এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২১৪৫৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 132.168.115.5 | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩০526386
  • পিটি,
    আমি তো বলছি-- সিপিএম কখ্নও কোন ভুল করতে পারেনা।
    ভুল করে জনগণ! ভুল বোঝে।
    সিপিএম একটাই ভুল করে--- মাঝে মাঝে জনগণকে ঠিক মত বোঝাতে পারে না। ফলে নেপোয় দই মারে।
    আর মার্কিন সাম্রাজ্যবাদও কোন ভুল করে না। ওরা ঠিক জানে ওদের আসল শত্রু কে! তাই হাত ধুয়ে সিপিএম এর পেছনে লাগে।

    আর আপনি সিআইয়ের যে ডকু দেখালেন সেটা সিপিএম ষাট সালেই জানত। তাই এটা নিয়ে "নন্দন" পত্রিকায় গল্প লেখা হল আর গণনাট্য সংঘ সুপার-ডুপার হিট নাটক নামালো।নাম "মুক্তির অন্তরালে"; ১৯৬৮ -৭০ প্রচূর শো।
    আজও লাস্ট সীনে গুপ্তঘাতকের ছুরি খেয়ে শেষ মুহূর্তে নায়কের প্রিয়তমার কাছে আবেদন কানে বাজে--- " কীপ দ্য ফ্ল্যাগ ফ্লায়িইং, এমিলি!"
  • PM | 233.223.157.7 | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৩526387
  • বলেন কি ??? সিপিয়েমের কোনো দোষ নেই!!!! আপানাদের লেখাপত্তর পড়ে এখন মাথায় কাগে পটি করলেও মনে হয় সিপিয়েমের-ই চক্রান্ত।
  • PT | 213.110.246.230 | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫২526388
  • আমি কোন ডকু দেখাইনি।
  • sm | 122.79.36.80 | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৯526389
  • দেখুন LCM এর দুটো পোস্ট পড়লে বোঝা যায় কংগ্রেস এমন সরেস মাল, যাকে আমেরিকা/রাশিয়া দুটো বিদেশী শক্তি ই সাহায্য করেছে। অথচ্য cpm /সিপিআই গত ৫০ বছর ধরে রাশিয়া গুনগান করলে ও কোনো স্নেহাশীর্বাদ পায় নি। বড় অবিচার হয়েছে তাই না ! এতদসত্বেও ৩৪ বছর টিকে থাকা চাট্টিখানি কথা নয়। সুতরাং এগিয়ে চলুন কমরেডস ।
    সত্যের জয় হবেই একদিন।
  • র‌্যাগিং | 192.64.219.63 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৫526390
  • হীরকরাণীর দলের ছাত্ররাও এই র‌্যাগিং সাপোটকারী পেচ্ছাব পায়খানা বন্ধকারী ফেট্সুর তুলনায় হাজার গুণে ভালো

    শাস্তি প্রত্যাহারের দাবিতে ঘেরাও উপাচার্য
    র‌্যাগিংয়ে অভিযুক্ত দুই ছাত্রের শাস্তি প্রত্যাহারের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারকে প্রায় ২৪ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছে ইঞ্জিনিয়ারিং এবং কলা বিভাগের ছাত্ররা। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্ত ওই দুই ছাত্রের শাস্তি মুকুব করতে হবে ও তাদের পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে। এই দাবিতে তারা ক্লাস বয়কটও শুরু করেছে। ফলে কার্যত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শিকেয় উঠেছে। কিন্তু উপাচার্যের স্পষ্ট বক্তব্য, অভিযোগ এসেছে ইউজিসির তরফ থেকে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে অভিযুক্ত ছাত্ররা দোষী প্রমাণিত হয়েছে। ফলে শাস্তি প্রত্যাহারের কোনও প্রশ্ন নেই।
  • pi | 118.22.231.245 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫৫526392
  • আরেকজন জানিয়েছেনঃ 'Two students are being expelled for one semester charged with ragging. If we just look into the matter closely we will see that the incident which they are calling "ragging" is not ragging at all and all the decisions were taken without informing the anti ragging cell and these students are surprisingly charged with false ragging case.
    Consequently, another issue came up, a girl called Rini from the Pharmacy department was sexually harassed and was mentally tortured by threatening her to show some of her nude pictures in public forum and spreading it social media sites. Sexual Harassment Cell was informed but no action has been taken.
    The common point between two issues is that inefficiency of the whole system has come up. Proper investigation was not done in both the cases. One, where the accused was supposed to be punished (Pharmacy case) has still not been punished, another where the boys are being charged with false "ragging" case. People are saying the two issues are contradicting and yes it is, but both the cases have brought up sheer negligence and inefficiency of the system in Jadavpur University.
    WE DEMAND JUSTICE. WE DEMAND PROPER INVESTIGATION AND REVIEW OF BOTH THE CASES....'
  • s | 182.0.249.87 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২৮526393
  • কি আর বলব। ফেসবুকে এর সাপোর্টের কথাবার্তা শুনে ফেটসুকে ন্যাকাচৈতন্য ছাড়া আর কিছু বলার নেই।
  • kc | 188.61.96.29 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৮526395
  • ফেটসু তো বরাবরই এরকম ন্যাকাচৈতন। র‌্যাগিং এর কোনও শাস্তি ঘোষনা হলেই তার বিরোধিতা করা, সিসিটিভি লাগানোর বিরোধিতা করা। অনেক কাল আগে দুবার একই সাবজেক্টে সাপ্লি পেলে ইয়ারব্যাকে হওয়ার নিয়ম হলে তার বিরোধিতা করা, মন্ডল কমিশনের বিরোধিতা করা, আর গ্রেড কার্ডের কপি পোড়ানো, এসবই তো করে। পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা কমই করে। বেসিক্যালি ল্যাদখোর।
  • T | 24.139.128.15 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৩526396
  • এইবার রেজিস্ট্রারের অ্যাম্বাসাডারের ভেতর ঢুকে পড়ে চড় থাপ্পড় মারে নি? না হ'লে খুবই দুঃখজনক। ফেটসুর ঐতিহ্যের সাথে খাপ খাচ্ছে না।
    তবে মনে হয় ক্লাস করে আসলে বোর হয়ে গেছে। কাঁহাতক আর টিটিই বা খেলা যায়। তাই একটু অন্য স্বাদ। একটু শির ফুলিয়ে 'লড়াই লড়াই লড়াই চাই'। পুজোর আগে বেশ মজাদার জমাটি নাটক। কাল টিভি চ্যানেলের ইন্টারভিউয়ে একজন বীরপুরুষ বললেন কর্তৃপক্ষ নাকি যখন তখন যে কাউকে টার্গেট করছেন। পিত্তৃপ্রতিম এঁরা এমন কাজ করছেন দেখে উনি খুব মর্মাহত। যাকে তাকে নাকি মিথ্যে র‍্যাগিং এর মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। মহাপুরুষটির এমন কথা কি আর অস্বীকার করা যায়! হাজার হোক ছাত্র। এরই মধ্যে কলা বিভাগের জনতাও আন্দোলনে যোগ দিয়েছে। আর কি চাই! নিশ্চিত ভাবেই এ লড়াই সম্মিলিত রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে। উপাচার্য তো নয়, যেন স্বয়ং সি আই এ কেজিবি বা মোশাদ। ফলে লড়াই করে বাঁচা ছাড়া উপায় নেই। কমরেডরা হাতে হাতে ব্যারিকেড গড়েছেন। অরবিন্দ ভবনের ছাদে স্বয়ং দন্ডবায়স উপস্থিত। কেউ একটু ঝিমিয়ে পড়লে গিয়ে ঠুকরে দিচ্ছেন।

    মাঝখানে আজ যে সমস্ত কোম্পানীর আসার কথা ছিল ক্যাম্পাসিং এর জন্য, তারা আসছে না।
  • T | 24.139.128.15 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৫526397
  • ইশ্‌, বানান ভুল।
  • Ben Arfa | 131.241.218.132 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৬526398
  • কালও তো শুনে এলাম আজ তিনটে কোম্পানির আসার কথা! সোমবার আমাদের যাওয়ার কথা আছে।

    কাগজে দেখলাম ফেটসুর যে ছেলেটা ইসিতে শাস্তির সিদ্ধান্ত মেনেছিলো সে শাস্তি বন্ধের আন্দোলনের পুরোধা! অবিশ্যি যে দু বছর ফেটসু-কে দেখেছি তখনও একই ছিলো।
  • PM | 233.223.158.124 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৩526399
  • এদিকে আবাপ বলছে বিনিয়োগ আর চাকরীতে হীরক রাজ্য ভেসে যাচ্ছে সে ব্যাপারে কারুর কোনো হেলদোল নেই গো--

    http://www.anandabazar.com/20bus1.html
    http://www.anandabazar.com/archive/1130919/19bhum1.html
    http://www.anandabazar.com/archive/1130912/12bus1.html

    ওদিকে দিদি বলেছেন " গোটা বিশ্বের বিনিয়োগের লক্ষ্য এখন হীরকরাজ্য"

    http://www.bartamanpatrika.com/content/main5.htm

    দিদি কি জমি ছাড়া শিল্প করার মৌলিক পদ্ধতির পেটেন্ট নিয়ে নিয়েছেন? ন নিলে শিগ্গির নেওয়া উচিত । না হলে আইডিয়া চুরি হয়ে যাবে।
  • sumit das | 71.16.146.102 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০০526400
  • অলয়- টেরির ততুস ঠেকে

    গতো রতে এক চত্রের এক্তি লেখ োপ্য পস্তে কোর্লম

    আবার অপপ্রচার
    শুরু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে় কর্তৃপক্ষের কোনও পদক্ষেপ ছাত্রছাত্রীদের আবরোধের মুখে পড়লেই যা শুরু হয়় ছাত্র-ছাত্রীরা র‍্যাগিং-এ অভিযুক্ত দুই ছাত্রের শাস্তি ঘোষণা পুনর্বিবেচনার দাবী তুলেছে় সুতরাং মিডিয়ার হাহাক্কার ছিছিক্কার দেগে দেওয়া হচ্ছে যেন ওরা সব র‍্যাগিং সমর্থক়

    ২০০৮-এ ২৪জনকে সাসপেন্ড ও ২০০৯-এ ৪জনকে এক্সপেল করা হয়েছিল র‍্যাগিং-এর অভিযোগে, তখন কিন্তু ঘেরাও হয়নি় আজ(২০ সেঃ) ও গতকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কলা বিভাগের ছাত্রছাত্রীরা নিজ নিজ ছাত্র সংসদ ফেটসু ও আফসু-র নেতৃত্বে ক্লাস বয়কট ক'রে ও অবরোধে সামিল হয়় কেন অবরোধ? ছাত্রদের বক্তব্যটা কি তা আপনি পাবেননা, ওটা চেপে দেওয়া হবে় কিন্তু যাদবপুরের সাধারণ ছাত্র-ছাত্রীদের এতখানি নির্জীব ভাবার কি কোন কারন আছে যে ইউনিয়নের নেতারা বলবে আর সবাই 'র‍্যাগিং সমর্থক' হয়ে ক্লাস বয়কট করে অবরোধ তৈরী করবে?

    দ্বিতীয় বর্ষের ছাত্র র‍্যাগিং-এর অভিযোগ এনেছে, এবং হস্টেলের নিয়ম বেনিয়ম সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব ও কয়েক দফা হাতাহাতির পর এই অভিযোগ় অথচ, এন্টি-র‍্যাগিং কমিটিকে এড়িয়ে তদন্ত কমিটি গঠন করে শাস্তি ঘোষণা করে দিল কর্তৃপক্ষ় আন্দোলনের নেতৃত্ব যে এক কথায় এটাকে র‍্যাগিং বলে মেনে নিতে নারাজ তাকে আপনি 'নেতিবাচক' বলে দেগে দিতে পারেন, কিন্তু সাধারণ ছাত্র-ছাত্রীরা তা পারছেনা, উড়িয়ে দিতে পারছেনা 'র‍্যাগিং সমর্থক' বলে় কারন, র‍্যাগিং-এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ যে এই ইউনিয়ন বা সংগঠন গুলির নেতা-কর্মী-সমর্থকরাই গড়ে! কর্তৃপক্ষ কয়েকটা হোর্ডিং ও নোটিশে শাস্তির হুঙ্কার ঘোষণা করেই খালাস় কিন্তু প্রথমবর্ষে আসা একঝাঁক নতুন ছাত্রকে হস্টেলের গতরে গ্রহন করে নেওয়ার সময়, নতুন ও পুরাতনের মিলেমিশে যাওয়ার সময়টা কয়েকমাস, র‍্যাগিং-এর গ্লানি যাতে না স্পর্শ করে তার জন্য ওইসব ছাত্র কর্মীরাই সক্রিয় সচেতন ভুমিকা নেয়়

    উলটো দিকে, কর্তৃপক্ষ যতই নিজেকে র‍্যাগিং-এর বিরুদ্ধে ধর্মযোদ্ধা হিসাবে তুলে ধরার চেষ্টা করুক না কেন, আরেকটা বিষয় উঠে এসেছে় অনেক পরে জানতে পেরেছে ছাত্র-ছাত্রীরা় গত বছর ফার্মাসি ডিপার্টমেন্টের এক ছাত্রী মানসিক হেনস্থা হয়ে ব্যাঙ্গালোরে চিকিতসাধীন হয়, তার অভিযোগ সম্পূর্ণ চাপা দিতে তখন সফল হয় কর্তৃপক্ষ, চিকিৎসা খরচ ইত্যাদির বন্দোবস্ত করে মান বাঁচিয়েছে বিশ্ববিদ্যালয়! বিশ্ববিদ্যালয়ের লেডিজ হস্টেলের মেয়েরা বিষয়টিকে সামনে এনেছে়
  • PT | 213.110.243.23 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৩526401
  • যে কমিটি এই সিদ্ধান্ত নেয় তাতে ১০ জন ছাত্র প্রতিনিধি ছিল। তাদের মধ্যে দুজন "নোট অব ডিসেন্ট" দেয়। বাকি আট জন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার সময়ে এই আট জনের অবস্থান কি ছিল?

    দুষ্টু লোকরা বলছে পুজোর পরেই নাকি ছাত্র সংসদের নির্বাচন আছে।
  • j | 230.227.106.153 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪২526402
  • বর্ধমান টাউন পুরসভার ৩৫টি ওয়ার্ড থেকেই প্রার্থী তুলে নিচ্ছে বামফ্রন্ট। সিপিআইএমের জেলা সম্পাদক অমল হালদারের অভিযোগ, ভোটে সন্ত্রাসের জন্য আগে থেকেই বহিরাগতদের আনা হয়েছিল৷ গতকাল রাতে ৪০জনের বাইক বাহিনী বেরোয়। সবকটি বুথই দখল করে নিয়েছে তৃণমূল৷ বুথ থেকে বের করে দেওয়া হয়েছে পার্টির এজেন্টদের৷ ভোটারদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে৷

    সকাল ৯।৪৫-- সন্ত্রাসের অভিযোগে বর্ধমানে পুরভোট বয়কট করল বামফ্রন্ট। সব কেন্দ্র থেকে সব প্রার্থী ও এজেন্ট তুলে নিল বামফ্রন্ট। এই পরিবেশে ভোট হয় না এই কথা জানিয়ে সিপিআইএম ভোট বয়কটের সিদ্ধান্তের কথা ঘোষণা করল।

    http://zeenews.india.com/bengali/zila/municipality-election-2013-live-update_16667.html

    কদিন আগে নিসিংগো মামা এই সময়ে লিখেছিল না গ্রামেগঞ্জে গণতন্ত্র ফিরে এসেছে !!
  • MR | 81.252.196.173 | ১৯ অক্টোবর ২০১৩ ২২:২৩526403
  • আবার শিশু মৃত্যু!
    20 infants die in 72 hours at Bengal hospital
    এদিকে সরকার শ্রেষ্ঠ ঠাকুরকে পূজা সম্মান দিচ্ছে! পুরষ্কার কি কিচ্ছু কম পড়ে ছিল?
  • cm | 122.79.36.211 | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:৫৭526404
  • দূর এই সামান্য খবরের জন্য এত কষ্টে এ পাতা লোড কল্লুম। সিরিয়াল কামদুনি হলে খবর দেবেন।
  • PT | 213.110.246.230 | ২০ অক্টোবর ২০১৩ ০৮:৫৭526406
  • তাপসী মালিকের কেসটা কদ্দুর এগোলো কেউ যদি একটু জানান।

    আর সিঙ্গুর নিয়ে মমতার সঙ্গে অনশন করা এক নক্শাল্পন্থী বর্ণালী মুখার্জী পরে কিছু লিখে মমতার বিরাগভাজন হয়েছিলেন। সেই লেখাটি কারো সংগ্রহে থাকলে যদি জোগান দেন-পড়তে চাই।
  • Ranjan Roy | ২১ অক্টোবর ২০১৩ ০১:৩৬526407
  • সক্রিয় বামপন্থী কবি ও অধ্যাপক সুবোধ সরকারের সাম্প্রতিক একটি কবিতাঃ

    " কোচ বদলাতে হবে-- বললেন সোমনাথ চট্টোপাধ্যায়,
    প্রাক্তন স্পীকার।

    দলে একটা ছেলে নেই
    যাকে দিয়ে রিভার্স সুইং করানো যায়,
    কোচ কী করবে?
    দলে একটা ছেলে নেই
    যাকে দিয়ে স্লগ ওভারে তুলে খেলানো যায়,
    কোচ কী করবে?
    দলে একটা ছেলে নেই
    যাকে দিয়ে মিডল অর্ডর ধরে রাখা যায়,
    কোচ কী করবে?

    কোচকে বলুন
    মার্কিন সাম্রাজ্যবাদের পেছনে কাটি না করে
    লক্ষ্মীপূজোর রাতে কলকাতা ভেসে যায় যে জোৎস্নায়
    সে রাতে দলের ছেলেরা যেন
    সোনাগাছির লক্ষ্মীদের থেকে তোলা না তোলে।
    তাহলেই দেখবেন
    রিভার্স সুইং করাতে পারছেন।।''
  • PT | 213.110.246.230 | ২১ অক্টোবর ২০১৩ ০৮:০২526408
  • এ বাবা - এটা তো "খবরে প্রকাশ" টইতে যাওয়ার কথা!!
  • PT | 213.110.243.21 | ০৯ নভেম্বর ২০১৩ ১১:২০526410
  • অবশেষে হীরকের রাণীর সেনাপতি টাটাদের কারখানায়ঃ

    ""Only media see things in this way. We have always maintained that we have nothing against the Tatas,".........http://economictimes.indiatimes.com/news/news-by industry/auto/automobiles/bengal-industry-minister-partha-chatterjee-visits-tata-group-plant/articleshow/25449704.cms

    সত্যি? কৃষক-দরদী নেত্রীকে যে সকল মাওবাদী-মাওব্যথীরা টাটাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাধাই ও তোল্লাই দিয়েছিল এবার তাদের দু-চার পয়সা শোনার অপেক্ষায় রইলাম।
  • কল্লোল | 125.241.79.133 | ১০ নভেম্বর ২০১৩ ০৮:৩৭526411
  • ওটা বোধহয় সিঙ্গুরের জমি নিয়ে বিরোধ ছিলো। টাটার জায়গায় বাটা হলেও একই হতো। নামটা পাল্টে যেতো।
  • PT | 213.110.246.230 | ১০ নভেম্বর ২০১৩ ১০:১৬526412
  • হাঃ-হাঃ-হাঃ........
  • | 127.194.83.191 | ১০ নভেম্বর ২০১৩ ১১:২৯526413
  • "গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি..." ঃ)
  • PT | 213.110.243.21 | ১০ নভেম্বর ২০১৩ ২২:৩৩526414
  • Bhaskar Mandal, a leader of Kamduni Pratibadi Mancha, was beaten up last night at a Jagaddhatri Puja pandal while members of the 'Kamduni Shanti Committee' alleged that they had been assaulted by the Mancha workers. http://www.business-standard.com/article/pti-stories/leader-of-kamduni-pratibadi-mancha-beaten-up-113111000519_1.html

    সমীর আর বোলানকে ২৪ ঘন্টার টিভি আলোচনাতে তিনোরা এখন জিগাচ্ছে যে তাঁরা "৩৪ বছর" মানুষের জন্য কি করেছেন? হায় হায়! -এই দুজনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনোদের ক্ষমতায় বসাতে জান লড়িয়ে দিয়েছিলেন!!
  • PT | 213.110.243.21 | ১৩ নভেম্বর ২০১৩ ১০:৩১526417
  • মন্বন্তরের পরে শেষ কবে খাদ্য লুঠপাট হয়েছে পব-তে?

    An argument between a customer and a shopkeeper over the price of potato snowballed Tuesday leading to a group of locals looting vegetables, fish and meat from more than 150 shops in Dharampur Market at Manick Chowk,
    Malda. http://www.indianexpress.com/news/in-times-of-pricey-potatoes-locals-loot-malda-market/1194319/
  • | 127.194.86.149 | ১৩ নভেম্বর ২০১৩ ১০:৪৯526418
  • কিন্তু PT দা সিপিএম জন সংগঠন না করে এখান কাকে দের পটি ট্রেনিং দেওয়াচ্ছে। ঠিক জানো?

    যাঃ কী যে বলো!! "দিস ইজ টু মাচ!! "ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন