এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • মলয়ের লেখাপত্তর

    pi
    বইপত্তর | ২৪ মার্চ ২০১২ | ২৪৩০৫৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nishan Chatterjee | 72.89.206.2 | ২৭ মার্চ ২০১২ ১৭:১৮541395
  • শেষের কবিতাটা পড়ে মনে হোলো আমার মাথার মধ্যে মোমের মধ্যে দিয়ে যাবার মত একটা চাকু সাট করে চলে গেলো

    আর প্রজাপতি প্রজন্মের নারী পড়ে গা শিরশির করে উঠলো :)

    জিও কাকা, মলয়দা (যদিও আপনি আমারও বাবার বয়েসী, তাও দাদা বললাম) আপনার কবিতা আমি আগে পড়িনি, মানে প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, আর সেই রাগে আর কিছু পড়িনি, তবে কি জিনিস হারিয়েছি অ্যাদ্দিন বুঝিনি :)
  • Malay Roychoudhury | 120.60.41.83 | ২৭ মার্চ ২০১২ ২০:২০541396
  • ১) ছোটোলোকের যৌবন 'বিষয়মুখ' পত্রিকায় তিন কিস্তিতে বেরিয়েছিল 'অভিমুখের উপজীব্য' নামে। আর ঐ পত্রিকাতেই বেরিয়েছিল 'অরূপ তোমার এঁটোকাঁটা' নামে যা 'তেহাই' পত্রিকায় রিপ্রিন্ট হয়েছিল। এগুলো বই হয়নি।
    ২)'তিনটি উপন্যাস' [ডুবজলে যেটুকু প্রশ্বাস, জলাঞ্জলি,নামগন্ধ] পাওয়া যায় কিনা জানি না। প্রকাশক নানা ব্যক্তিগত সমস্যা সামলে উঠতে পারেননি । দে বুক স্টোরকে বললে হয়তো তেহাই প্রকাশনী থেকে আনিয়ে দেবেন।
    তেহাই প্রকাশনী, এবি ২৯, অটল আবাস, দেশবন্ধুনগর, বাগুইআটি, কলকাতা ৭০০০৫৯
  • Malay Roychoudhury | 120.60.27.137 | ২৮ মার্চ ২০১২ ১৯:০১541397
  • মলয় রায়চৌধুরীর কবিতা
    "এ কেমন বেরী"

    ভাবা যায় ? কোনো প্রতিপক্ষ নেই !
    সবকটা আধমরা হয়ে আজ শুয়ে আছে পায়ের তলায় ?
    কিছুই করিনি আমি
    কেবল মুখেতে হাত চাপা দিয়ে চিৎকার করেছি থেকে থেকে
    হাহাহা হাহাহা হাহা হাহা
    পিস্তল কোমরে বাঁধা তেমনই ছিল সঙ্গোপনে
    ক্ষুর বা ভোজালি বের করিনিকো
    বোমাগুলো শান্তিনিকেতনি ব্যাগে চুপচাপ যেমন-কে-তেমন পড়ে আছে

    আমি তো আটঘাট বেঁধে ভেবেছি বদলা নেব নিকেশ করব একে একে
    সকলেই এত ভিতু জানতে পারিনি
    একা কেউ যুঝতে পারে না বলে দল বেঁধে ঘিরে ধরেছিল
    এখন ময়দান ফাঁকা
    তাব্‌ৎ মাস্তান আজ গরুর চামড়ায় তৈরি জুতোর তলায়
    কিংবা পালিয়েছে পাড়া ছেড়ে কোনো জ্ঞাতির খামারে
    আমি তো বিধর্মী যুবা এদের পাড়ার কেউ নই
    জানালার খড়খড়ি তুলে তবু যুবতীরা আমার ভুরুর দিকে তাকিয়ে রয়েছে

    ছ্যা: এরকম জয় চাইনি কখনো
    এর চেয়ে সামনে শিখণ্ডী রেখে জেতা ছিল ভালো

    ভেবেছি চেংঘিজ খান যে লাগাম ছেড়েছে মৃত্যুর কিছু পরে
    তার রাশ টেনে ধরে চুরমার করে দেব এইসব জাল জুয়াচুরি
    আগুন লাগিয়ে দেব মাটিতে মিশিয়ে দেব ধুরন্ধর গঞ্জ-শহর
    কিন্তু আজ সমগ্র এলাকা দেখি পড়ে আছে পায়ের তলায়

    ৪ মাঘ ১৩৯১
  • Malay Roychoudhury | 120.60.31.143 | ৩০ মার্চ ২০১২ ১০:২৮541398
  • এখানে আমার লেখা প্রথম কাব্যনাট্য আছে। অধিবাস্তব কাব্যনাট্য।

    http://www.sahityacafe.com/?p=3967
  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১২:২৩541399
  • মলয়দা।
    সে তো ঠিক আছে। আমার প্রস্তাবটা ছিলো গুরুতে লেখার। এখানে টইপত্তরে লেখার একটা অন্য মজা আছে। লেখার অ্যাতো interactive ফোরাম, বড় পাওয়া যায় না। আমার লেখাটা লিখতে গিয়ে খুব মজা পেয়েছি। একদম নতুনরকম অভিজ্ঞতা।
    আপনাকে গ্যান দেবার কিচ্ছুটি নেই। এটা শুধু একটা অন্য রকম লেখা পড়তে পাওয়ার লোভে অনুরোধ।
  • Malay Roychoudhury | 120.60.41.143 | ০২ এপ্রিল ২০১২ ১০:২৫541400
  • এখানে আমার লেখা কয়েকটি রূপকথা আছে

    http://chhotogalpo.wordpress.com
  • Malay Roychoudhury | 120.60.41.143 | ০২ এপ্রিল ২০১২ ১১:২৩541402
  • এখানে আমার কয়েকটা সাক্ষাৎকার আছে

    http://banglainterview.wordpress.com
  • Malay Roychoudhury | 120.60.41.143 | ০২ এপ্রিল ২০১২ ১২:০৩541403
  • এখানে আরও ফোটো আছে

    http://hungryderphoto.wordpress.com
  • Malay Roychoudhury | 120.60.28.110 | ০২ এপ্রিল ২০১২ ১৯:৩০541405
  • এখানে আমার কয়েকটা ছোটো প্রবন্ধ আছে

    http://malayerprobondha.wordpress.com
  • Malay Roychoudhury | 120.60.47.229 | ০৫ এপ্রিল ২০১২ ১৯:৪৫541406
  • "সবুজ দেবকন্যা"
    ও: তুই-ই তাহলে সেই সুন্দরী দেবকন্যা
    তুলুজ লত্রেক র‌্যাঁবো ভেরলেন বদল্যার
    ভ্যান গঘ মদিগলিয়ানি আরো কে কে
    পড়েছি কৈশোরে, কোমর আঁকড়ে তোর
    চলে যেত আলো নেশা তন্দ্রা আরো মিঠে
    ঝলমলে বিভ্রমের মাংসল মেজাজি রঙে
    বড় বেশি সাজুগুজু-করা মেয়েদের নাচে
    স্পন্দনের ছাঁদ ভেঙে আলতো তুলে নিত
    মোচড়ানো সংবেদন কাগজে ক্যানভাসে

    অ্যামস্টারডম শহরের ভিড়ে ঠাসা খালপাড়ে
    হাঁ করে দেখছি সারা বিশ্ব থেকে এনে তোলা
    বিশাল শোকেশে বসে বিলোচ্ছেন হাসিমুখ
    প্রায়-ল্যাংটো ফরসা বাদামি কালো যুবতীরা
    অন্ধকার ঘরে জ্বলছে ফিকে লাল হ্যালো
    এক কিস্তি কুড়ি মিনিট মিশনারি ফুর্তির ঢঙে--
    পকেটে রেস্ত গুণে পুরানো বিতর্কে ফিরি:
    কনটেন্ট নাকি ফর্ম কোনটা বেশি সুখদায়ী
    তাছাড়া কী ভাবে আলাদা এই আবসাঁথ ?

    যুবতী উত্তর দ্যান, শুয়েই দ্যাখো না নিজে
    এই একমাত্র মদ বীর্যকে সবুজ করে তোলে !
  • ranjan roy | 122.168.18.165 | ০৫ এপ্রিল ২০১২ ২৩:৪৮541407
  • শ্রদ্ধেয় মলয়দা,
    আপনার লেখা প্রবন্ধগুলো "গুরু'র সৌজন্যে পড়ার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।
    প্রথম যৌবনে বামপন্থী সংস্কৃতির প্রভাবে হাংরি কাব্য আন্দোলনের সম্বন্ধে জিগ্যেস করলে দাদারা বলতেন-- ওটা মার্কিন সাম্রাজ্যবাদের পয়সায় ইত্যাদি ইত্যাদি--।
    ( এনিওয়ে, বন্ধ হয়ে যাওয়া ইংরেজি ত্রৈমাসিকটি কি কোয়েস্ট? না এনকাউন্টার?)
    বুড়ো বয়সে জেনেছি কবিতার লেখার জন্যে আপনাদের কারাবাস হয়েছিল।????
    মনে হল পড়তে হবে। অনেক চেষ্টায় দু'বছর আগে হাতে এল হিন্দমোটরের ভুমেন্দ্র বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক শৈলেশ্বর ঘোষ মহাশয়ের লেখা ছোটখাট চেহারার হাংরি আন্দোলনের ইতিহাস। তাতে অবাক হয়ে দেখলাম পাটনা থেকে কোলকাতায় মাঝে মধ্যে উড়ে এসে জুড়ে বসা
    রায়চৌধুরি ভাইদের প্রতি উষ্মা!
    আসলে শংখ ঘোষ সম্পাদিত জীবনানন্দের ওপর প্রবন্ধ সংকলনে শৈলেশ্বর ঘোষের প্রবন্ধটি পড়ে ভাল লেগেছিল। মনে হয়েছিল যে প্রচলিত বামপন্থী প্রচারের বিপরীতে হাংরি সাহিত্য আন্দোলনের একটি সুচিন্তিত দর্শন ও ম্যানিফেস্টো আছে, এবং তা সমকালীন গণজীবনের প্রতি উদাসীন, এমন নয়।
    ওই বইটি পড়ে ধারণা হয়েছিল যে ১৯৬৫র পরেও হাংরি আন্দোলন চলেছে, দুটো ভাগ হয়েছে। শৈলেশ্বররা চালাচ্ছেন। আপনার লেখা উল্লেখ করে বলা হয়েছে যে ওতে সত্যের বদল আছে। এবং শৈলেশ্বর রাজসাক্ষী নন। আপনাদের সঙ্গে পদ্ধতিগত মতবিরোধে উনি আলাদা। ইত্যাদি।
    তারপর বন্ধুবর রাঘব বন্দ্যোর সৌজন্যে পড়লাম "" ছোটলোকের ছেলেবেলা'' । ব্যস, মুগ্‌ধ হয়ে গেলাম, তারপর আপনার ও সমীরবাবুর লেখা আজ পড়লাম।
    প্লীজ, অন্যভাবে নেবেন না।
    কিন্তু শৈলেশ্বর ঘোষ মহাশয়ের লেখা বক্তব্য নিয়ে যদি কিছু বলেন!
    আমাদের একটা সময়কে বুঝতে একটু সুবিধে হবে।
  • Malay Roychoudhury | 120.60.27.66 | ০৬ এপ্রিল ২০১২ ১০:৫৫541408
  • প্রিয় রঞ্জন রায়, হাংরি আন্দোলন নিয়ে অধ্যাপক বিষ্ণুচন্দ্র দে গবেষণা করে পিএচ ডি পেয়েছেন। ওনার গবেষণাপত্র এই বছরই প্রকাশিত হবে বলে শুনেছি। তাতে আপনার উত্তর পাবেন বলে মনে হয়। আপাতত এই লিংকটি দেখতে পারেন:

    http://hungryalist.wordpress.com
  • Malay Roychoudhury | 120.60.27.66 | ০৬ এপ্রিল ২০১২ ১১:০২541409
  • "ঘুণপোকার সিংহাসন"
    ওগো স্তন্যপায়ী ভাষা পিপীলিকাভূক মুখচোরা
    ভূচর খেচর জলচর দাম্পত্যজীবনে তুষ্ট একশিঙা
    নীলগাই বারাশিঙা চোরাকিশোরীর হাতে মূল্যবান প্রাণী
    শলে বিচরণকারী উদবিড়াল গন্ধগোকুল বিনোদিনী
    শব্দগহ্বর খেয়ে নোকরশাহির রাজ্য এনেছ এদেশে ।
    ২ ভাদ্র ১৩৯২
  • Malay Roychoudhury | 120.60.49.140 | ০৬ এপ্রিল ২০১২ ২০:৪২541410
  • প্রিয় রঞ্জনবাবু
    এটা বাংলায় লেখা লিংক, দেখতে পারেন:

    http://andolonerkatha.blogspot.com
  • ranjan roy | 122.168.35.31 | ০৬ এপ্রিল ২০১২ ২৩:১৫541411
  • প্রিয় মলয়দা,
    দুটো লিংকই ভালো করে পড়লাম। খুব খুব ভালো লাগল।
    তুলনাকরে অনেকগুলো ভুল-ভ্রান্তি কাটলো।
    না, শৈলেশ্বর ঘোষ মশায়ের জন্যে রাগ হচ্ছে না। শুধু বুঝতে পারছি-- মিডিয়ার আক্রমণ এবং ব্যাপক সমর্থনের অভাব ( এবং গ্ল্যামারের অভাবও বটে!) এই সব নিয়ে বিশ্বাসের পক্ষে মাথা ঠিক রাখা এবং উঁচু রাখা, এককথায় স্রোতের বিরুদ্ধে দাঁড়ানো-- কি কঠিন!
    তাই আপনার , সমীরবাবুর ও অন্য দু'একজনের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।
    আর কোর্টে ডিফেন্স উইটনেসের মধ্যে তরুণ সান্যাল ও
    সুনীল গাঙ্গুলীর নাম( পরে উনি এই আন্দোলন নিয়ে যাই
    বলুন না কেন)। এক সময় তরুণ ও আশিস সান্যালের কবিতা ভালো লেগেছিল।
  • kallol | 101.63.240.207 | ০৭ এপ্রিল ২০১২ ০৯:৩৫541412
  • মলয়দা। মার্কসবাদের উত্তরাধিকার কি কোথাও পাওয়া যাবে?
  • Malay Roychoudhury | 120.60.1.59 | ০৭ এপ্রিল ২০১২ ১২:২৬541413
  • ওপরে যে বইয়ের তালিকা দেয়া আছে তাছাড়া আমার অন্য বইপত্র পাওয়া যায় না। এবছর কবিতীর্থ থেকে 'নির্বাচিত প্রবন্ধ' এবং 'অনুবাদ সংকলন' প্রকাশিত হবে।
  • Malay Roychoudhury | 120.60.1.59 | ০৭ এপ্রিল ২০১২ ১২:৪৭541414
  • "কী বিষয় কী বিষয়"

    আররে রবীন্দ্রনাথ
    তোমার সঙ্গেই তো নেচেছিলুম সেদিন
    আঙুলের ইতিহাসে একতারার হাফবাউল ড়িং ড়াং তুলে
    ফ্রি স্কুল স্ট্রিটের জমঘট থেকে সদর স্ট্রিটের লবঙ্গবাজারে
    যেতে যেতে তুমি বললে, 'আমাগো শিলাইদহ থিকা আসতাসি
    আলুমুদ্দিন দপতর যামু'

    আগুন আর জলের তৈরি তোমার ঠোঁটে
    তখনও একচিলতে ব্রহ্মসঙ্গীত লেগেছিল কী গরম কী গরম
    গ্যাবার্ডিনের আলখাল্লা ফেলে দিলে ছুঁড়ে
    দেখলুম তোমার ফরসা গায়ে জোঁক ধরেছে
    বড়ো জোঁক বর্ষার জোড়াসাঁকোয়

    সেলিমের দোকানে শিককাবাবের গন্ধে
    'নেড়েগুলা কী রান্ধতাসে' জানতে চাইলে
    ও বললে, 'না বুঝলুঁ ? সাঁড়কে ছালন ছে !
    আঁহা দেখুঁ না চখকে'

    চায়ের ঠেকে টাকমাথা চুটকি দাড়ি
    ভ্লাদিমির ইলিচ আর সোনালি-চুল ভেরা ইভানোভা জাসুলিচ
    আর তোমার মতন রুপোলি দাড়িতে অ্যাক্সেলরদ আর মারতভ
    যার গাল আপনা-আপনি কাঁপছিল দেখে তুমি বললে
    'উয়াদের ধড়গুলা কুথায় ?'

    আমি আমার নাচ
    থামাতে পারছিলুম না বলে তুমি নিজের একতারাটা দিতে চাইলে
    কেননা তোমার পা থেকে নাচ যে পেরেছে খুলে নিয়ে গেছে
    আর এখন তো দিনের বেলাও লাইটপোস্টে হ্যালোজেন জ্বলে
    কী আনন্দ কী আনন্দ

    সদর স্ট্রিটের বারান্দায়
    তোমার তিন-ঠেঙে চেয়ারখানা পড়ে আছে
    হুড়োহুড়ি প্রেম করতে গিয়ে পায়া ভেঙে ফেলেছিলে
    তারিখ সন লেখা আছে জীবনস্মৃতিতে
    কী ভালোবাসা কী ভালোবাসা

    তোমার ফিটনগাড়ির ঘোড়া তো
    কোকিলের মতন ডাকছে দাদু রবীন্দ্রনাথ
    আর তোমার বীর্যের রেলিক্স থেকে কতজন যে পয়দা হয়েছিল
    মাটি থেকে ছোলাভাজা তুলে খাচ্ছে

    'ওগুলা কী' ? আমি বললুম কাক ।
    'ওগুলারে কী কয়' ? আমি বললুম সেলিমকেই জিগেস করো,
    ও এই অঞ্চলে তোলা আদায় করে ।
    কী ঐশ্বর্য কী ঐশ্বর্য

    ২৪ আগস্ট ১৯৯৯
  • kallol | 115.184.87.57 | ০৭ এপ্রিল ২০১২ ২১:২১541416
  • কবিতাটি আফরিন।
    কিন্তু আমার মার্কসবাদের উত্তরাধিকার পড়ার কি হবে?
  • kallol | 115.241.43.254 | ০৮ এপ্রিল ২০১২ ০৯:২১541417
  • হাংরি আন্দোলনের কথা পড়লাম। আদালতের জায়গাটি বেশ কৌতুহলদ্দীপক। শক্তি ভয় পেয়েছিলো এটা খুব ভালো বোঝা যায়, ওর সাক্ষ পড়ে।

    মলয়দা, এখন কি লিখছেন? এখানেও লিখুন না, নতুন কবিতা/গদ্য।
  • Malay Roychoudhury | 120.60.39.83 | ০৮ এপ্রিল ২০১২ ১০:০৯541418
  • এখানে আমাকে লেখা অ্যালেন গিন্সবার্গ, লরেন্স ফেরলিংঘেট্টি, হাওয়ার্ড ম্যাককর্ড এবং আরও অনেকের চিঠি আছে।

    http://letterstomalay.blogspot.com
  • Malay Roychoudhury | 120.60.31.202 | ০৮ এপ্রিল ২০১২ ১৮:৫৬541419
  • "মর মুখপুড়ি"

    এই বেশ ভাল হল, অ্যামি, বিন্দাস জীবন ফেঁদে তাকে
    গানে নাচে মাদকের জুয়ার পূণ্যে অ্যামি, কী বলব বল,
    অ্যামি ওয়াইনহাউস, অ্যামি, আমি তো ছিলুম তোর
    জানালার কাচ ভেঙে 'ল্যাম্ব অফ গড'-এর দামামায়,
    বাজ-পড়া গিটারের ছেনাল আলোয় চকাচৌঁধ ভাম,
    অ্যামি, আমি তো ছিলুম, তুই দেখলি না, হের্শেল টমাসের
    শিয়রে বিষের শিশি মাধুকরী লেপের নি:শ্বাসে,অ্যামি,
    স্তনের গোলাপি উলকি প্রজাপতি হয়ে কাঁপছি, দেখছিস,
    লাল রঙে, অ্যামি, অ্যামি ওয়াইনহাউস, মুখপুড়ি
    হ্যাশের ঝাপসা নদী কোকেনে দোলানো কোমর, চোখ
    ধ্যাবড়া কাজলে ঘোলা ঠিক যেন বাবার রিটাচ-করা
    খুকিদের নকল গোলাপি ঠোঁট বমে ভাসাচ্ছে হাসি
    সাদা-কালো, হ্যাঁ, সাদা-কালো, 'ব্যাক টু ব্ল্যাক' গাইছিস
    বিবিসির ভিড়েল মাচানে কিংবা রকবাজ ঘেমো হুল্লোড়ে
    আরো সব কে কী যেন, ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি ভুলে
    ওহ হ্যাঁ মনে পড়ল, ক্রিস্টেন পাফ...জনি ম্যাককুলোজ...
    রাজকমল চৌধুরী...ফালগুনী রায়...অ্যান্ড্রু উড...
    সেক্স পিস্টলের সিড ভিশাস...ডার্বি গ্রেস...অ্যান্টন মেইডেন...
    শামশের আনোয়ার...সমীর বসু...কে সি কালভার...
    হেরৈন ওয়ারডোজ,ছ্যা:, ওভারডোজ কাকে বলে, অ্যামি
    ওয়াইনহাউস, বল তুই, কী ভাবে জানবে কেউ নিজেকে
    পাবার জন্য, নিজের সঙ্গে নিজে প্রেমে পড়বার জন্য,
    য়ুকিকো ওকাকার গাইতে গাইতে ছাদ থেকে শীতেল হাওয়ায়
    দু'হাত মেলে ঝাঁপ দেয়া, কিংবা বেহালা হাতে সিলিঙের হুক থেকে
    ঝুলে পড়া আয়ান কার্টিস, কত নাম কত স্মৃতি কিন্তু কারোর
    মুখ মনে করা বেশ মুশকিল, তোর মুখও ভুলে যাব...
    দিনকতক পর, ভুলে গেছি প্রথম প্রেমিকার কচি নাভির সুগন্ধ,
    শেষ নারীটির চিঠি, আত্মহত্যার হুমকি-ঠাশা, হ্যাঁ, রিয়্যালি,
    কী জানিস, তাও তো টয়লেটের অ্যাসিডে ঝলসানো হার্ট
    নরম-গরম লাশ, হা:, স্বর্গ-নরক নয়, ঘাসেতে মিনিট পনেরো
    যিশুর হোলি গ্রেইল তুলে ধরে থ্রি চিয়ার্স বন্ধুরা-শত্রুরা,
    ডারলিং, দেখা হবে অন্ধকার ক্ষণে, উদাসীন খোলা মাই,
    দু'ঠ্যাং ছড়িয়ে, এ কোন অজানা মাংস ! অজানারা ছাড়া
    আর কিছু জানবার জানাবার বাকি নেই অ্যামি, সি ইউ...
    সি ইউ...সি ইউ...সি ইউ...মিস ইউ অল...
  • . | 72.83.85.245 | ২১ এপ্রিল ২০১২ ২০:২৮541420
  • Test | 72.83.85.245 | ২২ এপ্রিল ২০১২ ১১:২২541421
  • Malay Roychoudhury | 120.60.43.207 | ২২ এপ্রিল ২০১২ ২০:৩৯541422
  • "নখ কাটা ও প্রেম"
    মলয় রায়চৌধুরী

    রবীন্দ্রনাথ, দেড়শ বছর পর একটা প্রশ্ন আপনাকে:
    কে আপনার নখ কেটে দিত যখন বিদেশ-বিভুঁয়ে থাকতেন--
    সেই বিদেশিনী ? নাকি চৌখশ সুন্দরী ভক্তিমতীরা ?
    যুবতীরা আপনার হাতখানা কোলের ওপরে নিয়ে নখ
    কেটে দিচ্ছেন, এরকম ফোটো কেউ তোলেনি যে !
    ওকামপোর হাঁটুর ওপরে রাখা আপনার দর্শনীয় পা ?

    মহাত্মা গান্ধীর দুই ডানা রাখবার সাথিনেরা
    বোধহয় কেটে দিত নখ ; কেননা বার্ধক্যে পৌঁছে
    নিজের পায়ের কাছে নেইলকাটার নিয়ে-যাওয়া, ওফ, কি
    কষ্টকর, আমার মতন বুড়ো যুবতী-সঙ্গীহীন পদ্যলিখিয়েরা
    জানে ; প্রেম যে কখন বয়সের দাবি নিয়ে আসে ।

    ফিসফিসে-লোকে বলে সুনীলদার প্রতিটি নখের জন্য
    উঠতি-কবিনী থাকে এক-এক জন । জয় গোস্বামীরও
    ছিল, তারা ঝাঁপিয়ে পড়েছে সমুদ্রের পাঁকে দুই চোখ বুজে।
    চাইবাসার ছোটোঘরে শক্তিদার নখ কেটে দিচ্ছেন প্রেমিকাটি
    দেখেছি যৌবনে। বিজদিদির নখ কেটে দেন কি শর্ৎ ?

    যশোধরা তোর নখ কেটে কি দিয়েছে তৃণাঞ্জন কখনও ?
    সুবোধ আপনি নখ কেটে দিয়েছেন মল্লিকার পা-দুখানি
    কোলের ওপরে তুলে ? কবি কত একা টের পেতে, তার পা-এ
    তাকালেই বোঝা যায় । যেমন জীবনানন্দ, হাজার বছর
    খুঁজে চলেছেন কোনো এক বনলতা নখ কেটে দিয়ে যাবে তাঁর...
  • . | 89.147.0.175 | ২৪ এপ্রিল ২০১২ ১৭:১৬541423
  • ভাসালাম। আরও লেখা পাবার আশায়।
  • ranjan roy | 14.97.167.239 | ২৪ এপ্রিল ২০১২ ২৩:১৩541424
  • শেষ দুটো কবিতা "মর মুখপুড়ি' ও নখকাটা নিয়ে দারুণ লেগেছে। বহুদিন পর মনটা ভরে গেছে। ইন্সিডেন্টলি, আমি ও এই বয়সে পায়ের, বিশেষ করে বুড়ো আঙুলের নখ কাটতে হিমসিম খাই। কিন্তু হায়! আমি তো কবিতা লিখতে পারিনে, তাই কবিদের হিংসে করি।
  • Nina | 68.34.167.250 | ২৫ এপ্রিল ২০১২ ০৮:১৯541425
  • টই তোলবার জন্য ধন্যবাদ।

    দারুণ ভাল লাগল "নখ কাটা" --

  • Malay Roychoudhury | 120.60.36.248 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৫৩541427
  • "মেশোমশায় পর্ব"

    যুধিষ্ঠির
    আববে পাণ্ডবের বাচ্চা যুধিষ্ঠির
    বহুতল বাড়ি থেকে নেবে আয় গলির মোড়েতে
    নিয়ায় ল্যাংবোট কৃষ্ণ ভীম বা নকুল কে-কে আছে
    পেটো হকিস্টিক ক্ষুর সোডার বোতল ছুরি সাইকেল চেন
    বলেদে দ্রৌপদীকে আলসে থেকে ঝুঁকে দেখে নিক
    আমার সঙ্গে আজ কিছু নেই কেউ নেই
    ধৃষ্টদ্যুম্ন দুর্যোধন নেই
    তোদেরই অঙ্গুলিহেলনে কেটে তর্জনীও দিয়েছি শৈশবে
    দাঁড়াচ্ছি পা-ফাঁক করে দন্তস্ফূট হয়ে যাবে জয়ধ্বনি তোর
    সিঁড়িতে শেকলবাঁধা মহাপ্রশানের কুত্তা লেলিয়েও দ্যাখ
    ন্যাটা হাতে যুঝে যাব জমিন ছাড়ব না
    লুমপেন বলে তোরা ঘিরে ধরবি
    আরেকবার ছিটকে পড়ব ফুটপাতে মুখে গ্যাজলা নিয়ে
    ছুটন্ত খচ্চরবাচ্চা পিঠের ওপরে খুর দেগে যাবে
    নাভিতে ব্লেডের কুচি দিয়ে তোরা খোঁচা দিবি
    পায়ুমুখে জ্বলন্ত সিগারেট
    পাঁজরে আছড়ে পড়বে কম্বলে মোড়া সোঁটা--

    দেখে নিস তোরা
    মাটিতে গোড়ালি ঠুকে পৃথিবীর চারিধারে জ্যোতির্বলয় গড়ে যাব ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন