এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পার্ক ষ্ট্রীট এর লজ্জা নিয়ে...

    Sam
    অন্যান্য | ২০ ফেব্রুয়ারি ২০১২ | ১০৭৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.247.221 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৭530377
  • নরেন্দ্র মোদীকে যারা ভোট দিয়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তারা কি?
  • tatin | 115.249.41.218 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৮530378
  • ভালো আছে তাই ভোট দিচ্ছে- রেড ইন্ডিয়ন ম্যসাকারের দোষ ভুলেই আজ পাব্লিক আমেরিকা যায়, সেরকম
  • PT | 203.110.247.221 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৮530379
  • তহলে বড় স-এর প্রশ্নের উত্তর পাওয়া গেল না?
  • kallol | 119.226.79.139 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৫530380
  • নরেন্দ্র মোদীর বিকল্প এইই মুহুর্তে নেই। লোকটি অত্যন্ত বাজে টাইপের সাম্প্রদায়িক, কিন্তু বিকল্প নাই। যেমন ১৫ বছর প:ব:তে বিকল্প ছিলো না। শেষ দুবছরে বিকল্প গড়ে উঠলো। তা বলে কি মমতা ১৫ বছর ধরে ছিলেন না? চিলেন, কিন্তু মানুষ তাকে বিকল্প ভাবতে পারেনি।শেষ দুই বছরে সরকার ও সরকারী দলেরা চূড়ান্ত দাম্ভিক হয়ে গেলো। তার সুযোগ নিয়ে মমতাও নিজেকে বিকল্প হিসাবে প্রতিষ্ঠা করলো।
    গুজরাটে তেমন বিকল্প এখনো তৈরী হয় নি।
  • ppn | 202.91.136.71 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২১530382
  • ধুস, কপালে
  • ppn | 202.91.136.71 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২১530381
  • এতদ্দারা লরেন মোদীকে ইসের সাথে তুলনা করে কল্লোলদার কাপলে কিছু নির্মোহ ব প্রাপ্তি হইল। ;-)
  • PT | 203.110.247.221 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪২530383
  • এ যেন কেমন যখন-যেমন-তখন-তেমন ধরণের ব্যাখ্যা হয়ে গেল।
  • Debashis | 89.147.0.172 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১০530384
  • নরেন মোদী নিয়ে যখন কথা উঠল, তখন কিছু লিখি। এই সমস্ত সাম্প্রদায়ীকতা-জাতপাত ইত্যাদি লোকহাস্যকর গত শতাব্দীর বিষয় নিয়ে বিহার- ইউ পি- বাংলা- রাজস্থানে ভোট হতে পারে, গুজরাতে হয় না। ব্যবসায়ী জাত, নিজেদের উন্নতিটা বোঝে। ওখানে উন্নয়নের নিরিখে ভোট হয়। তাই নরেন মোদী জেতে। মোদীর অতিবড় শত্রুও স্বীকার করে, লোকটা কাজের। রাজস্ব আদায়ের জন্য মদকে গুজরাতে বৈধ করতে হয় না (জ্যোতিবাবুর পরামর্শ মতো)। মুসলীম ভোটের একটা বড় অংশ মোদী পায় (বিজেপি নয়) শুধুমাত্র উন্নয়নের ইস্যুতেই। গুজরাতিরা জানে তারা এর জমানাতে ভালো আছে। বিকল্প খুঁজবে কি জন্য?
  • kallol | 119.226.79.139 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৩530385
  • কি মুস্কিল। ভরসা করার মতো বিকল্প না থাকলে লোকে কি করবে? ভোট দেবে কাকে?
    যতদিন মমতার উপর লোকের ভরসা ছিলো না ততদিন মমতা ৩৫ ছিলো। যখন মনে হলো ভরসা করা যায়, মানে সিপিএমের বিরুদ্ধে লড়ে যেতে পারবে, তখন ভোট দিলো।
    আমার ধারনা গুজরাটেও তাই। মুসলিম ভোট শুধু উন্নয়নের জন্য পায় না লোকটা। উন্নয়ন তো আগেও ছিলো। মুসলমানেদের ভালো ব্যাবসা ছিলো। পরিকল্পিত ভাবে তাদের হত্যা করা হয়েছে। সারা গুজরাট জানে কিভাবে মুসলমান হত্যা যজ্ঞ সংগঠিত করেছে নরেন্দ্র মোদী। আপাতত: মোদীর বিকল্প নেই।
    ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা গত শতাব্দীর বিষয় হয়ে থাকলে আজও বাল থ্যাকারে, বিজেপি/আরেসএস রমরমা কম হলো কৈ? জাতপাতের হিংসা বন্ধ হয়ে গেছে নাকি?
    ভারতবর্ষ মানে ব্যাঙ্গালোর-দিল্লী-মুম্বাই-কলকাতা নয়। সেখানেও যে অবস্থা খুব ""এই শতাব্দী টাইপ"" তাও নয়।
  • Debashis | 89.147.0.175 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৮530120
  • কিন্তু কল্লোলদা, মোদীর সমর্থনটা এই উন্নয়নের জন্যই। জোর দিয়ে বলছি এই কারনেই, পনেরো বছর আগে কচ্ছ কে যে অবস্থায় দেখেছি, জল নেই, আলো নেই, রাস্তা নেই, সে অবস্থা থেকে দশ বছর আগে মোদীই বের করে এনেছে। এবং নিজের রাজত্বের প্রথম পাঁচ বছরেই। তখন আমি আনজারে থাকতাম। তখন থেকেই গুজরাতের আজকের গুজরাত হওয়ার শুরু। বিশেষত: ভুমিকম্পের পরে ভুজকে যেভাবে নতুন করে গড়ে তুলেছে লোকটা, অসাধারণ। তার পরে আবারও গেছি জামনগরে। তখনও দেখেছি গুজরাতে কর্মযজ্ঞ চলেছে। এখনও চলছে জানি।

    কেশুভাই তো পারেনি। কংগ্রেস তো ফিরে এসেছিল। কিন্তু আগের মতৈ কিছু করে নি। অবশ্য কোন রাজ্যেই বা করেছে। তাই বলছিলাম, মোদী কিন্তু ফ্লুকের ওপর দাঁড়িয়ে নেই, প:ব:তে সি পি এমের মতো। যারা প্রথম কয়েক বছরের কাজ ভাঙিয়ে ৩৪ বছর চালালো। বিহারে নিতীশও কিন্তু তাই করছে। মোদীকে গালি দিলেও উন্নয়নের ক্ষেত্রে কিন্তু মোদী মডেলই ফলো করছে।

    আর আমাদের দুর্ভাগ্য, আমরা উন্নয়ন ছেড়ে সাম্প্রদায়ীকতা, জাতপাতের মতো ইস্যু নিয়ে ভোট দিই এখনও। এটা সত্যিই দুর্ভাগ্য আমাদের দেশের।
  • pi | 72.83.80.169 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৯530121
  • এরকম একটা ঘটনা নিয়ে কোন আলোড়ন নেই !!

    http://www.facebook.com/groups/guruchandali/

    দি:খিত, আজকালের ফন্ট এই কম্পুতে আসে না। তাই ছবিটাই দিলাম।
  • tatin | 115.249.41.218 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৬530122

  • S | 99.26.200.89 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৬530123
  • না লিখে পারলাম না। এটা ঠিক যে গুজরাতে প্রচুর পরিমানে উন্নতি হয়েছে - নিজে দেখিনি, হিন্দু গুজরাতিদের মুখে শুনেছি। কিন্তু ভেবে দেখুন আপনাকে দুটো পথ দেওয়া হোলো - একটা পথ ভাঙ্গাচোরা কিন্তু শান্তিতে বাড়ি ফিরতে পারবেন, আরেকটা সুন্দর বাধাই করা কিন্তু নিরাপদ নয়। কোনটা বাছবেন।

    গুজ্রাত ফর গুজরাতিস - এমন একটা রাজ্যের লোক বলছে যাদের প্রায় সব পরিবারের একাধিক সদস্য রাজ্যের বাইরে থাকে।

    আর গুজরাতিরা হোলো ব্যবসায়িক জাত - শুধু হিন্দু নয়, সব ধর্মের গুজরাতিরাই ব্যবসাতে খুব উন্নতি করেছে। ইনফ্যাক্ট মুম্বাইয়ের ক্যাপিটালের বেশিরভাগ-ই ওদের হাতে। এরকম জাতের রাজ্য উন্নতি করবে সেটাই স্বাভাবিক।
  • PT | 203.110.243.23 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৬530124
  • শুনেছি প্রথম বিশ্বযুদ্ধে অপমানিত জার্মানির ""অষ্মিতা"" উদ্ধার করে হিটলার জার্মানিকে ""উন্নয়নের"" পথে নিয়ে গিয়েছিল। তাইলে দু-চারটে ইহুদি মারা নিয়ে অহেতুক লোকটাকে বদনাম দেওয়া কিসের জন্য?
  • siki | 122.177.217.207 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২০:১০530125
  • এটা বাজে তক্কো হয়ে যাচ্ছে, সরি ফর সেয়িং। মোদীর কেসটা একদম স্ট্রেট ফরোয়ার্ড। ক্ষমতায় আসার জন্য ওর মনে হয়েছিল উগ্র হিন্দুত্বের জিগির তুলে কয়েকশো মুসলমানকে খুন করে আসাটা সোজা, শর্টকাট রাস্তা, ও তাই করেছে। ক্ষমতায় আসার পরে ও রাজ্যের জন্য যা করেছে, ভারতে খুব কম রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যকে সেই লেভেলে নিয়ে যেতে পেরেছে। ক্ষমতায় আসার পরে ও নিজের কাজের জোরে ক্ষমতায় থেকে গেছে, আর মুসলমান মারার দরকার পড়ে নি, তাই মারে নি।
  • bb | 117.195.177.148 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৩530126
  • শমীক ব্যাপারটা অতো সোজা হলে এত কথা হত না। গুজরাটে খুব সুক্ষভাবে মুসলমানদের চাপের মুখে রাখা হয়। সংখ্যালঘু না হলে এই ব্যাপারটা বোঝা মুশকিল, যেমন এই মহল্লায় কোন মুসলমানকে বাড়ী দেওয়া হবে না, হিন্দু প্রধান এলাকায় ব্যবসা করতে পারবে না মুসলমান দোকানদার।
    গুজরাটীরা এমনিতে নিরামিশাষী না হলে তাদের বাড়ী ভাড়াও দিতে চায় না (বাংলি হিন্দুদের ও) - নরেন্দ্র মোদী খুব ভালভাবেই এই মানসিকতাকে কাজে লাগান।
    ঐ রাজ্যের বিঞ্জাপন দেখুন-অমিতাভে র কত হিন্দু মন্দিরের কথা বলছেন অথচ ভারতবর্ষে যেকটি জায়গায় মুসলমানরা প্রথমদিকে আসে, গুজরাট তার অন্যতম। দাওদি ভোরা বা সুর্তি মুসলমান এদের সম্বন্ধে কোন কিছু নেই, কিন্তু "জয় শ্রীকৃষ্ণ' আছে ।
  • siki | 122.177.217.207 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৮530127
  • বিবি আপনার কি ধারণা এই চাপটা মুম্বই, দিল্লি বা কলকাতায় নেই? মুসলমানদের ঘরভাড়া পেতে আজও অসুবিধে হয় এই সব সো কলড কসমোপলিটান শহরে। আমিষাশী হবার দরুণ আমিও বাড়িভাড়া পাই নি নয়ডায়।

    নরেন মোদীর আলাদা কোনও খেলা নেই এখানে।

    বাকি পয়েনগুলো সম্বন্ধে অবশ্য একমত।
  • a | 65.204.229.11 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৩530128
  • মোদী আজ থেকে দশ বছর আগে হয়তো লোক মেরেছিল, হয়তো মারেনি। আজো SIT প্রমাণ করতে পারেনি যে মোদী সরাসরিভাবে দায়ী। যতক্ষন সেটা প্রমাণ না করা যাবে,ততক্ষণ মোদীকে খিস্তি মেরে লাভ নেই। মুসলিমদের মনোভাব আমি জানি না, এটাও জানিনা যে এইভাবে কোনএকটা ব্লকের মনোভাব জানা যায় কি না, কিন্তু দেশের মিডলক্লাস তথা আমাঅদমির কাছে মোদীর গ্রহণযোগ্যতা কিন্তু বাড়ছে।

    অন্যদিকে, উন্নতি যে হয়েছে গুজরাতে, সেটা কল্লোলদার মত মোদীবিরোধীও অস্বীকার করতে পারছেননা।

    কিন্তু, এটা একটু ডাইগ্রেস হয়ে যাচ্ছে মূল আলোচনা থেকে।

    আজ আবার দেখলাম বর্ধমানে কি একটা কেস হয়েছে, কেউ ডিটেল দেবে?
  • pi | 72.83.80.169 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২১:২১530131
  • ফলতার ঘটনাটা নিয়ে কিছু দেখাচ্ছে ?
  • pi | 72.83.80.169 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৭530132
  • হাইকোর্টের নির্দেশ আসার আগেপুলিশ কেসটা নিয়ে কোন গুরুত্বই দ্যায়নি ! আর কোন মিডিয়াতেও কিছু এসেছিল বলে মনে পড়েনা।
  • PT | 203.110.246.23 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৭530133
  • বর্ধমান প্রসঙ্গে ববি, পার্থ, মলয় জানালেন যে নেতারা "জনরোষে/গণরোষে" নিহত হয়েছেন। দিদি (পুলিশ মন্ত্রী) দিল্লী থেকে জানালেন নেতারা পার্টির অন্তর্দ্বন্দে নিহত হয়েছেন। পুলিশ জানাল যে তারা চারজন তৃ-সমর্থককে গ্রেপ্তার করেছে।
  • Tim | 198.82.19.210 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৯530134
  • নির্ঘাৎ সিপিএম মদতপুষ্ট পুলুস।
  • PM | 2.50.14.63 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৭530135
  • ভালো কিছু হবে আষা করি নি। কিন্তু এত তাড়াতাড়ি পরিশিতি এত টা খারাপ হবে তাও ভাবি নি।
  • PT | 203.110.243.23 | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৭530136
  • ময়ূরপুচ্ছধারী কাক তো আসলে কাকই - শুধু কৃত্রিম পালক খসে পড়তে যেটুকু সময় লাগে।
  • indranil bakshi | 117.214.6.48 | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১০530137
  • বিদ্বজনদের দিকে তাকিয়ে দেখুন , রাজনীতির লোকেরাতো চিরকালের ঢপবাজ , কিন্তু এরা!! 'পরিবর্তন' কে চিল্লিয়ে বিশ্বাসযোগ্যতা দেওয়া আগুনখেকো বিদ্বজনেদের দু একজন আগেই "ফ্যাসিস্ত'' বলে সেঁটে গেছেন আর বাকি হুঁকো পাওয়া যারা , যাদের নাসবন্ধি সম্পন্ন হয়েছে তাঁরা চোলাই থেকে ধর্ষন হয়ে বর্ধমানের খুন পর্যন্ত সরকার তথা 'সংবেদনশীল' সি এম কে ডিফেন্স করছেন । সমাজ পুলিশ হয়ে ধর্ষিতার চরিত্র ও ধর্ষনের "পরিবেশ ও পরিস্থিতি" বিচার করছেন নিজে মহিলা হয়ে , যিনি পরিবর্তনপন্থি বিদ্বজন ও নিজে মহিলা !! বাকিরাও ক্ষতকে ক্ষত বলে স্বীকার করতে চাইছেন না।

    এটাই হওয়ার ছিলো । আসুন এদের চিহ্নিত করুন চিনে নিন।
  • aka | 75.76.118.96 | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৭530138
  • বর্ধমানের ঘটনাটা খুব পরিষ্কার।

    কিছু গুন্ডা যারা আগে সিপিএমের ছত্রছায়ায় ছিল এবং পরিবর্তনের পরে এখন তৃণমূলের ছত্রছায়ায় এসেছে তারা খুনগুলি করেছে। এবারে চশমার রঙ কেমন তাই দিয়ে সবাই বিচার করছে। তৃণমূল বলছে গোষ্ঠীদন্দ্ব কারণ এককালে ঐ গুন্ডার দল সিপিএমে ছিল, খুন করেছে পুরনো ক্ষার থেকে। আর সিপিএম বলছে তৃণমূল সমর্থক করেছে কারণ এখন এরা তৃণমূলের আণ্ডারে।

    গুণ্ডা পুষতে গেলে এমন ব্যকফায়ার করেই, আজ সিপিএমের বিরুদ্ধে করেছে, আগামী কাল তৃণমূলের বিরুদ্ধে করবে। এই যে এই গুন্ডাদের খারাপ সময়ে তৃণমূল প্রোটেকশন দিল না সুযোগ পেলেই তার হিসেব চুকিয়ে নেবে।

    তবে সিপিএমের গুণ্ডাদের ওপর নিয়ন্ত্রন মনে হয় একটু বেশি ছিল। এমন নৃশংস ঘটনা খুব বেশি হয় নি।
  • ppn | 202.91.136.71 | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৮530139
  • এই ব্যপারটাও খুব ডিস্টার্বিং। শাসক দলের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়া।

    http://www.anandabazar.com/23raj4.html

    আগের জমানার ক্ষতচিহ্নগুলি খুব তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়েছে। মাঝে মাঝে মনে হয় প্রতিটি স্তরে আমাদের এত রাজনীতি "সচেতন' হওয়াও দুর্ভাগ্যজনক।
  • S | 99.26.200.89 | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১১530140
  • আচ্ছা কিছু একটা ঘটলেই অমনি সরকার পক্ষ থেকে কেন খুব চট পট সাফাই গাওয়া হচ্ছে?
  • aranya | 144.160.226.53 | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৪530142
  • বর্ধমানের মত বড় শহরের রাস্তায়, দিনের আলোয়, এরকম নৃশংস ভাবে পিটিয়ে মানুষ মারা - খুবই বিরল ঘটনা। বিজনসেতুতে আনন্দমার্গী-দের খুন হওয়ার কথা মনে পড়ছে। সম্পূর্ণ অরাজক পশ্চিমবঙ্গেও এত ভয়াল হত্যাকাণ্ড বেশী ঘটে না।
    সিপিএমের অন্তর্দন্দ্ব ইত্যাদি ছাড়াও দিদি বলেছেন ভিক্টিমের নামে ফৌজদারী মামলা ছিল। এটার কি রেলিভ্যান্স, উনিই জানেন। কারও নামে ফৌজদারী মামলা থাকলেই তাকে পিটিয়ে মারা যাবে, যেমন কোন মেয়ে এস্কর্ট সার্ভিসে থাকলে বা গভীর রাতে নাইট ক্লাবে মদ খেলেই তাকে রেপ করা যাবে!!!
    পুলিশ বোধহয় জানত মারামারি হতে পারে। এই পুলিশ বাহিনীকে দীর্ঘ সময় ধরে এত অকর্মণ্য বানিয়ে ফেলা হয়েছে, ওপর থেকে চাপ না এলে বা মিডিয়া হইচই না করলে এরা সর্বাদাই ঠুঁটো জগন্নাথ, জাস্ট কিচ্ছু করে না।
    নন্দী গ্রামে ১৪ই মার্চের গণহত্যা বা নভেম্বরের সূর্যোদয়ের মত এটাও সব অর্থেই একটা হাড় হিম করা ঘটনা। মমতা, বুদ্ধ বা কোন রাজনৈতিক নেতারই দল নিরপেক্ষভাবে মানুষের ওপর এক বিন্দুও ভালবাসা,সহানুভূতি কিছু নেই - এটা দিনের আলোর মত পরিষ্কার।
    ভয়ঙ্কর, হতাশাময় একটা ছবি। আমি একসময় মাঝে মাঝে ভাবতাম, দিবাস্বপ্নই বলা যেতের পারে - ১৪ই মার্চের পর বুদ্ধদেব যদি নন্দী গ্রামে একবার যেতেন, নিহত মানুষগুলোর পরিবার পরিজনের হাত ধরে বলতেন এই গুলি চালানোর আদেশ আমি দিই নি, তাও তোমরা আমায় ক্ষমা কর, একটু যদি কাঁদতেন ওদের সাথে, মেকী কান্না নয়, সত্যিই যদি চোখের জল ফেলতে পারতেন - তাহলে ভবিষ্যতের আরও অনেক ক্ষতি হয়ত এড়ানো যেত, সূর্যোদয়েরও প্রয়োজন হত না।
    মমতার কাছে কি সেই আশা করতে পারি, hoping against hope ? মমতা কি বর্ধমানে এই নিহত মানুষদুটির পরিবারের পাশে দাঁড়াবেন? তিনি তো সারা রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রী, শুধু তৃণমূল সমর্থকদের নন। কখনো তো আমাদের রাজনীতিকদের রাজনীতির ওপরে, নিজের বা দলের স্বার্থের ওপরে উঠতে হবে। কখনো তো ভাবতে হবে এখানে গান্ধীজি থাকলে কি করতেন বা জয়প্রকাশ নারায়ণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন