এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২১৬১৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 69.92.143.205 | ১০ আগস্ট ২০১৩ ১১:৫২526186
  • লুরু হলে কোনো অসুবিদে ছিলো না। সবাই বাস্তু মেনে চলেন। মিনিস্টারের ঘর রিনোবেশন হয় জ্যোতিষ মেনে। চীব মিনিস্টার মহা আড়ম্বর করে যজ্ঞ করেন। কোথাও কোনো সমস্যা নেই।কেউ হাসে না বা রাগে না।

    সেন্নাইতে আমাদের কোং'এর সি ই ও সবই মানতেন ও বাস্তু মেনে নিজের চেম্বারের মুখ অন্যদিক করলেন। আপিসের মধ্যেই প্রায় একটা মন্দির আছে সেখানে ফি শুক্কুরবারে মহা চেঁচামিচি করে আদ ঘন্টাটাক পুজো হয়।
  • PT | 213.110.243.23 | ১০ আগস্ট ২০১৩ ১২:০২526187
  • দিদির এই বাস্তু মানা নিয়ে কেউ পোশ্নো করবেন না। তাহলে এক্ষুণি পোস্টিং আসবে সুভাষ চক্কোতির তারাপীঠে আর রেজ্জাক মোল্লর হজ করতে যাওয়া নিয়ে।
  • ম্যাক্সিমিন | 69.93.211.166 | ১০ আগস্ট ২০১৩ ১৩:৪১526188
  • তাতে কি প্রমান হয় আমার বাক্যটি ভুল? আমি বলেছিলাম চাকরির দরখাস্তয় কেউ যদি পিএইচডি লেখে, তাহলে ব্যাপারটা আলাদা হয়। এই বাক্যটি ফলস?

    সেই মামালায় 'সম্ভবতঃ' পবিত্র সরকার জেতেনও। এসব আমি জানি না। আপনিও ভার্ডিক্ট দেখান নি। সে যাই হোক, পবিত্র সরকার আমার আত্মীয়ের মতন। খুব ছোটবেলা থেকে চিনি। যথেষ্ট স্নেহভালোবাসা পেয়েছি। তা সত্বেও সুনন্দ সান্যালের আর্টিকলগুলো পড়েছিলাম মন দিয়ে। ইট ওঅজ অ্যান ইন্টারেস্টিং ডিবেট। ইন্টারেস্টিং ছিল এজন্যে যে পবিত্রবাবুর যোগ্যতা বিষয়ে কারও কোনও সংশয় ছিল না।
  • ম্যাক্সিমিন | 69.93.211.166 | ১০ আগস্ট ২০১৩ ১৩:৫১526189
  • আরেকটা কথা -- 'পিটি বড় ইর‍্যাশনাল' আমি লিখি নি। লিখেছিলাম 'এই ব্যাপারে" ইর‍্যাশনাল। ভালো মনে লিখেছিলাম, বিরক্তি ছিল না। আপ নি ওভার-রি-অ্যাক্ট করেছেন। (আপনার মন্তব্য আগে দেখিনি, আজ দেখলাম।)
  • হতবাক নই, সবাক | 69.93.253.249 | ১০ আগস্ট ২০১৩ ১৭:৫৭526190
  • চমৎকার! হঠাৎ করে একটা লেখা, তাও একই চিন্তার ঘুরে ফিরে একই ঘ্যানঘ্যান পড়ে পড়ে কোনো মন্তব্য। তার জন্য পাক্কা একটা পুরো দিন আর আধখানা রাত্তির ধরে ওই নাম বেনামের শুধুই চর্বিতচর্বণ। পারেনও আপনারা। এখানে গোটা এবং আসল নামের অধিকারী শতকরা কজন আছেন? যাঁরা যাঁরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, তাঁদের মধ্যে একজনের নামই তো গোটা দেখলাম, তাঁর নাম Ishaan, এটাই বা আসল কিনা কে জানাবে? ওনার আবার গোপন তথ্যও অজানা নয়, ভালো। বাকি bb, dd। এঁদের পরিচয় কি? একজন "বাক্য বন্ধনী দেখুন, অসংগঠিত, ভুঁইফোঁড়" বা কিছু বললেন, তা এতে কি বুঝলেন উনি কে জানে; আরেকজন 'ভালো নয়, ভালো নয়' মন্তব্যে নিদান হাঁকলেন। বাকি যাঁরা সমর্থন করলেন, বা মাঝখানে রইলেন, তাঁদেরও কারুর নাম দেখলাম না। কেউ কেউ তো মনে হয়, ক্রমাগত নাম পরিবর্তন করে লিখে চলেছেন। এঁরা কি আপনাদের পরিচিত? তাই কোন শ্লেষ নেই? সন্দেহও নেই? আর কদর্যতার খোঁজও নেই? কিন্তু কদর্য আক্রমণ কোথায় করা হলো? কোন একজন গ্রেপ্তার হোক, বা কোন একজন খুন হোক, দুইয়ের যে কোনটিতেই ঘটনাটি ভালো না মন্দ তা দেখব কি দেখব না, তা নির্ভর করবে গ্রেপ্তার হওয়া ব্যক্তি আগে সি পি এমের পক্ষে বলেছে না বলে নি। না বলে থাকলেই সে মমতাকে এনেছে, সুতরাং এই গ্রেপ্তার সেই কারণেই উপভোগ্য এবং আরও বেশী করে, অন্যদের খোঁচা মারার বড় মশলা হাতে পেলাম। প্রতিটি পোস্টেই প্রায়, সে মমতার বাস্তু মানাতেও প্রচ্ছন্ন ইঙ্গিতসহকারে সুভাষ চক্রবর্তীর তারাপীঠ যাওয়ার উল্লেখ। কিছুটা কম বেশী তো সারাক্ষণই bb করে চলেছেন। ভালো, ভালো, এগুলো কদর্য নয়। এঁরা আসল নামে লিখে চলেছেন, বা একই ছদ্মনামে লিখে চলেছেন। সমৎকা-আ-আ-র!
  • ম্যাক্সিমিন | 69.93.211.166 | ১০ আগস্ট ২০১৩ ১৮:০৮526191
  • ছদ্মনাম ভাবছেন কেন হতবাক? নিজের নামের ইনিশিয়াল হতে পারে। আমারটা অবশ্য ছদ্মনাম।
  • হতবাক নই, সবাক | 69.93.253.249 | ১০ আগস্ট ২০১৩ ১৯:০৪526192
  • হতে পারে, কিন্তু তাঁর ইনিশিয়াল তাঁর অফিসের লোকের জন্য তাঁর পরিচয়। এখানে অজানা অপরিচিত লোকেদের কাছে সেটা কোন অর্থবহন করে না। তাকে ছদ্মনাম ছাড়া কিছু ভাবা যায় কি? কিন্তু সেটা কতটা গুরুত্বপূর্ণ? বক্তব্যটার কোন গুরুত্ব নেই? গুরুত্ব নির্ভর করবে প্রেরকের পরিচিতি ও অ্যাক্সেপ্টিবিলিটির উপর? বা আপনাদের ভাষায় চণ্ডালত্বের উপর? তাই হবে। তাই হোক।
  • skm | 108.199.50.45 | ১০ আগস্ট ২০১৩ ১৯:০৯526193
  • why people argue so much here. ego problem?
  • ranjan roy | 24.99.227.159 | ১০ আগস্ট ২০১৩ ২৩:৫৫526195
  • হতবাক বলতে চাইছেন যে কে কি নামে লিখছে সেটা বিবেচ্য না হয়ে কী বক্তব্য সেটা নিয়ে কথা বলা বা বিতর্ক করাই সমীচীন নয় কি?
    আনার তো কথাটা ঠিকঠাক লাগলো।
  • PT | 213.110.246.230 | ১১ আগস্ট ২০১৩ ১২:২৩526196
  • এবার দেখছি আবাপ-ই ম্যাও-ম্যাও শুরু করল।

    "পাকুড়ের এসপি-কে মেরেছে এ রাজ্যের মাওবাদীরাই" http://www.anandabazar.com/11raj1.html
  • j | 230.227.106.153 | ১২ আগস্ট ২০১৩ ০৯:০৩526197
  • কেরলে সৌর বিদ্যুৎ কেলেংকারি নিয়ে এরকম সলিড আন্দোলন

    http://www.anandabazar.com/12desh4.html

    হ্যাটস অফ

    আর এখানে ? সারদার মত এত কোটি কোটি টাকা তছরুপ নিয়ে একটা বড়সড় কিছু করার দম নেই !
  • শ্রাবণী | 127.239.15.117 | ১২ আগস্ট ২০১৩ ১০:১৪526198
  • রাজদীপ, কেরলে সুস্থ বিরোধিতা ব্যাপারটা আছে, ওই পাঁচ বছর এ পাঁচ বছর ও সিস্টেম হওয়ার ফলে। সমান ভাবে দুপক্ষকেই সুযোগ দিয়ে লোকে পরীক্ষা করছে নিয়মিত।
    কোনো পক্ষই বিরোধীরা আন্দোলনে নামলে গুন্ডা লেলিয়ে অবাধে খুন করতে, ঘর জ্বালিয়ে দিতে পারেনা!
    বাংলায় চৌত্রিশ বছরের পরে এখন বামফ্রন্ট মার খেতে ভুলে গেছিল.......মার যা খাচ্ছে তাতে এখনো ভয় পাওয়ার স্টেজ চলছে, মরীয়া হয়ে ঘুরে দাঁড়ানোর মত অবস্থায় আসেনি, আন্দোলন করবে কোত্থেকে!
    তিনদিন ধরে দিনরাত্রি ঘরে এশিয়ানেট নিউজ চলছে , তাই বলে ফেললাম!:)
    তবু এবারে চান্ডি মরীয়া, নাহলে স্ট্রাইক রুখতে এত কিছুও করা হয়না। ওর দলের ও জোটের লোকেরাও ঠিক সঙ্গে নেই। রমেশকে সি এম করে ড্যামেজ কনট্রোল করতে চেয়েছিল, কিন্তু চান্ডি রাজী হয়নি আর হাই কম্যান্ড চান্ডির সাথ দিয়েছে................মনে হচ্ছে আলটিমেটলি সি এমকে রিজাইন করতে হবে!
    কাল রাতে ত্রিবান্দ্রম এস এফ আইয়ের মিছিল টা পুরো কয়েক কিলোমিটার.............স্কুল কলেজ বন্ধ করে পুলিশ ফোর্সকে রাখা হয়েছে, তার প্রতিবাদে!
  • j | 230.227.106.153 | ১২ আগস্ট ২০১৩ ১০:২৫526199
  • বঙ্গে এরকম না হওয়ার আরও একটা কারণ হল ছাত্রযুব সংগঠনগুলির মাথায় কিছু সখীসফোচলচ্চিত্রচঞ্চরীকে বসিয়ে রাখা !
  • ন্যাড়া | 34.130.58.4 | ১২ আগস্ট ২০১৩ ১০:৫৪526200
  • সে কি! ধুতি-খোলার বিপ্লব আনলেন যে চলচ্চিত্তচঞ্চরী! গুরুতে-ফেসবুক হৈহৈরৈরৈ পড়ে গেল। আমরা যারা ধুতিমালিক প্রতিক্রীয়াশীল, তারা পেছনে পা ঠেকিয়ে পালালাম - সে সব সত্যি বিপ্লব ছিল না? এ মা, আগে বলবেন তো!
  • কৃশানু | 177.124.70.1 | ১২ আগস্ট ২০১৩ ১১:০৪526201
  • এই কম্যুনিটি কিচেনটাই কতবছর দেখিনা।
  • শ্রাবণী | 127.239.15.117 | ১২ আগস্ট ২০১৩ ১১:০৮526202
  • না, রাজদীপ, প্রাণের মায়া ত্যাগ করে আন্দোলন করতে যেতে অনেক কিছু লাগে.......সন্ত্রাসটা ক্যালকুলেটেড এবং এখনো পর্যন্ত সাকসেসফুল........আর ওই এতদিন ধরে ক্ষমতায় থাকলে ছাত্র আন্দোলন টান্দোলন হয়না......যারা কোনো ক্ষমতায় ছিলনা চৌত্রিশ বছরে, সেসব ছাত্র সংগঠনই বা বাংলায় তেমন আন্দোলন করল কোথায়, শুধু নাকে কেঁদেই তো গেল এতকাল.......সেও হয়ত ভয়েই তবে সেটাই, সাহস করে ঝুঁকি নিতে তো যায়নি কেউ কোনোদিন!
    সরকারপক্ষের মদতে মাইলের পর মাইল ছাত্র মিছিল বা আন্দোলন করায় বাহাদুরি কোথায়!
    শেষ কাজটা তো সেই দিদির মত পোড় খাওয়া রাজনীতিকই করতে হল........
    ওসব মুখে বলা, দু চার পাতা লেখা সহজ, মাঠে নেমে করা সেই মনোবল সহজ নয়...........কেরলে এই যে এত ছাত্রছাত্রী কাল পথে, ওরা নামতে পেরেছে এই ভেবে যে অপরপক্ষের গুন্ডা বা পুলিশ ওদের মেরে ফেলতে পারবেনা, খুব ঝুঁকি হবে.....অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু ভয় নেই!
  • dd | 69.92.166.14 | ১২ আগস্ট ২০১৩ ১১:১৪526203
  • হতবাক নেই,সবাককে।
    এখানে প্রায় সবাই নিজস্ব পছন্দের নামে লেখে । নিক বা ছদ্মনাম। সেটা তাদের পাসপোর্টের নাম কিনা তাতে কারুর মাথাব্যাথা নেই।

    এই বহু কচলিত লেবুটির রিসারেকসন হয় যখোন দেখা যায় বিভিন্ন টইতে কিছু লোক যখনই অন্যকে গালি দেবার প্রয়োজন মনে করেন তখনই নিজের প্রচলিত ও পরিচিত নিকের বদলে অন্য একটি নিক ইউস করেন। তখন অনেকেরই মনে হয় (আমারও) এটা গা বাঁচানোর চেষ্টা। অনেকের ভালো লাগে না। আমারও না।

    এটা ও এক্ষপ্লেইন করতে হবে উদাহরন সহযোগে এটা কখনো ভাবি নি।
  • quark | 24.139.199.12 | ১২ আগস্ট ২০১৩ ১২:০৩526204
  • ১৯৯৫-৯৬ সালে প্রেসি পদার্থবিদ্যা বিভাগে অন্ততঃ দুজন ছিলেন যাঁদের বয়স ৩৫ - ৪৫ এর মধ্যে। অ্যাদ্দিন কেবল বুড়ো মাস্টারেরা প্রেসিতে পড়াতেন এইটে সর্বৈব মিথ্যে না হলেও বলার মতো কিসু ব্যাপারও নয়।
  • PT | 213.110.243.23 | ১২ আগস্ট ২০১৩ ১২:২৬526206
  • আর বুড়ো মাস্টার পড়ালেই বা ক্ষতি কি? সোমক কি অমল রায়চৌধুরীর পরিবর্তে কাউকে ভাবতে পারেন?
  • বাহাদুর | 56.23.68.178 | ১২ আগস্ট ২০১৩ ১২:৩৫526207
  • তাহলে এই গানটা dd বাবুকে শোনালাম :-)

  • PM | 233.223.153.25 | ১২ আগস্ট ২০১৩ ১৫:৫৭526208
  • প্রেসিতে মুলতঃ বয়স্করা পড়াতেন এটা হয়্তো ভুল নয়। সরকারী কলেজ গুলো কয়েকটি জোনে বিভক্ত। নিয়ম অনুযায়ী প্রতি জোনে অন্তত একবার করে যেতে হবে ট্রান্সফার নিয়ে। পারিবারীক অভিজ্ঞতা সুত্রে জানি যে বেশীর ভাগ অধ্যাপক চাকরী জীবনের শুরুতে শক্ত জোনগুলো বাছেন যেমন নর্থ বেঙ্গল জোন। কোলকাতা জোনটাকে রেখে দেয় শেষ চাকরী জীবনের জন্য। এই প্রবনতার জন্য নর্থ বেঙ্গল জোন-এ ইয়ং শিক্ষকের ভীড় বেশী আর প্রেসিতে বয়স্ক শিক্ষকের ।
  • ranjan roy | 24.99.116.165 | ১৩ আগস্ট ২০১৩ ০১:৩৩526209
  • শ্রাবণী,
    কেরল ও বঙ্গের সন্দর্ভে আপনার প্রত্যেকটি কথার সঙ্গে সহমত। এই কথাটাই অনেকবার বলতে চেয়েছি, গুছিয়ে বলতে পারিনি।
    গণতান্ত্রিক সংস্কৃতি এইভাবেই কেরলে মজবুত হয়েছে।
    তাই বামপন্থার এই দুর্দিনেও কেরলে বামপন্থীদের শক্তির বিশেষ হেরফের হয় নি।
    তাই অমর্ত্য সেন ও জাঁ দ্রেজ বারবার মডেল হিসেবে কেরলের উদাহরণ দেন।
  • PT | 213.110.246.230 | ১৩ আগস্ট ২০১৩ ০৯:২৪526211
  • নন্দীগ্রামে গুলীচালনায় অভিযুক্ত
    ১) সত্যজিত বন্দ্যো-র ডিআইজি-ট্রেনিং পদে পদোন্নতি হয়েছে
    ২) দেবাশিস বড়ালের কল্কাতা পুলিশের দ্বিতীয় ব্যাটেলিয়নের ডিসি পদে পদোন্নতি হয়েছে
    ৩) তন্ময় রায়চৌধুরীর উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার পদে পদোন্নতি হয়েছে।
    আবাপঃ ১৩/৮/১৩-লিং নেই।

    কৃষি-জমি বাঁচাও "আন্দোলনের" ঢপ দিয়ে কেমন গোটা নন্দীগ্রামকেই ছাগল বানিয়ে দেওয়া হল!!
  • PT | 213.110.246.230 | ১৩ আগস্ট ২০১৩ ০৯:৪১526213
  • ধন্যবাদ!
  • কল্লোল | 125.241.52.191 | ১৩ আগস্ট ২০১৩ ০৯:৪৫526214
  • ঐত্তো। মেলাবেন তিনি মেলাবেন।
    সবচে ভালো পাঁউরুটি আর.......... হুঁ হুঁ
    ঝোলাগুড় নয়, ডিমও নয়......................
    মনীশ গুপ্ত।
  • কল্লোল | 125.244.226.93 | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৪০526217
  • এঃ কেরালার সিপিএমগুলো শেষকালে মমতার মতো মহাকরণ দখল কত্তে গেলো!!!!
    ওদের ধৈর্য ধরা উচিৎ ছিলো। জনগন নইলে ভাববে সিপিএম ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে গেছে। এরা সব পবয়ের কমরেডদের কাছে কিচ্ছু শেখেনি।
  • netai | 131.241.98.225 | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৪৮526218
  • মহাকরন দখল করতে গেছিলো?
    আমি তো শুনেছিলাম চান্ডির ইস্তাফার দাবিতে ধর্না অবরোধ ছিলো। ক্ষমতা দখলের জন্য নয়। সরকার ভেঙে দেওয়ার জন্যও নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন