এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৩৩৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 85.137.2.107 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫২531397
  • হ্যাঁ এদের একজনই আমার পাশে বসে মুর্গী খেয়েছিলেন।
  • ব্যাং | 132.178.243.26 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৪531398
  • হায় হায়, মুর্গিই দেখলি, তবু মানুষটাকে চিনলি না!
  • siki | 132.177.39.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৮531399
  • মামুর গান, হাতে গরমঃ



    আরও দুটো আসছে, আপলোডাচ্ছি।
  • siki | 132.177.39.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৯531400
  • | 24.96.186.138 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৪531401
  • ধুসস গান কোথায়? গানের ক্লিপ তো।
  • siki | 132.177.39.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৭531402
  • বড় গান আসছে।
  • siki | 132.177.39.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৮531403
  • ছোট গান বলে ডিলিট মেরে দিলাম। বড় গানদুটো তুলে দিচ্ছি।
  • কৃশানু | 213.147.88.10 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৪531404
  • সিকিদার এখনো বোধি লাভ হয়নি দেখছি।
  • rabaahuta | 208.175.62.19 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:১২531405
  • স্মৃতিকাতর হয়ে ২০১০বইমেলার ছবি দেখার চেষ্টা করছিলাম, কিন্তু অভাগার গুড়ে বালি। অর্কুটে আছে বটে, কিন্তু সে দেখা যায়না।
  • aka | 85.76.118.96 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:১৪531408
  • জর্জার্জড়ির ছবিটা ভালো। দ্যাকা হলে দুজনের সন্দেশ প্রাপ্য আর হানুর বোনাস হিসেবে মাল। ঃ) গুজ্জব।
  • Abhyu | 107.89.16.131 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৫০531409
  • উফ্ফ, কথাটা জর্জাজড়ি, জর্জার্জড়ি না।
  • কল্লোল | 125.242.206.32 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০০531410
  • হনুমামু-মামুহনু
    জর্জাজড়ি ছবিটি ব্রের্শ।
  • সিকি | 132.177.39.39 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২২531411
  • আশায় আশায় ...

  • নেতাই | 131.241.98.225 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৩531412
  • কল্লোলদার লাজবাব দিল্লি ভাট নিয়ে কবি নেতাইয়ের একটি অপ্রকাশিত কবিতা।

    সেদিনের সেই সন্ধা
    সেদিনের সেই রাত
    গিটার ছুঁইলো আঙুল
    দিল্লি তখনি কাৎ
  • siki | 132.177.39.39 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৭531413
  • এবারের ভিডিওটা উল্টে গেল কী করে কে জানে!

  • kiki | 69.93.255.58 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৫531415
  • বোধির হাসিটো তো ব্যপক।ঃ)

    আমাদের এক ক্ষ্যাপা স্যার ছিলেন , সেন্ট বোরশেতে, নাম ভুলে গেছি, আমাদের ক্লাসের রোগা ডিং ডিঙে খুব হাসতে থাকা সৌরভের বাবা।( আমরা চাদ্দিকে সৌরভকে খুঁজে মরছি, ওরে হতভাগা গুরু পড়লে একবার বড়শে স্কুলের কম্যুনিটি ঘুরে আসিস) তো সেই স্যর কোন এক গাছতলাতে ঘুমোতেন প্রায় ই, বাড়ী যেতে ভুলে গিয়ে। আর ছিলো স্যরের পকেট। বোধায় খান দশেক। তাতে হিসেব কল্লে কেজি দশেক নানান কাগজ আর পঁচিশটা পেন সর্বদাই থাকতো। আমরা ওনার ভুলে যাওয়া আর ক্ষ্যাপাপনের দারুন ভক্ত ছিলুম।বোধিকে দেখে স্যরের ইয়াদ এলো।:P
  • কারিয়া পিরেত | 131.241.218.132 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৫531414
  • দিবে আর নিবে, মিলাবে মিলিবে
    যাবে না ফিরে
    সায়েন্স সিটির উল্টোদিকের
    সাগরতীরে।

    ;-)
  • de | 190.149.51.69 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:২৫531416
  • জর্জাজড়ি দেখে চ্ক্ষু জুইড়ে গ্যালো!
  • kumu | 132.176.32.39 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৬531417
  • জর্জাজড়ির ছবি দেখে কেন জানি না x+dx কথাটা মনে পড়ল।
  • কারিয়া পিরেত | 131.241.218.132 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৯531419
  • আরে আমার মত খড়ুস অকবি পাবলিক পদ্য লিকে ফেল্ল, আফনেরা কী আর কইতাসেন...
  • Abhyu | 107.89.16.131 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০৯531420
  • x+dx :))))
  • siki | 132.177.39.39 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩০531421
  • এবারের বইমেলা সকাল সকাল শুরু, রোজ। বেলা বারোটা থেকে। তাই যখন দেখলাম শিয়ালদা রাজধানী ঢুকবে সোয়া দশটায়, আশায় আশায় ছিলাম, একটু কি আর লেট করবে না? এগারোটা সোয়া এগারোটায় ঢুকলে টুকটুক করে ওখান থেকেই বাস ধরে চলে যাবো বইমেলা।

    কিন্তু শুক্রবার ৮ই ফেব্রুয়ারি, রাজধানী এক্সপ্রেস আসছি-দাঁড়া, যেতে-পারি-কিন্তু-কেন-যাব স্টাইলে থামতে চলতে থামতে চলতে শেষমেশ যখন শিয়ালদা এসে ঢুকল, তখন ঘড়িতে বাজে ঠিক সোয়া দশটা। এখন থেকে বোকার মত স্টেশনে বসে থাকার তো কোনও মানেই হয় না, অতএব ফোন করে পৌঁছে গেলাম গুরুর হেডকোয়ার্টার্সে, কাব্লিদার বাড়ি।

    ট্যাক্সি নিয়েছিলাম। কলকাতা মানেই অনাদি অনন্ত জ্যাম, তো, সেই রকম এক জ্যামে আটকে থাকতে থাকতে রাস্তার দুপাশে চোখে পড়ল সিপিএমের পতাকা। একটাতে লেখা দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যাহার করা হোক, অন্যটাতে লেখা, আমাদের প্রতিবাদের অধিকার দেওয়া হোক। নিজে থেকেই ট্যাক্সিওলা হে-হে করে হেসে ফেলল পতাকাদুটো দেখে, আরে শালা, দেওয়া হোক বললেই কি তোর মুখে তুলে দেবে নাকি রে? তোরা যখন ছিলিস, দাম বাড়ে নি জিনিসের? শালা প্রতিবাদ করলেই সব হয়ে যায়, নাকি?

    সিগন্যাল সবুজ হল। গাড়ি গড়াতে শুরু করল, পিচিক করে বাইরে থুতু ফেলে ট্যাক্সিওলা নিজে থেকেই শুরু করল, তবে এরাও বেশিদিন থাকবে না, বুঝলেন? যা শুরু করেছে সব ... এরা পাঁচ বছরও টিকবে না।

    আমি যেন এলাকায় নতুন, এমনিধারা ইনোসেন্ট মুখ করে শুধোলাম, তাই নাকি? এ রকম অবস্থা? ... ট্যাক্সিওলা উৎসাহ পেল, আর বলবেন না দাদা, পাড়ায় পাড়ায় তোলাবাজি চালাচ্ছে, যা ইচ্ছে তাই করছে, শালা এক মালকে পার করলাম তো আরেক মাল এসে জুটেছে। পাড়ায় পাড়ায় অসন্তোষ, বুঝলেন, পাড়ায় পাড়ায় লোক সব খেপে আছে।

    তা সে ট্যাক্সিওলার কথায় আমল দেবার কিছু নেই, ট্যাক্সিওলাও মোট্টেই লোক ভালো ছিল না। ভবানীপুরে পৌঁছে, "হ্যাঁ হ্যাঁ আমি চিনি ত', আমি জানি ত'' করে আমাকে যে মিষ্টির দোকানের সামনে নামিয়ে দিয়ে গেল, সেখান থেকে সুটকেস গড়াতে গড়াতে পাক্কা এক কিলোমিটার হেঁটে তবে কাবলিদার বাড়ি গিয়ে পৌঁছলাম।

    বেলা প্রায় দেড়টার সময়ে আমাকে উদ্ধার করে নিয়ে গেল সামরান। ততক্ষণে আমি আমার সুটকেসে ঠেসে নিয়েছি ব্যাসদেবের মহাভারত আর কল্লোলদার কারাগার। সঙ্গে কিছু হাম্বা। ব্যস, সুটকেস ভর্তি। ভর্তি তো এমন ভর্তি আমার আর জামাকাপড় রাখার জায়গা হচ্ছে না। সেই সুটকেস টানতে টানতে তোলা হল ট্যাস্কিতে। ট্যাস্কি নিয়ে গেল বইমেলা। কততম যেন বইমেলার কততম যেন দিবস আজ। চার নং গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই চোখে এল ঢাউস ঢাউস হোর্ডিং। না, বইয়ের নয়, মনিষীদের ছবি, তার সাথে আলু। হ্যাঁ, সুমঙ্গলের আলুর বন্ড এইবার বইমেলায় সুপারহিট।

    পৌঁছলাম গুরুর স্টলে। ঠিক যেমনটি ছবি দেখেছিলাম, সেই স্টল, বড় যত্ন করে বানানো। আর স্টলের থেকেও মায়াবী পেছনের এক চিলতে ভাটের জায়গাটা। শুনলাম পাইকে নাকি একেবারেই ভয় পাচ্ছে না এবার মশারা। তাই বিকেল থেকেই খুব মশার উৎপাত বাড়ছে। পরিবর্তনের জমানা, কী আর বলব।

    শ্রীপর্ণা এল, খানিক বাদে পাইও এসে পৌঁছল। পাইও আজ সকালে দিল্লি থেকে ফিরেছে। ফিরেই সো-জা গুরুর স্টলে। তারা এল তো আমি আর সামু চললাম পেট ভরাতে। সামনেই ফুড কোর্ট। আলুর এমনই মহিমা, ফূড কোর্টের সিংহভাগই দখল করে রেখেছে সুমঙ্গল। তাদের উর্দি পরা সিকিওরিটি সামনে একরাশ চেয়ার টেবিল পাহারা দিচ্ছে বেজার মুখ করে দাঁড়িয়ে। আর অন্য স্টল থেকে কেউ খাবার নিয়ে এদিক পানে এলেই হাত বাড়িয়ে হাঁ-হাঁ করে তেড়ে আসছে তারা, এদিকে নয়, স্যার, এদিকে নয় ম্যাডাম, এই টেবিলগুলো শুধু সুমঙ্গল ফুড কোর্টের খাবার নিয়ে বসার জন্য। ক্ষী চাইল্ডিশ!

    তা যাক, বসার জায়গার অভাব নেই। সবে দিল্লি থেকে এসেছি, এসেই কলকাতার কাঠাফাটা রোদ্দুর। চাদ্দিক ভিড়ে ভিড়াক্রান্ত, হাতে আলিবাবার বিরিয়ানির থালা, আর মাইকে তখন ইন্দ্রাণী সেন, সখি, আঁধারে একেলা ঘরে মন মানে না ... টোটাল পুঁদিচ্চেরি কেস যাকে বলে।

    খেয়ে দেয়ে আসার পরে শুরু হল বিক্কিরিবাটা। ইশেন এল, স্যানবালিকা এল, আর কে কে যেন এল প্রথম দিনে? খেয়াল নাই। ও হ্যাঁ, দীপ্তেন্দা তো এলই।

    আজ শুক্কুরবার, ভিড় ঠিক ততটা নয়, তার ওপর স্টলের পজিশন একটু একটেরে। তবু নয় নয় করে সন্ধ্যে পর্যন্ত ভালোই বিক্রি হল। গানের আসর বসল, আমি ক্যামেরা বের করতে গিয়ে কিছুতেই ক্যামেরা খুঁজে পেলাম না। না পিঠের ব্যাগে, না সুটকেসে। তা হলে কি দিল্লিতেই ক্যামেরা ফেলে এলাম? নাকি কাবলিদার বাড়িতে বই ঢোকাতে গিয়ে ক্যামেরা ছেড়ে এসেছি? যাই হোক, মোবাইলেই কিছু ছবি নিলাম। গান টান ভিডিও যা দেখছেন সব প্রথম দিনের। মানে শুক্রবারের।

    অতঃপর বিদায়ের পালা। সুটকেস ভর্তি কারাগার, মহাভারত আর হাম্বা। ওজন জানান দিচ্ছে চল্লিশ কিলোর কম কোনওমতেই নয়। মিলনমেলা জায়গা হিসেবে অতীব মধুর। এখান থেকে ফিরতে নাকি লোকের পেছন হলুদ হয়ে যায়। সব্বাই এক সুরে বলল, এখন গিয়ে দাঁড়াও (তখন সন্ধে সোয়া সাতটা), একমাত্র পাই বলল, না-না, ট্যাক্সি তো দিব্যি পাওয়া যায়, আমিই পেয়েছি কতবার। সবাই পাইকে হ্যাটা করল, কিন্তু আমার তখন ট্যাক্সি ছাড়া আর কোনও উপায় নেই। ফিরতেই হবে।

    দুজনে মিলে ধরে ধরে সুটকেস টানতে লাগলাম। প্রায় এক দেড় কিলোমিটার দূরে বর্তমানের অফিস, সেটাই নাকি ট্যাক্সি ধরার স্থান। মাইরি, এগুলো দেখি আর ভাবি, কলকাতায় মানুষ কী করে থাকে, কেন থাকে! দীপ্তেন্দা এই বয়েসে আমার ভারি ব্যাগ বয়ে নিয়ে গেল অনায়াসে। তবে গল্প করতে করতে যাচ্ছিলাম বলে আর ওজন তেমন বোঝা যায় নি।

    পাইয়ের লাক না আমার লাক জানি না, যেখান থেকে খালি ট্যাক্সি পাওয়া নেক্সট টু ইমপসিবল, সেইখানে দাঁড়িয়ে ঠিক পনেরো মিনিটের মাথায় একটা খালি ট্যাক্সি ধরে দিল পুলিশ, সঙ্গে আরেক হাওড়া পার্টি ছিলেন, ছেলে আর "মেয়েছেলে" সমেত, ওঠার সময়ে বিস্তর বায়নাক্কা করছিলেন কেন আমি উঠব, ওঁয়ার সঙ্গে মেয়েছেলে আছে (মানে নিজের স্ত্রী), তো শেসমেশ আমাকে সামনের সিটে বসতে দিয়ে উনি সপরিবারে পেছনের সিটে গিয়ে বসলেন।

    সিআইটি রোড ধরতেই বোঝা গেল উনি বেশিক্ষণ কথা না বলে থাকতে পারেন না, তাই জানা গেল বাড়ি চুঁজড়োয়, ব্যাঙ্কে কাজ করেন, আর আজকাল বাঙালি নাকি বইটই অ্যাকেবারে পড়ে না। সেইজন্য দোষারোপ করলেন টিভিকে, আজকালকার মোবাইলকে, করে টরে সব বাঙালির যা গতি হয়, তিনিও রাজনীতিতে এসে পড়লেন। পশ্চিমবঙ্গের রাজনীতির কথা এসে পড়লেই আই অ্যাম অল ইয়ারস। তো, তিনিও দেখা গেল দিদির ওপর বিস্তর চটা। ছাগল টাগল পর্যন্ত বলে ফেললেন। নেহাত ধারে কাছে কোনও টিভি চ্যানেলের ক্যামেরা ছিল না, তাই কেউ কেস ঠোকে নি এখনো আমাদের নামে।

    সাড়ে সাতটায় স্টার্ট করে ব্যান্ডেলে বাড়ি ঢুকলাম সাড়ে দশটায়। চল্লিশ কিলোর সুটকেস বয়ে আমার তখন নাভিশ্বাস উঠছে।

    আবার পরদিন।
  • siki | 132.177.39.39 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৯531422
  • এখানে ট্যাগিংয়ের ব্যবস্থা নেই সেটা যে কী অসুবিধেজনক এখন বুঝছি। বাবা হুতো, প্লিজ তাড়াতাড়ি মেল পড়িয়া উত্তর দিবা। খুব খুব জরুরি দরকার।
  • pobitro | 127.194.80.251 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৫531423
  • সিকিদা, লাইক করার ব্যবস্থাটাও করা যায় না?
  • a x | 138.249.1.198 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২৫531424
  • উফ্ফ! এযাবৎ এইসব পড়ে গেছি, কিছুই তেমন হয়নি। শুধু এই আড্ডা আর গানের ভিডিওটা দেখে মনটা পুরো হুহু হুহু করে উঠল ঃ-((
  • aranya | 154.160.5.25 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৩৭531425
  • আম্মো কাল রাতে ভিডিও দেখে কেমন উদাস মত হয়ে গেলাম। বইমেলার সময় একটা প্লেন চার্টার করে সবাই মিলে যেতে পারলে হত।
    লটারীর টিকিট কাটা শুরু করতে হবে ..
  • 4z | 152.176.84.188 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:০৩531426
  • অরণ্যদাকে ক
  • pi | 73.68.157.173 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:১৩531427
  • ডিডিদা বা আর কেউ, কাব্লিদার বাড়ি থেকে লুরুর গুরু নিয়ে যেতে পারবে(ন)?
  • 4z | 109.227.143.99 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৫১531428
  • পাই, আমার বইগুলো ভুলোনা, পিলিজ
  • pi | 81.206.11.78 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৩531430
  • কোনো এক তো ? আর কোনটা ? 'গুরু' ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন