এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 75.76.118.96 | ১২ জানুয়ারি ২০১২ ০৭:৪২516786
  • http://www.anandabazar.com/12bhum1.html

    সত্যি কথা বলি, এ আমরাও করেছি এককালে। মানে এই খবরে যেমন হয়েছে দেখছি। যারা তক্কাতক্কি করছিল তারাই তো জল দিয়েছে চোখে মুখে।
  • pi | 128.231.22.133 | ১২ জানুয়ারি ২০১২ ০৮:৫০516787
  • এই খবরটা পড়ে আমারো তাই মনে হল।

    আর দুর্নীতি বা এরকম কোন ইস্যু নিয়ে অভিযোগ থাকলে ( সেটা সত্যি কি মিথ্যে সেই প্রশ্নে যাচ্ছি না ) তাই নিয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করা যাবেনা ? ঘেরাও বা তর্ক নিয়ে আপত্তি থাকলে কর্তৃপক্ষের কোন সিদ্ধান্তের বিরোধিতা জানানোর উপায় কী হবে ?
    কেবল চিঠি টিঠি দিয়ে প্রতিবাদ জানানো হলে তো অথরিটি অনেকসময় উত্তরই দেন না। এমনি মিটিং ইত্যাদিতেও বা ছাত্রদের বারগেইনিং পাওয়ার কতটা থাকে ? একটা সময়ের পর, দাবী না মিটলে, কী করণীয় ?

    এটা প্রশ্ন হিসেবেই রাখছি। এটাকেই ডিফেন্ড করতে চাইছি, এমন না। এই কেস স্পেসিফিক প্রশ্নও নয়। ইন জেনেরাল, ছাত্রদের দাবীদাওয়া জানানোর পদ্ধতি নিয়ে মতামত চাইছি। লোকজন লিখুক। প:বঙ্গের বাইরের দু তিনটে অভিজ্ঞতা নিয়ে আমিও লিখবো।

    তবে এই কেসট বেশ ঘাঁটা লাগলো। টি এম সি , বা ছা প এর কেউ যায়নি, এরকম কথা আবার বলা হচ্ছে কেন ?
    http://www.bartamanpatrika.com/content/main2.htm
  • aka | 75.76.118.96 | ১২ জানুয়ারি ২০১২ ০৯:১৩516788
  • অথোরিটিকে কোশ্চেন করা কারণে বা অকারণে এই বয়সের ধর্ম, তবে কেলানো না। ঘেরাও ইত্যাদিও ভুলভাল ব্যপার। এককালে করেছি, কিন্তু এখন যখন চুলে পাক ধরছে তখন বুঝতে শুরু করেছি ওসব ভুলভাল। কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ থাকতেই হবে, ছাত্র ইউনিয়নও থাকতেই হবে। আমাদের সময় কলেজে কুকুর তাড়ানো নিয়ে একসময়ে ব্যপক আন্দোলন হয়েছিল (হাসবেন না খুব সিরিয়াস ব্যপার ছিল)। কলেজে কিছু নেড়ি ছিল যারা কিনা কিছু লোকের হেবি পেয়ারের ছিল। সেই নেড়ি, তাদের বাপ মা এবং আমাদের মতন অধিকাংশ নৈর্ব্যক্তিক লোকজনের দিব্যিঅ সহাবস্থান ছিল। হঠাৎ একদিন প্রিন্সির কি মনে হল সেই নেড়িগুলোকে হঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন। প্রথম দিকে বেশ শান্তিপূর্ণ ছিল ব্যপার স্যপার। আস্তে আস্তে প্রিন্সি খচে গিয়ে স্টেটমেন্ট দিলেন কলেজে হয় কুকুর থাকবে নয়ত আমি থাকব। পরের দিন সকাল থেকেই ব্যপার ঘোরাল, প্রিন্সিকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। থাক কলেজে নেড়িই থাক। কিন্তু সবই মোটামুটি শান্তিপূর্ণ। প্রিন্সির গাড়ি পুলিশ নিয়ে ঢুকল, ওদিক থেকে আওয়াজ এল 'অমলকান্তি রোদ্দুর হতে পারে নি/তাই কুকুর তাড়াতে চলেছে/হাল্লা হাল্লা হাল্লা হাল্লা/অমল চলেছে যুদ্ধে'। তখন খুব আমোদ পেয়েছিলাম। এখন মনে করি ভুলই করেছিলাম। পুরোটাই ভুলভাল ব্যপার কিন্তু যে ছাত্ররা এটা করে না তারা নির্মলদাকে এসএফাই কেলানোর পরে তুমুল আন্দোলনও করতে পারে না। কুকুর তাড়ানোর জন্য প্রিন্সিকে হ্যারাস করা থেকে বাঁচাতে গিয়ে ভ্যালিড কারণে ছাত্রদের ভয়েস রেইজ করার প্লাটফর্ম কেড়ে নেওয়া একেবারেই অনুচিত।
  • pi | 128.231.22.133 | ১২ জানুয়ারি ২০১২ ০৯:৩২516789
  • 'জেনুইন' ইস্যু গুলোতে প্রতিবাদের ধরণ কেমন হওয়া উচিত মনে হয়, সেটা জানতে চাইছিলাম। একটা সময়ের পর দাবী না মিটলেও ঘেরাও কি ভুলভাল ?

    বিটিডব্লু, নেড়ি কুত্তার স্লোগানখানি বেশ :) ছাত্রজীবনের স্লোগানপত্তর নিয়ে একটা টই কালেকশন করলে হয় :)
  • bb | 117.213.208.118 | ১২ জানুয়ারি ২০১২ ১০:০১516790
  • এই রকমই তো আশা করা গিয়েছিল। SFI দোষী হলে এই পাই-ই লিংক আর ভিডিওর বন্যা বইয়ে দিতেন।
    আর এখন ঐ দিদির মতই ক্ষমাসুন্দর চোখে- বাচ্চার দোষ করেছ। ভুলে যাবেন না তার আগের দিনই ঐ ভদ্রলোককে বলা হয়েছিল "রায়গঞ্জ করে দেব'। তারপরও ঐ ঘটনাকে অত লঘু করে দেখান যায় না।
    আবার সাফাই হিসাবে বলা হচ্ছে উনি আর্থিক ভাবে সৎ নন। মনে হয় সেটা ছাত্রদের বিচার্য নয়, তার জন্য অন্য কর্তৃপক্ষ আছে।
  • a | 208.240.243.170 | ১২ জানুয়ারি ২০১২ ১০:০৪516791
  • ছাত্র সংসদ থাকা উচিত, কিন্তু সেই সংসদের রাজনৈতিক রং থাকা উচিত নয়। আমি পুরোপুরি মনে করি ছাত্রদের বক্তব্য আর ডিমান্ড নিয়ে বলার ফোরাম থাকা উচিত। কিন্তু তার সাথে রাজনৈতিক দলের কি সম্পর্ক?

    নির্বাচন হোক কে যোগ্য সেই ইস্যুতে, কে কোন দলের সেই বিচারে নয়। আন্দোলন হোক ছাত্রদের দরকার নিয়ে, ফেল করা ছাত্রকে পাশ করিয়ে দেবার দাবিতে নয়।

    আর সত্যি কথা বলতে, ফিসিকাল ভায়োলেন্সের কোন জায়গা নেই। ধর্না, স্ট্রাইক সবই চলতে পারে।
    নিজের এক্ষপিরেন্স থেকে আমার মনে হয়েছে একদিন-দুদিনের বেশি স্ট্রাইক চালানো খুব কঠিন কাজ, ছাত্রদের থেকেই উল্টো দাবি উঠতে শুরু করে।

    তাই ঘেরাও ইত্যাদি হল শর্টকাট ওয়ে অফ গ্লোরি
  • pi | 72.83.83.28 | ১২ জানুয়ারি ২০১২ ১০:৩১516792
  • মাজদিয়ার কোন লিঙ আর ভিডিও দিতে দেখলেন ? :)

    আর ক্ষমাসুন্দর চক্ষে দেখে বল্লাম, বাচ্ছারা করে ফেলেছে ? তাই ?

    আমার পোস্টটা একটু ভাল করে পড়ুন দাদা :)
  • EL d | 220.227.106.153 | ১২ জানুয়ারি ২০১২ ১০:৩৩516793
  • মাজদিয়ার লিংক থাকলে তো দেবেন !
  • pi | 72.83.83.28 | ১২ জানুয়ারি ২০১২ ১০:৪১516794
  • খবরের কাগজে বেরোয়নি বুঝি !! সেকি !! এস এফ আই করলো বলে কাগজগুলো চেপে গ্যালো ? :)

    যাহোক বিবিদা, এবার কিন্তু আমিও ঠোঁট ফোলাবো, এই মহাশ্বেতাদেবী, সুনন্দ সান্যাল এঁরা ঐ ঘটনায় সরকার, প্রশাসন, মুখ্যমন্ত্রীর ভূমিকার নিন্দা করলেন, আপনারা তাই নিয়ে রা ও কাড়লেন না :(((
    এই যদি হত বাম সরকার আর তার বিরুদ্ধে এইসব বলতেন, তাহলে তো এতক্ষণে , শুধু কি লিং আর ভিডিও, আরো কত কিছুর বন্যা বয়ে যেত !! তাই নয় কী ? :(
    খুব ঠোঁট ফোলালুম যাহোক ।
    বহোত না ইনসাফি হ্যায় :((

  • EL d | 220.227.106.153 | ১২ জানুয়ারি ২০১২ ১০:৫৩516526
  • মহাশ্বেতা দেবী- সুনন্দবাবুরা ভোট পরবর্তী হিংসার কোনও নিন্দা করেন নি , লিংকও নেই , কাগজেও বেরোয় নি। গোপনে গোপনে হয়তো করে থাকতে পারেন , জানা সম্ভব হয় নি

    তবে এই শিক্ষাক্ষেত্রে সন্ত্রাসের যদি নিন্দা না করতেন তাহলে ঠোঁটের কিছুটা উপরে চক্ষু বলে যে ইন্দ্রিয়টি আছে তার সবিশেষ লজ্জা হতই
  • Bratin | 122.248.183.1 | ১২ জানুয়ারি ২০১২ ১১:২১516527
  • শিক্ষক, অধ্যক্ষ দের এই আক্রমনের ওপর তীব্র নিন্দা জানালাম। দল বাজী বন্ধ করে অবিলম্বে দোষী দের শস্তি হোক এটা আন্তরিক প্রার্থনা এবং একজন সাধারণ মানুষ হিসাবে মাননীয়া মুখ্যমন্ত্রী র কাছে আমার নুন্যতম দাবি।
  • T | 14.139.128.11 | ১২ জানুয়ারি ২০১২ ১১:৪০516528
  • ছাত্র সংসদের হাত থেকে তাদের পুরো ক্ষমতা কেড়ে নিয়ে, স্রেফ কি কি নিয়ে চিল্লানো যাবে, সেটা নির্দিষ্ট করে দিলেই কলেজে রাজনীতির প্রবেশ বন্ধ হবে। স্টুডেন্ট কাউন্সিল জাতীয় ব্যাপার। আর সেটা না হলে রাজনীতিকে কোনভাবেই আটকানো যাবে না। ছাত্রেরা তো আর সমাজের বাইরে নয়। তো হেইডাই করা উচিত নাকি?
    আই আই এস সি তে যেমন স্টুডেন্ট কাউন্সিল নামক একটি ঠুঁটো জগন্নাথ রয়েছে, যাদের কলচর করা এবং প্রতিমাসের পাঁচ তারিখে কেউ গাড়ি চড়বেন না এই প্রচার করা ছাড়া আর কোনো কাজ নেই। কারণ চিল্লানোর স্কোপটাই নেই। রাজনীতির বা ইউনিয়নের ভূত দেখিয়ে অধিকারটাই হরণ করে নেওয়া হয়েছে। এদিকে ক্যাম্পাসে জল নেই, রাস্তাঘাট খারাপ, রাতবিরেতে খিদে পেলে চাট্টী আনহাইজেনিক জায়গা ভরসা, হোস্টেলে ইন্টারনেট অবধি নেই, সর্বোপরি সোসন তো রয়েছেই। সরকার থেকে স্কলারশিপের টাকা বাড়ালেও বাবুরা সেনেটে দুবার মিটিং ডাকেন। মাঝে মাঝে হাত নিশপিশ করে ওঠে মাইরি।
  • bb | 117.213.208.118 | ১২ জানুয়ারি ২০১২ ১১:৪৫516529
  • পাই, মহাশ্বেতা দেবীর নিন্দার ভাষাটা খেয়াল করেছেন "এই দুষ্টুমি করেনা, এটা পাপ " গোছের। সুনন্দবাবুকে শুনছিলাম আনন্দে, উনি নিন্দা করতে গিয়ে সুভাষ চক্রবর্তী আর করুণাময়ী মোড়ে উনি কি বলেছিলেন এই সব আনছিলেন। মন থেকে নিন্দা করেন নি। বরং কৌশিক সেন অনেক ঘটনানিষ্ঠ ছিলেন।
    ব্যাপারটা হচ্ছে SFI বাTMC বা ছাপু, যেই করুক এই ঘটনা নিন্দনীয়। এইরকম ব্যাপার সমর্থনীয় নয়।
  • pi | 72.83.83.28 | ১২ জানুয়ারি ২০১২ ১১:৪৮516530
  • কে আবার সমর্থন করলো ?
  • bb | 117.213.208.118 | ১২ জানুয়ারি ২০১২ ১১:৫৫516531
  • নিন্দাই বা কে করলেন গুনীজনেরা??
  • PT | 203.110.246.230 | ১২ জানুয়ারি ২০১২ ১২:১৯516532
  • সকল গুণীজনই ""৩৪ বছর"" নিয়ে মাখামাখি করে তারপর ল্যাটাপ্যাটা কিছু একটা বলছেন। শুভা তো মাখাচ্ছেন সব চাইতে বেশী - যেন দিদির ""এটা একটা ছোট্ট ঘটনা"" না বলে ""এটা খুব খারাপ ঘটনা"" বলতে ৩৩ বছরের ট্রেনিং লাগবে!!
  • pi | 128.231.22.133 | ১৩ জানুয়ারি ২০১২ ০৭:২০516533
  • বিবিদা, মহাশ্বেতা দেবী, সুনন্দ সান্যালের বক্তব্য পড়ে নিন্দাই মনে হয়েছে। কেউ 'মন থেকে' নিন্দা করেছেন না করেননি, সেই নিয়ে কি তর্ক হয় ? :)
    কৌশিক সেনের স্টেটমেন্ট শুনিনি, আপনিই বলেছেন যখন ঘটনানিষ্ঠ ছিলেন, তখন নিন্দা করেছেন, ধরে নিচ্ছি।
    বাকিরা নিন্দা না করে থাকলে বা মুখ্যমন্ত্রীর মত ছোট ঘটানা জাতীয় স্টেটমেন্ট দিয়ে থাকলে ( 'ল্যাটাপ্যাটা' স্টেটমেন্ট বলতে ঠিক কোনগুলোকে বলা হচ্ছে জানিনা অবশ্য) সেটা নিন্দনীয়।

    সেতো কিষেণজীর কেসে এঁদের অনেকের বক্তব্যও আমার খুব আপত্তিকর লেগেছিল।

    তবে আশিস বন্দ্যো বাবু তো ভালই ছড়াচ্ছেন।
  • maximin | 59.93.254.52 | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:০৫516534
  • কোন আশিস বন্দ্যো? সি-ইউর এক্স ভিসি?
  • maximin | 59.93.254.52 | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:০৭516535
  • আচ্ছা গুরুকেও কি বুদ্ধিজীবী সম্প্রদায় বলা যায়না?
  • PT | 203.110.246.230 | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:২১516537
  • ""ল্যাটাপ্যাটা"" মানে সারবত্তাহীন কিছু একটা। ভালও না মন্দ না- শুধু বুদ্ধিজীবি প্রমাণ করে মমতাকে না চটিয়ে ভেসে থাকার মত কিছু একটা কথা। সব চাইতে বিমর্ষ হয়েছি বিভাস চক্রর বক্তব্য শুনে।

    আজকে ফুট্‌পাথনিবাসীনি এক প্রসূতি রাস্তায় যমজ সন্তান প্রসব করে মারা গিয়েছেন। কোন সরকারি হাসপাতাল তাকে ভর্তি করেনি। দেখা যাক এবার পকাবুরা দিদিকে স্বাস্থ্যদপ্তর ছাড়ার পরামর্শ দেন নাকি ""৩৪ বছর"" নিয়ে সূর্যকান্তর মুন্ডুপাত করেন!!
  • maximin | 59.93.254.52 | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:৩৮516538
  • পিটি কি সত্যিই মনে করেন এটা একদিনে হয়েছে? আর এও কি মনে করেন যে মমতার বদলে তৃণমূল দলের আর কেউ স্বাস্থ্যমন্ত্রী হলে শুধরে যাবে?
  • maximin | 59.93.254.52 | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:৪১516539
  • সরকারি হাসপাতালের কথা বলছি।
  • PT | 203.110.246.230 | ১৩ জানুয়ারি ২০১২ ১৮:৪৯516540
  • না, অবশ্যই একদিনে হয়নি। স্বাস্থ্যের এই অব্যবস্থাতে আগের সরকারেরও অবদান আছে।

    কিন্তু পরিবর্তনের আগে কোন পরিবর্তনকামী মানুষই মানা তো দূরস্থান, শুনতেও রাজী ছিলেন না যে রাজ্য সরকারের সাথে সাথে কেন্দ্রের নীতিও সমগ্র দেশের (এবং প: বঙ্গের ) মানুষের স্বাস্থ্যের অধোগতির জন্য দায়ী।

    সেই তোল্লাই পেয়ে মমতাও চিল-চিৎকার করে এমন একটা প্রত্যাশার সৃষ্টি করেছিলেন যে তিনি ক্ষমতায় এলে প্রায় যাদুমন্ত্রে সব সমস্যা শুধরে দেবেন। এমনকি তাঁরই দলের মন্ত্রী দিনেশ ত্রিবেদী যখন জানাচ্ছেন যে সারা দেশে ৬ লাখ ডাক্তার এবং ১০ লাখ নার্সের প্রয়োজন তখনও মমতা এবং তাঁর তাঁবেদার পকাবু ও মিডিয়া শুধুমাত্র সুর্যকান্তের মুন্ডুপাত করেছে।

    ভারতের ৪২% শিশু ম্যালি্‌নউট্রিশানে ভোগে কিংবা সারা ভারতে লক্ষ (কোটি?) মানুষ ফুটপাতে থাকে - তার জন্যে তো আর প: বঙ্গের ৩৪ বছরের অপশাসনকে দায়ী করা যাবে না।

    এবারে আশা করা যায় যে মমতার মুখ থেকে সত্যি কথাটা শুনতে পাব যেমন কিনা ধানের দাম বা সারের ভর্তুকির ব্যাপারে শুনতে পেয়েছি।
  • ranjan roy | 59.161.24.139 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:০৯516541
  • গোটা ভারতের অ্যাভারেজ যাই হোক তার মধ্যেই যখন দেখা যাচ্ছে লুরু বা চেন্নাইয়ে অল্প দামে সাধারণ মানুষ ভাল চিকিৎসা পাচ্ছে তাহলে কোলকাতায় বা বঙ্গের অন্যত্র সরকারী হাসপাতালে কেন ভাল চিকিৎসা পাওয়া যাবে না? বুদ্ধ হোন বা মমতা? মমতা কিছু শো-বাজি ছাড়া কিছুই করলেন না। বেসিক ইনফ্রাস্ট্রাকচার নেই , চতুর্থ শ্রেণীর কর্মচারি ইউনিয়নের ভয়াবহ কার্যসংস্কৃতি ( যার উল্লেখ ইন্দো ডাক্তার করেছিলেন) ইত্যাদি নিয়ে কোন স্টেপ নেই।
    কিন্তু কথা হচ্ছে কোলকাতা বা অন্য শহরের হাসপাতালে অব্যবস্থা বাম সরকারের আমল থেকেই চলে আসছে। সেটা কে কী করে অস্বীকার করা যায়?
    অথচ এর মধ্যেই জ্যোতি বসুর ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম প্রয়াত ড: ননী গুহ'র স্থাপিত সল্ট লেকের স্বাস্থ্যকেন্দ্রটিতে কয়েক মাস আগে আমার মা'র চিকিৎসার সময় ডাক্তার থেকে নার্স ও চতুর্থ শ্রেনীর কর্মচারিদের মধ্যে যে দায়িত্ববোধ, সৌজন্য, রোগীদের প্রতি সহমর্মিতা দেখলাম তা অকল্পনীয়। আগেও লিখেছিলাম, অনেকেরই এই অভিজ্ঞতা, ওখানে ক্যাশ কাউন্টারে লাইনে দাঁড়িয়ে অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলে দেখেছি সবাই সমান খুশী।
    প্রসঙ্গত: সেই সময় রাজ্যসভার একজন নামজাদা সিপিএম সদস্য আমার ভাইকে ফোন করে মায়ের শারীরিক অবস্থা জানতে চাইলেন। কথায় কথায় সেন্টারটির গুণ্‌গান করলে সাংসদ বল্লেন-- হ্যাঁ, ওখানে একটি এসইউসি সমর্থক ডাক্তারদের দল কাজ করছে।:))))))
  • pi | 128.231.22.64 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:১৫516542
  • পি টি দা, মমতা যা করছেন, তা যথেষ্ট না এটা বলতে গেলে কিন্তু ৩৪ বছরের ব্‌য়্‌র্‌থতার দায় কেন্দ্রের উপর চাপিয়ে দিলেই চলে না। একই কেন্দ্রীয় সরকারের আওতায় থেকে অনেক রাজ্য অনেক ভাল করেছে। সেটা প: বঙ্গে হয়নি, তার দায় প:বঙ্গ সরকারেরের উপর বর্তায় এই সোজা কথাটা মেনে নিতে আপত্তি কীসের ? এখন না হলে সে দায় এই সর্কারের উপরেও পড়বে।
  • ranjan roy | 59.161.24.139 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:১৮516543
  • বিবি,
    সুনন্দ সান্যালের বক্তব্য মন দিয়ে দুবার দেখেছি। উনি প্রায় রাগে কাঁপছিলেন। শুধু অপরাধীদের শাস্তির কথাই নয়, শাসকদলের কুরুচিকর বক্তব্য নিয়েও বলেছেন। মহাশ্বেতা নিন্দা ছাড়াও এটা বলেছেন যে-- যে রাজনীতি কিছু ছাত্রদের দিয়ে এসব করাচ্ছে সেটাও ভুল রাজনীতি।

    প্রশ্ন দুটো: ছাত্রাঅন্দোলনের প্রকাশের ভঙ্গী কী হবে? ঘেরাও ইত্যাদি বাম বা আমার ছাত্রজমানা থেকেই লেজিটিমেট, কিন্তু গায়ে হাত বা অকথ্য গালিগালজ? প্রিন্সিপাল ঠিক বাঅ ভুল যাঅই হোন।
    আর শিক্ষক বা পঞ্চায়েতের প্রধানদের বিরুদ্ধে, বাম বা ডান, দুর্নীতির অভিযোগ থাকলে তাঁকে ঠ্যাঅঙানো বা অফিস ভাঙচুর? কেন কোন মন্ত্রী জাস্টিফাই করবেন?
  • ppn | 112.133.206.18 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৩৬516544
  • আজ তো সুজাতবাবু মুখ খুলেছেন সরকারি মদতে টিএমসিপির ছেলেপুলের এই বাড়বাড়ন্তের জন্য। অবশ্য বলেছেন আগের জমানার নৈরাজ্যের সাথে কোন তফাৎ রইল না কাজেই পিটির এইবারো ওনার বক্তব্য পছন্দ হবে না মনে হয় (ইন্ডাক্টিভ রিজনিং আবার!)।
  • pi | 128.231.22.64 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৩৮516545
  • প্পন, উনি কি 'মন থেকে' বলেছেন ?
  • ppn | 112.133.206.18 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪০516546
  • এই রে, মুখ দিয়ে বলেছেন তো দেখেছি!
  • aka | 168.26.215.13 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪২516549
  • মুখ ছাড়াও আর কোন কোন জায়গা দিয়ে বলা যায়? (ডি: এটা টেকনিকাল প্রশ্ন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন