এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২১৪৫০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 118.23.96.158 | ২৭ জানুয়ারি ২০১৪ ১০:৪৭526452
  • আরে ন্না, টেনশন নেবেন্না কেসি। ও টাকা উৎসব ব্যসন হয়ে ঠিক লোকের হাতে ঘুরে আসবে। কেইনস সাহেব কয়ে গেছেন। রামের বদলে শ্যাম পাবে, এই আর কি। তবে তাতে আমার আপনার কি এল গেল?
  • Du | 230.225.0.38 | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:৪০526453
  • সেদিন পড়লাম এই সময়ে কোন প্রতিবেদন বা চিঠির উত্তরে যোগেনবাবু প্রসঙ্গক্রমে জানিয়েছেন যে রবীন্দ্রনাথের চেয়ে ওনার ছবি বেশি দামে বিকিয়েছে। দিদির ছবির চেয়ে বেশি দামে বিকিয়েছে এটা বলতে অবশ্য সাহস করেননি।

    সকলেই ঠেলাঠেলি শিল্পের ওয়াগনে ওঠার। কাল সুচিত্রার শেষকৃত্যে গান স্যালুটের অনুষ্ঠানটি যথোপযুক্ত হয়েছে বোঝাতে গিয়ে প্রীতিময় না বলে পারলেন না যে শক্তি চট্টোপাধ্যায়ের শেষকৃত্যে বন্দুকের শব্দে কাকেরা উড়ে যায়, সমবেত কলরব ও বিষ্ঠাত্যাগে সমবেত লোকের বিরক্তি উৎপাদন করেছিল। হীরকের রাজত্বে কাক নেই অথবা তারা রানীর আদেশে দুরে গিয়ে বসে আর বন্দুকের আওয়াজে উড়ে যায় না, ডাকে না বা বিষ্ঠা ত্যাগও করে না। জয় হীরকরানীর জয়।
  • PM | 68.11.101.192 | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:০৩526454
  • আমিও তো বাইরে। অনুষ্ঠান শুনি নি। ওয়েব সাইট থেকে থেখে যা বুজছি।

    তবে ব্যাপারটা আমি জানি অনেক আগে থেকে। আমার এক আত্মিয়ের সুত্রে যে এবারের পরীক্ষায় বসেছিলো। টাকা ধার নেবে বলে রেখেছিলো আগে থেকে। অ্যানেকডটাল আর নিশ্চিত নয় বলে বলে ফোরামে বলছি না।
  • রোবু | 177.124.70.1 | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:৫৭526455
  • অ্যানেকডটাল। পাত্তা না দিলেও চলবে।
    এই তথ্য গুলো জানবার জন্য স্টিং এর প্রয়োজন হলো কেন? এগুলো তো সবাই জানে :-)

    এসেসসি-র চেয়ারম্যান বরখাস্ত হলেন, তিনো ঘনিষ্ঠ হওয়া স্বত্তেও, কারণ, মুকুলের কথা শোনেননি, রেজাল্ট সাইটে টাঙিয়ে দিয়েছেন। তাই কল্যাণীর মুকুল ঘনিষ্ঠ প্রদীপ সুরকে বসানো হয়, তার গুনগান করেছি একদিন। কিন্তু সাইটে টাঙিয়ে দেওয়া রেজাল্ট আর ফেরত আনা যায়নি। তাই পাখির চোখ ছিল প্রাইমারি।

    কল্যাণীর সব তিনো কাউন্সিলর প্রাইমারি ক্র্যাক করেছেন।

    কিন্তু এ সবই তো পুরনো খবর :-)
  • j | 230.227.106.153 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫১526456
  • আচ্ছা এই যে বলছ কল্যানীর সব তিনো কাউন্সিলার পরীক্ষায় পাস করেছেন , তো এইসব নিয়ে নিদেনপক্ষে একটা পিআইএল মামলা করলে তো একটু টানাহ্যাঁচড়া হয়

    আর এ বড় বাজে কেস ... হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌতালা সপুত্র সপারিষদ জেলে আছেন টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে জড়িয়ে ,তবে আমার মনে হয় সারদার মত এই সিটারটাও বঙ্গের বিরোধীরা হেলায় মিস করবেন ... গ্র্যান্টি
  • ম্যামি | 69.93.215.176 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৪০526458
  • ইয়ে সুরঞ্জনা যা বলেছেন, একটা ইন্টারপ্রিটেশন হতে পারে -- সফল প্রাথীদের তালিকা ফাইনালাইজ করা হয় তৃণমূল ভবনে। কারণ সে বলেছিল পার্টির লোকেদের হয়েছে তো, সবার হয় নি, মেরিটে এলে হয়েছে।

    আমার তো মনে হয় এটাও খারাপ। যারা শিক্ষায় রাজনীতি চান তাদের কেন খারাপ লাগছে?
  • রোবু | 177.124.70.1 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৪২526459
  • ম্যামি-র প্রশ্নটা কী ইচ্ছাকৃত ত্রুটি? আরেকবার ভেবে করবেন কী প্রশ্নটা?
  • ম্যামি | 69.93.215.176 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৪৪526462
  • ইন্টারভিউ-এর নম্বর নিয়ে -- কে ৯ পাবে কে ৮ সেটা আমরা দেখব। কনফিডেনশিয়াল। 'আমরা' বলতে পার্টি না বোর্ড সেটা স্পষ্ট নয়।

    রেকর্ডেড এভিডেন্স যখন রয়েছেই, মামলা করা যেতেই পারে। পুরো তথ্য সামনে আসবে।
  • ম্যামি | 69.93.215.176 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৪৫526463
  • বুঝলাম না রোবু।
  • রোবু | 177.124.70.1 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৫০526464
  • শিক্ষায় রাজনীতি চাওয়া আর 'আলিমুদ্দিন'-এ মেরিট লিস্ট ফাইনাল হওয়া যদি এক হয় তাহলে আমিই কুণাল ঘোষ।
  • ম্যামি | 69.93.215.176 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৫৮526465
  • রাজনীতি অনুসারে শিক্ষক নিয়োগ, শিক্ষায় রাজনীতির একটি আবশ্যিক অঙ্গ।
  • ম্যামি | 69.93.215.176 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:০৫526466
  • শিক্ষায় রাজনীতি মানে আমি যা জেনে এসেছি শিক্ষকের কন্যা হিসেবে ও শিক্ষক হিসেবে --

    (১) শিক্ষক সংগঠনে পার্টি অ্যাফিলিয়েশন
    (২) ছাত্র সংগঠনে পার্টি অ্যাফিলিয়েশন
  • ম্যামি | 69.93.215.176 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:৪৬526467
  • দলের লোকেরাই পেয়েছে, সিপিয়েমের কাউকে দেওয়া হয় নি, এই বাক্যটিও ধরুন। এর মানে ধরে নিচ্ছেন পুরো মেরিট লিস্টে সিপিএম সমর্থক কেউ নেই? সেটা কি সম্ভব?

    সম্ভাব্য অর্থ হল, ভিআইপি কোটা থেকে যাদের যোগ করা হয়েছে তারা সকলেই চলের লোক।
  • j | 230.227.106.153 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৬:২১526468
  • রোবু কোথায় ? এই দ্যাখো আমাগো কালনা তোমাগো কল্যাণীকে হারিয়ে দিয়েছে !

    http://zeenews.india.com/bengali/zila/tet-corruption-against-tmc-mla_19712.html

    এবার কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিত্‍ কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ উঠল টেটে স্বজনপোষণের। টেট পরীক্ষায় পাশ করেছেন মাত্র এক শতাংশ পরীক্ষার্থী। কালনায় পাশের হার খুবই কম। কিন্তু কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিত্‍ কুণ্ডুর পরিবারেই আট জন সদস্য পাশ করেছে টেটে।
  • সিকি | 135.19.34.86 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৬:২৮526469
  • ওয়াও! অসাধারণ।
  • ম্যামি | 69.93.215.176 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৬:৩৯526470
  • অনেক ভেবে বার করেছিলাম যে মেরিট লিস্টে সবাই আছেন। ভি আই পি কোটায় কারা যোগ হবেন সেইটা অ্যানালিসিস হচ্ছে তৃণমূল ভবনে। এখন তো মনে হচ্ছে খাতাও দেখা হয়নি। বাঃ।
  • j | 230.227.106.153 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪১526471
  • আচ্ছা বাত্তো কে একটু কেউ জিগাবে যে কিসের চামড়া?
  • ম্যামি | 69.93.215.176 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪৪526473
  • ব্রাত্যর বেশ দুর্নাম ছিল এক সময়ে।
  • সিকি | 135.19.34.86 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪৪526474
  • বাত্তো মার্চে আসছে দিল্লি বাংলা বইমেলায়। তখন জেনে নেওয়া যেতে পারে।

    বহু বহু কেস আছে যেখানে ভালো পরীক্ষা দিয়েও লোকে চান্স পায় নি। আর আরও বহু লোক আছে যারা সেদিন কেঅসের জন্য পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছতেই পারে নি। তখনই শুনেছিলাম মুকুলের কলকাঠি নাড়ার গপ্পো, এতদিনে গল্পটা খবরের সাইটে বেরোচ্ছে।
  • Tim | 188.91.253.21 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪৪526475
  • জ্জিও !
  • AP | 24.139.222.45 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৮:০৭526476
  • প্রাথমিকে শিক্ষক নির্বাচন নিয়ে আমি যা জানি ঃ এই পরীক্ষাটা নিয়ে সেই ৩১শে মার্চ থেকে নানারকম নাটক চলছে। পরীক্ষার যোগ্যতামান ছিল হায়ার সেকেন্ডারীতে ৫০% (এস সি-এস টি হলে ৪৫%), অথবা গ্রাজুয়েট। যোগ্যতামান কম ছিল বলে খুব স্বাভাবিক ভাবেই লক্ষ লক্ষ ছেলেমেয়ে (সেদিন শুনেছিলাম ৫৫ লক্ষ) পরীক্ষায় বসেছিল, পরীক্ষার দিন তাদের কেন্দ্রে পৌঁছানো ইত্যাদি নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে প্রশ্নপত্র কেমন হয়েছিল সে কথা নিয়ে কেউই বিশেষ উচ্চবাচ্য করেননি। ঘনিষ্ঠ ২/১ জন পরীক্ষা দিয়েছিলেন বলে এইটা জেনেছিলাম যে প্রশ্নপত্র বেশ কঠিন হয়েছে, নিয়মিত পড়াশোনা & প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগি পড়াশোনা না করলে এই প্রশ্নে দাঁত ফোটানো যাবে না ! কিন্তু পাশ করতে গেলে পেতে হবে অন্ততঃ ৬০% নম্বর।
    যে পরীক্ষার যোগ্যতামান এইচ-এস ৫০%, যে চাকরীর বেতন ১২-১৪ হাজার টাকা, সেই চাকরীর পরীক্ষার প্রশ্ন কেন এই মানের করতে হল, সেইটা সেদিন বোঝা যায় নি ! হতে পারে ক্রমাগত 'মধ্যমেধার' পৃষ্ঠপোষকতা করার অভিযোগের একটা মুখের মত উত্তর দিতে মরিয়া হয়েছিলন শিক্ষামন্ত্রী। কিন্তু 'উচ্চমেধা'কে টেনে আনতে গেলে যে উচ্চবেতনের ব্যবস্থা করতে হয়, সেই সত্য তিনি বিস্মৃত হয়েছিলন !
    ফল যা হবার চিল তাই হল। দেখা গেল মত্র ~১৮ হাজার 'পাশ' করেছে ! কিন্তু সেইখানে জানা গেল মাত্র ১৮ লক্ষ পরীক্ষার্থীর কথা, বাকি ~৩৫ লক্ষ পরীক্ষার্থীর হিসেবই পাওয়া গেল না ! আর এও বোঝা গেল না যে যেখানে শূন্যপদ ~৩৬ হাজার, সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার মত 'পাশ নম্বর' কিছুটা কমিয়ে আরো কিছু লোককে কেনে পাশ করানো হল না ! কারণ শেষমেশ ফাঁকা পদগুলো তো ভর্তি করতে হবে আর সেগুলোর জন্য কেউ চাইলেই প্রথম সারির ছাত্রর লাইন দেবে না !
    ভালো ছাত্র হলেই বা অনেক ডিগ্রী পেলেই সে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে যাবে এটা হয় না। তাই পাশের হার কম এই নিয়ে হয়তো তেমন জলঘোলা হতই না যদি না দেখা যেত যে এমন বহু জন পাশ করেছেন যারা কোনো ভাবে গ্রাজুয়েট হয়েছেন, পড়াশোনার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগই নেই, কেউ ব্যবসা করেন, অন্য কোনো পরীক্ষায় বসার যোগ্যতাই নেই।
    এই রকম একজন প্রার্থিই মমতা মণ্ডল, হিসেব মত যাঁর পরীক্ষায় বসার যোগ্যতাই নেই ! তিনি কি করে লিখিত টেট পরীক্ষায় পাশ করেছেন, সেটাই রহস্য। তাই তাঁর চাকরী না হওয়া নিয়ে অদৌ বেশিদুর যাওয়া যাবে না ! তাঁর ইন্টারভিউ ক্যানসেল করে বোর্ড ভুল কিছু করে নি। সুরঞ্জনা চক্রবর্তীর কথা বলে যা শোনানো হচ্ছে তা খুব সন্দেহজনক। কথায় কাজে মিল নেই, বলছেন সকলের ব্যবস্থা হয়ে গেছে কিন্তু মমতার (নাম মাহাত্ম্যে কিছু হয় নি !) তো চাকরী হয় নি ! তাছাড়া এইরকম একটা আলোচনা হচ্ছে যেন স্ক্রিপ্ট পড়া হচ্ছে, একটানা কথা, গলায় কোনো উত্তেজনা নেই, মাঝখানে কেউ একটা কথাও বলছে না, আওয়াজও করছে না, সুরঞ্জনা নিশ্চই একজন শিক্ষিত & পদাধিকারী, তাঁর মুখের ভাষাও মোটেই ঠিকঠাক নয় ! মোটের ওপর এই স্টিঙ অপারেশন হাইলি সাসপিসাস ! আর একটা কথা। এই পরীক্ষায় জেলা ভিত্তিক আলাদা ফল হয়েছে (যদিও কোনো লিস্ট বার করা হয় নি), তাই ২৪ পঃগঃ এই বেশি পাশ করেছে, এই কথা ভিত্তিহীন।
    এসএসসি চালু হবার পর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নির্বাচনে একটা স্বচ্ছতা এসেচিল, যেটা প্রাথমিক স্তরে ছিল না। সেদিক থেকে দেখলে টেট পরীক্ষা চালু করা এই সরকারের একটা সঠিক ও ইতিবাচক পদক্ষেপ, কিন্তু প্রথম পদক্ষেপে এতরকম ভুলভাল ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে এই পরীক্ষার মান অনেকটা নষ্ট হয়ে গেল। কিন্তু সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে শুধু তিনো-ঘেঁসা হলেই চাকরী পেয়েছে এটাও ভাবা ঠিক হচ্ছে না। সত্যি সত্যিই অনেক 'জেনুইন' ছেলেমেয়েই চাকরী পেয়েছে, এই পরীক্ষা নিয়ে হাজার কথায় সেই কথাটা বোধহয় অনেকেরই অজানা থেকে যাচ্ছে।
  • ম্যামি | 69.93.215.176 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৮:৩৭526477
  • ভালো লিখেছেন, এপি।
  • cm | 127.247.113.241 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৮:৪৪526478
  • "এই পরীক্ষায় জেলা ভিত্তিক আলাদা ফল হয়েছে (যদিও কোনো লিস্ট বার করা হয় নি), তাই ২৪ পঃগঃ এই বেশি পাশ করেছে, এই কথা ভিত্তিহীন।"

    বিভিন্ন জেলার জনসংখ্যা/ পরিক্ষার্থীর সংখ্যা এসব দিয়ে নর্মালাইজ করার পরেও যদি দেখা যায় ২৪ পঃ গঃ র গড় বেশ বেশি তখন আর এ কথা কোনমতেই ভিত্তিহীন থাকবেনা।
  • PT | 213.110.246.230 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৮:৫৩526479
  • "তাছাড়া এইরকম একটা আলোচনা হচ্ছে যেন স্ক্রিপ্ট পড়া হচ্ছে, একটানা কথা, গলায় কোনো উত্তেজনা নেই, মাঝখানে কেউ একটা কথাও বলছে না, আওয়াজও করছে না, সুরঞ্জনা নিশ্চই একজন শিক্ষিত & পদাধিকারী, তাঁর মুখের ভাষাও মোটেই ঠিকঠাক নয় ! মোটের ওপর এই স্টিঙ অপারেশন হাইলি সাসপিসাস ! "

    স্টিং সব সময়েই হাইলি সাস্পিসাস। তবে কাল রাতে "আনএডিটেড" ভার্সান শোনানো হয়েছে-যেখানে একজন তৃতীয় ব্যক্তিও কথা বলেছেন।

    কিন্তু এই "হাইলি সাসপিসাস" স্টিং-কে "সাজানো ঘটনা" না বলে তিনো নেতারা ৪৮ ঘন্টা পরেও গত্তে সেঁধিয়ে আছেন কেন কে জানে!! সব চাইতে বড় কথা মমতা মন্ডল ছড়াও যারা বেশী মুখর তারা তো সবাই তিনোদেরই ছোটো নেতা!!
  • ম্যামি | 69.93.215.176 | ২৭ জানুয়ারি ২০১৪ ১৯:০২526480
  • এমন বহু জন পাশ করেছেন যারা কোনো ভাবে গ্রাজুয়েট হয়েছেন, পড়াশোনার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগই নেই, কেউ ব্যবসা করেন, অন্য কোনো পরীক্ষায় বসার যোগ্যতাই নেই। এগুলোও লক্ষ্য করবার।
  • * | 69.93.253.36 | ২৭ জানুয়ারি ২০১৪ ২০:৪৮526481
  • কোনভাবে গ্রাজুয়েট হয়েছেন কিন্তু তারা যোগ্যতা মান হায়ার সেকেন্ডারীতে অতিক্রম করেছেন না করেননি? যদি করে থাকেন আর তারপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে অত ভাবার দরকার নেই।

    প্রাথমিক শিক্ষক নিয়ে ভাবার দরকার আছে। সেখানে যদি উচ্চ মেধার ছাত্রদের টানতে হয় তাহলে তাদের বেতনক্রম নিয়ে ভাবতে হবে। আর বেতনক্রম বাড়লে, তখন আর উচ্চ মাধ্যমিকের যোগ্যতামান ৫০% ধরলে হবেনা, বাড়িয়ে ৬০-৭০ শতাংশ করতে হবে।
    তবে এও মন্দের ভাল আগে প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে কোন পরীক্ষায় হতনা। এইবার অন্তত হয়েছে। বেনোজলের মধ্যে দিয়ে দু একজন পার্টির রঙ মাখা লোক না হয়েও চাকরি পেয়েছে।
  • Sibu | 84.125.59.177 | ২৮ জানুয়ারি ২০১৪ ০৪:৪৩526482
  • তবে একটাও কুকুর ডাকলনা কিন্তু। ঃ-)
  • j | 230.227.106.153 | ২৮ জানুয়ারি ২০১৪ ০৮:৪১526484
  • নাঃ এই কুন্ডুবাবুকে কাল্টিভেট করে ইন্ডাষ্ট্রিতে পরিণত করা হোক

    তো আবাপ এই প্রসেসটার কি নাম দেবে ? মুকুলায়ন না ব্রাত্যায়ন

    http://www.anandabazar.com/28raj9.html

    "উত্তীর্ণের তালিকায় বিশ্বজিৎবাবুর স্ত্রী সঞ্চিতা কুণ্ডু, বৌদি কুন্তলিকা কুণ্ডু ছাড়াও নাম ছিল তাঁর এক মামা ও পিসতুতো ভাইয়ের। কালনার তৃণমূল নেতা সোমনাথ পণ্ডিতের অভিযোগ, “আত্মীয়-পরিজন তো বটেই, টেট-এ পাশ করেছেন বিধায়কের বাড়িতে কাজ করা এক যুবকও। নিজের ঘনিষ্ঠ এক কাউন্সিলরের মেয়ে-জামাই-সহ জনা পনেরোর নাম তালিকায় তুলেছেন বিধায়ক।”
  • Sibu | 84.125.59.177 | ২৯ জানুয়ারি ২০১৪ ০২:৪৫526485
  • আবাপর টেট কেলেংকারী দেখতে না পাওয়া নিয়ে প্রকল্প ফেবুতে একটা দুর্দান্ত দিয়েছে, সেটা তুলে না দিয়ে পারছি না।

    আবাপকে দোষ দেবেন না, অভীক-ও তো সরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন