এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোন ক্যামেরা কিনবো?

    aishik
    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১২ | ১৫২৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aishik | 122.179.93.109 | ১৮ জানুয়ারি ২০১২ ২২:৩৮514417
  • বাজেট ২০০০০ টাকায় কি কি option আছে?
  • aishik | 122.179.93.109 | ১৮ জানুয়ারি ২০১২ ২২:৪৬514528
  • নিকন পি৫০০ ভেবেছি, কিন্তু কেমন হবে? রিভিউ চাই
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৫৫514585
  • কোন ক্যামেরা সেটা নির্ভর করে রিকোয়্যারমেন্টের ওপর।
  • Bratin | 122.248.183.1 | ১৯ জানুয়ারি ২০১২ ১০:১৭514596
  • অরিজিত, আমার ডিজি ক্যাম টা বাংলাদেশ ট্যুরে বাপী র হাত থেকে পড়ে ভেঙে গেছে।

    একটা বাংলা ক্যামেরা বলো না প্লিজ। কী কেনা যায়? আমি মোটেই ফোটো তুলতে পারি না। কাজেই যত অটোমেটিখবে ততো ই ভালো আমার পক্ষে।
  • Bratin | 122.248.183.1 | ১৯ জানুয়ারি ২০১২ ১০:২৩514607
  • অবাস্তব , খুব গায়ে লাগছে ও ই সব ভাটের কথা। কিন্তু যথাযথ উত্তর দিতে পারছি না। তাতে রাগ টা আরো বেড়ে যাচ্ছে। বিশেষ করে বিবেকানন্দ আর রামকৃষ্ণ সম্পর্কে আমি কিছু হজম করতে নারাজ। ২ বছর ওখানে পড়েছি। পড়িয়েছি। কিছু কিছু কাজের সঙ্গে যুক্ত আছি। ও ই ভাবধারা আমাকে অনুপ্রাণিত করে।
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৩২514618
  • অটোতে ছবি তুললে ক্যানন/নাইকনের পয়েন্ট অ্যাণ্ড শুট মডেলগুলোই ভালো। ক্যাননের পাওয়ারশট সিরিজ (সম্ভবত:) আর নাইকনের কুলপিক্স। দামও বেশি নয়, আর এক্সপেরিমেন্ট না করতে চাইলে বেশি ক®¾ট্রালের দরকারই বা কী?

    একটা কারণে ক্যাননের পাওয়ারশটকে অল্প এগিয়ে রাখবো - সেটা হল ভিউ-ফাইন্ডার। অন্য সব পয়েন্ট অ্যাণ্ড শুটে শুধুই এলসিডি আছে। আমি বহু চেষ্টা করেও ওই সামনে ক্যামেরা ধরে এলসিডি দেখে সামান্য হলেও হাত না কাঁপিয়ে শাটার টিপতে পারিনি। এখনো বুঝি না লোকে কী করে এটা করে। ক্যাননের একটা মডেলে ভিউ-ফাইন্ডার আর এলসিডি দুটোই আছে।
  • Sukhendu | 203.91.193.5 | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৪০514629
  • P500 এ বেশি zoom এ করলে stability এর সমস্যা আছে। Sony HX100V চেষ্টা করতে পারেন।

  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৪৮514640
  • এই সব ফীচার যা বলেছে না - ম্যাক্রো তুলবে, হ্যান তুলবে, ত্যান তুলবে - এগুলো পাতি মার্কেটিং। খুব বেসিক কিছু অ্যালগো ভরে রাখে যার ওপর এক্সপোজার সেটিং হয়, এবং তাতে দারুণ কিছু হয় না। এই সব এক্সপেরিমেন্ট যদি করতেই হয় তাহলে তার উপযোগী ক্যামেরাই কেনা ভালো। আর যদি আপামর জনসাধারণ যে জন্যে ছবি তোলে সেই কারণে কিনতে হয় তবে এত পয়সা খরচ করার কোনো মানে হয় না। সে জন্যে দশের নীচে দিব্য কাজের কমপ্যাক্ট পাওয়া যায়।

    আর এই সব এক্সট্রা কাজ করতে চাইলে এগুলো কিনে লাভ নাই। কাজের কাজ কিসুই হইব না। বরং বিশ হাজারের ওপর আরেকটু উঠলে একটা ভালো এϾট্র লেভেল এস এল আর হয়ে যায়।
  • pi | 72.83.83.28 | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৫৮514651
  • অটো কেন, পুরো ম্যানুয়াল মোডে তোলার জন্যও পাওয়ারশট ভালো। মানে, আমার অন্তত: চলে যায়। শুধু এল সি ডি তে আমার অসুবিধা হয়না। তবে ভাল ম্যাক্রো পাইনি। চেষ্টা করলে হতো হয়ত। ওতে তেমন ইন্টারেস্ট নাই বলে আর নাড়া ঘাঁটা বিশেষ করিনি।

  • Bratin | 122.248.183.1 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:০১514418
  • আচ্ছা। ডিজিট্যাল SLR কিনলে কি খুব চাপ হয়ে যাবে? মানে ম্যানেজ করতো পারবো কি না সেটই জিগাচ্ছি।
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:০৬514429
  • চাপ আর কী? তবে একটু খাটতে হবে। শিখতে হবে। মানে যদি ছবিকে ছবির চেয়ে বেশি কিছু বানাতে চাও। DSLR কিনে অটো মোডে ছবি তুলে যাওয়াটা ৮০-কোর কম্পু কিনে ডেস্কটপ বানিয়ে রাখার মতন।
  • aishik | 122.181.132.130 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:০৮514451
  • DSLR এ ঘ্যাম ছবি উঠবে, কিন্তু পি৫০০ তে যে specification আছে সেগুলো নিতে খরচা পড়বে মিনিমাম ৫০০০০+.... তাই গরিবের আশা পি৫০০।

    demba da এক্সট্রা কাজ করতে চাই তো..কিন্তু কম পয়্‌সা দিয়ে.. :D
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:০৮514440
  • ভালো ম্যাক্রো লেন্স ছাড়া ভালো ম্যাক্রো ফোটো হয় না। ডিফল্ট লেন্সে ওই ক্লোজ-আপ দেবে না। দিলে তো ক্যামেরা আর লেন্স কোম্পানিগুলো উঠে যেত:-)
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:১০514462
  • কি স্পেক আছে বুঝায়ে বলো।
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:১৩514473
  • অপ্টিক্যাল জুম 36x? সেটা কিন্তু মার্কেটিং। এরা এই সব ক্যামেরায় সেন্সর সাইজ ছোট করে দিচ্ছে। একটা ছবি চিন্তা করো - একটা পাহাড়ের। বড় সেন্সরে পাহাড়টা যতটা আসবে, ছোট সেন্সরে তার চেয়ে কম অংশ আসবে - কিন্তু দেখলে মনে হবে বা: বেশ জুম করেছে তো! আদতে ওটা রিলেটিভ। কাগজ পেন হলে ছবি এঁকে দেখাতাম।
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:১৬514484
  • ডি: এগুলো সব একজন পিওরিস্টের টেকনিক্যাল মতামত। অ্যাট দি এন্ড অব দ্য ডে - কী ছবি তুলবে, কেন তুলবে - সে সব ব্যক্তিগত পছন্দ। ক্যামেরাও তাই।
  • aishik | 122.181.132.130 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:১৭514495
  • Optical Zoom36x,Focal Length4.0-144mm / F3.4-5.7 etc,

    জেবনে নিজের ক্যমেরা দিয়ে ফোটুক তুলি নাই গো... তাই বড়ো লোভ জাগে মনে। DSLR কিনে যদি ফোটুক তুলতেই না পারি? সামনের হপ্তায় বেরু বেরু যাবো কিনা....

    মেন প্রবলেম হইলো গিয়া DSLRoptical zoom বেশি নাই....
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:২৫514506
  • অপ্টিক্যাল জুম ব্যাপারটাই তো ওই একটা ইয়ে। DSLR হল নিজের চোখকে যন্ত্র বানালে যা হয় তাই। এর পর জুম ইত্যাদির জন্যে আছে লেন্স। দুটোর তুলনা করতে গেলে আপেল আর কমলালেবু হয়ে যাবে।

    তবে আবার একটা ব্যক্তিগত মতামত দিচ্ছি - প্রথম ক্যামেরা কেনার ব্যাপার হলে দশের নীচে দিব্যি কাজের পাওয়ারশট আর কুলপিক্স মেলে। DSLR-ও দরকার নেই, এই এত হেভি ব্রীজও দরকার নেই। যেটা শুরুতে লিখলাম - এই এত এত ফীচার - সব মার্কেটিং। প্রোগ্রাম মোডগুলোতে কাজের কাজ কিস্যু হয় না, কারণ সব ওই বেসিক অ্যালগো আর ডিফল্ট লেন্সের ওপর চলে।
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:২৮514517
  • ভুল বললাম - অপ্টিক্যাল জুম ইয়ে নয়। এই কোম্পানিগুলোর দাবীগুলো ইয়ে।
  • aishik | 122.181.132.130 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩০514529
  • আর ছবির কথাই যদি তুললেন তাহলে বলি..
    পাহাড়ে বেরু বেরু যাচ্ছি... তাই mainly landscape ই তুলবো।
  • pi | 72.83.83.28 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩১514551
  • nikon p500 এর থেকে আমার canon sx40 IS বেটার লেগেছে। দুটো ব্যবহার করেই বলছি। তবে আমি ক্যাননে অভ্যস্ত, সেই কারণে হতে পারে। নিকনের ব্যাটারি লাইফ ও খুব সমস্যা করে। ঐ ব্যাটার স্বল্পায়ুত্বের চোটে চোট হয়ে গেছে আমার গ্র্যা কার সূর্যাস্তের ছবি। সে দু:খ জন্মজন্মানতরেও ভুলিব না :(

    অমন সব দৃশ্য, এদিকে ক্যামেরার মুখে বুলি ফোটে না। শেষমেশ হাত নিশপিশানি সামলাতে না পেরে এক কাপলকে ( যাদের কিনা অনেকক্ষণ থেকেই খালি একে অপরের ছবি নিয়ে যেতে দেখে চলেছি, একই ব্যাকগ্রাউণ্ড, আর সেতাও মোটে ভাল কিছু না। ওদিকে কত্ত কত্ত ভাল ভাল দৃশ্যের জন্ম হয়েই চলেছে)বল্লুম ওদের যুগলের ছবি তুলে দেব। তারপর বল্লুম, খানকতক শুধু সূর্যাস্তের ছবিও তুলে দি ? ঘাবড়ে গিয়ে বল্লো , হ্যাঁ। তারপর আর পায় কে। তুলে তুলে তাদেরও দেখাতে লাগলুম, তো তারাও বেশ উৎসাহ পেয়ে আরো ছবি তোলার বরাত দিয়ে দিল। শেষ হলে পর একটা রিকো করলুম, ছবিগুলো আমাকে মেইল এ পাঠ্যে দেবার জন্য। ই মেইল আইডি টাইডি সবই লিখে দিলুম। তারাও খুব কথা টথা দিল। তারপর ফিরে, ঐ যা হয় আর কি। কেউ কথা রাখে না।
  • vc | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩১514540
  • ক্যানন আর নিকন DSLR এর তুলনামূলক আলোচনা করো। সিরিয়াস।
  • pi | 72.83.83.28 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩২514562
  • অপটিকাল জুম ইয়ে ?
  • aishik | 122.181.132.130 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩৪514573
  • landscape এ জুম না থাকলে অসুবিধা হবে না? আর আগের ক্যনন powershot টার battery দেহ রেখেছেন, মানে নতুন rechargeble battery লগিয়েও ওন করলেই বলছে battery দাও :(
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩৫514580
  • ওই যে বললাম - দিনের শেষে এটা ব্যক্তিগত পছন্দ। তবে কাউকে এত্ত দামী দামী কমপ্যাক্ট কিনতে দেখলে আমার বেজায় দু:খ হয়। মনে হয় আহা এত খরচ করলোই যদি, আরেকটু করলে...

    ভিসি - সিরিয়াস টপিক আর আমার নিজের অল্প কনফিউজন আছে। বেলার দিকে লিখবো।
  • demba ba | 121.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩৬514581
  • পরে ওটার কারেকশন আছে।
  • aishik | 122.181.132.130 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৪১514582
  • @pi canon SX40HS এর দামটাও ৮০০০ টাকা বেশি ই৫০০ র থেকে :( বাজেট ০ থেকে ২০০০০ এ এসেছে, আর বাড়নো যাবে না :(
  • pi | 72.83.83.28 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৪২514583
  • ওকে,জুম নিয়ে পরের পোস্ট দেখলাম।

    কিন্তু এদের কোন দাবীদাওয়া ইয়ে ? সেন্সর সাইজ কমাকে কমপেনসেট করতে তো backside-illuminated sensor এসেছে। ছবিতে সত্যি নয়েজ কম। অনেক হাই iso তেও।

    আমি এদ্দিন পাওয়ারশটের অনেক পুরানো ভার্শন ব্যবহার করতাম, sx100 IS । তাতেও আমি খুশিই ছিলাম। তবে শেষমেশ তাকে যে রোগে ধরলো, সেটা ছবি ছাড়া বোঝানো যাবেনা। ক্যামেরার রোগের ফটুক তোলা আছে, কখনো আপ্লোডিয়ে দেবো। জনতা বলছে, ক্যামেরাটাকে মিউজিয়ামে দিতে :)
  • aishik | 122.181.132.130 | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৪৩514584
  • ওটা পি ৫০০ হবে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন