এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মগরাহাট এবং মমতার পুলিশের ভুমিকা

    Manish
    নাটক | ০৩ ডিসেম্বর ২০১১ | ৩৮৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Manish | 59.90.135.107 | ০৩ ডিসেম্বর ২০১১ ১৩:০০512324
  • এই এলাকাটি তৃনমুলিদের এলাকা বলে পরিচিত। কেউ কোনো দায় নিচ্ছে না। মমতাও নীরব।মনীশ গুপ্ত ও নীরব।
  • PT | 203.110.243.23 | ০৩ ডিসেম্বর ২০১১ ১৩:৪৫512335
  • নীরব মহাশ্বেতা, নীরব সুজাত, নীরব জয়, নীরব শঙ্খ, নীরব অপর্ণা, নীরব শুভা, নীরব সমীর, নীরব প্রতুল, নীরব শাঁওলী, নীরব অর্পিতা ....... এই টইটিও নীরবে বিদায় নেবে।
  • ranjan roy | 115.118.230.84 | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৫৫512357
  • এপিডিআর থেকে কোন তাপসবাবু পুলিশের বিরুদ্ধে এফ আই আর করেছেন শুনলাম যে! অবশ্য আমি ভুলও শুনতে পারি, কল্লোল একটু খোঁজ নিয়ে কনফার্ম করুন না!
  • ranjan roy | 115.118.230.84 | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:০৪512367
  • আর ২৪ ঘন্টা চ্যানেলে যে দেখলাম রাজারহাটে তোলাবাজি নিয়ে খুনোখুনি, তাতে টিএমসির মন্ত্রীর নাম আসছে সে নিয়ে কিছু হবে না। ওই চ্যানেলে একজন বয়স্ক রোগামত ভদ্রলোক আঙুল গুনেগুনে বললেন যে তৃণমূলের কোন কমিটির কোন নেতার মদতে কোন কোন তোলাবাজ কাজ করছে, খুনজখম করছে,
    পুলিশ কিচ্ছু করছে না।
    এও বলছে মন্ত্রী পুর্ণেন্দু বসু , প্রাক্তন নকশাল, তখন তাঁর আসল নাম ছিল পূর্ণেন্দু ভটচায।
    আর রঞ্জিত এবং কোন কোন তোলাবাজ বা সিন্ডিকেট আগে বাম জমানায় এই সিন্ডিকেট বানিয়ে ছিল, তাতে কোন কোন সিপিএম নেতার প্রশ্রয় ছিল, আর তখনো এদের নামে কেস ছিল এবং একই ভাবে পুলিশ ধরতো না। তাই সরকার বদলে যাওয়ায় এরা পার্টি বদলেছে এসব তারানন্দ নয়, ২৪ ঘন্টা দেখাল। এগুলো সব নিয়ে কথা হোক। আমি আজকাল শুধু ২৪ ঘন্টা দেখি।
  • Suvajit | 115.117.194.14 | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:০৯512368
  • মমতার পুলিশের ভূমিকা নিয়ে টই খোলা হয়েছে, ভালো কথা। আলোচনা শুনি। কিন্তু নিরবতার প্রশ্নে মগরাহাট বা পশ্চিমবঙ্গের তাবর অঞ্চলে জনতা হুকিং করে কেন বিদ্যুত নেবে, আর তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিৎ, তা নিয়েই বা আপনারা নিরব কেন?

  • kallol | 101.63.230.105 | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:২৫512369
  • এই এতো বছরেও মগরাহাটের মতো জায়গায় বিদ্যুত নেই কেন? কেন মানুষকে হুকিং করতে হয়?
    ওসিকে সরিয়ে দেওয়া হয়ছে, তিনজন পুলিশকর্মীকে ""ক্লোজ""(? এর মানে কি ?) করা হয়েছে। মুখ্যমন্ত্রী লজ্জিত। তদন্তের কথা ঘোষনা করেছেন।

  • sda | 117.194.202.169 | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:৪২512370
  • বিদ্যুৎ সরবরাহ না থাকলে হুকিং করবে কোথা থেকে ? লোকজন হুকিং করে খরচা বাঁচানোর জন্য, আর বিশেষ কোনো কারণ নেই। স্রেফ বদমাইশি , হুকিং বেশিরভাগ জায়গায় রীতিমতো সংগঠিতভাবে হয় , এবং যারা করে তাদের একটা বড় অংশের বাড়িতে কালার টিভি, ডিভিডি প্লেয়ার চলে হুকিংএর কারেন্টে। অর্থাৎ তারা এত গরিব নয় যে ইলেক্ট্রিক কানেকশন নিতে পারবে না। সরকারের খুব বেশি কিছু করার আছে বলে মনে হয় না এই ব্যপারে। তবে এই ভাবে গুলি চালিয়ে মানুষ মারা খুবই নিন্দনীয়। বিদ্যুৎ চুরি রোধ করার জন্য কড়া আইন এবং তার যথাযথ প্রয়োগ দরকার , প্রয়োজন হলে সংগঠিত জনমতের বিরুদ্ধে গিয়েও ।
  • pi | 72.83.97.112 | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:৪৭512371
  • শুনছিলাম, দুই পার্টিরই নাকি গুচ্ছ আপিসে হুকিং করে বিদ্যুত আনা :)
  • sda | 117.194.202.169 | ০৪ ডিসেম্বর ২০১১ ০১:০০512325
  • সর্ষের মধ্যেই ভূত। :)
    এর বাঁশটা নিতে হয় আইন মেনে চলা গ্রাহকদের, হিসেব করলে দেখা যাবে যে আমি পার ইউনিট যা দাম দিই তার গড়ে ৪০-৫০% যায় হুকিং জনিত লোকসান মেটাতে, আর স্বাভাবিকভাবেই দু দিন পর পর ওভারলোডের কারণে ট্রান্সফর্মার জ্বলে যায় , সারানোর পয়সাও কোম্পানী তোলে আমাদের থেকেই। তো, মোদ্দা কথা হল , যে সব সময় সিস্টেমকে দোষ দিয়ে আল্টিমেট সল্যুশন পাওয়া যায় না। আমরা নিজেরা যদি প্রতিবাদ না করি তা হলে এই ধরনের সংগঠিত অপরাধ কোনদিন বন্ধ হবে না।
  • pi | 72.83.97.112 | ০৪ ডিসেম্বর ২০১১ ০১:০৮512326
  • তবে, এই গ্রামটাতে তো বিদ্যুত আসেনি বলেই ওরা অভিযোগ জানাচ্ছিলেন না ?

    ওদিকে পুলিশ তো পুরো খুনে হয়ে গেছে। এটার তদন্ত হওয়া উচিত। কোন আক্কেলে বা কার আদেশে ঐভাবে গুলি ছোঁড়ে জানা দরকার।

  • ranjan roy | 115.118.212.205 | ০৪ ডিসেম্বর ২০১১ ০৫:৩৩512327
  • না পাই, স্পষ্ট দেখা যাচ্ছে যে বিজলী লাইন রয়েছে, তার থেকে হুকিং এর তার খোলা হয় নি।
    গল্পটা বলা হচ্ছে যে এটা পুরনো খেলা। হুকিং বহুদিন ধরে হচ্ছে। মাঝে মধ্যে বিজলী বিভাগ রেইড করে, তখন ওরা হুকিং এর তার নামিয়ে নেয়। বিজলীপুলিশ চলে যায়, ওরা আবার হুকিং শুরু করে। এবার সেটা হয় নি।
    জনতা রাস্তায় দাঁড়িয়েছে হুকিং খুলবে না বলে। প্রাক্তন পুলিশ কমিশনার জোর দিয়ে বলছেন এবং ছবি দেখাচ্ছেন যে হুকিংয়ের তারে সিপিএম এর ফ্ল্যাগ লাগিয়ে বিশাল পাব্লিক প্রতিরোধে দাঁড়িয়েছে- দেখি আবাগীর ব্যাটারা কি করতে পারে!
    এ নিয়ে কিছু কথা হোক।
    আর গরীব জনতা হুকিং করছে বলে কি আমরা হুকিংয়ের বিরুদ্ধে কথা বলা চলবে না বলে লুম্পেন রাজনীতিকে প্রশ্রয় দেব? বা বিপিএল কার্ডধারীদের জন্যে শস্তা রেটে বিজলী দেবার কথা ভাবতে পারি? মধ্যপ্রদেশে অর্জুন সিং গরীবদের জন্যে ফ্রি তে ওয়ান-পয়েন্ট সাপ্লাই বা একবাতি কনেকশন শুরু করেছিলেন। পরে তার ব্যাপক মিসইউজ হয়েছিল সেটা অন্য গল্প।
    আর পুলিশ? অন্য সরকারদের( কংগ্রেস/সিপিএম) সময়ে আলাদা কিছু ছিল নাকি? ট্র্যাক রেকর্ড কি বলে? খাদ্য আন্দোলন/বানতলা ইত্যাদি ইত্যাদি।
    তখন মমতা কোলকাতায় ফুটপাথের থেকে হকার উচ্ছেদের বিরোধিতা করতেন, এখন বাম নেতারা হুকিং উচ্ছেদের বিরোধিতা করছেন। আর্গুমেন্ট একইরকম-- ওরা গরীব! ওরা গরীব থাকবে। আমরা বরাবর ওদের গরীব বানিয়ে রাখবো, আর রুটি সেঁকবো।

    বর্তমান মুখ্যমন্ত্রী জুডিশিয়াল এনকোয়ারির ঘোষণা করেছেন। আগের জন এর চেয়ে বেশি কিছু করতেন কি? তথ্য দিন।
  • PT | 203.110.246.230 | ০৪ ডিসেম্বর ২০১১ ১৩:০৩512328
  • ওদের সময়ে হুকিং হত বলে এদের সময়েও হতে থাকবে, আর ওদের পুলিশ ট্রিগার হ্যাপি ছিল বলে এদেরটাও থাকবে তাই যদি যুক্তি হয় তাহলে আর এত নেচে-কুঁদে ""পরিবর্তন"" কিসের হল?

    bb -অনেকদিন বাদে সৌরিন বাবুর কথা মনে পড়ালি। ঐরকম স্বচ্ছ আর একরোখা মানুষ প্রায় দেখিইনা আর।
  • bb | 117.195.170.10 | ০৪ ডিসেম্বর ২০১১ ১৩:০৮512329
  • @ PT দা, আসলে বাবা-মা এসেছে এখানে, আমরা সৌরীন জেঠুর কথা বলাবলি করছিলাম। অতন্ত: ভদ্র আর আর শিক্ষিত কিন্তু মাটির কাছাকাছি মানুষ ছিলেন। রাজ্যসভার MP হলেও একবারের জন্য কোন অহংবোধ দেখিনি। এইরকম মানুষ বিরল।
  • Bratin | 117.194.97.171 | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:০১512330
  • মমতা তো সবে ৬ মাস এসেছেন। তার আগে ওখানে কেন বিদ্যুত নেই সিপিএম র লোকে রা ভালো বলতে পারবেন। হুকিং ঘটনা তো প্রথম নয়। আগে কেন ব্যবস্থা নেওয়া হয় নি সেটাও তাঁরা ই বলতে পারবেন।
  • Bratin | 117.194.97.171 | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:০৫512331
  • বা PT দ চমৎকার হাত ধুয়ে ফেলেছেন আর 'পরিবর্তনের ' দোহাই দিয়েছেন ( ১:০৩ PM র পোস্ট)

    মমতা র হতে তোন 'জাদুদন্ড' নেই। উনি কাজ করার চেষ্টা করছেন। ওয়েট অ্যান্ড ওয়াচ।

  • ranjan roy | 115.118.209.205 | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:১১512332
  • পরিবত্তন হয়েছে তো! আগে ইলেক্‌শানে জিতলে লাল আবির খেলা হত, এখন সবুজ।
    বাকি সব একই রকম আছে। জিতলে জনগণ সমুচিত জবাব দিয়েছেন, হারলে আমরা জনগণকে বোঝাতে পারিনি।
    আগে বিরোধী দিদি বলতেন গরীব হকারদের অত্যাচার করে তোলা চলবে না। এখন বিরোধী দাদা বলছেন হুকিংয়ের তার খোলা চলবে না।
    আগে দাদা ছিলেন পুলিশমন্ত্রী, অথচ ওনাকে না জানিয়ে পুলিশেরা কিছু করে ফেলত।
    এখন দিদি পুলিশমন্ত্রী, উনিও জানেন না মগরাহাটে কি হয়েছে, অথচ, হোম সেক্রেটারি, সচিব, টিভি চ্যানেল সবাই জানেন।
    এইটুকুই পরিবর্তন!
  • ranjan roy | 115.118.209.205 | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:১৯512333
  • ব্রতীন,
    দিদির হাতে জাদুদন্ড নেই,-- ঠিক আছে।
    কিন্তু রাজারহাটে সিন্ডিকেটের ঝগড়ায় নিজেদের দলের মধ্যে মার্ডার হয়ে যাচ্ছে, দলের লোক একজন মন্ত্রীর নাম নিচ্ছে। প্রথম দিন মুকুল কাকলি সবাই পুর্ণেন্দু'র কথা জোরগলায় বললেন। তারপর মিটিন করে ঠিক হল না পুর্ণেন্দু নির্দোষ, এসব বাজে লোক রটিয়েছে।
    তাহলে আসল নাটের গুরু কে? দোষী কে? এগুলো কি বলবে? একই ধরণের ঘটনা আরামবাগে। স্কুল ইলেক্‌শনেও নিজেদের মধ্যে মারপিটের জোরে পুলিশ নামছে। এ যে হুগলীর সিপিএম এর রূপচাঁদ- অনিল গোষ্ঠীর লড়াইয়েরও এককাঠি বাড়া। এইসব কি কালচার!
    আর হাসপাতালের ইনফ্রাস্ট্রাক্‌চার শুধরানো হচ্চে না, শুধু ড: গড়াইকে সাসপেন্ড করে হাততালি কুড়োলেই চলবে। আর ৩৪ বচর ধরে সিপিএম করেনি সেটা বলে বলে পাঁচ বছর কাটিয়ে দেয়া যাবে?
  • Bratin | 117.194.97.53 | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:৪৬512334
  • ঐ তো বলালাম আপনা দের মতন এখন ই হতাশ হতে পারছি না। আপনি যেমন বিভিন্ন দিক থেকে দিদি র ব্যর্থতা তুলে আনছেন। আমি দিদি র সাফল্য তুলে দিতে পারি ততে লাভ কি? আপনাদের চোখ টাটাবে। নিজেই বলছেন যাদুদন্ড নেই অথচ ৬ মাস অপেক্ষা করতে রাজী নই। এটা কি একটু বাড়বাড়ি ধরনের প্রত্যাশা নয়।
  • Suvajit | 115.117.233.166 | ০৫ ডিসেম্বর ২০১১ ০১:১৯512336
  • রঞ্জনদা গোষ্ঠীদ্বন্দ কাদের মধ্যে নেই? ৫-টা বাঙালী এক হলেই দুটো গোষ্ঠী তৈরি হয় এবং দ্বন্দ শুরু হয়। সিপিয়েম তিনোমূলে তফাৎ এটাই, সিপিয়েমের দ্বন্দ শাক একটু ঢেকেঢুকে আর তিনোমূলের খুল্লমখুল্লা।
    সকলেই যখন পিস ওব পাই-এর জন্য লড়ালড়ি করছে তখন নিজেদের মধ্যেও ঝগরাঝাঁটি তো হবেই। সেটা দেখেই হা হুতাস করে কোনো লাভ নেই।
    কিন্তু হুকিং এর প্রশ্নে, বা ইন জেনেরাল গরীব মানুষের দোহাই দিয়ে সব রকম বেআইনি কাজের মদত দিয়ে, আগের সরকার তথা বামপন্থীরা দায় এড়াতে পারে না। ভোটব্যাঙ্ক রাখার জন্য বাংলায় এই কালচারটাই বহুদিন ধরে লাল ঝান্ডাধারীরা সজত্নে লালিত পালিত করেছেন। আজ সরকার পাল্টালেও কালচারটা পাল্টাবে কি করে?
  • Mmu | 93.12.9.153 | ০৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩৮512337
  • শুভজিৎ একদম সঠিক । অবশ্য যদি ওনারা একটু বোঝার চেস্টা করেন, তাহলেই । :))
  • Mmu | 93.12.9.153 | ০৫ ডিসেম্বর ২০১১ ০৩:৪৪512338
  • শুভজিৎ আপনি জানেনতো, হুক করে বিদ্যুৎ নেওয়াটা গরীবদের (বহু আলোচিত সেই গরিবদের) ফার্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে । :)) :)) :))
  • PT | 203.110.243.23 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:০৮512339
  • Mmu অনেকদিন পরে কি ব্যাপার? ভাল তো?

    Bratin: এত কথা অন্য কারণে। বোধহয় ভারতের কোন রাজ্যের কোন বিরোধী দলই এত প্রতিশ্রুতি (= ঢপ) দিয়ে ক্ষমতায় আসেনি। এমনকি ৭৭-এর বামফ্রন্টও না। (গৌতম ঘোষের কালবেলা ছবিটা দেখে নিও - অনেকটাই আসল ঘটনার কাছাকাছি)। তৃ-কং-এর ম্যানিফেসটো দেখে নিও: ১০০ দিন, ২০০ দিন ইত্যাদি সময়কালে কি করবে এই সরকার সেকথা স্পষ্ট লেখা আছে। এমনকি এই নিয়ে আবাপ উদ্বাহু হয়ে একটি সম্পাদকীয় স্তুতিও ছাপিয়েছিল। আর দিদি নিজেই দাবী করেছেন যে তিনি ৯০% প্রতিশ্রুতি রক্ষা করে ফেলেছেন। এই নিয়ে কি তাহলে অন্যেরা কিছু বলবে না? নাকি দিদি যেমনটি বলছেন সেইরকম সবাই ১০ বছর চুপ করে থাকবে?
  • Bratin | 122.248.183.1 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:১৩512340
  • তবেই বুঝুন সিপিএম কেমন কাজ করেছে ৩৪ বছরে।

    এত ঢপ দেওয়া দিদি কে জেতালো। আচ্ছা ভালো কথা জিতিয়েছিস। তারাপরে দিদি যখন এসেছে; বুঝতে পারছিস ঢপ গুলো। এবার তো শেখ। তা নয় 'বোকা লোক' গুলো আবার ঋতব্রত কে হারিয়ে ২ লাখ ৩০ হাজার ভোটে সুব্রত বক্সী কে জিতিয়ে দিল। কোনো মানে হয় বলুন?
  • vc | 121.241.218.132 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:২৪512341
  • দশ বছর চুপ করে থাকুন, কথা বলবেন না।

    খাসা, কি ভাষা!

    চুপ, বন্দনা চলিতেছে।
  • siki | 123.242.248.130 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:২৯512342
  • যা দেবি ম্যাজিকদণ্ডেষু মহাকরণে সংস্থিতা।
    নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নম:।।
  • PT | 203.110.243.23 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:৩২512343
  • বক্রোক্তি কবে থেকে যুক্তি বলে মান্যতা পেল?
  • Bratin | 122.248.183.1 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:৩৩512344
  • ম্মু বানান ভুল কমিয়েছে দেখছি। আমাকে আবার গুরু র বেশ কয়েক জন বললো ম্মু আসলে গুরু তে আমাদের খুব পরিচিত একজন।
  • phutki | 121.241.218.132 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:৩৭512345
  • আমার একটা প্রশ্ন ছিল। কোনো ধরণের অভিযোগ উঠলেই ৩৪ বছরের সিপিএম টেনে আনতে হচ্ছে কেন? প্রশ্নগুলো বর্তমান সরকারের কাছে। তাঁরা তাঁদের মত করে উত্তর দিন না।
    আজ যদি বামফ্রন্টের অস্তিত্ব না থাকে , তবে কি TMC র বলার মত বা করার মত কিছু থাকবে না?
  • vc | 121.241.218.132 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:৪০512347
  • কারণ ব্যাঙ সর্বদাই তাহার একটি আধুলিই প্রদর্শন করিয়া থাকে।

    খ্যাক।
    সিক্স প্যাক।

    ;-)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন