এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • গ্রন্থাগারের কি সংবাদপত্র রাখা য

    Arin
    বইপত্তর | ২৮ মার্চ ২০১২ | ৯১৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 110.234.159.216 | ৩০ মার্চ ২০১২ ১২:৫০540922
  • "পকাবাবুরা দিনের পর দিন মানুষের মাথায় গেঁথে দিয়েছিলো" "মিডিয়ার ষড়যন্ত্র" "মিডিয়া দানবের কারসাজি" - সব দলের নেতার/সমর্থকের মুখে শুনে শুনে বোর হয়ে গেলাম।

    আচ্ছা, মানুষ কি শুধুই পাঁঠা? তার আর কোনো নিজস্ব বিচার বুদ্ধি নেই।

    এই জন্যেই কি কবি বলিয়াছেন "বাবাসকল, মানুশ বলে কিসু নেই। সবাই ছাগোল। আর ছাগোলের উপর বিশ্বাস হারানো একটি সরেশ পাপ।"
  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১২:৫৭540923
  • পিটি।
    ঐ সব সুতোয় অন্তত: আমি আর রঞ্জন বহুবার বলেছি। সিপিএম যাক। পরে যে আসবে, তাকে দেখে নেওয়া যাবে। তাইই হচ্ছে।
    আমরা মমতার খারাপ কাজেরও বিরোধীতা করছি। এমন নয় যে চুপ করে আছি। পরিবর্তন মানে এই নয় যে সব পাল্টে গিয়ে উল্টে যাবে। যখন বর্তমান অসহ্য হয়ে ওঠে তখনই মানুষ মরিয়া হয়ে যায়। আর এমনটা নয় যে গুরুতে বা গুরুর মতো আরও হাজারটা ফোরামে লোকে পরিবর্তন চাইলো তাই পরিবর্তন হয়ে গেলো। এসব ফোরামের বাইরে যে কোটি কোটি মানুষ আছেন, যাঁরা এসব ফোরামের ধারে কাছেও আসেন না, তাঁরাই তো পরিবর্তন চেয়েছিলেন। বিকল্প নেই তাই মমতাই সই।
    এখন অভিমানে ঠোঁট ফুলিয়ে কি হবে - এই তোমাদের পরিবর্তন!!! হ্যাঁ, এই। এটাও বেগড়বাই করছে, তো এটাকেও আগেরটার মত পিছনে লাথি মারবে ঐ কোটি কোটি মানুষ। করে কি করবে? বিকল্প না থাকলে ঐ আগেরটাকেই আনবে। এইতো ব্যাপার। এভাবেই হয়তো বিকল্প, বা হয়তো নয়। ঐ কেরালা মডেল - এবার এটা পরেরবার ওটা।
  • PT | 203.110.243.21 | ৩০ মার্চ ২০১২ ১৩:০৬540924
  • আমার কথাগুলো ভোটারদের উদ্দেশ্যে বলা নয়। যে সকল মিডিয়া এবং পকাবুরা মমতাকে তোল্লাই দিয়েছিল তারা আগে স্বীকার করুক যে তারা নির্বোধের মত মমতাকে পরিবর্তনের কান্ডারি হিসেবে সামনে তুলে ধরেছিল - এই গ্যাংএর মধ্যে ""অতি চালাক"" রাজনীতিবিদ সইফুদ্দিন, পুততুন্ডু, সুসী, মহাশ্বেতাদেবী সহ অনেক পকাবু, তারনন্দের পেন্সিল চিবোনো সুমন, এপিডিআরে আছি কিন্তু নেই সুজাত ইত্যাদি অনেকেই আছেন। এখন অবিশ্যি বেশীর ভাগই গর্তে ঢুকেছেন নাহলে চ্যানেল টেন এ আশ্রয় পেয়েছেন -যেমন শুভাপ্রসন্ন আর প্রসূন মুখার্জি।

    ""সিপিএমের দেখানো পথে মমতা হাঁটছেন"", ""ক্ষমতার ভাষা এক"" ইত্যাদি জ্ঞানগর্ভ বাক্যনিবন্ধ গত ৩/৪ মাসেই আমাদের অনেককেও ইতিমধ্যেই বোর করে ছেড়েছে।
  • dukhe | 122.160.114.85 | ৩০ মার্চ ২০১২ ১৩:১২540925
  • PT কি সত্যিই আশা করছেন সুজাত কি সইফুদ্দিন গুচতে এসে ওনার পোস্টের উত্তর দিয়ে যাবেন ?
    ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা।
  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১৩:১২540926
  • আমি অন্তত: ""নির্বোধের মতো"" মমতাকে চাই নি। বারবার লিখেছি - এমন নয় মমতা এলেই সব ভালো হয়ে যাবে। কিন্তু এই জগদ্দল পাথরকে হাঠাতে হবে। তারপর দেখা যাবে। যদি ৩৪ বছরের জগদ্দল পাথরকে হঠানো যায়, তবে ৫ বছরের মমতা তো বাচ্চা।
    তাই হবে।
    আসলে তো সিপিএমএরই ক্ষমা চাওয়া উচিৎ। তাদের অবিমৃষ্যকারীতাই তো মমতাকে এনেছে।
  • saifuddin | 155.136.80.36 | ৩০ মার্চ ২০১২ ১৩:২১540927
  • কী এঁড়েতক্কো। বাপ রে বাপ!
  • PT | 203.110.243.21 | ৩০ মার্চ ২০১২ ১৩:২৯540928
  • বিকল্প ছিল না আমি মানতে রাজি নই। মমতার রাজনীতিকে বামপন্থী শিলমোহর দেওয়াতেই মমতার এই উত্থান। এবং এই শিলমোহর দেওয়ার পিছনে মুখ্য অবদান বিক্ষুব্ধ এবং অতিবামেদের। তারা ঐতিহাসিক কারণে কংগ্রেসের সম্পর্কে শুচিবায়ুগ্রস্ত এবং সিপিএমের বিরোধী হওয়ায় এক ""রাজনীতিহীন ব্যক্তিবিশেষকে"" (নজরটান) তুলে ধরেছিল। কিষেণজির মৃত্যু থেকে ও তাঁরা কোন শিক্ষা নিয়েছেন বলে মনে হচ্ছে না। নিজেদের অবিবেচক রাজনৈতিক অবস্থান তাঁরা এবার ""কোটি কোটি"" মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে মমতার সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন। তাঁরা নিজেরাই এবার নিজেদের সঙ্গে তঞ্চকতা করছেন। এবার তাঁরাই ঠোঁট ফোলাবেন - সেটা মমতার ওপরে অভিমানে না মমতার প্যাঁদানিতে সেটাই দেখার বিষয়।
  • dd | 110.234.159.216 | ৩০ মার্চ ২০১২ ১৩:৩৬540929
  • ইয়েস।
    একদল শীলমোহর দিলেন আর অতি বাম আর বিক্ষুব্দেরা তোল্লাই দিলেন। ব্যাস। ঐ ফাঁদে পরেই জনগন স্রেফ ঠকে গেলো।

    মাইরি। এরকম নির্বোধ নাইভ ন্যাকা জনসাধারন কখনো দেখেছেন ? স্যাক করুন, স্যাক করুন
  • dukhe | 122.160.114.85 | ৩০ মার্চ ২০১২ ১৩:৩৭540930
  • বিকল্প বরাবরই ছিল তো । এখনও আছে। উন্নততর মমতা।
  • umesh | 80.254.147.148 | ৩০ মার্চ ২০১২ ১৩:৩৭540932
  • সুমন দে এখন কেমন আছে?
    কেউ ওর কথা লেখে না!

  • PT | 203.110.243.21 | ৩০ মার্চ ২০১২ ১৩:৪৫540933
  • জনগণ কিছু পরিমান নাইভ এবং গালেবেল না হলে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে ছাড়ে? বিক্ষুব্ধ আর অতিবামেরা দিনের পর দিন সেখানকার লোকগুলোকে মমতার হয়ে মস্তিষ্ক প্রক্ষালন করেনি? সেই ফাঁদে পড়ে যাওয়া মানুষগুলোর কাছে কোন পকাবু, মানবাধিকার কর্মী, বিক্ষুব্ধ আর অতিবামেদে যেতে দেখা যাচ্ছে আর?
  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১৪:০৫540934
  • অর্থাৎ সিপিএম দারুণ সব কাজ করছিলো। লোকে ধন্য ধন্য করছিলো চারিদিকে। এমন সরকার আর হয় না। হঠাৎ কি হইতে কি হইয়া গেলো, পকাবুরা তোল্লাই দিয়া মমতারে মাচায় তুল্লো আর আপামর জনগন তাতেই জলে গল। ব্যাস। অমন দেবতুল্য সিপিএম গেলো, জনগনের ভোগে।

    পিটি। বিকল্প ছিলো তো। সিপিএম বাদ দিয়ে বাম ও কং। কিন্তু তারা যাদি একসাথে নাই আসে তো জনগন করে কি?

    আমার তো মনে পড়ে এমন সম্ভাবনার কথা আমিই লিখেছি বেশ কয়েকবার।

    তাহলে বিকল্প আর কি থাকে? আবারও সিপিএম?

  • sg | 125.20.82.164 | ৩০ মার্চ ২০১২ ১৪:১১540935
  • আচ্ছা PT, এই নাইঅভ এবং গালিবল জনতা-ই কি CPM কে 34 বছর ক্ষমতায় রেখেচিল? না কি, তখন তারা নাইঅভ বা গালিবল কোনোতাই ছিল না? টখন তাদের মস্তিস্ক প্রক্ষালন হত না, না কি?
  • PT | 203.110.243.21 | ৩০ মার্চ ২০১২ ১৪:১৭540936
  • আমার আপাতত: জনগণকে নিয়ে মাথাব্যথা নেই। আমি জানতে চাইছি যে, যে সকল শিক্ষিত, বুদ্ধিমান মানুষেরা মমতাকে কৃষক-দরদী ও গণতন্ত্রের রক্ষাকারী বলে প্রচার করেছিলেন তাঁরা আগে ভুলটা স্বীকার করুন। আমার খুব পরিচিত এক পকাবুর কাছেই আমার শোনা যে তিনি গ্রামে-গঞ্জে (সুনন্দ সান্যাল ইত্যাদির সঙ্গে) ঘুরে ঘুরে মমতার পক্ষে প্রচার করেছেন। সেই সব মানুষেরা তাঁদের রাজনৈতিক অবস্থানের দায় এখন ""কোটি কোটি"" মানুষের ওপরে চাপিয়ে দিয়ে পার পেয়ে যাবেন? মমতা হয়ত কোনদিন ভোটে হেরে গদী ছাড়বে কিন্তু এই শিক্ষিত লোকগুলোর কোন শাস্তি হবে না?
  • Ben Arfa | 121.241.218.132 | ৩০ মার্চ ২০১২ ১৪:২৫540937
  • একটা প্রশ্ন।

    *শাস্তি* কথাটা আসছে কেন? ফ্রী স্পীচের কথা মাথায় রাখলে বিভাস/শুভা ইত্যাদি সকলেরই তাদের মতামত জানানোর এবং প্রচারের অধিকার আছে। সেই মতামতটা ঠিক না ভুল সেটা অন্য ইস্যু।
  • saikat | 202.54.74.119 | ৩০ মার্চ ২০১২ ১৪:২৮540938
  • মাইরী।

    শাস্তি !

    পার পেয়ে যাওয়া !

    মতাদর্শর প্রতি মমতা কী বা ভয়ঙ্কর !
  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১৪:৩৩540939
  • যারা মমতাকে কৃষক দরদী বা মসীহা বলে প্রচার করেছেন, সে দায় তাদের। আমরা (এক্ষেত্রে অন্তত: আমি আর রঞ্জন) বহুবার বলেছি - সিপিএম যাক। বিকল্প না থাকলে মমতাই সই। আগে সিপিএম যাক, পরে বুঝে নেওয়া যাবে।
    পিটি যদি সুনন্দ সান্যাল ইত্যাদির কাছে ক্ষমা প্রাথন চান, তো চাইতেই পারেন। কিন্তু তারা কি গুরু পড়েন বা আলোচনায় যোগ দেন? আমি তো জানি না।

    শাস্তি চাওয়ার বিষয়টা বুঝলাম না। কেউ যদি ভুল মত প্রচার করে তার শাস্তি হতে হবে? কোন কাগজ যদি ""ভুল"" কথা বলে - তাকে ""শাস্তি"" দেওয়া হবে?
    মেলাবেন তিনি মেলাবেন।
  • kc | 178.61.96.29 | ৩০ মার্চ ২০১২ ১৪:৩৫540940
  • আমার কেন জানিনা মনে হচ্ছে পিটিদা লিচ্চয়ই কোনও এক পকাবুর কথায় বিশ্বেস করে এবার ঘাসফুলেই ছাপ লাগিয়েছেন। তাই এখন অত খেরে গেছেন। ওদেরে শাস্তির দাবী করছেন। :-))
  • dukhe | 202.54.74.119 | ৩০ মার্চ ২০১২ ১৪:৩৮540941
  • না না। শাস্তি হোক। নররক্ত চাই মা। সবকটাকে কঙ্কাল বানিয়ে দেওয়া হোক। কাকে ক¾ট্রাক্ট দিই বলুন তো?
  • Kaju | 121.242.160.180 | ৩০ মার্চ ২০১২ ১৪:৪০540943
  • বব বিশ্বাস
  • Manish | 59.90.135.107 | ৩০ মার্চ ২০১২ ১৪:৪৩540944
  • গুরুতে একমাত্র রাজনৈতিক টই সাবলিল ভাবে বেড়ে চলে। একটা কিছু খুলে দিলেই হলো।:-O
  • dukhe | 202.54.74.119 | ৩০ মার্চ ২০১২ ১৪:৪৪540945
  • না;, ববের বড়ৈ কাঁচা হাত। আরেকটু স্কিলফুল অভিজ্ঞ লোক চাই। সন্ধানে আছে নাকি?
  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১৪:৪৯540946
  • ওম্মা। অ্যারেই কয় গোলা-বেভুল সব পাব্লিক।
    কঙ্কাল বানাতে হবে - আর লোকে লোক খুঁজছে!!!! ছ্যা ছ্যা। কোথা থেকে কে এক বব বিশ্বাস - দূর দূর ঘেন্না ধরে গেলো.............. সু কিছু আর কারুর মনে পড়ে না।
  • PT | 203.110.243.21 | ৩০ মার্চ ২০১২ ১৪:৫২540947
  • অ:! ভুল করলে শুধু রাজনৈতিক নেতারাই ক্ষমা চাইবেন - পকাবুদের ক্ষমা চাওয়ার কোন দায় নেই?
  • Bratin | 122.248.183.1 | ৩০ মার্চ ২০১২ ১৪:৫৪540948
  • আজকের আনন্দ বাজারে দেখলাম মমতা নাকি বলেছেন কে কোন কাগজ পড়বেন সেটাও তিনি ঠিক করে দেবেন। এতো পুরো পাগলামি র পর্যায়ে চলে যাচ্ছে।
  • dd | 110.234.159.216 | ৩০ মার্চ ২০১২ ১৪:৫৫540949
  • আর শাস্তি? শাস্তি কোথায় যাবে?

    খ্যাল রাখবেন অন্যদের শতেক মেইলেও পিটিবাবু আর ওনার এই শাস্তির দাবী নিয়ে টুঁ শব্দটি করবেন না।
  • saikat | 202.54.74.119 | ৩০ মার্চ ২০১২ ১৪:৫৮540950
  • আরে, মমতাও তো আরও অনেকের মতই ভাবছে যে জনগণ বোকা। পাছে কিছু লোক ষড়যন্ত্র করে তাদের বোকা বানিয়ে যায়, সেইজন্য রাজ্যের প্রধাণ হিসেবে ও মমতাময়ী নেত্রী হিসেবে তিনি সহজ পাঠের ব্যবস্থা করবেন।
  • Bratin | 122.248.183.1 | ৩০ মার্চ ২০১২ ১৪:৫৯540951
  • কারে আর দেবে দুখে দা, একজন ই SME chhil sushaant baabu. taao bimaan baabu ghoshhanaa kare diyechhen uni naaki onaader 'kee rakam' sadasy nana!
  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১৫:০৬540952
  • ভুল স্বীকার করা, আর শাস্তি চাওয়ার মধ্যে তফাৎ আছে ভায়া।
  • dukhe | 202.54.74.119 | ৩০ মার্চ ২০১২ ১৫:১২540954
  • সদস্য না হওয়াই ভালো। নির্ঝঞ্ঝাট পিছুটানহীন ফ্রিলান্স প্রেফেশনাল বাঞ্ছনীয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন