এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Salil Biswas | 203.147.88.10 | ০৮ জানুয়ারি ২০১২ ১১:০৩516524
  • শিক্ষক নির্যাতন বন্ধ হোক! দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

    গত বেশ কয়েকদিন ধরে যে শিক্ষক নির্যাতনের ঘটনা ক্রমান্বয়ে ঘটে চলেছে তাতে দল-মত নির্বিশেষে আমরা সকলে অত্যন্ত বিচলিত বোধ করছি।
    গত দু- তিন দিন ধরে রায়গঞ্জ ও গঙ্গারামপুরে, এবং অল্প কিছুদিন আগে, কোলকাতার বুকে যাদবপুর বিদ্যাপীঠে যে ভাবে শিক্ষকরা আক্রান্ত হয়েছেন, তাতে শিক্ষক- শিক্ষাকর্মী- ছাত্র সকলেই ভীত হয়ে পড়েছেন।
    এইসব ঘটনার সঙ্গে তৃণমূলের স্থানীয় কর্মীরা সরাসরি জড়িত। এই দোষী ব্যক্তিদের সে অর্থে এখনও কোনো শাস্তি হয় নি।
    গ্রেপ্তার হয়েছেন নীচুতলার কর্মীরা, কিন্তু যে সমস্ত নেতারা দৃশ্যতই - সংবাদ মাধ্যমে যে ভাবে দেখা গেছে - এই সব ঘটনার সঙ্গে যুক্ত, তাঁরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, এবং, অপরের নামে দোষারোপ করে, নিজেরাই জড়িত ছিলেন না বলে, এবং অন্য নানা ভাবে ঘটনা গুলিকে লঘু করে দেখাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং গ্রেপ্তার হলেও সহজে জামিন পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, তৃণমূলের উচ্চ পর্যায়ের নেতারাও প্রহৃত শিক্ষকের দোষ দেখিয়ে, অতীতেও কি এমন ঘটনা ঘটেনি বলে প্রশ্ন তুলে, প্রকারান্তরে তৃণমূল কর্মী নামধারী দুস্কৃতিদের অপরাধের মাত্রাকে হ্রাস করবার চেষ্টা করছেন। সংবাদমাধ্যমের এক অংশও এই অসাধু প্রচেষ্টায় সাহায্য করছেন।
    সংশ্লিষ্ট শিক্ষকদের কি কি দোষ ছিল, তা তদন্তসাপেক্ষ। দোষী হলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হতেই পারে। কিন্তু কতিপয় ব্যক্তির কোনো অধিকার নেই নিজেদের হাতে আইন তুলে নিয়ে ফৌজদারী অপরাধে লিপ্ত হওয়ার।
    একথা বলা যেতে পারে পূর্বতন সরকারের আমলেও শিক্ষক নির্যাতন ঘটেনি এমন নয়, যদিও প্রকাশ্যে ক্যামেরার সামনে শারীরিক নির্যাতনের উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। আর অতীতে কি কি ঘটেছে তার অজুহাতে বর্তমানে তার পুনরাবৃত্তি করা নি:সন্দেহে নিন্দনীয়।
    এই সূত্রে, বিভিন্ন কলেজে ছাত্র সংসদের নির্বাচনের নামে যে অরাজকতা ও অবাধ হিংসা চলছে, সেই বিষয়েও আমাদের উদ্বেগ প্রকাশ করছি।
    যতদূর মনে হয়, এইসব ঘটনার মূল উদ্দেশ্য; ভীতি প্রদর্শন দ্বারা নিজেদের দাবী আদায়ের পথ সুগম করা এবং নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে সব রকম প্রতিবাদের কণ্ঠ রোধ করা।
    আমরা এই সব ঘটনার তীব্র নিন্দা করছি। আমরা দাবী করছি, প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি বিধান করা হোক।
    শিক্ষা প্রতিষ্ঠানের ওপর যে কোন ব্যক্তির বা গোষ্ঠীর বর্বরোচিত হামলা এখুনি বন্ধ করা হোক।
    মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিকে মান্যতা দিয়ে দল না দেখে অপরাধীকে চিহ্নিত করে তার আইনানুগ শাস্তি বিধান করা হোক।

    (ইউনিকোড-এ লিখে দিয়েছেন রামকৃষ্ণ।)

  • Ghanada | 223.223.135.81 | ০৮ জানুয়ারি ২০১২ ১১:১৯516635
  • এগুলো সব ছোট্ট ঘটনা! বাচ্চারা এই রকম করেই থাকে!
  • Bratin | 117.194.96.8 | ০৮ জানুয়ারি ২০১২ ১২:২৪516718
  • ছোট্ট ঘটনা মোটেই নয়। অত্যন্ত সিরিয়াস ব্যাপার । আর কোন বিচ্ছিন্ন ঘট্‌না নয়। বিভিন্ন কলেজে ঘটে গেছে। কড়া পদক্ষেপ দরকার।, দল , মত নির্বিশেষে। হ্যাঁ একদম দৃষ্টান্তমূলক। 'মেসেজ শ্যুড বি লাউড অ্যান্ড ক্লিয়ার'
  • Ghanada | 223.223.135.81 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:০১516729
  • আরে ব্রতীন বাবু,
    ওপরের কথাগুলো আমাদের দিদি বলেছেন!
    সবার ওপরে দিদিই সত্য, তাহার ওপরে নাই!
  • Ghanada | 223.223.135.81 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:০৫516740
  • আরও একটা কথা! দিদি সবার সামনে একটা কথা বলেছেন:- স্প্যানিস ইংরেজী!
    এটা কি? আপনারা কেউ জানেন?

  • Salil Biswas | 203.147.88.10 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:১৪516751
  • স্প্যানিস ইংরেজী!
    আমি সারা জীবন ইংরেজী পড়িয়েছি, শুনিনি তো। তবে, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি ...

  • Salil Biswas | 203.147.88.10 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:১৭516762
  • আজ কাগজে দেখলাম এস এফ আই নাকি একই খেলায় মেতেছে। কেমন যেন কেমন কেমন লাগছে ......
  • Ghanada | 223.223.135.81 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:২৭516773
  • হয়! হয়! সলিলবাবু! শুধু Z আনতি পারেন নাই! প্রেসিডেন্সী কলেজের মেন্টর গ্রুপের আলেচনায় শ্রদ্ধেয়া দিদি বারবার বলেছিলেন।
    যাঁরা শুনেছিলেন, তাঁরা কেউ প্রতিবাদ করেন নি!
    আর একটা তথ্য:-
    ২০১১ র রবীন্দ্রনাথের সার্দ্ধশত বার্ষিকীতে বলেছিলেন- নোয়াখালির দাঙ্গার ( ১৯৪৬) জন্য গাঁধিজীর অনশন রবীন্দ্র নাথ ( মৃত্যু- ১৯৪১) ফলের রস খাইয়ে ভাঙ্গিয়েছিলেন।
    যাঁরা সেই সময় লাইভ টিভি দেখেছিলেন, তাঁরা মনে করতে পারবেন।
    ওটা একবার দেখিয়েই বন্ধ করে দেওয়া হয়।

  • Ghanada | 223.223.135.81 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:৩০516784
  • আমি তো গতকালই এটা পোষ্ট করেছিলাম অন্য টইতে! ( পশ্চিমবঙ্গে বং ছাত্র- রাজনীতি )

    Name:GhanadaMail:Country:

    IPAddress:223.223.130.141Date:07Jan2012 -- 07:34PM

    কথায় আছে- স্বভাব যায় না মলে। আবার সেই অধ্যক্ষ নিগ্রহের ঘটনা! এবারে কাঠগড়ায় SFI
    আজ, ০৭ / ০১ / ২০১২ তে, নদীয়ার মাজদীয়ার সুরেন্দ্রনাথ লাহিড়ী কলেজের অধ্যক্ষকে মারল সেই কলেজের SFI সমর্থক ছাত্ররা। এরা আর রায়গঞ্জ কলেজের মত বহিরাগত নয়। মূলত ফেল করা ছাত্ররা এই ঘটনা ঘটিয়েছে।
    দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে।
    একের পর এক এই ঘটনা ঘটে চলেছে।
    বাচ্চারা শিখবে কি?
    আসলে ছাত্র সংসদের নির্বাচন- ই প্রধান হয়ে দাঁড়াচ্ছে। পঠন- পাঠন সব দূর অস্ত।
    জোরে বলি- ছি:!
  • Bratin | 117.194.102.253 | ০৮ জানুয়ারি ২০১২ ১৬:৩৪516525
  • জানি :-))
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ১৮:১৯516536
  • কোন ইস্যুতে মেরেছে সেটাও দেখার মত। ইউনিয়ন ইলেকশন। কতজন ছাত্র কার নিয়ন্ত্রণে আছে সেটা এতটা ইম্পর্ট্যান্ট কেন? এতটাই ইম্পর্ট্যান্ট যে বেধড়ক পেটাতে হয়?
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ১৮:২৬516547
  • মমতা ব্যানার্জি শক্তি দেখাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কাছে। আর ছাত্ররা শক্তি দেখাচ্ছে মমতা ব্যানার্জির কাছে। এমনটাই মনে হচ্ছে।
  • ranjan roy | 14.97.115.33 | ০৮ জানুয়ারি ২০১২ ২২:১১516558
  • আশ্চর্য্য লাগছে আজ ঋতব্রত স্টারানন্দে ঠিক মমতা বা টি এম সির ভাষায় কথা বলছেন-- ওদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে!
    লাল-সবুজের একই ভাষা! হরি হে তুমিই সত্য! কত রঙ্গ দেখালি খেঁদি অম্বলে দিলি আদা!
  • ranjan roy | 14.97.115.33 | ০৮ জানুয়ারি ২০১২ ২২:১৩516569
  • দুটো ঘটনার সমান ভাবে নিন্দা করছি এবং দুটো ঘটনাতেই সমানভাবে, ব্রতীন যেমন বলেছে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
  • aanteldi | 117.227.50.81 | ০৯ জানুয়ারি ২০১২ ০০:১৫516580
  • শাস্তিটাই তো হয় না! রাজনৈতিক দল গুলো একে অন্যের ঘাড়ে দোষ চাপাতে থাকে, আর মিডিয়া সেগুলো কে নিয়ে খোরাক করতে থাকে, আর আমরা chowmin এর মত নেতিয়ে পড়া পাবলিক সেই সব ফুটেজ দেখে বড় বড় মন্তব্য করি বাড়ি তে সোফা তে বসে বসে...

    আর দোষী দের শাস্তি হয় না। যদিও মামলা টামলা হয়, তাও সে মামলা court এ উঠতে উঠতে সবাই ভুলেও যায়!
  • biplab pal | 69.250.67.136 | ০৯ জানুয়ারি ২০১২ ০৮:২৬516591
  • Shouldwe, orshouldwenotbeattheteachers ?
    9thJan, 2011

    Oflate, everybodyinWestBengalseemstofocustheirconcernonbeatingofthecollegeteachersatthehandoftheirstudentswhichishappeningonregularbasisacrossboththepartylines.
    Allseemtoagreethisisasocialmaliceatitsbestwithoutaskingthemostfundamentalquestion- whatistriggeringthis?

    Onlystudentsareatfault? Politicsorpoliticianshavenoroleinit?

    What'sabouttheteachers? Whytheirpositioninthesocietyisnexttonothingnow?

    AsmuchasIunderstandthesocietyofWestBengalbothpracticallyandtheoretically , suchtrailsofincidentsareratherexpectedthanexceptional.

    Firstly, teacherslosttheirself-respectintheBengalisociety.Reasonissimpleandmultitude- duringCPMera, theyhaveturnedthemselvestobejustanotherself-obsessedindividualsolelyfocusedontheirextraearningfromtutorials, politicalalignmentforbettersalaryandplacingtheirchildrenintobetterGovt.position.Theyareobliviontotheirsocialresponsibilityofraisingfuturecitizens.Theyarenowmanhandledbythestudentswhorepresentthefailureoftheteachersmorethanthefailuresofthestudents.

    SecondissueiscomingfrompoliticsandhopelessjobsituationinWestBengal.UnemploymentdidgreatestdamagetoWestBengalduringlast34yearsofCPMrule.IntheotherstatesofIndia, studentsaremoreobsessedwithprofessionaleducationformakingabetterliving-withadreamtointegratethemselvesintotheglobalization.IhavenoideawhatpurposeisservedbyofferingPasscourses/Honscoursesinhumanitiesinalmostallthecollegeswhensucheducationdoesnothaveanyrelevanceatallforaliving! InUSA, suchcoursesarestillofferedbutwithlimitednumbersassupportingcourseasopposedtowastingsomuchofeducationaleffortonawholegeneration.Insteadsubjectslikenursing, accounting, IT, ITES, marketingcommunicationmustbetaughtinthecollegessothatastudentcanfindhopewiththeeducationsystem.

    Basically, WestBengalisbreedingafleetofhopelessstudentspursuinguselessacademicdegrees.TheironlyhopetomakealivingisbygainingpoliticalpowerandprominencesothatinfuturetheycannetaGovt.joborcontract.Studentpoliticsisamatchpracticeforthem.InthepoliticsofWestBengalthereisnoscopefornon-violentvisionaryleaders.Youshouldknowhowtobeattheopponentsorelse, youarenobodyineitherteam.Violenceisreveredbythepeers.

    Youmustbeabletobeatyourteacher, slapyourdoctorandburnabusinorderforbeing "selected" asleaderinanypoliticalpartyofWestBengal.

    SituationwasabitcontrolledduringCPMtimebecauseboththeteachersandstudentsweredisciplinedbythelocalpartyastheywerepartandparcelofthesamesystem.Sobalancewasmaintained.WithMamatainpowerandabsolutedemolitionoflocalcontroloftheparty, allhellbreaksloosenow.

    Studentsneedhope-verybasichopeofmakingadecentlivingoutoftheeducationsystemorsuchmalicewillcontinueandgrow.

    WhyshouldIcareformyteachersifheisteachinguselesssubjectwhichisadmitted "useless" byboththeteachersandthestudents? Iwillratherbeathimifthatbringsrespectformypoliticalprominencethatwouldhelpmypoliticalcareer.ThatisexactlyhappeninginWestBengal.

    http://banglarrajniti.blogspot.com/2012/01/should-we-or-should-we-not-beat.html
  • bb | 117.195.184.18 | ০৯ জানুয়ারি ২০১২ ১১:৩৯516602
  • এদের সবারই ভাল শাস্তি হোক যাতে অন্যেরা এই বদমাইসি করার আগে দু-বার ভাবে।
  • EL d | 220.227.106.153 | ০৯ জানুয়ারি ২০১২ ১২:২২516613
  • তালিয়া তালিয়া !
    Satrughna Sinha, a senior teacher who had recently joined Trinamool Congress, was named the new teacher in charge replacing De Sarkar.

    http://timesofindia.indiatimes.com//city/kolkata-/TMC-man-to-head-Raiganj-college/articleshow/11419022.cms

    এত হইচইয়েরও পরেও এই হল সলিউশন ! কারা যেন বলেছিলেন না "দলতন্ত্রবিহীন" নতুন শিক্ষাব্যবস্থা, নতুন আইনে নাকি "নিরপেক্ষ" আচার্য সবার উপরে মানুষ সত্য ফলাবেন :)
  • siki | 123.242.248.130 | ০৯ জানুয়ারি ২০১২ ১২:২৯516624
  • লেখাপড়া করে যে
    ভোট দ্যায়নাকো সে
    বিদ্যালাভে লোকসান
    নাই অর্থ, নাই মান
    পতাকায় তোলো ঢেউ
    তাঁর সাথে করো ঘেউ
    গাইছি দিদির গান
    হীরকের রানী ভগবান।
  • vc | 121.241.218.132 | ০৯ জানুয়ারি ২০১২ ১২:৩২516647
  • :-)
  • demba ba | 121.241.218.132 | ০৯ জানুয়ারি ২০১২ ১২:৩২516636
  • গাইছি দিদির গীতি
    হীরকের রাণী ভগবতী।

    শেষ লাইনদুটো একটু পাল্টালাম। ফর কারেক্টনেস।
  • siki | 123.242.248.130 | ০৯ জানুয়ারি ২০১২ ১২:৫৩516658
  • ভগবতীর আবার অন্য মীনিং আছে :-)

    যদিও খুব আন-অ্যাপ্রোপ্রিয়েট হবে না।
  • EL d | 220.227.106.153 | ০৯ জানুয়ারি ২০১২ ১২:৫৯516669
  • অনিলায়নের পর্টিকুলার এভিডেন্স নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে এই সাত মাসেই ব্রাত্যায়নের অনেক অনেক উদাহারণ তৈরি হয়ে গেল।

    মমতাও মনে হয় ব্রাত্যর মত এতটা তৃণমুল নয় :) রায়গঞ্জ কলেজে অধ্যক্ষের ব্যাপারে "শুভার্থী" শঙ্খবাণী কানেই তুলল না

  • Ghanada | 223.223.133.121 | ০৯ জানুয়ারি ২০১২ ১৩:৪০516680
  • রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষায় হলো ‘ছোট্ট’ ঘটনা। এটা জেনেবুঝে ইচ্ছে করে কেউ ঘটায়নি। হয়ে গেছে পাকে-চক্রে ‘ফাঁদে পা দিয়ে’‘ভুল’ করে। মুখ্যমন্ত্রীর ভাষায় এর পেছনে দু’টি কারণ। ‘‘কলেজের অধ্যক্ষ কঠোর বা নিরপেক্ষ হলে এমন ঘটনা ঘটতো না।’’ সুতরাং অধ্যাপক দিলীপ দে সরকার যে শারীরিক এবং ততোধিক মানসিকভাবে লাঞ্ছিত হয়েছেন তার জন্য তিনি বা তাঁর কর্মফল দায়ী।
    এটা কেন যে আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে কে জানে!!!!!!!!! কর্মফল কি আর কেউ এড়াতে পারে?
    দিলীপ বাবুর তো এখ্‌খুনি হিমালয়ে গিয়ে তপস্যা করা দরকার। অবশ্য, কালীঘাটেও যেতে পারেন।
    চারদিন ধরে দরজা বন্ধ করে তৃণমূলের ছেলেদের মারা হয়েছে। বারবার তেল মুড়ি চানাচুরের ছেলেরা কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। কিন্তু দিলীপ বাবু আপনি কিছুই করেননি। তখন আটকে-থাকা ছেলেদের উদ্ধার করতে গিয়েই ফাঁদে পা দিয়ে ফেলেছে ওরা মানে তেল মুড়ি চানাচুরের ছেলেরা!!!!!!! বাচ্চা ছেলে সব!
    ওগুলো লোহার রড ছিল না! আপনি ভুল করছেন দিলীপবাবু! ফুলের ডাঁটি ছিল।
    আপনি ক্যামেরার সামনে অভিনয় করলে তো আর জনগণ মেনে নেবে না!
    বললেই হলো? নিজেকে বচ্চন ভাবছেন নাকি?
  • EL d | 220.227.106.153 | ০৯ জানুয়ারি ২০১২ ১৩:৫২516691
  • দিলীপবাবু কাল ক্যামেরার সামনে বললেন উনি এবং ওনার পরিবার ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন , বাড়ীর লোকদের রাস্তাঘাটে হুমকি দেওয়া হচ্ছে , সাংবাদিকের প্রশ্ন পুলিশে অভিযোগ জানিয়েছেন ?

    বললেন স্বয়ং মুখ্যমন্ত্রীই যখন বলেছেন ছোট্ট ঘটনা পুলিশকে বলে আর কোন লাভ আছে কি

  • Ghanada | 223.223.133.121 | ০৯ জানুয়ারি ২০১২ ১৪:০১516702
  • বদলা নয়, বদল চাই! সব বলদার দল!
  • siki | 123.242.248.130 | ০৯ জানুয়ারি ২০১২ ১৪:০৬516713
  • চমৎকার!

    ধরা যাক দু একটা ইঁদুর এবার।
  • siki | 123.242.248.130 | ০৯ জানুয়ারি ২০১২ ১৪:০৭516716
  • আজ খুব জানতে ইচ্ছে করছে, পরিবর্তনকামী বুদ্ধিজীবিরা কই? কতটা পাপ হলে তবে পাপের ঘড়া পূর্ণ হয়েছে বলা যাবে? কতটা অপচয়ের পরে মানুষ চেনা যায়?
  • EL d | 220.227.106.153 | ০৯ জানুয়ারি ২০১২ ১৪:২৭516717
  • ওনারা জাগবেন বলে মনে হয় না

    দু চার জন ইতিউতি বুদ্ধজীবি ছাড়া বাকিরা এই মাগ্গিগন্ডার বাজারে জল কমিটি- তেল কমিটি- হেরিটেজ কমিটি -বার্বাডোজ কমিটির কল্যাণে যা টু পাইস কামাচ্ছেন তাতে শীতঘুম সহজে ভাঙবে না

  • Ghanada | 223.223.133.121 | ০৯ জানুয়ারি ২০১২ ১৪:২৮516719
  • পরিবর্তনকামী বুদ্ধিজীবিরা আজ সব পঞ্চাশ হাজারী। তারা এই সব ছোট্ট ব্যাপারে হাজিরা দেবে কেন রে বাপু!
    বৃষ্টির দিনে, খিচুড়ী আর ৫০০ টাকিয়া ইলিশ মাছ ভাজা খেয়ে ঘুমোচ্চে।
    ডিষ্টাপ কচ্চো কেন সিকি?????????????????????????????????????????????

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন