এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২৪516753
  • আমার বরাবরই মনে হয়েছে এই ""দলতন্ত্র, ঔদ্ধত্য"" ইত্যাদির কারণে বাম সরকারকে সরিয়ে মমতাকে ক্ষমতায় নিয়ে আসা অত্যন্ত ছেঁদো যুক্তি। মমতাকে বাংলায় ক্ষমতায় আসতে হলে ময়ূরপুচ্ছধারী কাকের মত যে সব বামপন্থী ভেক ধরতে হত সেটাতে সম্পুর্ণ মদত যুগিয়েছিল এসইউসি, পিডিএস, গুচ্ছের অতিবাম সংগঠন এবং মানবতাকর্মীর মুখোশধারী প্রাক্তন নকশালরা। এই অতি বুদ্ধিমানদের তাত্বিক সিপিএম বিরোধীতা এবং ঐতিহাসিক কংগ্রেস বিরোধীতার সমাপতন মমতাকে একজন ""প্রকৃত"" কৃষক-দরদী হিসেবে মানুষের কাছে তুলে ধরে। অথচ কয়েকটি ছেঁদো কারণে বাম সরকারের পতন ঘটাতে গিয়ে এই বুদ্ধিমানেরা যে কংগ্রেসের হাত কতটা শক্ত করে ফেলবেন সেটা তাঁরা ভেবে দেখেননি। এখন তো ছুঁচো গেলা হয়েছে - কম করে পাঁচ বছর চুপচাপ বসে থাকুন।

    বিধিসম্মত সতর্কীকরণ: কেউ যেন ধরে নেবেন না যে আমি নন্দীগ্রাম পরবর্তী বাম সরকারের কাজকর্মের সমর্থক।
  • siki | 123.242.248.130 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২৮516756
  • আমার তো পুরো প্যারাগ্রাফটাকেই কেমন ছেঁদো লাগল।

    ব্যক্তিগত মতামত।
  • Bratin | 117.194.103.124 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২৮516755
  • /হারালো
  • Bratin | 117.194.103.124 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২৮516754
  • মানে ছদ্মবেশী বাম রাই বামে দের হারলো। তাই তো? :-))
  • Bratin | 117.194.103.124 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২৯516758
  • ও আচ্ছা!!
  • I | 14.96.132.48 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২৯516757
  • ইন ফ্যাক্ট নন্দীগ্রামও অতি ছেঁদো যুক্তি। চাট্টি নাইভ চাষা কোথায় মরে গ্যালো, তাজ্জন্যে মহান বামফ্রন্ট সরকারের ওপর থেকে ভরসা হারানো রীতিমত, কবি যাকে বলেছেন "পাপ'।
  • I | 14.96.132.48 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৩৩516759
  • চোপ ! পাঁচ বছর ছুঁচো গিলে বসে থাকুন। ততক্ষণ আমরা শীতঘুম দিয়ে নিই। পাঁচ বছর পরে ছুঁচো বের করবার যন্ত্রপাতি নিয়ে এসে গলার ছুঁচো গলা থেকে বের করবো।

    ঊফ ! মানুষের কথা ভাবতে ভাবতে কোমরে বাত ধরে গেলো রে মা ! নাইভ অকৃতজ্ঞ মানুষগুলো যদি সেকথা একবারও বোঝে !
  • siki | 123.242.248.130 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৩৯516760
  • চোপ!

    গণতন্ত্র চলছে।

    পরিবর্তন চলছে।।

    "আজকাল অনেকেই শুনছি আওয়াজ তুলছেন, তারা নাকি এ রকম পরিবর্তন চান নি। তো কী রকম পরিবর্তন চেয়েছিলেন আপনারা? অ্যাঁ? আপনারা যেমন ইচ্ছে তৃণমূলের লোকজনদের মেরে যাবেন, আর আমরা চুপ করে বসে বসে দেখব? অ্যাঁ? যা করছে, আমাদের কর্মীরা ঠিক রাস্তাতেই চলছে।'

    ...

    ...

    ...

    "আমি মুখ্যমন্ত্রী হলেও পাশাপাশি সিপিএমেরও একজন নেতা। নন্দীগ্রামে মাসের পর মাস ধরে সিপিএমের লোকজনদের ওপর যে সব সন্ত্রাস চলছিল, সেগুলো আপনাদের চোখে পড়ে নি? এই অভিযান হওয়া দরকার ছিল। দে হ্যাভ বিন পেইড ব্যাক ইন দা সেম কয়েন।'

    উলুখাগড়ারা, আমরা, পরিবর্তন দেখছি। পরিবর্তন।
  • ppn | 216.52.215.232 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৪১516761
  • কিন্তু জ্যানাগ্যান এত খেপে না থাকলে এই পিডিএস, এসইউসি, প্রাক্তন নকশাল, অতিবাম ইত্যাদি কিছু করতে পারতেন? শিবুদা ও পিটির লেখায় এইসব পরিবর্তনকামী এজেন্টদের সুপারম্যান বানিয়ে দেবার একটা প্রবণতা দেখতে পাচ্ছি।

    হ্যাঁ, এখন ওঁরা কী করবেন অবশ্যই ওঁদের মাথা চুলকে বার করতে হবে। নইলে লোকে আবার বলবে আগের সরকারের মত এই সরকারেরও যাবতীয় কুকর্ম এঁরা চোখ বুজে সয়ে যাচ্ছেন অন্য কিছুর লোভে।
  • vc | 121.241.218.132 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৪৮516763
  • * মাথা চুলকে বের করতে হবে *

    ঠিক, তবে যদি আদৌ বের করতে চান। কে কে চান বলুন তো? যাঁরা পোর্টফোলিও হোল্ডার তাঁরা?
  • ppn | 216.52.215.232 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৫০516764
  • ইউপিতে কং ডোবা এবং বিজেপির প:বঙ্গে পা রাখা নিয়ে অয়নের বক্তব্য বুঝতে পারলাম না।

    আর ইউপিতে কং ডোবা মানেই কি বিজেপির বাড়বাড়ন্ত নাকি? বহুদিন ধরেই তো ওখানে তিন আর চান্নং জায়গার জন্য কং আর বিজেপির মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে।

    আশা করি অয়ন বুঝিয়ে দেবে।
  • Ghanada | 223.223.133.121 | ১০ জানুয়ারি ২০১২ ১৪:২৫516765
  • কোথায় যেন একটা মিটিন হলো গতকাল। বাঘা বাঘা তিনমুল লেতারা সব বক্তিমে রাকলেন।
    আমি সার সংক্ষেপ করে যা পানু:-
    বন্ধুগণ,

    মমতা মমতা মমতা মমতা মমতা মমতা

    শেষে:- মমতা মমতা মমতা মমতা মমতা মমতা
    মদ্যিকানে আপনেরা সব ভরে লিন।
    জ্জীঊও!!!!!!!

  • quark | 14.139.199.1 | ১০ জানুয়ারি ২০১২ ১৪:৪২516766
  • আমি শুনিনি, তবে অন্যখানে জা শুনি তাতে মনে হয়
    মদ্যিখানে

    মমতা মমতা মমতা মমতা
    মমতা মমতা মমতা মমতা
    মমতা মমতা মমতা মমতা
    ..........................
    ...........................

  • Ghanada | 223.223.133.121 | ১০ জানুয়ারি ২০১২ ১৪:৪৯516767
  • মাইরি, কি খ্যামতা! বক্তিমে শুনে গায়ের লোম খাড়া হয়ে ওঠে!
    মনে লয়, গদা হাতে সব শত্রুকে খতম করি।
    অসাম শালা

  • quark | 14.139.199.1 | ১০ জানুয়ারি ২০১২ ১৪:৫২516769
  • ইয়ে, অসুব্য কতা মনে এলো.....নেহাৎ মনে পাপ নেই তাই বলব না।
  • Sibu | 108.23.41.126 | ১০ জানুয়ারি ২০১২ ১৪:৫২516768
  • যা বুঝলাম।

    ১। জ্যানাগ্যান ছুঁউচো গিলেছে। আমরা তাতে তোল্লা দিয়েছি। এখন সিপিএম ছুঁউছো মারছে না কেনূঊঊও! সব শালা সিপিএমের দোষ। সিপিএম ছুঁউচো মেরে দিলে আমঋআ আবার মোমবাতি ধরব।

    ২। আমরা ইরেস্পন্সিবল স্ট্যান্ড নিয়েছিলাম? নিতেই পারি। আমাদের তো কোন জনভিত্তি নাই। আমরা ইরেসপনসিবল কাজকম্মো কল্লেই বা কি? জ্যানাগ্যান তো আর আমাদের কথা শোনে?
  • Sibu | 108.23.41.126 | ১০ জানুয়ারি ২০১২ ১৪:৫৪516770
  • স্মাইলি ভুলে গেছিলাম। :-) :-) :-) :-) :-) :-)
  • a | 125.16.135.194 | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩১516771
  • অপ্পনদা, আমি বলছি ইউপিতে যদি কং ভালো করে, তথা সপার সাথে মিলে সরকারে আসে, তাহলে তিনোমুলের ১৯ জনের সাপোর্ট কেন্দ্রে আর ভাইটাল থাকবে না। তখন মমতা গুটিয়ে যাবে। পন্‌চায়েতে যা প্রফিট করা যায় করে মিটিয়ে নেবে সোনিয়ার সাথে।

    কিন্তু সেটা না হলে, বিজেপি যদি নোজ ahead হয়ে যায় ৫ রাজ্যের নির্বাচনে, তখন কিন্তু দিদি বড় খেলবে, এনডিয়ে বলেই রেখেছে মমতা চিরদিনই ওয়েলকাম।

    এই হল বক্তব্য।
  • umesh | 80.254.147.148 | ১০ জানুয়ারি ২০১২ ১৬:০৩516772
  • এখন প্রায় দিদি বা দিদির ভাই দের মুখে শুনছি যে, দিদি না কি সাত মাসের মধ্যে সব নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে ফেলেছে।
    তাহলে তো কলকাতা অলরেডি লন্ডন হয়ে গেছে!
    কি আনন্দ আকাশে বাতাসে।

  • siki | 123.242.248.130 | ১০ জানুয়ারি ২০১২ ১৬:৩৬516774
  • এক নম্বরটাই তো পালন হয় নি।

    সেই অনিচ্ছুক চারশো একর সিঙ্গুরের ক্ষী হল?
  • quark | 14.139.199.1 | ১০ জানুয়ারি ২০১২ ১৬:৩৯516775
  • এ: সিকি জানে না - সিঙ্গুর, পাহাড় দুটোই সলভ্‌ড!
  • ppn | 202.91.136.71 | ১০ জানুয়ারি ২০১২ ১৬:৫১516776
  • উ:প্রদেশে বিধানসভা নির্বাচনে সপা ভালো করলে তাতে তো লোকসভার সমীকরণ বদলাবে না। রাজ্যসভায় কিছু সুবিধা হতে পারে।

    নাকি এখনো কিছু বুঝছি না?

    আমার অনুমান, মমোদিদি এনডিএতে ভিড়বে না। ওয়েস্ট বেঙ্গলের ভোট ব্যাঙ্কের একটা অংশ ধসে যাবে তালে। সেটা উনি ভালোই জানেন।
  • PT | 203.110.246.230 | ১০ জানুয়ারি ২০১২ ১৭:১১516777
  • বাম সরকারের ওপরে পাবলিক যতই খেপুক না কেন মমতার এই ""কৃষক দরদি"" ইমেজের প্রজেকশন না হলে মমতা ভোটে জিতত কিনা সন্দেহ আছে।

    প্রজেকশনটা যে কত বড় ভুল ছিল সেটা জ্যান্ত পকাবুরা স্বীকার না করলেও, কিষেণজি মারা যাওয়ার আগে নিশ্চয় বুঝেছেন। মহাশ্বেতাদেবীদের সেই বোধোদয় হতে আরো কিছু সময় লাগবে যদিও নবারুণ ভট্টাচার্য প্রায় সেরকম বলে ফেলেছেন ২৪ ঘন্টায়।

    আর শেষ পর্যন্ত দিল্লীর কংগ্রেস সরকারেই হাতই যদি শক্ত করা হল তাহলে প: বঙ্গে কংগ্রেসের পক্ষে সওয়াল করে এক উন্মাদিনীর বদলে তাদের সরকার আনার চেষ্টাই তো যুক্তিযুক্ত হত। নাকি সরাসরি কংগ্রেসের হয়ে কথা বলতে কোন ঐতিহাসিক সমস্যা আছে?
  • umesh | 80.254.147.148 | ১০ জানুয়ারি ২০১২ ১৭:৩০516778
  • দিদি ক্ষমতা তে আসার জন্যে ক্ষতি যায় হয়ে থাকুক, নির্মল আনন্দ কিন্তু বেড়েছে।
    ৪৬ সালে রবি দাদুর গান্ধী কে জুস খাওয়ানো, ডহরবাবু, গতকালে bengal leeds এ খোরাক, সর্বোপরি "সংবাদ প্রতিদিন" এর খোরাক কলম গুলো কি পেতাম, যদি না দিদি ক্ষমতা তে আসতো?
  • Bratin | 117.194.103.68 | ১০ জানুয়ারি ২০১২ ১৯:২১516779
  • তব্বে?? কবি এই জন্যেই বলেছে :' যে কোন খারাপ জিনিসের ই কিছু ভালো দিক আছে' :-))
  • Apu | 117.194.103.68 | ১০ জানুয়ারি ২০১২ ১৯:৩৬516780
  • এই বৃষ্টি দিনে পেঁয়াজী আর মুড়ি। আর কী চাই।?

    তবে সুখের দিন শেষ। কাল থেকে আবার আপিস :-((
  • a | 208.240.243.170 | ১০ জানুয়ারি ২০১২ ২৩:৫৫516781
  • কেন লোকসভায় পাল্টাবে না কেন? সপা তো এখন সাপোর্ট দিচ্ছে না, ইউপি তে সরকার হলে কেন্দ্রেও ঢুকবে তো। তখন সংখ্যার দিক থেকে কং অনেক ভালো জায়গায় থাকবে, দিদি গুটিয়ে যাবে
  • PT | 203.110.243.23 | ১১ জানুয়ারি ২০১২ ১৬:১৬516782
  • এবার রামপুরহাট কলেজের অধ্যক্ষ। ছাত্র ঘেরাও হয়ে মানসিক নির্যাতনের চাপে সংঞ্জাহীন ও হাসপাতালে ভর্তি। দায়ী সেই নাম করতে নেই দলের ছাত্র সংগঠন যারা কিনা বাম সরকার চলে যাওয়ার পরেও ""৩৪ বছরের ট্র্যাডিশন"" ধরে রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

    স্থানীয় তৃ-বিধায়ক জানালেন যে পুরোটাই নাটক। আর বিভাস চক্র গোপাল সেনের হত্যাকান্ড থেকে শুরু করে জানালেন যে নতুন কিছু হচ্ছে না। শুভা জানালেন যে প্রথম শ্রেণী থেকে বাচ্চাদের অধ্যক্ষ ঠ্যাঙানো খারাপ সেটা শেখাতে হবে।
  • ppn | 204.138.240.254 | ১১ জানুয়ারি ২০১২ ১৭:০৬516783
  • অয়ন, ওকে, আমার সপার লোকসভায় শক্তি সম্বন্ধে ধারণা ছিল না।
  • EL d | 220.227.106.153 | ১১ জানুয়ারি ২০১২ ১৭:১৮516785
  • বিভাস বাবুর এইরকম পরিণতি দুর্ভাগ্যজনক ।কিসের লোভে এই তাঁবেদারি ? কি উদ্দেশ্যে উনি এই ভাংচুর-হামলা জাস্টিফাই করছেন?

    মনে হয় তৃণমুলের হয়ে সাফাই গাইতে গাইতে পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছেন

    আদতে উনি ঐ বাকি স্যাম্পেলগুলোর মত এতটা ধান্দাবাজ নন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন