এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোন ক্যামেরা কিনবো?

    aishik
    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১২ | ১৫৫৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 152.176.84.188 | ০৪ জুন ২০১৩ ২০:২১514653
  • সিকি,

    বেসিক জিনিস নিজে নেড়ে ঘেঁটে শেখা যায়। অ্যাডভান্স লেভেলে কারোর থেকে শেখা ভালো। কোন ফোটোগ্রাফি ক্লাব বা গ্রুপ জয়েন করে দেখতে পারো। আর ক্যামেরাকে যত সময় দেবে তত ভালো করে শিখতে পারবে (এটা বাবা শিখিয়েছিল প্রথম ফোটো তুলতে শেখানোর সময়)।
  • siki | 132.177.19.254 | ০৪ জুন ২০১৩ ২০:২৩514654
  • সময় দেব। সেই মাইন্ডসেট নিয়েই এগোচ্ছি। এখন পয়সাটা জমলেই হয়। দেখি ...

    ইউটিউবে অনেক ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও পেয়েছি। ডাউনলোড করে রেখে দিয়েছি সুদিন আসার অপেক্ষায়।
  • 4z | 152.176.84.188 | ০৪ জুন ২০১৩ ২০:৩১514655
  • কেনার আগে দোকানে গিয়ে ক্যামেরা হাতে নিয়ে দেখো। কোন ফিক্সড মাইন্ডসেট না রেখে সব ব্র্যান্ডই নেড়ে চেড়ে দেখো। ক্যানন, নিকন, সোনি, পেন্ট্যাক্স, অলিম্পাস - সব। লেন্স অপশান দেখো।
  • kabya | 59.249.99.88 | ০৪ জুন ২০১৩ ২০:৩২514656
  • বলছি এতো সব ভালো ভালো ক্যামেরা র কথা তো হলো, এই আমার কথা ভেবে একটু সিম্পল এর ভেতর ডিজিটাল কোন ক্যামেরা কিনবো?

    বেশী টাকা নেই, এই ধরেন গিয়ে হাজার ২০ এর মধ্যে।
  • 4z | 152.176.84.188 | ০৪ জুন ২০১৩ ২১:০৬514657
  • ঝিকি, D7000 - কোন আইডিয়া নেই। রিভিউ এখানে দেখতে পারেন

    http://www.dpreview.com/reviews/nikond7000/

    কাব্য,

    লুমিক্স বা অলিম্পাস দেখতে পারেন যদি নিকন বা ক্যাননের ফ্যাসিনেশন না থাকে (দেশে এদের দাম কেমন জানিনা যদিও)
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জুন ২০১৩ ২১:০৮514658
  • D7000 দুর্দান্ত ক্যামেরা। ওই দামে অতার চেয়ে ভালো আর কিছু হয় না। আরো বেশি খরচ করতে চাইলে সাজেস্ট করতে পারি।
  • jhiki | 216.53.152.173 | ০৪ জুন ২০১৩ ২১:১৮514659
  • D7000 আমি গিফট পেয়েছি দুমাস আগে। কিন্তু ভালো করে নেড়েচেড়ে দেখার ও সময় পাই নি।।ম্যনুআয়্ল টাও পড়ে উঠতে পারি নি।
  • jhiki | 216.53.152.2 | ০৪ জুন ২০১৩ ২১:২০514660
  • D7000 আমি গিফট পেয়েছি দুমাস আগে। কিন্তু ভালো করে নেড়েচেড়ে দেখার ও সময় পাই নি।।ম্যনুআয়্ল টাও পড়ে উঠতে পারি নি।
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জুন ২০১৩ ২১:২৩514661
  • আপনি আমায় গিফট করে দিন।
  • | 24.97.205.21 | ০৪ জুন ২০১৩ ২১:২৯514419
  • ঝিকি,
    ঐটা আমায় দিয়ে দাও। আমি তোমায় আমারটা দিয়ে দেবোখনে।

    আছো কেমন?
  • 4z | 152.176.84.188 | ০৪ জুন ২০১৩ ২১:৩১514420
  • রিগিফট! রিগিফট প্লিজ
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জুন ২০১৩ ২১:৩২514421
  • ইয়ে, কিউটা মেন্টেন করবেন।
  • 4z | 152.176.84.188 | ০৪ জুন ২০১৩ ২১:৩৪514422
  • তুই আর এদিকে নজর দিস না। ইবুক কিনছিস তো। আমি কি সেটা চেয়েছি? :)
  • | 24.97.205.21 | ০৪ জুন ২০১৩ ২১:৩৬514424
  • আরে যারা ঝিকিকে চেনেই না, তারা আবার এখানে কেন? ভাগো সব এখান থেকে।
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জুন ২০১৩ ২১:৩৬514423
  • আরে এত পেলে D90 বিক্কিরি করে দেব। যা পাব ওই দিয়ে একটা ট্যাব কম একটা কিন্ডল হয়ে যাবে :-)
  • 4z | 152.176.84.188 | ০৪ জুন ২০১৩ ২১:৩৮514425
  • আচ্ছা তাহলে এক কাজ কর। তুই আমাকে একটা D600 গিফ্ট কর, আমি কিউ ছেড়ে দিচ্ছি। তোরও থাক আমারো থাক :D
  • jhiki | 149.195.253.123 | ০৪ জুন ২০১৩ ২১:৪০514426
  • আছি কেমন তার উত্তর আমার আগের পোস্টেই আছে দম-দি।
  • 4z | 152.176.84.188 | ০৪ জুন ২০১৩ ২১:৪৩514427
  • চিনি তো। আরে ঐ যে, ঐ যে গো, আরে ঐ তো। ঝিকিদি হল গিয়ে... আরে এই কৃশানু বল না।
  • bb | 127.213.210.251 | ০৪ জুন ২০১৩ ২১:৪৫514428
  • ঝিকি কি চাকরী বদলের পর আরও ব্যস্ত হয়ে পড়েছেন?
  • | 24.97.205.21 | ০৪ জুন ২০১৩ ২১:৪৬514431
  • যাগ্গে সময় করে ভাটে এসো না, তোমায় মিস করি তো।
  • | 24.97.205.21 | ০৪ জুন ২০১৩ ২১:৪৬514430
  • সে তো ব্যস্ততা। তাতে কি আর 'কেমন আছো' বোঝায় নাকি!
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জুন ২০১৩ ২১:৫৩514432
  • আরে ওইত্ত, আমাদের ঝিকিদি। চিনতে পারলে না? তাহলে তুমি বাদ।
  • Half Blood Prince | 131.241.218.132 | ০৫ জুন ২০১৩ ০৯:৫৩514433
  • ডি৭০০০ হাতে পেয়ে ফেলে রেখেছে, মাইরি ডিএসএলআর-এর অপমান!

    সিকি-কে - বই পড়ে বড়জোর থিওরিটা কিছুটা শেখা যায়, কিন্তু ফিল্ডে সেই থিওরি কীভাবে কাজ করাবে সেটা শেখার উপায় শুধু ব্যবহার করে যাওয়া। কোন ক্যামেরা কিনবে তার পিছনে ভেবে সময় নষ্ট না করে দোকানে যাও, হাতে নিয়ে দ্যাখো কোনটা ব্যবহার করতে সুবিধা হচ্ছে - অনেক কিছু দেখার আছে - গ্রিপ/ওজন/ম্যানুভার...

    তারপর ম্যানুয়ালটা ভালো করে গাঁতিয়ে মাঠে নামো। আর ভালো ছবি দ্যাখো। বই পড়ে কম্পিজিশন শেখা সম্ভব নয়। বরং প্রচুর ছবি দেখলে ধারণা তৈরী হবে। FIAP-এর সাইটে FIAP-recognized সালোনের লিংক পাবে - সেখানে গিয়ে ক্যাটালগগুলো দেখতে পারো, 500px বা 1x গোছের সাইটে ছবি দেখতে পারো।
  • কৃশানু | 177.124.70.1 | ০৫ জুন ২০১৩ ১০:০৮514434
  • একদম। ক।
  • dukhe | 212.54.74.119 | ০৫ জুন ২০১৩ ১০:১২514436
  • lytro ক্যামেরা কেনেন না আপনারা?
  • siki | 132.177.38.207 | ০৫ জুন ২০১৩ ১০:১২514435
  • বুঝলাম।

    কেনাটাই হয় তো এখনও এক বছর দূরে। অন্তত ছ মাস। মাঠে নামার আমার কোনও তাড়াহুড়ো নেই। জাস্ট ফ্রিতে স্বপ্ন দেখে যাচ্ছি। :)
  • Half Blood Prince | 131.241.218.132 | ০৫ জুন ২০১৩ ১০:১৩514437
  • দুই নং উপদেশ -

    ভালো ছবি শুধুমাত্র সুন্দর জিনিসেরই (বা দৃশ্য - যেমন কাশ্মীর ইঃ) হয় না। রাস্তাঘাটে অজস্র মোমেন্ট তৈরী হয় - যেগুলো ধরতে পারলে ভালো ছবি হয়। সেই মোমেন্টগুলো চেনার একমাত্র উপায় ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়া।
  • siki | 132.177.38.207 | ০৫ জুন ২০১৩ ১০:৪৮514438
  • সেটা বুঝি, এবং মানি। রাস্তাঘাটে এমন অনেক দৃশ্য নজরে আসে, ছবি হবার মতন। হাতে ক্যামেরা থাকে না বলে তুলতে পারি না।

    গল্প বলি। একটা ছবি আমি তুলতে না পারার জন্য আফশোস করি। তখন গুরগাঁও অফিসে যেতাম, বাইকে চেপে। একদিন দেখি ধৌলা কুঁয়ার মাথায়, জানোই তো সকাল সাড়ে নটায় ধৌলা কুঁয়া কী রকম জ্যামপ্যাকড অবস্থায় থাকে, তার ওপর তখন মেট্রোর কাজ চলছে, অর্ধেক রাস্তা ব্লক করা, তার মধ্যে রাজস্থানের বাস এদিক সেদিন দাঁড়িয়ে, তার মধ্যে দিয়ে আপিসের গাড়ি-বাইক এইফাঁক ঐফাঁক দিয়ে গলে গলে বেরোচ্ছে, কাঠফাটা রোদ্দুর, এই অবস্থায় দেখি, ধৌলা কুঁয়ার ঠিক সিগনালে যে পেট্রল পাম্পটা, সেইখান থেকে হেলতে দুলতে একটা হাতি বেরলো। কী কারণে মাহুত তাকে নিয়ে পেট্রল পাম্পে ঢুকেছিল জানি না, কিন্তু দেখে জাস্ট মনে হল হাতিটা পেট্রল পাম্প থেকে ফুয়েল ভরে বেরোল। ঐ গাড়িঘোড়াবাস ইত্যাদি জ্যামের মধ্যে পেট্রল পাম্প থেকে বেরনো একটা অতিকায় হাতি ... তুলকালাম একটা ছবি হত।

    জাস্ট কোনও ক্যামেরা ছিল না।

    দিল্লির রাস্তায় রাস্তায় এ রকম অজস্র ছবি তোলার টপিক ছড়িয়ে আছে। স্পেশালি দিল্লির আনাচে কানাচে গ্রামগুলোতে। দেহাতী জাঠেরা যেখানে কংক্রিটের গলিতে খাটিয়া পেতে বসে থাকে। পাশে নির্বিকার জাঠ গরু হেগে যায়, রোগাভোগা কুকুর অনর্থক চেঁচিয়ে যায়। অনেক ছবি হয় এইসব গলিতে।
  • siki | 132.177.38.207 | ০৫ জুন ২০১৩ ১০:৫৮514439
  • আরেকটা জিনিস। একবারই দেখেছিলাম। সামহাউ সীনটা এখনও আমায় হন্ট করে ফেরে।

    আমি চিকেন সামনে কাটিয়ে আনি। চোখের সামনে মুরগির গলা কাটা দেখা, ড্রামের মধ্যে তার ঝটপটানি শোনা, এসবে আমার কোনও অসুবিধে হয় না।

    তো, চিকেনের দোকানের খাঁচায় নর্মালি ছোট এবং বড় সাইজের প্রাপ্তবয়স্ক মুরগিই রাখা হয়। সেদিনই কী কারণে কে জানে, দেখলাম খাঁচার বাইরে, লাল প্লাস্টিক বিছনো জায়গায় যেখানে কাটা মুরগি ড্রেস করা হয়, পিস করা হয়, সেখানে তুলোর বলের মত কতকগুলো মুরগির ছানা ঘুরে বেড়াচ্ছে। গায়ে পালক ওঠে নি, রোঁয়া রোঁয়া ভরা। কুচ কুচ করে আওয়াজ করছে, আর লাল প্লাস্টিক থেকে কী যেন খুঁটে খুঁটে খাচ্ছে।

    ভালো করে তাকিয়ে দেখি, মুরগি কাটার সময়ে যে মাংসের কুচি একটু আধটু এদিক ওদিক ছিটকে পড়ে ছুরির ঘায়ে, ছানাগুলো সেগুলোই ঠোঁটে করে তুলছে আর মুখে পুরছে।

    মুরগির ছানা মাংস খায় বলে কখনও শুনি নি, হয় তো এগুলো এতই ছোট এদের কোনও খাদ্যাভ্যাস তৈরি হয় নি, জানেই না কোনটা খেতে হয় আর কোনটা নয়। মা হয় তো সামনে খাঁচায় বন্দী, কিংবা, কে জানে, ছানাগুলো হয় তো মায়ের শরীর থেকেই ছিটকে আসা মাংসের টুকরো মুখে পুরছে।

    অদ্ভূত একটা দৃশ্য। আগে কখনও দেখি নি। পরেও না। যাদি একটা ছবি তুলে রাখা যেত।
  • কৃশানু | 177.124.70.1 | ০৫ জুন ২০১৩ ১২:৪৩514441
  • দুখেদা, Lytro-র ইমেজ কোয়ালিটি ভালো না। টেকনোলজিটা যথেষ্ট পাকেনি এখনো। কারেন্ট টেকনোলজিতে ওই ক্যামেরায় ভালো ছবি তুলতে দিতে গেলে একেকটা ছবির সাইজ বিশাল হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন