এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • মলয়ের লেখাপত্তর

    pi
    বইপত্তর | ২৪ মার্চ ২০১২ | ২৩৮৩৮৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.76.34 | ২৪ মার্চ ২০১২ ২১:০০541260
  • মলয়দা, লিখতে থাকুন !
  • Malay Roychoudhury | 120.60.29.28 | ২৫ মার্চ ২০১২ ১১:২২541371
  • মলয় রায়চৌধুরীর কবিতা
    "প্রজাপতি প্রজন্মের নারী"

    রবীন্দ্রনাথ, এটা কিন্তু ভালো হচ্ছে না ।
    চিত্রাঙ্গদা বলছিল, আপনি প্রতিদিন
    ওকে রুকে নিচ্ছেন, আপনাকে সাবান
    মাখাবার জন্য; বুড়ো হয়েছেন বলে
    আপনি নাকি একা বাথরুমে যেতে
    ভয় পান আর হাতও পৌঁছোয় না
    দেহের সর্বত্র, চুলে শ্যাম্পু-ট্যাম্পু করা--
    পোশাক খুললে আসঙ্গ উন্মুখ নীল
    প্রজাপতি ওড়ে ওরই শরীর থেকে
    আর তারা আপনার লেখা গান গায়।

    এটা কী করছেন আপনি ? আপনার
    প্রেমিকারা বুড়ি থুতথুড়ি বলে, কেন
    আমার প্রেমিকাকে ফাঁসাতে চাইছেন !

  • ranjan roy | 122.168.58.51 | ২৫ মার্চ ২০১২ ১১:৩৬541393
  • কেয়াবাৎ মলয়বাবু! চালিয়ে যান!
    ব্রহ্মপুরে আপনার বর্তমান নিবাসটি বিকাশের সৌজন্যে দেখেছি। বিশাল বড় বাগান পুকুরে ঘেরা দোতলা বাড়ি। ইয়ে মানে আপনার খালি পড়ে থাকা দোতলায় যদি তিনটে , না না চারটে ঘর ভাড়া দেন, বেশ হয়।
    আমি হারামী টাইপ নই, এক তারিখে ভাড়া পাবেন আর আপনার সঙ্গে কবিতা শোনানোর জন্যে আমড়াগাছি করব না, বিশ্বাস করুন!
  • Malay Roychoudhury | 120.60.29.28 | ২৫ মার্চ ২০১২ ১১:৪৯541404
  • রঞ্জন রায় ভায়া, ব্রহ্মপুরের বাড়িটা আমার দাদা সমীর রায়চৌধুরীর। আমার নয়। আমি থাকতুম নাকতলায়, তিন তলার ফ্ল্যাটে । বহুকাল চলে এসেছি মুম্বাই-এর কান্দিভিলিতে একরুমের ফ্ল্যাটে থাকতে, নাকতলার ফ্ল্যাট বেচে, বইপত্র আসবাব বিলি করে দিয়ে। দাদাকে বলেছিলুম ওনার ওপরতলাটা আমায় ভাড়া দিতে । রাজি হননি। মানে বউদি রাজি হননি , সম্ভবত প্রতি সন্ধ্যায় সিংগল মল্ট খাই বলে । এখানে ভালৈ আছি; চারিদিকে তিরিশ-চল্লিশতলা বাড়ির মাঝে। আশে-পাশে বহু টিভি স্টার থাকেন, আঁটোসাঁটো পোশাকে জগিং করতে বেরোন; বেশ ভাল্লাগে দেখে। প্রজাপতি প্রজন্মের ওনারাই তো প্রতিনিধি। আপনি ভালো থাকবেন। পরিবারের সবাইকে আনন্দে রাখবেন।
  • Malay Roychoudhury | 120.60.29.28 | ২৫ মার্চ ২০১২ ১২:৩৫541415
  • মলয় রায়চোধুরীর কবিতা
    "স্প্যাম প্রেমিকা"

    বা: বেশ, আচমকা ঢুকে এলি ডেস্কটপে ইমেলের সঙ্গে তোর ফোটো
    বহুরূপী আদুলগা, কুচকুচে হাসিমুখে ডাকছিস কালো সঙ্গমে--
    দেখছি গোগ্রাসে তোকে, বদল্যারের জান্তব ভেনাস
    ভুলভাল ইংরেজি তলপেটে 'আই লাভ ইউ' লিখে
    কৃষ্ণকলি হুকার ললনা তোর ফাঁদ-পাতা প্রেম নিবেদন
    নরম উপাস্য উরু জাদুটোনা-করা নখে রং না রক্ত রে,
    কোন দেশ থেকে এলি মুখপুড়ি ? কেনিয়া উগান্ডা জাম্বিয়া
    বুরকিনা ফাসো কংগো ক্যামেরুন সুদান নিঝের ?
    মুম্বাই এসে ঘাঁটি গেড়েছিস নাইজারওয়াডিতে দল বেঁধে !
    কী করে জানলি হ্যাঁরে, আফ্রিকার নারীসঙ্গ পাইনি কখনও ?
    বেশ তোর হাইপার-রিয়্যাল যৌন আবেদন ল্যাপটপ-আলো
    বিশদ জানিস তা । আসতে চাস আলিঙ্গনে তাই । কতটাকা
    নাকি ডলারের বিনিময়ে পাওয়া যাবে ঐ অভিজ্ঞতা
    লিখিসনি তো; কেবল দেখা করতে বলেছিস মীরা রোডে
    জংশনের মোড়ে, ডিজিটাল রূপ ছেড়ে নামবি শহরে।
  • ranjan roy | 122.168.58.51 | ২৫ মার্চ ২০১২ ১৫:২৬541426
  • মলয়,
    লজ্জিত, না বুঝে ইয়ার্কি মারার জন্যে।
    আসলে আপনি, মলয় রায়চৌধুরি, আমাদের প্রথম যৌবনের আইকন,আমাদের গুরুতে লিখছেন কেমন অবাক লাগছিল, বিশ্বাস হচ্ছিল না। দেখলাম থ্রেডটা খুলেছে পাই। মানে ভাবলাম ও আপনার কোন লেটেস্ট বই থেকে নামাচ্ছে।
    ওর ওয়ান-লাইনারটা স্কিপ করে গেছিলাম।
    এক্ষুণি বিকাশ ফোনে খিস্তি দিল ভুল নাম্বারে গিয়ে চন্ডালি করার জন্যে।
    তবু শ্লাঘা বোধ করছি নাকতলা স্কুলের মাঠে প্রথম যৌবনের অনেক মুহুর্ত কাটানোর জন্যে, আর এইপাড়ায় আপনি বেশকিছু দিন কাটিয়েছেন জেনে।
    আশাকরি আপনি আমার চন্ডালি নিয়ে ভুল বুঝবেন না।
    আর পাইকে ধন্যবাদ আপনাকে এখানে নিয়ে আসার জন্যে।
  • Sam | 117.192.253.38 | ২৫ মার্চ ২০১২ ১৫:৩৪541437
  • যে যুগের কবিতা অনুকরণ করি, সেই যুগের একজন লেখক এখানে লিখছেন ভাবলে ই কেমন যেন লাগে.
  • Malay Roychoudhury | 120.60.48.137 | ২৫ মার্চ ২০১২ ১৮:২৮541448
  • মলয় রায়চৌধুরীর কবিতা
    "পপির ফুল"

    বোঁটায় তোর গোলাপ রং অবন্তিকা
    শরীরে তোর সবুজ ঢাকা অবন্তিকা
    আঁচড় দিই আঠা বেরোয় অবন্তিকা
    চাটতে দিস নেশায় পায় অবন্তিকা
    টাটিয়ে যাস পেট খসাস অবন্তিকা
  • Malay Roychoudhury | 120.60.1.86 | ২৬ মার্চ ২০১২ ১১:২০541459
  • "অন্তরটনিক"

    বিড়ি ফুঁকিস অবন্তিকা
    চুমুতে শ্রমের স্বাদ পাই
    বাংলা টানিস অবন্তিকা
    নি:শ্বাসে ঘুমের গন্ধ পাই
    গুটকা খাস অবন্তিকা
    জিভেতে রক্তের ছোঁয়া পাই
    মিছিলে যাস অবন্তিকা
    ঘামে তোর দিবাস্বপ্ন পাই
  • Kaju | 121.242.160.180 | ২৬ মার্চ ২০১২ ১৬:৩৫541272
  • হাংরি জেনারেশনের কবি মলয় রায়চৌধুরীকে এখানে পাওয়া গেল ! প্রণাম নেবেন। :)
  • Malay Roychoudhury | 120.60.34.206 | ২৬ মার্চ ২০১২ ১৯:৩৬541283
  • গুগলে ইংরেজি খোঁজা কেন ? ঢাকায় তো বেশ কয়েকবছর যাবত তুমুল তর্কবিতর্ক শুরু করে দিয়েছেন 'নৃপ অনুপ' এবং তা এখনও চলছে।

    http://www.somewhereinblog.net/blog/pompa007blog/28880937
  • Malay Roychoudhury | 120.60.34.206 | ২৬ মার্চ ২০১২ ১৯:৪৮541294
  • বিষয়টা ইউ টিউবেও এনেছেন ফ্লোরিডা নিবাসী কবি শিবাশীষ দাশগুপ্ত, ওনার নিজের কন্ঠে কবিতাটি পাঠ করে। সঙ্গের ফোটোগুলো তিনিই বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে সংযোজন করেছেন।

    http://www.youtube.com/watch?v=ESTbstVY97g
  • Malay Roychoudhury | 120.60.34.206 | ২৬ মার্চ ২০১২ ১৯:৫১541305
  • StarkElectricJesus বা 'প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার' টাইপ করে সার্চ করতে হবে ইউ টিউবে। ইউ আর এলটা ঠিকমতন দিতে পারিনি মনে হয়।
  • Malay Roychoudhury | 178.61.96.29 | ২৬ মার্চ ২০১২ ১৯:৫৪541316

  • kc | 178.61.96.29 | ২৬ মার্চ ২০১২ ২০:৩৬541327
  • কবিকে,
    আপনাকে কী বলে সম্বোধন করি!! আপনার কবিতা একসময় পড়তাম খুব। পড়ে বেশীরভাগ সময়েই খুব কাঁচা কাঁচা গালাগাল করতাম। কিছুক্ষণ পরে আবার পড়তাম তারপরে আবার....
    আপনারা সেই সময়ের একটা ইশতেহারে লিখেছিলেন আত্মআবিষ্কারের পর লেখা, আঁকা ছেড়ে দিতে হবে। কিন্তু কেউইতো ছাড়তে পারেননি, তার মানে কি ওটা করা যায়না? যদি নাই করা যাবে তাইলে ইশতেহার কেন? আত্মআবিষ্কার বলতে আপনারা কি বোঝাতে চাইতেন?

    আপনাদের ওই দামাল সময়ে আমি জন্মাইওনি। পরে পড়েছি এসব। খোদ মলয় রায়চৌধুরীকে এই প্রশ্ন করবার সাহস ও সুযোগ কোনওদিন পাব ভাবিওনি।

    প্রণাম জানবেন।
  • nk | 151.141.84.239 | ২৬ মার্চ ২০১২ ২১:০০541338
  • আমি একেবারেই পড়িনি, মলয় রায়চৌধুরীর কবিতা। :-(
    অবশ্য কার কবিতাই বা তেমন পড়েছি?
    ওনার একেবারে প্রাইম টাইমে লেখা খুব ভালো কবিতা একটা তুলে দিন না কেউ।
    আগাম ধন্যবাদ।
  • byaang | 122.167.111.82 | ২৬ মার্চ ২০১২ ২১:১৪541349
  • জানি না আমি এটা লিখছি বলে কার কী রিঅ্যাকশন হবে, তাও বলি, নিশির 9:00PM অনুরোধকে আমি আরো একটু ফিল্টার করে বলি, আমি শুধু সেইসব কবিতা পড়তে আগ্রহী থাকব, যেখানে নারীশরীরের অ্যানাটমি নিয়ে চর্চাটা কম। অবিশ্যি আমার অনুরোধকে গ্রাহ্যি করার দায় নেই কারুর।
  • pi | 72.83.76.34 | ২৬ মার্চ ২০১২ ২১:১৮541360
  • প্রচণ্ড বৈদ্যুতিক ছুতারের লিংকটা :


  • kc | 178.61.96.29 | ২৬ মার্চ ২০১২ ২১:২০541372
  • byaangeTaparh

    বিশ্বাস এক দুর্ঘটনা
    বুকপকেটে শ্রেণি

    প্রতিরোধী থাকেন জেলে
    কাজু-ফলের ফেনি
    বরং ভালো
    ভুল অঙ্কের ডানা

    উড়বে হাগবে অ্যালজেবরার
    বেঠিক উত্তরে
    অম্ল-পিত্ত-কফের চাকে
    বিশ্বাসী আস্তানা

    মোড়ল দলের পাড়ার কেউ বা
    আওড়ায় বেঘোরে
    ছাদঢালায়ের সমরবাদ্য
    কর্তাবাবার জানা

    মেলাবেন তিনি অন্তরীক্ষে
    মোক্ষ একখানা ।
  • byaang | 122.167.111.82 | ২৬ মার্চ ২০১২ ২১:২৩541383
  • থ্যাংকিউ কেসি
  • kc | 178.61.96.29 | ২৬ মার্চ ২০১২ ২১:৩১541385
  • মলয় রায়চোধুরীর কবিতা

    প্রস্তুতি

    কে বললে বিদ্ধস্ত হয়েছি ? দাঁত-নখ নেই বলে? ওগুলি কি খুবই
    জরুরি ? আবাঁট চাকুর মেধা তলপেট লক্ষ করে বিদ্ধ করে দিয়েছি সেসব
    এরই মধ্যে ভুলে গেলেন কেন? পাঁঠার মুখের কাছে
    পাতাসুদ্ধ কচি এলাচের গোছা, সেই যে সেই সব কাণ্ড ? ঘৃণাশিল্প ক্রোধশিল্প
    যুদ্ধশিল্প ! পিছমোড়া মুখবাঁধা যুবতী সানথাল: গোলাপি ফুসফুস ছিঁড়ে
    কুখরির ধারালো আনচান---সেইসব ?
    হৃৎমাংসে রক্তমেখে উঠে-আসা চাকুর গরিমা ? আমার তো গান বা
    সংগীত নেই ; কেবল চীৎকার; যতটা হাঁ করতে পারি
    নির্বাক জঙ্গলের ভেষজ সুগন্ধ; ঘুঁজি পরিসর কিম্বা হারাম সন্ন্যাস
    বলিনি 'জিভ দিন জিভ গোঙানি ফেরত নাও
    দাঁতে দাঁত দিয়ে সহ্য করার ক্ষমতা' । নির্ভীক বারুদ বলবে:
    'মূর্খতাই একমাত্র শিক্ষণীয়' । উদারহস্ত নুলো
    দাঁতে ছুরি নিয়ে আমি লাফিয়াছি জুয়ার টেবিলে, তোমরা ঘিরে ফ্যালো
    ছেঁকে ধরো রাবার বাগিচা কফি চায়ের বাগান থেকে
    গামবুটে স্বচ্ছন্দ চাকুরিসুদ্দু এসো কে কোথায় আছো
    জরাসন্ধের পুং যেভাবে বিভক্ত হয় হীরকের দ্যুতি ছলকে ওঠে
    হাত-পা চালিয়ে যাওয়া ছাড়া আর জ্ঞানগমিয় বলে কিছু নেই
    বাঁশির মতন ধরে সিঁধকাঠি বাজিয়ে দেখেছি আমি অসুখে অভাবে
    আপেল ত্বকের মোমরেণু মাখা ভঙ্গুর স্নেহ
    সঙ্গমের আগে মাদি পিপীলিকা ডানা খুলে রেখে দেবে পাশে
    আমিও উরুত চাপড়ে বিকল্প চীৎকার দিচ্ছি: পৃথিবীকে খালি করো
    বেরও বের হও সর্বশক্তিমান
    বান্দরের চুলকানিপ্রবণ চার হাতে শঙ্খ
    চক্র পদ্ম গদা নিয়ে নিজের ঘামের নুনে লবণ-বিদ্রোহ হোক
    বারুদ সুতলি ধরে বিস্ফোরণের দিকে তুমাকার স্ফুলিঙ্গ ছুটুক
    সারা গায়ে অন্ধকার লেপড়ে এসো বাকফসলের কারবারি
    কুকুরযুবার মনোমালিন্যে ভরা মাঝরাতে
    কীটনাশকের ঝাঁঝে মজে থাকা ফড়িঙের রুগ্ন দুপুরে
    ভূজ্ঞানসম্পন্ন কেঁচো উঠে আয়
    চাকুর লাবণ্য আমি আরেকবার এ-তল্লাটে দেখাতে এসেছি ।
  • Nishan Chatterjee | 72.89.206.2 | ২৬ মার্চ ২০১২ ২১:৩৪541386
  • আমি এটা বলবো না hungrygeneration আমার দুর্দান্ত প্রিয়, আর সে জমানা আমার যৌবনও নয়, কিন্তু ফাল্গুণীর কবিতা ভালো লাগে

    তবে মলয় রায়চৌধুরী, আপনি আপনিই, iconicon ই হয়, ভীষণ ভালো লাগলো আপনাকে এখানে দেখে, কবিতাগুলি পড়ছি, সময়ে অসময়ে আমার অবান্তর মন্তব্যও করবো :)
  • aranya | 144.160.226.53 | ২৬ মার্চ ২০১২ ২১:৩৬541387
  • ধন্যবাদ কেসি। পাই করেছে কি, মলয় রায়চৌধুরীকে ধরে নিয়ে এসেছে, হ্যাটস্‌ অফ !!
    মলয়দা, সুস্বাগতম।
  • Sam | 117.192.228.76 | ২৬ মার্চ ২০১২ ২২:৫৭541388
  • প্রস্তুতি লেখাটা পরে একটা শিহরণ হলো. এই হলো কবিতা... পুরো শরীরটাকে চাকু দিয়ে দু খন্ড করে দিতে পারে. অসাধারণ. অনুকরণ ও অনুসরণের জন্যে আজকের রাত তা dedicate করব.
  • ppn | 112.133.206.22 | ২৬ মার্চ ২০১২ ২৩:৪৮541389
  • হ্যাঁ, এই হল কবিতা। বিদ্যুতের শকের মত। মলয়দা (যদিও আপনি আমার বাবার বয়সী, তাও মলয়দা বলছি) আপনাকে দূর থেকে একটা সম্মোহিত অভিবাদন জানালাম।
  • Nina | 69.141.168.183 | ২৭ মার্চ ২০১২ ০৮:২৯541390
  • কবি কে প্রণাম জানাই!
    এই রকম সুযোগ--মলয় রায় চৌধুরির লিখছেন গুরু তে --ভাবতেই পারছিনা।
    জয় গুরু ! জয় পাটনা--মানে ইয়ে খুব ভাল লাগছে --আমিও পাটনার কিনা :-)
    পাই কে অভিনন্দন আর ধন্যযোগ!

  • Malay Roychoudhury | 120.60.39.40 | ২৭ মার্চ ২০১২ ১০:৪২541391
  • যাঁরা আমার লেখা বই পড়তে চান তাঁরা কলকাতায় 'ক্যাম্প' ও 'দে বুকস' আর ঢাকায় 'ক্যাম্প' ও 'নবযুগ'এর দোকানে খোঁজ করতে পারেন। কয়েকটি বই পাওয়া যাচ্ছে এখনও:-
    ১) প্রবন্ধ সংগ্রহ [ দুটি খন্ডে ] প্রকাশক: আবিষ্কার প্রকাশনী, ১২ এ আদিগঙ্গা রোড, বাঁশদ্রোণী, কলকাতা ৭০০ ০৭০ । মোবাইল: ৯৮৩০৩৩১০৯২
    ২) মলয় রায়চৌধুরীর কবিতা [১৯৬১-২০০৪] প্রকাশক:আবিষ্কার প্রকাশনী ।
    ৩) ছোটোলোকের ছোটোবেলা [বাল্যস্মৃতি] প্রকাশক:চর্চাপদ পাবলিকেশন, ১৩বি রাধানাথ মল্লিক লেন, কলকাতা ৭০০ ০১২ । ফোন: ২২৫৭-৩১৪৪ । মোবাইল: ৯৮৩০৩৭৯৮৪২
    ৪) অপ্রকাশিত ছোটোগল্প । প্রকাশক: কোয়ার্ক পাবলিশার্স, ১০/৯ সিদ্ধিনাথ চ্যাটার্জি রোড, কলকাতা ৭০০০৩৪ । ফোন: ২৪৪৭-৯৬৪৪, মোবাইল: ৯৮৩০০১৫৫২৫
    ৫) আধুনিকতার বিরুদ্ধে কথাবাত্রা । প্রকাশক: কবিতা পাক্ষিক, ৪৯ পটলডাঙা স্ট্রিট, কলকাতা ৭০০০০৯
    ৬) শার্ল বদল্যার । প্রকাশক : কবিতীর্থ, ৫০/৩ কবিতীর্থ সরণী, কলকাতা ৭০০০২৩। মোবাইল: ৯২৩১৮৫৯৯৮৮
    ৭)নাটকসমগ্র । প্রকাশক: কবিতীর্থ ।
  • saikat | 202.54.74.119 | ২৭ মার্চ ২০১২ ১১:১৮541392
  • মলয়বাবু যে তালিকাটা দিয়েছেন সেখানে ওনার "তিনটি উপন্যাস" নামে বইটা নেই দেখলাম। "তেহাই" থেকে বেরিয়েছিল, বছর দুয়েক আগের বইমেলায় কিনেছিলাম। তেহাই পত্রিকাটি কিংবা তাদের প্রকাশনা আছে কিনা জানিনা, কিন্তু বইটা জোগাড় করে উপন্যাস তিনটে পড়া উচিত বলে মনে করি।
  • kallol | 119.226.79.139 | ২৭ মার্চ ২০১২ ১২:৩৭541394
  • মলয়বাবুকে একটা অনুরোধ আছে। ছোটলোকের বড়বেলা জানতে ইচ্ছে হয়।
    কবিতা চলুক। একটু স্মৃতিগদ্যও হোক।
    আসলে আমরা তখন সদ্য রাজনীতিতে, মানে নকশাল রাজনীতিতে। আপনাদের সম্পর্কে সাধারণ ভাবে ধারনা দেওয়া হতো ""অশ্লীল "", ""বিপথগামী""। সেটা অবশ্য প্রতিষ্ঠানও বলত। সেটাও যে একটা বিদ্রোহ তা বুঝতে বুঝতে সময় লেগেছে। আমার বারবার মনে হয় আপনারা পশ্চিমবঙ্গের ফ্লাওয়ার চিল্ড্রেন আন্দোলন। তবে সেটা নেহাৎই আমার চিন্তা।
    এই বিদ্রোহের কথা শুনতে চাই, বিদ্রোহীর জবানীতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন