এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পার্ক ষ্ট্রীট এর লজ্জা নিয়ে...

    Sam
    অন্যান্য | ২০ ফেব্রুয়ারি ২০১২ | ১০৯৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • EL d | 220.227.106.153 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৮530311
  • বত্তোমান কি বলে?

  • jhumjhumi | 14.99.240.254 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১০530313
  • কথায় আছে "যে যায় লঙ্কায় সেই হয় রাবণ', আর বর্তমান মুখ্যমন্ত্রী তো এমনিতেই ফালতু মন্তব্য করতে ওস্তাদ। নিজেই যে এতে হাস্যাস্পদ হন তাও বোঝেন না।
    কবে যে মহিলা বুঝবেন!
  • PM | 86.96.228.84 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫৫530314
  • উনি ফালতু বকেন জেনেই রাজ্যের মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী করেছে। সুতরাং দোষ ওনার নয়।

    ৫ বছর ফালতু বকার অধীকার ওনার আছে :)।
  • Sam | 117.192.228.255 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৬530315
  • একটা কথা আমার মনে হয়... বিগত ৩৪ বছরের বানতলা কান্ডের, আমলাশোল কান্ডের বা সিঙ্গুর নন্দীগ্রাম কান্ডের মূল হোতা.. খুনি সরকার কে হঠাতে মানুষ যাকে পেরেছে বেছে নিয়েছে. এক্ষেত্রে মমতা র বক্তব্য গুলো আগে আমাদের মত বুদ্ধিজীবী দের কাছে একটু অপ্রাসঙ্গিক লাগলে ও সাধারণ মানুষের কাছে যুক্তিগ্রাহ্য মনে হয়েছে. তাই মমতা ক্ষমতায় এসেছেন. কিন্তু তিনি প্রমান করছেন যে তিনি ও রাজনীতি র উর্ধ্বে যেতে অক্ষম.
  • PT | 203.110.243.23 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৬530316
  • ... এই ""৩৪ বছর"" নামক expression-টি বাদ দিয়ে আলোচনা করলে হয়। ইতিহাস তার আগেও ছিল - পরেও বেশ ঐতিহাসিক ভাবেই ঘটছে ১০ মাসের গর্ভে।
  • Sam | 117.192.228.255 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৭530317
  • কিন্তু ঐ ৩৪ বছরের সরকার ই বিরোধী পক্ষে কিনা.... তাই বিগত ৩৪ বছরের ইতিহাস ভোলাটা hypocrisy হবে.
  • | 121.245.106.162 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪০530318
  • আর ৩৪ এর আগের ৩০ এ কি ধোয়া তুলসীপাতারা ছিলেন?

    তাদের রেফারেন্সটা কি আউট অফ সিলেবাস ! ভুললে চলবে না আগের ৩০ এর এক কুখ্যাত মন্ত্রী এবারেও মন্ত্রী হয়েছেন, বলুন তো কে?
  • n | 14.99.149.103 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৯530319
  • দুটো প্রশ্ন
    ১। ঘটনার কয়েকদিন আগে ভিক্টিম যে টাকা পেয়েছিলেন বলে শোনা গেছে সেটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে ঐ লেনদেন এর সঙ্গে এই ক্রাইম এর কোনো যোগাযোগ আছে কি? থাকলে সেটা কি?

    ২। ঘটনার কয়েকদিন পরে ভিক্টিম যেভাবে মিডিয়ার সামনে এসেছেন (including inerview in a tv channel)তাতে তাঁকে মানসিক ভাবে খুব দুর্বল মনে হয়না। তাহলে প্রথম অভিযোগ করতে তিনি এতো সময় নিলেন কেন?

    (ডি: প্রশ্নগুলো ভিক্টিম এর চরিত্র বা পেশা নিয়ে নয়)

    ধর্ষন হয়েছে প্রমানিত। কারা করেছে তাও জানা গেছে। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর না জেনেই কেউ যদি ভাবেন বা ভাবাতে চান case solved, তাহলে সেটা ভুল হবে। সরকারের উচিৎ তদন্তে নাক না গলানো, নিশ্চিত করা যাতে নিরপেক্ষ তদন্ত হতে পারে, পুরো সত্যিটা সামনে আসে, not just a part of it
  • Tim | 198.82.20.250 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৫530321
  • এই শেষ প্যারাটা কোন দেশের সম্পর্কে চাওয়া হচ্ছে? পাপুয়া নিউ গিনি?
  • Sam | 117.192.228.255 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৩530322
  • হে ভগবান.... সত্যি ই নিজের মোট প্রতিষ্ঠা করাটা ই সবচেয়ে গুরুত্বপূর্ণ...মানে দুই দিকের সমর্থক দের ই. অন্যায় কে অস্বীকার করতে অন্য দোল এর অন্যায় এর উদাহরণ দেওয়া টা ও একটা শিল্পের পর্যায় এ চলে যাচ্ছে আস্তে আস্তে.
  • achintyarup | 115.111.248.134 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০০:২২530323
  • আজকে বোধ হয় দিদি দময়ন্তী আর জাভেদকে ঘরে ডেকে এট্টু বকে দিয়েছেন। উনি যেমন ভেবেছিলেন কেসটা ঠিক সেরকম দাঁড়াল না তো। মাঝখান থেকে ওঁর খানিকটা মানহানি হল
  • r2h | 198.175.62.19 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৫530324
  • Date:20 Feb 2012 -- 09:49 PM প্রশ্নগুলো কেন প্রাসঙ্গিক বুঝতে পারলাম না।
  • Tim | 198.82.20.250 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৯530325
  • n মনে হয় বলতে চাইলেন যে তিনোমুল সরকারকে ফাঁসাতে এইটা একটা ষড়যন্ত্র। আম্মো বুঝি নাই, কেন প্রাসঙ্গিক।
  • pi | 72.83.80.169 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:০৩530326
  • ক'দিন আগে কে একজন বল্লেন, বেশিরভাগ মানুষ নাকি এই পুলিশ, মন্ত্রী কি প্রতিদিনের ভাষায় ভাবেন না। সংখ্যাগরিষ্ঠ হবে কি হবেনা সেই ভোটাভুটিতে না গিয়েও বলা যায়, প্রচুর লোকেই এরকম মনে করেন। শুধু ধর্ষণের কেস হলে হয়ত এতটা হত না, ঐ কিঙিচত (( বা আড়ালে আবডালে বেশ ভালোমাত্রায় ) ভ্রূ কুঞ্চন থাকলেও, উপরে সহানুভূতির দেখনদারির প্রলেপটা ভালঐ পড়তো। এক্ষেত্রে অবশ্যই সেটা কম।
    আর সেটা ঐ নাইটক্লাব, মহিলার লাইফস্টাইল ইত্যাদি কারণে।
    কিছু চ্যানেলে, কাগজে, ফোরামে যে সব মন্তব্য বেরিয়ে আসছে, সেই মন্তব্যগুলো গ্রহণ করা, তার সাথে সহমত পোষণ করার মত শ্রোতা আছে বলেই আসছে। যাঁরা মন্তব্য করছেন, পুলিশ প্রশাসনের লোক কি রাজনীতিবিদ বলেই তো আর গাছে ফলেন নি কি মঙ্গলগ্রহ থেকে আমদানি হন নি। তাঁদের ভাষা বেশ কিছু লোকের প্রতিনিধিত্বকারী ভাষা তো বটেই।
    আর এই ভাশা তো আমরা আজ প্রথম শুনলাম না। লাল সবুজ , সব রং নির্বিচারেই শুনে আসচি।

    আর ভেবে দেখলাম। সত্যি বলতে কি, এই মন্তব্যগুলোর বিরোধিতার অনেক অটাই যে ভাষায় হচ্ছে, যে অয়েঙ্গল থেকে হচ্ছে, তাই নিয়েও কিন্তু প্রশ্নের অবকাশ থেকে যায়।

    এই যেমন, তারানন্দে সুমন দে শুনছিলাম। http://www.youtube.com/watch?v=CmudMjSntCM&feature=youtu.be
    আপত্তি তোলা হয়েচে। ভাল কথা। কিন্তু কোন দিক থেকে ? সেটা কি আপত্তির ঊর্ধ্বে ? আমার কাছে অন্তত নয়।

    এসকর্ট সার্ভিস মানেই 'কুতি্‌সত ইঙিহত' ? এটাঅকে আমরা 'চরিত্রহনন' বলি ই বা কেন ?
    হ্যা,ঁ অবশ্যই যে মন্ত্রী পুলিশ কি নেতারা বলেছেন, তাঁরাও সেই ডেরোগেটরি সেন্সেই বলেছেন। আপত্তিটা তো এই ডেরোগটরি অর্থে ব্যবহার করা নিয়ে আসা উচিত , আমার মতে। অথচ, আপত্তি তোলা হচ্ছে, কেন ঐ মহিলা সম্বন্ধে ডেরোগেটরি কথাগুলো বলা হল। এটা তাঁর অপমান ইত্যাদি।
    এধরণের অভিযোগ আনলেই মেয়েদের চরিত্রকে 'কালিমালিপ্ত' করা ইত্যাদি।
    আর সেটা বলা মানে, মেনে নেওয়া, এটা 'কালিমা', এটা 'কুতি্‌সত', এটা ডেরোগেটরি। তাই নয় কি ?

    একই জিনিস লক্ষ্য করেছিলাম, মমতাকে বলা অনিল বসুর মন্তব্যের প্রতিক্রিয়ায়। বেশ্যা বলে এতবড় অপমান করা হল ইত্যাদি প্রতিক্রিয়া। এই কথাগুলি কি আরো বড় অপমান নয়, এই জীবিকার মেয়েদের জন্য ?

    এই জন্যই এবারের কেসে মহিলার এই কথাটা এত প্রয়োজনীয় আর দামি মনে হয়েছে। যেসব শব্দপ্রয়োগ নিয়ে মহিলাকে অপমান করা হয়েছে বলে বহুজনে প্রতিবাদ করছেন, ওংকে সেই এসকর্ট ইত্যাদি বলাকে উনি নিজে কিন্তু অপমান বলেই গায়ে মাখছেন না। বরং খুব স্পষ্ট ভাবে বলেছেন " সরকারি এক মুখপাত্র বলেছিলেন, আমি নাকি এসকর্ট সার্ভিসের সঙ্গে যুক্ত। চরিত্র নিয়েও নানা কথা বলা হয়েছে। সে সবের পরোয়া করি না। আর যে সব মহিলা ঐ সার্ভিসের সঙ্গে যুক্ত, তাঁদের প্রতি আমার কোনও খারাপ মনোভাব নেই। ঐ পেশার মহিলাদের ধর্ষণের অধিকার কারও নেই।"
  • achintyarup | 141.0.9.4 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৫530327
  • কিন্তু দিদি যা বকে দিয়েছেন না, দময়ন্তীর মুখটা একেবারে দিস কইণ্ড অব স্মল হয়ে গিয়েছিল
  • Tim | 198.82.20.250 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৯530328
  • হবেই তো! এত খেটেখুটে কেস সল্‌ভ করে শেষে একজন নীচ টাইপের বা:ছা: পলিটিশিয়ানের কাছে খিস্তি খেতে হলে ওরম হওয়াই স্বাভাবিক।
  • pi | 72.83.80.169 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৪:১৩530329
  • অর্পিতা ঘোষ তো মদন মিত্রকেও হার মানালেন !
  • Anamitra Roy | 112.79.36.71 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৪:১৭530330
  • FacebookthekecopyPastekorlam.Engrijitei.Sorry, SorisreeperkonoMatribhashahoyna!

    Samosyataholoamraghomtarnichheikhyamtatanechethakichirokal.EscortserviceersathejuktothakatataiGorhitokajkintumodelhaoataglamorous...EventManagement, Advt.Industry, Financesector, filmandTVindustryeichartetesommaniobivinnomohila (kichhukichhukhetreemonkiSangbadikotarjagoteo) jekirateesarthosiddhi-rjonnojartarsathesueporen, setabodhoyamaderkarureajananoy.Kakhonopromotion, kakhonobaonnokaukekathikorarjonnoinfluenciallokkehaterakhtetnarasamoyikvabedibbirakkhitahoejanerortar.Escortserviceermohilaradoshtakikorlo? Petertagidesutehoybolestatuseasenanaki?Sonagachhirmasiderbyapartanahoybujhlamjetnaraengrijijanenna, taitnarabratyojon.

    Beshyabritiikeainotosiddhokorahoechhenakichhukalage? Taholetosongbidhanelekha "Jekonopeshanirbachoneradhikar" eraotayetaoasbe.Konoektipesharsongejuktomanushderekjogecommonnounbanieapomaankoraradhikarkiachhekarur? JodithekethaketaholeIT-rlokderoashakoriekdinshuntehobe "onaratosaradincomputerersamnebosekhutkhutkoren.Deshdekhlenkobejedeshchalanobishoyemantobbokorchhen' jatiokonokotha.AmarhatepoysathakleaminischoiP.I.Lthuktam.kintuamartopoysaneirjnaderachhebajnaraprotiniotoeiP.I.Lleliedeaokajtakorethakentnaraamarmonehoynaeidharonercasenieegoteutsaheehoben.Singur, Lalgarhniekichhubollepowerstructureerghonisthohaoarashathake, ekhetresetabodhoyakkereinei.Maobadiderkothatobadedilam.dertoabasei1999thekeipartytepurushcomradeomohilacomradederhatdhoreghorabaronprokashye, squaderonnodersamne.

    Taholelorbeke? Eigroup-ekkeuachhenkiesobiekonoainipadokkhepneoarjonno.Anekkeitodekhiguruchandali-rwebsiteekekobeLVDtvkinlojatioalochonakorte.Tajnaraesobbostukroykorethakentnadernischoipoysartatotaoavabnei.Tadinnakeuektamamlathuke.N.R.Iotobeshkichhuachhenbodhoyekhane.Keukichhuektakorlekhushihabo.

    Ipsitadi, ageesobgayemakhtam.Ekhonrmakhina.2006salejedinposterhatearresthoechhilam, keuchhilonapashe.SedinlokjonsorobholeNandigramrLalgarhkanderkontakatotaghottojothestosondehoachhe.TarporhawagaromhoteiTVteekerporekmukh.EmonkiCPMerhnarirvatkheyechorbihaoalokjono.Takhonebujhechhilamesalarajali, dhandayesechhe.Kharaplegechhilo.ekhonarlagena.kenojano? Karon2008saalthekeamieiposchimbongebosheektakajkorchhi, jothestoseriouskaj, jothestohonestysahokareebongalmostmukheraktotule.Ekekjonekekrakomresponsedey, bhalokotha, kintugotakajtakorarporeiresponsetaobhikkhaneoarmotojechejechechaitehoy10baarkore, ebongtarporoaneklokkichhuibolena, uttorodeyna, agrohoudekhayna.Takhonebujhteparijemanushrlcdtvasoleakeejeeb.Chokchokkoreprochur, kintunortechorteparena.NoileHungryKobitaporeanupamroyberoy?! :P:D

    Eiholoamadersensitivity-rbartomaanabostha.InquilaabZindabaad! Merudondoheenotadeerghojeebihok! Bishonnoobaalkhilyokobitarbrishtinemeasukdhoradhame!
  • aka | 75.76.118.96 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৬:৩৮530332
  • প্রস্টিটিউশন তো আইপিসি অনুযায়ী অপরাধ, না?
  • kallol | 119.226.79.139 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৫530333
  • নিজের দেহ কে কিভাবে ব্যবহার করবে, সেটা তার ব্যাপার। তাতে অন্যের ক্ষতি না হলেই হলো। ধানু তার দেহ ব্যবহার করেছিলো বোমা হিসাবে। তাতে অনেকের প্রাণ গিয়েছে, তাই সেটা আইনত: অপরাধ। ক্ষ্‌ক্ষ পয়সার বিনিময়ে ইই কে বিছানায় সঙ্গ দিয়েছে। এটা আইনত: অপরাধ নয়।
    কিন্তু এসব কথা উঠছে কেন? একজন মানুষকে ধর্ষণ করা হয়েছে। এটা আইনত: অপরাধ। ব্যস ফুরিয়ে গেলো। অপরাধীদের শাস্তি হোক।
    একজন খুনের মামলায় অপরাধী প্রমাণ হলে কি তাকে খুন করার অধিকার জন্মে যায় নাকি?
    চিরকাল মেয়েদের ওপর ধর্ষণকে আড়াল করতে নানান বাহানা বানানো হয়। পোষাক, আচরণ, পেশা সবই তখন ""কারণ"" হয়ে ওঠে। এমনকি নিকট অতীতে - মেয়ের ধর্ষণকারী আসলে তার বাবাই এমন প্রচার চালানোও হয়েছে। অনুচ্চারিতভাবে ধর্ষককে - ""বেচারী, ওর আর কি দোষ"" এরকম বোঝানো হয়।
    মমতা নিজে মহিলা। তাই প্রতিবাদ আরও জোরালো হোক।
    গতকাল এটা নিয়ে মমতার খাসতালুকে মৈত্রী মিছিল করেছে। সাবাশ মৈত্রী।
    অনামিত্রকে মস্তো ক।
  • PT | 203.110.246.23 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৩530335
  • তারানন্দে সুনন্দা মুখার্জীর কথাবার্তা বেশ ভালই লাগল। মনে হলনা যে মমতার ভয়ে তিনি খুব একটা মেপে কথা বলছেন। তবে NDTV-তে অপর্ণা কাঠপুতুলীর মত বসে ছিলেন। খুব সাধারণ কথাবার্তা ("রেপ করা খুব খারাপ কাজ" জাতীয়) বললেন। কিন্তু সঞ্চালিকা ""মমতার ক্ষমা চাওয়া উচিত কিনা"" জানতে চাইলে অপর্ণা "৩৪ বছরের অপশাসনে"" কত রেপ এবং সেই প্রসঙ্গে আগের মন্ত্রীদের বক্তব্য ইত্যাদির ঝাঁপি খুললেন। বোঝা গেল যে অপর্ণাও মেনে নিয়েছেন যে রাজ্যে ""পরিবর্তন"" বলে কিছু আসেনি।
  • ranjan roy | 121.245.141.240 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৫530337
  • বানতলা গণধর্ষণ কান্ডে জ্যোতিবাবুর কিছু বক্তব্য ছিল না? কেউ কি মনে রেখেচেন?
    আমি এল সি এম কে ক' দিচ্ছি।
    শুধু মমতা-জ্যোতিবাবু নয়, আমাদের ভেতরেই মেয়েদের ইতরজীব করে দেখার প্রবণতা রয়েছে। মদন মিত্র যা বলেছে এমন সব বক্তব্য অন্য রাজ্যের অনেক পুলিশ অফিসার বা রাজনৈতিক নেতৃত্ব বলেছেন:
    কোন মেয়ে রেপ হয়েচে মানে সে ছেলেদের প্রোভোক করেছে।
    সমরেশ বসুর বঙ্গে কমিউনিস্ট মুভমেন্ট নিয়ে একটি উপন্যাস ছিল--""যুগ যুগ জীয়ে''। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় জারিত।
    তাতে রামবাগানে সেক্স-ওয়ার্কারদের সঙ্গে টমিদের ব্যবহার নিয়ে ত্রিদিবেশের আঁকাছবি দেখে কমিউনিস্ট নেতা বঙ্কিম মুখার্জি( ঐতিহাসিক চরিত্র) অবাক হয়ে জিগান-- ওদের আবার রেপ করা যায় নাকি!
    এদিকে সুপ্রীম কোর্ট কয়বছর আগে একটি জাজমেন্ট দিয়েছে যে সেক্স-ওয়ার্কার রেপের কমপ্লেন করলে পুলিশ মেয়েটির পেশা নিয়ে কোন কোশ্চেন/কমেন্ট করতে পারবে না।
    কিন্তু আমাদের মনোজগতের পরিবর্তন কবে হবে? আমরাই তো মেয়েদের শেখাই--আরে ইয়ার মেরে, তুম ভি হো গজব, ঘুংঘট তো জরা ওড়ো!

  • quark | 14.139.199.1 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:১০530338
  • হেব্বি ক্যাচাল! পচনন্দাকে সরানো যাবে না, তাইলে লোকে বলবে মুখ্যমন্ত্রীও একই অপরাধ করেছেন। আবার না সরালে লোকে মনে করাচ্ছে "৩৪ বছরে" অন্তত: একজন কমিশনারকে তদন্ত শেষ হওয়ার আগেই আত্মহত্যা ইত্যাদি মন্তব্যের কারণে সরে যেতে হয়েছিল।
  • demba ba | 121.241.218.132 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৬530339
  • চ্যানেল ১০ এবং অর্পিতাদের কিছু বলা হবে না? আমার তো ইচ্ছে করছে সরাসরি বলতে।

    https://www.facebook.com/profile.php?id=100001890357430 - অর্পিতা

    https://www.facebook.com/pages/Channel-10-kolkata/225737954118695 - চ্যানেল ১০

    অর্পিতা নাকি চ্যানেল ১০-এ বসে বলেছেন ওই ভদ্রমহিলার ছবি প্রকাশ করা হোক যাতে আর কেউ কোনো ছেলেকে না ফাঁসায়।

    চ্যানেল ১০-এর ফেসবুক পেজে কমেন্ট করতে পেরেছি। অর্পিতার পেজে অপশন পেলাম না।
  • quark | 14.139.199.1 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:২২530340
  • আহাহা! পরিবর্তন এনেছেন ওঁরা। সমাজের উচ্চস্তরে বাস ক'রেও গরীব দু:খী মানুষের জন্যে চ্যানেলে চ্যানেলে নেমে আন্দোলন করেছেন, এখনও করছেন। আরো সময় দিতে হবে।

    আরো আরো প্রভু আরো আরো
    এমনি ক'রে,
    এমনি ক'রে আমায় মারো
  • siki | 155.136.80.81 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৩530341
  • বাড়ি গিয়ে করব। অবশ্যই লিখব।
  • El d | 220.227.106.153 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩১530343
  • অর্পিতা ঘোষ হলেন প: ব: শিশু কিশোর সাহিত্য আকাদেমির চেয়ারম্যান।

    এই ব্যাপারটা কি কেউ জানেন যে এই বিষয়ে ওনার এক্সপার্টিজ কি? ছড়া-টড়াও কি নিদেনপক্ষে লিখেছেন ! অবশ্য প্রতিদিন-রোববার-সোম্বার বা জাগো বাংলায় লিখে থাকলে জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন