এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পার্ক ষ্ট্রীট এর লজ্জা নিয়ে...

    Sam
    অন্যান্য | ২০ ফেব্রুয়ারি ২০১২ | ১০৯৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.174.254 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৫530344
  • ভাটিয়ালি থেকে লিংক পেয়ে একটা স্টার-আনন্দ র ভিডিও - ইন্টারভিউ উইথ দ্য ভিকটিম - কিছুটা দেখলাম।
    রাইটার্স থেকে ৫ প্রশ্ন এসেছে ভিক্টিম-এর উদ্দেশ্যে। কিন্তু, তদন্ত তো করে পুলিশ, লালবাজার। তবে কি, কলকাতা লংডং, আর, রাইটার্স স্কটল্যান্ড ইয়ার্ড হয়ে গেল?
  • PT | 203.110.243.23 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫১530345
  • সুনীলের জায়গায় অর্পিতাকে বসানো থেকেই বোঝা গিয়েছিল যে অর্পিতা খুব বেশী রকম দিদির আশীর্বাদধন্যা। রাজা লিয়ারের ব্যাপারে সুমন-সৌমিত্রর ওপর অতি পাকামোর লাঠি ঘোরানোতে সেই ধারণাটি আরো পোক্ত হয়। এইবার অর্পিতার pay back-এর সময় এসেছে- তাই এইসব আটভাট বকছে। তারানন্দর প্রতিপক্ষ অনুষ্ঠানেও অর্পিতা আশ্চর্যরকম ভাবে অনুপস্থিত। আর সেই নারীবাদি বুদ্ধিজীবি শাঁওলী কোথায় অদৃশ্য হলেন?
  • El d | 220.227.106.153 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৮530346
  • রাজা লিয়র বিতর্কের সময় চামচিকেটার ঔদ্ধত্য সর্বোচ্চ পর্যায়ে ছিল, সুমন আর সৌমিত্রর রীতিমত পারফর্মেন্স অ্যাপ্রাইজাল করত চ্যানেলে চ্যানেলে।
    তখন আবার এই বাঁটুল দের সঙ্গেও বেশ ভাল আন্ডারষ্ট্যান্ডিং ছিল , পছন্দসই প্রশ্ন টুকে রাখা উত্তর
  • Test | 117.194.64.60 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২০530347
  • #২৪৬০;#২৫০৯;#২৪৭৯;#২৫০৭;#২৪৬৮;#২৪৯৫; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৭;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৬৮;#২৪৮২;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩; #২৪৭৯;#২৫০৩; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৮;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৯;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪; #২৪৬৩;#২৪৯৪; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;, " #২৪৪৭;#২৪৬৮;#২৪৭৬;#২৪৬৫;#২৪৯২; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৫; #২৪৮০;#২৪৯৪;#২৪৬০;#২৫০৯;#২৪৭৯;, #২৪৪৭;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৬; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৫; #২৪৫৬;#২৪৬৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪; #২৪৩৮;#২৪৫৫;#২৫০৩; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪; #২৪৮৮;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৭;#২৪৭৬; #২৪৭২;#২৪৭৯;#২৪৯২;,#২৪৪৭;#২৪৭৮;#২৪৭২;#২৪৬৩;#২৪৯৫; #২৪৬৮;#২৫০৭; #২৪৫৬;#২৪৬৩;#২৪৬৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;#২৪০৪; #২৪৬৮;#২৪৭০;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮; #২৪৫৮;#২৪৮২;#২৪৫৯;#২৫০৩;, #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৬;#২৫০৩;#২৪৭২;"#২৪০৪;
  • PT | 203.110.246.23 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:১০530348
  • অর্পিতা চ্যানেল ১০-এ জানালেন যে কেউ মাঝরাতে পাবে ফুর্তি করতে গেলে সব হ্যাপা সামলানোর দায়িত্ব তার নিজের। মেয়েরা ধোয়া তুলসী পাতা এই কথা তিনি মনে করেন না ইত্যাদি ইত্যাদি.......
  • S | 59.93.243.121 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪২530349
  • n ke K boro kore. ekhane sobaai budhhuman tai eder kache faltu boke laabh nei.. sudhu bhabchi jodi eder keu sedin mithye mithye abhijukto hoten dharsankari hisebe...tobe ei boktime kothaai thakto... tarananda to tader ke ekratei khalnayak baniye chirle tarananda ke boleb na khama chite.. na seta to birla der haat aache.. lomba haat....

    era obossi nijeder e budhijibi bhaben tai onek budhhi jibider upor eder raag..ki aar kora jabe lokeeder bojhe ni taai era nijei lekhe nijei pore kamalakanter bangasahitya aar ki.

    asangati onek era segulo dekheo dekhben na.. CP chole giye eder oneker ektu holeo asubidha hoyeche... je bhabei hok... seta nari dhore tanlei berobe... era sookolke boka bhabe.. othoba sei alpo kichur doel pore jader onekdin boka banano jaai

  • pinaki | 85.231.136.70 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৯530350
  • ও বোতীন, কই তুমি? একবার দেখে যাও। :-)
  • r2h | 198.175.62.19 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫০530351
  • নিজে লিখে নিজে পড়ে কই? আপনিও তো পড়লেন কষ্ট করে। সত্যি চার্দিকে এত বোকা লোক নিয়ে আপনার বড়ই যন্ত্রনা।
  • Tim | 198.82.29.32 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০৯530352
  • :-))
  • pi | 128.231.22.249 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৫৮530355
  • পিটিদা, ওটা কি সমাপতন ?

    সেদিন অচিন্ত্যদাই মনে হয় বল্লো, এই ডেপুটেশন এর আবেদন আগে থেকেই করা ছিল।
  • aranya | 68.38.243.161 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০৭:২৮530356
  • অনামিত্র-র লেখাটা ভাল লাগল। উনি পশ্চিমবঙ্গে কোন একটা সিরিয়াস কাজ করছেন বললেন, সেটা কি? পাই, তুমি কি জান ? (যদি শেয়ার করা যায়)
  • Du | 117.194.198.89 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫৬530357
  • পাই, সমাপতনটা শুধু দুজনের ক্ষেত্রেই নয় রাজ্যশুদ্ধ আইপিএসদের ক্ষেত্রেই হচ্ছে। চন্দ্রবাবুর সময়ে অন্ধ্রেও হয়েছিল এমন।
  • kallol | 119.226.79.139 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৪530358
  • দময়ন্তীর ব্যাপারটা সমপাতন হতে পারে নাও হতে পারে।
    কিন্তু এই কেসে মমতার ভূমিকা নিন্দাজনক বল্লেও লঘুকথা হয়ে যাবে।
    পরে যখন সত্য জানা গেলো, তখনো নির্লজ্জের মতো চুপ করে থাকাটাই প্রমাণ করে ক্ষমতা তার ঔদ্ধত্ব ও অহমিকা নিয়ে চড়ে বসেছে, বিগত জামানার মতোই।
    আমি ২৮শের ধর্মঘটের দিকে তাকিয়ে আছি। যদিও সিপিএমএর ওপর ভরসা নেই।
  • pi | 72.83.80.169 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫২530359
  • দু দি, সমাপতন কিনা সেটা প্রশ্ন ছিল।

    যাই হোক, দোষী পুলিশ অফিসারদের তো তাও কিছু একটা শাস্তি হল, এর থেকে অনেক বেশি ধোষী মন্ত্রীদের কী হবে ?
  • S | 99.26.200.89 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৮530360
  • আচ্ছা উপোরের S আমি নই।
  • aranya | 144.160.5.25 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১০:০০530361
  • যেটা আরও দু:খের, দময়ন্তী সেনকে মহাকরণে ডেকে ঝেড়ে কাপড় পরিয়েছেন মনে হয়। বাম আমলেও কি নজরুল ইসলামকে এইরকম অবস্থায় পড়তে হয়েছিল, নিরপেক্ষ কাজের জন্য শাস্তি পাওয়া - ভাল মনে নেই, ভুলও হতে পারে।
  • pi | 72.83.80.169 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৭530362
  • দময়ন্তী সেনকে ঝেড়ে লাপড় পরিয়েছেন, এই খবরটার লিংকটা একটু পাওয়া যাবে ?

    এখন তো সব খবরে ঐ দু'জনের শাস্তি হওয়া, পচনন্দাকে বদলি নিয়ে জল্পনা আর মিটিং শেষে দময়ন্তী সেনের 'টিম' ওয়ার্কের স্টেটমেন্ট।

    আর তার সাথে এইটাও পেলাম:

    Damayanti Sen said, "There were no interferences by the Chief Minister in this case and allegations of groupism in Kolkata police are misleading."
    "I am extremely disturbed the way media is dragging my personal life. We have worked unitedly, investigation in the case is still underway and it's only getting hampered because of such reports. I sought an appointment with the CM to clarify all these things to her," he added.

    http://ibnlive.in.com/news/kolkata-rape-case-mamata-meets-police-officials/231907-3.html

  • S | 99.26.200.89 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১০:১১530363
  • আচ্ছা দময়ন্তি সেন কি সবে apply করলেন, নাকি আগেই করেছিলেন। কেউ জানাতে পাঅরলে ভালো হয়।
  • demba ba | 121.241.218.132 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৮530365
  • এই খবরগুলোর মধ্যে আরো কিছু কথা আছে যেগুলো নোট করার মত -

    (১) দময়ন্তী সেন এবং জাভেদ *নাকি* নিজেরাই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, অথচ সিনিয়র পুলিশ অফিসারদের বক্তব্য সেক্ষেত্রে শিবাজী ঘোষ এবং পচনন্দার থাকার কোনো প্রয়োজন ছিলো না।
    (২) প্রেসের সামনে বক্তব্য রেখেছেন দময়ন্তী এবং জাভেদ, তাও মহাকরণে। কিরণ বেদীর বক্তব্য পুলিশ যদি স্টেটমেন্ট দেয় সেগুলো সাধারণত: পুলিশ হেডকোয়ার্টারে হয়। এবং কমিশনারই স্টেটমেন্ট দেন।
    (৩) দময়ন্তীকে দেখে মনে হয়েছে খুব ডিপ্রেসড - থমথমে মুখ।
    (৪) এবং খুব তাড়াহুড়ো করে গেছেন - পরণে সালোয়ার, ইউনিফর্ম নয়। অ্যাপয়েন্টমেন্ট করে নয় এই সন্দেহটা সেখান থেকেই হয়।

    আরো আছে। প্রতিটা কাগজ (TOI, আবাপ, টেলিগ্রাফ) খুঁটিয়ে পড়লে এরকম বেশ কয়েকটা পয়েন্ট বেরিয়ে আসে, এবং মমতাকে একটু যারা চেনে তারা দুয়ে দুয়ে চার করছে - এবং সেটা বেশ লজিক্যাল।

    অবশ্যই কোনো কাগজে লেখেনি যে ঝাড় দেওয়া হয়েছে। কিন্তু ইঙ্গিতগুলো সব কাগজেই আছে - কুণাল ঘোষের লেখা বাদে।
  • aranya | 144.160.5.25 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৯530366
  • লিঙ্ক নাই, তাই 'মনে হয়' বলেছি। অনেক কাগজেই এটা গেস করে লিখেছে তো। শর্ট নোটিসে দিদি ডেকে পাঠিয়েছেন, তাই পরনে পুলিশের উর্দি নেই, সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকবার আমি ডিস্টারব্‌ড ফিল করছি বলা - এই সবের ওপর ভিত্তি করে মনে হচ্ছে যে দিদি ডেকে পাঠিয়ে বকাবকি করেছেন, আবাপতেও ছিল।
  • demba ba | 121.241.218.132 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১০:২২530367
  • http://tinyurl.com/6q6pzrg - আজকের TOI
  • quark | 14.139.199.1 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৯530368
  • ডেম্বার ১ নং পয়েন্টের সাথে আরেকটু যোগ করি। সেদিন একাধিকবার কমিশনার ও সিএম এর মিটিং হয়। যখন জয়েন্ট কমিশনারদের সাথে সিএম এর মিটিং হয় তার আগে থেকেই কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার সিএম এর সাথে ছিলেন। জয়েন্ট কমিশনাররা বেরিয়ে যাওয়ার পরেও তাঁরা আরো কিছুক্ষণ সিএম এর ঘরে থেকে যান।

    Commissioner R.K. Pachnanda and special commissioner Shibaji Ghosh, who were part of the meeting with Mamata, stayed back for another round of talks. By the time the commissioner had met the chief minister twice, and also the chief secretary and home secretary, Writers’ was abuzz with speculation of him “being asked to go on leave” or “step down”.

    টেলিগ্রাফের খবর।
  • kallol | 119.226.79.139 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৩530369
  • এটা পরিষ্কার যে সাংবাদিক সম্মেলনটা করতে নির্দেশ দেওয়া হয়েছিলো। মমতার মতামতের উল্টোদিকে গিয়ে একটা ধর্ষণের মতো বিষয় প্রায় প্রমাণ হয়ে গেলো, আর তারপরই দময়ন্তীকে দিয়ে বলানো হলো - এটা টিম ওয়ার্ক। লোকে কি গান্ডু নাকি?
    পার্ক স্ট্রিটের পুলিশ দুটোকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে (ক্লোজ)। এটা নিশ্চই ভালো খবর। কিন্তু সব মিলিয়ে ছবিটা আশংকার।
  • pi | 72.83.80.169 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪০530370
  • টিম ওয়ার্ক বলিয়েও যদি ওঁকে রেখে দেবার বন্দোবস্ত করে ও পচ্‌নন্দাকে সরায়, অন্তত কিছুটা পপ স্খালন হবে।

    তবে মুখ্যমন্ত্রী ,মদন মিত্র, অর্পিতা ঘোষ, এঁদের ক্ষমা চাওয়া নিয়ে দাবী তোলা উচিতই।
  • tatin | 115.249.41.218 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮530371
  • টিম সলভ করেছে কেসটা, মিস মার্পলের মতন : তাই টিম ওয়ার্ক
  • pi | 72.83.80.169 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫২530372
  • টিমের এই পরিচয়টা তো গুপ্ত ছিল !
  • S | 99.26.200.89 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০০530373
  • কল্লোলবাবু আমরা তো তাই। আর নেতা নেত্রীরা সেটা জানে - নইলে তারা গদি পায় কেমন করে।
  • kallol | 119.226.79.139 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৮530374
  • বড় স।
    না আমরা গান্ডু নই। গান্ডু হলে সিপিএম আজও থেকে যেতো, ইন্দিরা ৭৭এ হারতেন না, বাংলাদেশের জন্ম হতো না। সামনের পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্য রাখুন। আমার ধারনা তৃণমূল সামান্য হলেও ধাক্কা খাবে।

  • siki | 155.136.80.81 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫১530376
  • তাই যেন হয়। তাই যেন হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন