এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি - পার্ট টু

    siki
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১১ | ২৮৯৬৪ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 122.172.28.89 | ১১ ডিসেম্বর ২০১১ ১৭:১৬511878
  • শুধু স্ট্যাট বলে না, আমার মাস্টার্স অ্যাডভাইসারও বলেছিলেন যে সফটওয়্যারে বাগ ডিটেকশন পয়সঁ ডিস্ট্রিবিউশন মেনে চলে। শুধু বলেনই নি, সেই ছুতোয় আমাকে দিয়ে দীর্ঘ সব অংক কষিয়ে নিয়েছিলেন থিসিসের লোভ দেখিয়ে।

    তারপর থেকে জ্যোতিষ, আয়ুর্বেদ, মুশকিল-আসান, তেলপড়া সবকিছুকে আমি স্ট্যাট - বিশেষত: পয়সঁ ডিসট্রিবিউশন - এর থেকে বেশি বিশ্বাস করি।
  • aka | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ১৮:৩৪511879
  • কিন্তু এর সাথে জ্যোতিষের কি সম্পর্ক? মানে এই পঁয়স ডিস্ট্রিবিউশন, স্ট্যাট ইত্যাদির সাথে?
  • nyara | 122.172.28.89 | ১১ ডিসেম্বর ২০১১ ১৮:৩৮511880
  • বের করলেই হল। যেমন ধরা যাক, দেখা গেল যে জ্যোতিষিদের কারেক্ট প্রিডিকশন পয়সঁ ডিস্ট্রিবিউশন ফলো করে। ব্যস।
  • aka | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ১৮:৪৮511881
  • আর তারপর রত্নের ব্যপারটা। রত্ন ধারণের আগে পঁয়স আর তারপরে নর্ম্যাল এমন নাকি? তারপর রত্ন ধারণ করে সকালে সূর্য্যের দিকে মার্তণ্ড জপ করলে ওয়েটিং টাইম। এইভাবে জ্যোতিষ আমাদের সমস্ত জীবনটাকেই একটা ডিস্ট্রিবিউশনে ফিট করে দিচ্ছে, আইএসাই থেকে লোকে জ্যোতিষে বিত্যিষ আর মিত্যিষ ডিগ্রি নিয়ে বেরচ্ছে। চ্যানেলে চ্যানেলে ডিস্ট্রিবিউশন শেখানো হচ্ছে। হেব্বি হয়েছে, এই ইন্ডাস্ট্রী রিসেশন প্রুফ।
  • aka | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ১৮:৫৫511882
  • লটারিও একটা ডিস্ট্রিবিউশন ফলো করে। শুধু এক্সপেকটশন যে কেউ লটারি পাবে সেটা খুব কম। এইটা কিছু করা যায় না। আমার ব্যক্তিগত ইন্টারেস্ট আছে। মানে চেনাশোনা লোক তো যদি ভেতর থেকে কিছু করিয় দেওয়া যায়।
  • nyara | 122.172.28.89 | ১১ ডিসেম্বর ২০১১ ১৯:০৪511883
  • এক্সপেক্টেশন মানে কি এক্সপেক্টেড পে-আউট বলছ না একজনের লটারি পাবার প্রব্যাবিলিটির কথা বলছ? দ্বিতীয়টা যে কম সেটা জানিই। কিন্তু কত কম ধারণা নেই। জেনেরালি এক্সপেক্টেড পে-আউট কত হয়, সেটা জানার ইচ্ছে।
  • ranjan roy | 14.97.43.33 | ১১ ডিসেম্বর ২০১১ ১৯:৩৪511884
  • ভগ অর্থে তেজ তো একটা অর্থ; কিন্তু কোথাও তন্ত্র নিয়ে নাড়াচাড়া করতে করতে ভগ রূঢ় অর্থে যোনি বোঝায় এমন কিছু পড়েছিলাম মনে হচ্ছে, একটু আলোকপাত করবেন। একইভাবে ভগন্দর অর্থ?
  • Ramkrishna Bhattacharya | 223.223.143.250 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:০৩511885
  • রঞ্জন রায়ের প্রশ্নের উত্তরে:-
    ভগ, এই সংস্কৃত শব্দটি ক্লীবলিঙ্গ হলে ( বুৎপত্তি, ভজ- ঢে-গ) বোঝায়:-তেজ, বীর্য্য, মাহাত্ম, বৈরাগ্য প্রভৃতি। স্ত্রী লিঙ্গ হলে বোঝায়:- যোনীদেশ, গুহ্যদেশ।
    পুংলিঙ্গ হলে বোঝায়:- রবি, অগ্নি ।
    এই অর্থগুলো নির্ভর করে বাক্য প্রয়োগের ওপর।
    রূঢ়= ( তিনটি লিঙ্গেই প্রযোজ্য) জাত বা প্রসিদ্ধ। তবে এখানে আরও একটা কথা ব্যকরণ গত ভাবে বলার আছে। আপনি জানেন, যোগরূঢ় শব্দ। যেমন :- পঙ্কজ। পঙ্কে যাহা জন্মায় তাহাই পঙ্কজ। কিন্তু, পঙ্কজ মানে পদ্মকেই বোঝায়। অর্থাৎ, প্রকৃতি- প্রত্যয়ের অপেক্ষা না করেই শব্দের অর্থ বা শক্তি। তেমনই এক শব্দ:- নীলকণ্ঠ। এখানে একমাত্র শিবকেই বোঝায়।
    সেই রকম ভগরূঢ় অর্থ= স্ত্রী সহবাস।
    ভগন্দর= গুহ্যদেশে ষ্ফোটক বা ফোঁড়া।
  • Ramkrishna Bhattacharya | 223.223.143.250 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:০৭511886
  • জ্যোতিষ শাস্ত্র নিয়ে আবহমান কাল জুড়ে দুটি ধারা প্রবহমান। একটি হলো- বিশ্বাস, আর একটি অবিশ্বাস বা সন্দেহ। পাশে, আরও একটা জিনিস রয়েছে, সেটা হলো কৌতুহল। সেই পঞ্চম শতাব্দী থেকেই ভারতীয়দের পথ দেখিয়ে আসছে জ্যোতিষীরা। বিয়ে থেকে শুরু করে বৃষ্টির সম্ভাবনা, পরামর্শ দিয়েছে সব বিষয়েই। বর্তমানে জ্যোতিষশাস্ত্র, হাত দেখা, সংখ্যাতঙ্কÄসহ ভবিষ্যত বলে দেয়ার নানান বিদ্যা ভারতে মাল্টি মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছে। মানুষের ভয় আর কুসংষ্কারকে কাজে লাগিয়ে মুনাফা লুটছে এধরণের ব্যবসায়ীরা। এই সম্বন্ধে আমার তিলমাত্র সন্দেহ নেই। তবে দু:খ আছে।
    বিপদে পড়ে অনেকেই জ্যোতিষীর কাছে ছুটে যান। পেশাদার জ্যোতিষীরা, দু:খের বিষয়- এই অবস্থার সুযোগ নিয়ে প্রচুর টাকা নিয়ে তাবিজ, কবচ, মাদুলি, গ্রহরত্ন পরিয়ে দেন। অল্প কিছু লোকের কাজ হয়, বেশীর ভাগেরই কাজ হয় না। ফলে, এঁদের একটা অবিশ্বাস জন্মে যায় এই জ্যোতিষ শাস্ত্রের ওপর, জ্যোতিষীর ওপর তো বটেই। সেই অবিশ্বাস এক সংক্রামক রোগের মত। দীর্ঘকাল ধরে এই বিষয়ে চর্চা করে আমার মনে হয়েছে- এই জ্যোতিষ শাস্ত্র, অংকশাস্ত্রের মত ঠিক নিদি্‌র্‌দষ্ট লক্ষ্যে পৌঁছনোর কথা বলে না, তবে আগাম অনেক কিছুর পূর্বাভাস দেওয়া সম্ভব।
    আমি নিজে খোলা মন নিয়ে এই চর্চা শুরু করে, দেখেছি এই শাস্ত্র আয়ত্ত করতে অনেক সময় লাগে। আমি, দেখেছি-যমজ দুই ভাই বোন। জন্ম সময়ের তফাৎ মাত্র ১ মিনিটের। অথচ, ভাই বিশাল কৃতি আর বোন প্রচণ্ড দু:খিনী। কিন্তু, এদের একই রাশিচক্র, দশা, অন্তর্দশা( পরে বিস্তৃত বলবো এই বিষয়ে) । স্বাভাবিক ভাবেই এর উত্তর পেতে আমার দীর্ঘ সময় লেগেছে। ফলে,আমারও শুরু হয়েছিল অবিশ্বাস।অপরে, এর উত্তর পেয়েছি। সেটাও দীর্ঘ চর্চার ফল। কবি কালিদাসের স্ত্রী অনেক জ্ঞানী মহিলা ছিলেন।অআজ থেকে ২০০ বছর আগে বিশ্বদেবী নামে এক নারী 'গঙ্গাবাক্যাবলী' নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন।অখনা নামের এক নারী জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে অনেক কিছু জানতেন। দীর্ঘ দিন ধরে চলে আসা এই শাস্ত্র অনেক গবেষণা, ব্যাবহারিক প্রয়োগ – এসবের ওপর দাঁড়িয়ে রয়েছে। পড়ে যতটা না শিখেছি, তার চেয়েও বেশী শিখেছি, ব্যবহারিক প্রয়োগে। আগে জেনেছি, জাতকের জীবনে কি কি ঘটেছে, তারপর তার ছক দেখেছি। বইয়ের সাথে অনেক কিছু মিললেও কয়েকটা জিনিস মেলে নি। কারণ, অনুসন্ধান করতে গিয়ে দেখেছি, বেশীর ভাগ লেখকই নিজের মত জোর করে চাপিয়েছেন। অন্যের মত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। সেই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমল থেকেই চলে আসছে এই ঘটনা। এমনই ছিল এই ঘৃণা, যে অনেকেই নিজের নামে বই লিখতে ভয় পেতেন। সেই সময়েও অনেক লোক ছিলেন যারা এই বিদ্যাকে অবিশ্বাস করতেন। এই দুটো কারণেই ছদ্মনাম ব্যবহার করা হত।
    আপনার তো চন্দ্রগুপ্তের সভায় নবরত্নের নাম শুনেছেন। এদের নামগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক।
    এরা হলেন:
    • ধন্বন্তরি
    • ক্ষপণক
    • অমরসিংহ
    • শঙ্কু
    • বেতালভট্ট
    • ঘটকর্পর
    • বরাহমিহির
    • বররুচি
    • কালিদাস
    এঁদের মধ্যে- কালিদাস, বরাহমিহির, ধন্বন্তরী বিখ্যাত। বাকীদের নাম পরে আর শোনা গেল না কেন? এই ছয়জন কোথায় গেলেন? কেন গেলেন? আদৌ গেলেন কি?
    এই সব নিয়েই লিখবো পরের বারে। তারপর আসল বিষয় শুরু করবো।

  • ranjan roy | 14.97.43.33 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:১৭511888
  • রামকৃষ্ণ ভট্টাচার্য্য মশায়,
    ধন্যবাদ। আপনার উত্তর আমার জন্যে সম্পূর্ণ সন্তোষজনক।
    জ্যোতিষে বিশ্বাসী নই, কিন্তু আপনার আলোচনা মন দিয়ে পড়ছি।
  • Ramkrishna Bhattacharya | 223.223.143.250 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:১৮511889
  • একটাই কথা বলার। আমি বাংলা টাইপ অতি যত্ন নিয়ে করি। প্রথমে ওয়ার্ডে। তারপর কপি করে পেষ্ট করি এখানে। তা সঙ্কেÄও দেখছি, প্রচুর টাইপো রয়ে গেছে। মাদার কপি দেখছি ঠিকই আছে। এটা কেন হল, বুঝতে পারছি না। পাঠকরা নিজগুণে মার্জনা করবেন।
  • Ramkrishna Bhattacharya | 223.223.143.250 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:২৬511891
  • রঞ্জন রায় বাবু!
    বিশ্বাস বা অবিশ্বাস, যার যার- তার তার। পড়ছেন- এতেই আমার পরিশ্রম সার্থক।

    জ্যোতিষ শাস্ত্র,আমি আগে চর্চা করেছি, আর এখনও চর্চা করছি। অপার এই শাস্ত্র, আমাকে দিন দিন মুগ্‌ধ করছে। তাই এখনও আমি ছাত্র। লেখা কতটা উচিত হচ্ছে, জানি না- এটা জানি খুব ভালোভাবে।অএখানে লেখার একটাই কারণ- সোমনাথের অনুরোধ।
    না হলে এই বিতর্কিত বিষয় নিয়ে লেখার, আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। বিতর্কিত বিষয় কেন বললাম? কারণ- এই শাস্ত্র বেশীর ভাগ লোকের কাছেই “ ধূর ছাই” এর মত।
  • aka | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:২৬511890
  • ন্যাড়াদা বায়ারের এক্সপেকটেড লস খুব বেশি হলে সেলারের এক্সপেকটেড প্রফিট খুব হাই।

    কিন্তু জ্যোতিষের সাথে ডিস্ট্রিবিউশনের সম্পর্কটা?

    জ্যোতিষ বুঝি বলে তোমার ভবিষ্যতবানী মেলার সম্ভাবনা ০.০০০০০১২৪?
  • aka | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:২৯511892
  • রামকৃষ্ণ বাবু আপনি অ্যাস্ট্রোনমির সাথে অ্যাস্ট্রোলজির যোগাযোগটা এস্টাবলিশ করবেন? একটুও বুঝতে পারি নি। কি করে গ্রহ নক্ষত্র আমাদের জীবনের ভবিষ্যত নিয়ন্ত্রন করে?
  • Ramkrishna Bhattacharya | 223.223.143.250 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:৫২511893
  • @একা
    আমার আগের পোষ্টেই বলেছি, বোধহয় খেয়াল করেন নি। জ্যোতিষের মুখ্যত দুইটি ধারা- ১) গণিত জ্যোতিষ (Astronomy) ২) ফলিত জ্যোতিষ(Astrology)।
    AstronomyisSciencebutAstrologyisnotaScience.It’sonlyappliedSciencewhichisbasedonAstronomy.
    এছাড়াও, জ্যোতিষ বেদেরই অঙ্গ, বলে বলা হয়। তবে, আমার ব্যক্তিগত মত, এটা পরে প্রক্ষিপ্ত।
    বেদের ছয়টি অঙ্গ-১)শিক্ষা ২)কল্প ৩)ব্যাকারণ ৪)নিরুক্ত ৫)ছন্দ ও ৬)জ্যোতিষ। এই জ্যোতিষ কিন্তু জ্যের্তিবিদ্যা বা Astronomy
    এই কারণেই, জ্যের্তিবিদ্যাকে বেদের চক্ষুও বলা হয়।
    আবার বলি, আমি কিন্তু কোনো কিছু প্রমাণ বা Establish করতে এখানে লিখছি না। আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। তার সাথে চেষ্টা করব, কি আছে, এই শাস্ত্রে!!!!!!
    রাহু বা কেতু কোনো গ্রহই নয়। উপচ্ছায়া মাত্র। তাহলে এদের প্রভাব কেন? এই সব নিয়েই লিখবো।
    পড়া, না পড়া, বিশ্বাস বা অবিশ্বাস- করবেন কি করবেন না সেটা Individual ব্যাপার।
    মনে করুন, আমি একটা কল্পবিজ্ঞান লিখছি।
  • aka | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:৫৫511894
  • হ্যাঁ ঠিক এই পোস্টটা পড়েই বুঝতে পারি নি।

    How astrology is only applied Science which is based on Astronomy?

    precisely how astrology is based on astronomy?
  • Ramkrishna Bhattacharya | 223.223.143.250 | ১১ ডিসেম্বর ২০১১ ২১:০৯511895
  • @AKA
    Iwillexplainitinalatterstage! Tospeakprecisely , oneneedtounderstandthebasicsfirstandthentheimplications.Iwillprovidetheneedful.Pleasegivemesomeelbowspacetowriteaprelude, beforegoingtothebasics, Hope, youwillsparemeforsometime.
    Tonsofthankstoyou!

  • siki | 122.177.158.47 | ১১ ডিসেম্বর ২০১১ ২১:২৬511896
  • আমি না, ঠিক কী কোশ্চেন করব, সেটাই বুইতে পারছি না। যত পড়ছি, ভসভসিয়ে সোডার মতম পেট থেকে হাসি বেরিয়েই আসছে।

    কিন্তু তবু, হাসি চেপে একটা কোশ্চেন করব। ইহা "বিতর্কিত বিষয়' কেন তকমা পেল? মানে, ফিজিক্সকে আজ অবধি কেউ বিতর্কিত বিষয় বলে নি, কেমিস্ট্রিকে বলে নি, বাংলা সাহিত্যকে বলে নি, সংগীতবিদ্যাকে বলে নি, সব ছেড়ে সমস্ত বিতর্ক এই বেঁড়ে ব্যাটা জ্যোতিষের পেচুনেই ক্যানো?

    খিক্‌ :-)))
  • Shubha | 59.93.209.209 | ১১ ডিসেম্বর ২০১১ ২১:৫০511897
  • সিকি দি/দা , একেবারে মনের কথা বলেছেন। যা হোক আমিও পড়ছি।
  • tatin | 117.194.210.139 | ১১ ডিসেম্বর ২০১১ ২২:১৫511899
  • ইকনমিক্সকে বলে তো অনেকে
  • siki | 122.177.158.47 | ১১ ডিসেম্বর ২০১১ ২২:২৬511900
  • ও শুভা, দি / দা কি দিতেই হবে? সিকি নামটা কি যথেষ্ট নয়?
  • dukhe | 117.194.240.59 | ১১ ডিসেম্বর ২০১১ ২২:৫০511901
  • স্ট্যাট, ডাক্তারি আর জ্যোতিষ ছাড়া আর কিছু নিয়েই কি বিতর্ক নেই তাহলে ?
    ও হ্যাঁ, মনে পড়েছে - পাওলি দাম ।
  • kd | 59.93.201.75 | ১১ ডিসেম্বর ২০১১ ২২:৫৬511902
  • সিকি, কে বলে বলতো না? এককালে ইওরোপে মেলায় মেলায় ঘুরে বেরিয়ে নানা গ্যাজেট বা ""snake oil'' বিক্রি করতো কারেন্ট দিয়ে মরা ব্যাঙের পা নাড়িয়ে বা সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট করিয়ে। আসলে যেখানেই বুজরুকি, সেখানেই অবিশ্বাস। ফিজিক্স, কেমিস্ট্রি এর থেকে বেরিয়ে আসতে পেরেছে, জ্যোতিষ পারেনি। হয়তো কোনোদিনও পারবে না, কিন্তু ভবিষ্যতে কী হবে বলা কি যায়! :)
  • rimi | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ২৩:১৫511903
  • দুখেদা একদমই ভুল বুঝেছ। স্ট্যাটিস্টিক্স বিজ্ঞান কি না এই প্রশ্ন আমি তুলতে চাই নি।

    কর্ম দ্বারা যে ভবিষ্যৎ নির্ধারিত হয় সেই ভবিষ্যতের অনেকটাই আমরা নিজেরাই "অনুমান" করতে পারি। যেমন, আমি যদি রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট না করি, বা চাকরি থাকতে থাকতে ঠিকমতন টাকা পয়সা না জমাই, তাহলে বুড়ো বয়সে অশেষ দুর্গতিতে পড়ব। এটা জানার জন্যে কোনো জ্যোতিষীর দরকার হয় না। এবার মিচুয়াল ফান্ড করলে কোথায় টাকা রাখলে ২০ বছর পরে সেটা বেড়ে দ্বিগুণ হবে স্ট্যাটিসটিক্সাল টুল দিয়ে সেইটা ক্যালকুলেট করা যায়, অবশ্যই বেশ কিছু assumption সহ। স্ট্যাটিসটিশিয়ানরা এই assumption গুলো বেশ স্পষ্ট ভাবে জানিয়ে দেন। আমরা সবাই জানি এই ক্যাল্কুলেশন মেলার একটি প্রোব্যাবিলিটি আছে যাহা ১০০% নহে।

    কিন্তু কি কি ঘটনা আমরা অনুমান করতে পারি না? ২০২৫ সালে আমার গাড়ি চাপা পড়ার সম্ভাবনা আছে কি না। কিম্বা বারো বছর পরে আমার মাতৃবিয়োগ হবে কি না। কিম্বা আরো দুবছর পরে আমার ছেলে হবে কিনা। এগুলো নির্ধারণ করেন জ্যোতিষীরা। এগুলো আমরা জানতে পারি না । জ্যোতিষীদের দাবি এগুলো নির্ধারিত হয় আমাদের জন্মের সময়ে আকাশে গ্রহ নক্ষত্রের সমাবেশ অনুযায়ী।

    তো যদি জ্যোতিষীদের দাবি সঠিক হয়,তাহলে আমরা যা কিছু করছি তা তো পূর্বনির্ধারিত। অতএব টোডি মোদী অগ্রবাল ইত্যাদিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কোনো লাভ নেই। কেননা এদের দোষ নেই, এদের গ্রহ নক্ষত্র এমনটা করাচ্ছে এদের ঘাড়ে ধরে।

    এর সঙ্গে বাসস্টপে পয়্‌সঁ হয় না বাইনোমিয়াল তার কোনো সম্পক্ক নাই। আলোচোনার মোড় উল্টোদিকে ঘুরিয়ে লাভ নেই।
  • Ramkrishna Bhattacharya | 223.223.131.194 | ১১ ডিসেম্বর ২০১১ ২৩:২০511904
  • Controversies:-
    RegardingPhysics:-
    1.Onelong-standingquestionregardingblackholesisconcernovertheinformationlostwhenmatterispulledinsidetheeventhorizon.Accordingtoquantummechanics, noinformationshouldbelost, butaccordingtogeneralrelativity, thisinformationwouldindeedbelosttotheoutsideuniverse.
    AccordingtoanewcalculationpresentedinNewScientist (Doblackholesreallyexist? - basedonapaperinPhysicsReviewD), ateamatCleveland'sCaseWesternReserveUniversitybelievesthatatrueblackholeneverforms.Instead, aformofradiation (somewhatsimilartoHawkingradiation) isemittedasthequantumvacuumisdisruptedbythecollapsingblackhole.
    Thefindingsarecontroversial, flyinginthefaceofyearsoftheoreticalresearchintoblackholes, andmanynotablephysicistsfinditunlikelythattheirresultsareaccurate.Iftheyare, researchattheLargeHadronColliderorobservationalastronomymayultimatelyprovidecluesasmoreinformationaboutthese "blackstars" isobtained.
    2.Controversy-PlaguedElement118, theHeaviestAtomYet, FinallyDiscovered
    RegardingChemistry:-
    TherehasbeensomuchdiscussionthispastweekabouttheuseofNaHasanoxidantthatIwassurprisedtoseetheverysamematerialinvolvedinanotherchemicalcontroversy
    Inthiscase, BlackLightPowerclaimstobeabletogenerateenergybydroppingtheelectronicenergyofahydrogenatomtobelowitsgroundstate, creatinghydrinos.OnemethodreliesonheatingNaHincontactwithRaneynickel.Inthisreport, Millsandco-authorsappeartoprovideenoughexperimentalconditionsandspectroscopiccharacterizationdatatoallowothersreproducewhattheyhavedone.
    3. বাংলা সাহিত্য তো বিতর্কিত বিষয়ে ভরা। মাননীয়দের অনুরেধ করি, বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে।
    4. সঙ্গীত বিদ্যায়, রাগ- রাগিনীর বিষয় নিয়ে বহু বিতর্কিত বিষয় আছে।
    5. বিতর্ক আছে বলেই সমস্ত বিষয় প্রাণবন্ত হয়ে ওঠে।
    6. হাসি চেপে রাখা স্বাস্থের পক্ষে ক্ষতিকর। হাসুন- প্রাণ খুলে হাসুন। এটাই আপনাদের জীবন্ত রাখবে। ন্যূনতম ৫০%

  • dukhe | 117.194.240.59 | ১১ ডিসেম্বর ২০১১ ২৩:৩৮511905
  • রিমি খেপে যাও ক্যান ? বাসস্টপে পয়সঁ হয় বিশ্বাস করো না নাকি ?
    কুড়ি বছরে এন এস সি তেই টাকা ডবল হয়ে যাবে - স্ট্যাটের অ্যাজাম্পশন আর প্রোব্যাবিলিটির চক্করে পড়ো না ।
    জ্যোতিষমতে আমাদের দোষ দেওয়াও পূর্বনির্ধারিত - এটাই বলতে চাইছ তো ?
  • dukhe | 117.194.240.59 | ১১ ডিসেম্বর ২০১১ ২৩:৪১511906
  • আই মিন, টোডিফোডিকে দোষ দেওয়া ।
  • rimi | 75.76.118.96 | ১২ ডিসেম্বর ২০১১ ০০:০৬511907
  • দুখেদা, বাসস্টপে পয়ঁস হয় এইটা বিশ্বাস করি কি না সেটা নিয়ে আলোচনা করতেই চাইছি না। আর মোটেও ক্ষেপে যাইনি :-)

    বলতে চেয়েছি, হাস্পাতালে আগুন লাগলে তা নিয়ে চেঁচামেচি না করে শান্তভাবে দৈবের বিধান বলে মেনে নিলেই তো হয়।

  • pi | 72.83.83.28 | ১২ ডিসেম্বর ২০১১ ০১:৪০511908
  • কিন্তু এখন অব্দি বেশিরভাগ কথা তো ইতিহাস আর জ্যোতির্বিদ্যা, মানে অ্যাস্ট্রোনমি নিয়ে। তাতে সিকি বা শুভর হাসি পায় ক্যান ?
  • aka | 75.76.118.96 | ১২ ডিসেম্বর ২০১১ ০১:৫৪511910
  • রামকৃষ্ণ বাবু, আসলে এই জায়গা গুলো বহুবার দেখেছি, জ্যোতিষ শাস্ত্রের ইতিহাস, অ্যাস্ট্রোনমি ইত্যাদি ইত্যাদি। আসল যে মিট অর্থাৎ কিনা গ্রহ নক্ষত্রের স্থান কালের সাথে আমাদের ভবিষ্যত কিভাবে নির্ধারিত তাই বুঝতে পারি নি। পুরো ব্যপারটায় যদি কোশ্চেন কিছু থাকে তাহলে সেটাই। আপনি গোড়া থেকে শুরু করতে পারেন বা রেফারেন্সও দিয়ে দিতে পারেন। কিন্তু সেই জায়গাটা তাড়াতাড়ি পৌঁছলে বেশি রিডার পাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন