এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিÏØম্রত বঙ্গলি লেখক

    kanti
    অন্যান্য | ২৮ জানুয়ারি ২০১২ | ৬৩২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kanti | 202.90.105.165 | ২৮ জানুয়ারি ২০১২ ১৯:০৫513825
  • বিস্মৃত বাঙালী লেখক। সময়কাল বিগত শতাব্দী।অএকটি ছোট পত্রিকার তরফ থেকে এবিষয়ে নানা তথ্য এবং রচনা সংগ্রহের চেষ্টা চলছে। নানা সময়ে অনেক লেখক উঙ্কÄল সম্ভাবনা নিয়ে আত্মপ্রকাশ করেছেন এবং কালের গর্ভে হারিয়ে গিয়েছেন। তাদের সম্পর্কে নানা তথ্য, তথ্যসূত্র এবং রচনা দিয়ে সকলের সহযোগীতা একান্ত কাম্য। সেই আশা নিয়েই এই টই খোলা হল। যারা যতটা জানেন এখানে তুলে ধরুন, আলোচনা করুন।অকেউ তথ্যবহুল ছোট রচনা দিতে চাইলে অবশ্যই জানাবেন।অসহায়তাকারীদের আশায় চাষা হয়ে আগাম ধন্যবাদ।
  • Su | 82.198.250.68 | ৩০ জানুয়ারি ২০১২ ১৪:৫৭513837
  • প্রণতোষ ঘটক-- বসুমতীর এডিটর। অসাধরন ঔপন্যাসিক
  • Su | 82.198.250.68 | ৩০ জানুয়ারি ২০১২ ১৪:৫৮513848
  • প্রাণতোষ-- ডানবাংলা কানা মামা
  • PM | 86.96.228.84 | ৩০ জানুয়ারি ২০১২ ১৫:১৩513859
  • হরিয়ে যাওয়া লেখক এঁরা নন কিন্তু বর্তমানে প্রায় অচর্চিত---

    ১। বিবেকানন্দ মুখোপধ্যায়- প্রখ্যাত সাংবাদিক আর ২য় মহাযুদ্ধের ইতিহাস নামে এক অসাধারন বই এর লেখক

    ২। জ্যোতিরিন্দ্রনাথ নন্দী -- বারো ঘর এক উঠোন-এর লেখক
  • umesh | 80.254.147.148 | ৩০ জানুয়ারি ২০১২ ১৬:০৮513870
  • বিবেকানন্দ মুখ্যোপাধ্যায় কি "যাযাবর" নামে লিখতো?
  • i | 124.168.179.129 | ৩০ জানুয়ারি ২০১২ ১৬:২০513881
  • না:। যাযাবর তো বিনয় মুখোপাধ্যয়ের ছদ্মনাম।
  • i | 124.168.179.129 | ৩০ জানুয়ারি ২০১২ ১৬:২৪513892
  • বিস্মৃত লেখক বলতে কি একদা জনপ্রিয়, অধুনা বিস্মৃত? না কি যখন লিখতেন, তখনও সেভাবে স্বীকৃতি পান নি, এখনও সমান অচর্চিত/ অপঠিত?

  • PM | 86.96.228.84 | ৩০ জানুয়ারি ২০১২ ১৬:৩৮513903
  • বেবেকানন্দ মুখোপধ্যায় স্বনামেই লিখতেন। খুব সম্ভবতো যুগান্তর এর সিনিঅর সাংবাদিক ছিলেন। ওনার লেখা কলাম খুব বিখ্যাত ছিলো। আজকাল ওনার লেখা কলাম এর সংকলন প্রকাশ করে সম্ভবত "তরবারির চেয়েও ধারলো" নামে। সাংবাদিক হিসেবে সর্বজন শ্রদ্ধ্যেয় ছিলেন। কল্ললদা/রন্‌জনদা/ঘনাদা-রা হয়ে্‌তা ওনার লেখা পড়েছেন সরাসরি। ভালো বলতে পারবেন।

    তবে আমি মুগ্‌ধ ওনার তিন খন্ডের ২য় মহাযুদ্ধের ইতিহাস পড়ে। এতো খেটে লেখা বই বাংলায় বিরল। ঐ বই-টি বোধ হয় এই বিষয়ে লেখা একমাত্র প্রামন্য বই বাংলায়
  • Bratin | 14.96.64.163 | ৩০ জানুয়ারি ২০১২ ১৬:৫৮513914
  • দীপ্তেন্দু মুখোপাধ্যায়। অচলপত্র।
  • kallol | 119.226.79.139 | ৩০ জানুয়ারি ২০১২ ১৭:০২513826
  • বিবেকানন্দবাবুর লেখা পড়েছি বসুমতীতে। খাদ্য আন্দোলনের সময় ওনার সম্পাদনায় বসুমতী হয়ে উঠেছিলো বামপন্থীদের মুখপাত্র। প্রতিদিন আন্দোলনের বিভিন্ন ছবি থাকতো শেষ পাতায়।
    আমরা তার আগে বাড়ীতে যুগান্তর রাখতাম। এর পর থেকে বসুমতী রাখা শুরু হয়।
    পরে যখন যুক্তফ্রন্ট সরকার ফেলে দেওয়া হলো, তখনও বসুমতী সেই একই ভূমিকায়। তখন খুব আগুন ঝরানো লেখা থাকতো বসুমতীতে। ওনার ২য় মহাযুদ্ধের ইতিহাস পড়া হয়ে ওঠে নি।
  • dukhe | 14.96.211.3 | ৩০ জানুয়ারি ২০১২ ১৭:০৬513828
  • ব্রতীন বোধহয় দীপ্তেন সান্যালের কথা বলছে।
  • Bratin | 14.96.64.163 | ৩০ জানুয়ারি ২০১২ ১৭:১০513829
  • হ্যাঁ ঠিক।
  • kallol | 119.226.79.139 | ৩০ জানুয়ারি ২০১২ ১৭:১৬513830
  • যুবনাশ্ব।
  • Bratin | 14.96.64.163 | ৩০ জানুয়ারি ২০১২ ১৭:৫২513831
  • আজকাল কেউ আর মনোজ বসু পড়েন?
  • PM | 86.96.228.84 | ৩০ জানুয়ারি ২০১২ ১৭:৫২513832
  • কল্লোলদা, তাহলে বসুমতি-ই হবে। আমার কেনো জানি যুগান্তর মনে হচ্ছিলো। আসলে কোনো বই-ই হাতের কাছে নেই। লেখক পরিচিতি থেকে পাওয়া তথ্য।

    তবে ওনার মহাযুদ্ধের ইতিহাস বই-টা পারলে পড়ে ফেলবেন। শুনেছি উনি যুদ্ধের রিপোর্ট করতেন। লেখাটা ভীষন তথ্যবহুল আর সবচেয়ে ভালো, বইটা লেখা সাংবাদিকের দৃষ্টিকোন থেকে। তথ্যের সাথে সমসাময়িক দ্রুতপরিবর্তনশীল রাজনৈতিক সমীকরন , যুদ্ধের স্ট্রাটেজি ইত্যাদি-ও নিপুনভাবে ফুটিয়ে তুলেছেন।

    বই টা একটা অসাধারন গবেষনাধর্মী কাজ। এইরকম কাজ বাংলায় হয়েছে দেখে আপনার আনন্দ হবে।
  • i | 124.149.119.116 | ৩০ জানুয়ারি ২০১২ ১৭:৫৫513833
  • এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয়!
    দেখিয়া জগতের লাগে বিপুল বিস্ময়!

    বিবেকানন্দ মুখোপাধ্যায় সম্বন্ধে কে বলেছিলেন?
  • kd | 59.93.164.40 | ৩০ জানুয়ারি ২০১২ ১৮:২৪513834
  • চাণক্য সেন (ভবানী সেনগুপ্ত)।
    বীরবল (প্রমথ চৌধুরী)।
    সুবোধ ঘোষ।
    জরাসন্ধ (মনে পড়ছে না)।
    নীহারঞ্জন গুপ্ত।
    সুবোধ চক্রবর্তি।

    যুবণাশ্ব তো মনীশ ঘটক, তাই না?

    আমার সাহিত্যপাঠের অগভীরতা নজর করুন।

    হঠাৎ দ্বীপ্তেন সান্যালের এইটা মনে পড়ে গেলো - বাঙালী লেখকদের মধ্যে একমাত্র বুদ্ধদেব বোসেরই প্রতিভা আছে।
  • dukhe | 14.96.6.92 | ৩০ জানুয়ারি ২০১২ ১৮:৩৯513835
  • মনোজ বসু সুপার্ব । নিশিকুটুম্ব, জলজঙ্গল, বন থেকে বসত - আহা!
  • Bratin | 14.96.64.163 | ৩০ জানুয়ারি ২০১২ ১৮:৫৩513836
  • মানুষ গড়ার কারিগর, আমার ফাঁসি হল ....
  • Bratin | 14.96.64.163 | ৩০ জানুয়ারি ২০১২ ১৮:৫৪513838
  • উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে,
    তিনি ই সৌমিত্র যিনি চলেন তফাতে ।

    - দীপ্তেন স্যানাল।
  • kanti | 202.90.105.190 | ৩০ জানুয়ারি ২০১২ ১৯:১৩513839
  • আই-ছোট যে ২য় ধরনের লেখকদের কথা বলেছেন আমি বিশেষ ভাবে তাদের কথাই জানতে চাইছি।অনেকেই ভালো লেখা লিখেও অবহেলিত হোয়েছেন। তবে প্রথম পর্যায়ে পড়েন এমন লেখক হিসাবে জগদীশ গুপ্তর নাম করা যেতে পারে।অন্যেরা যে সব নাম করেছেন তারা কেউই অখ্যাত বা অবহেলিত নন। ছোট কাগজে ভাল লিখেও অনেকে অবহেলিত হয়েছেন বা আঞ্চলিক পরিচিতি পেয়েছেন।
  • Nina | 12.149.39.84 | ৩০ জানুয়ারি ২০১২ ২২:০৬513840
  • জরাসন্ধ কি চারু চন্দ্র চক্রবর্তী?

    আচ্ছ নমামি ও সমিধ--এই বইদুটি কার লেখা কেউ কি জানে?
    পরাধীন ভারতের বিপ্লবীদের গল্প দুটি ই।
  • GHANADA | 223.223.133.53 | ৩০ জানুয়ারি ২০১২ ২২:৩৮513841
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

    নমামি বিলাতী অগ্নি দেশালাই-রূপী,
    দেহখানি চাঁচা-ছোলা শিরে বাঁধা টুপী।
    যেমন ডেপুটী বাবু একহারা চেহারা,
    মাথায় শালের বেড় রাগে দেহ ভরা।

    নমামি গন্ধকগন্ধ মুণ্ডটি গোলালো,
    সর্বজাতিপ্রিয় দেব গৃহ কর আলো।
    শান্ত সভ্য অতি ধীর – চাপে যতক্ষণ,
    ধাপে উঠে চ’টে লাল – গৌরাঙ্গ যেমন।

    নমামি সর্বত্রগামী দারু অবতার,
    চৌর্য-বিঘ্ন-বিনাশন কুটুম্ব টীকার।
    নিদ্রিতের গুপ্তচর পাচিকার প্রাণ,
    লম্বাদাড়ি কাবুলীর শিরে যার স্থান।

    নমামি খদ্যোৎশিখা নয়নরঞ্জন,
    লালেতে নীলের আভা দিব্যদরশন!
    পোয়াতির প্রিয়সখা বালকের অরি,
    বিরাজ হে কাষ্ঠদেব কত রূপ ধরি!

    প্রণমামি জ্বালামুখ শুভ্র দেশালাই,
    সাহেব গোলাম তব কি কব বাদশাই।
    সোনা টিন রূপা তামা গায়ে বাঁধা দিতে,
    লাটের পকেটে ওঠো লেডির ঝাঁপিতে!

    নমামি সহজদাহ্য বরষাদমন,
    আঁচড়ে কিরণ ধর সখের জ্বলন।
    আখা জ্বলে বিনা ফুঁয়ে বিনা চোখে জল,
    দিয়াকাটী তোর গুণে মাগীরা পাগল!

    নমামি কলির কীর্তি কাষ্ঠের চকমকি,
    তোমার চমকে বিশ্বকর্মা গেছে ঠকি।
    বিল, খাল, বন, জল, যেখানেই যাই,
    শিরে ভাটা সদা শলা দেখি সেই ঠাঁই।

    নমামি নমামি দেব পাইন-নন্দন,
    তোমার প্রসাদে হয় সাগরে রন্ধন।
    সভ্য জগতের তুমি সোহাগের বাতি,
    চুরুট-ভক্তের মোক্ষ পদার্থ বিলাতী।

    নমামি ফর্ফরশব্দ নাসিকা-পীড়ন,
    ধনীর নিকটে তুচ্ছ কাঙ্গালের ধন!
    সন্ধ্যার সোনার কাটী জোছনার ছবি,
    ব্রহ্মার পঞ্চম মুখ ব্রাইয়ন্টের রবি!

    নমামি কিরণদণ্ড কোপন-স্বভাব,
    রাজগৃহে চালাঘরে সমান প্রভাব।
    সিন্ধুজলে, পথে, মাঠে, গাড়ী, ঘোড়া, রেলে,
    সকলে তোমায় পূজে সূর্য শশী ফেলে।

    ভিখারী কুটীরে সুখী, ভীরুতে সাহসী,
    তব বলে খোঁড়া খাড়া বুড়ীরা ষোড়শী!
    বাঞ্ছাকল্পতরু তুমি সাহস-তারণ,
    দীনবন্ধু তব গুণ কে করে কীর্তন?

    প্রণমামি খর্বদেহ অন্ধকারহারি!
    নমামি অশেষ রূপ অবনী-বিহারি!
    নমামি মোমের ডাটি “ফস্ফরে”তে মলা,
    ঊনবিংশ শতাব্দীর অনলের শলা।

    তব গুণে, তপ্ত তাপ, তৃপ্ত জগজ্জন,
    প্রণমামি দেশালাই দেবের ইন্ধন।

  • GHANADA | 223.223.128.169 | ৩০ জানুয়ারি ২০১২ ২৩:৫৩513842
  • গোয়েন্দা ও রহস্যকাহিনী লেখকদের তালিকা

    পশ্চিমবাংলার যেসব লেখকরা গোয়েন্দা ও রহস্য কাহিনী লিখেছেন এবং যাঁদের বই এখনো বাজারে পাওয়া যায় - তাঁদের একটি তালিকা এবং তাঁদের লেখা কিছু বইয়ের নাম নীচে দেওয়া হল। বলাবাহুল্য তালিকাটি অসম্পূর্ণ - অনেক লেখকের নাম সংগ্রহ করে উঠতে পারি নি।
    অখিল নিয়োগী - তিব্বত ফেরত তান্ত্রিক (কাঞ্চনজঙ্ঘা সিরিজ দেবসাহিত্য)
    অজিতকুমার পুততুণ্ড - গোয়েন্দা কৌস্তভ (নবধারা)
    অদ্রীশ বর্ধন - গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্রসমগ্র (নাথ), গোয়েন্দারহস্য (মৌসুমী)
    অনীশ দেব -গোয়েন্দার নাম এ.সি.জি (করুণা), তীর বিদ্ধ (সুপ্রীম), পাঁচটি রহস্য উপন্যাস (পত্র ভারতী), ভয়ঙ্কর ভাইরাস (সুপ্রীম), হিমশীতল (পত্র ভারতী), শতবর্ষের সেরা রহস্য উপন্যাস (সম্পাদিত, পত্র ভারতী)
    অভ্র রায় - গোয়েন্দা বৈজ্ঞানিক (এম.সি. সরকার, ২০০১)
    অমিতাভ ভট্টাচার্য - রহস্য গল্প (দে'জ. ২০০২)
    অরুণ চট্টোপাধ্যায় - সেরা রহস্য, সেরা গোয়েন্দা (সম্পাদিত, পুনশ্চ)
    অরুণকুমার দত্ত - সেরা রহস্য রোমাঞ্চ গোয়েন্দা কাহিনী (বসাক)
    অরুণ কুমার মুখোপাধ্যায় - রহস্য তদন্তে গোয়েন্দা (সম্পাদিত, টিচার্স বুক এজেন্সি, ২০০৩)
    অলোককৃষ্ণ চক্রবর্তী - সেরা গোয়েন্দা গল্প (সম্পাদিত, ময়না)
    অশোককুমার মিত্র - সবাই যখন অন্ধকারে (প্রহেলিকা সিরিজ, দেবসাহিত্য)
    অশোক দাশগুপ্ত - হিন্দোল রহস্য (আজকাল)
    অসীম চট্টোপাধ্যায় - গোয়েন্দা গোরাদা (মডার্ন কলাম)
    আবীর গুপ্ত - রাজুর গোয়েন্দাগিরি (নিউ বেঙ্গল প্রেস)
    কালকেতু - শ্রেষ্ঠ গোয়েন্দা গল্প (সুপ্রকাশনী), শ্রেষ্ঠ গোয়েন্দাকাহিনী (নবকল্প)
    কৃষাণু বন্দ্যোপাধ্যায় - বাসব অমনিবাস (দে'জ), রহস্যভেদী বাসব (সাহিত্য প্রকাশ), লাশকাটা টেবিল (অনন্যা), শঙ্খচিলের কান্না (দে'জ)
    খগেন্দ্রনাথ মিত্র - পূজনীয় দস্যু (প্রহেলিকা সিরিজ, দেবসাহিত্য)
    গজেন্দ্রকুমার মিত্র - রেশমী ফাঁস, তৃতীয় রিপু, হায়নার দাঁত (মিত্র ও ঘোষ)
    গৌতম রায় - এক ডজন রহস্য (নাথ), কিশোর রহস্য অমনিবাস (দে'জ), নায়িকা নিখোঁজ (দে'জ), রত্নহার রহস্য (দে'জ), রহস্যভেদী নীল ব্যানার্জি (দে'জ)
    ঘনশ্যাম চৌধুরী - অন্ধকারের হাত (দে'জ), ভয়ঙ্কর দ্বীপের রহস্য (দে'জ), রহস্য জমজামাট (ন্যাশেনাল বুক এজেন্সি)
    চিরঞ্জীব সেন - লালবাড়িতে খুন (শিবরানী), রাতের জোনাকি (দে'জ), দারোগার ডায়রী (সাহিত্যলোক), সাগরবেলায় খুন (সাহিত্যলোক), সুন্দরবাদ রহস্য (নন্দিতা)
    তপন বন্দ্যোপাধ্যায় - গোয়েন্দা গার্গী (পত্র ভারতী), ধূসর মৃত্যুর মুখ (দে'জ), হলুদ খামের রহস্য (দে'জ), পাঁচটি রহস্য উপন্যাস (পত্র ভারতী)
    তপনকুমার দাস - সেরা গোয়েন্দা গল্প (ভারতী)
    তুলসী সেনগুপ্ত - ধারাগিরি রহস্য (অপর্ণা), রাজবাড়ি রহস্য (ভাষা ও সাহিত্য)
    তুষারকান্তি পাণ্ডে - বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা গল্প (গ্রন্থনা), বিশ্বের শ্রেষ্ঠ রহস্য গল্প (সম্পাদিত, গ্রন্থনা), শতবর্ষের শ্রেষ্ঠ গোয়েন্দা কাহিনী (সম্পাদিত, গ্রন্থনা)
    ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় - জগুমামার চার রহস্য (পত্র ভারতী), মুখোশের আড়ালে (পত্র ভারতী), হেরে যাবেন জগুমামা (পত্র ভারতী)
    দীনেন্দ্রকুমার রায় - রবার্ট ব্লেক রহস্য অমনিবাস (গ্রন্থ প্রকাশ), রবার্ট ব্লেক (মির্মল), রবার্ট ব্লেকের ছটি উপন্যাস (সাহিত্যম)
    ধানসিড়ি রায়চৌধুরী - সেরা রহস্য গল্প (মডেল)
    ধীরেন্দ্রলাল ধর - গোয়েন্দা গোবিন্দ (কিশোর ভারতী), রহস্য রোমাঞ্চ গল্প (কিশোর ভারতী)
    নটরাজন - শ্রেষ্ঠ রহস্যকাহিনী (দে'জ)
    নরেশচন্দ্র সেনগুপ্ত - হারানো বই (দেব সাহিত্য)
    নারায়ণ সান্যাল - কাঁটায় কাঁটায় (দে'জ), কাঁটা ৪ (দেবসাহিত্য), সোনার কাঁটা (মিত্র ও ঘোষ)
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী - জোড়া ভাদুড়ী (দে'জ), ভাদুড়ী সমগ্র (দে'জ)
    নীলাঞ্জন চট্টোপাধ্যায় - রহস্য হিরের দুল (পুনশ্চ), হত্যাকাণ্ডের আড়ালে (পত্র ভারতী)
    নীহারঞ্জন গুপ্ত - ইস্কাবনের টেক্কা (মিত্র ও ঘোষ), এক ডজন রহস্য (নাথ), কালো হাত (মিত্র ও ঘোষ), বাছাই করা কিরীটির গোয়ন্দা গল্প (বসাক), কিরীটি অমনিবাস (মিত্র ও ঘোষ)
    নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় - জয়পরাজয় ( প্রহেলিকা সিরিজ, দেবসাহিত্য), বিজয় অভিযান, উদাসী বাবার আখড়া (কাঞ্চনজঙ্ঘা সিরিজ, দেবসাহিত্য)
    প্রভাবতী দেবী সরস্বতী - কলঙ্কী চাঁদ, পেশোয়ারের বিভিষিকা (প্রহেলিকা সিরিজ, দেবসাহিত্য), গুপ্ত ঘাতক (কাঞ্চনজঙ্ঘা সিরিজ, দেবসাহিত্য)
    প্রেমেন্দ্র মিত্র - পরাশর সমগ্র (আনন্দ), গোয়েন্দা পরাশর বর্মা (এ. মুখার্জি), হার মানলেন পরাশর বর্মা (মিত্র ও ঘোষ)
    পাঁচকড়ি দে - নীল বসনা সুন্দরী (প্রস), মায়াবী (পত্র ভারতী)
    প্রভাবতী দেবী (সরস্বতী) - গুপ্তঘাতক, হত্যার প্রতিশোধ (দেব সাহিত্য)
    বরেন গঙ্গোপাধ্যায় - টিকলিগড়ের হত্যারহস্য (দে'জ), অভিশপ্ত কঙ্কাল (রূপ)
    বিকাশ বসু - অ-য়ে অঘটন (আনন্দধারা), সত্যি ডিটেকটিভ (আই..পি)
    বিভূতিভূষণ চক্রবর্তী - বাপি রহস্য (দে'জ), ভূত গোয়েন্দা আতঙ্ক (সূর্য পাব), রেশমী সুতোর ফাঁস (এ.সি.সরকার)
    বিমল কর - কিকিরা সমগ্র (আনন্দ), অভিশপ্ত পুঁথি ও অষ্টধাতু (আনন্দ), জাদুকরের রহস্যময় মৃত্যু (আনন্দ)
    বিশ্বনাথ দে - আরো গোয়েন্দা গল্প (নির্মল), গোয়েন্দা গল্প (নির্মল)
    বুদ্ধদেব বসু - ছায়া কালো কালো, ভূতের মতো অদ্ভুত (কাঞ্চনজঙ্ঘা সিরিজ, দেব সাহিত্য)
    মঞ্জিল সেন - অভিশপ্ত গুপ্তধন (উঙ্কÄল) রুহিতনের দশ (গ্রন্থলোক), সপ্তদশ রহস্য (বিভা), ছোটদের রহস্য রোমাঞ্চ (নাথ), গোয়েন্দা অমনিবাস (নন্দিতা)
    মনোরঞ্জন ভট্টাচার্য - হুকাকাশির গল্প (এশিয়া), পদ্মরাগ (এশিয়া)
    মহীন্দ্র বসু - সেরা গোয়েন্দা (সম্পাদিত, কিশোর সাহিত্য), পঁচিশ বছরের সেরা চিল্ড্রেন্স ডিটেকটিভ (সম্পাদিত, দে'জ)
    মানবেন্দ্র পাল - গোয়েন্দা বাপ্পার কেরামতি (করুণা), বাপ্পার অ্যাডভেঞ্চার (নিউ বেঙ্গল প্রেস)
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় - গোয়েন্দা অমনিবাস (দে'জ, ১৯৯৭)
    মৃণালকান্তি দত্ত - সোনার খনি (প্রহেলিকা সিরিজ, দেবসাহিত্য)
    যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় - বি.এল.. ২০৫ , লাল দলিল (প্রহেলিকা সিরিজ, দেবসাহিত্য)
    রাজকুমার মৈত্র - রহস্য তিন দুই এক (নাথ, ২০০১)
    লীলা মজুমদার - রহস্যভেদী পাঁচ (বুলবুল প্রকাশন)
    শমীতা দাশ দাশগুপ্ত - দ্বন্দ্ব (আনন্দ)
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় - ব্যোমকেশ সমগ্র (আনন্দ)
    শশধর দত্ত - মোহন অমনিবাস (মডেল), কবন্ধের পশ্চাতে শ্রীমন্ত (মডেল), ব্রহ্মদেশে গুপ্তধন (ভারতী)
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় - কঙ্কাল রহস্য (দেব সাহিত্য), গুপ্তধন রহস্য (দেব সাহিত্য), হীরক রহস্য (দেব সাহিত্য)
    শীর্ষেন্দু মুখোপাধ্যায় - নীলু হাজরার হত্যা রহস্য (আনন্দ), শ্রেষ্ঠ গোয়েন্দা গল্প (আনন্দম), রক্তের বিষ (আনন্দম), হারানো মণি (সুপ্রীম)
    শেখর বসু - রহস্যের জাল (উর্বশী), রহস্যের পাঁচ ঠিকানা (পুনশ্চ)
    শৈলবালা ঘোষজায়া - জয়পতাকা (দেব সাহিত্য)
    শ্যামলকান্তি দাস - সেরা গোয়েন্দা গল্প (সম্পাদিত, অঙ্কুর)
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় - চতুর গোয়েন্দা চতুর অভিযান (আনন্দ), চিত্রকূট রহস্য (মিত্র ও ঘোষ), পাণ্ডব গোয়েন্দা সমগ্র (আনন্দ), লাল বাজারের রাহাজানি (মণ্ডল)
    সঙ্কর্ষণ রায় - রহস্য গল্প (সাহিত্যম, ২০০৫), রহস্যভেদী বিজ্ঞানী (নির্মল বিক)
    সত্যজিৎ রায় - ফেলুদা সমগ্র (আনন্দ), গ্যাংটকে গণ্ডগোল (আনন্দ), কৈলাসে কেলেঙ্কারি (আনন্দ), ফেলুদা এণ্ড কোং (আনন্দ), জয়বাবা ফেলুনাথ (আনন্দ)
    সমরেশ বসু - গোগোলের অভিযান (শৈব্যা), গোগোল চিক্কুস নাগাল্যাণ্ডে (আনন্দ), গোগোল অমনিবাস (জগদ্ধাত্রী)
    সমরেশ মজুমদার - অর্জুন সমগ্র (আনন্দ), অর্জুন এবার কলকাতায় (আনন্দ), অর্জুন হতভম্ব (পত্র ভারতী)
    সিদ্ধার্থ রায়চৌধুরী - ডিটেকটিভ অমনিবাস (নবপ্রকাশ)
    সুকুমার ভট্টাচার্য - চুড়িদার মুখোস (পত্র ভারতী), সোনার মূর্তি রহস্য (আদার বুক্স), সব গল্পই রহস্যের (সম্পাদিত, নির্মল)
    সুখেন্দু মুখোপধ্যায় - রহস্য রোমাঞ্চ কাহিনী (সম্পাদিত, এ.সি.ই)
    সুজন দাশগুপ্ত - গোয়েন্দা একেনবাবু (সুপ্রীম), গোয়েন্দা একেনবাবু - হরপ্পার শিলালিপি (এ. মুখার্জি), শান্তিনিকেতনে অশান্তি (দাশগুপ্ত-অ্যালায়েন্স)
    সুজিতকুমার নাগ - গোয়েন্দা চক্রজালে (বসাক), গোয়েন্দা ও রহস্য গল্প (নন্দিতা)
    সুনীতি মুখোপাধ্যায় - সেরা গোয়েন্দা অমনিবাস (লোকনাথ)
    সুনীল গঙ্গোপাধ্যায় - কাকাবাবুর অভিযান (শৈব্যা), কিশোর রহস্য গল্প (শৈব্যা), কাকাবাবু সমগ্র (আনন্দ), কাকাবাবু হেরে গেলেন (আনন্দ)
    সেকেন্দার আলি সেখ - সেরা গোয়েন্দা (সাহিত্য তারুণ্য)
    সৈয়দ মুস্তাফা সিরাজ - অদ্বিতীয় কর্ণেল (পত্র ভারতী), আরও এক ডজন কর্ণেল (পত্র ভারতী), কর্ণেল সমগ্র (দে'জ)
    সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় - বর্ম্মা ফেরত, জলটুঙ্গি (প্রহেলিকা সিরিজ, দেবসাহিত্য), জীবন্ত সমাধি (কাঞ্চনজঙ্ঘা সিরিজ, দেবসাহিত্য)
    স্বপনকুমার - আঁধার রাতের পথিক (দেবসাহিত্য), এক গ্লাস সরবত (দেবসাহিত্য), মৃত্যু না হত্যা (তারা দাস), রহস্য রোমাঞ্চ অমনিবাস (শশধর)
    স্বপন বন্দ্যোপাধ্যায় - রহস্যভেদী মেঘনাদ (আই.পি.পি), তিব্বতী গুম্ফার রহস্য (পত্র ভারতী), বিভীষিকা দ্বীপে স্যার সত্যপ্রকাশ (পত্র ভারতে)
    হরিনারায়ণ চট্টোপাধ্যায় - গোয়েন্দা আর গোয়েন্দা ( রূপা প্রকাশনী, ১৯৯৮)
    হীরেন চট্টোপাধ্যায় - সেরা গোয়েন্দা গল্প (সম্পাদিত, সরোজ পাব)
    হেমেন্দ্রকুমার রায় - অন্ধকারের বন্ধু (দেব সাহিত্য), আবার যখের ধন (দেব সাহিত্য), যখের ধন (এম.সি.সরকার), গোয়েন্দাকাহিনী সংকলন (পত্রলেখা)

  • GHANADA | 223.223.128.169 | ৩০ জানুয়ারি ২০১২ ২৩:৫৮513843
  • নীনা,
    bDbfনমামি- জিতেশ চন্দ্র লাহিড়ী
  • Nina | 12.149.39.84 | ৩১ জানুয়ারি ২০১২ ০০:৪৩513844
  • ঘনাদা
    নমামি বইটি কি এখনও পাওয়া যায়?
    আর সমিধ?
    দুটি গল্পই বিপ্লবীদের নিয়ে--
    তুমি কি পড়েছ?

  • kallol | 101.63.242.150 | ৩১ জানুয়ারি ২০১২ ০৬:১৯513845
  • পিএম।
    না না, তুমিও ঠিক। উনি সাংবাদিকতায় প্রসিদ্ধি পান যুগান্তরেই। কিন্তু ৬০ দশকের প্রথমে যুগান্তরের সাথে মতে না মেলায় ছেড়ে দিয়ে বসুমতীতে আসেন।
  • kanti | 202.90.105.109 | ৩১ জানুয়ারি ২০১২ ০৭:৩৫513846
  • টইটি বিপথগামী হতে চলেছে। তাই সঠিক শিরোনামটি আবার বলি। বিস্মৃত বাঙালী লেখক। সমিধের লেখককে অবশ্যই ধরা যেতে পারে। কিন্তু ঘনাদার তালিকা নয়।সকলেই আরো একটু ভাবুন। এবং সঠিক নাম উঠে এলে আলোচনা করুন।
  • PT | 203.110.246.22 | ৩১ জানুয়ারি ২০১২ ১৭:২১513847
  • বিবেকানন্দ মুখো শেষের দিকে সত্যযুগ পত্রিকার সম্পাদক ছিলেন না?
  • i | 124.169.135.157 | ৩১ জানুয়ারি ২০১২ ১৭:৪৯513849
  • গদ্য লেখকদের ধরি যদি, কান্তিবাবু জগদীশ গুপ্তর কথা বললেন যেমন-তবে জগদীশ গুপ্তের পূর্বজ লেখক বঙ্কিম অগ্রজ এবং অনুজ সঞ্জীবচন্দ্র আর পূর্ণচন্দ্রের কথা মনে আসে।স্বর্ণকুমারী বোধ হয় জগদীশ গুপ্তের সমসাময়িক।তাঁকেও ভাবতে হবে। জলধর সেন কে রাখব তালিকায়? জগদীশ গুপ্তর সমকালীন নগেন্দ্রনাথ গুপ্ত ছিলেন। তারপর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অনুরূপা দেবী,নিরূপমা দেবী, নরেশচন্দ্র সেনগুপ্ত। স্বল্পকাল বেঁচেছিলেন মণিলাল গঙ্গোপাধ্যায়।

    তারপর...
    অজস্র নাম...

    তালিকা তৈরি করে কি বা হবে? এক এক জন লেখককে নিয়ে আলোচনা করা যেতে পারে অবশ্য-কেন জনপ্রিয় হলেন না-ভালো লেখক বনাম জনপ্রিয় লেখক এইসব।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন