এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.18 | ১৫ জানুয়ারি ২০১২ ২৩:১৪516615
  • সুনন্দবাবুর পলিটিকাল ইনক্লিনেশন নিয়ে সন্দেহ থাকলেও এই লেখাটা ঠিকঠাক।

    http://www.outlookindia.com/article.aspx?279462
  • ppn | 112.133.206.18 | ১৫ জানুয়ারি ২০১২ ২৩:১৬516616
  • এবং এইটাও মোটামুটি ঠিক লিখেছে।

    Mamata’s gameplan :

    - Occupy the Left space by adopting a pro-people stance; ensure that there is no room for Left parties to revive
    - Test local poll waters (like in Murshidabad shortly) on own and try to marginalise the Congress
    - Contest elections in other states but consistently position herself to become a regional satrap
    - Aim to increase Trinamool’s Rajya Sabha numbers to get better bargaining power with Centre
    - Keep channels open with like-minded regional parties and the BJP for the post-2014 poll scenario

  • aka | 75.76.118.96 | ১৬ জানুয়ারি ২০১২ ০০:০৫516617
  • satrap কে আমি বার দুয়েক startup পড়লাম।
  • demba ba | 121.241.218.132 | ১৬ জানুয়ারি ২০১২ ১০:২২516618
  • Date:14 Jan 2012 -- 11:22 PM

    "স্বপন দাশগুপ্ত বেচারা নন। এই লিংটা আমার জামাই দিয়েছে। সে অমুক জায়গায় গবেষণা করে।'

    লিঙ্কটা ম্যাক্সিমিনের জামাই দিয়েছেন এবং তিনি কোথাও পোস্ট ডক্টরাল গবেষণা করেন বলে স্বপন দাশগুপ্ত বেচারা নন - এই যুক্তিটার জন্যে কয়েক শিশি হাজমোলা লাগবে।
  • bb | 122.248.161.59 | ১৬ জানুয়ারি ২০১২ ১১:১৯516619
  • দেম্বা কে ক, মিনিদির লজিক বুঝ তে ব্যর্থ হলাম। সব লেখারই কিছু পাঠক থাকবে।

    স্বপন দাশগুপ্ত চিরকালই বামবিরোধী। তার লেখায় মমতার প্রশংসা থাকতেই পারে।
  • PT | 203.110.243.23 | ১৬ জানুয়ারি ২০১২ ১৩:০৫516620
  • সিপিএমকে তাড়াতে তথাগত রায় মমতাকে সম্পুর্ণ আত্মিক সমর্থন দিয়েছেন। সর্বভারতীয় বিজেপি সিপিএম বিরোধী মোর্চার সমর্থনে প: বঙ্গ থেকে একজন এমপি পেয়েছে। এর পরেও স্বপন দাশগুপ্তও মমতার রজনীতিকে principled battle না লিখে পারেন?
  • PT | 203.110.243.23 | ১৬ জানুয়ারি ২০১২ ১৩:১৭516621
  • pi- এর 14 Jan 2012 -- 12:42 AM-এর পোস্টিং প্রসঙ্গে:

    ""শেষ পোলিও সংক্রমণের খবর মিলিয়াছিল প:বঙ্গের হাওড়া জেলার পাঁচলা জেলাতে।.....উত্তরপ্রদেশ এবং বিহার হইতে এরাজ্যে সংক্রমণের প্রাদূর্ভাব ছিল বেশী। এই দুটি রাজ্য যে টীকাকরণকে যথেষ্ট গুরুত্ব দিয়াছে........তাহার সুফল প:বঙ্গ তথা গোটা দেশ লাভ করিয়াছে।"" http://www.anandabazar.com/16edit2.html

    অর্থাৎ প:বঙ্গে বুদ্ধ বা মমতা যিনিই থাকুন না কেন উত্তরপ্রদেশ বা বিহারের উন্নতি না হলে প: বঙ্গেরও উন্নতি হবেনা।
  • bb | 14.96.36.165 | ১৬ জানুয়ারি ২০১২ ১৭:২০516623
  • *শুধু আমরাই মমতাকে নিয়ে মজা করি :)
  • vc | 121.241.218.132 | ১৬ জানুয়ারি ২০১২ ১৭:৩০516625
  • নিজের পরিবার পরিজনকে নিয়ে গর্ব টর্ব থাকা ভালোই, কিন্তু সেইটেকে যুক্তি বানালে কিস্যু কাজের হয় না।

    কদিন আগে অজিতা মেননের লেখা নিয়ে ম্যাক্সি ম্যাডাম দু:খ পেয়েছিলেন বা হতাশ হয়েছিলেন কারণ এই অজিতার সঙ্গেই তাঁর মায়ের পরিচয় ছিলো।

    আজ দেখি স্বপন দাশগুপ্ত বেচারা নন কারণ ম্যাক্সি ম্যাডামের জামাই - যিনি কিনা কোথাও পোস্ট ডক করেন - তিনি লেখাটা পড়ে লিংক দিয়েছেন।

    কি যুক্তিবিন্যাস!!!
  • vc | 121.241.218.132 | ১৬ জানুয়ারি ২০১২ ১৭:৩৬516626
  • তা আমি লুঙ্গি আর শাড়িকে এক বলাতে সবাই চটে গেলো।
  • ranjan roy | 59.161.31.53 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:২৭516627
  • বিবিকে ধন্যবাদ! লিংক দেখে নির্মল আনন্দ পেলাম। বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তানের কমন বর্ডার আছে জেনে এবং মার্ডার ও বিজনেস এর তুলনা দেখে। এটুকু বুঝলাম ওনার থিংক ট্যাংক যা-তা!
    অমন বক্তিমে দিয়ে ইনভেস্টমেন্ট আনা যায়! বঙ্গের সম্ভাবনাকে সেল করতে পারলেন না। ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কমফোর্ট জোনে খেলতে পারলেন না।
    আর স্বপন দাশগুপ্ত এবং চন্দন মিত্র দুই বর্ষীয়ান সাংবাদিক; স্পষ্টত: দক্ষিণপন্থী ঘরানার। অনেকদিন ধরে। সমস্যা তাতে নয়। সমস্যা ওনার বক্তব্য কতটা বাস্তবসম্মত? সেটা নিয়ে কথা হলে মন্দ হত না।
  • dd | 122.167.17.60 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:৩৭516628
  • চোখ ঠিকরানো হাঁদামী কারো মোনোপলি নয়। বুশদা বা রেগানদাও কিছু কম ছিলেন্না।

    এর আগে লোক দেখিয়ে ঢাক পিটিয়ে হাঁদামী করেছে /করেই যাচ্ছে মায়াবতী, জয়ললিতা,লালু প্রসাদ। নিজের স্ট্যাচু বনাচ্ছে, কয়েক শো কোটি টাকা খরচা করছে মেয়ের বা পাতানো ছেলের বিয়েতে। বোকা বোকা কথার চুড়ান্তো। ত্তো? সো হোয়াট?

    জ্যানগানের কথা শুনুন মশাই। ওটাই ধর্ম। তিনি যদি মানেন তো আপনাকেও মানতে হবে।
  • a | 208.240.243.170 | ১৭ জানুয়ারি ২০১২ ০০:০৭516629
  • মার্ডার আর বিজিনেসের তুলনাটা বোধহয় আমরি ও তার পরে ফিকির স্টেটমেন্টের ভিত্তিতে বলা।

    দিদিকে এবার আইপিএলের অকশনে ডাকলে পারে কিন্তু :)

  • byaang | 122.172.244.80 | ১৭ জানুয়ারি ২০১২ ০৮:০৩516630
  • ইয়ে, যারা বলছিলেন - অধ্যক্ষকে পেটানোর কথা কস্মিনকালেও শুনি নি, ঐ বড়জোর ঘেরাওটেরাও অব্দি, তাদের জন্য এই লিংটা দিয়ে গেলাম। নাহয় আবাপতেই লিখলেন, তাই বলে কি আর শিক্ষক নন, আর শিক্ষক বলেই কি শিক্ষককে পেটানো দেখেও চোখবন্ধ করে থাকবেন! http://www.anandabazar.com/17edit3.html অবিশ্যি আবাপতে লিখেছেন বলে উনি সব কথাই বানিয়ে বানিয়ে লিখেছেন, এক্ষুনি সেটাও হয়তো প্রমাণ হয়ে যাবে! :-)

    বিশেষ করে প্রথম ও দ্বিতীয় প্যারাদুটো পড়তে বলব। এখানে শুধু নমুনা হিসেবে যাদবপুরের কয়েক বছর আগের একটি ঘটনার কথা বলা হয়েছে, তার মানে এই নয় যে অন্য কোনো কলেজে এই ধরণের বা এর থেকেও খারাপ ঘটনা ঘটত না। টিচারদের থাপ্পড়-ধাক্কাটাক্কা মেরেটেরে নাকালের একশেষ করে দিব্যি ইভনিং শোয়ে সিনেমা দেখে বাড়ি ফিরে বলতাম ""কলেজ থেকে সোজা কোচিং ক্লাসে গেছিলাম।'' তবে তখন টিভিচ্যানেলগুলোর হাতে পয়সা কম ছিল, কলেজের বাইরে ওবি ভ্যান দাঁড় করিয়ে রাখাটা অ্যাফোর্ড করতে পারত না।
  • pi | 72.83.83.28 | ১৭ জানুয়ারি ২০১২ ০৮:৫২516631
  • মমতার ঐ ভাষণটা নিয়ে প্রচুর খিল্লি চলছে। চলার মত এলিমেন্ট অবশ্যই আছে। ভূগোল নিয়ে নির্মল আনন্দ। ইংরাজী নিএও চলছে, তবে সেটা নিয়ে খিল্লি করার বিশেষ কারণ দেখিনা। তবে মমতা রেলা নিয়ে বাংলাতেই বলে কোন দোভষী রাখলে অনেক বেশি খুশি হতাম।

    রোলকল আমাদের কাছে হাস্যকর ঠেকছে,তবে তার প্র্যাকটিকাল ইম্প্যাক্ট কেমন হবে জানিনা।

    কিন্তু এই বক্তৃতায়, আমার অন্তত যেটা খুব আপত্তিকর লেগেছে, সেটা হল ঐ চিপ লেবার নিয়ে স্টেটমেন্টটা। লেবার ওয়েজ বাড়ানো নিয়ে যেখানে আন্দোলন হওয়া উচিত, সেখানে এধরণের স্টেটমেন্ট তো বিপজ্জনক !

    এর আগে আরো বেশ কিছু স্টেটমেন্ট এরকম বিপজ্জনক লেগেছে। সেগুলোতে খিল্লির উপাদান ছিল না। পাতি বিপজ্জনক। জঙ্গলমহল নিয়ে স্টেটমেন্টগুলো, মহাশ্বেতাদেবী ঘটনার পরবর্তী বক্ট্রিতায় সেই ঔদ্ধত্য, থেকে থেকেই ছাত্র ছাত্রী সহ নানা জনকে মতপ্রকাশ ইয়ে হুমকি , আর রিসেন্টলি এই এ পি ডি আর টার নিষিদ্ধ করার সিদ্ধান্ত - এক কথায় বিপজ্জনক আর আপত্তিকর।
  • pi | 72.83.83.28 | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:১৫516632
  • স্কটিশের শিক্ষকদের চড় থাপ্পড় মারা হত ?

    যাদবপুরে দেখিনি , শুনিনি। এই আধিকারিকের ঘটনাটা নিয়ে খোঁজ নিতে হবে। তবে সুকান্ত বাবুর ঐ কথার সাথে একমত হতে পারলাম না, যে , ছাত্রদের কিছু বক্তব্য থাকলে তারা ইউনিয়ন ডিঙিয়ে নিজেরাই সরাসরি কর্তৃপক্ষকে রিপোর্ট করত। কোথাও হয়ত হত। তবে যাদবপুরে এরকম কিছু দেখেছি কি ? মনে পড়ছেনা।
    পিনাকীদা, তাতিন , রোকেয়া, অনির্বাণরাও লিখুক।

    তবে, টিচার ও কর্মচারীরা ছাত্রদের কেলিয়েছিলেন, এটা মনে আছে :)
    কেলানি খাওয়া এক বন্ধু এখন এক চ্যানেলের সাংবাদিক। তো পরিবর্তনের পর ইউনিতে চ্যানেলেরই কী এক কাজে গেচে। গিয়ে দেখে তাকে ক্যালানো ব্যক্তিটি এখন পরিবর্তনের বাজারে দল পরিবর্তন করে ফেলেছেন। বন্ধুটিকে দেখে জড়িয়ে ধরে একগাল হেসে বল্লেন, আরে এই তো সব আমাদের বিশ্ববিদ্যালয়ের একেকখানি রত্ন। বন্ধুটি মনে মনে কী বলচিল, বলাই বাহুল্য। চ্যানেলের ক্যামেরা সামনে। মুখে কিছু বলতে পারেনি :)
  • byaang | 122.172.244.80 | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:৩৭516633
  • জান্তামই, এটার অপেক্ষাতেই ছিলাম। কোনোকিছু লিখলেই সেটা কেন লেখা হল সেটা না বুঝে, পিছনের প্রেক্ষাপট টেনে টেনে বের করে, সেটাকে নিয়ে তক্কো চালিয়ে যাওয়া। আজকে একবারও লিখি নি কোন কলেজে হত, স্কটিশে হত এমন কথাও লিখি নি, শুধু বোঝানোর চেষ্টা করেছিলাম, যাদবপুর, শিবপুর, আইএসাই, আইআইটির বাইরেও এই পোড়া রাজ্যে এমন অনেক কলেজে এরকম অনেক কিছু হয়ে আসছে বহুদিন ধরে।
  • byaang | 122.172.244.80 | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:৪৭516634
  • যাগ্গে, আমার বক্তব্য এইটুকুই, শিক্ষক-অধ্যক্ষকে নাকাল করা বা গায়ে হাত তোলার মতন বেশ কিছু ঘটনা আমি নিজের চোখেই দেখেছি। আর সেগুলো দেখার জন্য শুধু নিজের কলেজের প্রিন্সিপালের ঘরের সামনেই বসে থাকতাম এমনটাও নয়। তখন সিটিজেন জার্নালিস্ট বলে কিছু হত না, ক্যামেরাওয়ালা মোবাইল ফোনও হত না, তাই মার খাওয়া দেখার পর খবরের কাগজগুলোর অফিসে গিয়ে প্রমাণ দিয়ে আসতে পারি নি। তাই আমার এত বছর পরে এই ধরণের খবর মেনে নিতে চাপ লাগে না। অন্যদের চাপ কাটানোর জন্য এর থেকে বেশি কিছু করতেও পারি না।
  • pi | 72.83.83.28 | ১৭ জানুয়ারি ২০১২ ১০:০৫516637
  • ওটা প্রশ্ন ছিল। :) পোস্ট পড়ে প্রশ্ন জাগলে তার দায় পোস্টকর্তারও :)
    আর এই প্রশ্নের সরথে কেন লেখা হয়েছে সেটা না বোঝারই কোন কারণ দেখিনা।
  • byaang | 122.172.244.80 | ১৭ জানুয়ারি ২০১২ ১০:১২516638
  • অতএব আমিই ভগবান, আমার জানা-বোঝা-দেখা-শোনার বাইরে যা কিছু ঘাটে চলেছে, তা মিথ্যা-অবাস্তব-গাঁজাখুরি এবং এইসব মিথ্যা-অবাস্তব-গাঁজাখুরিকে সত্যি বলে যারা চালানোর চেষ্টা করছে, সেগুলোকে সত্যি প্রমাণ করার দায় তাদেরই। আমেন।
  • pi | 72.83.83.28 | ১৭ জানুয়ারি ২০১২ ১০:১৬516639
  • এইরকম কোন কথাই আমি আদৌ বলিনি। আমার নিজের দেখা শোনা যাদবউরের কথা লিখেছি মাত্র। সেটা পোস্টটা পড়লেই যে কেউ বুজে্‌হ্‌ত পারবে।
    ঝগড়া করার মুড থাকলে করতে পারো অবশ্য :)
    আমি সে ফাঁদে পা দিচ্ছি না :)
  • byaang | 122.172.244.80 | ১৭ জানুয়ারি ২০১২ ১০:২১516640
  • ইয়েস, আজ হেব্বি মুডে আছি। যখন পা দেওয়াই হল না আমার পাতা ফাঁদে, তখন আর কী করা! তল্পিতল্পা নিয়ে এবার কেটে পড়ি, ও মন , ও ভোলামন .........
  • siki | 122.177.192.89 | ১৭ জানুয়ারি ২০১২ ১০:২৬516641
  • ও ভোলামো-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ন-ন-ন-ন-ন-ন
  • abastab | 61.95.189.252 | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৩৯516642
  • এই যে প্রমাণ, অবাস্তবের।
  • PT | 203.110.243.23 | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৪৪516643
  • চিপ লেবার নিয়ে মমতার বক্তব্যে কেউ কেউ আশ্চর্য হচ্ছেন জেনে আশ্চর্য হলাম। এসইউসি, পিডিএস, নানাবিধ অতিবাম ও প্রাক্তন নকশাল-কাম-মানবাধিকার কর্মী ও মাওব্যথীরা সিপিএমকে খেদানোর জন্য মমতাকে বামপন্থী বানিয়েছে। ময়ূরপুচ্ছধারী কাকের আসল রাজনৈতিক রঙ তো কখনও না কখনো প্রকাশ পাবেই!
  • T | 14.139.128.11 | ১৭ জানুয়ারি ২০১২ ১৪:৩১516644
  • ব্যাঙ কে ক। যাদবপুরের ঘটনাটা মর্মে মর্মে সত্য। ভদ্রলোক বেরিয়ে এসে আম্বাসাডরে উঠেও পরেছিলেন। পালাতে পারেননি। জানলার ফাঁক দিয়ে হাত গলিয়ে উদুম ক্যাল। অরবিন্দভবনের কিছু কর্মীও খেপিয়েছিল ছাত্রদের।
    শিবপুরে ২০০১ বা ২০০২ সালে একজন উচ্চপদস্থ আধিকারিক রাস্তায় দাঁড়িয়ে চড় খেয়েছিলেন, ঐ ঘটনায় যারা জড়িত ছিল তাদের একজন এখন আমার সহপাঠী, তার মুখ থেকেই শোনা।
    হাওড়ায় থাকার সুবাদে বলতে পারি নরসিংহ দত্ত কলেজ ও ডিবি কলেজে এসব হামেশাই হত। এখন কি লেভেলে হয় বলতে পারব না।
  • ranjan roy | 14.97.23.229 | ১৭ জানুয়ারি ২০১২ ১৫:০৯516645
  • ব্যাং,
    এত রেগে গেলে কেন? তোমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে সমৃদ্ধ হচ্ছি। আমি তো নকশালদের মূর্তিভাঙা , বই পোড়ানো পিরিয়ডের সময় বঙ্গের বাইরে তাই জানিনা।হ্যাঁ, ১৯৬৯ পর্য্যন্ত কংগ্রেসী অধ্যাপক, প্রিন্সিপালদের ( তখন অধিকাংশই তাই ছিলেন) গায়ে হাত তোলার কথা ভাবতে পারতাম না। খুব বাজে পড়ালেও না।:)))
    সত্যি কথা বলতে কি গোপাল সেন এর হত্যায় শিউরে উঠেছিলাম।
    আমার কাকা যদুপুরের কেমিক্যাল ইঞ্জি'র ছাত্র ছিলেন। আর এস পি সমর্থক বামপন্থী। উনি বলেছিলেন যে অধ্যাপক সেন ঋষিকল্প লোক ছিলেন। সত্যি-মিথ্যে জানিনা।
    পিটি,
    উঁহু, মমতাকে কেউ শ্রমিক দরদী কৃষক দরদী ভাবে নি। উনি কায়দা করে বামেদের জর্গন ব্যবহার করে তাৎকালিক ফায়দা তুলেছেন।
    প্রশ্ন হল চিপ লেবার প্রশ্নে ওনার বক্তব্যের প্রতিবাদ করার, আশ্চর্য হওয়ার নয়।
  • vc | 121.241.218.132 | ১৭ জানুয়ারি ২০১২ ১৫:১৬516646
  • এই *প্রত্যক্ষ অভিজ্ঞতা*-কে অ্যানেকডোটাল বলা হবে না কেন? একজন তার নিজের *অভিজ্ঞতা* বলছেন, নো প্রুফ, নো উইটনেস, নাথিং। জ্যোতিষের টই স্মরণ করুন।
  • vc | 121.241.218.132 | ১৭ জানুয়ারি ২০১২ ১৫:১৭516648
  • একটা মহল থেকে এই *বহুদিন ধরে হয়ে আসছে* এক্সকিউজটা বেশ জোর গলায় দেওয়া হচ্ছে কিনা...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন