এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিখ্যাত বাবা বনাম কম বিখ্যাত সন্তান :

    Bratin
    অন্যান্য | ০১ মার্চ ২০১২ | ১২৪৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:২৫527982
  • কুমার গৌরব ভয়ানক নাম করেছিলো লাভ স্টোরির পর। তারপরই নিভে গেল। ফের এলো ঐ পাঁচজন না ছজন ডনের সিনিমাটায়, ব্যাঙ্ক রবারি কেস। এখন মনে হয় ফের বেকার।
    সিকি হু হোসেন এইসব ভালোছেলেমেয়েরা সেসব জানবেনা।
  • sosen | 125.241.89.60 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:২৮527988
  • তিমিরে পিট্টি দ্যাও। আমি রাজেন্দ্র কুমাররেও চিনি, কুমার গৌরবরেও, লাভ স্টোরির গান-ও জানি। খালি ওরা বাপ ছেলে জানিনা, আর জুবিলি কুমার-ও না!
  • Tim | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:২৮527986
  • আরে বারন সব বাড়িতেই ছিলো। তা বলে কি জ্ঞানলাভের পথে অন্তরায় মেনে নেব? ;-)
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:২৮527987
  • ই কী রে! সেশে টিমের মতম বাচ্চা আমায় হ্যাটা দিচ্ছে? আশির দশকে আমি রীতিমত ইশকুল যেতাম। যাখন উত্তমকুমার মারা গেলেন তার পরের বছর থেকেই আমি নেকাপড়া কচ্ছি। কিন্তু হিন্দি সিনেমা দেখা নিষিদ্ধ বস্তু ছিল। অপসমোস্কিতি কিনা!

    কু গৌ-এর নাম তো আমি জানতাম, তবে সে কার পোলা সেটা জানতাম না।

    আমি ইনফ্যাক্ট, অনেকদিন পর্যন্ত জানতাম মিঠুনের বৌয়ের নাম শ্রীদেবী। সেই ক্লাস টু পর্যন্ত।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৩১527989
  • আর হ্যাঁ, রাজেন্দ্র কুমারকেও চিনি। দিব্যি চিনি। সেই ক্যালানে মার্কা থোবড়া, নার্ভাস মুখ করে গাইছে, ইয়ে মেরা প্রেমপত্র্‌ পড় কর, কে তুম নারাজ ন হোনা। বিরক্তিকর।
  • hu | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৩৩527990
  • আরে কুমার গৌরবের নাম শুনেছি বল্লাম তো! তবে আমি ভয়ানক ভালো মেয়ে ছিলাম। অপসমস্কিতির প্রতি ছোঁক ছোঁকও করি নাই।

    জুবিলি কুমার নামটির ব্যুৎপত্তি কি?
  • Tim | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৩৩527991
  • হ্যা আমারো বারন ছিলো। আমি জানলা দিয়ে দেখতাম আর পরে শো-থিম অনুষ্ঠানে ঝারোখাদর্শন।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৩৫527992
  • রাজেন্দ্রকুমার একটা সময়ের হিন্দি মুভি দর্শকদের হার্ট থ্রব ছিল। তখন রাজেন্দ্র কুমার সিনেমায় থাকলেই এক একটা মুভি সিনেমাহলে জুবিলী উইক পালন করত। সেই থেকে ওর নাম হয়ে গেছিল জুবিলী কুমার।

    ছোটবেলায় শুনেছিলাম, এখন মনে পড়ছে।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৩৫527993
  • জুবিলী বোলে তো সিলভার জুবিলী। পঁচিশ সপ্তাহ।
  • hu | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৩৫527995
  • আর রাজেন্দ্র কুমারের নাম না জানলেও রাজ কাপুর, ঋষি কাপুর ইত্যাদিদের ঠিকই চিনি। কদিন আগে আন্দাজ আপনা আপনা দেখতে দেখতে তিমি অজিত নামে একজনের অস্তিত্ব সম্পর্কেও জানিয়ে দিয়েছে। ঠিক করেছি অজিতের সিনেমা দেখব একটা।
  • sosen | 125.241.89.60 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৩৭527996
  • আমার তো রাজেন্দ্রকুমারকে বেশ ভালো লাগে।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪০527997
  • হুচিটা সত্যিই বাচ্চা। আমরা বিভাস সুর আর উত্তম দাসের জোকসের ক্যাসেটে অজিতের গলার নকল শুনে শুনে বড় হলাম।
  • Tim | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪২527998
  • বোঝো! রাজেন্দ্রকুমারকে ভালো লাগে!
  • hu | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৪527999
  • সোসেন এখন নিজের গা থেকে ভালো মেয়ের তকমা মোছার জন্য যা খুশি বলে যাচ্ছে!
  • Bhagidaar | 218.107.71.70 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৬528000
  • ওই আরেকটা!

    রাজ কুমার - পুরু রাজ কুমার।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৬528001
  • যারা রাজেন্দ্র কুমারকে দেখেন নি -

  • hu | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৮528002
  • একে তো অনেকটা রাজেশ খান্নার মত দেখতে
  • sosen | 125.241.89.60 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৯528003
  • কিন্তু আমার সত্যি রাজেন্দ্রকুমার কে ভাল্লাগে। অনিতা রাজকেও। ভাগীদার রে জিগাও।
  • jhiki | 233.255.230.69 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৯528004
  • আমি সদ্য কৈশরে কুমার গৌরবের মত মিত্তি প্রেমিক স্বপ্নে দেখতাম। এখনও মন খারাপ হলে ইউটিউবে তেরী কসম, রোমান্স বা লাভার্স দেখে নিই ঃ) লাভ স্টোরি তত প্রিয় না, বেশী দুঃখু নেই।
    একবার এক ইন্দোনেশিয়ান ট্যাক্সি ড্রাইভারের সাথে কুমার গৌরবের নিয়ে অনেকে আলোচনা হয়েছিল, আমরা দুজনে গলা মিলিয়ে ' ইয়েহ জিন্দগী কুছ ভি সহি, পর ইয়েহ মেরে কিস কাম কি' ও গেয়েছিলাম।
  • Tim | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫২528006
  • অনিতারাজ মন্দ না। এহ টই হাইজ্যাক হয়ে যাচ্ছে।
  • hu | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫২528007
  • ব্যাস! ওমনি আরেকটা নাম বলে দিল। এখন উইকি করে দেখতে হবে অনিতা রাজ কে।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৫528008
  • :)
  • রোবু | 177.124.70.1 | ১৬ অক্টোবর ২০১৩ ১২:০০528009
  • আমার অবস্থা হুচিদির মতই। একদম। কুমার গৌরব এর নাম শুনেছি। রাজেন্দ্র কুমার এর ও। জুবিলি কুমার এর নাম শুনিই নি।
  • hu | 188.91.253.11 | ১৬ অক্টোবর ২০১৩ ১২:০২528010
  • ওরে রোবু, রাজেন্দ্র কুমার আর জুবিলি কুমার এক লোক।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১২:০৪528012
  • দারা সিং - বিন্দু দারা সিং কম্বিটা কি কেউ বলে দিয়েছে?
  • jhiki | 233.255.230.69 | ১৬ অক্টোবর ২০১৩ ১২:০৪528011
  • অনিতা রাজ এখন অ-অভিনেত্রী, যিনি ডাক্তারী পাশ করে হিন্দি সিনেমায় এসেছিলেন।
    আমার অনিতা রাজের ড্রেস, স্পেশালি ওড়্না গুলো ব্যাপক।
  • cb | 127.194.68.141 | ১৬ অক্টোবর ২০১৩ ১২:২৫528013
  • রা কু খালি কাঁদত
  • কল্লোল | 125.241.83.27 | ১৬ অক্টোবর ২০১৩ ১৪:৪১528014
  • আর একটা লিখবো কি? লেখা ঠিক হবে কি?
    বলরাজ সাহানী - অজয় বা পরীক্ষিত সাহানী।
    -----------------------------------------------------------
    রজেশ/ডিম্পল - টুইঙ্কল / রিঙ্কি
    মিঠুন - মিমো
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১৪:৫৩528015
  • রিসেন্টলি আরও একটা আসছে।

    আসারাম বাপু, নারায়ন সাঁই। :)
  • অরিন্দম | 127.194.209.206 | ১৭ অক্টোবর ২০১৩ ২০:৪২528017
  • আসারামটা দারুণ !

    বলরাজ - পরীক্ষিৎটা মাথায় আসেনি বলে লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড় । কিন্তু তাতে মাথায় আসার সম্ভাবনা আরও কমে যাবে । তাই ওটা থাক । অবশ্য হিন্দি সিনেমার দিকটা সেভাবে খেয়াল করিনি ।

    আচ্ছা কে সি দাশ তো নবীনচন্দ্রের ছেলে নন, কয়েক প্রজন্ম পরের তাই না ? কিন্তু ব্যবসা যখন বংশানুক্রমিক তখন নবীন ময়রার ছেলেও নিশ্চয় ময়রা । কাজেই নবীন - নবীনতর (?) ।

    ষাট-সত্তর-আশির দশকের কয়েকজন কলকাতা ময়দান কাঁপানো ফুটবলারের ছেলেও ফুটবলার এটা শুনেছি বলে কি রকম ভেগ্‌লি মনে হচ্ছে । কিন্তু একটাও নাম মনে পড়ছে না - খালি দুজন গায়ক পুত্রের কথা মাথায় আসছে, যারা ন্যাচারালি ডিসকোয়ালিফায়েড ।

    রাজারাজড়ার ব্যাপারটা আনলে ঔরংজেবের (ছেলের নাম মহম্মদ, অন্তত এক ছেলের নাম) উদাহরণটা চরম, আকবর-জাহাঙ্গীরের চেয়ে বেশি বৈ কম যায় না ।

    শিবাজীর দেখলাম ৮ পত্নী, ২ পুত্র ও ৬ কন্যা ছিলেন । উইকিপিডিয়ায় আবার কম কম দেখাচ্ছে । যাই হোক বড় ছেলে সম্ভাজীটা একটা রাঙা মুলো ছিল । ছোটটা অবশ্য অল্প বয়সে মারা যায়, নাম রাজারাম ।

    তবে রাজারাজড়ার ব্যাপারটাই গোলমেলে কারণ তাদের ক্ষেত্রে তো প্রফেশন এক হবেই, ব্যাপারটাই তো ডাইনাস্টিক । কাজেই রাজা হবার যোগ্যতা আর ইচ্ছা না থাকলেও যাদের হতে হয়েছে তাদের বাদ দিতে পারলে ভালো হত, তারা তো আর স্বেচ্ছায় পেশা নির্বাচন করেনি !

    বাংলাদেশেই ফিরে আসি । ভাষা ও সাহিত্যের গবেষকদের - যথা সুকুমার, সুনীতিকুমার, দীনেশচন্দ্র - এঁদের উত্তরসূরীরাও কি কেউ গবেষণায় এসেছেন? কারোর জানা আছে কি?

    ঋত্বিকের আত্মজ ঋতবান তো মূলত শিক্ষক তাই না ? ছবিও দু-একটা যদিও পরিচালনা করেছেন বোধ হয় ।

    দ্বারকানাথকে প্রধানতঃ ব্যবসায়ী ধরতে পারি, দেবেন্দ্রনাথকে বোধ হয় পারি না । পারলে তাঁরা থাকতেন ।

    ব্যাবসার কথা যখন উঠলই ভয়ে ভয়ে একটা কথা বলেই ফেলি : আবাপ-র সরকারবংশের বর্তমান কর্ণধারকে আমি মূলতঃ ব্যবসায়ী হিসেবেই দেখি, কাজেই সম্পাদক হিসাবে অশোককুমার ও অভীককুমার । আগের প্রজন্মের প্রফুল্লকুমার সম্পর্কে খুব কমই জানি, তাই অশোককুমারের সঙ্গে তুলনা করব না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন