এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২১৫৭৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | 230.227.106.153 | ১৩ আগস্ট ২০১৩ ১৪:১৯526219
  • ঐ একই হল ... সিপিএম তো আল্টিমেটলি

    যা করবে তাতেই
  • ranjan roy | 24.99.168.107 | ১৩ আগস্ট ২০১৩ ২০:২৮526220
  • অনির্দিষ্টকালের জন্যে সচিবালয় ঘিরে রেখে অবরোধে বসেছে এলডিএফ। রাজ্যসরকার আশংকায় কেন্দ্রীয় বাহিনী ও আধা-সামরিক বাহিনীকে ,যেমন ইন্ডো-টিবেটান বর্ডার ফোর্স নামিয়েছে।
    বামেরা মুখ্যমন্ত্রীর পাঠানো তদন্ত ও আলোচনার প্রস্তাব মেনে অবরোধ তুলতে রাজি হন নি। ওঁরা সোজা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন।
    এই পরিস্থিতির যে যেমন ব্যাখ্যা করেন।
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ আগস্ট ২০১৩ ২২:৪৫526221
  • কল্লোলদা ব্যজস্তুতি করেছে। লোকে বুঝলো না কেন? কল্লোলদার বক্তব্য হোলো পশ্চিমবঙ্গে-ও এইরকম দীর্ঘমেয়াদী অ অবজেক্টিভ আন্দোলন করা উচিত, চুপচাপ বসে না থেকে। আমি যদি ঠিক বুঝে থাকি।
    সেক্ষেত্রে এটাও বলব, রাজদীপদার কথা শুনে মনে হল,
    'ঐ একই হল। ব্যজস্তুতি বা নিন্দা। কল্লোলদা তো আল্টিমেটলি।
    নিন্দাই করবে'
    :-)
  • কল্লোল | 125.241.8.75 | ১৩ আগস্ট ২০১৩ ২৩:১৫526222
  • কৃশানু। সিপিএম তো দূর সিপিএমের সাপোর্টার হলেও যে এতো এক্ষপ্লেইন উইদ রেফারেন্স টু দি কনটেস্ট করতে হয় জানতুম না। কি সব দিন্কাল পড়লো।
    কেরালায় কেলেঙ্কারীতে মহাকরন অবরোধ হয়, এখানে সারদা কেলেঙ্কারী ও সুদীপ্ত হত্যাতেও কিসুই হয় না। অবশ্য এখানে মহাকরন অবরোধ কল্লেই নিজের থুতু নিজেকে চাটতে হবে যে!!
  • pi | 172.129.44.87 | ১৩ আগস্ট ২০১৩ ২৩:৩৭526223
  • সারদার আপডেট কী ?
  • j | 230.227.106.153 | ১৪ আগস্ট ২০১৩ ১০:০৫526224
  • যাক আরো একটা অ্যাসাইনমেন্ট , ভাব সম্প্রসারণটা আরেকবার শিখে নিতে হবে

    "মমতার মতো মহাকরণ দখল কত্তে গেলো" র মানে হল ব্যজস্তুতি .... তা ভাল .. ভাল হয়ে থাকাই ভাল
  • কল্লোল | 125.242.223.225 | ১৪ আগস্ট ২০১৩ ১২:৩৮526225
  • এই খেলে যাঃ।
    পুরোটা ভালো না। আমি কেরালার সিপিএমকে ভালো আর পবর সিপিএমকে অখাইদ্য বলেছি।
    ওফ, আর পারিনা - তুলে নে মা।
  • কৃশানু | 177.124.70.1 | ১৪ আগস্ট ২০১৩ ১২:৫২526226
  • উফ, রাজদীপদা সত্যিই জ্বালালে।
    'এঃ কেরালার সিপিএমগুলো শেষকালে মমতার মতো মহাকরণ দখল কত্তে গেলো!!!!
    ওদের ধৈর্য ধরা উচিৎ ছিলো। জনগন নইলে ভাববে সিপিএম ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে গেছে। এরা সব পবয়ের কমরেডদের কাছে কিচ্ছু শেখেনি।' - এটা যেন একজন পব এর অলস সিপিয়েম এর কেউ বলছে। কল্লোলদা সেটাই খিল্লি করছেন।
    যা হোক, যে যেটা বুঝেছেন বুঝুন, আমার মত পাবলিকদের পিঠ বাঁচানোর ইচ্ছেই প:ব:র সিপিএম এর অবক্ষয়ের কারণ। খালি নেতাদের দোষ দিয়েও তো লাভ নেই।
  • বি বর্তন | 69.93.195.235 | ১৪ আগস্ট ২০১৩ ১৮:১১526228
  • "ভোর হচ্ছে, আলো ফুটছে..." - আধুনিক

    পাখি এক্‌ বলে দ্যাখ্‌ রাতি পোহাইঞ্ছে !
    কালনে কুস্‌সুম্‌কলি একখান্‌ ফুটাইঞ্ছে ! - আঞ্চলিক
  • ranjan roy | 24.99.139.19 | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৩৯526229
  • ঝগড়া বন্ধ করুন, কেরালায় মহাকরণের অনির্দিষ্ট কালের জন্যে ঘোষিত অবরোধ একদিনের পরই তুলে নেওয়া হয়েছে। চ্যান্ডি পদত্যাগ করেন নি, কিন্তু প্রথম দিনের মতই জুডিশিয়াল এনকোয়ারি করবেন বলে আশ্বাস দিয়েছেন। ব্যস্‌।
    এদিকে কংগ্রেসিরা ফুট কাটছে--- যে পিনারাই বিজয়নের বিরুদ্ধে এনকোয়ারির অর্ডার তৎকালীন সিপিএম মুখ্যমন্ত্রী অচ্যুতনন্দন দিয়েছিলেন সেই বিজয়ন কী করে দুর্নীতি নিয়ে অবরোধের সামনের সারিতে থাকেন?
    সে যাহোক, আপাততঃ শান্তি। কিন্তু জিনিসপত্রের দাম বাড়া ইত্যাদি প্রশ্নে সিপিএম কেরালায় আন্দোলনের বিস্তার করবে বলে খবর।
    বঙ্গেও হোক মা!
    টম্যাটো ৫০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা ! আর যে পারিনা। পোড়াকপালে বেগুন-পোড়া খাওয়াও জুটছে না!
    রিটায়ার করে এদিন দেখবো ভাবিনিঃ)))
  • PT | 213.110.243.23 | ১৪ আগস্ট ২০১৩ ১৯:০১526230
  • অনেকদিন দিদি সাঙ্গ-পাঙ্গ নিয়ে গড়িয়াহাট বা মাণিকতলা বাজারে মর্ণিং-ওয়াক করতে যাননি-তাইত প্যাঁজের এত পেঁয়াজি হয়েছে। কিন্তু বেগুন-পোড়া খেতে তো প্রথমে বেগুন চাই....... সে মুখ্পোড়া কত দামে বিকোচ্ছে?
  • PT | 213.110.243.23 | ১৪ আগস্ট ২০১৩ ১৯:০২526231
  • *মুখপোড়া
  • ranjan roy | 24.99.139.19 | ১৪ আগস্ট ২০১৩ ১৯:০৭526232
  • পিটি,
    ওই বাইগন বা প্রিয়তমা চল্লিশ-পঞ্চাশের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। যদি রাজপুর বাজারে যাই হয়ত দশ-পাঁচটাকা কম হবে। কিন্তু একা মানুষের জন্যে অদ্দূর যাওয়া ঝকমারি!
  • PT | 213.110.243.23 | ১৪ আগস্ট ২০১৩ ১৯:৪১526233
  • তবে তো দেখছি প্রহ্লাদ জ্ঞানীর মত হাওয়া খেয়েই বাঁচতে হবেঃ
    http://en.wikipedia.org/wiki/Prahlad_Jani
  • s | 182.0.249.87 | ২৩ আগস্ট ২০১৩ ০০:০৬526234
  • আবাপ বনাম এই সময়।
    আবাপের খবর ২২শে অগস্টঃ
    সাড়া দিল না জনতা, সঞ্চয় প্রকল্প নিয়ে সংশয়ী রাজ্যই

    রাজ্যের নিজস্ব সঞ্চয় প্রকল্প। সুদের হার কম হলেও টাকা ফেরতের একশো শতাংশ নিশ্চয়তা।
    সারদা-কাণ্ডের প্রেক্ষাপটে মূলত এই অভিপ্রায়ের কথা জানিয়ে সরকারের তরফে সঞ্চয় প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা মাস চারেক আগের ঘটনা। কিন্তু আমজনতার দিক থেকে বিশেষ ইতিবাচক সাড়া না-মেলায় ও নিয়ম-বিধির জটিলতায় এখন আর এ নিয়ে উচ্চবাচ্য করছে না রাজ্যের অর্থ দফতর। বস্তুত অর্থলগ্নি সংস্থার নানাবিধ অবৈধ কারবারের মোকাবিলায় এমন প্রকল্প আদৌ কার্যকরী কি না, অর্থ-কর্তাদের একাংশও সে ব্যাপারে সন্দিহান। ওঁদের কথায়, “যেখানে খোদ কেন্দ্রের ডাকঘর স্বল্প সঞ্চয় প্রকল্প মজুত, সেখানে রাজ্যের এ হেন উদ্যোগ সাফল্যের মুখ দেখবে, এটা হলফ করে বলা যায় না।”

    এই সময়ের খবর ২২শে অগ্স্টঃ
    আমানত বাড়ছে রাজ্যে, সাফল্যের হাসি মমতা সরকারের
    শাপে বর সারদাকান্ড, ভরসা ফের ডাকঘরেই
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5866&boxid=2363203

    গ্লাস খালি না ভরতি।
  • pi | 118.22.237.164 | ২৩ আগস্ট ২০১৩ ০৩:০৩526235
  • The labour department has managed to trace about 10,000 acres across the state which have been lying idle for long.
    Several industrial units, which were located on these plots, were closed down years ago and the state now wants to get hold of the plots. Most of these plots were leased out for industry.
    The state land department is in search of plots for its land bank for setting up industries. Often, the officials are unable to showcase the available land to industrialists. So, the labour department will be submitting its report to the land department, so that these plots can change hands for setting up industries.
    More than 100 acres were found at Belur, while another big plot of 1100 acres could be traced at Goaltore in Midnapore (west). Most of the plots are lying in North 24-Parganas, Hooghly and Howrah.
    The state government is trying to scout for plots near the city, as industrialists are keen on plots around the city for easy communication. The state government is also pushing industries in backward areas like Bankura and Purulia and for that it has announced special incentives for the investors.

    http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIKM%2F2013%2F08%2F22&PageLabel=4&EntityId=Ar00404&ViewMode=HTML
  • PT | 213.110.246.230 | ২৩ আগস্ট ২০১৩ ০৭:৪৫526236
  • .....scout for plots near the city, as industrialists are keen on plots around the city for easy communication.............industries in backward areas like Bankura and Purulia and for that it has announced SPECIAL INCENTIVES for the investors.

    হুঁ, হুঁ বোধোদয়!!- ক্রমে ক্রমে হইতেছে!!
  • cb | 209.67.203.141 | ২৩ আগস্ট ২০১৩ ২০:১৩526237
  • Name: cm

    IP Address : 127.193.47.201 (*) Date:23 Aug 2013 -- 08:06 PM

    http://www.anandabazar.com/23raj1.html
    "সেখানে খুনের মামলার প্রধান অভিযুক্তদের পুলিশ নিজের হেফাজতে নিতে না-চাওয়ায় পুলিশি ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ বিচারপতির কথায়, “পঞ্চায়েত নির্বাচনের পরে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অনেক মামলা হচ্ছে। সেগুলি পর্যবেক্ষণ করে আমার মনে হয়েছে, পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করছে না। তারা কাজ করছে রাজনৈতিক দলের রং দেখে। ঝান্ডা দেখে।” বিচারপতির বক্তব্যঃ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, অভিযোগ গুরুতর না-হলেও পুলিশ মূল অভিযুক্তদের নিজের হেফাজতে নিচ্ছে। আবার খুনের মামলার অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর আর্জি জানাচ্ছে, পুলিশি হেফাজত চাওয়া হচ্ছে না। “সব ক্ষেত্রে পুলিশ একই রকম ভূমিকা পালন করছে না। এটা বন্ধ হওয়া দরকার।” মন্তব্য করেছেন বিচারপতি।"
  • cm | 127.97.159.39 | ৩০ আগস্ট ২০১৩ ১৩:০৩526242
  • যারা এদের থেকে অন্যকিছু প্রত্যাশা করেছিলেন তাদের জন্য সমবেদনা রইল।
  • cb | 99.231.124.164 | ৩১ আগস্ট ২০১৩ ১৩:৫৭526243
  • http://www.anandabazar.com/31edit1.html

    " বস্তুত, ইতিহাসের অভিশাপে এবং বামফ্রন্টের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গে জমির মালিকানা এমনই বহুখণ্ডিত ও বর্গা-কণ্টকিত যে......"

    ভূমি সংস্কার করে বামেরা সর্বনাশ করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের :(
  • cm | 127.193.42.102 | ৩১ আগস্ট ২০১৩ ১৭:৩৯526245
  • আরো একটা মাখন লিঙ্ক ছিল। দিয়াই দি যদি কেউ মিস কইর‌্যা থাকেন।
    http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIKM/2013/08/31&PageLabel=7&EntityId=Ar00700&ViewMode=HTML
    "In his August 17 complaint, Nazrul had accused Mamata, chief secretary Sanjay Mitra, home secretary Basudeb Banerjee and DGP Naparajit Mukherjee of criminal intimidation, causing mental agony, denying him promotion, disallowing leave, bugging communication lines and causing criminal intimidation to his family members. "
    "His thick complaint papers contain the most stringent of criminal sections, including Sections 166, 167 (preparing incorrect document by a public servant for injuring someone), 218, 463, 464, 465, 466 and 471 (using a forged document as genuine) of the IPC. "
  • শিল্পবান্ধবী | 103.115.84.195 | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪০526247
  • আপনাদের কান্ডজ্ঞান দেখিয়া অবাক হইতে হয়। হীরক রানীর রাজ্যে সামান্য একটু টুকলি হইয়াছে, দুএক্জন শিক্ষককে দুএক ঘা দেওয়া হইয়াছে, তাহাতে এতো গোল করিবার কী হইল? টুকলি করা, চোতা বানানো, এসব যে অতি শ্রমনিবিড় শিল্প তাহা কি আপনারা একেবারেই ভুলিয়া গেলেন? আর কে না জানে যে হীরক রানী এক্ষণে নিবিড় শিল্পবান্ধব (ইয়ে, শিল্পবান্ধবী?) হইয়া উঠিয়াছেন?
  • j | 230.227.106.153 | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩২526248
  • Date:31 Aug 2013 -- 01:57 PM এ উল্লিখিত আবাপ সম্পাদকীয় পড়ে মন ভরে গেল !

    এক্কেবারে পুরোনো মেজাজে ট্র্যাডিশনাল কংগ্রেসী জোতদার বাড়ির বোন চায়না কাপে চায়ের সঙ্গত সকালের আনন্দবাজার !

    আহা এই না হলে রাজার কাগজ .... যত ছাপে তত মঙ্গল
  • রানী | 56.23.68.178 | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৯526249
  • রাজার কাগজ পড়িতে হয়, না হইলে পিছাইয়া পড়িতে হয়।
  • PT | 213.110.246.230 | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৪526251
  • ইমামভাতা "অসাংবিধানিক ও বেআইনী"ঃ কলকাতা হাইকোর্ট।
  • cm | 37.56.242.252 | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৭526252
  • সে হোক মাথার ঘোমটা বেআইনি না হলেই হয়। এতে টুপিও দেওয়া যাবে আর পয়সাও খরচা হবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন