এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৪৯৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 125.187.32.41 | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৬531264
  • হ্যাঁ তো। আমি শ্রী হানুরে দেখে একেবারে বাকরুদ্ধো। বলে না অভি ইজ গোস্ট মানে অভিভুত হয়ে গেছিলাম।
  • Blank | 69.93.200.253 | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩০531265
  • গুচ র স্টলে অনেকের সাথে শ্রী শ্রী ১০৮ ডিডি দার দেখা পেলাম। ডিডি দা কে মদ খেতে যাওয়ার প্রস্তাব দিতে ডিডি দা জানালো যে ১৮ র আগে মদ ছোবেনা ঠিক করেছে।
    সেই দুঃখে আমি আর বোধি দা মদ খেয়ে এলাম। কিছু বই পত্তর কিনেছি অবশ্য।
    আর গুচ র স্টল থেকে ১০০ টাকার বই কেনার জন্য আমাকে ৪ টে পাটিসাপটা দেওয়া হয়েছে।
  • aranya | 154.160.226.53 | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৭531266
  • বোধি আর ঈশেন গলা জর্জাজড়ি করেছে শুনে বড় ভাল লাগল - ..এছাড়া বন্ধু তর্কের পরে বন্ধুর হাতে হাতটা রাখুক, ইঃ :-)
  • শ্যামা | 127.194.87.154 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩১531267
  • ডিডির লগে শ্যাষ ম্যাষ দ্যাখা হইলো! তয় ডিডিরে য্যামন ভাবসিলাম সে তেমুন না। নিপাট ভালা মনিষ্যিঃ-(

    সোইকত ব্যান্ডো এবারে হট ফেভারিট। মাইনষে নাম দেইখ্যাই তিনপিস বই লইয়া যায়! মনে ভাবি হামি এইবার সইকত ব্যান্ডোর নামে বই লামাইবে।

    স্যান বালিকে। ভেরি গুড গার্ল। সক্কলেরে ফিশ ফ্রাই খাওয়ায়।

    সোসেন। ভেরি শান্ত গার্ল। মন দিয়ে বিল ল্যাখে, সমস্ত গুছাইয়া রাখে আর সক্কলেরে আড্ডার সুযোগ দিয়া গুরুভার সামলায়! ভাবা যায়! মাজ্ঞি গন্ডার বাজারে! আমি তো মোর দ্যান মুগ্ধ! বিজ্ঞানি বইলা কথা। ডর লাগত বড়। দেখা গেল ডরানের কিস্যু নাইঃ-)

    রাত্তির। আহা। আইজ এক্কেরে সুচিত্রা সেনঃ-)

    গুচর সমুখে বিস্তর জায়গা। তাতে খবরোলাদের কাগজ বিছায়ে গানের আসর। আহা। এসএমএস কবি সোমনাথের চপ-মুড়ি, ঈশেনের গান লগে চিত্রকর পার্থ সারথী। যারে কয় যুগলবন্দী! দেখা গেল; গীটারের অভাব পড়ে নাই মাঠে। আরেকজন কে জানে কুন ভালা মনুষ্যি। বড় ভালা গায়। নাম জানিনে।

    এদ্দিন পুলিশে ঈশেনেরে বকিসে আইজ ঈশেন পুলিশের বকি দিসে, বলিসে, ও মিঙাভাই, আর কত বকা দিবা? ম্যালা তো শ্যাষ হইয়া আইল, এইবার এট্টু শান্তিতে থাইকে দ্যাও দিহি! এক্কেরে সম্পাদকীয় মিজাজে!

    ওমনাথে বিল কাডে 'ওমনাথ নামে!

    শ্যামা মায়ের আচ্যয্যির শ্যাষ নাইকোঃ-(

    আরও কি কি যানি সব হইল। সক্কলে মশা মাসিরে খুব মিসাইল। মশা মেসোয় কাল আইসিলো। সে ও মাসিরে মিসায়ঃ-(

    অনেকেই আসিছে আবার অনেকেই আসে নাই। হয়ত আসিবেন। শুয়াচান পক্ষী গুরুর ইস্টলের চালে বসিয়া গান শুনাইবে। সক্কলে ধইন্য ধইন্য বলিবে। দিল্লি হইতে সিকি আসিবে। আনা দু'আনা তো কলিতেই আছে। ঝিলমিল ঝিলমিল করিবে ময়ূরপঙ্খী নাও।

    বসন্ত বাতাসে সইয়েগো মন উতলা হইবে।

    কাঠ পাতার ঘরে কারা যানি বসি বসি মহাভারতের কথা শোনায়। সেখেনে আবার পেলেকার লুঙ্গি কাব্যিও চলে। 'কোনো এক' গাঁয়ে বসে মলয় বাবুর রহস্যপোন্যাস পাঠ হয়। 'খান্ডবদাহন' করে রানী তার ভিজে কাপড় শুকায়! মহীনের ঘোড়াগুলি মাঠ দাপিয়ে চলে গেছে বহু দূরে এখন 'অন্য মহীন। গুরু গুরু ডাকে হাজির গুরু। ওহো! কেয়া বাত!

    ব্যাস!

    আর কি?
  • বেনফিস | 127.194.87.154 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০০531268
  • স্যান সকলের জন্যে মাছ কেনে নাই। বেছে বেছে তার নিবেদন।
  • ranjan roy | 24.99.235.61 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০৯531269
  • রোববার ঠিক যাবো। দশ কপি অনেক পুরনো অরূপরতন ঘোষ নিয়ে যাবো, যদি গুরুভাইরা নেয়।
  • Abhyu | 107.89.18.209 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৪৩531270
  • পাই নাই তাই আমরা ছবি পাই নাই?
  • dd | 125.187.58.16 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৪৪531271
  • আর এই প্রস্তাবও আনা হয়েছিলো যে "পেলেকার লুংগী"র একটি সচিত্র কপি আমরা আনুষ্ঠানিক ভাবে কুমুরে দি।

    এবং ভবিষ্যতে একটি পুর্নাংগো লুংগী সিরীজ হোক। পুরাভারতের লুংগীচেতনা, ম্যাজিক লুংগীর সার্কাস, হে লুংগী,উত্তাল লুংগী,ই ঃ। সবাই লিখবেন।
  • Yan | 161.141.84.239 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৪৮531272
  • অনার্য ঝিঙা, অনার্য কাঁঠাল ও অনার্য লুঙ্গির হেত্বাভাসিক সম্পর্ক ও যেন তাতে থাকে। ঃ-)
  • কান্তি | 212.90.109.201 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৬531277
  • জনৈক চণ্ডালের গুরুচণ্ডালীর ঠেক সন্ধান।
    ঠিকানা নেই, আছে ঠেক। এই গোলমেলে ধন্ধে পড়ে অনেক ভেবেও থই পায়নি এই চণ্ডাল। কোথায় ্কখন ঠেক, সেখানে কি উটকো হোয়ে হুট কোরে ঢোকা যায়? এমনতর বিস্তর ভাবনা মাথায় কিলবিল কোরছিল। এমন সময় জানা গেল, এক টানা লম্বা কদিনের ঠেকের জব্বর ঘোষনার কথা। কোলকেতার মিলনমেলা প্রাঙ্গনের
    বইমেলার মোচ্ছবে গুরুচণ্ডালীর ঠেকের মহা ঘোষনার ঢাক পড়ল মায়া পাতায়।
    চণ্ডাল ভেবে নিল, ঠিকানা নাই থাক, খোদ্দের বোনে গিয়ে খুঁজেপেতে হুট কোরে ঢুকে পড়লেই চলবে।
    ভাবতে ভাবতে এক শনিবারের বারবেলায় ভীড়ের স্রোতে ভাসতে ভাসতে সে ঠিক সেঁধিয়ে গেল সেই মহামেলা-মোচ্ছবের ভিতর ।এবার গুরু সন্ধান। মায়াপাতার সৌজন্যে প্যাঁচাদের তদারকিতে থাকা এই মহা-ঠেকের চেহারাটা কেমনতর তার একটা ধারনা ছিল। সেই সম্বল কোরে এবার শুরু হোল তালাশ। পৌছালাম লিটলম্যাগ পাড়ায়।
    না ওপাড়ায় এখন গুরুচণ্ডালী আ্সেন না। তিনি পাড়া বদলে অন্যতর পাড়ার বাসিন্দা এখন।অবশেষে প্যাঁচা খুঁজতে খুঁজতে সেই ঠিকানাহীন মহাঠেকের সন্ধান মিলল। খদ্দের হয়ে ঢুকে পড়লাম ভিতর বাগে।ীদিক সেদিক খানিক উঁকিঝুঁকি মেরে কুলদা বাবুর সদ্যজাত বইখানা বগলদাবা কোরে
    কোনে চেয়ার-টেবিল নিয়ে বসা গম্ভীর যুবাপুরুষটির সামনে হাজির হলাম।আর সেই বেয়াড়া প্রশ্নটি মুখ থেকে ছিটকে বেরিয়ে গেল।–আপনার নাম কি? যুবাপুরুষ অবাক চোখে তাকিয়ে বল্লেন,আমার নাম সোমনাথ দাশগুপ্ত।আপনার নাম কি?
    খুবই সংগত প্রশ্ন। সবিনয়ে আমার পৈত্রিক নামটিই জানালাম। সংগে যোগ কোরলাম, আমি একজন চণ্ডাল।উনি পাশের শূন্য আসনটিতে বসতে বললেন।
    বুঝলাম ভিসা মিলেছে।বসে পড়লাম।ওদিকে আর একজন যীশুর মত দাড়ি শোভিত সদা হাস্যময় যুবাপরুষ
    খদ্দের সামলাচ্ছিলেন।আমার পাশের যুবক তাকে সৈকত নামে ডাকলেন।তাই শুনে
    এই চণ্ডাল কেমন এক আবেগে দৌড়ে গিয়ে তার দুহাত চেপে ধরে বলে উঠল,
    আপনি সৈকত বন্দোপাধ্যায়? আপনার লেখা আমার খুব প্রিয়।সৈকত এবার জিগালেন, আপনার নাম? একটু দ্বিধা নিয়ে জানালাম, আমি কান্তি। সৈকত
    দুহাত দিয়ে আমার দুহাত চেপে ধরে বল্ল, সোমনাথ, এ কান্তিদা।
    ব্যাস, এবার যেন আপনজন।সোমনাথের পাশে বসে কত গল্প, কত কথা। সৈকত তো ছিলই।
    বিদায় বেলায় জানিয়ে এলাম, আবার আসব।
    একটা ফুরফুরে মন নিয়ে বেরিয়ে এলাম।
    পরের দিনের আহাম্মকির গল্প ক্রমশঃ প্রকাশ্য।
  • TGKaju | 131.242.160.180 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৫531278
  • বইমেলা কি সত্যিই ১৪ তারিখ অব্দি টেনে দেবে দিদির কথায়?
  • kumu | 132.176.32.39 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৪531279
  • ডিডিদা ৮-৪৪ পড়ে মনে হল কেউ চায় না কুমু কলিমেলায় যায়।
  • sosen | 24.139.199.1 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২০531281
  • আমার দাবি--
    পেলেকার লুঙ্গি বিক্রির দায় ভার কুমুদিকে দেওয়া হোক।
    আট্টু পরেই বইমেলায় যাব। মিটিং টি সেরে ফেলেছি। ফুরফুরে মিজাজ।
  • শিবাংশু | 127.201.163.123 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২০531280
  • কুমু,

    এক্ষুনি ইন্দ্রাণীর দেওয়া লিঙে বোধিসত্ব দাশগুপ্তের যে লুঙ্গিপুরাণ পড়লুম তার পর আর কোনও কথা চলেনা। দুর্ধর্ষ লেখা। কী করে আগে নজর এড়িয়ে গেছে , কে জানে।

    আপনি এ বিষয়ে আপনার অবস্থান পুনর্বিবেচনা করুন ঃ-)। চেক কাটা যদি না চলে সিল্কের ব্যবস্থাই করা যাবে না হয়।
  • kumu | 132.176.32.39 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৬531282
  • ছি সোসেন,এমন কথা কইতে আছে?তুমি না আমার রাসায়নিক সখী,আমি না তোমার হয়ে সেদিন ঝগড়ে দিয়েচি,আমি না তোমাকে এবং তুমি না আমাকে যথাক্রমে বিরিয়ানী/লুচি/আলুদ্দম খাওয়াবো/বে,তবে?
    শিবাংশু, কোচ্চেন ডাজ নট অ্যারাইজ।
  • sosen | 24.139.199.1 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০৪531283
  • :) কিন্তু লুঙ্গি বিক্রি কত্তে গেলেই আমার বেজায় হাসি পাচ্ছে - কুমুদির কথা ভেবে-:)
  • কল্লোল | 111.63.11.82 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩২531285
  • এক্ষুনি দিল্লী পৌঁছুলাম। এট্টু পরেই কুমুর সাথে মোলাকাত হবে। কুমুর তো কাঁটাওয়ালা মুগুর নে আসার কথা (সেই যে পিজে!)। ওদিকে আমি যে নুঙ্গি আনি নাই।
    হু হু হু ভেউউউউ।
  • s | 69.161.103.62 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৯531286
  • কল্লোলদা - ভেলকাম টু দিল্লি।
    আশা রাখি দেখা হবে রাত্রি ঘনাইলে।
  • siki | 213.88.22.133 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫০531287
  • কেমন হল দিল্লি ভাট?

    আমি এখন ব্যান্ডেল লোকালে। ফিরছি।
  • dd | 125.187.48.147 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৮531288
  • আর নতুন করে আপডেটের আছেই বা কি?

    য্যামোন ধরুন ওয়েদার। আজ বিকেলের দিকে একটু টুং টাং বৃষ্টি।ফলতঃ বেশ ঝিরঝিরে শীত।
    যে সকল ফাস' টাইম নিউ ফেসের মুখোমুখী হলেম তারা যথাক্রমে সোমনাথ(তাতিন), সৈকত টু, রোকেয়া বিবি,কৃশাণু আর পাইদি।

    পাইদি গান গেয়েও শুনালো।

    মিস কল্লেম গান্ধী,আর শ্রীসদাকে। ইন্দোদার কোনো সিনই নেই।

    আর আজও খেলাম ফিস ফ্রাই। ও হো। স্যানের কথা কই নি বুঝি? সে রোজকার মতন এসে খুব বই বিককিরি করেছিলো। কিন্তু আজ কি খেয়েছিলো আমার জানা নেই।
  • শ্রী সদা | 127.194.211.182 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২২531289
  • গুরুরত্ন শ্রী শ্রী ১০৮ ডিডিদা আমার মতো তুশ্চু ভাটুরেকে বইমেলায় মিস করেছেন, এ তো ভাবাই যায় না ঃ) খুব ই সম্মানিত বোধ করছি।
    চাগ্রীবাগ্রী বাঁচিয়ে শনি আর রবিবার বিকেলের দিকে বইমেলা যেতে পারবো আশা রাখি।
  • siki | 213.88.22.139 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৮531290
  • সোসেন কথা রাখে নি।
  • শ্রী সদা | 127.194.211.182 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩০531291
  • সিকিদা কাল মেলায় আসছো ?
  • মনের জোর | 127.194.197.52 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪০531292
  • না এসে যাবে কোথায়? এই তিনদিন মেলায় আসবে বলেই তো লা জবাব দিল্লীকে তিন দিনের জন্যে জবাব দিয়ে এয়েচে। আজ কাবলি দা এসেছিলো, ভয়ঙ্কর অসুস্থ শরীর নিয়েও, মনের জোর, মনের জোর, মনের জোর।
  • siki | 213.88.22.139 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৬531293
  • মেলায় আসব বলেই তো এসিচি য়্যাদ্দুর থেকে। কালও আছি, পরশুও।

    কাব্লিদার হিম্মতকে স্যালুট।
  • Lama | 127.194.230.45 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৭531294
  • আমার ফাটা কপাল। ডিডিদা পোজ্জোন্তো মিস করেন্না :(
  • কল্লোল | 111.63.84.156 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৮531297
  • দিল্লীভাট জমজমাট।
    নেতাই, রুবী আর শ্রাবণী নয়ডা থেকে ফোন। আসছি। নিউ ফ্রেন্ডস কলোনীর কমিউনিটি সেন্টারে জমায়েত। আমাদের গেস্ট হাউজ থেকে ৫ মিনিটের পথ।
    ওরা পোঁছে খবর দিতেই আম্মো রিস্কায় চেপ্পে হাজির হয়ে গেলাম। কফি আলুভাজা সমেত আড্ডা দিতে দিতে খপর এলো কুমু আসচেন।
    কুমু এলো। নাহ, কাঁটাওয়ালা, কাঁটাছাড়া কোন মুগুরই নাই।
    এপ্পর কমিউনিটি সেন্টারের গাছতলার রকে বসে গান হলো। সুমন এলো। সুমনকে কুমু শুভজিত বলে ভুল করলো। আরও গান হলো। পাশেই এট্টা রেস্টুরেন্টে খাওয়া হলো। খাওয়া প্রায় শেষ এমন সময় শুভজিত এলো।
    বেরিয়ে শুভজিতের জন্য আবার গান ও গেলো সবে নিজ নিজ ঘরে।
    এক সুমন ছাড়া সগলের সাথেই ফাসটেইম দ্যাখা। নেতাই-রুবী জোড়ি হো তো অ্যায়সী। শ্রাবণী ওর লেখার মতোই মিষ্টি। শুভজিত বেশ গাবলু গোছের মজারু।
    তবে কুমু ইজ কুমু। লীলা মজুমদারের গপ্পের কিউটি গিন্নি।
    তার মধ্যে ক্ষী ক্ষান্ডো। খেতে এসে আবিষ্কার হলো, শ্রাবণীর এক পাটি দুল গায়েব। দুই ডিটেকটিভ দীপক আর রতনলাল গেলো খুঁজতে, এবং কিমাশ্চার্য, পাওয়াও গেলো। তিনি গাছতলায় জিরুচ্ছিলেন। শ্রাবণী ওদের বিরিয়ানী না না পিঠে, নাকি বিরিয়ানীই, ঐ হোলো গে বিরিয়ানী আর পিঠে নাকি বিরিয়ানী বা পিঠে খাওয়াবে বলে কুবুল করলো।
    দিল্লীভাট জিন্দাবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন