এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • গ্রন্থাগারের কি সংবাদপত্র রাখা য

    Arin
    বইপত্তর | ২৮ মার্চ ২০১২ | ৯০৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sushanto ghosh | 155.136.80.36 | ৩০ মার্চ ২০১২ ১৫:২০540955
  • নমস্কার। এক মিনিট।

    কটা কঙ্কাল বানাতে হবে?
  • Bratin | 122.248.183.1 | ৩০ মার্চ ২০১২ ১৫:২১540956
  • সৈকত, এখানে ই তোমাকে ধন্যবাদ দিয়ে দি। রঘুরাজপুর খুব খুব ভালো। অনেকে কটা জিনিস কিনেছি।
  • ppn | 202.91.136.71 | ৩০ মার্চ ২০১২ ১৫:২৭540957
  • "শিক্ষিত', "বুদ্ধিমান' মানুষদের প্রতিই বা পিটির এত মোহ বা আক্রোশ কেন?

    নয় নয় করে তো ভারতীয় গণতন্ত্রের কম দিন হল না, 'অশিক্ষিত' 'নাইভ' মানুষ যাকে ভোট দেবে ঠিক করে তারা সেটা ঠিকই দেয়। চুপচাপ ধুপধাপ।
  • siki | 155.136.80.36 | ৩০ মার্চ ২০১২ ১৫:৩৪540958
  • ক।
  • PM | 2.50.43.169 | ৩০ মার্চ ২০১২ ১৬:৪৭540959
  • সেই ফরাসী বিপ্লবের সময় থেকেই বুদ্ধিজীবি রা পরিবর্তনের অনুঘটক। আর বাঙালী দের ওদের প্রতি প্রত্যাশাটা বোধ হয় একটু বেশী-ই। বাঙালীত্বের যা কিছু গর্ব তা কিছু বুদ্ধিজীবিদের নিয়েই। বড়লোক , ব্যবসাদার্দের বাঙলী সমাজ কোনোদিন-ই সেইভাবে পোঁছে নি নিকট অতীতে। আমার মতে সমাজে ব্যবসা বানিজে্‌য়্‌ক ব্রাত্য করে রাখাটা আমাদের অনেক ব্যধির মুলে । কিন্তু কি করা যাবে এটাই সত্যি।

    রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও এটা সত্যি। সি আর দাস, সুভাস বোস, বিধান রায় এরা সকলেই আগে বুদ্ধি জীবি পরে রাজৈ্‌নতিক। রাসবিহারী, অতুল্য ঘোষ, অজয় মুকুজ্জে, প্রফুল্ল্য সেন ইত্যাদি প্রফেসনাল রাজনীতিকরা রা বাঙালীর মনে স্থায়ী ভাবে দাগ কাটেন নি।

    ঠিক হোক ভুল হোক বাঙালী ঐতিহাসিক ভাবে বুদ্ধিজীবিদের বিশেষ জায়গা দেয়। তাই রাজ্‌নীতিক রা "প্রতরনা" করলে তা ততটা আঘাত করে না---কিন্তু "বুদ্ধিজীবিরা" করলে তা শতগুনে বেশী করে। পিটির রিএকসন টা বোধ হয় ঐ জায়্‌গা থেকেই।

    এখানেও আমাদের পরিবর্তনের সময় এসে গেছে বোধ হয়। বুদ্ধিজীবিদের বিশেষ ট্রিটমেন্ট না করলেই তাদের ওপোর রাগটাও ওতো বেশী হবে না :)

  • PT | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ১৭:৩০540960
  • PM-কে ধন্যবাদ।

    Kallol
    আমি শাস্তির কথাই বলেছি। বামেরা শাস্তি পেয়েছে গদিচ্যূত হয়ে। মমতাও কোনদিন একই শাস্তি পাবে। প্রতারক (ঋণ: PM) বুদ্ধিজীবিদের শাস্তি কি হবে?

    একটা ঘটনার কথা সকলকে মনে করিয়ে দিই। শুভাপ্রসন্নর বড়িতে মমতার উপস্থিতিতে পকাবুদের মিটিং চলছিল - সেই মিটিং কভার করছিল ২৪ ঘন্টার এক মহিলা সাংবাদিক। মিটিং শেষে তাকে দেখে on camera মুকুল রায় জানতে চান যে ২৪ ঘন্টা বুদ্ধদেবের বাবার চ্যানেল কিনা। আর দোলা সেন যতদূর মনে পড়ছে সেই মহিলা সাংবাদিককে আরও অশ্লীলতর কোন শাসানি দেন। আবাপ, তারানন্দ, বর্তমান এবং উল্লেখযোগ্য কোন পকাবু সেই ঘটনার নিন্দা করেনি। গুরুর টইতে কি হয়েছিল মনে নেই। বাম সরকারের অপসারণের সম্ভাবনায় উদ্বাহু হয়ে নৃত্যকারী মিডিয়া এবং বুদ্ধিজীবিরা সেই অশনি সংকেতকে অগ্রাহ্য করেছিল। অধুনা মিডিয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলো তাই একধরণের irony এবং বারংবার কংগ্রেসের ধামাধারি বরুণ সেনগুপ্তর হাজতবাসের কথা মনে পড়িয়ে দিচ্ছে।!! আমি শংকিত এই ভেবে যে এর পরে কি সেইসব নাইভ বুদ্ধিজীবিদের দিন ঘনিয়ে আসছে?
  • dukhe | 202.54.74.119 | ৩০ মার্চ ২০১২ ১৭:৩৫540961
  • এইত্তো PT ধরে ফেলেছেন। মমতা এবার শুভাপ্রসন্নকে শাস্তি দেবেন। যেমন আজকাল মমতার বিরুদ্ধে লিখত বলে লাইব্রেরিতে ঠাঁই পেয়েছে।
    তবে তো হয়েই গেল।
  • PM | 2.50.43.169 | ৩০ মার্চ ২০১২ ১৮:০১540962
  • " প্রতারক" শব্দ টা আমার নয় মোটেই। বিভিন্ন টই তে, অন্য ফোরাম-এও এই শব্দটা ব্যবহার হচ্ছে। আমি কোট এর মদ্যে ব্যবহার করেছি ঐজন্য
  • PT | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ১৮:০৩540963
  • কোন শব্দ ব্যবহারের দায় আপনার ওপরে চাপাইনি। শব্দটা মনে করিয়ে দেওয়ার জন্য ঋণ স্বীকার করেছি।
  • PM | 2.50.43.169 | ৩০ মার্চ ২০১২ ১৮:১৬540965
  • বাঁচালেন :) নাহলে এক্ষুনি লোকে লাঠি শোটা নিয়ে তেড়ে আসতো
  • Suvajit | 168.244.164.244 | ৩০ মার্চ ২০১২ ১৮:৪১540966
  • তাহলে ২০১৬ সাল অবধি বুদ্ধিজীবিদের মেয়াদ। মমতা গিয়ে সিপিয়েম আসলে এই 'প্রতারক' বুদ্ধিজীবিরা শাস্তি পাবেন।
    তাই ব্যাক আপ প্লান হিসাবে তাদের দুটো অপশন।
    হয় তাদের উচিৎ ভারতের অন্যত্র / বিদেশে জমি বাড়ি কিনে রাখা, যাতে সঠিক সময়ে লম্বা দিতে পারেন।
    অথবা ২০১৫ সালের মাঝামাঝি থেকে 'আবার পরিবর্তন চাই' হোর্ডিং-য়ে মুখ দেখানো। এই মুখ দেখানোর জন্য নাম রেজিস্টার করতে হবে ২০১৫'র মার্চ মাসের মধ্যে। শুধু নাম দিলে চলবে না। প্রথম ৫-৬ মাসে অন্তত বার দশেক লাল ঝান্ডা হাতে মিছিলে হাঁটতে হবে, সরকার বিরোধী অন্তত ৫-টা জ্বালাময়ী লেখা ছাপাতে হবে আর তারানন্দের প্রতিপক্ষতে বসে মমতা তথা সরকারের 'তীব্র সমালোচনা' করতে হবে। তবে না এনাদের তৃনদোষ কাটবে। একবার মুখ ঊঠে গেলে, তখন এদের কথাই বানী, এদের উপদেশই হিতোপদেশ।
    তাপ্পর সিপিয়েম এলে, গোবর খেয়ে, পার্টি অপিসে মাথাটা ঠেকিয়ে এসে, 'প্রতারক' লিস্ট থেকে নামটা কাটিয়ে এলে তব্বে না এ যাত্রা রক্ষা পাওয়া যাবে।

  • PM | 2.50.43.169 | ৩০ মার্চ ২০১২ ১৮:৪৯540967
  • শুভজিত এটা ভালো পোস্টালেন। পড়তে ভালো লাগলো। কিন্তু মনে হয় না ২০১৬ তে আবার পরিবর্তন হবে। বিরোধীদের সিট হয়ে্‌তা বাড়বে
  • PT | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ১৮:৫২540968
  • এই দীর্ঘ রিচুয়ালকে সংক্ষেপে শাস্তিও বলা যেতে পারে। আর নাহলে PM যেটা লিখেছেন সেটাই শাস্তি হিসেবে খারাপ নয়: এরপর থেকে বুদ্ধিজীবিরা আর কোন ""বিশেষ ট্রিটমেন্ট"" পাবেন না। সম্মান হারানো-ও কিন্তু বেশ কঠিন শাস্তি। ভবিষ্যতে ভেবে দেখুন ব্রাত্য বসু বা শাঁওলী মিত্রর কোন কথা আর কেউ সিরিয়াসলি নেবে? এদের বিশ্বাসযোগ্যতা মদন মিত্র বা সোনালী গুহর থেকে খুব একটা বেশী হবেনা। সেই হিসেবে কবির সুমন হয়ত সম্মান হারানোর হাত থেকে বেঁচে গেলেন!!
  • umesh | 80.254.147.148 | ৩০ মার্চ ২০১২ ১৯:২০540969
  • TOI তে রাজ বলে একজন পাঠকের কমেন্টস থেকে একটা পার্ট তুলে দিচ্ছি,
    There is a rule in Central library or even a regional library that books and periodicals and journals should be kept for reader's choice and then the term LIBRARY is justified. Hope Didi understands the ENGLISH-VINGLISH word of LIBRARY, . what does Library mean didi?
    হুবহু তুলে দিলাম।
    এটা কি ঠিক, লাইব্রেরী মানে কি তাই?
    কেউ কনফার্ম করবে প্লীজ?
  • aka | 168.26.215.13 | ৩০ মার্চ ২০১২ ১৯:২৩540970
  • পুরো পাগল হয়ে গেছে। একেবারে উন্মাদ।

    এবারে বলেছে কোন কাগজ বাজারে বিকোবে তাও নাকি ঠিক করে দেবে। বাপরে।

    হার্মাদ ভালো না উন্মাদ? কি কঠিন চয়েজ দাদা।
  • et al. | 14.99.162.91 | ৩০ মার্চ ২০১২ ১৯:৩৩540971
  • যা পেলুম:

    Library: From the Latin word, Liber -- with a long I -- meaning, "to peel," which would refer to the inner bark of a tree. Early manuscripts were writen on these bark, and from this bark we get the modern word "Library."

    বেশ ভালো ওয়েব্‌সাইট:

    http://www.westegg.com/etymology/
  • umesh | 80.254.147.148 | ৩০ মার্চ ২০১২ ২০:৩৭540972
  • তাহলে লাইব্রেরী মানে যা TOI পাঠক বলছে, সেটা ঠিক নয়?
  • tx | 141.0.10.222 | ৩১ মার্চ ২০১২ ১৮:৩৩540973
  • townhallarmoharkunjechannelerdebateorganizekorajabenabolekichuektabarkorechecorporationtheke - purotabujhteparlamna.Keuverifykorben?
  • PT | 203.110.243.21 | ৩১ মার্চ ২০১২ ২২:১৫540974
  • গ্রন্থাগার মন্ত্রী গ্রন্থাগারের জন্য আবাপ-র সৌজন্য সংখ্যাও (বিনাপয়সায়) নিতে রাজী হননি।
  • Bratin | 14.96.23.143 | ৩১ মার্চ ২০১২ ২৩:১০540977
  • ১)বুদ্ধিজীবি র defn কী? শিবির বদল করলেই তাদের এই তথাকথিত 'বুদ্ধিজীবিত্ব' নিয়ে প্রশ্ন ওঠে কেন?

    ২) আনন্দবাজার র সাথে মমতার লাগলো থিক কী নিয়ে? সরকারী add বন্ধ করা কি?
  • Siddhartha | 131.104.241.62 | ০১ এপ্রিল ২০১২ ১৩:৫৭540978
  • পান্ডুলিপি পোড়ে না
  • PT | 203.110.243.21 | ০১ এপ্রিল ২০১২ ১৪:২১540979
  • মোহরকুঞ্জ আর টাউন হলে ""কোনো কোনো"" টিভি চ্যানেলের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শোভন ২৪ ঘটা চ্যানেলেকে ফোনে জানালেন যে ঐ অনুষ্ঠানগুলি কৃষ্টি ও সংস্কৃতির ""বিরুদ্ধে"" যায় তাই অনুমতি দেওয়া হচ্ছে না।
  • salil | 203.147.88.10 | ০১ এপ্রিল ২০১২ ২৩:৪৫540980
  • SANGBADPATRA, GRANTHAGAROPATHAKDERGANATANTRICODHIKAREHASTAKKHEPKARARBIRUDDHEBUDDHIJIBIMANCHA-RDAKEPRATIBADSABHA.

    2NDAPRIL, MONDAY, 4PM, COLLEGESQUARE.

    MEETINGTOPROTESTAGAINSTGOVERNMENTINTERFERENCEAGAINSTTHEDEMOCRATICRIGHTSOFTHENEWSPAPERS, LIBRARIESANDREADERS -- CALLEDBYTHEPLATFORMOFINTELLECTUALSATCOLLEGESQUAREON2NDAPRIL, MONDAYAT4PM.COMEONE, COMEALL.
  • kd | 74.66.241.238 | ০২ এপ্রিল ২০১২ ০০:১১540981
  • খবরের কাগজ কি গ্রন্থ? গ্রন্থাগারে তো শুধু গ্রন্থ থাকারই কথা, তাই না? যেমন কারাগারে কারা থাকে।

    ডি: পিজের লোভ সামলাতে পারলুম না। ক্ষমা আছে তো?
  • SC | 63.131.47.67 | ০২ এপ্রিল ২০১২ ০৬:৩৮540982
  • আবার এসেছে ফিরিয়া, সত্যান্বেষী গৌ: দে:
    http://bit.ly/HdIsDh

  • siki | 155.136.80.36 | ০২ এপ্রিল ২০১২ ১৩:০৩540983
  • :) কাবলিদা, লাইব্রেরির আরেকটা বাংলাও আছে। পাঠাগার। পাঠযোগ্য যে কোনও জিনিসই পাঠাগারে রাখা যায়।
  • tatin | 122.252.251.244 | ০২ এপ্রিল ২০১২ ১৯:২৯540984
  • পাঠাগারের বাংলা শুধু রিডিংরুম হবে না?
    ইন্টারেস্টিং:
  • umesh | 80.254.147.148 | ০২ এপ্রিল ২০১২ ১৯:৪৭540985
  • গুরু তে তাহলে এমন মানুষ আছে, যে মমতার এই ঘোষনাটা সমর্থন করছে!!!!!
  • kd | 74.66.241.238 | ০২ এপ্রিল ২০১২ ২০:১৭540986
  • সিকি, পাঁঠাগারে তো পাঁঠা রাখার কথা। (চন্দ্রবিন্দুগুলো বাঙালদের কাছ থেকে ধার করা)। :)

    উমেশ, তা নিশ্চয়ই আছে, কিন্তু তারা কি এই টইতে এখনও এসেছে?
    তবে যদি আমার কথা বলেন, তাহ'লে ঠিক আছে। মেনে নিচ্ছি। দেখুন, যে দেশে কয়েকশো উন্মাদকে খুশী রাখতে একটি বই পুরো ব্যান হয়ে যায়, সেখানে কয়েক হাজার উন্মাদের জন্যে কয়েকটি কাগজ লাইব্রেরীতে রাখতে না দেওয়া এমন কী বড় ব্যাপার? রাজনীতি বুঝি না, কিন্তু এখানে যা দেখছি, যার হাতে সরকার, তার লিটারালি যা ইচ্ছে তাই করার অধিকার আছে। আপত্তি করুন, সাপোর্ট করুন, কিস্‌সু যায়-আসে না। মহম্মদ-বিন-তুঘলক নিশ্চয়ই বাঙালী ছিলেন।
  • cb | 202.156.10.227 | ০২ এপ্রিল ২০১২ ২০:২৪540988
  • পাঁঠাগার দেখলেই কিরকম গা টা শিরশির করে। খালি মনে হয় দি একটা চন্দ্রবিন্দু এদিক ওদিক করে।

    আর ইয়ে , অরন্যদেব সিম্পলি অসাম শালা :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন