এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পার্ক ষ্ট্রীট এর লজ্জা নিয়ে...

    Sam
    অন্যান্য | ২০ ফেব্রুয়ারি ২০১২ | ১০৯৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shrabani | 117.239.15.27 | ০৫ এপ্রিল ২০১২ ১০:৫৬530243
  • কাল থেকে একটা কথা মনে হচ্ছে, নিজেকে দিয়ে বোঝার চেষ্টা। সেরকম ভাবে দেখতে গেলে বেশীরভাগ সরকারী দপ্তরেই (হয়ত বা যে কোনো চাকরীতেই) বদলির ব্যাপারটা নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই কিছু বলার থাকেনা(যে চাকরী গুলোতে বদলী আছে শুধু সেগুলোর কথা বলছি)।

    আবার এও সত্যি কোথাও বদলির কোনো পাকা পলিসি গাইডলাইনস নেই.....পলিসি বানানো হয়না সুবিধের জন্যেই যাতে ইচ্ছেমত বদলি করা যায়.....সরকারী চাকরী একেবারে খেয়ে নেওয়া মুশকিল, তাই উর্দ্ধতনদের হাতে থাকে বদলি অস্ত্র, শাস্তি বা উপহারে, সময়বিশেষে সে ঝুমঝুমি অথবা বাঁশ....তাই পাঁচবছরে বদলি ডিউ এসব কথার কথা....একমাসেও বদলি হয় আবার একযুগেও না হতে পারে.....বদলি উপরওয়ালা বা সেরকম জায়গায় জুগাড় রাজনৈতিক ইত্যাদি হস্তক্ষেপে যেকোনো সময় যে কোনো জায়গায় হতে বা না হতে পারে....

    বদলির কারণ ভিন্ন জনের জন্যে ভিন্ন ভিন্ন দেখানো হয়, বাইরের লোকে যার যার মত যেমন ইন্টারপ্রেট করে কিন্তু আসল সত্য হল কোথাও কোনো পলিসি নেই.....তাই দময়ন্তীকে যেখানে আটবছর বদলি হয়নি সেখানে আরো আটবছর না করলেও কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যেতনা....কিন্তু অ্যাকচুয়ালি মহাভারত (ভারতী) অশুদ্ধ হয়ে গেছে তাই এই বদলির বদলা! হয়ত আগেই হত কিন্তু রুটিন বদলির চেহারা দেওয়ার জন্যে আরো কিছু নামের দরকার ছিল তাই এই দেরী....

    একটা অফিসে বিশেষ করে সরকারী/আধা সরকারী তে নিজের অভিজ্ঞতা দিয়ে জানি যদি কোনোভাবে প্রকাশ হয়ে পড়ে বস বা ওপরওয়ালা অমুককে পছন্দ করেনা বা কোনোকারণে অমুক বসের গুডবুকে নেই তাহলে সেই ব্যক্তির হাতীর কাদায় পড়ার দশা হয়, ব্যাঙেও লাথি মেরে যায়। নিজেদের কাজের জায়গায় দেখেছি এমত অবস্থায় অ্যাটেন্ডেন্টও সেই লোককে সবার শেষে জল দেয় :)।
    বাঙালী আলোকপ্রাপ্তা মহিলা যারা কাল টিভি চ্যানেলে বাইট দিচ্ছিল তারা যতই বলুক দময়ন্তী একজন দক্ষ পুলিশ অফিসার আর পাঁচটা দক্ষ পুলিশ অফিসারের মতই, মেয়ে বলে আলাদা দেখা হবে কেন, তার বদলি নিয়ে হইচই হবে কেন,আমি মানতে পারিনা।
    লোকে যাই বলুক আমি মানি দময়ন্তীকে অনেক বেশী করে নিজেকে প্রমাণ করতে হয়েছে এই জায়গায় আসার জন্যে। অনেক লড়াই করে উনি একটা জায়গা করে ছিলেন নিজের জন্য, সেটা আজ পুরোপুরি ব্যর্থ হয়ে গেল.....লোকজন সামনে আহা করবে কিন্তু সবাই জেনে গেছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেউ এই ভদ্রমহিলাকে পছন্দ করেনা....যেখানেই যাবেন কিছু ভালো লোক হয়ত চুপ থাকবে, সন্মান দেখাবে কিন্তু বেশীরভাগেরই অ্যাটিটিউড হবে, দুর একে পাত্তা দেওয়ার কিছু নেই...এ কিছু বলতে গেলে কেউ শুনবেনা, ওপরওয়ালারা কেউ এর সঙ্গে নেই, এ আমাদের কী করবে!
    সবার চোখে মুখে থাকবে "বেশী ট্যাঁ ফোঁ করলে দিদিকে বলে দেব" মার্কা চাহনি!
    অধস্তনরা ওকে না মানতেই পারে, না মানাটাই স্বাভাবিক, ওপরের লোকেরাও শুনবেনা, (যদি সি এম জানতে পেরে ওদের ওপর রেগে যায়, কার এত সাহস? সে সাহস থাকলে তো অবস্থাটা শুরুতেই অন্য রকম হত),এ অবস্থায় উনি কীভাবে কাজ করবেন আমি জানিনা, তবে অবস্থাটা এটাই হবে। অন্যরকম হতে পারত যদি পুলিশ ডিপার্টমেন্টে উপরওয়ালারা সঠিক বাফার হতে পারত রাজনীতিক ও নিজেদের কর্মচারীর মধ্যে যেটা কিছু জায়গায় হয়ে থাকে। তবে ক: পু: এ সে অবস্থা নয় তা তো বোঝাই গেছে!

    তাই এটা স্বাভাবিক রুটিন বদলি নয়, একজন মহিলা একটা জায়গায় উঠেছিলো, সবার প্রেরণা হতে পারত। মহিলা বলেই সে ওরকম একটি কেস হয়ত বেশী করে বুঝেছিল, মহিলাদের ওপর ক্রাইমের বিরুদ্ধে অ্যাসেট হতে পারত (এদেশ জুড়ে যখন ঘন্টায় রেপ বা মলেস্টেশন হচ্ছে)
    টেনে হিঁচড়ে সেখান থেকে তাকে নামালো আর এক মহিলা.......

    এর আগেও একবার মহিলা রিজার্ভেশন নিয়ে কথার সময় কথা হয়েছিল যে পলিটিশিয়ান রা মেয়ে পুরুষ এসব হয় না, মেয়েরা বেশী করে রাজনীতিতে আসলে মেয়েদের অবস্থার উন্নতি এ অন্তত আজকে যারা প্রতিষ্ঠিত মেয়ে পলিটিশিয়ান তাদের কাজকম্ম দেখলে বিশ্বাস হয় না।

    দময়ন্তীর বদলি হয়ত নিয়ম মাফিক, সরকারী আইনে কোনো ফাঁক না রেখেই তবু একজন মেয়ে হিসেবে, সরকারী চাকুরে হিসেবে, মেল ডমিনেটিং কর্মক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতায় অভিজ্ঞ হিসেবে....আমি ওনার জন্য ভীষন ফীল করছি...সমস্ত মিডিয়া হুহা, সরকার বিরোধীদের কুম্ভীরাশ্রুর, জনগনের বিশেষজ্ঞের মতামতের মাঝে ছোটখাটো মানুষটির চোখে মুখে অসহায়তা অথচ কী নীরব একটা দৃঢ় ভাব....আমি আশা করব দময়ন্তীরা ভেঙে পড়বেনা, উঠে দাঁড়াবে....এসব পেটি গিমিক সর্বস্ব স্বেচ্ছাচারী নেতাদের মুখে ছাই দিয়ে আরো অনেক দময়ন্তী তৈরী হবে.... :(((((
  • Tim | 128.173.39.153 | ০৫ এপ্রিল ২০১২ ১০:৫৬530245
  • কে বিশ্বপাকা?
  • Ben Arfa | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১০:৫৬530244
  • সে খবর কাগজে বেরোয় না। তবে বাজারের খবর হল ভবানীপুরে বিশাল একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছে ববি হাকিম।
  • ppn | 216.52.215.232 | ০৫ এপ্রিল ২০১২ ১০:৫৯530246
  • উরিব্বাস! দেখি, কলকাতায় গিয়ে সত্যতা যাচাই করে নেব। :-)
  • Ben Arfa | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১১:০২530247
  • ভবানীপুরের বাজারে ঘুরতে হবে;-)
  • ppn | 216.52.215.232 | ০৫ এপ্রিল ২০১২ ১১:০৪530248
  • না না, আমার চেনাজানা কিছু পাব্লিক পরিবর্তনের পরে ক্ষমতার আশেপাশে চলে গেছে। তারাই কনফার্ম করতে পারবে।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১১:০৬530249
  • তাইলে ভালো। কনফার্মেশনটা আমারও দরকার। এরকম বেশ কয়েকটা খবর আছে যার কনফার্মেশন নাই কোনো।
  • Bratin | 122.248.183.1 | ০৫ এপ্রিল ২০১২ ১১:১৩530250
  • দময়ন্তী সেনের এই বদলি মমতার বাঁশ হবেই। একের পর এক যা সব কাজ করে চলেছেন উনি। তাতে বাম বিশেষ চাপ না নিলেও হয়তো পরের বারে আবার ক্ষমতায় চলে আসবে। পার্ক স্ট্রীট কান্ড থেকে সংবাদপত্র নিয়ে যেভাবে অপরীসিম স্পর্ধা উনি দেখিয়ে চলেছেন তার ফল ওনাকে পেতেই হবে।
  • Siddhartha | 131.104.241.62 | ০৫ এপ্রিল ২০১২ ১১:১৬530251
  • ভবানীপুর না। চেতলা। অনিন্দ্য জানাও পেয়েছে
  • umesh | 80.254.147.148 | ০৫ এপ্রিল ২০১২ ১১:১৯530253
  • সুমন দে এখন আর সেই রোমহর্ষক প্রোগ্রাম গুলো করে না?
    খুব জানতে ইচ্ছে হয়, কিন্তু কেউ খবর দেয় না!
    তারানন্দ দেখিনা বলে কি জানতেও পারবো না?
  • Netai | 121.241.98.225 | ০৫ এপ্রিল ২০১২ ১১:২৩530254
  • ক্লিপিং এ শুভাপ্রসন্নের বক্তব্যের প্রথম অংশে উনি কিন্তু শান্ত ভাবে বলেছেন, এই বদলি, এটা নির্বাচনে জিতে আসা সরকারের কাজ। আমাদের ও উচিৎ নিজেদের কাজ করে যাওয়া। সব ব্যাপারে নিজেদের মতামত জাহির না করাই ভালো। শেষের দিকে টোন চেন্‌জ। উনি খুব উত্তেজিত। বলেছেন সরকার যা করেছে, ঠিক করেছে।
    কমেন্ট দিতে চাননি তাও সাংবাদিকটি ফোনে খুঁচিয়ে যাচ্ছিল। তাইতে মনে হয় উনি রেগে গেসলেন। তাইতে অমন টোন চেন্‌জ।
  • Bratin | 122.248.183.1 | ০৫ এপ্রিল ২০১২ ১১:২৬530256
  • কালকে মহাশ্বেতা দেবী ও দেখলাম কোন একটা চ্যানেলে বলছেন: ' কে কোন সংবাদ পত্র পড়বে সেটা সরকার ঠিক করে দেবে' এমন মন্তব্য ঠিক নয়।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১১:২৬530255
  • কিস্যু বাঁশ হচ্ছে না। দু চারটে কথা বলছে শহুরে মধ্যবিত্ত। গ্রামের দিকে বরং রেলের ভাড়া বাড়া আটকানো (নাটক হলেও, পণ্যমাশুল হু হা বেড়ে থাকলেও) বা জমির ইস্যুতে লোকে ভোট দেবে। দময়ন্তী সেন বা মিডিয়া সেন্সরশিপ নিয়ে কারো কিস্যু এসে যায় না। আসবে, যখন জমিতে হাত পড়বে - এবং সেটা পড়বেই।

    চেতলা হতে পারে। আমি জেনেছিলুম ভবানীপুর বাই-ইলেকশনের সময় ওই তল্লাটে ঘুরতে ঘুরতে। সে আবার অনেকদিন হয়ে গেলো - চেতলা বলেছিলো না ভবানীপুর সেটা ভুলে গেছি।
  • rajdeep | 220.227.106.153 | ০৫ এপ্রিল ২০১২ ১১:৪৩530257
  • বছর দুয়েক আগে আরেকটা ভেতরের খবর ছিল কুঘোকে অরণ্যদেব রাজারহাটে "ব্যাবস্থা" করে দিয়েছিলেন

    এই কদিন আগে সল্লেকের রাসপুটিনের একটা ভাস্কর্য আশি লাখে কিনে দেশপ্রিয় পার্কে বসানো হয়েছে
  • Netai | 121.241.98.225 | ০৫ এপ্রিল ২০১২ ১১:৪৭530259
  • কিস্যু এসে যায়না তো ঠিক আছে। কিন্তু শহুরে মধ্যবিত্তদের মধ্যে অল্প হলেও বিরূপ মনোভাব তৈরি হল। খুব কম হলেও লোকসান তো লোকসানই। উল্টোদিকে পাওনা কী হল? কিছুই না।

    পার্কস্ট্রীটের ঘটনায় না তো ধর্ষিতা সিপিয়েম করতেন না অপরাধীরা তৃনমুলের। রাজনীতির কোন ব্যাপার জড়িয়ে নেই প্রত্যক্ষভাবে। আগবাড়িয়ে সাজানো ঘটনা বলার দরকার কিছুই ছিলনা। হয়ত পুলিশের কাছেই প্রথমে ভুল তথ্য পেয়েছিলেন। তাই সাজানো ঘটনা বলে ফেলেছেন। এই ভুলটা হতেই পারে। পরে অপরাধীরা বেশীরভাগ ধরা পড়েছে। একজনের খোঁজ চলছে। এতো পুলিশের সাফল্য। সরকারের সাফল্য। এই জায়গা থেকে আগের ভুলের সাফাই গাওয়া চাপের ছিল না। কিন্তু এই বদলির পর সাফাই গাইলে তা আর গ্রহণযোগ্য হবেনা।
  • cb | 192.193.164.9 | ০৫ এপ্রিল ২০১২ ১১:৪৭530258
  • শ্রাবণী দি কে অনেক ধন্যবাদ। এই ঘটনার পরবর্তী এফেক্ট টা কি হতে পারে, যখন এই টই টা আবার ডুবে যাবে, লোকে আর কমেন্ট করবে না, আর এক মহিলা ব্যারাকপুর এর কোন এক অফিস এ ট্রেনিং চার্ট তৈরী করতে করতে হেজে যাবেন, সেটা পার্ফেক্ট তুলে ধরেছেন।
  • rajdeep | 220.227.106.153 | ০৫ এপ্রিল ২০১২ ১১:৫০530260
  • ক্রিকেট মাঠের ""সবুজ ধ্বংস"" করে সেই শুভা মেড স্মারক

    http://en.wikipedia.org/wiki/Bhasha_Smritistambha
  • Ben Arfa | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১১:৫১530261
  • গ্রহণযোগ্য হবে না, কিন্তু কাদের কাছে? তাদের পার্সেন্টেজ প:বঙ্গের পুরো জনসংখ্যার কত?
  • rajdeep | 220.227.106.153 | ০৫ এপ্রিল ২০১২ ১১:৫৯530262
  • শহুরে মধ্যবিত্ত তো ২০০৬ ছাড়া সিপিএমের উপর বহুত ক্ষেপেছিল , কলকাতায় ১৯৮২ এর পর থেকে বামেরা হাতে গোনা সিট জিতত। ওদিকে কেষ্টনগর, বহরমপুর , মেদিনীপুর টাউন , বোলপুর , জলপাইগুড়ি, শ্রীরামপুর এইসব শহুরে মধ্যবিত্ত গরিষ্ঠ শহরেও বামেরা বহুদিন ধরেই হারছিল। কিন্তু গ্রামবাংলা তো সাথেই ছিল ...

    তো টিএমসিও সেই সমীকরণে এখনও অনেক এগিয়ে
  • Netai | 121.241.98.225 | ০৫ এপ্রিল ২০১২ ১২:০৪530264
  • ধরে নিলাম ১ পার্সেন্ট বা ০.০০১ পার্সেন্ট। এবং এর জন্য তৃনমুলের একটা ভোট ও ঘুরে যাবে না। কিন্তু তাও, ভাবমুর্তি ক্ষতিগ্রস্থ তো হল। উল্টোদিকে লাভ কিছুই নেই। এটাই বলছিলাম।
  • kallol | 119.226.79.139 | ০৫ এপ্রিল ২০১২ ১২:৪০530265
  • আমি স্বীকার করতে বাধ্য, মমতা আমার ভাবনার চেয়ে অনেক তাড়াতাড়ি ক্ষমতার ভাষা রপ্ত করে ফেলছেন। সব হবারই ছিলো, কিন্তু এতো তাড়াতাড়ি হবে এটা ভাবিনি।
    এর মানে এই নয় যে সিপিএম হঠানোতে কোন ভুল ছিলো।
    হয়তো এই সব ঘটনা নতুন রাজনৈতিক সমীকরনের জন্ম দেবে। সেটাই আশা।
    মমতা খুব তাড়াতাড়ি কুড়ুলে লাথি মারছে। আমার ধারণা আপাতত: ব্যাপারটা উল্টোদিকে বাইবে। শহরে সিপিএম কিছুটা ভালো করবে, গ্রামে পাত্তা পবে না। ইমামদের তুষ্ট করে, ব্যাঙ্ক লোন সংক্রান্ত অবস্থান নিয়ে, জমি অধিগ্রহনের ক্ষেত্রে নিজের প্রতিশ্রুত অবস্থানে থেকে এখনো গ্রাম বাংলায় মমতা বিরোধী হাওয়া নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বেড়ে যাওয়া বোধহয় আর বিষয় নয়। সেটা বহু বছর আগে থেকেই। দ্রব্যমূল্য নিয়ে আন্দোলন (খেলা খেলা আন্দোলন নয়) শেষ কবে হয়েছিলো আমার মনে নেই।
    ফলে তৃমূ পঞ্চায়েতে এখনই কিছু ধাক্কা হয়তো খাবে না, কিন্তু শহরাঞ্চলে উপনির্বাচনে কি হয় সেটা দেখার। অবশ্য শহরাঞ্চলে ভোট হলে ব্যাপক রিগিংএর সম্ভাবনা আছে। তাতে শেষ পর্যন্ত বিষয়টা তৃমূর বিপক্ষেই যাবে।
  • PT | 203.110.246.230 | ০৫ এপ্রিল ২০১২ ১২:৪৯530266
  • এত তাড়াতাড়ি ভোটের % নিয়ে গণনা কেন? সবে গরমের শুরুতেই আলু ১৪ টাকা কিলো, পটল ৩০-৪০ টাকাতে বিক্রি হচ্ছে। এই একটি কারণেই বামেদের আরো আগে যাওয়ার দরকার ছিল। আলু-পটলের দাম বাড়লে তাতে রাজ্যের কতটা আর কেন্দ্রের কতটা দায় কিংবা রাজ্যেও যে কেন্দ্রেও তারা তা সত্বেও দাম বাড়ে কেন সে সব প্রশ্নের উত্তর মানুষ খুঁজুক আরও কিছুদিন।

    পেটে টান না পড়লে বোধহয় ভোটে টান পড়ে না - তাই ইমামদের মাথাপিছু ২৫০০ টাকা দিয়ে পেট ভরিয়ে রাখার মত সাম্প্রদায়িক চেষ্টা চলছে- সেসব আস্তে আস্তে মাথায় ঢুকুক মানুষের।

    তাছাড়া শিল্পীরাও যে আলাভোলা মানুষ হয়না, থাবার মধ্যে লুকিয়ে রাখে ধারালো নখ আর দাঁড়ির মধ্যে শ্বাপদের দাঁত সে সবও দেখুক সকলে। আর অতি চালাক শ্রীকৃষ্ণ প্রণব বাবুর যদু বংশও ধ্বংস হোক প: বঙ্গে এই ডামাডোলে।

    এত তাড়া কিসের?
  • kallol | 119.226.79.139 | ০৫ এপ্রিল ২০১২ ১২:৫৮530267
  • পিটি। এটা বাম আমল বা অবাম আমলের কথা নয়। শেষ ৪০ বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কোথা থেকে কোথায় গেছে তা জানতে অর্থনীতিবিদ হতে লাগে না। শেষ ৪০ বছরে মূল্যবৃদ্ধি নিয়ে জোরদার আন্দোলন কবে হয়েছে মনে আছে? এটা বোধহয় মানুষ মেনেই নিয়েছে। তাই এনিয়ে আর আন্দোলন হয় না। বরং আন্দোলন হয়েছে জমি কেড়ে নেওয়া নিয়ে, উচ্ছেদ নিয়ে।

  • PM | 86.96.160.45 | ০৫ এপ্রিল ২০১২ ১২:৫৯530268
  • কল্লোলদা, আপনি এক বিশেষ ধরনের "নৈরাজ্যবাদী" :)

    কল্লোলদা, আপনার লেখা অনেকদিন মন দিয়ে লেখা পড়ে আমার মনে হয়েছে আপনি স্থিতিশীলতা বিরোধী। আপনি মনে করেন চার্নিং/মন্থন হওয়া দরকার সমাজে। বিষ উঠবে নিশ্চিত, কিন্তু অমৃত ও উঠবে কোনো না কোনো দিন। ঠিক বুঝেছি?

    ইদিকে আমরা হলুম মধ্যবিত্ত মানসিকতার লোক। ভাবি অমৃত না ওঠে না উঠুক, বিষ যেনো না খেতে হয়। বৌ বাচ্ছা নিয়ে সুখে না হোক, অন্তত শান্তিতে যেন থাকতে পারি।

    কল্লোলদা, মন্থনের এক্সপেরিমেন্টটা অন্য রাজ্য থেকে শুরু করলে হয় না ? ধরুন কর্নাটক দিয়েই না হয় হোলো। ওখানকার ফলাফল দেখে না হয় আমরা শুরু করলাম প: ব: তে। সেই ৪৬ থেকে দুই বাংলা গিনিপিগ। আর কতো?
  • dukhe | 122.160.114.85 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:১৬530269
  • আরে তিরিশ বছরে একবার করে মন্থন করি তো আমরা। আর কত ল্যাদ খাব ?
  • siki | 155.136.80.36 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:২৬530270
  • শান্তিতেই তো আছি, বাংলার বাইরে। :-)

    বেশ মজায় নাক গলাই, উত্তাপ নিই। গলার আর আস্তিনের এক্সারসাইজ করি। তারপরে বৌ বাচ্চা নিয়ে শান্তিতে থাকি। রোজ ভাবি, কী ভাগ্যিস বাংলা ছেড়ে বেরিয়ে এসেছিলাম। :)
  • PT | 203.110.246.230 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:৩১530271
  • পেটে টান অন্য অর্থেও ধরতে পারেন। সিঙ্গুরে বা নন্দীগ্রামে - ""জমি গেলে খাব কি?"" এই প্রশ্নটা হয় নিজে নিজেই (কিংবা মস্তিষ্ক প্রক্ষালণ করে) উঠে এসেছিল বারংবার। আর বস্তি উচ্ছেদ - ঐ মানুষগুলো কাজের জায়গার কাছাকাছি থাকতে না পারলে তো তাদের পেটেই টান পড়বে সব চাইতে আগে।

    আর মন্থন তত্বের সব চাইতে বড় প্রবক্তা মায়াবতী ছিলেন। তাতে অমৃত তো ওঠেই নি, সামাজিক ভাবে প্রয়োজনীয় কোন বিষও উল্লেখযোগ্যভাবে উঠে আসেনি।
  • Blank | 170.153.65.102 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:২৮530272
  • এবারে পঞ্চায়েত ভোটে ভালরকম মার ধোর হবে। দক্ষিন বঙ্গে এখন থেকেই হচ্ছে সারাক্ষন। সিপিয়েম প্রার্থীরাই ভয়েতে আছে , তো ভোটার রা।
  • kallol | 119.226.79.139 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৫৭530273
  • পিএম।
    মন্থন কোথায় হবে তা কি আর আমি তুমি ঠিক করবো? এতো তো রাজ্য আছে, কোথাও কি সিপিএম-মমতা মার্কা ঝঞ্ঝাট আছে? তুমি বলবে মায়াবতী-মুলায়েম, জয়ললিতা-করুণানিধি। আমি বলবো ভুল তুলনা। প:ব:র রাজনীতিতে তে বাম প্রভাব এতো বেশী, আমরা অভ্যস্থ বলে বুঝতে পারি না। মায়বতী-মুলায়েম / জয়ললিতা-করুণানিধি সংস্কৃতি একই রকম দক্ষিণপন্থী। এখানে বাম সংস্কৃতি ডানেদেরও গিলে ফেলেছে। ভারতের অন্য যে কোন জায়গায় বন্দে মাতরম কিভাবে বলা হয়? বন্দে-এ-এ-এ-এ-এ-এ-এ-এ মাআআআআতরম। প:ব:তে বন্দে-মাতরম ঠিক ইনক্লাব জিন্দাবাদের ছন্দে। মমতার ক্ষমতাপূর্ব আন্দোলন অবস্থানে যে গানগুলো হতো সেগুলো আইপিটিএর অক্ষম সংষ্করণ বা কখনো সোজাসুজি আইপিটিএর গানও গাওয়া হতো। একসময় আরেক অগ্নিকন্যা মনিকুন্তলা সেন কোথায় যেন মমতা সম্পর্কে লিখেছিলেন - উনি ভুল দলে আছেন।
    তাই মন্থন এখানেই হবে, এমনকি কেরালা বা ত্রিপুরাতেও নয়। কেরালা ঠিক জানি না, কিন্তু ত্রিপুরা আবার আরও অন্য রকম। ছোট জায়গা, মূলত: আধিবাসী অধ্যুষিত হলেও, বাঙ্গালীরা আধিপত্য করে। এখানে মানিক সরকার রোজ সকাল ৮টা থেকে ১০টা বাড়িতে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন। অন্য শহরের কথা ছেড়েই দিলাম, খোদ আগরতলাতেই প্রায় সবাই সবাইকে চেনে। ফলে সেখানে মুখ্যমন্ত্রীর স্ত্রী পাঞ্চালী সরকার (যিনি আবার পিডব্লিউডিতে কাজ করেন) সাধারণ সিপিএম কর্মীর মতো মিছিলে যান, বাসে চড়েন। লোকে চেনে, কিন্তু ওঁর সাথে কখনই কেউ সরকারী কাজের কথা বলেন না। সরকারী কর্মচারী বলে, শপথ অনুষ্ঠানে থাকেন বটে, কিন্তু সেটা পিডব্লিউডি কর্মী হিসাবে, ম্যারাপ বাঁধার কাজ তদারক করতে।
    তাই, তুমি একশোভাগ ঠিক, আমি নৈরাজ্যবাদী। রাষ্ট্র বেকায়দায় পরা মানেই মানুষের জয়। বদ্ধ জলা সবসময়েই রোগ ছড়ায়। দরকার বহতা নদী। যেখানে প্রতি মুহুর্তে জল পাল্টায়। হয়তো সমুদ্রে গিয়ে পড়তে হয়, কারন সব কিছুই শেষ পর্যন্ত একটা ব্যবস্থা হয়ে যায়। কিন্তু সে সাময়িক। আবার বাষ্প উড়বে, আবার বৃষ্টি হবে, বরফ গলবে, আবারো নদী বইবে।
    জানি না এই সুতোয় এসব বলার অবকাশ আছে কিনা। না থাকলেও বা কি। আজকে দাঁড়িয়ে মনে হয় শেষ পর্যন্ত এক মহান অনিশ্চয়তাই আমাদের অনিয়ন্ত্রন করে। এই যে এতো সংগঠন এতো নিয়ন্ত্রন এতো নিয়ম এ সবই তো আসলে ভয়ের ফসল - পাছে আমার/আমাদের অমঙ্গল/ক্ষতি হয়। মৃত্যু বা ধ্বংস আমরা কেউই আটকাতে পারি না। কবে একটা কলকাতা মাপের অ্যাস্টোরয়েড সৌরমন্ডলের তৃতীয় গ্রহের সাথে ধাক্কা খাবে বা খাবে না আমরা কেউ জানি না। সম্ভাবনার কথা বললে একশোর উপর দেড়শোভাগ আছে। তারপর আবার কয়েক লক্ষ বছরের শীত। তখন আজকের এইসব বিতর্কগুলো অর্থহীন হয়ে যাবে, নতুন সমস্যা নতুন বিতর্ক মাথা তুলবে। কিন্তু ঐ যে মহাভারত বলে গেছে - মৃত্যু অবশ্যম্ভাবী যেনেও মানুষ বাঁচতে চায় - সেটাই আশ্চর্য, তাই তর্ক করি, নিজের মত বলি। চেষ্টা করি ঐ মহান অনিশ্চয়তাকে তার প্রাপ্য সম্মান দিতে। সেখান থেকেই মনে হয় জীবনের শেষ উৎসব - মৃত্যু।
  • PM | 86.96.161.14 | ০৫ এপ্রিল ২০১২ ১৫:০৮530275
  • অ্যাদ্দিনে কল্লোলদা "তুমি" তে এলেন:)। আমি তাইলে গুরুতে মোটামুটি পুরনো হলুম।

    আপনার বক্তব্যের সাথে একমত না হলেও আপনার লেখাকে লাইকিয়ে গেলুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন