এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫০৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 109.227.143.99 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৯531431
  • কোনো এক, গুরু আর মহাভারত।
  • SC | 34.3.20.47 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৩531432
  • লুকিয়ে লুকিয়ে ফেবুতে ছবি দেখে ফেলেছি কিছু।দারুন ব্যাপার তো। ঠেক টা খুব মিস করছি।
    বইমেলা আমি কোনকালেও যাইনি বিশেষ, ওসব আমার পোষায় না, কিন্তু গুরুর আড্ডাটা দুর্দান্ত হয়েছে পুরো।
  • aranya | 154.160.5.25 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৮531433
  • ঠেকটাই আসল, এসসি ঠিকই ধরেছেন :-) ।
  • pi | 81.206.11.78 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৬531434
  • আমাদের ঠেক আছে, ঠিকানা নাই ঃ)
    বহু জনতা এটা পড়ে স্টলের ভিতরে এসে ঠেকের ঠেকঠিকানা হালচাল জেনে গেছে ঃ)
  • siki | 132.177.39.39 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৭531435
  • প্রচুর লোক গুরুর ভিজিটিং কার্ড চেয়ে নিরাশ হয়ে ফিরে গেছেন।

    হুঁহুঁ বাবা, দিল্লি এ সব ব্যাপারে কলকাতার আগে। আমাদের গুরুর ভিজিটিং কার্ড তৈরি।
  • SC | 34.3.20.47 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০১531436
  • ভিসিটিং কার্ড না থাকলে বলতে হয় আমরা ওসব বিশ্বাস করি না। :)
  • siki | 132.177.39.39 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৬531437
  • তাই তো বলেছি। ঠেক আছে, ঠিকানা নেই, তাই ভিজিটিং কার্ডের বিজনেসও নেই।

    তবে দিল্লিতে ওসব বললে লোকে খাবে না। দিল্লির কেসটা আলাদা। :)
  • h | 213.132.214.156 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২১531438
  • একটা জ্যাকেট চড়িয়ে নিয়ো আর ব্রিফ কেস এ কিছু স্ম্যানুক্রিপ্ট রাখতে পারো, এটুকু মিনিমাম ঃ-)
  • | 132.167.26.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৫531439
  • যাই বলো বোধি দা, তোমার রোগা সৈকত কে চাপ দিয়ে ও ই রকম বেঁকিয়ে দেওয়া ঠিক হয় নি!! ঃ))
  • kumu | 132.176.32.39 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩১531441
  • ব্রতীন,ঃ-)))))))))))))
  • Lama | 127.194.229.190 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৬531442
  • বোধিদাকে কাল ইউনিটেকের সামনে দেখলাম মনে হল?
  • siki | 132.177.145.3 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৩০531443
  • আগের দিনের একটা গল্প বলা হয় নি। আমাদের পাইখুকি তো অসীম প্রতিভাশালী, তিনি পেত্যেক বছরই বইমেলা খুঁজে পান না, বদলে অন্য কোনও মেলায় চলে যান। গেলবারে হয়েছিল কি, তিনি বইমেলা ভেবে কোনও একটি মেলায় ঢুকে দেখেন চাদ্দিকে জামাকাপড় বিক্রি হচ্ছে। তখনও মনে তাঁর সন্দেহ হয় নি। আজকাল বইমেলাতে তো কত কিছুই বিক্রি হচ্ছে, ফিশফ্রাই থেকে পটচিত্র পর্যন্ত, না হয় দু চাট্টে জামাকাপড়ের স্টল লেগেছে, কী আর এমন, এই ভেবে ভেতরে পা রেখে প্রথম চোখাচুখি হয়েছিল খালি-গা সলমান খানের সঙ্গে। এর পরে তিনি শ্রীপর্ণাকে ফোন করে জিজ্ঞেস করেন, এবারের (২০১২) বইমেলায় কি সলমান খানের কোনও আত্মজীবনী বেরিয়েছে? এবং তার পর অন্তত তিন মিনিট কথোপকথন চলার পরে তিনি বুঝতে পেরেছিলেন বইমেলার বদলে তিনি বস্ত্রমেলায় চলে এসেছেন।

    এ তো গেল গতবছরের বিবরণ। এর মধ্যে ছমাস আম্রিকা আর ছমাস ভারতে থাকার ফলে তিনি অনেক স্মার্ট হয়েছেন, অ্যান্ড্রয়েড ফোন ক্যারি করেন, তাতে আবার দুটো সিম, জিপিএস চলে, অতএব, পাইখুকি বইমেলার মাঠ চেনার জন্য শরণ নিয়েছিলেন জিপিএসের। মাথায় ছিল "সিটি", মানে সায়েন্স সিটি নামক ল্যান্ডমার্কের উল্টোদিকে মিলনমেলা আর কি, তো তার বদলে সার্চ রেজাল্টে উনি না দেখেই সিলেক্ট করে নিয়েছিলেন সিটি সেন্টার, এবং সিটি সেন্টারে পৌঁছে তিনি অনুধাবন করেন যে সিটি সেন্টার নয়, তাঁর সায়েন্স সিটিতে যাবার ছিল। এর পর অবশ্য তিনি নিরাপদেই পৌঁছন।

    ৯ ফেব্রুয়ারি

    বাড়ি থেকে বেরোতে বেরোতে সেই এগারোটা বেজেই গেল। মাত্র দুটি যানবদল। ব্যান্ডেল টু হাওড়া ট্রেন, আর হাওড়া টু বইমেলা বাস। তাতে করে যখন পৌঁছলাম, দেখি তিনটে বেজে গেছে। তা হোক, বাড়িতে খেয়ে বেরিয়েছি, চাপ নাই।

    গিয়ে পৌঁছনো মাত্র আমার সেই কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের সাথে দেখা হল। হ্যাঁ, লামা। সঙ্গে সঙ্গে এসেছেন রূপঙ্করদা, অধীশাকে নিয়ে। অধীশার গলায় ঝুলছে মঙ্গলাহাটের গামছা। রূপঙ্করদার গলায় ক্যাননের ক্যামেরা।



    পাই ধানাই পানাইতে রূপঙ্করদার অটোগ্রাফ নিল। এর মাঝে টুক করে ঘুরে গেল অরিন্দম চক্রবর্তী কলকাতা ৫৪, শঙ্খ, আরও কে কে যেন। স্যানবালিকাও এসে গেল মাঞ্জা মেরে। শুরু হল বইমেলার শেষের আগের দিন।

    বিকেলের দিকে এসে হাজির সুমিত সান্যাল। আমাদের প্রাক্তন দিল্লি, অধুনা কলকাতানিবাসী ডাক্তার। এতদিন বাদে দেখা হয়ে যে কী ভালো লাগল, কী বলব। ফিশফ্রাই খাওয়া হল, প্রচুর গল্পগুজব হল, বেশির ভাগই অবশ্য পরিবর্তন সংক্রান্ত। সুমিত ডাক্তারও দেখলাম পরিবর্তনের দাপটে খুব দুখী, পরিবর্তনের ঝড় তার হাসপাতালে গিয়েও পড়েছে। শুধুমাত্র সিপিএম সাপোর্টার হবার অপরাধে একজন সিনিয়র ডাক্তার এইচওডিকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে। আমরা দুজনেই ফিশফিঙ্গার আর ফিশফ্রাই খেতে খেতে পশ্চিমবঙ্গ নিয়ে খুব খুব হা-হুতাশ করলাম।

    দুখে এলেন। দুখের সাথে আমার এই প্রথম দেখা হল। দেখা গেল দুখেবাবু অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, কুন্ডু মশাই মোট্টেও মুন্ডু নাচান না। মেয়ের জন্যে ইংরেজিতে গল্পের বই কেনার ছিল, তাই ইংরেজি প্যভিলিয়নে গেলাম দুখেকে সঙ্গে নিয়ে, বই কিনে দুহাত ভরে খোঁড়া বাদশা তুলে এনে ফিরলাম আবার গুরুচন্ডালির স্টলে।

    এসে দেখি স্টলে তিলধারণের জায়গা নেই। সুমেরু এসে হাঁকডাক করে কাকে না ঢোকাচ্ছে! পুলিশকেও ছাড় দিচ্ছে না। শ্রীপর্ণা নাকি উঠতি কবি, তার কবিতার বই না কিনে, শ্রীপর্ণাকে বড় কবি হবার আশীর্বাদ না করে বাঙালি গুরুর স্টলের সামনে দিয়ে যায় কী করে? অতএব, ভেতরে ঢোকার চেষ্টা নাকরেই গুরু স্টলের পেছনে কিউট খুপরিতে আমরা বসলাম।

    সামনেই ইসলামিক বুক স্টল। গিয়ে নাম লেখালেই নাকি বেশ মোটাসোটা একটা করে বাংলা কোরান উপহার দিচ্ছে। সুতরাং নাম লিখিয়ে কোরান নিয়ে এলাম। এর পরে সোমনাথ নিয়ে গেল লিটিল ম্যাগাজিন স্টলে। জয়াদির সঙ্গে দেখা হল, ননী ভৌমিকের রচনা সমস্ত কেনা হল।

    সেখান থেকে একটু দূরেই চীনা স্কুলের স্টল। সেখানে, বিক্রির জন্য নয়, জাস্ট ডিসপ্লে পারপাসে রাখা রয়েছে আমাদের সেই ছোটবেলায় হাতে পাওয়া চীনা গল্পের বইগুলো। বাংলা ভাষায়। তবে জিনসেং কন্যা তাদের কালেকশনে ছিল না। ছিল ব্যাঙের বাড়ি বদল, আরও কত কী!







    বইগুলোর যখন ছবি তুলছি, এক বৃদ্ধ এসে সস্নেহে জিজ্ঞেস করলেন, কীজন্য তুলছেন, এইসব বইয়ের ছবি?

    বললাম, আমার ছোটবেলা যে, এইসব বইয়েরা। উনি আমার নাম ঠিকানা, নেটঠিকানা সব টুকে নিলেন, বললেন, আমরা চেষ্টা করছি রিপ্রিন্টের কপিরাইট পাবার জন্য, রাইট পেলে, ছাপানো হলে আপনাদের জানানো হবে।

    দীপ্তেন্দা আজও এসেছিল। সবাই মিলে বসে ঠিক হল পরদিন মেলাশেষে বইপত্র বাঁধাছাঁদা করে কাব্লিদার বাড়িতে যাওয়া হবে, সেখানে খ্যাঁটনের সঙ্গে জুটবে সারারাত্রিব্যাপী হইহুল্লোর গানবাজনা আর আড্ডার আসর।

    সাড়ে সাতটায় বেরিয়ে পড়লাম, আমার তো আবার ব্যান্ডেল যেতে লাগবে তিন থেকে সাড়ে তিনঘন্টা। সুমিত ডাক্তারও বেরোচ্ছিল, সঙ্গে করে নিয়ে গেল শিয়ালদা অবধি। সেখান থেকে বাস ধরে হাওড়া।

    বইমেলার বাকি আর একটা মাত্র দিন।
  • শঙ্খ | 169.53.78.140 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০২:২১531444
  • এইটা কি আগের বছরের গপ্প? মানে আমার নাম দেখলুম।

    কিন্তু রূপঙ্করদা তো ছিলেন না, ঘনাদাকে দেখেছিলুম, আমি ওঁর বইয়ের প্রথম ক্রেতা, সেই বইতে ওঁর অটোগ্রাফ ইত্যাদি। আর কিনেছিলুম কল্লোলদার কারাগার। পরে অবিশ্যি অমিতদার বাড়িতে সামরানদি-ও কি একটা স্পেশ্যাল সংখ্যা গছাল ঃ-)) স্টলে সিকি আর ঘনাদা ছাড়াও একজন মহিলা ছিলেন, কিন্তু তাঁর নাম জানা হয়নি।
  • pi | 81.206.11.78 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:৪১531445
  • এইয়ো ! আমি মোটেও কোন জিপিএস বাবার শরণ টরণ নিই নাই !!
  • b | 122.79.41.135 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৪৮531446
  • এ বাবা প্রকাশ্য নৈশালোকে সিকি পাই র ভান্ডা ফুঁড়ে দিয়েছে ঃ)))
  • sosen | 125.241.86.97 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:২৫531447
  • সিকি আমার নাম কেমন টুপ করে ভুলে গেল।
  • | 24.97.165.19 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৩৬531448
  • পিট্টি দাও সিকিকে।
  • raatri | 24.99.142.230 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৪০531449
  • দেরি হলেও আমিও তো এয়েছিলুম।
  • kumu | 132.176.32.39 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০২531450
  • লামা কী দিল্লীতে ছিল কখনো?এই চেহারা আমি দেখেছি,খুব চেনা লাগছে।
  • Lama | 127.194.233.105 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৯531452
  • কুমুদি, আমি কখনো ছিলাম না এরকম জায়গা ভূভারতে কমই আছে
  • kumu | 132.176.32.39 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৩531453
  • কোথাও,কোথাও একটা রোজ দেখতাম,যেমন ছেলেদের স্কুলের সামনে বা ঐরকম কোথাও।পশ্চিম দিল্লীতে ছিলে কি?rajouri garden?
  • | 24.97.128.173 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৯531454
  • অ্যাঁ! ছেলেদের স্কুলের সামনে লামা কী করত? :-O
  • nina | 79.141.168.137 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১০531455
  • :-)))) :-D
  • NINA | 79.141.168.137 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৪531456
  • লামার হেয়ার ইশটাইলখান এট্টুস কি বদল হয়েছে ---কেয়ং যেন একটা ছোট্ট মোতোন টেরি দেখছি---আর যেন সেই টেরিটিকে যথাস্থানে সামলে রাখার জন্যই কি ঘাড়টি সেদিকে বাঁকানো ?!
  • pi | 172.129.44.86 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:৪৮531457
  • কাল রাত সাড়ে নটায় কোলকাতা ক এর 'শ্রবণী' তে এবারের বইমেলা নিয়ে বলবেন অমর মিত্র, সঞ্জয় মুখোপাধ্যায়।
  • গান্ধী | 213.110.247.221 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:০০531458
  • বইমেলার প্রথম দিন বাদে আর বইমেলা যেতে পারিনি, তাই বইও কিনতে পারিনি। নতুন চটিগুলো নেওয়ার ইচ্ছা আছে। কি'করে পেতে পারি? আমি শনি-রবি (এই সপ্তাহ বা পরের সপ্তাহে ) কোলকাতা যাব।
  • Dilli Guruchandali | 132.177.247.146 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৪531459
  • আরেকবার লিখে দিই।

    ৫ থেকে ১০ মার্চ নিউ দিল্লি কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে দিল্লি বাংলা বইমেলা। গুরুচণ্ডালির স্টল থাকছে সেখানে, হইহই করে গুরু এবং চণ্ডালরাও থাকছেন।

    কিন্তু লোকবল কম। আরও এক দুজন লোক পেলে সুবিধে হত খুব। যদি দিল্লিবাসী কোনও নীপা / সপা এখানে আসা যাওয়া করে থাকেন, যদি কারুর পক্ষে অন্তত একটা উইকডে স্টলে বসার সময় থাকে, একবার যদি mukherjee.samik জিমেলে একটা মেল করে দেন, খুব খুব উপকার হয়।
  • Dilli Guruchandali | 132.177.247.146 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪২531460
  • দিল্লিবাসী গুরুচন্ডালগণ, একটু মেল টেল দেখুন।
  • kumu | 132.176.32.39 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫১531461
  • মেলিয়েছি।
  • শ্রাবণী | 127.239.15.104 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৫531463
  • শমীক, আমার টা ঠিক আছে। সম্ভবত দেবযানী থাকবে আমার সঙ্গে, আর রুবি সন্ধ্যায়। নিতাই যে কদিন আসবে সেকদিন রুবিও তো আসবে অফিস ফেরত সন্ধ্যেয়। কীরে নিতাই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন