এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ৯৬৬৮৫ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রবাসী | 116.208.199.27 | ০৫ জুন ২০১৫ ১৭:৪৫510130
  • একটা প্রোশ্চেন। নিয়মানুসারে কল্লোল বাবু কি পিটিকে ফিসফ্রাই ও ডিডিকে ঝালমুরি খাইয়েছিলেন?
  • কল্লোল | 125.242.128.159 | ০৫ জুন ২০১৫ ১৮:১০510131
  • নাঃ এইবার আসরে নামতেই হলো।
    ফিশ ফ্রাই!!! আমি পিটিকে ফিশ ফ্রাই খাওয়ালে নাস্তিক বলে ভ্গাদা আমায় ছেড়ে দেবে!!! অন্ধকারে চৌরাশিটা নরকের কুন্ড / তাহাতে চুবায়ে ধরে পাতকীর মুন্ড.................... নাস্তিক বলে কি রৌরব নরক নেই???
    পিটির জন্য আমি চা ও, ও, ও, ও কি? কিই কিইই? আর কিই বা আনতে পারি গেলাওটি কাবাব ছাড়া? সেই টুন্ডে।
    তবে হ্যাঁ পিটি যা দুখান, নাকি তিনখান পুরাতনী শোনালে। মন এক্কেরে তররররর হয়ে গেলো। পিটিপুত্র ইনকাও চমৎকার রবীন্দ্রসঙ্গীত গায়।
    আমাদের আড্ডায় একবারও সিপুয়েম বা বুজি আসে নাই। আমরা তন্ত্র, সুকুমারী ভট্টাচার্য্য, ও হ্যাঁ একবার জ্যোতি বসু, যুথিকা রায়, ব্যাঙ্গালোরের নাটক ও কোয়ান্টাম মেকানিক্স নিয়ে চমৎকার ভাট করেছি।
  • PT | 126.202.157.175 | ০৫ জুন ২০১৫ ২১:৩২510132
  • একটা "দীর্ঘ-ঈ" নিয়ে সমস্যা হয়েছে। তাই কিছু পুরাতন, পুরাতনীতে রূপান্তরিত হয়েছে। অবিশ্যি দ্বিজুদা বা ঠাকুরদার গান অনেক পুরনো.....তাই বলে.....
  • কাল | 132.177.36.71 | ০৯ এপ্রিল ২০১৬ ০৮:৪১510133
  • ছিফোঁ আর সাহানা এসেছিল দরিয়াকে নিয়ে। ঘন্টাদুত্তিন জমাটি আড্ডা হল।
  • Abhyu | 107.81.102.141 | ০৯ এপ্রিল ২০১৬ ০৮:৪২510134
  • দরিয়া কি বলল?
  • বলল | 132.177.36.71 | ০৯ এপ্রিল ২০১৬ ০৯:১৩510135
  • ভবগান আর ভূত তো একই জিনিস।

    আর ফেরার সময় বলল, সিকিকে ভালো লেগেছে, আর সিকিনীকে খুব মজার লেগেছে। ভূতোকে কেমন লেগেছে জানাবার আগেই ঘুমিয়ে পড়ল অবশ্য।
  • প্রতিমা | 24.99.112.252 | ২৬ নভেম্বর ২০১৬ ১১:৪২510136
  • বেশ ভালো
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৬ ১২:০৫510137
  • ছিফোঁ কি কলকাতায় ছেল? আমায় বলে নি কেন?

    আমার একটা জমাটি সিরিজ ভাট হয়ে গেল গেল মঙ্গলবার। ভাট না বলে ফুড ট্রেল বলাই ভালো। পোথোম স্টপেজ পার্ক সার্কাস। তা আমি ঠিক সময়ে পার্ক সার্কাসের মোড়টা চিনতে পারি নি বলে হতভাগা বাস আমাকে একটানে সোওজা তপসিয়া নিয়ে গিয়ে নামাল। সেইখান থেকে খালিপেটে হাঁইহাঁই করে দৌড়ে দৌড়ে আবার ফেরত পার্ক সার্কাসে - তা প্রায় দু কিলোমিটার তো হবেই। আমাগো জেএনইউ-এর অনির্বাণ, গাঁতিয়ে আর্সালানের বিরিয়ানি খাওয়ালো। মানে একদম গাঁতিয়ে। কারণ বিশেষ কিছুই না, আজ অনির্বাণের বে। মানে, আজই, শনিবার, ছাব্বিশে। আমি কিনা থাকছি না, তাই অ্যাডভান্স নেমন্ত।

    এর পরে গড়িয়া। ওলা ডাকলাম, সেই গড়িয়ে গড়িয়ে আমাকে গড়িয়া পৌঁছে দিল, কী জায়গা রে ভাই! এই সরু সরু গলি, আমি বাইক নিয়ে ঢুকবার আগে দুবার ভাবব, সেখানে ওলার ড্রাইভার প্রায় চোখ বুজে ক্যাব ঢুকিয়ে দিলেন, রিক্সাকে ডজ করে ঠেলাগাড়িকে কাটিয়ে আল্টিমেটলি আমাকে রৌহিনদের বাড়ি পৌঁছে দিলেন এদিক ওদিক বেঁকে - আমি কিছুই বুঝতে না পেরে বসে রইলাম। শেষমেশ একটা কী-যেন-পল্লী রিক্সাস্ট্যান্ডের সামনে থেকে রৌহিন আমায় উদ্ধার করে নিয়ে গেল তেতালায় তার বাড়িতে। আর, কে না জানে, নিঝুম নিশুত রাতে, একা শুয়ে তেতালাতে, খালি খালি খিদে পায়।

    ত সে নিঝুম নিশুত রাতও ছিল না, আমি একাও ছিলাম না। গিয়ে দেখি কল্লোলদা বসে আছে একেবারে টগবগে যুবক। বয়েসটা কমতির দিকে বলেই মনে হল, অবিশ্যি সে আমার চোখের ছানির দোষই হবে।

    তা, খিদে পাওয়া নিয়ে কথা হচ্চিল। সায়ন্তনী এসে হাজির হাতে একটা চিকেন উইথ অয়েস্টার সস নামক কী একটা প্রিপারেশন নিয়ে। তা সেই চিকেন, এবং কশা মাংস সমেত হাপ ডজন লুচি (আহা, প্রদীপ্তার হাত দীর্ঘজীবি হৌক) উদ্ধার করতে না করতেই এসে হাজির হল পায়েস। শেষে আমি নির্লজ্জের মত এক বোতল লিমকা চেয়ে নিলাম, নইলে খাবার নামানো যাচ্ছিল না - প্রায় গলা অবধি তখন ফুল।

    এর পর সন্ধ্যের ঝোঁকে ওখান থেকে বাস ধরে সেক্টর পাঁচ। সল্লেক। অজ্জিত পাক্কা সায়েব, সে ছটা থেকে এসে দাঁড়িয়ে ছিল, ছটা চল্লিশ নাগাদ আমি পৌঁছলাম, আর সাথে সাথেই ফোজ্জি ঢুকল তার চুন্নুমুন্নুকে নিয়ে (তারা বেজায় লাজুক)।

    ল্যাদ খেয়ে সোয়া সাতটা নাগাদ ঢুকল ব্ল্যাঙ্কি আর রোবু। তারপরে যা হয় আর কি। ওপিয়ামের নাম শুনেছি, সেখানেই ঢুকলাম। মাটন ফ্রাই, চিকেনের কী একটা যেন, তারপরে আবার মেটে চচ্চড়ি, এর মাঝে কীসের যেন একটা ওমলেটও হাজির হল, আমি আর সেটা খাই নি। রোবু আর ব্ল্যাঙ্কি মাত্র দু বোতল বীয়ার খেয়ে ক্ষান্তি দিল, ব্ল্যাঙ্কি যদিও বলল, এর পরে রাতে ওর আরও কোথায় কোথায় কী কী সব খাবার কথা আছে - তবে সেগুলো ঢপ হলেও হতে পারে - কে আর দেখতে গেছে। রোবু আমায় বগলদাবা করে নিয়ে তুলল শাটলে, সেই শাটল, হুশহাশ করে কোথা কোথা দিয়ে নিয়ে গিয়ে আমাকে পৌঁছে দিল বালী স্টেশন, তখন বাজে রাত সাড়ে দশটা।
  • 4z | 111.217.220.5 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৩১510138
  • এহ, সিকি পুরো গল্প বলল না। আর ব্ল্যাংকি আর রোবু মোটেও দু বোতল বীয়ারে ক্ষান্ত দেয় নি।
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪১510140
  • তুমি বল তুমি বল।

    রোবু তো মনে হয় এখনও আউট। আর দেখাই যাচ্ছে না ওকে
  • 4z | 111.217.220.5 | ২৬ নভেম্বর ২০১৬ ১৩:১৬510141
  • মোবাইল থেকে এখন লেখা চাপ। পরে লিখছি। অবশ্য অজ্জিতদাও লিখতে পারে।
  • 4z | 53.251.169.96 | ২৮ নভেম্বর ২০১৬ ০৯:৩৭510142
  • তো আড্ডা ২২শে সন্ধ্যের হলেও ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছিল। প্রথমে ঠিক হয়েছিল সেক্টার ৫ এর ব্যাকস্টেজ এ বসা হবে। এদিকে ২২শে সকলে দমদি ব্ল্যাংকি কে বলল সিকিকে একটা ভাল বাঙালী রেস্টুর সন্ধান দিতে, তার নাকি ভমায় খেয়ে উলুৎ পুলুৎ অবস্থা। তাতে নানা রকম সাজেশন আসতে থাকায় সিকি প্রস্তাব দিল কস্তুরীতে খেতে যাবার যাতে বোঝা গেল সিকি না চেনে কলকাতা না সল্লেক। এদিকে কলকাতায় এসে আবিষ্কার করলাম সান্টা'স ফ্যান্টাসি বলতে গেলে আমার বাড়ির উল্টোদিকে। তো সেটা সাজেস্ট করতে আর লোকেশন বলতে অরিজিতদা বলল জিপিএস নিয়ে চলে আসবে কিন্তু বেচারা সিকির সব গুলিয়ে গেল। সে সান্টাকে ওয়েবেল এর পাশে নিয়ে গেল কারন সেখানের ভমা তার চেনা (আবার ভমা!)। যতক্ষণে সিকি বুঝে উঠল যে এটা সেক্টর ৫ এ নয়, ততক্ষনে বেচারার ইন বিল্ট জিপিএস হাল ছেড়ে দিয়েছে, গড়িয়া, গড়িয়াহাট গুলিয়ে গেছে। ব্ল্যাংকি বলল ওর আসতে চাপ হবে না, আর রোবু ওর সঙ্গে আসবে তাই অসুবিধে নেই। শেষমেশ সিকি যতক্ষনে জায়্গা বুঝে উঠল, ততক্ষনে জানা গেল সান্টা'স এ কার্ড চলে না, শুধু ক্যাশ (এখানে একটু আপডেট দিয়ে দি, এখন এরা paytm নিচ্ছে, কার্ড সোয়াইপ মেশিনও লাগিয়েছে, সুতরাং পরের আড্ডাটা এখানে হতেই পারে)। তত্ক্ষনাৎ রেস্টুটিকে বাতিল করে ওপিয়াম ফাইনালাইজ করা হল।

    এদিকে সিকি মোটামুটি ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছে কোথায় কতটা লেট হচ্ছে তার। খালি একবার খুব কন্ফি নিয়ে sdf তার চেনা এলাকা বলে ফেলায় দমদি হালকা করে সেক্টর ৫ এর জায়্গায় সুইমিং পুল চলে যেতে বলে আর তাতে আবার যথারীতি বেথে আবার কন্ফ্যুসড। তখন তাকে সেক্টর ৫ কনফার্ম করায় সে নিশ্চিন্তে আবার কলকাতাময় রাস্তা গুলিয়ে বেড়াতে লাগল (যার গল্প সে অলরেডি ওপরে লিখে দিয়েছে)।

    সন্ধ্যে ৫ঃ৩০ নাগাদ আমি বেরোতে যাব, দুই ছানার ঠোঁট ফোলানো, তেনারাও যাবেন। তো তাদের রেডি করে বেরোতে বেরোতে দেখলাম সিকির আপডেট, সবে সন্তোষপুর পেরোচ্ছে। খানিক্ষণ পরে অরিজিতদার মেসেজ, পৌঁছে গেছে। একটু পরে সিকি আর আমি ঢুকলাম। আরো আধ ঘন্টা পরে এল ব্ল্যাংকি আর রোবু। ওরে বাবা, ব্ল্যাংকি এল না পদার্পন করল বোঝা গেল না, কী খাতির, কী খাতির - দরজা থেকে টেবিল পর্যন্ত! সিকি খালি বসেই বলে দিয়েছিল, ওর গলা পর্যন্ত ঠাসা, আর কিছু খাবে না।

    যাই হোক, বাকি গল্প তো মোটামুটি সিকি বলেই দিয়েছে আগে। খালি যেটা বলেনি সেটা হল, বীয়ারের পরে রোবু আর ব্ল্যাংকি ৬ পেগ হুস্কিল পান করেছিল। রোবু বাড়িতে ফোন করে খুব নরম করে জনিয়ে দেয় যে সে রাত্রে আর বাড়িতে খাবে না (তাতে ওপার থেকে কি রিঅ্যাকশান এসেছিল জানা যায় নি কিন্তু রোবু খুব আন্তরিক ভাবে একটা ওরিয়েন্টাল ওমলেট প্যাক করিয়ে নিয়ে সেটার কথাও ফোন করে জানাতে ভোলে না)। সাটল মিস হয়ে যাবে বলে সিকি আর রোবু আগে বেরিয়ে যায়, বেরনোর আগে সিকি ঐ গরমে জ্যাকেট পরতে ভোলে না, দেখে মনে হচ্ছিল আবার লাদাখ যাচ্ছে। আমরাও বেরোতে যাব, এমন সময় ব্ল্যাংকির আবিষ্কার, ভদকায় মেশানোর জন্য যে সেভেন আপ এর বোতল বলা হয়েছিল সেটা যেমনকে তেমন আছে, আমি নিট মেরে দিয়েছি। আর কি করা, অরিজিতদা আর ব্ল্যাংকি সেটা ভাগাভাগি করে শেষ করে বেরিয়ে পড়া হল।

    এবারের মত ভাট সমাপ্ত। তবে ভবিষ্যতে আবার হবে, এই আর কি।
  • aranya | 154.160.226.94 | ২৮ নভেম্বর ২০১৬ ১০:০৩510143
  • বাঃ
    খুব মিস করি এই আড্ডাগুলো
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৬ ১০:২৯510144
  • বাঁধাকপির তরকারি নিয়েও কী যেন একটা কথা হয়েছিল। সেইটা ভুলে গেছে ফোজ্জি।
  • robu | 213.132.214.88 | ২৮ নভেম্বর ২০১৬ ১০:৩৫510145
  • সান্টা'স এর মাটন বাঁশপোড়া খুব ভালো। ট্রাইবাল কুইসিন, সবার স্যুট নাও করতে পারে।
    আর পেয়াঁজের পায়েস এবং চিংড়ির পায়েস ওভার-হাইপ্ড।
  • কিক্কড় সিং | 233.191.60.157 | ২৮ নভেম্বর ২০১৬ ১০:৩৬510146
  • আর সিকি বীয়ারের গন্ধে মাতাল হয়ে যে গেলাস ভাঙলো, সেটা?
  • রোবু | 213.132.214.88 | ২৮ নভেম্বর ২০১৬ ১০:৪০510147
  • ১। তাড়াহুড়োর চোটে দশ মিনিটে তিনটে হুইস্কি নামাতে হয়েছে।
    ২। বাড়িতে আগে থেকেই খাবোনা সেটা বলার ছিল, কনফার্ম করলাম।
    ৩। সিকিকে আমাদের ব্যাঁকা বাড়ি দেখিয়েছি।
  • d | 131.245.78.166 | ২৮ নভেম্বর ২০১৬ ১০:৪৬510148
  • :-)))) বেথে কখনও নিরাশ করে না।

    হ্যাঁ বাঁশপোড়া মাটন খুবই ভাল। সঙ্গের সরুচাকলি সো সো। এটা এপ্রিলে খাওয়ার ফীডব্যাক।
  • কিক্কড় সিং | 233.191.60.157 | ২৮ নভেম্বর ২০১৬ ১০:৫৪510149
  • ওরিয়েন্টাল অমলেটটা বেশ ভালো খেতে, তবে ওরিয়েন্টাল কেন সেটা বুঝিনি। চীজ/চিকেন ইঃ ছিলো - কন্টিনেন্টাল হওয়া উচিত তো!
  • 4z | 111.217.93.81 | ২৮ নভেম্বর ২০১৬ ১১:১২510153
  • হ্যাঁ, সান্টা'স এর বাঁশপোড়া মাটন খুব ভাল। রেড রাইস আর ঝুপু পিসিও খুব ভাল। পায়েস ট্রাই করিনি তাই বলতে পারব না।

    ও, রোবু যে সেদিন টিফিনে বাঁধাকপির তরকারি শেষ না করে ফেরত নিয়ে যাচ্ছে সেটাও সে বাড়িতে সুন্দর করে জানিয়ে দিয়েছিল।

    আর সিকি বীয়ারের গন্ধে টাল হয়ে গিয়ে আমার ছেলের সঙ্গে ভাচ্চুয়াল এয়ার ফাইট করতে করতে একটা গ্লাস কে শত্রু বানিয়ে সার্জিকাল স্ট্রাইক করে ফেলেছিল।
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৬ ১১:১৩510154
  • ভুবনেশ্বরের রাস্তায় দ-কে নামিয়ে দিয়ে হোয়াটস্যাপে ভুলভাল ইনফো পাঠালে দ-ও আমাদের নিরাশ করবে না। গ্র্যান্টি।

    হ্যাঁ, ফোজ্জি গেলাস ভাঙার গপ্পোটা ক্যামন করে মিস করে গেল?
  • রোবু | 213.132.214.88 | ২৮ নভেম্বর ২০১৬ ১১:১৯510155
  • না না, ভুল হচ্ছে। বাঁধাকপির তরকারিটা আপিসে নিয়েই আসিনি, প্যাক করতে ভুলে গেছিলাম।
    রেড রাইস আর ঝুপু পিসিও খেয়েছি।

    https://www.zomato.com/kolkata/silver-platter-kasba
    এই দোকানের ফিশ ওরাঞ্জি রেক দিয়ে গেলাম।
  • 4z | 111.217.93.81 | ২৮ নভেম্বর ২০১৬ ১১:৩৯510156
  • গেলাম ভাঙার গপ্পোটা মাথায় ছিল কিন্তু লেখার সময় বেমালুম ভুলে গেছি। কিন্তু গ্লাসে জল ছিল না সেভেন আপ?
  • 4z | 111.217.93.81 | ২৮ নভেম্বর ২০১৬ ১১:৪০510157
  • *গেলাস
  • sinfaut | 52.106.108.168 | ২৮ নভেম্বর ২০১৬ ১২:১৩510158
  • এহ্‌ এতো রোবুর জন্য নাইটমেয়ারিশ হয়ে গেল। রোবু আর তার পরিবারের থ্রু দিয়ে জেন্ডার স্টিরিওটাইপ সফ্টলি প্রোমোট করা হচ্ছে।
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৬ ১২:৩৫510159
  • আমার মতে জল, ব্ল্যাঙ্কির মতে সেভেনাপ। লিকুইডটা আমার এবং ব্ল্যাঙ্কির - দুজনকার প্যান্টুলেই পড়েছিল। আমার প্যান্টুল চটচট করে নি কিন্তু ব্ল্যাঙ্কির দাবি ওর প্যান্টুল চটচট করছিল (হিনী দেবেন্না)।
  • de | 24.139.119.172 | ২৮ নভেম্বর ২০১৬ ১৩:০৬510160
  • ছবিটবি কই, আফনেরা ভাটে আর ছবি তোলেন্না? ক্ষী ভালো ভাট!!
  • de | 24.139.119.172 | ২৮ নভেম্বর ২০১৬ ১৩:০৭510161
  • ঝুপু পিসি খাবারের নাম? খুবই ফিশি!
  • robu | 213.132.214.88 | ২৮ নভেম্বর ২০১৬ ১৪:৪৮510162
  • 4z | 111.217.93.81 | ২৮ নভেম্বর ২০১৬ ১৬:০৯510164
  • ngatok টাও আমার বেশ ভাল লেগেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন