এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ছোটোবেলার খেলাধুলো

    Somnath
    অন্যান্য | ০৩ জানুয়ারি ২০১২ | ১৩২২০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath | 59.160.210.2 | ০৩ জানুয়ারি ২০১২ ১৮:৩৬527574
  • নানারকম খেলাধুলোর মধ্যে দিয়ে কেটে গেছে আমাদের ছোটোবেলা, যেগুলোর বেশিরভাগের নামই এখনকার ছোটোরা জানে না। খেলার নাম, আর ছোট্টো করে খেলাটার সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটুকুই করা যাক। আমাদের ও তো ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে।
  • kb | 203.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১২ ২১:০৫527613
  • আমি এরম ই কিছু ভাবছিলাম। ধন্যবাদ এই টৈ খোলর জন্য।

    আমার জানা ছোটোবেলার কিছু খেলার নাম লিখছি .......... সুনেছেন কিনা জানি না।

    পিট্টু, চিকে বা লবণ কোট, বুড়ি বসন্ত, ডাংগুলি etc
    সবার নিয়ম আমার মনে নেই। সেট নিয়ে আলোচোনা কোরলেও ভলো হয়।
  • aka | 168.26.215.13 | ০৩ জানুয়ারি ২০১২ ২১:০৮527624
  • পিট্টু আর ডাংগুলি তো জানি কিন্তু লবণ কোট জানি না। বুড়ি বসন্ত কি ছোঁয়াছুঁয়ির ফর্ম? তাহলে মনে হয় জানি।

    পিট্টুর ইকুইভ্যালেন্ট একটা খেলা ছিল কিং। রবার ডিউজ বলে খেললে জমত ভালো। ভাবতেই কেমন পিঠটা বেঁকে গেল।
  • kb | 203.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১২ ২১:২০527635
  • একরকম ছোঁয় ছুঁয়ি খেলা। দুটো দল । একদল চোর হবে এবং একট ঘরের বাইরে থাকবে। অপর দল ঘরের মধ্যে থাকবে। এই ঘরের মধ্যের দল কিছু দুরে একজন বুড়ি বসাবে। খেলার উদেশ্য হলো বুড়ি কে ঘরে ফিরিয়ে আনা। চোর খাটা দল তা আটকাটে চাইবে। ঘরের দল থেকে প্রতি বারে একজন করে গিয়ে বুড়িকে ফিরিয়ে আনার চেস্টা করবে।কিন্তু কাজ্‌টা একদমে করতে হবে।
  • kb | 203.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১২ ২১:২১527646
  • ** বুড়ি বসন্ত খেলা
  • Mridha | 65.200.157.177 | ০৩ জানুয়ারি ২০১২ ২১:৩৬527657
  • প্রথমে খেলার নামের লিস্টিটা যতগুলো মনেপড়ে দেই, সময় পেলে বর্ননা দেবো:

    ক্রিকেট ( সে এক অন্য খেলা শচীন-সৌরভ এর খেলা cricket নয়, এই টাই এ অনেকটাই ধরা আছে
    http://www.calcuttaweb.com/articles/cricket.shtml
    ফুটবল
    হাডুডু ( ডি-কবা)
    দাড়িয়াবান্দা
    নুন-গাদি
    বুড়ি-বসন্ত
    হাপিঙ্গকেস ( খেলাটার ঠিক নাম জানিনা)
    সাতচিপ্পু
    ব্যডমিন্টন ( নিজেদের তৈরি rule আর পুরনো ঘুড়ির সুতোর নেট)
    গল্ফ ( পাড়ার এই বাগান সেই বাগানে গর্ত খুড়ে, আর ফেটে যাওয়া টেনিস বল সেলাই করে আমাদের গল্ফ বল বানিয়ে)
    ডান্ডাগুলি
    হকি ( শক্ত আর গোড়াটা এক্টু বাকা এমন ডাল খুজে তার উপরে দড়ি জড়িয়ে নিয়ে, পেয়ারা গাছের ডালে খুব ভালো হত, আর নিজের হকি স্টির আমাদের অর্জুন এর গান্ডীব এর মত আদরের ছিলো)
    লালাঠি
    গুলি ( মার্বেল)
    বাঘবন্দি
    ষোলো ঘুটি
    লুকোচুরি ( আজকের হাইড এন্ড সিক এর থেকে অনেক আলাদা)
    লুডো
    তাস
    ব্যাগাডুলি
    ক্যরাম
    অনেক গুলোর নাম মনে করতে পারছি না, মনে পড়লে আরো লিখছি
  • aka | 168.26.215.13 | ০৩ জানুয়ারি ২০১২ ২২:০৭527668
  • এই দাড়িয়াবান্দা, হাপিঙ্গকেস আর সাতচিপ্পু কমন পড়ে নি।
  • gandhi | 203.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১২ ২২:১২527690
  • খোখো খেলোনি কেউ ???
  • Bratin | 117.194.103.74 | ০৩ জানুয়ারি ২০১২ ২২:১২527679
  • দাঁড়িয়াবান্দা টাই কি গিজো?
  • siki | 122.177.189.106 | ০৩ জানুয়ারি ২০১২ ২২:২৬527575
  • কেউ কুমীড্ড্যাঙার নাম করল না।

    আলতাপাটি পানের বাটি পা ধুয়ে দে
    ওপর নিবি না তলা নিবি তা বলে দে।

    কেউ তালাচাবি-র নাম করল না। ঘাটালে এই খেলারই নাম চাবি-ভাত।
  • Bratin | 117.194.103.74 | ০৩ জানুয়ারি ২০১২ ২২:৩৬527586
  • গুলি ডান্ডা খেলতে গিয়ে এক প্রতিবেশী র ছেলে নাকের বেষ খানিক টা নুন ছাল সমেত তুলে দিয়েছিলাম। তার ঠাকুমা ঢাকাই ভাষায় আমাকে যারপরনাস্তি গালাগালি করছিল আর আমি কিছুই বুঝতে না পেরে হাসি হাসি মুখে দাঁড়িয়ে ছিলাম। :-((
  • Bratin | 117.194.103.74 | ০৩ জানুয়ারি ২০১২ ২২:৩৯527597
  • কাম অন!!! ' বেশ'
  • aranya | 144.160.226.53 | ০৩ জানুয়ারি ২০১২ ২২:৫১527606
  • সাতচিপ্পু = সাতগুটি = পিট্টু ?

    লেমম্যান - এক পায়ে লাফিয়ে লাফিয়ে অন্যদের ছুঁতে হবে।
  • gandhi | 203.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১২ ২২:৫৪527607
  • কিতকিত
  • Netai | 123.238.18.216 | ০৩ জানুয়ারি ২০১২ ২৩:২২527608
  • চু কিত কিত কিত কিত
  • nk | 151.141.84.194 | ০৩ জানুয়ারি ২০১২ ২৩:৫১527609
  • কাক-জোড়া
    জেলেমাছ
    নাম-পাতাপাতি
    কবাডি
    এলোএন্ডিলন্ডন
    ঘোর-ঘোর স্ট্যাচু

  • aka | 168.26.215.13 | ০৩ জানুয়ারি ২০১২ ২৩:৫৬527610
  • এই নাম পাতাপাতি আর এলোএণ্ডিলণ্ডন, কেন যে এগুলো খেলা বুইতেই পারলাম না। কি ঘুমই যে পেত। এক্কাদোক্কা এর থেকে বেশি এক্সাইটিং।
  • nk | 151.141.84.194 | ০৩ জানুয়ারি ২০১২ ২৩:৫৯527611
  • রুমালচোর
    ঘুরুন্তি
    সেম-কিতকিত
    চোরপুলিশ
  • nk | 151.141.84.194 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:০২527614
  • চোর গোণার ছড়াটা ও থাক। সবাই গোল হয়ে দাঁড়াবে, একজন গুণতে শুরু করবে-
    "রামদুই সাড়ে তিন আমাবস্যা ঘোড়ার ডিম"
    :-)

  • aka | 168.26.215.13 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:০২527612
  • হ্যাঁ এই রুমালচোর, বাপরে ভাবতেই ঘুম পেয়ে গেল।
  • Mridha | 65.200.157.177 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:০৫527615
  • একদম ঠিক aranya সাতচিপ্পু আর পিট্টু একই, ভাঙ্গা টালির টুকরো দিয়ে সাতটা গোল গোল গুটি বানিয়ে হত সেই খেলা।

    আর লেমম্যান টাই মনেহয় আমাদের হাপিঙ্গকেস খেলা ছিল। মনে হয় আসল word টা half in case হবে।
  • nk | 151.141.84.194 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:০৬527616
  • কাকজোড়া চমৎকার দৌড়ের খেলা, মোমেন্টামের গল্পও আছে। একজন ছুটছে, পেছনে চোর ছুটছে ওকে ধরার জন্য, আরেকজন বাঁচাতে ছুটে আসছে, ফটোফিনিশে পলায়ণকারী আর বাঁচক হাত ধরে ফেললো আর দুজন হাত ধরাধরি অবস্থায় মোমেন্টামে উড়ে যাচ্ছে, চোর আর আউট করতে পারলো না। :-)
  • nk | 151.141.84.194 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:০৮527617
  • আরেকটা ছিলো টেলিফোন খেলা। দেশলাইয়ের খালি বাক্সো তে সুতো আটকিয়ে টেলিফোন বানানো হতো। :-)
  • kk | 76.114.73.71 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:১২527618
  • লুকোচুরি
    রুমালচোর
    ফ্রিজবী
    এক্কদোক্কা
    কিতকিত
    সানডে-মানডে
    কালারম্যান
    ব্যাডমিন্টন

    আরো আছে,

    ফুল-ফল-নাম-দেশ
    স্ক্র্যাব্‌ল
    লুডো
    রাম শ্যাম যদু মধু

    আরো একটা খেলা ছিলো আমাদের নিজেদের বানানো, তার নাম 'ছড়া বানাবানি খেলা'। এতে এক একটা টপিক নিয়ে সবাইকে ছড়া বানাতে হতো। এছাড়া চেয়ার উল্টো করে তাতে চাদর ঢাকা দিয়ে তাঁবু বানানো, মায়ের আলমারী তছনছ করে ফ্যান্সীড্রেস এইসব দিদির আর আমার রোজকার ব্যাপার ছিলো। আরেকটু বড় হয়ে শুরু হলো স্টারট্রেক খেলা। সেটা সব ভাইবোনরা একসাথে হলেই বেশি হতো, না'হলে অত গুলো চরিত্র পাওয়া মুশকিল ছিলো।
  • aka | 168.26.215.13 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:১৩527619
  • হ্যাঁ দেশলাইয়ের বাক্সটা জীবনে ঠিকমতন হল না। শেষে চেঁচিয়ে মেচিয়ে কথা বলতে হত।
  • kk | 76.114.73.71 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:১৪527620
  • ওহো, নিশির এই টেলিফোন শুনে মনে পড়লো। আমরা পাসিং দ্য সিক্রেট বলেও একটা খেলা খেলতাম। তাতে সেই কানে কানে কথা পাস করতে করতে শেষমেষ অদ্ভুত একটা কথা হয়ে দাঁড়াতো। হ্যাঁ, চোরপুলিশও খেলতাম।
  • nk | 151.141.84.194 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:১৬527621
  • সান্ডে মান্ডে আর কালারম্যান কীরকম খেলা?
  • aka | 168.26.215.13 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:১৯527622
  • পাসিং দা সিক্রেট খেলতাম স্কাউট গ্রুপে।

    ঘরে খেলার আর একটা ছিল চোর,পুলিশ, ডাকাত, বাবু। কাগজ চালা হত, সবাই একটা করে তুলত। বাবু ১২০০ পয়েন, পুলিশ ৮০০, ডাকাত ৫০০ আর চোর ৩০০। বাবু হলে পয়েন পাওয়া নিশ্চিত। বাবু পুলিশকে আইদার চোর অর ডাকাত ধরতে বলত। পুলিশ যদি ঠিক গেস করতে পারত কে ডাকাত বা কে চোর তাহলে সে পয়েন পেত আর নইলে গোল্লা পেত।

    খেলোয়াড়ের সংখ্যা চারের বেশি হলে বড়বাবু, মেজবাবু, পুলিশ, দারোগা, পকেটমার ইত্যাদি আরও লোকজন বাড়ত সাথে কিছু রুল এবং নতুন নাম্বারিং স্কিম।
  • nk | 151.141.84.194 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:২১527623
  • একটা খেলা ছিলো কিছুতেই নাম মনে করতে পারছি না।
    দুজনে মুখোমুখি বসতো পা সামনে ছড়িয়ে, পা ভার্টিকালি রেখে, একটার উপরে আরেকটা করে করে উঁচু করা হতো, প্রথমে পা তারপরে ছড়ানো হাতও, আর বাকীরা এক পায়ে লাফাতে লাফাতে ওদের প্রদক্ষিণ করে লাফিয়ে পার হতো সেই ব্রীজ, লেগে গেলে আউট। প্রথম দুই স্টেপ সোজা, পরে হাত জুড়লে কঠিন।
  • r2h | 198.175.62.19 | ০৪ জানুয়ারি ২০১২ ০০:৪৯527625
  • আমাদের সেই নদীর ধারের বাড়িতে লাউমাচা ছিল, জনবিরল পাড়ায় গুটিকয় পড়শিদের বিলিয়েও উদ্বৃত্ত হয়ে যাওয়া লাউয়ে চারখানা কাঠি গুঁজে তা দিয়ে গরু বানানো হতো। কাঠের বাড়িতে মেরামত বছরভর লেগেই থাকতো। হেডমিস্ত্রী রসরাজকাকু নানান জিনিস বানিয়ে দিতেন বেঁচে যাওয়া কাঠ দিয়ে, বলতে বলতে মনে পড়লো তখন চেনাশোনা সব ছোটদের হাতেই যে ক্রিকেট ব্যাট দেখা যেত তা বাড়িতে বানানো, নানান আকৃতির। নিখুঁতপনার পরাকাষ্ঠা হতো যখন হাতলে সাইকেলের টিউব মাপমতো কেটে লাগানো হতো। আর ত্রিপুরায় থাকার সুবাদে অতি শৈশবেই সবার কয়েকবার প্লেনে চাপা হয়ে গেছিল, প্লেন থেকে নিয়ে আসা প্লাস্টিকের ছুরি (তিরিশ বছর আগে উত্তরপূর্বের মফস্বল শহরে প্লাস্টিকের ছুরি মোটে সহজলভ্য ছিলনা) দিয়ে প্লেন হাইজ্যাক খেলা। আর ছিল মোহনস কর্ণফ্লেক্সের প্যাকেটে পাওয়া মুখোশ।

    লামা সেসবের মনকাড়া খতিয়ান লিখতে পারবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন