এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ৯৮০১৯ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 138.249.1.206 | ২৭ জানুয়ারি ২০১৫ ২০:২৯510030
  • গাঁজা খুব নিরীহ জিনিস। মেথ ফেথ নিলেই শেষ।
  • টাইলার ডুর্ডেন | 129.82.107.187 | ২৭ জানুয়ারি ২০১৫ ২০:৩০510031
  • তাপস | 126.203.192.14 | ২৭ জানুয়ারি ২০১৫ ২০:৩২510032
  • গাঁজা খুব নিরীহ জিনিস নয়। ওর জন্যেও লোককে চাকরি ক্ষেত্রে মেমো খেতে হয়, এবং রিহ্যাব যেতে হয়।
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৫ ২০:৪৫510033
  • মিনিময় হচ্ছে? মতামত লাগবে?
  • একক | 24.99.207.92 | ২৭ জানুয়ারি ২০১৫ ২১:০৪510035
  • আমি একজনকে প্রথমবার গাঁজা খাইয়েছিলুম । তারপর আর খাওয়াইনি । তার পর একদিন শুনি সে বিশাল কোক টোক নিয়ে রিহ্যাবে । সেই থেকে আর কাওকে প্রথমবার গাঁজা খাওয়াইনা । ভয় আছে ।
  • !! | 59.207.231.231 | ২৭ জানুয়ারি ২০১৫ ২১:০৪510034
  • মদ খাওয়া নিয়ে প্রশ্ন তোলায় দেখ্লুম অনেকের জ্বলে গেল, অনেকের নয়? এটা অদ্ভুত, কিছুটা ডিফেন্সিভ লাগল অনেকের উত্তর (একক বাদে)। প্রশ্নকর্তা মদ খান না ধরে নিয়ে একটু আমরা-ওরাও হয়ে গেল। এরমধ্যে ধর্মও এসে গেল - কিন্তু মদ খাওয়া কেন এত 'কুল' বলে দেখান হচ্ছে তার উত্তর কিছুটা পেলাম শেষ বেলায় axএর উত্তরে।
    কিন্তু তাপসবাবু আবার এটা কি লিখলেন
    ~~~এত্ত লোকজন চারপাশে এলকহলিক হয়ে গেল, প্রায় বছর কুড়ি ধরে দখলাম। কেন হল? ভালো ভালো ছেলেরা, অল্প সংখ্যক মেয়েরাও ।

    --------------------------------------------------------------------------------
    তারমানে কি মদ যারা খায়না তারা ভাল ছেলে - এটা একটু একদেশীকরণ বা অতিসরলীকরণ হয়ে গেল না?
  • kiki | 125.124.41.34 | ২৭ জানুয়ারি ২০১৫ ২১:৫৬510036
  • কিন্তু আমি গাঁজা ট্রাই করবার জন্য একবার কোনো শিব পুজার সময় কলকে আর গাঁজা কিনতে চেয়েছিলুম, হতচ্ছাড়া দোকানি সবাইকে দিচ্ছিলো, আমাকেই শুধু দিলো না। এদিকে আমার ফ্ল্যাটের নীচ থেকে নানারকম ধোঁয়ার গন্ধ রাতবিরেতে আসে। একদিন জঘন্ন্য একটা গন্ধ কে গাঁজার গন্ধ বলে জানলুম। সেথেকে আর গাঁজায় দম দেবার ইচ্ছে হয় নি যদিও।

    আর ঋভুকে আমি সাইকেল শিখিয়েছি, সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে বলাতে চেখে দেখতে দিইচি, মানে ঐ মুখে সিগারেট এও আমি, এমনকি ওয়াইন ও আমিই খাইয়ে দিইচি। আমার ছেলেকে অন্য কেউ কেন, আমিই জাহান্নম দেখাবো। সে যে যাই বলুক বাপু।আমার পাঁঠা............ ইত্যাদি। এ নিয়ে তার বাপ অবশ্য একটু হিংসে করে। ছেলেটা নাকি মা ছাড়া আর কিছুই জানছে না।:D
  • একক | 24.99.207.92 | ২৭ জানুয়ারি ২০১৫ ২২:১৮510037
  • বাজে গাঁজায় বদগন্ধ থাকে । ফুরফুরে শুকনো সবুজ কলি তে আবার বদগন্ধ কী । মুশকিল হলো বেশিরভাগ সময় ওই কালো কাদা মাখা টাইপ বাজে মালটা মার্কেটে চট করে এভেইলেবল থাকে । ওটার একটা বাজে পচাপাতাপোড়া গন্ধ আছে হুইচ ইস নট কামিং ফ্রম দ্য ক্যানাবিস এলকালয়েড। গাঁজায় কোনো বদগন্ধ নাই । উপরন্তু ম্যাঙ্গো-পাইন এসব ফ্লেভার্দ হয় ।
  • কল্লোল | 125.242.177.26 | ২৮ জানুয়ারি ২০১৫ ০৬:১২510038
  • ধুর, বাজে গন্ধ/ভালো গন্ধ সব মনের ব্যাপার। এখানের নিরামিষাশীরা রান্না করা মাছের গন্ধে বমি করে। আর ইলিস কি চিংড়ি রান্নার সময় বা পরে যে গন্ধটা পাওয়া যায় তাতে বাঙ্গালীর খিদের উদ্রেক হয়।
    মদের গন্ধও তো কতো মানুষের বিরক্তির কারন।

    ডবলাশ্চর্য। ধম্মো ব্যাপারটা মদ্যবিলাসীরা আনে নি। সম্ভবতঃ ড্যাশ লিখেছিলেন, মদের নেশা ভালো হলে ধম্মের নেশা খারাপ কেনে?
  • - | 109.133.152.163 | ২৮ জানুয়ারি ২০১৫ ০৬:২৩510041
  • না, আমি ভালো খারাপের তুলোনামূলক প্রশ্ন তুলিনি। আমার বক্তব্য ছিল, যদি কেউ মদের নেশা করে প্রাউড বা হোয়াটেভার বোধ করে পাব্লিকলি আনন্দ শেয়ার করতে পারে, তবে আর কেউ ধর্মাচার (আচারটা বোল্ড) পালন করে (সে করবা চৌথ বা যাই হোক) খুশী হলে সেটার জন্য নিন্দের মহাসভা বসানোর আগে তার ভাবাটা প্রত্যাশিত। এইটুকুই।
  • a x | 60.171.26.111 | ২৮ জানুয়ারি ২০১৫ ০৬:২৮510042
  • মদ খাওয়া আর করওয়া চৌথের মধ্যে একটা নট সো ভেরি ফাইন তফাৎ আছে। মদ খাওয়া কোনো সিস্টেমিক অপ্রেশনের ফসল না। করওয়া চৌথ ইস।
  • - | 109.133.152.163 | ২৮ জানুয়ারি ২০১৫ ০৬:৩৪510043
  • পীয়ার প্রেশারও একধরনের অপ্রেশন বই কি!
    আর কেনই বা করওয়া চৌথ "ইস" বুঝতে লারলাম।
  • Atoz | 161.141.84.175 | ২৮ জানুয়ারি ২০১৫ ০৬:৫১510044
  • মদ গাড়ী বাড়ী শেয়ার-বাজার কে কোথায় কত লাভ বা লস করলেন ইত্যাদি সব বাধ্যতামূলক ধনসম্পত্তির ঢাক পেটানো যেমন রিচুয়াল, ধম্মকম্মো উপোস কৃচ্ছ্রসাধন ইত্যাদির প্রচারও তেমনি আরেক রিচুয়াল। একটু এপিঠ ওপিঠ আরকি।
    যার যা পার্সেপশন।
  • lcm | 118.91.116.131 | ২৮ জানুয়ারি ২০১৫ ০৭:৩২510045
  • - আমায় মদ দিও না, খাবো না।
    -- কেন? কোনো বিশেষ কারণ? ডাক্তারের বারণ?
    - না, তেমন কিছু না। অনেক খাবারই ভালো লাগে না।
    -- যেমন?
    - মূলো

    ( এর পরে হোস্ট আর কথা বাড়ান নি)
  • a x | 60.171.26.111 | ২৮ জানুয়ারি ২০১৫ ০৯:৩৮510046
  • এল্সিএম ঃ-))
  • aranya | 83.197.98.233 | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:২৩510047
  • এনারাই পার্টিতে 'মদ' কথাটা ব্যবহার করলে হোস্ট অনেক সময় দুঃখ পান, 'ড্রিংক' বলতে হয়
  • সিকি | 131.241.127.1 | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৪৮510048
  • যাই হোক, অনামী ব্যক্তি বেশ পায়ে পা লাগিয়ে প্যাচাল পেড়েই যাচ্ছেন, অবিশ্যি প্যাচাল পাড়তেনই - সুযোগের অপেক্ষায় ছিলেন, নামের জায়গায় দুটো উচ্চারণ-অযোগ্য এক্সপ্লামেশন মার্ক দেখেই মনে হয়েছিল।

    মদের সঙ্গে ধর্মের কম্প্যারিজনটা আমার খুব মনে ধরেছে। ভালো লাগা বা না-লাগার উর্ধ্বে একটা রিপালশন আছে, খারাপ লাগা আছে, অপরিসীম ঘেন্না আছে, যেটাকে এক কথায় মেন্টাল ব্লকেজ বলা যায়। বিভিন্ন পূর্বতন অভিজ্ঞতা যে সব ব্লকেজ তৈরি করে আর কি। যতই যুক্তিপূর্ণ বিশ্লেষণ দেওয়া হোক, লিবারাল ভিউ দেওয়া হোক, সেই ব্লকেজগুলো থেকে আমি এ জীবনে সম্ভবত বেরিয়ে আসতে পারব না। "কিছুই আসে যায় না" বলি বটে, পঃকাঃ থাকার জন্য, কিন্তু সত্যি বলতে প্রচ্চণ্ড আসে যায়। মদ আর ধর্ম, দুটোর ক্ষেত্রেই। কেন আসে যায়, আমি লজিক দিয়ে বোঝাতে পারব না, কিন্তু ঘেন্না জিনিসটা এমনই, সবসময়ে লজিক ধরে হয় না। এমন নয় যে অ্যালকোহলের গন্ধ আমার সয় না, বেশ ভালোই লাগে, কিন্তু ঘেন্নাটা অন্য লেভেলে হয়।

    সরোল গোলগাল স্বীকারোক্তি করেই ফেলি, আমার সামনে বসে অন্য কেউ খেলেও আমার অসম্ভব অস্বস্তি লাগে, কিন্তু ঐ পঃইঃ হয়ে যাবার ভয়ে নিজের কাছেই নিজেকে গুটিয়ে নিই।
  • aranya | 83.197.98.233 | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৫৩510049
  • মূলো-টা টু গুড হয়েচে :-)
  • তাপস | 233.29.204.178 | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৫৬510050
  • এলকহলিক আর মদ-খাওয়া না-খাওয়া এবং ভালো ছেলে সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি হয়েছে । যিনি ভুল বুঝেছেন, তিনি যদি বলেন, সেক্ষেত্রে পোস্কার করে বলতে হবে - যদি দরকার হয়। না-হলে কাটান দ্যান- মহা গুরুত্বপূর্ণ কিছু বলি না এমনিতে
  • lcm | 118.91.116.131 | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৫৭510052
  • আহা! এত কম বয়েসে এত ঘেন্না ভালো নয়। কিচুহ কিছু ঘেন্নাকে একটু একটু ক্ষমাঘেন্না করে দাও।
  • তাপস | 233.29.204.178 | ২৮ জানুয়ারি ২০১৫ ১১:০২510053
  • আর পিয়ার প্রেসার অতি খারাপ জিনিস, আমায় স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে যে পুজো হয়েছিল, তাতে একটা হাফ চাদ্দি গ্রুপের সঙ্গে মিছিলে বেরোতে হয়েছিল, আর বহু সময়ে অতিরিক্ত মদ খেয়ে বমি-ফমি করতে হয়েছিল। দুটোই সমান খারাপ লাগার অভিজ্ঞতা ।
  • সিকি | 135.19.34.86 | ২৮ জানুয়ারি ২০১৫ ১১:০৭510055
  • খুব কম বয়েস তো নয় লসাগুদা :)
  • lcm | 118.91.116.131 | ২৮ জানুয়ারি ২০১৫ ১১:০৭510054
  • মুড়ি-মিছরি এক হয়ে যাওয়া তবু লোকে মেনে নিতে পারে, তা বলে মদ-মূলো...
  • lcm | 118.91.116.131 | ২৮ জানুয়ারি ২০১৫ ১১:০৮510056
  • প্রসার জিনিসটা কুকার ছাড়া বিপজ্জনক - লো, হাই, পিয়ার -- যাই হোক।
  • dd | 132.171.88.196 | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৮510057
  • এইত্তো। এই ই ত্তো বাড়ী ফিল্লাম।
    সুবিশাল সায়নমহল থেকে। লুরু ভাট থেকে।

    উব। সি ক্ষি ক্ষাওয়া। সি ক্ষি ক্ষাওয়া। এবং গেলা। হসপিটালিটির চূড়ান্তো। বিশদ বিবরণ পরে আসিবে - তবে কোনো ফোটুক নেই।
  • শ্রী সদা | 126.75.65.125 | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৭510058
  • কমরেড সান্দা যুগ যুগ জিও। কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া তো হলই, সাথে মদ্য (সান্দা মোটামুটি একটা বার স্টক করে রেখেছিল) আর পদ্য (সৌজন্যে কল্লোলদা আর অমিতদা)।
  • potke | 126.202.182.212 | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৬510059
  • ঃ(
  • ranjan roy | 24.96.98.243 | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৮510060
  • পোটকে একপেট হিংসে গোছের ইমো দিচ্ছে কেন? পোটকে কি বাদ ছিল?
  • Arpan | 125.118.216.246 | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১২510061
  • লুরুতে ছিল না।
  • কল্লোল | 125.185.148.151 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৯510063
  • অভিযান শুরু সকাল ১০টা নাগাদ। আমি তো চানটান করে হজির দীপ্তেনের বাসায়। সেখানে একপ্রস্থ গাজরের হালুয়া ও কফি সহযোগে আমি দীপ্তেন ও ঋতা পুরোনো দিনের জাবর কাটলাম। বিষয় চাকুরিস্থলের সাংষ্কৃতিক বিবর্তন। ঐ সিনিয়ার সিটিজেনরা একত্র হলে যা হয় আরকি।
    অপ্পন সদারে নে আসবে আউটার রিং রোডে ইনোভেটিভ মলের উল্টো দিকে। আমরা সেখানে দাঁড়ায়ে প্রতিক্ষায়। ফোন এলো। সদার আশ্বাস এখুনি আসছি। ওম্মা কোথায় কি? কিছুক্ষন বাদে সদার পুনশ্চ ফোনাঘাত। বোঝা গেলো আমাদের ছাড়িয়ে তারা চলে গেছে কিছু দূর। আশ্বাসবাণী এলো, আসছি আসছি। আমরা দুই সিনিয়ার সিটিজেন উল্টো দিকে শ্যেনদৃষ্টিতে সব লাল গাড়ি জরিপ করে যাচ্ছি। অবশেষে অপ্পনের লাল গাড়ি এলো সদারে নেভিগেটার করে।
    তাপ্পর শুরু হলো সেই যাত্রা। অপ্পন স্টিয়ারিংএ, সদা মোবাইল হাতে নেভিগেটার। আমি আর দীপ্তেন নানান খোষগপ্পে যতটা ওদের মনোসংযোগে বিঘ্ন ঘটানো যায় তার চেষ্টায় ব্রতী। মাঝে মাঝে অবশ্য দীপ্তেন ডিঃ দিচ্ছিলো বটে - "অপ্পন কান দিস না তুই তো গাড়ি চালাচ্ছিস"। কে কার কথা শোনে (বা না শোনে)! অপ্পনও প্রত্যকবার বলে যাচ্ছে - না না আমি শুনছি। বোঝো।
    এভাবে নানান দুর্গম স্থান (যেমতি সিল্ক বোর্ড, জয়দেবা সার্কেল, মান্ডবী মোটর্স ইঃ) অতিক্রম করে, সরক্কি সার্কেল থে আরও আরো দূরে বহুদূরে কণকপুরা রোডের কোন এক জায়গা থে ডানদিক নে (নেবার কথা ছিলো বাঁদিক। কিন্তু আবারও সে যায়গাটা আমরা ছাড়িয়ে চলে আসায় ঘুরে ফিরতে হলো, তাই) হেই নাইস রোডের ধারে পাওয়া গেলো সে গগণচুম্বী বাড়িসমূহ। তাতে জে ব্লকের পরেই এল ব্লক, মাঝখানে কে ব্লকটি নিপাত্তা। ওদিকে সায়ন বলছে কে ব্লকে চলে এসো - সুইমিং পুলের ধারে। আরে খেলো যা, না পাই সুমিং পুল না কে ব্লক। পুরো নবকুমার সিন্ড্রোম। শ্যাষে নিরাপত্তা রক্ষী ভরোসা। তা পৌঁছালুম সায়ংমহলে।
    এরপর ওভার টু ডিডি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন