এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৩৩১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.9.36 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৪531198
  • কল্লোলদা আটের আগে আর নয়ের পরে কোথায় থাকবে? কলকাতা না লুরু?
  • siki | 132.177.9.36 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৮531199
  • ওয়র্ল্ড বুক ফেয়ার কলকাতা বইমেলার তুলনায় নস্যি। হয় প্রগতি ময়দানে, কানফাটানো তাদের স্টলের রেট, খুব বড় লেভেলের পাবলিশাররা ছাড়া কেউই প্রায় এখানে আসতে পারে না। গেল বছরই স্টলের জন্য তারা চেয়েছিল পঁচিশ হাজার টাকা। এখানে রজত্ব করে গুগল, অ্যামাজন, এনবিটি, গলগোটিয়া, এরা সব।

    কলকাতা বইমেলা এশিয়ার বৃহত্তম বইমেলা। তার সাথে প্রগতি ময়দানের বিশ্ববইমেলার কোনও তুলনাই আসে না।

    সর্বোপরি, প্রগতি ময়দানের বইমেলায় বাংলা বই প্রায় পাওয়াই যায় না। আনন্দ আর দে'জ বোধ হয় বসে, আর বাংলাদেশ থেকে দু একটা স্টল বসে। ব্যস।
  • pi | 132.163.33.113 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০৬531200
  • চলে এল 'কোনো এক', চলে এল 'গুরু'।
    আর আমি চল্লুম দিল্লি।
  • pi | 132.163.33.113 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২২531202
  • pi | 132.163.33.113 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৩২531203
  • 4z | 152.176.84.188 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩১531204
  • পাইইইইই, আমার বইগুলো নিয়ে এস কিন্তু পিলিজ
  • বইমেলা-২০১৩ | 127.194.205.184 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৮531205
  • কিশোর ভারতী প্রথম বর্ষ প্রথম সংখ্যা, দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা, বাঁধানো বই আকারে রিপ্রিন্ট করেছে। পত্র ভারতী স্টলে। ইংলিশ মিডিয়ামের বাচ্ছাদের জন্যে ইংরিজিতে নন্টে প্জন্টে তো অছেই।
  • কল্লোল | 125.242.174.115 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৫৭531206
  • দিলদার দিল্লীওয়ালোঁ।
    আমার ফোন্নং সিকির কাছে আছে। সিকিরে ফোনিয়ে নিচ্ছি।
  • সামরান | 127.194.81.45 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২০531208
  • কলকাতার এত সব গুরু ও চণ্ডালদিগের মধ্যে এমন কেউ নেই যে/যাঁরা গুরুর স্টলে এসে দায়িত্ব নিয়ে বসতে পারে/পারেন কয়েকঘন্টা করে? একজনকেই রোজ আসতে হবে এমনটা নয়, এক একদিন এক একজন এলে/এলেন? দিল্লিতে যেমন মার্চে মেলা হবে বলে তার বহু আগেই জনতা ছুটি/ছাটা নিয়ে রেডি। এক একদিন এক একজন বসবেন। এখানে করা যায় না এরকমটা?

    আমি পোস্ট দিলেই যেমন চারদিকে সান্নাটা ছেয়ে যায় আশা করি এবার সেটা হবে না। লোকজন কথা অন্তত বলবেন।

    --
    সামরান
  • kumu | 132.176.32.39 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৩531209
  • পাই কি আবার আম্রিগা চলে যাচ্চে?
  • সামরান | 127.194.81.45 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৮531210
  • হ্যাঁ কুমুদি। আজ দিল্লি চলে গেছে। ফিরে এসেই আম্রিগা।
  • সামরান | 127.194.81.45 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৬531211
  • গতকাল রাত্তির এবং স্যান অনেকটা করে সময় দিয়েছে, তার আগের দিন ওমনাথ আর দীপ্ত। ও হ্যাঁ রঞ্জনদাকে ভুললে চলবে না। প্রেসে যাওয়া বই নিয়ে আসা ইত্যাদির পরেও অনেক্ষণ ছিলেন। স্যান কাল ম্যালা খেটেছে। ঈশেনের কথা আলাদা করে বলার দরকার নেই। আজ ভোরবেলায় বম্বেপির দিল্লি যাওয়ার ছিল বলে রিতিমত ঠ্যালা-ধাক্কা দিয়ে মেলা থেকে বের করা হয়েছে সন্ধ্যে নাগাদ।
  • kumu | 132.176.32.39 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৩531212
  • যদি চলে যাবে তবে কেন আর আসা?
  • kumu | 132.176.32.39 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫১531213
  • সিকি কলকাতা যাচ্চে,ভেউউউউউউউউউউউউউউউউউউউ!
    ছাঃ চাগরি,ছাঃ সংসার-

    অ সিকি,প্যাঁচা ট্যাঁচা সব তুলে এনো কলির স্টল থেকে।
  • siki | 132.177.224.94 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০২531214
  • ভেবেছিলুম ছারপ্রাইজ দেব, কোন ব্যাটা পাবলিক করে দিল, গররররররর!!!

    যাচ্ছি কিনা এখনও জানি না, কারং তৎকালে টিকিস করতে দিয়েছি, সে টিকিস হল কিনা কাল দুপুরে জানা যাবে।
  • শ্রাবণী | 127.239.15.101 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২১531215
  • মনে পড়ে গুরুর প্রথম বইমেলা (এই কদিনের হাঁটি হাঁটি পা পা তাতেই নস্টালজি!)। আমি তখন তেমন কাউকেই চিনতাম না মায়াপাতার বাইরে। কাজে গিয়েছিলাম কলকাতায়, শমীক কাগুজে গুরুর এক বান্ডিল দিয়েছিল সঙ্গে নিয়ে যেতে। কথা ছিল ব্ল্যাঙ্কির হাতে তুলে দেওয়ার, তার অফিস আমার আস্তানার থেকে অল্প দুরে। কেউ বলেনি বইমেলা গিয়ে গুরুর টেবিলে দিতে, বলবে কী করে, টেবিলেরই ঠিকানা তখন নেই যে!
    তবু গেলাম, শেষমেশ সেই বান্ডিল হাতে খুঁজে খুঁজে এক টেবিলে। সামরান দাঁড়িয়ে পাহারায়, চেয়ার একটা আছে কিন্তু বসছেনা। কেন? না আসলে ওই টেবিলটা আমাদের নয়, অন্য লোকের তবু তাতেই সাজিয়ে বসা হয়েছে, তবে যে কোনো মুহূর্তে উঠে যেতে হতে পারে।
    বিক্রেতা দুই, সামরান সুমেরু, ক্রেতাও সংখ্যায় প্রায় অমনই, তবু চলে কেনা বেচা। আমি আর স্যান দাঁড়িয়ে, টেবিলের সামনে, বইটই (টইপত্তর না)ঘাঁটছি, লোকে , আমাদেরই ক্রেতা ভেবেই বুঝি বা সেই ভিড়ের দিকে বাঙালী জনতার যে অমোঘ টান, সেই নিয়মে বা কৌতূহলে, তা যাই হোক হাতে তুলে নেয় প্রথম চটি, কাগুজে গুরু।
    বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়, সুমেরু খবর আনে টেবিল পাওয়া গেছে, কিন্তু ভেতরে, আগের টেবিলটা ঢোকার মুখে ছিল, ভালো জায়গা। দুই টেবিলই ঘেরা হয়, চারজনে, নাহলে হাতছাড়া হয়ে যাবে। একদিকে আমরা তিন মহিলা অন্য দিকে সুমেরু একাই একশ, ওর কথা শুনেই লোকে যা কেনার কিনছে!
    অন্ধকার নামে, আমাদের যেতে হবে, সামরান হাসিমুখে বিদায় দেয়, আবার পরের দিন আসতে বলে।
    আর আসা হবেনা পরের দিন কাজ ও তার পরের দিন ফেরা। বেরোবার মুখে খেয়াল হয় ওরা কখন থেকে এসেছে, একটুও ওঠেনি, খিদে পাওয়ার কথা।
    আমি আর স্যান যাই, কিসব কিনে সামরানের টেবিলে রেখে সুমেরুকে পাঠাই খেতে। সুমেরুর সীমাহীন খুশী চপ ইত্যাদি দেখে।
    অন্যান্য স্টল ঘুরে একেবারে বেরোবার মুখে সুমেরুর অনুরোধ স্টলে বসতে, ও সিগারেট খেতে যাবে, অনেকক্ষণ খায়নি।
    আমার তাড়া ছিলনা কিন্তু সঙ্গের সঙ্গীকে অনেকদুর যেতে হবে সে আর দাঁড়াতে রাজী নয়। সুমেরুকে আশ্বাস দিয়ে একটু খুঁজে স্যানকে ডেকে আনি। ও একা এসেছে, নিজের ইচ্ছায় ফিরতে পারে তাই!

    এখন গুরুর স্টল, চোখ ধাঁধানো সুন্দর, সেই এ টেবিল থেকে ও টেবিল ব্যাগ নিয়ে চেন লক নিয়ে ঘোরা নেই!
    চটিরাও এখন দলে ভারী, ক্রেতার দলও।
    প্রেসের ঝামেলা সামলে সকাল সন্ধ্যে স্টলের দায়িত্ব, এতদিন ধরে চলা বইমেলা, সব মিলিয়ে এবার হয়ত আরো লোকের দরকার ছিল, খুব চাপ পড়ছে কয়েকজনের ওপরে।

    এর ওপরে পাইয়ের চলে আসা.....কিন্তু উপায় তো নেই। সামরান, শমীক মনে হয় যাচ্ছে।
  • সামরান | 127.194.81.45 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২২531216
  • গ্রেট!!
    টিকিট হয়ে যাবে।

    লিচ্চিন্তঃ-))
  • kumu | 132.176.32.39 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৯531217
  • আমরা য্যামোন সিকিকে পাঠাচ্চি,আমাদের দর্কারে(যদি হয়) ওদিক থেকে কাউকে পাঠাতে হবে।
  • siki | 132.177.224.94 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৭531219
  • পাই আট তারিখ আবার কলকাতায় ফিরছে তো!

    লেমে যাবে, লেমে যাবে গ। শুধু এই লেভেলের ডেডিকেশনটা যদি কলকাতা বা অন্য জায়গার লোক একটু দিতে পারত দিল্লি বইমেলার জন্য। মাত্র চারটি উইকডে পড়েছে, আমি থাকছি না, কীভাবে যে নামবে এবারে কে জানে! সক্কলে এখানে চাগ্রি বাগ্রি করেন, তবু প্রত্যেকে একটা করে দিন অন্তত এসে বসবেন বলে জানিয়েছেন।
  • শ্রাবণী | 127.239.15.101 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৪531220
  • আমি একটু কারেকশন করে দিই..................একদিন শুধু না অনেকে একাধিক দিন। কারুর কারুর তো বসেদের বলা হয়ে গেছে, যে কোনো মুহুর্তে ছাড়তে হতে পারে, কিতাব বেচনা হোগা!
    শুধু গুরু নয়, গুরুর অন্য অর্ধেকরাও অফিসের পরে বা সেকেন্ড হাফে চলে আসবে বলেছে। শুধু তাই না, গুরুর বাইরের বন্ধুদেরও লাইন আপ করা হচ্ছে, অনেকেই কথা দিয়েছে দরকার পড়লেই!
    ম্যানেজমেন্ট ট্রেনিংগুলো কি আর এমনি এমনি করা নাকি সবার। দিল্লীর লোকেদের যারা বদনাম দেয় তাদের সবার নেমন্ত রইল। নীপা সপা সব একযোগে বইমেলায় (বেড়াতে নয়, স্টলে বসতে)।
  • sosen | 116.199.96.91 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২০531221
  • সামরান দি আমি এই উইকেন্ডে থাক্তে পারব। আর উইকের মধ্যে ত সন্ধ্যেবেলা ছাড়া হবে না।
  • raatri | 24.96.135.228 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৯531222
  • আমি রোজ ৫টা অবধি।বেস্পতি,শুক্র পুরো থাকার চেষ্টাচ্ছি।শনি,রবি কইতে পারি না এখনই।তবে তখন তো পাই এসে যাবে।আর শমীক থাকছে,সামরানদি।ও তো একাই একশো।ইস্পেশালি কুড়ি-একুশ-বাইশদের জন্য ওর সেই অমোঘ বয়িশ চার্ম,গত বার স্বচক্ষে দেখা।কিনুক না কিনুক,ভীড় করে তারা আসবে তো নিশ্চয়!!
  • kumu | 132.176.32.39 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৩531223
  • কুঁড়ি-কুঁড়ি+১/২,ব্লু আইড্কলেজ বয়িশ চার্ম ইঃ
  • siki | 132.177.9.104 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৪531224
  • নজ্জায় নাল হয়ে গেনুম। :)
  • Tim | 188.91.253.11 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৮531225
  • আর সব নাল করে ফেল্লেও চোখটা নীলই রাখিস ;-)
  • siki | 132.177.9.104 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩১531226
  • :-)
  • phutki | 131.242.63.60 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪১531227
  • বাড়িতে "দিল্লী" আর "কোনো এক" চলে গেল । বাবা -মা নিয়ে গেছে। আমি মার্চ এ পেয়ে যাবো। কি আনন্দ।
  • raatri | 24.96.24.239 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৭531228
  • ফুটকি কি সেই সেন্নাইবাসিনী,যার বাবা-মাকে ঐ দুটির সাথে আরো আরো কি যেন দিয়ে দিলাম একটু জোর করেই??কাঠপাতার ঘর-টা মনে আছে।
  • dd | 125.187.33.235 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩৫531230
  • আরে ধুর।
    বইম্যালায় যেতে হলে ,যাস্ট বাই চান্স,টেস্কিওয়ালা যদি না চেনে তাইলে কি বোলতে হবে? বাস ফাস যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন