এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • গ্রন্থাগারের কি সংবাদপত্র রাখা য

    Arin
    বইপত্তর | ২৮ মার্চ ২০১২ | ৮৯৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sonali | 116.203.178.41 | ২৯ মার্চ ২০১২ ১১:১৪541095
  • বলতে কি, লাইব্রেরিগুলো তুলে দিতে বলেনি এতেই আমি অবাক। মূর্খের রাজত্বে বাস, চমক বারোমাস!
  • kallol | 119.226.79.139 | ২৯ মার্চ ২০১২ ১১:২১541097
  • বাড়ি বাড়ি গণশক্তির পয়সা নেওয়া হতো মাসে একবার, যমন খবরের কাগজের হিসাব হয়। দোকানের ব্যাপার জানি না। সেখানেও হয়তো মাসেই নেওয়া হতো। ফ্রি বিলি হতো না। সে তো বোর্ডে সাঁটাই থাকতো, ফ্রি ফর অল।

    বার বার সিপিএমের কথা আসে, কারন, ওরা তো রাস্তা দেখিয়ে গেছে। এরা দেখানো রাস্তাতেই চলছে। পরিবর্তন বলতে এদের লোকেরাও প্রতিবাদ শুরু করেছে। সুনন্দ সান্যাল থেকে শুভাপ্রসন্ন এই ফতোয়ার নিন্দে করেছে। যেটা বাম আমলে ঘটতে ৩২ বছর লেগে গেছিলো।

    মমতা নিয়ে আমার কোন মোহ ছিলো না। সেটা পকাবু সিরিজে বহুবার বলা হয়েছে। কিন্তু কোন বিকল্প ছিলো না পশ্চিম বাংলার মানুষের কাছে।
    আমি তো এখনো স্বপ্ন দেখি। সৈফুদ্দিনের লাইন তো সিপিএম প:ব:এ মানবে না, তাই সিপিএম আর তৃণমূল বাদ দিয়ে জোট হোক। এরা যদি সরকার নাও গড়ে, শক্ত বিরোধী হিসাবে সরকারকে চাপে রাখতে পারবে।
  • SC | 96.235.41.93 | ২৯ মার্চ ২০১২ ১১:৩৬541098
  • বারে বারে সিপিএমের কথা আসে বলে এখন রাগ করলে তো চলবে না। মমতা বন্দোপাধ্যায়ের রাজনৈতিক সংস্কৃতিও সিপিএমেরই উত্তরাধিকার। তার ভালো ও খারাপ, দুটোরই কৃতিত্ব এবং দোষ সিপিএমের উপরে কিছুদূর অবশ্যই পড়ে। শুধু সিপিএম নয়, বৃহত্তর বাম আন্দোলনেরও।
    মমতা আজকে যেটা করেছেন, সেটা মারাত্মক। এটা আর খিল্লি টিল্লি করার জায়গায় নেই।অমারাত্মক জিনিস। সরকারী ক্ষমতা ব্যাবহার করে মিডিয়াকে কেনবার চেষ্টা করছেন। এই প্রোপাগান্ডার রাজনীতি প্রবলভাবে স্তালিনিষ্ট।অরেজিমেন্টেড কমিউনিষ্ট পার্টি পৃথিবীর বিভিন্ন দেশে এরকম প্রোপাগান্ডা করেছে সরকারে থাকাকালীন। তাই আজকে তথাকথিত মার্ক্সবাদী বুদ্ধিজীবিরা যখন বলেন "সরকার ঠিক করে দেবে, আমরা কি পড়ব", তখন উপর থেকে দেবতা মৃদু হাসলেন মনে হলো। :)
    মমতা পঞ্চায়েতে একটু ধাক্কা খেলে খুশী হব। দুটো দলই যেন চাপের মধ্যে থাকে। এইটা ছাড়া আর বিশেষ কিছু আশা করার আছে বলে তো মনে হয় না।
  • dd | 110.234.159.216 | ২৯ মার্চ ২০১২ ১১:৩৯541099
  • প্রতিদিনই যখন আবাপ খুলি তখন একটা চাপা উত্তেজনা ও খুসী খুসী ভাব থাকে। দেখি মমতা নতুন কি পাগলামি করলো আর সুসী সমাজ ও মদনের দল কি ভাবে তার সমর্থন করলো।

    এ এক অনন্ত সার্কাস। ননস্টপ মীরাক্কেল

    ভাবুন এক অপদার্থ কিন্তু আপাত সোবার সরকার হলে আমাদের সময় কাটতো কি ভাবে।
  • ppn | 202.91.136.71 | ২৯ মার্চ ২০১২ ১১:৪৮541100
  • এই "তাহলে' কথাটি মণীশবাবু অ্যাড করলেন কি?

    সিপিয়েম বিদায়ের সময় কি লোকে মমতাকে অন্ধ আনুগত্যের ইজাহার লিখে দিয়েছিল? পরিবর্তন লোকে সত্যি চেয়েছিল এবং এখন তাদের অনেকেরই মনে এই মুহূর্তে দাঁড়িয়ে হতে পারে যে সে উদ্দেশ্য সফল হয়নি। সময়বিশেষে মমতার কাজেকম্মে সিপিয়েমকে ছাপিয়ে যাবারই প্রবণতা দেখা যাচ্ছে এবং তাতে লোকজনের মনে সিপিয়েমের স্মৃতিও ফিরে ফিরে আসছে যা সহজে তো যাবার নয়।

    তো, সারমর্ম হল, মমতাই সিপিয়েমকে ভুলতে দিচ্ছেন না। এখন সেইটি কমরেড, আপনাদের ফরে যাচ্ছে না এগেইনস্টে, সেইটি খুঁজে বার করুন। বহুবছর মানুষকে বোঝাবার চেষ্টা করে সফল হতে পারেননি, এইবার মানুষদের বুঝুন। কথায় কথায় মান অভিমান করলে হবে স্যার?
  • umesh | 80.254.147.148 | ২৯ মার্চ ২০১২ ১২:০১541101
  • আমার তো মনে হচ্ছে দীনেশ-কান্ডের পর 'আমি দিদির সবচেয়ে কাছের লোক' প্রমান করতে গিয়ে মন্ত্রী-মহাশয় এই কীর্তি করেছে।

  • umesh | 80.254.147.148 | ২৯ মার্চ ২০১২ ১২:২৩541102
  • মন্ত্রী-মহাশয় এর সাফল্যের (মানে-ই দিদির খুশী হওয়া) পর বাকি মন্ত্রীরা ঘোষণা করতে শুরু করে,
    সরকারী হল গুলোতে শুধু দিদি-বন্দনা মুলক সিনেমা দেখনো যাবে।
    সরকারী stage গুলোতে শুধু দিদি-বন্দনা মুলক নাটক বা গান করা যাবে।
    সরকারী ময়দান গুলোতে শুধু দিদি-বন্দনা মুলক মিটিং করা যাবে।

    বেশ মজা হবে।
    আমরা তো কোনোদিন হিটলার বা স্টালিন কে দেখিনি, শুধু ইতিহাসে পড়েছি,
    কিন্তু একদিন আমরাও আমাদের নাতি-নাতনী দের আজকের হিটলারের গল্প বলতে পারবো, যাদের আমরা দেখেছি।
  • Du | 117.194.199.42 | ২৯ মার্চ ২০১২ ১৪:৩৪541103
  • ব্রতীন দিদি এসেই পরের মাস থেকে টীচারদের বেতন দিয়েছে সেই ব্রীজ রাস্তা আর মেট্রো উদ্বোধন করার মত, ঐ সিস্টেমটা ছেড়ী যাওয়ারা বানিয়ে গিয়েছিল। সে লিংকও দিয়েছিলাম যখন বেরিয়েছিল।
  • Du | 117.194.199.42 | ২৯ মার্চ ২০১২ ২২:০১540866
  • টাইমস আর আজকাল খবরটাই দেয় নি। তার পুরস্কারও পেল :)
  • PT | 203.110.243.21 | ৩০ মার্চ ২০১২ ০০:০৪540867
  • ""সিপিএমের দেখানো পথে"" মমতা চলছে এই তত্বটি এখন পকাবুদের মুখে মুখে ঘুরতে শুরু করেছে। নিজেদের রাজনৈতিক চিন্তার দীনতাকে চাপা দেওয়ার জন্য এই নতুন আপ্তবাক্যটি তাঁরা চালু করেছেন বলে মনে হচ্ছে। মিডিয়াকে নিষিদ্ধ করার কাজ মমতা সিদ্ধার্থর কাছ থেকেই শিখে থাকতে পারেন সেটা স্বীকার করলে প্যাথোলোজিকাল সিপিএম বিরোধীতাটা ঠিক জমে না। আর সিদ্ধার্থর হাতে-গড়া মিডিয়া নিষিদ্ধকারী সুব্রত এখন মমতার গৃহশিক্ষক। মমতার সিপিএমের কাছ থেকে শেখার প্রয়োজন কোথায়? এই ঐতিহাসিক সত্যটিকে কি অসাধারণ দক্ষতায় ভুলিয়ে দেওয়ার চেষ্টায় মেতেছেন চ্যানেল টেন আর প্রতিদিনের সঙ্গে প্রাক্তন এবং অতিবামেরাও!!
  • Suvajit | 120.56.229.190 | ৩০ মার্চ ২০১২ ০০:১৯540868
  • TOI এর লাইব্রেরি ফরমানের খবর: http://tinyurl.com/d8cx4do

  • Sibu | 108.23.41.126 | ৩০ মার্চ ২০১২ ০০:২১540870
  • রাগ করেন কেন পিটি। মিথুএ কুৎসা রটানো ওনাদের মানবাধিকাত।
  • Suvajit | 120.56.229.190 | ৩০ মার্চ ২০১২ ০০:২১540869
  • সিপিয়েম কার কাছ থেকে শিখেছিল? সোভিয়েত দেশ থেকে না চীন থেকে?
  • Du | 117.194.196.136 | ৩০ মার্চ ২০১২ ০৮:৩৪540872
  • শুভজিত, সে তো আজ আজকালও দুপাতা জুড়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছেপেছে। ঘটনাটা বুধবারের আর সেদিন আমাদের বাড়িতে আসা এদুটো কাগজেই খবরটা ছিলনা। একটু আশ্চর্য্য হয়েছিলাম তাই লিখেছি।
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০৮:৪৩540873
  • যা তা

    " মানুষ কোন কাগজ কিনে পড়বে, সেটা তো আমরা এখনও বলিনি। আগামিদিনে বলব। কারণ বিষয়টা আমাদের বিরুদ্ধে একটা চক্রান্তের পর্যায়ে চলে যাচ্ছে। "
  • Arin | 119.224.108.139 | ৩০ মার্চ ২০১২ ০৯:২৯540874
  • " মানুষ কোন কাগজ কিনে পড়বে, সেটা তো আমরা এখনও বলিনি। আগামিদিনে বলব। কারণ বিষয়টা আমাদের বিরুদ্ধে একটা চক্রান্তের পর্যায়ে চলে যাচ্ছে। "

    হায়! তবু যদি মানতেন যে, " কাগজ" না "কিনেও" পড়া যায়! সেইসব খবরদারির যুগ অনেক-কাল হল চলে গেছে!

  • SC | 96.235.41.93 | ৩০ মার্চ ২০১২ ০৯:৫৬540875
  • উরিন্না, আজকাল আবার লিস্টে ঢুকে গেছে ঠিক।অএই তো চাই। স্বঘোষিত বামপন্থী অশোকবাবু কেমন আছেন? উনি নাকি আবার কুঘোর প্রফেসানাল গুরু। পুরো দ্রোনাচার্য।
    আমার দুর্ভাগ্য, লিনাক্ষে আজকাল পড়া যাউ না। নইলে দেখবার ইচ্ছে রইলো, যে যারা একদিন সেইসব আজিজুলিয় উ: সা: ছাপত আর জ্বালাময়ী সব নেপথ্য ভাষণ, তারা আজ কি বলছে। কোথায় বামপন্থী অশোকবাবুরা প্রতিবাদে ফেটে পড়বেন, তা না, এ দেখি বাজারী কাগজগুলো সেন্সার করছে। অবশ্য মমতা বামেদের চেয়েও বড় বাম হবেন, এইটাই ওনার জীবনের লক্ষ্য মনে হচ্ছে।

    অধীর বেড়ে বলেছে, হার্মাদ তাড়াতে গিয়ে উন্মাদ নিয়ে এলাম। আবার বলে এখনো সেন্সার করিনি, দরকার পড়লে করব। দরকার পড়লে ওনাকে জনগণও মহাকরণ থেকে ছুঁড়ে ফেলতে পারেন, সে খেয়াল আছে নিশ্চয়। এই রে, আবার গু চ তে এইসব লিখে ফেললাম, কাল দেখব নতুন সার্কুলার, গু চ ছাপাই বন্ধ।
  • Ben Arfa | 121.241.218.132 | ৩০ মার্চ ২০১২ ১০:০১540877
  • লিনাক্ষে আজকাল পড়া যায়, ফন্টটা নামিয়ে নিন।

    http://www.aajkaal.net/help.php - এখানে নীচের দিকে ফন্টের লিঙ্ক রয়েছে।
  • Ben ArfaBen Arfa | 121.241.218.132 | ৩০ মার্চ ২০১২ ১০:০৪540878
  • http://www.aajkaal.net/report.php?hidd_report_id=170937&show=21709379

    নীল রঙের সঙ্গে ইংল্যান্ড আর আর্জেন্টিনার না হয় সম্পক্কো আছে বুঝলাম। তাও ইংল্যান্ডের নীলটা অন্যরকম। মেসি-র ব্যাপারটাও বুঝলাম। রোনাল্ডো কোদ্দিয়ে এলো?
  • SC | 96.235.41.93 | ৩০ মার্চ ২০১২ ১০:০৬540879
  • থ্যাঙ্কু। কাজ করছে।
  • SC | 96.235.41.93 | ৩০ মার্চ ২০১২ ১০:১৬540880
  • শেষ কয়েকদিনের কাগজে একটু চোখ বোলালাম। অফ সাইডের বল যেমন ব্যাট উঁচু করে সযত্নে ছেড়ে দেয়ে ব্যাটসম্যান, আজকালও সেরকম সার্ক দেশ, ক্রিকেট খেলা, সৌমিত্তির, এসব করে দিব্যি সযত্নে ছেড়ে দিচ্ছেন একের পর এক ডেলিভারি, পাছে স্লিপে ক্যাচ চলে যায়।
  • tatin | 122.252.251.244 | ৩০ মার্চ ২০১২ ১০:২১540882
  • এখন অবধি এরা কিছুই করেনি যাতে সাইজেবল সংখ্যার জনগণ ছুঁড়ে ফেলার উদ্যোগ নেবে।
  • ppn | 112.133.206.22 | ৩০ মার্চ ২০১২ ১০:২১540881
  • হ্যাঁ। আজকাল পড়ে আজকাল আর সুখ নাই।
  • ppn | 112.133.206.22 | ৩০ মার্চ ২০১২ ১০:২৩540883
  • কিন্তু আজিজুল? আজিজুলের লেখা কোথায় বেরোয় এখন?
  • Ben Arfa | 121.241.218.132 | ৩০ মার্চ ২০১২ ১০:২৪540886
  • আজকাল (রাদার অশোকবাবু) সম্পর্কে বাজারে কিছু গুজব ঘুরছে। ইদানিং অশোকবাবু প্রায় কিছুই দেখেন না বলে খবর। আজকালের ডে টু ডে রানিং অন্য একজন দেখেন।

    সবই গুজব। কোনো কনফার্মেশন নাই।
  • tatin | 122.252.251.244 | ৩০ মার্চ ২০১২ ১০:২৪540885
  • আজকালেই বেরোয়। সপ্তাহ দেড়েক আগেই ছিল
  • Ben Arfa | 121.241.218.132 | ৩০ মার্চ ২০১২ ১০:২৫540888
  • ও: ক্ষী: অধ্যবসায়! জৈবনে আমাদের ছিলো;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন