এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ৯৬৬৩৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 132.167.154.236 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৬510064
  • যেমন ধরুন কুড়ি বাইশ তলা বাড়ীর ষোলো তলায় সায়নমঞ্জিল। বারান্দায় বসলেই সামনে দেখবেন মাইল মাইল ধরে ধ্যার ধ্যার করছে শ্যামলিমা। মধ্যে মধ্যে আখাম্বা কিছু ঐ রকম আকাশ ছোঁয়া বাড়ী।

    অনেকগুলি ঘর - কোনোটা গীটার রাখার জন্য,বা একটি ল্যাপটপের জন্য পরিপাটী বিছানা। পদ্য লিখবার জন্য ও ঘর রয়েছে। সব থেকে প্রফুল্লকর সায়নের ফিরীজ। দরজা খুলতে - ওঃ, মা যেনো হাসছেন। সে ও অজিতেষের মতোন মু হা হা হা হাসি।থরে থরে বীয়র বটল। নানান রকমের সুনামী রম। প্রত্যয়ী স্কস। ইতি উতি ভদকা, বেকার্ডি।চোখ জুড়িয়ে যায়।

    আর এমনি পরিষ্কার ঝক ঝকে বাড়ী যে বেং এসে কিসু কত্তে পাল্লো না। খুবি সুন্দর করে সাজানো।

    নানান পানীয়র সাথে খেলাম থাবা থাবা চিংড়ী ভাজা।আরো পম্ফ্রেট ভাজা। সায়ণ খুব ছোটাছুটি করছে - মাঝে সিকুরিটি থেকে বল্লো ফরেস্ট ফায়ার হচ্ছে কিছু দুরে। বাইরের গাড়ী সড়িয়ে দিন। অম্নি সায়ন ছুটলো - অমিতের গাড়ীকে বাঁচাতে। পরে অবশ্যি সিকুরিটি জানিয়েছিলো ঐ ফরেস্ট ফায়ার অস্ট্রেলিয়ায় হয়েছে - চিন্তার কারন নেই।

    আর লাঞ্চ ?
  • Abhyu | 138.192.7.51 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৮510065
  • অ্যাঁ সত্তি? এম্নি ভালো সিকুরিটি ?
  • dd | 132.167.154.236 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৬510066
  • সে তো রান্নার ঠাকুর ডেকে ইলাহী ব্যবস্থা। ভাত ডাল ফুলকপি আলুভাজা পাঁটা । মিষ্টি দই। অ্যাতো খেলেম যে এখনো পেট আই ঢাই করছে। লোম টোম ও পরে গ্যাছে অনেকটা।

    সংস্কৃতি ছিলো। অমিতর আবৃত্তি। কল্লোল ও । এমন কি "শোনো না,শোনো না" বলে সকলকে থামিয়ে আমিও একটি দু লাইনের তীব্র কবিতা শুনাই। খুব মন দিয়ে দু লাইন আওড়ালাম। শুনে সকলের ক্ষী হাসি। অথচো উটি এক অদ্ভুত আবেগ পীড়িত সুললিতো কবিতা। সাধে বলে বেণু ফরেস্টে পার্ল ছড়াতে নেই?নাচের আয়োজন তো আর ছিলো না তাই আমি আর একটিভলি সংস্কৃতি না করে খুব মন দিয়ে রম খেতে লাগলাম।

    সে আড্ডা এম্নি জমেছিলো সে আর কহতব্য নয়। ছটা নাগাদ বাড়ীর পথে। আর সায়ণ পুরোটাই স্পনসর কল্লো - তাতে আমি আরো ডগোমগো হলেম।

    ভেরী মেমরেবল দিন কাটলো রে সায়ণ। চমোৎকার।
  • a x | 138.249.96.10 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৭510067
  • সংস্কৃতি ছিল ঃ-)) যাচ্ছেতাই!
  • aka | 34.96.239.132 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫০510068
  • এই লুরুর আড্ডাগুলো দিব্য হয় কিন্তু। সান্দার তো প্রায় রাজপ্রাসাদ।
  • Arpan | 125.118.168.27 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০৫510069
  • স্বর্গের আগের টিশন হলে অমনটাই হয়।

    মেনুতে বেগুনি আর চাটনিও ছিল।
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২০510070
  • ইদিকে আমাকে আবার ১৬ তারিখের পরে লুরু পাঠাবার এট্টা চক্কান্ত চলছে। যদি কাটিয়ে বেরিয়ে আসতে পেরি তো খুবি ভাল। কিন্তু না পাল্লে এবারে আমি ডিডিকে দেখেই আসবো। আসবোই আসবো।
  • aka | 34.96.239.132 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২২510071
  • কিন্তু সান্দা সব মদই ঠাণ্ডা করতে দেয়? হ্যাঁ। সত্যি?
  • Abhyu | 138.192.7.51 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৮510072
  • হ্যাঁ এরা গরম বিয়ারের নামই শোনে নি!
  • Arpan | 125.118.168.27 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩২510074
  • গরম বিয়ার? হু গিভস?
  • British | 138.192.7.51 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৬510075
  • কল্লোল | 111.63.195.60 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:১৩510076
  • একদম এয়ার্কি না। কমিকসও না। গরম বিয়র খেতে দারুন। আমি খেয়েছি এই লুরুতেই।
    গেসলুম এট্টু শুওর খেতে জ্যুক বক্সে। আগেরদিন ঠান্ডা লেগেছিলো। ওদিকে সেথায় বিয়র ছাড়া অন্য মদ্য পাওয়া যায় না। বিয়রও ঐ কল খুলে। ফলে বেশ ঠান্ডা। আমি করুণ মুখে মেনেজাররে বেপারটি জানাতে সে মগ সমেত বিয়র মাইক্রোআভেনে চালান করলো। তাপ্পর এলো সে স্বর্গীয় বস্তুটি গরম বিয়র। বিশ্বেস না হয় টেরাই মাড়ি।
  • গেসলুম এট্টু শুওর খেতে | 85.137.14.41 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৪510077
  • kabya | 59.200.118.108 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৭510078
  • আমর আলু পোস্তর কথা কেউ কয় না।।।
  • kabya | 59.200.118.108 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০০510079
  • ভুতো বা সান্দা ঐ ফোটো টি আপলোডিত করা হোক। জামাই র মোবাইল এ কিছু ফোটো আছে। আমি আপলোডিয়ে দেব।
  • dd | 132.172.85.228 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৬510080
  • উঃ। ঠিক্কথা।

    দুটি জিনিস বাদ পরে গ্যাছে। একটি কাব্যের আলুপোস্তো রচনা। আলু আর পোস্তের এরম মেলবন্ধন, এরম নিখুৎ যুগলবন্দীর লাস সাক্ষী ছিলেম ইউদী মেনুহিন আর রবিশংকরের ব্যালা/সিতার, Circa ১৯৮৪। সেরকমই। একেবারে আকাট অনবদ্য।

    দ্বিতীয়তঃ, এটা একেবারে অলৌকিক ঘটনা। আমি প্রেডিক্ট করেছিলাম লরেন পাট্টী এবার দিল্লীতে হুলিয়ে জিতবে , তাতে আমার সহলরেনাইট ঝিকি বলেছিলো ডিডির মুখে রম আর গোলমরিচ পড়ুক।

    মিরাক্কেল মশাই। সায়ণের বাড়ীতে সেই কিন্তু গোলমরিচ ফ্লেবারড রম খে' এলাম। এটা পুরোপুরি দৈবো ঘটনা - মানতেই হবে।
  • Abhyu | 138.192.7.51 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:৩৭510081
  • কেজরী এলো বলে আর কেউ লিখবেন না ই কি কথা মোশাই?
  • কল্লোল | 111.63.90.1 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২১510082
  • ডিডির মিরাক্কেলের পরে আর কিই বা ল্যাখা যায়!

    তবে, সবাই চলে গেলেও আমি, ভুতো, তিতলি আর সায়ং অনেকক্ষন বারান্দায় বসে নানান আড্ডা দিচ্ছিলাম।
    ঠিক নীচেই যে জায়গাটা সবুজে ভরা ছিলো সেখানে আলো ফুরিয়ে নেমে আসে এক আধাবাস্তব আন্ধার। রাস্তা ছিলো ধূসর মতো। চোখে পড়ে নি সবুজের ঢেউয়ে। এখন রাস্তার দুধারে সাদা আলো শুধু, শুধুই রাস্তাটিকে আলো করে রেখেছে। জনমানবহীন এক উজ্জ্বল রাস্তা নিরাবয়ব অন্ধকারের বুকে কেমন আলতো করে ঝুলে আছে। আর সেই রাস্তা দিয়ে চোখ চলতে চলতে এসে আটকে যায় এক মহাদ্রুমের শাখা প্রশাখায়, এক আশ্চর্য হলুদ আলোয় ভেসে যায় তার অবয়ব। কান্ডহীন গাছটি জেগে থাকে দূরে বহুদূরে।
    আমরা চারজনে কিছু নেই-কথা বলে যাই।
    দিগন্তে শহরের আলো থেকে সোমবার হাঁক পাড়ে। যেতে হবে, তাই চলে যাই, একে অন্যের থেকে, আর এক অবসরের অপেক্ষায়।
  • byaang | 132.172.251.81 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩৫510083
  • ডিডিদা নিজের কুকর্মের লিস্টিটা চেপে দিয়ে ভাটের রিপোর্ট লিখেছে।
  • Abhyu | 106.32.178.28 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫২510085
  • কল্লোলদা এতো কাব্য করে কেন? বাঘ বেরিয়েছিল? বা একটা চিতা?
  • কল্লোল | 59.15.138.95 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৭510086
  • তখন কবিতার মতো ঘটছিলো সব কিছু।
  • অমিত সেনগুপ্ত | 116.51.232.0 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৫510087
  • তালেবর জন লেখালেখি করছেন, এখানে আমার দু পয়সাটাও নাহয় টং করে বাজুক| একদিন নাটক দেখতে গিয়ে দু মিনিটের আলাপ সেই নাটকের দাড়িওয়ালা সঙ্গীত পরিচালক কল্লোলের সঙ্গে | তার সঙ্গে সহাস্যমুখ আরেকজন ৩৬গড়ি লোকের সাথেও আলাপ হল| এরপর স্বপনকুমারের লেখার মত 'কি হইতে কি হইয়া গেল' ভাবে দেখি আমার ও সদা নামে একটি বালকের লুরু আগমন উপলক্ষ্যে এক ভাটের আয়োজন| এর পেছনে ডিডি নামক এক লরেন পার্টির লোকের হাত থাকার আশংকা ও আছে| নবকুমার হওয়ার কন্টেস্টে সবাইকে পেছনে ফেলে যে এগিয়ে গেল তার নাম সায়ন্তন| এমত আয়োজন করার নিমিত্ত তার বাড়িতে আগত দিনের দুঃখ দুর্দশা সম্যকভাবে উপলব্ধি করে তার দিদিরা ভয়ানক চিন্তিত হয়ে পড়ল| কেউ স্কচব্রাইট নিয়ে এসে তার চোখের জল মুছিয়ে দিতে চাইল, কিন্তু সেদিন আমাদের সান্দাভাই তার শক্তপোক্ত কান্ধা’র ওপরে সব ভার অবলীলাক্রমে নাচিয়ে নাচিয়ে সবাইকে চমকে রেখে দিয়েছিল|
    আমি কলকাতা কর্পোরেশনের বাবুদের মত সবার শেষে অ্যাটেনডেন্স দিয়ে সবার আগে বাড়ী ফিরেছিলাম| আরো একটু থাকার ইচ্ছে ছিল কিন্তু চারিদিকে এত কর্তব্যপরায়ণ জেনাগ্যান যে কি বলব| আমি শুধু বলেছিলাম যে আমি এখানে বীয়ারে গলা ভেজাচ্ছি, ওদিকে আমার বাড়ীতে আমার ছোট মেয়ে এসেছে, তার জন্মদিন পালন হচ্ছে, এবং কিছু আত্মীয়েরা এসেছে লাঞ্চে ইত্যাদি...... ডিডি তো সঙ্গে সঙ্গে বলে দিল যে সে মানসচক্ষে দেখতে পাচ্ছে যে আমার গৃহিণী আমায় নানা ভাষায় গালিবর্ষণ করছেন এবং আমি বলতে বাধ্য হলাম আমি তিনটের বেশী ভাষা জানিনা| ডিডি উদাস হলেন| বাকিরা উদ্বিগ্ন হয়ে আমায় তাড়াতাড়ি খাইয়ে বিদায় দিলেন| বন্ধুভাগ্য আমার বরাবরই ভালো|
    সেদিন আমি নিজেই ড্রাইভ করলাম বেঙ্গালুরুতে, ২০০১ সালের পর| আমার ড্রাইভার ধর্মপরায়ণ খ্রীস্টান, রোববার সে আসেনা| ভাগ্যিস কলকাতা দেখেনি, তবে জানত কি করে ছুটির ব্যাপারে সর্বধর্ম সমন্বয় করে ছুটি বাড়াতে হয়| আমার ষ্টিয়ারিঙএর ওপরে একপাতা বাংলা প্রিন্টআউট, কোথা থেকে কত দশমিক কত মিটার পরে গাড়ি ডাইনে বা বাঁয়ে ঘোরাতে হবে| সায়ন্তন বড়ই পারফেক্ট| চোখ বন্ধ করে ভরসা করা যায়| ডিডির মত| কে ব্লক কে লাজুকই বলা যায়, ওই চত্বরে অন্য ব্লকের পেছনে লুকিয়ে| তবে ১৬তলার বারান্দা থেকে অনেক দূর অবধি অতি মনোরম দৃশ্য| এব্যাপারে অন্যরা অনেক ভালো করে লিখেছে|
    এবার আমার প্রাপ্তিযোগ| খাদ্য মদ্য নিয়ে কিছুই বলার মত অবশিষ্ট নেই| সবাই বলে দিয়েছে| ভূতোকে অনির্বাণ বলে ডাকাতে সে বড়ই দুঃখ পেলো, আমি মনে মনে তিনবার ভূতো নাম আওড়ে নিলাম| সে ভুতোণীর (স্বাগতা?) সঙ্গে আলাপ করলো| অর্পণ আমাদের পূবপাড়ার ছেলে| স্বরচিত কবিতা বলা জামাই (তন্ময়?) ও মেয়েটি (সোমা?)কে চিনলাম| সদা, ঐশিক তো ছিলই| আমারও পরে এলো সুচেতনা, দুই পুরুষ সহ| সে আমার মেশোর ছাত্রী|
    আসর জমানোর জন্য কল্লোল ও ডিডিই যথেষ্ট| সবশেষে কল্লোলের স্বাক্ষরিত বইটি আমার বড় প্রাপ্তি| সে বড়ই বুদ্ধিমান ব্যক্তি| সে বইয়ে আমার বৌএর নামটিও লিখে তাকে বহুভাষী থেকে মৃদুভাষী করে দিল|
  • I | 233.176.56.193 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪১510088
  • ডিডি আপনার মুখে বারেবারে রম গোলমরিচ পড়ুক। আর লরেনবাবু বারবার হুলিয়ে হেরে যাক।
  • dd | 116.51.135.50 | ০৩ জুন ২০১৫ ২২:৪৩510089
  • যে ভাটের কথা এখোন আপনারা জান্তে পারবেন সেটার ঐতিহাসিকতাময়তা একেবারে টোটাল।

    কল্লোলের বাড়ীতে স পুত্র পিটি স্যার আর আমি। কুল্লে চার্জন। কিন্তু কৃষ্টি আর সংস্কৃতির হদ্দমুদ্দ হোলো। কল্লোল তো গাইলই, পিটিস্যারের ছেলেও গাইলো আর পিটিস্যার নিজেও। পুরাতনী বাংলা গান। সে এক অত্যাশ্চর্য্য ব্যাপার মশাই। দীর্ঘ ৩৪ বছরের অপশাসনেও টসকায় নি। ক্ষি ভালো গান করেন। তবে নাচের সুব্যবস্থা না থাকায় আমার টেলেন্ট অজানাই থেকে গ্যালো। যাগ্গে।

    কিন্তু যেটা টের পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে পিটিস্যারকে মাঝে মাঝেই লুরুতে পাওয়া যাবে। তখন অ্যাকদিন জমাটি সংগীত দুপুর হবে খনে (উইথ বীয়র)।
  • Bratin | 122.79.39.81 | ০৩ জুন ২০১৫ ২২:৪৮510090
  • ডিডি দা আপনার সেই স্নেক ডান্স টা করতে পারতেন ঃ))
  • সে | ০৩ জুন ২০১৫ ২৩:১১510091
  • পিটিস্যারকে চেপে ধরুন রাশিয়ার টই থেকে পালিয়ে আসার অমার্জনীয় অপরাধে।
  • Ishan | 202.43.65.245 | ০৪ জুন ২০১৫ ০১:২৯510092
  • পিটিকে কলকাতাতেও চাই। ডিডি ও কল্লোলদা সমেত। এই ভাটটা আমাকে করতেই হবে।
  • Bratin | 122.79.38.82 | ০৪ জুন ২০১৫ ০৬:৪৫510093
  • ইয়েস।পিটি দা কে কলকাতা র ভাটে চাই ইইই চাই।
  • PT | 126.202.22.205 | ০৪ জুন ২০১৫ ০৭:৪৬510094
  • খাইসে............!!
  • Bratin | 122.79.38.82 | ০৪ জুন ২০১৫ ০৭:৫৫510096
  • না না গান করার জন্যে চাপ দেবো না পিটি দা। ভালো লাগলে করবে।আমার জমাটি আড্ডা চাই ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন