এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিÏØম্রত বঙ্গলি লেখক

    kanti
    অন্যান্য | ২৮ জানুয়ারি ২০১২ | ৬৪২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 117.197.68.205 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৩513883
  • আবু ইশহাক- একটিই বই পড়েছি- সূর্য দীঘল বাড়ি
  • PT | 203.110.246.230 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০০:০০513884
  • কমলকুমার মজুমদার। যদিও সুদূর অতীতের লেখক নন, উপন্যাস সমগ্রটিও সহজলভ্য। কিন্তু সাধারণ পাঠকের কাছে বিস্মৃত অনেকদিনই। সম্ভবত: কঠিন/অপ্রচলিত/প্রথাভাঙা বাক্যগঠনের কারণে উপন্যাসগুলো পাঠকের পড়ার ক্ষমতা ও ধৈর্যকে সরাসরি চ্যালেঞ্জ জানায়। ""সুহাসিনীর পমেটম"" কোনদিন পড়ে শেষ করতে পারলে নিজেই নিজেকে বিরিয়ানী খাওয়াবো বলে কথা দিয়েছি। প্রায় সত্তর পাতার উপন্যাসটিতে একটিও প্যারাগ্রাফ নেই - অথবা প্রথম লাইন থেকে শেষ পর্যন্ত একটি প্যারাগ্রাফেই লেখা। বিস্মৃত হবেন না?
  • aranya | 144.160.226.53 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৭513885
  • ছোটাই, হ্যাঁ, শেখর 'বসু'ই হবেন মনে হয়, রায় নয়।
    'বিস্মৃত' = লোকে যাকে ভুলে গেছেন, তার মানে একসময়ে নিশ্চয়ই তাকে মনে থাকত কারণ তার লেখা অনেক পড়া হত। কমল কুমার সে দলে পড়বেন না, কারণ সুনীল ইত্যাদি কয়েকজন ছাড়া তার পাঠক জীবদ্দশায়ও খুব কম ছিল। সুহাসিনীর পমেটম, গোলাপ সুন্দরী আর একটা ছোটগল্প 'মতিলাল পাদরী', দেশে বেড়িয়েছিল, এই কটাই মাত্র পড়েছি।
    তবে, ছোটাই-এর মত আমারও মনে হয়,যার যাকে বিস্মৃত মনে হয়, তার কথা লিখতেই পারেন, কমলকুমারের উল্লেখও ঠিক আছে, সে দিক দিয়ে।
  • Sumit Roy | 174.44.188.234 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৬:০৪513886
  • কমলকুমার মজুমদারের আর একটি বই, অন্তর্জলী যাত্রা, অসাধারণ ছবি করেছিলেন গৌতম ঘোষ।
  • ranjan roy | 122.163.44.160 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৪৪513887
  • পিটি,
    মনে হচ্ছে আপনার কথা ঠিক।
    বিবেকানন্দ মুখো: খুব ছোটখাট দেখতে ছিলেন। কূল্ল্যে পাঁচফুট। তাই ইন্দ্রাণী যা কোট করেছেন--- এইটুকু যন্ত্র থেকে অত শব্দ --ইত্যাদি।

    ইন্দ্রাণী ও কান্তি,
    টইয়ের নাম "" অবহেলিত লেখক'' হলে কি ঠিক হত? মানে যাঁদের সম্বন্ধে আমরা কেউ কেউ মনে করি যে প্রাপ্য স্বীকৃতি পান নি? ধরুন, আমার একজন প্রিয় গদ্যশিল্পী অসীম রায়। স্টেটসম্যানে কাজ করতেন আর ভালো গল্প-উপন্যাস লিখতেন।
    বহু আগে অনুষ্টুপ ওনাকে নিয়ে বেশ খেটে একটি বিশেষ সংখ্যা বার করেছিল। আলাপচারিতায় অনিল আচার্য জানালেন -- বিশেষ চলেনি। আফশোস!
    উনি কি সময়ের হিসেবে এগিয়ে ছিলেন? জগদীশ গুপ্ত মশাইয়ের মত?
  • i | 210.84.0.9 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৭513888
  • রঞ্জনদা,
    টই খুলেছেন কান্তিবাবু। প্রথমেই আমি জিগ্যেস করেছিলাম-কাকে অবহেলিত বলব। ওঁর উত্তরের সঙ্গে সহমত হয়ে লেখার চেষ্টা করেছি কিছুটা। অবহেলিত, স্বল্প পঠিত, বিস্মৃত এসবই মূলত: অ-জনপ্রিয় লেখকের সাবসেট। মানে, আমার সেই রকম মনে হয় আর কি।সাবসেটদের মধ্যে সম্পর্ক আছে-সেইটা খুব একটা সরলরৈখিকও নয়।
    অসীম রায়ের কথা আমি আগে উল্লেখ করেছি-স্বল্প পঠিত লেখক হিসেবে। বিশাল্‌সংখ্যার পাঠক পান নি, কিন্তু ওঁর গদ্যমুগ্‌ধ পাঠক এখনও আলোচনা করেন -মূলত: গোপাল দেব নিয়ে।অসীম রায়ের গদ্য যে বিস্মৃত নয়, অনুষ্টুপের বিশেষ সংখ্যা প্রকাশ তো সেকথাই বলে।

    বিবেকানন্দ মুখোপাধ্যায় সম্বন্ধে ঐ মন্তব্যটি কে করেছিলেন , মনে আছে আপনার রঞ্জনদা? ক্ষিতিমোহন সেন মশাই?
  • i | 210.84.0.9 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৪513889
  • অরণ্য,
    অবভাস থেকে প্রকাশিত অগ্রন্থিত কমলকুমার পড়তে পারেন। ছোট্টো বই। আর ছোটো গল্পের জন্য আনন্দ থেকে বেরোনো কমলকুমার মজুমদারের গল্পসমগ্র।
  • kanti | 202.90.105.212 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৫513890
  • আমি রঞ্জনের সঙ্গে একেবারে সহমত।অবহেলিত শব্দটি একেবারে সঠিক। জগদীশ গুপ্তকে নিয়ে বোদ্ধা এবং পন্ডিতদের কিন্তু প্রচুর ভারী ভারী আলোচনা নানা সময়ে হয়েছে।তারা কেউই লেখক হিসাবে তার শক্তিকে অস্বীকার কোরতে পারেননি।কালিকলম ,কল্লোল এবং সে সময়ের প্রায় সমস্ত পত্রিকায় তার লেখা গল্প প্রকাশিত হয়েছে।কিন্তু সমসাময়িক কারো সংগে তার আঙ্গিক বা দৃষ্টিভংগীর কোন মিল নেই। শুধু কেউ কেউ পরবর্তিকালের মানিক বন্দোর মধ্যে তার কিছু ছায়া দেখেছেন।
    তার প্রথম গল্পগ্রন্থ বিনোদিনী ,যা তিনি বন্ধুর দেওয়া টাকায় ছাপিয়েছিলেন, দাড়িদাদুকে উৎস্‌র্‌গ কোরেছিলেন দাদুর প্রশংসা পেয়েছিলো।কিন্তু মজার কথা এই যে তার পরবর্তী কালের উপন্যাস লঘুগুরু যা তিনি মতামত চেয়ে দাদুর কাছে পাঠিয়েছিলেন তা পড়ে দাদু এত খেপে গিয়েছিলেন যে নিজের সংযম ভংগ কোরে অত্যন্ত কদর্য ভংগীতে আক্রমন কোরে পরিচয়
    পত্রিকায় এক দীর্ঘ সমালোচনা লেখেন।বইটি নায়িকা ছিলেন এক জন বারবনিতা।আরো অনেক লেখার উপাদান আছে। তা পরে আসতে পারে।
  • kanti | 202.90.105.212 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১২513891
  • আরো এক জন অবহেলিত কিন্তু অত্যন্ত শক্তিশালী লেখক হিসাবে নন্দিত লেখকের নাম করছি।রমেশ চন্দ্র সেন। এনার বই কেউ পড়েছেন বা নাম শুনেছেন।
  • i | 124.149.184.49 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৫513893
  • রমেশ চন্দ্র সেনের সম্ভবত: একটি মাত্র ছোটো গল্পই পড়েছি। ডোমের চিতা। কুরপালা, কাজল-ওঁর লেখা উপন্যাস। জানি, তবে পড়ি নি।
    যদ্দূর মনে পড়ছে, জগদীশ গুপ্তর সমসাময়িক ইনি। স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল। পেশায় বোধ হয় কবিরাজ ছিলেন।
  • ranjan roy | 122.163.44.160 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০২:০৬513894
  • ইন্দ্রাণী,
    আফশোস্‌, মনে পড়ছে না।
  • PT | 203.110.243.23 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৭513895
  • আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। একজন চূড়ান্ত অবহেলিত/বিস্মৃত প্রাবন্ধিক। সরাসরি রসায়নের বাইরে অনেক প্রবন্ধ লিখেছেন সমাজ, অর্থনীতি ও বিজ্ঞান নিয়ে। বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গী অনেকের থেকেই আলাদা। সেই সব লেখা একেবারেই সহজলভ্য নয়। এমনকি তাঁর সার্ধশতবর্ষেও তাঁর ইংরিজিতে লেখা আত্মজীবনী Life and Experiences of a Bengali Chemist বইটিও কেউ পুন:প্রকাশের কথা ভাবল না।
  • dd | 59.97.120.54 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৫513896
  • পিটিকে
    তো ল্যাখেন্না। আপনের কাছে প্র রা'র বইগুলো থাকলে উনি নতুন কি লিখেছেন সেগুলো লিখে দিন না।
    অনেকদিন আগে দেশে একটা প্রবন্ধ পড়েছিলাম, আবছা মনে পরছে উনি বেশ কিছু সমসাময়িক প্রসংগ একদম নতুন ভাবে দেখেছিলেন। ইন্টেরেস্টিং হবে।

  • i | 124.149.176.55 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৬513897
  • পিটি,
    লিখুন। সাগ্রহ অপেক্ষায়-
  • PM | 2.50.43.93 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৮513898
  • স্বামী বিদ্যারন্য। ভারতীয় দর্শন (বৌদ্ধ সমেত) এর ওপোর অনেক সহজপাচ্য বই লিখেছিলেন। কিছু বই প:ব: রা: পু: থেকে বেড়িয়েছিলো। ভদ্রলোক CU-র অংকের অধ্যাপক ছিলেন। প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার। পরে সন্ন্যাস নিয়েছিলেন
  • Kaju | 121.242.160.180 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১২513899
  • আমাদের মাধ্যমিকে 'সাদা ঘোড়া' তো রমেশচন্দ্র সেনের লেখা। খুব ভালো লাগত গল্পটা।
  • kanti | 202.90.105.237 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৪513900
  • টইএর শুরুতে আমার মনের মধ্যে ছিল সাহিত্যিক কথাটা। লিখেছিলাম লেখক।দেখছি এখন টইএর সীমানার বিস্তার ঘটেছে। আনন্দের কথা। চলুক। আর এক জনের কথা মনে পড়ছে। তিনি সতুবদ্যি অর্থাৎ শত্রুজিৎ দাশগুপ্ত। নিজের চিকিৎসক জীবনের অভিজ্ঞতা নিয়ে কয়েকটি চমৎকার বই আছে। অন্যান্য বিষয়েও লিখেছেন। এখন একটি প্রকাশনী চালান।
  • anirban | 98.222.53.71 | ০৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৮513901
  • আচ্ছা, কেউ কি রাধারমণ মিত্রর কথা বলেছেন? কলিকাতা দর্পন-এর দুটি খন্ড হঠাত করে হাতে এসে গিয়েছিল - অসাধারন বই।
  • lcm | 69.236.174.50 | ০৪ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৩513902
  • মনোজ ভৌমিক - প্রবাসী লেখক - এনার একটি বই-এর কথাই জানি - "এই দ্বীপ এই নির্বাসন' (নিউইয়র্ক-এর লাইফ নিয়ে, প্রকাশক - আনন্দ)। অকাল মৃত্যু-তে হারিয়ে যান এই লেখক।
  • PT | 203.110.243.23 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:০০513904
  • আবাপর "কলকাতার কড়চা" জানাচ্ছে এক বিস্মৃত লেখকের নাম: জহরলাল ধর। তাঁর বই "সচিত্র কলিকাতা-রহস্য" আবিষ্কার করেছেন বরিদবরণ ঘোষ। http://www.anandabazar.com/archive/1120206/6karcha.html
  • A | 119.224.108.139 | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৫513905
  • জগদিশ গুপ্তের ছবি এখানে দেখেছি,
  • kanti | 202.90.105.177 | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:১০513906
  • জগদীশ গুপ্তর এই একটি ছবিই পাওয়া যায়।আর একজন প্রায় বিস্মৃত-প্রায় অসাধারন মানুষ, পরিমল গোস্বামী এক সময় এই ছবিটি তুলেছিলেন।সব চেয়ে মজার কথা এই যে, জগদীশ গুপ্ত কোন সময়ই পাঠক-প্রিয় হন নি।কিন্তু বিভিন্ন সময় মোহিতলাল, কালিদাস রায় এবং আরো অনেক বোদ্ধা সমালোকরা নানা গুনের উচ্ছসিত প্রশংসা কোরেছেন। সাহিত্য একাডেমি হীরেন চট্যোপাধ্যায় লিখিত জীবনী এবং তার ইংরাজি অনুবাদ প্রকাশ কোরেছেন।মনে হয় এবার গুরুর কেউ এক জন বই মেলায় জগদীশের গল্প সংগ্রহ পেয়েছেন বলে জানিয়েছেন। যারা পড়েননি জগদীশ গুপ্ত পড়ুন। অন্য স্বাদ পাবেন।
  • Somnath | 117.194.203.228 | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩০513907
  • দুÖপ্রাপ্য জগদীশ গুপ্ত, ২য় খন্ডটাও সপ্তর্ষি বার করে ফেলেছে। ওঁকে নিয়ে একটা গোটা টই আছে, কেউ সেখানে কিছু লিখতে পারো তো?
  • diya | 121.93.163.126 | ০৯ জুন ২০১২ ১৪:৩৫513908
  • ননী ভৌমিক,অমলেন্দু চক্রবর্তী,অমিয়্ভূষণ মজুমদার এদের কী বিস্মৃত বলা যায়?
  • bb | 24.99.41.180 | ০৯ জুন ২০১২ ১৭:৪১513909
  • অমিয়্ভুষণ অব্শ্যই বিস্মৃত নন?
  • কল্লোল | 129.226.79.139 | ১১ জুন ২০১২ ০৯:২৯513910
  • যুবনাশ্ব। সাংঘাতিক একটা উপন্যাস পড়েছিলাম। নাম মনে পড়ছে না। একজন মূল্যবোধহীন মানুষকে নিয়ে। যে অনায়সে মিথ্যে কথা বলে, লোক ঠকায়, যার এসব নিয়ে কোন অপরাধবোধও নেই।
    মনীশ ঘটক। ওঁর ভাই ঋত্বিক, মেয়ে মহাশ্বেতা।
  • কল্লোল | 129.226.79.139 | ১১ জুন ২০১২ ১০:২৯513911
  • জ্যোতিরীন্দ্র নন্দী। একসময়ে খুব জনপ্রিয় লেখক। আমাদের ছোটবেলায় দেখতাম বিয়েতে বই দেওয়ার চল ছিলো। তাতে অবধারিত "বারো ঘর এক উঠোন" দেওয়া হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরে নিম্ন মধ্যবিত্তের জীবন নিয়ে এতো ভালো লেখা সত্যিই বিরল। এখন ভুলে গেছে লোকে।
    নারায়ন গাঙ্গুলী। টেনিদা মনে রেখেছে সব্বাই, খুবই প্রত্যাশিত ভাবে। কিন্তু অসাধারণ ছোট গল্প লিখতেন। "টোপ" নামে একটা ছোট গল্প আজও শিড়দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। ছোট গল্পকার নারায়ন গাঙ্গুলীকে মনে রাখেনি অনেকেই।
    সাম্প্রতিক কালে অবহেলিত দুজন, রাঘব বন্দ্যোপাধ্যায় আর শাহজাদ ফিরদৌস।
  • কান্তি | 212.90.109.221 | ১১ জুন ২০১২ ১১:৫৩513912
  • ফেরদউসি বিষয়ে কিছু জানিনা। কেউ আলোকিত কোরলে সুখি হব।
    রাঘব বন্দ্যোকে বিস্মৃত লেখক বলতে পারিনা। এনাঁর অন্য ধরনের
    লেখা এই চন্ডালের মগজে কিছু ঢোকে। কিন্তু উপন্যাস শিশি-বোতলের মত শক্ত লাগে। একেবারেই ব্যক্তিগত বোধ।
  • কল্লোল | 129.226.79.139 | ১১ জুন ২০১২ ১২:০৩513913
  • কান্তি। কলকাতায় থাকলে যোগাযোগ দিতে পারি যাতে শাহজাদের বই পেতে পারেন। লেখাগুলোই ওঁর পরিচয়। প্রথম উপন্যাস "ব্যাস"। বলতে পারেন making of mahabhaarat। কেন ব্যাস মহাভারত লিখতে উৎসাহী হলেন। অন্য আরও অনেক উপন্যাস আছে। বাসায় আছে। অফিস থেকে ফিরে বিস্তারে সব দেওয়া যাবে।
    রাঘবের প্রথম উপন্যাস "কমুনিস"। ওঁর সাম্প্রতিক লেখা ন্যারেটিভ ছাড়িয়ে অন্য এক ফর্মের খোঁজে। তবে প্রথমদিককার লেখা সেই অর্থে "শিশি-বোতল" নয়। তারও খোঁজ বাসায় গিয়ে দিচ্ছি।
  • কান্তি | 212.90.109.18 | ১১ জুন ২০১২ ১৪:০২513915
  • কল্লোল, খুব উতসাহিত বোধ কোরছি। অবশ্যই এ বিষয়ে যতটা সম্ভব জানাবেন। কমুনিস এখন কোথায় পাওয়া যায়? কান্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন