এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ২০১২ - দ্বিতীয় ভাগ

    umesh
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১২ | ৩২১০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.243.22 | ১৪ মে ২০১২ ২২:৪৪538429
  • এখনো অব্দি কোনো আপডেট নেই। এখনো অব্দি যা জানি তাতে মর্গ্যানের সাথে ইবের কথা চলছে। মর্গ্যান হয়ত থেকে যাবে টাকা বাড়ালে।

    কোচ হিসেবে মর্গ্যান খুবই ভালো। বাবলুদা ইমোশনালি কোচিং করে। কিন্তু মর্গ্যান অনেকটাই বেটার। তবু বাবলুদাকে সরিয়ে অন্য কাউকে আনলেই খুব খারাপ লাগবে এই সিজনে
  • সুদীপ্ত | 79.132.108.212 | ১৫ মে ২০১২ ০৮:১৪538430
  • টোলগে কে নেওয়ার বুদ্ধি কে দিয়েছে কে জানে, এই যে মোবার ইউজড নামী প্লেয়ার নেওয়ার এত আকাঙ্ক্ষা, এই হল পতনের মূল, ব্যাটা এত ভালো একটা গোল গেটার রয়েছে ওডাফার মত, তা-ও টোলগে, এদিকে বল বাড়ানোর ভালো লোক নেই, সলিড একটা ডিফেন্ডার নেই, চরৈবেতির চক্র ছাড়া আর কিছু দেখা যায় না! এদিকে লীগ টা ড্যাং ড্যাং করে নিয়ে চলে গেল! যত্তসব!
  • প্পন | 132.252.231.6 | ১৫ মে ২০১২ ০৮:২৭538431
  • গত কয়েক বছর ধরেই তো তাই হচ্ছে। ইস্টবেঙ্গল যাদের আনে, বছর দুয়েক পরে তারা মোহনবাগানে যায়। এর মধ্যে কোচ কার্লোস পারিহাও আছে, আবার টোলগে ওজবেও আছে। ঠিকই আছে, খালি টোলগের সাথে রবিনকে ফ্রি দিয়ে দিলে ল্যাটা চুকত।

    এদিকে প্রয়াগের কাছে এই মরশুমে তিনবার হারের রেকর্ড হয়ে গেল। অভিনন্দন। : )
  • সুদীপ্ত | 79.132.108.212 | ১৫ মে ২০১২ ০৮:৫২538432
  • থ্যাঃ মানে থ্যাঙ্কস ফর দ্য খোঁচা! জেবনে এই বাকি ছেল!
  • প্পন | 132.252.231.6 | ১৫ মে ২০১২ ০৯:১২538433
  • যাকেই নাও আর না নাও, তোমাদের ডিফেন্সের রত্নটিকে ছেড়ো না। আনোয়ার আলি। ;-)
  • Toon Army | 131.241.218.132 | ১৫ মে ২০১২ ০৯:৩১538434
  • টুটু-অঞ্জন ফ্রেডির (ফ্রেডি শেফার্ড, নিউক্যাসলের আগের চেয়ারম্যান) কাছে না ফ্রেডি টুটু-অঞ্জনের কাছে - কে কার কাছে ট্রেনিং নিয়েছিলো ভাবছি। সেই একই গল্প - trophy signing চাই - প্যাট্রিক ক্লাইভার্ট, মাইকেল ওয়েন...
  • প্পন | 212.91.136.71 | ১৫ মে ২০১২ ১০:১৯538435
  • ডেনসন দেবদাসের গল্পটা জানতাম না। আজকের বর্তমানে লিখেছে।
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১০:৪০538436
  • ডেনসনের কোন গপ্পো লিখেছে ??? ওর বৌকে সেলে চাকরি দেওয়ার গপ্পো ???

    আর আশায় মরে চাষা, যদি স্টপারটা দাঁড়িয়ে যায়। ইচের প্রোফাইল দেখলাম, এককালে নাইজেরিয়া অনুর্ধ-১৯ টিমে ছিল, এখন বয়েস ২৭। একটু-আধটু খেলার সেন্স থাকবে আশা করি।

    টুটু-অন্জন নিয়ে আর কিইবাঅ কমেন্ট করবো?? কিছু বলার নেই
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১০:৪৫538437
  • প্পনদা

    তোমরা যা ভাবো তার থেকে বেশী ভাবে টুটু-অন্জন ক্লাব নিয়ে।। তাই কিংশুকের সাথে চুক্তি না বড়িয়ে অনোয়ার- রাকেশ মাসির সাথে চুক্তি বাড়িয়েছে। ভাবো কি !! কর্তারা ক্লাব ভালোবাসে না ????
  • প্পন | 212.91.136.71 | ১৫ মে ২০১২ ১০:৫৮538439
  • লিখেছে ডেনসনের দর ইস্টবেঙ্গল আর প্রয়াগের রিক্রুটাররা অনেক বাড়িয়ে কেটে পড়েছে। মাঝখান থেকে মোবা বোকার মত এক কোটি দিয়ে নিয়েছে।

    এছাড়াও টুটু-অঞ্জনের নামে অনেক প্রশস্তি আছে। : )
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১১:০৪538440
  • ওহ। আসল গপ্পো একটু অন্য।।। মেহতাবের পড়ন্ত ফর্মের জন্য ইবেও এক কোটির কাছাকাছি অব্দি রাজি ছিল। কারন এবছরের সব থেকে ধারাবাহিক ডিফেন্সিভ মিডফিল্ডার ডেনসন। তো টুটু ডেনসনের বৌকে (যে নাকি ডাক্তার) সেল কোলকারার কি একটা ভালো পোস্টে বসিয়ে দিয়েছে
  • সুদীপ্ত | 79.132.108.212 | ১৫ মে ২০১২ ১১:২৯538441
  • একগাদা বাচ্চা ছেলে নিয়ে অমল দত্ত র হাতে ছেড়ে দিক, সঙ্গে ভালো এক পিস হাতে কলমে শেখানোর কোচ দিয়ে দিক অ্যাসিস্ট্যান্ট করে; কোচ ফুটবলারের চাইতে ফুটবলার তৈরীতে পয়সা ঢালুক (পরিকাঠামো, উন্নত ট্রেনিং) , একটা বছর সময় দিক, দ্বিতীয় বছর ট্রফি আসবেই, কিন্তু এসব কিস্যু হবে না, জানি ঃ(
  • Toon Army | 131.241.218.132 | ১৫ মে ২০১২ ১১:৩৩538442
  • অমল দত্ত? নাঃ ওই জেনারেশন আর টেম্পারামেন্ট দিয়ে আর কিছু হবার নয়। সে দিন পেরিয়ে গেছে।
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১১:৪৫538443
  • @ সুদীপ্তদা

    অমল দত্ত আমার খুব ফেবারিট কোচ । কিন্তু আজকালকার দিনে সফল হতে পারবেন না। তবে একটা জিনিস মোবা ভালো করেছে সেটা হল, জুনিয়র প্লেয়ার নিচ্ছে, তোলার চেষ্টাও করছে। লাস্ট কয়েক বছরে ভাসুম, শংকর ওঁরাও, সৌভিক এই বছর সৌরভ চক্রবর্তী, মনিশ ভার্গব, দীপক কুমার, এরা আমাদের আকাডমির ছেলে।। এছড়াও জুয়েল রাজা তো আছে।

    তবে আমাদের ক্লাব গুলোর সমস্যা হল, এরা পরিকাঠামোয় নজর দেয়না। টাকা কোনো সমস্যা নয় কিন্তু আজ। সমস্যা ইচ্ছার। একটা কমপ্লিট স্টেডিয়াম, জিম, মানে একটা ক্লাবের নিজস্ব কিছু কিন্তু বানানই যায়। যেটা পুনে করে দেখিয়েছে। আমি পুনে যাইনি। কিন্তু আমার এক বন্ধুর থেকে শোনা। একটা প্রায় কম্প্লিট ক্লাব। পিরমল গ্রুপ যদি করতে পারে, ইবে মোবাও পারে। আমাদের তো লসের চান্স নেই
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১১:৪৯538444
  • আকাডেমি লিখবো কিকরে ??? মানে "জ-ফলা" শুরুতে???
  • প্পন | 212.91.136.71 | ১৫ মে ২০১২ ১১:৫২538445
  • ayA - অ্যা

    `Nj - ঞ্জ
  • Toon Army | 131.241.218.132 | ১৫ মে ২০১২ ১১:৫৪538446
  • এখন কটা লোক ফুটবল ভালোবেসে ক্লাব কেনে খুব সন্দেহ আছে। বার্সা একটা কো-অপ মোডে চলে - সেটা এক্সেপশন। বাদবাকি অধিকাংশ বড় ক্লাব - ম্যানিউ থেকে শুরু করে নিউক্যাসল অবধি (চেলসী আর সিটি বাদ দিলাম - এগুলো পার্সোনাল খেলনা) - সবই এক একটা বিজনেস। তবে সেখানে বিজনেসটাকেও লাভজনক করার ব্যাপার আছে - তাই তার জন্যে যা করতে হয় সেগুলো করে।

    মাইক অ্যাশলি অ্যান্ড কোম্পানি নিউক্যাসল কেনার পর গুচ্ছ গুচ্ছ ভুল করেছিলো একের পর এক। কিন্তু কয়েকটা ব্যাপারে ক্রেডিট দিতেই হয় -

    (১) অ্যাকাডেমির পিছনে ইনভেস্টমেন্ট
    (২) ফিনান্সিয়াল স্ট্রাকচারটাকে দাঁড় করানো
    (৩) ট্রফি সাইনিং বন্ধ করা
    (৪) ক্ষ্যাপার মত মাইনে বন্ধ করা
    (৫) ভালো স্কাউটিং নেটওয়ার্ক তৈরী

    - এর সুফলগুলো এবার দেখা গেছে।

    টুটু-অঞ্জন কোটেরী কখনো এসব ভাবে? ওদের কাছে মোবা ক্ষমতা দেখানোর জায়গা।
  • Toon Army | 131.241.218.132 | ১৫ মে ২০১২ ১১:৫৫538447
  • আরেকটা বড় ইনভেস্টমেন্ট নিউক্যাসলে করেছে - গসফোর্থের ট্রেনিং গ্রাউন্ডে আন্ডারসয়েল হিটিং - আগে ছিলো না বলে শীতের সময় ওখানে ট্রেনিং করতে পারতো না মাঠটা লোহার মত শক্ত ফ্রোজেন হয় থাকতো বলে।
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১২:০০538448
  • সেটাই সমস্যা । পুনে এফসি হাতের কাছের উদাহরণ। পীরমল গ্রুপ ক্লাবটা কিনেছে। ৪ বছরে ট্রফি পায়নি। কিন্তু তাতেও তো লাভ করছে। মোবা-ইবেও তো এই সিস্টেম ফলো করতে পারে। তাই না??

    কিন্তু অন্জন-টুটু কিংবা অন্যদিকে কল্যান-প্রনবও একই।। এরা ক্লাবকে কম্পানী করতে বাধা দিয়ে চলেছে। মেম্বাররা আর কি বলবে ??? খাতায়-কলমে মোবার ৮০০০ মেম্বার। আসলে ৫K এর মত।। আমরা চাইলেও মেম্বার হতে পারিনা। ফ্যানদের কথা বলার কোনো প্ল্যাটফর্মই নেই।। তুঘলকি রাজ । অন্যান্য স্টেটগুলো এগিয়ে যাবে।

    এক প্রয়াগ চেষ্টা করছে কিছুটা পেশাদরিত্ব আনতে

    থেন্কু প্পনদা
  • প্পন | 212.91.136.71 | ১৫ মে ২০১২ ১২:০২538450
  • পীরমল গ্রুপ লাভ করেছে কীভাবে জানা গেল?
  • প্পন | 212.91.136.71 | ১৫ মে ২০১২ ১২:০৩538451
  • মানে মূল বক্তব্যে পুরো ক।

    কিন্তু পুনের মত টিমে ইনভেস্ট করে চার বছরে লাভের মুখ দেখা, ভাবতে কষ্ট হচ্ছে। তবে যদি সত্যি করে থাকে কুদোস টু দেম।
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১২:০৭538452
  • একটা ব্লগে পড়েছি। খুঁজলে হয়ত লিংকটা পেলেও পেতে পারি। বোধোয় indiafootball.com সাইটে লিংকটা ছিল। ওরা নিয়মিত খবরের আপডেট দেয়। প্রতিটা ক্লাবের। খুঁজে পেলে দেব।

    পুনে অন্তত ভারতীয় ফুটবলে অনেকটাই অন্য রকম কিছু করার চেষ্টা করছে। পুনের নিজস্ব একটা অ্যাকাডমিও আছে, নিজস্ব স্টেডিয়াম। পুনের খেলা যদি টিভিতে দেখে থাকো তো দেখবে ওদের প্রতিটা সাপোর্টার ক্লাবের একই জার্সি আর পতাকা নিয়ে আসে।
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১২:১৩538453
  • http://www.asianage.com/football/pune-fc-example-kolkata-clubs-075

    এক বছর আগের এক রিপোর্ট ।। কোনো ডেটা নেই, শুধুই গ্যান দিয়েছে, তবু ভালও রিপোর্টটা
  • প্পন | 212.91.136.71 | ১৫ মে ২০১২ ১২:১৪538454
  • লিংটা খুলছে না।
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১২:১৭538455
  • Gangtok, Pune and Shillong are ushering in a new footballing era. The football clubs recently started in these cities are on the right track, connected to the local community, financially viable and creating regional identities. Hopefully in the future they can give a new look to Indian football.

    Pune Football Club established in August 2007, by the Ashok Piramal group is the most professional club in the country, fulfilling all the criteria set by the Asian Football Confederation to become a commercial entity.
    With the help of their principal sponsor Peninsula Land Limited, they have started an academy for young players. Pune FC uses the small yet well maintained (capacity 20,000) as its venue for matches. To increase their popularity in the city, they have a media partner (a popular Marathi newspaper) and radio partner.
    Other commercial ventures are a kit partner, fitness partner, supplements partner and Sports Science partner. Pune, the Oxford of the East, has a large student and thriving middle class population.
    To create supporters from these segments of society, Pune FC sells match tickets at Café Coffee Day and arranges inter-active sessions of players with supporters clubs. With these ventures the club has already succeeded in putting the city of Pune on India’s footballing map.
    What Pune FC have initiated in four years is an eye-opener for the century-old Kolkata clubs and even those from Goa of how a football club must nurture a supporters’ base and become a thriving identity in their region.
    They have already become a role model for future football clubs. Jindal Steel Works aims to start a new football club in Bengaluru with a multi-crore budget, modeled on the lines of Pune FC, a community based club.
    In 2008, the Wahingdoh Sports Club turned professional when it merged with Royal Football Club and was renamed Royal Wahingdoh Football Club (RWFC). Coached by the Englishman Hugh Kim Lewis they have a crop of exciting, young players, fulfilling their aim to create an outlet for young players from the North-east.
    RWFC supports its home neighbourhood, the locality of Wahingdoh in Shillong with food donations to the underprivileged and financial assistance to the poor and orphaned children of the local Providence School.
    Such commitment has ensured that they have a fanatical set of supporters. Their rivalry with the established Shillong Lajong FC is intense and arouses similar sentiments as the more established Mohun Bagan vs East Bengal derby match.
    United Sikkim FC was founded in 2008 by the Sikkim Football Board and with help from the former captain of the Indian team, . The club’s aim was to increase football standards in .
    Nicknamed the Snow Lions they play their home matches in the Paljor stadium (capacity 25,000). Due to Baichung’s stature, Fifa in their Goal Project 2 scheme has financed the installation of an artificial surface at this stadium.
    The club, with its Sikkim identity is commercially viable and is jointly owned by management company Fidelis World and Baichung. Young entrepreneurs have shown that with professional management football clubs can survive and grow in India.
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১২:১৮538456
  • সরি ঃ(
  • প্পন | 212.91.136.71 | ১৫ মে ২০১২ ১২:২৬538457
  • ভাসা ভাসা আইডিয়া পেলাম। যত এরকম হয় ততই ভালো।

    ক্লাব মার্চেন্ডাইজ (জার্সি, বল, কিট, স্কার্ফ এইরকম অসংখ্য জিনিস) হল রেভেনিউ বাড়াবার আরেকটা রাস্তা। ইবে, মোবার এত ফ্যানবেস যে গুরুর ক'জন মিলে এ নিয়ে একটা বিজনেস শুরু করি অল্পদিনেই লালে লাল হয়ে যাব।

    কিন্তু তা করতে গেলে এই কর্মকর্তাগুলোর সাথে টাই-আপ করতে হবে। মানে প্রকল্প আর দিনের আলো দেখবে না। : (
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১২ ১৩:৪২538458
  • বিজনেসটা করবে কিকরে??

    মোবার ২খানা আর ইবে র ২ খানা ফ্যান ক্লাব আছে।

    মোবার প্রথম ফ্যান ক্লাব "সবুজমেরুন স্বপ্ন" যে বছর তৈরি হয়, আমি সেই গ্রুপে ছিলাম। আমাদের দাবী ছিল মোটামুটিভাবে প্লেয়ারদের মোটিভেট করা, একটা ভালো দর্শকদের গ্রুপ বানানো, যেমন বাইরের দেশে হয়।। যারা জার্সি,স্কার্ফ এইসব নিয়ে যাবে, একই সাথে টিমকে সাপোর্ট করবে। ক্লাবের হয়ে কিছু কাজও করবে। তখন মোবা প্রথম নার্সারি টিম বানিয়েছে, আমরা সেই টিমের দেখভালও করতম।।। তারপর হঠাৎই ২ বছর পর ব্যাপারটা কেঁচে গেল। টুটু-অন্জনরা দেখলো কিছু ছেলে-মেয়ে ওদের থেকে বেশী খবর রাখছে প্লেয়ারদের, ক্লাবের সব কাজের খোঁজ রাখছে। আমরা দেখলাম পুরো পল্টু কেস, আমরা ছেড়ে দিলাম (আর তাছড়া, আমি তখন কোলকাতায় মাসে ১বার ফিরতাম) ফলে নিজেদের মধ্যে ঝামেলা লাগালো। আর আরেকখানা ফ্যান ক্লাব তৈরি হল।

    ইবে র ফ্যান ক্লাবেরো (ইবিআরপি আর লাল-হলুদ বিশ্ব ) একই হাল। কর্তাদের হাতের পুতুল।

    আসলে যতদিন না ক্লাবের মেম্বারশিপ সবার জন্য না হবে, ততদিন নিজের ইচ্ছা মত কাজ চলবে।

    প্পনদা তুমি আমি চাইলেও ক্লাবের জন্য কিছুকরতে পার্ব না।।
  • Toon Army | 131.241.218.132 | ১৫ মে ২০১২ ১৩:৫০538459
  • ওই তো বল্লাম - এই ক্লাবগুলো কয়েকটা অপদার্থের ক্ষমতা দেখানোর জায়গা। এর বাইরে এদের কোনো ভিশন নেই।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৫ মে ২০১২ ১৪:০৭538462
  • দু-একটা ক্লাব (চেলসী ইত্যাদি) ছাড়া ইউরোপের সব টিমের দল বানায় ম্যানেজার বা কোচ। কোন ম্যাচে কে খেলবে সেটাও ম্যানেজার এর দ্বায়িত্ব।
    দল ভালো খারাপ করলে সেটাও ম্যানেজার নিজের ঘাড়ে নেয়।
    আমার মনে হয় গোয়া'র টিম গুলোর কোচরাও এই সুবিধা পায়।
    কিন্তু কলকাতাতে দল তৈরী করে কর্মকর্তারা আর দল ভালো করলো না খারাপ করলো সেটা কোচের দ্বায়িত্ব। এটাও শুনেছি ম্যাচের দল তৈরীতেও ওদের হাত থাকে। অথচ টিম খারাপ করলে কোচ কে তাড়ানো হয়।
    এবারে যা টিম মোবা'র কর্মকর্তারা বানিয়েছিল তাতে এর থেকে ভালো কিছু হয় না, কিন্তু দোষ গিয়ে পড়লো বাবলুদা'র ঘাড়ে।
    মর্গ্যান যে পয়েন্টে রেজিগনেশন দিয়েছে সেটা আমি সাপোর্ট করছি।
    টুন আর্মি'র কথাই ঠিক, কলকাতা'ত টিম গুলো কিছু মানুষের ক্ষমতা জাহির করার জায়গা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন