।দিব্য হয়েচে-
  • de | 69.185.236.54 | ১৩ আগস্ট ২০১৪ ১৪:৪৮508882
  • ভাষা না বোঝা গেলেও ভাবখানি বড়ো মায়াময়! ঃ)
  • তাপস | 122.79.37.197 | ১৩ আগস্ট ২০১৪ ১৭:০৭508883
  • এই কবিতাটার অনুবাদ ছাড়াই ছাপা হোক । কার ক্ষমতা আছে এসে বলুক, বুঝিনি?
  • Kaju | 131.242.160.210 | ১৩ আগস্ট ২০১৪ ১৮:৩২508884
  • যাসসালা ভাষা না বুঝলেও বলা যাবে না? ইল্লি নাকি ! এ তো ক্লাসের ফার্স্ট বয় বুঝে গেছে, আর কোনো প্রশ্ন করা যাবে না কেস হয়ে গেল !
  • Kaju | 131.242.160.210 | ১৩ আগস্ট ২০১৪ ১৮:৩৫508885
  • বরং এর চেয়ে আগের সেই পুরোটা হাঁসের ডাকে লেখা ঘ্র্যাঁও ঘ্র্যাঁও কবিতাটা পোস্কার বুঝেছিলাম, অন্তরে গেঁতে বসে গেছিল। খুব আরাম পেয়েছিলাম। মনে হয়েছিল সব কবিতা কেন এমন ঘ্র্যাঁও ঘ্র্যাঁও করে লেখে না লোকে?
  • বঙ্গানুবাদ:-) | 161.141.84.164 | ১৪ আগস্ট ২০১৪ ০৩:১০508886
  • অ ট্সইঅনা

    ।।

    Kলোপ্লক লুকে ! আ ঘ্লিপ্ল , আ লু সুএস্তে ঘ্লিপ্ক্রিভ !
    অনিস, অনিস অ নোতএ , লু বিএস্তে ক্লউস ত্সইঅনা !!

    বেব এমোন্ন আ ঘ্রির মভে র ক্রুর মা ভলে'
    ক্লিব অ ভলে' অ ভলে' মা ক্রিএস্তে হ্লহ অএে !

    প্লেল ঘ্লিওল করিত ? আ'ভ্রির ? মু ভৌন লু গ্র্নে ?
    ম্জেম ! ল্মেম আ পৌএর , আ বিএস্তে আ গ্রনতৌশে।।।

    ল মুহ্রে লে মুএহ্র্তে ল মুএহ্রে অ' ভ্রির উকের !
    অনিস , অ লু নোতএ , নিএস্তে অ ত্সইঅনা !!
  • শ্ব | 24.96.176.95 | ১৭ আগস্ট ২০১৪ ০৫:০৫508887
  • সই সব # ৭

    ~~~~~~~

    দুরে সাঁকো
    হেঁটে যাই জল না কি
    উলটো আকাশ

    পলকে পালকে বড় ঘুম

    ইসকুলে হাফছুটি
    বাড়ি তালা
    আমাদের এরো ড্রম নেই ?
  • Tim | 12.133.32.8 | ২৪ আগস্ট ২০১৪ ০১:৪১508888
  • শিকড়েই কাটাকুটি, শিকড়েই
    ফুলটুল লেগে। শিকড়ে ফুলের ঘ্রাণ কিছু

    পাথরেই কান পাতা, পাথরেই
    ঘন্টার রেশ। পাথরে সুরের মত আঁকা

    তার নিচে, পাশে, নানাদিক থেকে
    ঝিরঝিরে বর্ষার মত, বর্ষার মতই, শ্রাবণে

    সন্ধে নিখুঁত হয়ে আসে।
  • শ্ব | 24.96.227.249 | ২৫ আগস্ট ২০১৪ ১১:৩৫508889
  • একদিন
    -----------------------------

    আমি কি তোমার মত হয়ে যাব শেষে
    মাটি খাব ? ধুলায় মেশাব
    যত পথ ? সমস্ত বিধেয় শেষে ইঁট মেরে
    ভেঙ্গে দেব আসন্ন সন্ধ্যার হ্যালোজেন
    পবিত্র শপথ ছুঁড়ে ফেলে দাঁতে কেটে গোড়ালিতে ঠুকে জন্মদাগ
    ডিগবাজি দিয়ে যাব রাজপথে ল্যাম্প পোস্ট ধরে
    চড়কের নাচ আর টেডি খেঁদি শিশু তোষ বারমুডা লোমশ পুরুষ
    আর এমআইএলএফ এর দল মেন্টাল মেন্টাল বলে চিল্লাবে
    প্রাকৃত পুলিশ এসে তুলে নিয়ে ছেড়ে দেবে
    অন্ধ বিকেলে আমি কি ফিরবোনা আর কখনই
    কত কাজ কত কান খোঁচানোর
    মত স্বার্থ বিলাস নিয়ে ইচ্ছে স্বপ্ন খেলা আঁক
    কেটে কুটে সব মিলে যাবে ? এলো মেলো
    এলোমেলো এলো দের মেলো দের সব আলো
    মেলো হয়ে এলে বসবোনা পার্কের ধারে দেখবোনা
    রিট্রিভার বালকের গিগলিত ভাষা জানবোনা
    কত আঠা এই সিঁড়ি এই ঝাড়বাতি এই বাঘ আঁকা
    বিবাহ তোষকে বলবোনা আরেকটু কাছে এসে বসো নাকি
    হটাত বাইশ তলা থেকে সাইরেন ছুটে এসে ডেকে
    নেবে মেন্টাল মেন্টাল আমাদের কেও নয় দূরে রাখো দূর থেকে
    দেখো বলে নিয়ে যাবে প্রাকৃত পুলিশ যেমন তোমাকেও
    নিয়ে গিয়েছিল একদিন হ্যান্ডকাপ নিয়মের অপরাধে দোষী ||
  • মোহর | ২৮ আগস্ট ২০১৪ ১৬:৫৭508891
  • দরজা দিয়ে বেরোতেই একটু দূরে, ঐ রাস্তাটা যেখানে বেঁকে গেছে, অশত্থ্বগাছটার গা ঘেঁষে, ঐখানেই, নেকড়েটা মৃতদেহটাকে খাচ্ছিলো। পেটের কাছ থেকে খেতে শুরু করায় ততক্ষণে দেহটা দু'টুকরো হয়েই গিয়েছিল, নেকড়েটাকে যখন ওরা তাড়ালো। রোগা-ভোগা চেহারার মানুষটা, সেইরকম-ই চেহারা নেকড়েটারও। অথচ লাশ তুলে নিয়ে যাবার পরও, ঐ জায়গাটার ধারেকাছে কেউ যাচ্ছিল না। নেকড়েটা অবশ্য তাড়া খেয়ে এসে ঢুকলো পুরনো ইস্কুলবাড়ির পিছনের বাগানে। সামনের দিকের একটা ঘরে তখন আমরা ক'জন ইস্তাহার লিখছিলাম। দু'জন পুলিশ এসে বলল যা করছ ভিতর থেকে করো, বাইরে নেকড়ে ঘুরছে। It is so difficult to keep the wolf from the door. রাত হয়ে যাবার পর ওরাই আমাদের খাবারও দিয়ে গেল। কিছুক্ষণ পরে পরে একটা পুলিশ-ছেলে এসে আমাদের দেখে যাচ্ছিল, তার হাতে ব্যাটন, কোমরে একটা সুন্দর চামড়ার খাপে-ঢাকা পিস্তল। মাঝে-মাঝে দু'একটা কথাও বলছিল। এইভাবেই একচক্কর ঘুরে আসার মধ্যে আমি দেখলাম ছেলেটা কি যেন লক্ষ্য করে দৌড়চ্ছে। ওকে একা যেতে দেবো না বলে একটা খিল তুলে নিয়ে আমিও গেলাম, আমার পিছন পিছন আমার বন্ধুরাও সবাই। হাত বিশেক দূর থেকে দেখলাম ছেলেটা ব্যাটন ছুঁড়ে মারছে দূরে এঁকেবেঁকে পাগলের মত দৌড়নো নেকড়েটাকে। ব্যাটনটা লাগলো মাথায়, পড়ে গেল পাগলটা। ছেলেটা দৌড়ে গেল, আমি ভাবলাম বুঝি গুলি করবে। ও কিন্তু খালি রক্তাক্ত দেহটা তুলে উল্টো করে চাপ দিয়ে শিরদাঁড়াটা ভেঙ্গে ফেলে দিল। মরে গেছে ভেবে সবাই যখন পিছু হটছে, আমি কাছে গিয়ে দেখলাম নেকড়েটা তখনো বেঁচে, আমার দিকে তাকিয়ে আছে। আমি খেয়াল করিনি, আমার হাতের খিলটা আসলে খিল ছিল না, ছিল একটা ছুরি। আমি ওর গলাটা কেটে দিলাম।
  • কমলিকা | 113.21.127.76 | ৩০ আগস্ট ২০১৪ ১৬:৩৯508892
  • ওপরের লেখাটা কি কবিতা ? এতো অসহ্য বাজে লেখা খুব কম পড়েছি । লেখক-কে অভিনন্দন ।
  • মোহর | ৩০ আগস্ট ২০১৪ ১৬:৪৫508893
  • prinaka, fajlami koris na. jottosob.
  • ফরিদা | ০৬ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৭508894
  • দরজায় তালা ছিল – ওই পাড়ে খিল
    কেলাসিত দন্তের শ্লাঘাটি অখিল
    চুপচাপ চেতাবনি নিশাদল মেশা
    মাঝরাতে অতিবাম করেছিল নেশা
    হিম লাগে, শরতেও, পাখিরা ডেকেছে
    যাব না জলসা, মোর ঠান্ডা লেগেছে
    পাখিদের দায়ভার ঘটনার ক্রম
    কিছুটা সাপের ভয়, জানা গেল লোম।
    এই গোলমালে কেউ যদি বা ঘুমলো
    গোল দিল লাথ মেরে জল ওলটালো
    ছপছপে মেঝে তার উদাসীন ভোর
    দাঁত মাজে দেহ তার হৃদি গরুচোর।
  • ফরিদা | ০৭ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৩508895
  • পাথরগুলো রেললাইনের

    শূন্য থেকে যাচ্ছে বিয়োগ
    আবার শব্দ উল্টোদিকের
    আমার মেয়ের লাশ পেয়েছে
    পাথরগুলো রেললাইনের।

    পাথর তুমি রক্তে ভেজা
    এবার না হয় জ্যন্ত হলে
    আদিম কালের মতোই না হয়
    শরীর ঘষে আগুন দিলে

    এখন যারা চুপ থাকছেন
    সভ্যতাময় পাথরপ্রতিম
    করুন তারা মৌনমিছিল
    পাথরগুলোই সরাচ্ছে হিম।

    পুড়ে গিয়েছে বইখাতারা
    টেনে খুললে পোশাকটাকে
    ল্যাংটো পাথর জ্যান্ত হলে
    চিবিয়ে খাবে বাটপারকে।
  • মোহর | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:২২508896
  • তোমাকে, আনন্দময়ী, কতবার আঙ্গুলে ছুঁয়েছি
    সূর্যসমা, করুণ মহিমা তোর, একান্ন পৃথিবী
    আলোগুলি গলে যায়, ঝরে পড়ে, হাতে নিয়ে দেখি
    দুস্তর জমাট-বাঁধা কোঁকড়ানো মৃত্যুর কবিতা
    আমাকে আরোগ্য দেবে? সরিদ্বরা, যন্ত্রণার
    সমকক্ষ তুমি। আশ্বিনের শিশু তোর পৌষ-শীতের
    মুখে ভাতের ঘ্রাণের মতো ক্ষুধাতুর হেলায় হারালো।
    নরম গানের শেষে, খেলা শেষে, তবু মনস্বিনী,
    রাতের বৈধব্য নামে। আসে, যায়, থাকে, আসে, যায়।
    জোড়াতালি, সম্প্রসার, সার্থবাহ আনাগোনা এতো
    অকিঞ্চন দু:খভূমি, আশরীর গাঢ় অস্ত্রপাত
    এমন বিপন্নতা, মহানসী, অপাঙ্গে দেখেছি
    মৃত শিশুদের মুখে অর্ধমাত্রা হাসি ফুটে আছে
    আসন্ন গর্ভের মতো নগ্নধারা, রক্তপাত, তাও।
  • kumu | 52.104.34.125 | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৫২508897
  • !!!!!!
  • mohor | 52.104.2.131 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৬508898
  • kumu, ki holo?
  • kumu | 52.104.33.97 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ০৭:০১508899
  • পাশাপাশি ফরিদা ও মোহরের দুটি আশ্চর্য নির্মাণ।বিমুগ্ধ হয়ে থাকা চড়া এক সাধারণ পাঠিকা কীই বা করতে পারে।
  • sosen | 83.186.14.221 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ২০:২২508900
  • নিভন্ত রাত্রের ওম ঠোঁটে লেগে থাকে।
    তোমার বাড়ির পাশ দিয়ে
    ঘুরে ঘুরে চড়াই উঠেছে যে পাহাড়
    তার হাঁফানোর শব্দ টের পাই
    রাত্রের বুকে মেয়েকে চেপে ধরে রাখার
    বাবা-বাবা গন্ধ, নাক ভরে থাকে
    শ্বাসরুদ্ধ করে রাখে, আঙুল-ও।
    এসব নির্বর্ণ ঘরে দেওয়ালে দেওয়াল জুড়ে থাকে
    একদিকে হাত ছুঁয়ে, অন্যদিকে আসমুদ্র দূর
    ফ্রেমে ফ্রেমে ধর্ষণের পরে জমে থাকা রক্তটুকু

    নিষ্পাপ বালক-হাতে, গোল হয়ে রোল হয়ে বারান্দায় এসে পড়ে ভোরে

    সাইকেলে চাকা ঘোরে, দু দেশেই ভোর আসে, ঠোঁটে তার

    লেগে আছে জড়ানো জড়ানো দুধ, ঘুম
  • শ্ব | 24.99.221.12 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫১508902
  • কেবলই স্বপন
    _________

    লোনা ভেসে আসা দ্বীপের বালিতে মুখ
    গুঁজে চামড়ার ব্যাগ । ঠোঁট খোলা
    চেইন ও হাতল হীন ,

    অঙ্গাঙ্গী
    জড়িত

    শিশুটির নাম নেই

    ভেসে আসা দ্বীপও বেগানা ।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন