এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • রেল বাজেট ও কাজিয়া

    Netai
    নাটক | ১৪ মার্চ ২০১২ | ১৩০৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 14.97.19.105 | ১৬ মার্চ ২০১২ ০৫:৪৬535061
  • তাতিনকে,
    সাংসদ বা বিধায়ক অবশ্যই দলের নীতির রূপায়ণ করবেন। সেটা সম্ভব হয় একা সরকার চালালে, যেমন বঙ্গে দিদি চালাচ্ছেন। কিন্তু কোয়ালিশন সরকার চালালে ক্যাবিনেট সব দলের কমন মিনিমাম প্রোগ্রাম রূপায়ণের চেষ্টা করবেন।
    নইলে কোয়ালিশনের যদি পাঁচ অংশীদার থাকে তারা পাঁচ্‌টা আলাদা আলাদা দিকে সরকার চালাবার চেষ্টা করবে।:))))
  • ranjan roy | 14.97.19.105 | ১৬ মার্চ ২০১২ ০৫:৫৫535062
  • ত্রিবেদীর শহীদ-বাজেটে একটা গিমিক আছে মনে হয়। শুরুটা সেই রকম ভাবে করলেন। আগে থেকেই নিজেকে তৃণাদপি সুনীচেন বলে আবার ভগত সিংয়ের সঙ্গে একাসনে বসালেন। তারপর রেলকে আই সি ইউ থেকে বের করার কথা বললেন। মানে দিদির জমানায় রেল আই সি ইউয়ে ছিল।
    কিন্তু প্রত্যেক বাজেটের শুরুতেই যে একটি সামারি দেয়া হয়, আয়-ব্যয়ের উৎস এবং বাঁটোয়ারা নিয়ে সেটাই নেই।
    আমরা জানতেই পারলাম না যে সুরক্ষা ইত্যাদির প্রস্তাবিত ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত? রেভিনিউ ব্যয় কত? কিভাবে কতটা ঘাটা হচ্ছে আর প্রস্তাবিত ভাড়া বৃদ্ধি থেকে কতটা ঘাটতি দূর হবে।
    কংগ্রেস-হাইকম্যান্ড কি বুঝতেই পারেনি এই স্টেপটার ফল আউট কি হবে? কেমন মনে হচ্ছে এটার পেছনে ওদের ঘাসফুলের হাত থেকে নিস্তার পাওয়ার একটা খেলা আছে।
    সার্কাস জমে উঠেছে। খেলা দেখুন!
  • b | 125.20.82.165 | ১৬ মার্চ ২০১২ ০৭:৪১535063
  • @ pi শেষ দুটো লাইন (মরাল অব দা স্টোরি) তো এসেছেই:)।
  • Ben Arfa | 121.241.218.132 | ১৬ মার্চ ২০১২ ০৯:৩৭535064
  • না:, আজকের খবর শুনে পুরোটাই **সাজানো** মনে হচ্ছে;-)

    স্পেকুলেশন -

    (১) সেকেন্ড ক্লাস এবং ১০০ কিমি (আন্দাজ) অবধি ভাড়া বাড়বে না।
    (২) একটা কিছু প্যাকেজ ফ্যাকেজ দেওয়া হবে।
    (৩) পণ্যমাশুল আরেকটু বাড়বে - যেটা চট করে সবাই নজর করবে না।
    (৩) গরীবোঁ কা মসীহা ট্যাগটা আরো পাকা হবে।
  • S | 99.26.200.89 | ১৬ মার্চ ২০১২ ০৯:৪৯535065
  • ভর্তুকি দিয়ে খুব সহজেই সব কিছুর দাম কমিয়ে রাখা যেতে পারে। কিন্তু ভর্তুকির টাকাটা আসবে কোথা থেকে। ধার করতে হবে। ধার করলে সুদ দিতে হবে (সুদের হারও বাড়বে)। তাতে জরুরি প্রজেক্টে টাকার কমি পরবে। ফলে আমাদের সাধের জিডিপি গ্রোথ আটকে যাবে। আর রিয়েল ইন্টারেস্ট বাড়লে ইনফ্লেশনও বাড়তে পারে বলেই আমার ধারনা (কারণ টাকার দাম কমবে)।
  • dukhe | 202.54.74.119 | ১৬ মার্চ ২০১২ ১০:০৪535066
  • ভর্তুকি তো রাজা আর কালমাডিকে দিয়েই থাকি। ভাড়া না বাড়লে তারাই বা খাবে কী?
  • Sibu | 108.23.41.126 | ১৬ মার্চ ২০১২ ১০:১১535067
  • ধার করে কেন? ট্যাক্স বসিয়ে ভর্তুকির টাকা তোলা যায়। তাতে কমোডিটি আর রিয়েল এস্টেট স্পেকুলেশন কম হবে। ইনফ্লেশন কমবে। আর সুদ বাড়লে ইনফ্লেশন তো কমার কথা।
  • el d | 220.227.106.153 | ১৬ মার্চ ২০১২ ১০:১৬535068
  • "গরিবো কি মঁসিহা " লোকে কি আর খাবে?

    যে যুক্তিতে দীনু ভাড়া বাড়িয়েছে সেই পথেই কদিন আগে ২০% বিদ্যুৎ মাসুল বেড়েছে প: বঙ্গে তে এই হপ্তাদুয়েক আগে।

    আর ঐ চামচা হাকিম যে গতকাল দীনুকে "মীরজাফর" "বড়লোকের ছেলে" এসব বলেছে সে নিজের সরকারি চেম্বার ৭০ লাখ দিয়ে সাজিয়েছে ! টেলিগ্রাফ একটা ফার্নিচার আর ডেকরেশন লিষ্টও ছেপেছিল কিছুদিন আগে।
  • Netai | 121.241.98.225 | ১৬ মার্চ ২০১২ ১০:১৭535070
  • আর দীনেশবাবু কি ভেবেছিলেন একদম বোঝা যাচ্ছেনা।
    কংগ্রেস চাল চালতে চেয়ে দিনেশবাবু কে বুঝিয়েছে হতে পারে। কিন্তু দীনেশবাবুর এমন পাতা ফাঁদে পা দেবার কারন কি? উনি তো সুমনের মত অ্যামেচার নন। রাজনীতিতে অনেকদিন হল আছেন। রেলমন্ত্রী হয়ে তো মমদিদির জুতো চেয়ারে রেখে রেল চালাবেন বলেছিলেন(? এরম ই কিছু?)। তার কি হল? নিজেকে কি সুপারম্যান ভাবতে শুরু করেছেন? অতীতে সুদীপ আর সুব্রত ও কিন্তু এদিক ওদিক ঘুরে আবার সুড়্‌সুড় করে ঘরে ফিরেছিলেন। দীনেশবাবুর ভাগ্যেও কি তাই? নাকি মাথায় কোন অন্য প্ল্যান?
  • Ben Arfa | 121.241.218.132 | ১৬ মার্চ ২০১২ ১০:২০535071
  • লোকে খাচ্ছে এবং খাবে। এখানেই কত দেখলাম;-)
  • dukhe | 202.54.74.119 | ১৬ মার্চ ২০১২ ১০:২২535072
  • আমার সিইও যদি বলে নটা থেকে আপিস আর আমি যদি মিটিং ডেকে বলি আমার টিম এগারোটায় আস্বে, তাহলে ধরে নেওয়া যায় আমি বেটার অফারের চিঠি পকেটে নিয়ে ঘুরছি।
  • el d | 220.227.106.153 | ১৬ মার্চ ২০১২ ১০:২৫535073
  • হ্যাঁ রেলের ভর্তুকি

    রাজা কালমাদিরা খায়
    প্রতিদিন-একদিনের বিজ্ঞাপন দপ্তর খায়
    এটাসেটাকমিটির ছত্রাকরাও খায়

    তারই মধ্যে আপনি আমি টিকিট কেটে রেলে চাপি , এই আর কি ........
  • Ben Arfa | 121.241.218.132 | ১৬ মার্চ ২০১২ ১০:২৬535074
  • উদাহরণটা খাটলো না। ত্রিবেদী এক্ষেত্রে L1 ভিসাতে আম্রিগার কোনো আপিসে কাজ করতে যাওয়া আইটি গাই। এন চন্দ্রা যাই বলুক, তাকে আম্রিগার সেই আপিসের টাইমিং মানতে হবে।

    তবে ইউপিএ-২-এর কোনো সিএমপি আদৌ আছে কিনা জানি না।
  • Netai | 121.241.98.225 | ১৬ মার্চ ২০১২ ১০:২৬535075
  • বেটার অফারটা যে কি হতে পারে সে বিষয়ে কোন অনুমান?
  • Ben Arfa | 121.241.218.132 | ১৬ মার্চ ২০১২ ১০:২৯535076
  • দুখের জন্যে একটা কমেন্ট পাচ্ছিলো, পাতা উল্টে দেখলাম কাল কেউ একটা লিখে দিয়েছেন। আমার আর কখনো মৌলিক হওয়া হল না।
  • Netai | 121.241.98.225 | ১৬ মার্চ ২০১২ ১০:৩২535077
  • সোমেন মিত্র আজকাল কোথায়। চারিদিকে এত্তো হইচই অথচ তন্নতন্ন করে খুঁজেও ওনার নাম পাওয়া যায়না কোথায়।

    কথিত আছে, মমতা যাদের জন্য কংগ্রেস ছেড়েছিল, তাদের অন্যতম হলেন সোমেন। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস!!!! এখন সেই সোমেন মমতার দাক্ষিণ্যে এখন এমপি। আর হাওয়া।
  • dukhe | 202.54.74.119 | ১৬ মার্চ ২০১২ ১০:৩৩535078
  • আরে অত ধরলে চলবে কেন? এ হল কহানির প্লটের মত ফুটোওয়ালা উদাহরণ ! L1 এ যদি চন্দ্রা আর সেই আপিসের মধ্যে কনফ্লিক্ট হয় আর আমি উল্টোদিকে খেলি, তাহলে হয়তো ওদিকে আমার H1 এর অফার আছে।
    মোদ্দ কথা পার্টি ম্যান্ডেটের বাইরে গিয়ে খেলতে হলে পার্টিতে থাকতে চাইছি না ধরে নেওয়া যায়।
  • el d | 220.227.106.153 | ১৬ মার্চ ২০১২ ১০:৩৩535079
  • সে কি !!

    রেলমন্ত্রীর সি ই ও তো প্রধানমন্ত্রী

    সংবিধান সংশোধন হল নাকি এই ফাঁকে ?? যা তা তো বড্ড পিছিয়ে আছি :(

    তাহলে কি রেলমন্ত্রী দলীয় সভানেত্রীকে সি ই ও ভাববেন ? এ হে:..... এ তো পিওর দলদাস বানিয়ে দিল
  • dukhe | 202.54.74.119 | ১৬ মার্চ ২০১২ ১০:৩৮535081
  • কিন্তু প্রধানমন্ত্রীর সিইও যে সোনিয়া গান্ধী কমরেড !
  • Sibu | 108.23.41.126 | ১৬ মার্চ ২০১২ ১০:৪২535082
  • ডীনেশ দলে থেকে যাবে বলে মনে হয়। ইঁদুরেরা এখনো জাহাজ ছাড়ছে না।
  • dukhe | 202.54.74.119 | ১৬ মার্চ ২০১২ ১০:৪৪535083
  • কিন্তু দুখের জন্য আবার কী কমেন্ট ?
  • el d | 220.227.106.153 | ১৬ মার্চ ২০১২ ১০:৪৭535084
  • যারা এককালে বলতেন মন্ত্রী-সদস্য-সমর্থক সবের আলিমুদ্দিনে টিকিবাঁধা - খোলা মনে ভাবুন সুলভ কথামৃত তারাই এখন হরিশ চাটুজ্জে রোডের হাড়িকাঠের বাইরে কিছু ভাবতে নারাজ , যেনতেনপ্রকারেণ টি এম সি দলতন্ত্রকে জাস্টিফাই করা।

    হ্যাঁ ইহাই আসল পরিবর্তন

    এক্কেবারে খাঁটি.... লছমীবাবু কা আসলি :)

  • SC | 96.235.41.93 | ১৬ মার্চ ২০১২ ১০:৫১535085
  • দীনেশবাবুকে মনে হয় কংগ্রেস কিছু প্রমিস করেছে, রাজ্যসভা সিট বা অন্য কিছু।অসেটাতে যদি দীনেশবাবু রাজী হয়ে থাকেন, খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তবে কোনোরকম বিজনেস ডিলও হতে পারে।অদীনেশবাবু ব্যাবসার জগতের লোক। আবার স্রেফ বাড় খেয়ে ক্ষুদিরাম হতে গেছে হয়ত।

    আমার ব্যাক্তিগত ধারণা এর পিছনে মাস্টারমাইন্ডটা প্রণব মুখোপাধ্যায়।
    মমতা বোধহয় আঁচ পাননি, যে কংগ্রেস এবং দীনেশ এভাবে পিছন থেকে ছুরি মারবে।

    তবে এর ফলে প:ব: তে কংগ্রেসের ভবিষ্যত কি হবে ভাবছি।

    ভর্তুকি নিয়ে লেখাগুলো পড়লাম। অপ্পনের কথাগুলো আমার যুক্তিযুক্ত মনে হলো। এখানে কয়েকটা কথা। আমাদের দেশে দক্ষিণপন্থী শক্তির বড় অভাব (মানে রাজনৈতিক দক্ষিণপন্থী, নট সামাজিক)। তার ফলে এই ভর্তুকির রাজনীতি এতদূর চলে এসেছে, যে সস্তা পপুলিস্ম কমন সেন্সেরও পরিপন্থী হতে চলেছে।

    প্রান্তিক চাষী যদি সব্জি বিক্রী করতে ট্রেনে চড়েন, তাহলে ভর্তুকি কেন, পুরোটাই ফ্রী করে দাও বলেই আমার মনে হয়। কিন্তু এভাবে জেনারেল ক্লাসের ভাড়া কমিয়ে রাখা কতটা যুক্তিযুক্ত।অট্যাক্সপেয়ারের পয়সায় লাখ লাখ লোক রেলে চড়ে প্রমোকভ্রমণে বেরোবে কেন, আমার বোধগম্য হয় না। তার উপরে সেকেন্ড এসি, রাজধানী এসবের ভাড়া বাড়লেও রাজনৈতিক দলগুলো বিরোধীতা করে। এর মানেটা কি? এগুলো তো লাক্সারি পরিষেবা। এতে কোনো ভর্তুকিই দেওয়া উচিত নয়। সেকেন্ড এসিতে চেপে লোকে পুরীতে হানিমুন করতে যাবে ট্যাক্সপেয়ারের পয়সায়?

    অনেকে এখানে লিখেছেন ভাড়া বাড়লেই কি রেলে সবকিছু ঠিক হয়ে যাবে। অনেক এফিসিয়েন্সির সমস্যা আছে, সেগুলো আগে দেখে দরকার। সে তো দেখা দরকারই, কোনো সন্দেহ নেই তাতে। বাইরে থেকে বসে তো আমার পক্ষে বলা সম্ভব নয় যে কদ্দুর কি করা হয়েছে সে ব্যাপারে, কিন্তু দশ বছর আগে আমি যে দামে জিনিস কিনতাম, আজ কিনি কি? তাহলে সেই দামে রেল কি করে চালানো যাবে?

    প্রগ্রেসিভ ট্যাক্সেশন সকলে মানবেনই বা কেন? প্রথমত বড়লোক পৃথিবীর কোনো দেশেই বেশী ট্যাক্স দেয় না, দেয় মধ্যবিত্ত। আম্বানী, বিড়লা ট্যাক্স দিচ্ছে না, দিচ্ছে ল্যালা, যে সিস্টেমের ঘাঁতঘোঁত জানে না। দ্বিতীয়ত, সমাজতন্ত্র পপুলিস্মের নামে এই যায়গায় পৌঁছে যাচ্ছে, যে বড়লোকের (আসলে মধ্যবিত্তের)ট্যাক্সের টাকায় গরীব লোক ফুর্তি করবে?
    আসল গল্পটা অবশ্য অন্য, ফুর্তিটা রেলের বাবু করেন, কিন্তু সেখানেও এই মুহুর্তে যাচ্ছি না। এতে তো এন্টাইটেলমেন্ট সোসাইটি তৈরী হবে। আমার মনে হয় সরকারী পয়সায় গরীব লোককে এমপাওয়ার করা উচিত। প্রান্তিক চাষী যাতে সব্জি নিয়ে বাজারে যেতে পারেন, সেইটা ট্যাক্সপেয়ারের পয়সায় হোক, সেইটা ভীষণভাবে চাই(সেইখানে হয়ত বাম-দক্ষিণ বিতর্কটা উঠবে), কিন্তু প্রান্তিক চাষী আত্মহত্যা করছে আর তার নাম করে ট্যাক্সপেয়ারের পয়সায় সেকেন্ড এসি তে লোকে ঘুরতে যাচ্ছে, এটা রিডিকুলাস।

    ট্যাক্সেশন নিয়ে যখন কথা উঠল, প্রগ্রেসিভ ট্যাক্সেশন নিয়ে দক্ষিণপন্থীরা একটা কথা বলেন, যে বেশী ট্যাক্স থাকলে সেটা মানুষকে ডিসকারেজ করে। ব্যাবসায়ী যদি দেখে, যা রোজগার করছে, তার বেশীটাই ট্যাক্সে চলে যাচ্ছে, খুব বেশী লাভ করে হায়ার ট্যাক্স ব্‌র্‌যাকেটে যেতে উৎসাহী হবে না।অফলে এতে ইকোনোমি সাফার করবে।অএই নিয়ে জনগণের কি বক্তব্য?
  • Bratin | 122.248.183.1 | ১৬ মার্চ ২০১২ ১০:৫৬535086
  • আমকে কেউ বাংলা করে বুঝিয়ে দিক ভর্তুকি দিয়ে একট শিল্প কে কত দিন বাঁচিয়ে রাখা যাবে? যত সেই শিল্প ট অদূর ভবিষ্যতে স্বয়ন-সম্পুর্ন না হচ্ছে?
  • SC | 96.235.41.93 | ১৬ মার্চ ২০১২ ১০:৫৮535087
  • *(অর্থনৈতিক দক্ষিণপন্থী নট সামাজিক)
  • Sibu | 108.23.41.126 | ১৬ মার্চ ২০১২ ১১:০০535088
  • এসসির কথামত। মধ্যবিত্তই বা প্রান্তিক চাষীর রেলে চড়ার জন্য ট্যাক্সো দেবে কেন? মানে বড়লোক যদি হানিমুনরের ট্রেনে চড়ার জন্য ট্যাক্সো না দেয় তো মধ্যবিত্তই বা প্রান্তিক চাষীর জন্য দেবে কেন?
  • SC | 96.235.41.93 | ১৬ মার্চ ২০১২ ১১:০৪535089
  • শিবু কি বললেন বুঝলাম না।
    আমি বললাম যে বড়লোক হানিমুন করতে যাবে, তার জন্য মধ্যবিত্ত কেন ট্যাক্স দেবে?
    প্রান্তিক চাষী সব্জী বিক্রী করতে যাবে, এর জন্য দেওয়াকে সমর্থন জানাই তো।
  • Sibu | 108.23.41.126 | ১৬ মার্চ ২০১২ ১১:০৫535090
  • আর আমিই বা ঘুষখোর আর্মি পোষার জন্য ট্যাক্সো দেব কেন?
  • Sibu | 108.23.41.126 | ১৬ মার্চ ২০১২ ১১:০৯535092
  • ম্‌ঢ্‌য়বিত্ত তো মধ্য পরিমান ট্যাক্সো দেবে। উচ্চবিত্ত উচ্চ ট্যাক্সো দেবে। অর্থাৎ, প্রগেসিভ ট্যাক্স রেজিমে বড়লোক নিজের হানিমুনের পুরো খরচ প্লাস আরো কিছু দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন