এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 14.98.61.203 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:১৪516582
  • অগণিত মা-মাটি-মানুষের কাছে
  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:২০516583
  • Andindeed, theRightISanendangeredcommunityinIndia'sEnglishlanguagemedia.

    Infactifyouputasearchongooglebythephrase 'labourtheoryofvalue' allthetopresultswilltakeyoustraighttoMarx.It'sanothermatterthatlabourtheoryofvaluewasRicardo'stheorynotMarx'stheory.Marxonlymodifiedit.Marx'scontributionwaselsewhere.Troubleis, hardlyanyonereadsDasCapital.
  • | 14.98.61.203 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:২৬516584
  • ব্রেকিং : তিনটি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য রাজ্য মন্ত্রীসভাকে প্রস্তাব পাঠাল রাজ্য স্বরাষ্ট্র দপ্তর

    ১। এ পি ডি আর
    ২। মাতঙ্গিনী মহিলা সমিতি
    ৩। ইউ এস ডি এফ

    সুত্র: কলকাতা টিভি , ২৪ ঘন্টা

  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:৪২516585
  • এগুলো শুধু দিদির ছেলেরাই করবেন না, সমাজ স্তরে স্তরে বিভাজিত হয়ে গেছে। একটা স্তরে আছে শিক্ষিত ছেলে চাকরি করে বাড়িতে বেশি বই নেই, ফেসবুকে দেখল তার বন্ধু এই মুহূর্তে একটি বই পড়ছে, বইয়ের নাম 'আত্মবিভাজনের খেলা' বন্ধুকে জিজ্ঞেস করায় সে ছোট্ট করে বলল নি:সঙ্গ দুপুর আর বইটা যার নেই তার ইচ্ছে করল এক্ষুনি কিনে ফেলি। এখানেও দুটো স্তর হয়ে গেল, সে এবং তার বন্ধু।

    আরেকটা স্তরে ঐ রায়গঞ্জের পাস কোর্সে 'ভর্তি হওয়া' ছেলেরা। যাদের কথা আত্মবিভাজনের খেলা করে বোঝা শুধু ডিফিকাল্টই নয়, না মুমকিন হ্যায়।
  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:৪৭516586
  • ২৪ ঘন্টা ছাড়া আর কেউ বলে নি?
  • | 14.98.61.203 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:৫৫516587
  • লিখলাম তো !

    কলকাতা টিভি
  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:৫৮516588
  • 'রায়গঞ্জ হয়েছে বেশ হয়েছে' এটা তাদেরই মনের কথা, যারা মমতা ব্যানার্জি ভুলভাল কথা বললে উতসব করে। রায়গঞ্জে কী হয়েছে এই লোকেদের তাতে বয়ে গেছে।

    "Thatsheismercurial, pugnaciousandpronetoflyingoffthehandlearewellknown.Infact, itispreciselytheseattributesthatwerewellappreciatedbythepeopleofBengal.Youhadtobesomethingalittleoutoftheordinarytopersevereforthreedecades—throughmanyupsanddowns—inthefightagainstawell-entrenchedandruthlessLeftFront." -- স্বপন দাশগুপ্ত।
  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ২২:৫১516589
  • FulminationsagainstadiscriminatoryCentreformedanimportantpartandparceloftheLeft'sarmoury.Mamata'sbattlesshouldbealsobeseenasanaspectofthatbattle.Thebattletorectifyfederaldistortionsinthepolity.Shehasnotclaimedanyquangojobsforherfavourites.Shehasinitiatedaprincipledbattleforfederalism.
  • PT | 203.110.246.230 | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:১১516590
  • বেচারা স্বপন দাশগুপ্ত! বঙ্গে বিজেপির কাউকে না পেয়ে দিদির শরণাপন্ন হয়েছে।
  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:২২516592
  • স্বপন দাশগুপ্ত বেচারা নন। এই লিং কাল রাতে আমার জামাই দিয়েছে। বর্তমানে সে লরেন্স-বার্কলিতে পোস্টডক্টরাল গবেষনা করে।
  • Netai | 123.238.18.170 | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:২৪516593
  • :)
  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:৩৩516594
  • ব্যাঙের গল্পগুলো পড়ে মনটা বেশ হালকা হয়েছে।
  • ranjan roy | 115.118.242.204 | ১৫ জানুয়ারি ২০১২ ০৯:৩১516595
  • আলোচনা কোন দিকে গড়াচ্ছে কিস্যু বুঝতে পারছি না।
    আমাদের সময়ে( প্রাক-নকশাল দিনগুলোতে) অধ্যক্ষ ঘেরাও হতেন, কিন্তু গায়ে হাত ? ভাবতে পারতাম না। বাকিটা, অর্থাৎ ছাত্রদের মধ্যে বিভিন্ন কলেজে ক্যালাকেলির গল্প-- একদম ব্যাং যা বলেছে।

    আমার হিসেবে সবচেয়ে যা-তা হল যাদবপুর বিদ্যাপীঠের এবং রায়গঞ্জের ঘটনা। বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতাদের প্রত্যক্ষ প্ররোচনায় গুন্ডা দিয়ে ঠ্যাঙানো এবং প্রশাসনের পার্টিগত কোন অ্যাকশান না নেওয়া। পুলিস নিয়ে আর নাই বল্লাম! এরকম আগে হয়েছে বলে আমার জানা নেই।
    এরপরে আসবে মাজদিয়ার ঘটনা।
    এতে কলেজের বাইরের কোন লোক ইনভলভড্‌ নয়। কিছু ছাত্র বাদানুবাদের সময় অধ্যক্ষকে ঠেঙিয়েছে বলে অধ্যক্ষ নিজে নামজদ এফ আই আর করেছেন। পুলিশ আইনানুগ কাজ করেছে। যেটা আদৌ রায়গঞ্জের ক্ষেত্রে করেনি। বরং পুলিশ ও শিক্ষামন্ত্রীর বক্তব্যে গুন্ডারা উৎসাহিত হবে।
    মাজদিয়ার ঘটনাকে সাজানো বলেছেন এস এফ আইয়ের ডাকসাইটে নেতা শুভব্রত। অধ্যক্ষের পাশাপাশি টিএমসি নেতা বসে আছেন দেখা যাচ্ছে। কিন্তু তাতেই ঘটনাটি সাজানো প্রাইমা ফেসি বলা যাচ্ছে না, বড়জোর সন্দেহের উদ্রেক করে। শুভব্রত বলেছেন যে ওনারা আলাদা তদন্ত করে সত্যি ঘটনা জনগণকে জানাবেন, কিন্তু এখনো জানান নি।
    রামপুরহাটের ঘটনা একটু আলাদা।
    অধ্যক্ষ শিক্ষাবিভাগে বা পুলিশে কমপ্লেন না করে প্রেসকে জানালেন যে টিএমসি'র ছাত্ররা ওনাকে রায়গঞ্জের নাম করে ধমকাচ্ছে। উনি কোন ছাত্রের নাম করেন নি। তাতে পরের দিন ওই ইউনিটের কিছু ছাত্র অধ্যক্ষকে গিয়ে জিগায় কেন উনি ওদের ইউনিটের বিরুদ্ধে মিথ্যে প্রেস স্টেটমেন্ট দিয়েছেন! উত্তপ্ত বাদানুবাদের সময় অধ্যক্ষ অজ্ঞান হয়ে পড়েন , তখন সেই ছেলেগুলোই
    ওনার চোখে-মুখে জল দিয়ে চিকিৎসার বন্দোবস্ত করে। কেউ ওনার গায়ে হাত দেয় নি বা অশ্রাব্য গালমন্দ করে নি।
    এই ঘটনায়, অন সেকন্ড থট, আমি আপত্তির কিছু দেখছি না। এটুকু আমাদের সময়েও হত। আমার প্রয়াত দাদা, "" ছেলেটা আবার পালিয়েছে'' টইয়ে লিখেছি যে সিকির চেনা ব্যান্ডেলের নামজাদা স্কুলের হেডমাস্টারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ইনভেস্টিগেট করিয়েছিল ছাত্র ফেডারেশনের নেতা হিসেবেই।
    বরং আমি বুঝতে পারছি না শিবাশিসবাবুর স্ট্যান্ড। উনি এর পর এফ আই আর করলেন টিএমসির বিরুদ্ধে, কিন্তু কোন ছাত্রের নাম না নিয়ে। যদিও উনি নাকি সবাইকেই চেনেন! এটা কি ধরণের ইয়ার্কি! তাহলে পুলিশ কি তদন্ত করবে বা অ্যাকশন নেবে?
    আমার জানার ইচ্ছে যে ওনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আগেই ছিল? নাকি এই ঘটনার পর সাজানো হয়েছে, যেটা আজকাল বড় বেশি দেখা যাচ্ছে।
  • pi | 72.83.83.28 | ১৫ জানুয়ারি ২০১২ ০৯:৫১516596
  • রঞ্জনদার সাথে পুরো ক্ক:। এই রায়গঞ্‌গ আর রামপুরহাট - এই দুটো ঘটনা নিয়ে একেবারে একই ভাবে আপত্তি করতে গেলেই ব্যাপরটা পুরো ঘেঁটে যাবে, এই আলোচনাটা যেমন যাচ্ছে।

    এখন হই চই কেন হচ্ছে বলে অবাক হওয়ার মন্তব্যে অবাক হচ্ছি, যদি এই কেন প্রশ্নটা রায়গঙ্‌জ নিয়েও তোলা হয়।
    অধ্যক্ষকে ধরে পেটানোর চিরপুরাতন ট্র্যাডিশন আছে, বা এরকম হয়েই থাকে, এটা মনে হয়নি, মানা চাপও।

    আবার রামপুরহাট নিয়ে কিন্তু এই প্রশ্নটা ভ্যালিড।
    যদি বলা হয়, এরকম ট্রেন্ড তো এই এখন শুরু হল ( আবাপ সহ আরো অনেক কাজগে রিপোর্টিং এর অনেকটা সেই প্যাটার্নেই) সেটা মানাও চাপ।
  • maximin | 59.93.197.21 | ১৫ জানুয়ারি ২০১২ ১৫:৪১516597
  • স্থানীয় লোকেদের স্বার্থ কি? আমার মনে হয় আর্থিক স্বার্থ। টাকা ভাগাভাগিতে ছাত্ররা কম পায়, লোকাল নেতারা বেশি পায়। ইনফর্মাল-সেকটর ভিত্তিক অর্থনীতি এক বিশেষ প্রকার সমাজব্যাবস্থা তৈরি করছে ক্রমশ।
  • PT | 203.110.243.23 | ১৫ জানুয়ারি ২০১২ ১৯:১৯516599
  • 14 Jan 2012 -- 11:22 P-এর পোস্টিং পড়ে একটু ঘেঁটে গেলাম। স্বপন দাশগুপ্ত কি আপনার জামাইয়ের নাম? তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমার উক্তিটি বিজেপির ধামাধরা ""নিরপেক্ষ"" সাংবাদিক স্বপন দাশগুপ্তের উদ্দেশ্যে ছিল।
  • maximin | 59.93.197.21 | ১৫ জানুয়ারি ২০১২ ১৯:১৯516598
  • টিচার-স্টুডেন্ট সম্পর্কের মূল নির্ধারক হল সিলেবাস। কলেজের সিলেবাস ঠিক করার সময়ে স্কুলের সিলেবাস কীরকম সেটা মাথায় রাখতে হয়। স্কুলের সিলেবাস নিয়ে প্রত্যেকের ভাবনা আলাদা। শিক্ষাক্ষেত্রের নীতি নির্ধারণ করার সময়ে কোনও বিষয়েই কারো সঙ্গে কারো মতে মেলেনা। প্রাইভেট টিউশন তুলে দেওয়ার কথা এখন আর কেউ মন থেকে বলবেন না।

    বাকি রইল সাংস্কৃতিক বিপ্লব, পশ্চিমবাংলার জন্যে আলাদা করে সাংস্কৃতিক বিপ্লবের প্ল্যান। সেই প্ল্যান কেউ নিশ্চয়ই বানাচ্ছে অন্ধকার ঘরে বসে।
  • maximin | 59.93.197.21 | ১৫ জানুয়ারি ২০১২ ২০:৫৩516601
  • সরি পিটি। বাক্য ফর্মেশন ভালো হয়নি বলেই বুঝতে অসুবিধে হয়েছে। বলতে চেয়েছিলাম কিছুসখ্যক শিক্ষিত লোক স্বপন দাশগুপ্তর লেখা পড়েন এবং পড়ার জন্যে লিঙ্কও দেন কাজেই স্বপন দাশগুপ্ত ইজ নো 'বেচারা'।

    কিন্তু এই লেখাটিতে তো বিজেপির প্রশংসা নেই? উল্টোটা আছে।
  • PT | 203.110.243.23 | ১৫ জানুয়ারি ২০১২ ২০:৫৩516600
  • সহকারী প্রধান-শিক্ষককে তৃণমূলী থাপ্পর কি এই ফোরামে আলোচনা-যোগ্য বিষয়? http://www.anandabazar.com/15mur1.html
  • PT | 203.110.243.23 | ১৫ জানুয়ারি ২০১২ ২১:০১516604
  • She has initiated a principled battle for federalism!! বাপরে! স্বপনের লেখায় এইজাতীয় বাক্য আগে কখনও (মানে ৩৪ বছরে) পড়েছি বলে মনে পড়ছে না। ভাগ্যিস মমতা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তাই স্বপনের কলম দিয়ে এই বাক্য বেরোল। তবে principled battle শব্দের গুরুভার স্বপন কবে পিঠ থেকে নামান তার অপেক্ষাতে রইলাম।
  • maximin | 59.93.197.21 | ১৫ জানুয়ারি ২০১২ ২১:০১516603
  • আরে থাপ্পড় তো তৃণমূলের ব্‌র্‌যান্ডমার্ক।
  • maximin | 59.93.197.21 | ১৫ জানুয়ারি ২০১২ ২১:০৬516605
  • জ্যোতি বসুরও প্রশংসা করেছেন -- দি গ্রেট বেঙ্গল কনসেনসাস। প্রসঙ্গত, স্বপন দাশগুপ্তর লেখা আমিও আগে পড়তাম না।
  • prateek | 122.179.34.150 | ১৫ জানুয়ারি ২০১২ ২১:১০516606
  • সুনন্দ কে দত্তরায়,স্বপন দাশগুপ্ত, চন্দন মিত্র, কাঞ্চন গুপ্ত সব আলো করে আছেন পাওনিয়ার :)
  • maximin | 59.93.197.21 | ১৫ জানুয়ারি ২০১২ ২১:১২516607
  • Itcanbeseenasaprincipledbattle, becauseshehasnotclaimedanyambassadorshipsorquangojobsforherfavourites.
  • maximin | 59.93.197.21 | ১৫ জানুয়ারি ২০১২ ২১:১৪516608
  • কিন্তু এদিকে তো কেউ নেই, অশোক মিত্র ছাড়া। প্রভাত পট্টনায়ক বড় বেশি জারগন বলেন। প্‌র্‌যাক্সিস শব্দটা ঘুরে ফিরে আসবেই।
  • Sibu | 108.23.41.126 | ১৫ জানুয়ারি ২০১২ ২১:৩১516609
  • বিজেপির কাউকে না পেয়ে দিদির শরনাপন্ন একজন লোক বেচারা নন, কেন না বার্কলির একজন পোস্ট-ডক্টরাল ফেলো তার লেখা রেফার করেছেন! যুক্তিবিন্যাস বুঝতে অসুবিধা হচ্ছে।

    ডি: এখানে কোন পার্সোনাল রেফারেন্স দেই নি। আমি শুধুই লজিক্যাল ফর্মটা বুঝতে আগ্রহী।
  • maximin | 59.93.197.21 | ১৫ জানুয়ারি ২০১২ ২২:৩৮516610
  • প্রশ্নটা আগে ঠিক করে ফর্মুলেট করুন শিবু। বিজেপির কাউকে না পেয়ে দিদির শরনাপন্ন, কার কথা বলছেন? লোকটির নাম করতে নেই নাকি?
  • Sibu | 108.23.41.126 | ১৫ জানুয়ারি ২০১২ ২২:৫৩516611
  • আরে ন্না, আমি স্বপন দাশগুপ্ত প্রসঙ্গে পিটি ও আপনার এক্সচেঞ্জের থেকে প্রশ্নটা ফর্মুলেট করলাম। আমার প্রশ্নে, যেখানে আমি মূলত: লজিক্যাল স্ট্রাকচারে ইন্টারেস্টেড, সেখানে নামটা আমার ইম্পর্ট্যান্ট মনে হয় নি।
  • maximin | 59.93.197.21 | ১৫ জানুয়ারি ২০১২ ২২:৫৮516612
  • মিস্টার এক্স পেশায় একজন সাংবাদিক। তাঁর দরকার কিছু পাঠক। পাঠক আছে। সো, হি ইজ ডুইং ফাইন।
  • maximin | 59.93.197.21 | ১৫ জানুয়ারি ২০১২ ২৩:০৪516614
  • দিদিকে দরকার কি? দিদি কি ইংরেজি লেখা পড়েন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন