এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • মলয়ের লেখাপত্তর

    pi
    বইপত্তর | ২৪ মার্চ ২০১২ | ২৪৩২৮০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.168.55 | ২৫ এপ্রিল ২০১২ ১২:০৫541428
  • নখ কাটার কবিতাটা হেব্বি লাগল।
  • ... | 89.147.0.175 | ২৫ এপ্রিল ২০১২ ১৪:১০541429
  • এক অর্বাচীনের স্পর্ধা ক্ষমা করবেন। প্রণাম জানিয়ে গেলাম........

    ক্ষুধার্ত বিশ্বাসঘাত
    ------------------

    কে কে যেন ছিল সে দিন,
    আদালতের ঐ কাঠগড়ায়?
    পৃথিবী অবাক হ'ল......
    কবি শাস্তি পেল কবিতা লেখার!!

    না, জেল তো কোনই শাস্তি নয়,
    অন্তত: কবির কাছে।
    একলব্য অবাক বিস্ময়ে,
    যেদিন দেখেছিল গুরু আর গুরুভাইদের,
    অঙ্গুষ্ঠ হারানো কোনও শাস্তি নয়।
    হৃদয় রক্তাক্ত হয়....
    মুখোসের আড়ালে মুখ
    বীভৎস কদর্যতার।
    আদালত তোমায় কি শাস্তি দেবে কবি?
    সে যুগে অঙ্গুষ্ঠ আর এ যুগে কলম....
    ধনু:শর তুলে রাখো.....
    দ্রোণাচার্য মন
    শোনাল অমোঘ বাণী।

    কি বলেছিলে সেদিন কবি?
    কলম তুলে রাখার বিষণ্নতায়
    কলজে নিংড়ে
    একফোঁটা কবিতাও কি
    ঝরে পড়ে নি কোন গোপন খাতায়?
    রক্ত আর অশ্রু কি
    মেশে নি একসাথে?

    কুরুক্ষেত্র যুদ্ধ শেষে
    একলব্য একা,
    ছায়া যুদ্ধে কেন মাতে
    অর্জুনের সাথে?
  • Malay Roychoudhury | 120.60.32.237 | ২৫ এপ্রিল ২০১২ ১৯:৩৮541430
  • "আলো"

    আবলুশ অন্ধকারে তলপেটে লাথি খেয়ে ছিটকে পড়ি
    পিছমোড়া করে বাঁধা হাতকড়া স্যাঁতসেঁতে ধুলো-পড়া মেঝে
    আচমকা কড়া-আলো জ্বলে উঠে চোখ ধাঁধায়
    তক্ষুনি নিভে গেলে মুখে বুট জুতো পড়ে দুতিন বার
    কষ বেয়ে রক্ত গড়াতে থাকে টের পাই

    আবার তীব্র আলো মুহূর্তে জ্বলে উঠে নিভে যায়
    গরম লোহার রড খালি-পিঠে মাংস ছেঁচে তোলে
    আমাকে লক্ষ্য করে চারিদিক থেকে আলো ঝলসে ওঠে ফের
    আপনা থেকেই চোখ কুঁচকে যায় দেখতে পাই না কাউকে
    একসঙ্গে সব আলো আরেকবার নিভে গেলে
    পরবর্তী আক্রমণ সহ্য করার জন্য নিজেকে তৈরি করে নিই।
  • Malay Roychoudhury | 120.60.28.209 | ২৬ এপ্রিল ২০১২ ১২:০৫541431
  • "আলফা পুরুষের কবিতা"

    কী দিয়ে তৈরি তুই ? নারীকে কবিতায়
    আনা যাবেনাকো বলে তোর হুমকি
    অবন্তিকা ! কোন ঋতু দিয়ে গড়া ? স্কচ
    না সিংগল মল্ট ? নাকি তুই হোমিওপ্যাথির
    শিশি থেকে উবে যাওয়া ৩৫ হাজার ফিট
    ওপরে আকাশে, প্লেনের হোল্ডে রাখা শীতে
    নদীর মোচড়ানো বাঁকে ইলিশের ঝাঁক ?
    আলোকে দেশলাই বলে ভাবলি কী ভাবে !
    কেন ? কেন ? কেন ? কেন ? অ্যাঁ, অবু,
    অবন্তিকা ? ভুলে গেলি তোরই ছোঁয়া পেয়ে
    আড়মোড়া ভেঙেছিল চকমকি পুরুষ-পাথর !
    বল তুই, বলে ফ্যাল, মিটিয়ে নে যত ঝাল
    জমা করে রেখেছিস স্কচ-খাওয়া জিভে ;
    তোরই বাড়িকে ঘিরে তুষারের তীব্র আলো--
    সূর্য ওঠেনি আজ পনেরো দিনের বেশি
    তবু তোর মুখশ্রী শীতে আলোকিত কেন ?
    আসলে অন্যের ওপরে ক্ষোভ, উপলক্ষ্য আমি !
    হ্যাঁ, হ্যাঁ, খুলে বল, দাঁতে দাঁত দিয়ে বল
    যে ভাবে ইচ্ছে তুই উগরে দে স্টক তোর...

    তোকে নিয়ে লিখতে পারব না, এ-নিষেধ
    অমান্য করেই তবে পাতছি চোরা শব্দ-ফাঁদ
    অবন্তিকা বুনোগন্ধা খুকিবাদী হে প্রেমিকা
    এই নে মাটির পোড়ানো আংটি, হাঁটু গেড়ে
    দিচ্ছি তোর ক্রুদ্ধ আঙুলে, নিবি বা না নিবি
    তা তোর অ্যাড্রেনালিন বুঝবে, অবন্তিকা
    আমি তো নাচার, যতক্ষণ না যাচ্ছিস
    মগজের ছাইগাদা-বিস্মৃতির উড়ো আবডালে...
  • Nina | 12.149.39.84 | ২৬ এপ্রিল ২০১২ ২১:৪৩541432
  • দুরন্ত লেখা! একটা কেমন যেন হাঁসফাঁস করা ভালোলাগা ---
  • Malay Roychoudhury | 120.60.41.164 | ২৭ এপ্রিল ২০১২ ১১:২৬541433
  • এখানে আমার লেখা প্রথম কাব্যনার্ট "ভালোবাসার উৎসব" আছে। সম্প্রতি লেখা । একটি হাইপার-রিয়াল কাব্যনাট্য ।

    http://www.sahityacafe.com/?p=3967
  • Malay Roychoudhury | 120.60.38.233 | ২৮ এপ্রিল ২০১২ ১২:১৫541434
  • "চলো গুলফিঘাট"

    কেউ মরলেই তার শব ঘিরে মৃত্যু উৎসব ছিল ইমলিতলায়
    বয়:সন্ধির পর দেহের ভেতরে অহরহ উৎসব চলে তাই
    তারা মারা গেলে কান্নাকাটি চাপড়ানি নয়, বিলাপ কেবল
    শিশুদের জন্য করো বাচ্চা-বুতরুর জন্য কাঁদো যতো পারো

    শবখাটে চারকোণে মাটির ধুনুচি বেঁধে গুলফিঘাটের শমসানে
    ঢোলচি ঢোলকসহ সানাই বাজিয়ে নেচে আর গেয়ে পাড়ার ছোঁড়ারা
    কুড়োতুম ছুঁড়ে-ফেলা তামার-পয়সা প্যাঁড়া আম লিচু আকন্দের মালা
    ফিরে এসে বিকেলে রোয়াকে বসে বুড়ো-বুড়ি-কিশোর-যুবক
    তাড়ি বা ঠররা আর তার সাথে শুয়োরের পোড়া পিঠ-পেট
    খেতে-খেতে ঠহাকা-মাখানো হাসি মাথায় গামছা বেঁধে গান

    আমি মরবার পর ছেরাদ্দ বা শোকসভা নয়; ইমলিতলার ঢঙে
    উৎসব করবার কথা ছেলেকে মেয়েকে বলা আছে : মদ-মাংস খাও
    স্বজন বান্ধব জ্ঞাতি সবাইকে বলো অংশ নিতে শমসানের পথে
    বেহেড হুল্লোড় করে নাচতে-গাইতে যেও ফিরো নেচে-গেয়ে
    মেটালিকা পাংক-রক হিপহপ সুমন শাকিরা ক্যাকটাস
    বিটলস এলভিস কিশোর কুমার ও ইয়ুডলিঙে আর ডি বর্মন...
  • Malay Roychoudhury | 120.60.30.67 | ২৯ এপ্রিল ২০১২ ২০:৪৪541435
  • 'বোধ' পত্রিকার সম্পাদক কবি অরুণকুমার চট্টোপাধ্যায় আজ সন্ধ্যায় মারা গেছেন।
  • Malay Roychoudhury | 130.60.34.144 | ২৭ মে ২০১২ ২০:০৩541436
  • আমার পাতাটা তো খুঁজে পাচ্ছি না আই পি ? তুমি বললে পোস্ট করার জন্য , কিন্তু কোথায় পোস্ট করব ?
  • Malay Roychoudhury | 130.60.34.144 | ২৭ মে ২০১২ ২০:১৫541438
  • "মেরু বিপর্যয়"
    মলয় রায়চৌধুরী

    অবন্তিকা, হিপি বিদেশিনী, স্লিপিং ব্যাগেতে তোর
    চুপচাপ ঢুকে যেতে দিয়েছিলি, শুনে আমি কবি,
    টাইম পত্রিকা ফোটো ছাপিয়েছে, বিটনিকরাও
    লিখেছে আমার কথা বড় করে তাদের কাগজে--
    হ্যাশ টেনে ভোম মেরে দু-ঠ্যাং ছড়িয়ে সে-প্রণয়
    গিঁথে আছে চেতনায় কবিতা ভাঙিয়ে তোর শ্বাস
    না-মাজা দাঁতের ভাপ সোনালি শুকনো চুল ধরে
    বুকে ময়লাটে তাপে মুখ গুঁজে কবিত্ব করেছি;
    বলেছিলি, কবিতা তো জিভের ডগায় বাস করে
    তোমার ভাষায় লেখো জিভ দিয়ে রহস্য-গহ্বরে !

    আমার পৃথিবী উল্টে দিয়েছিস সেই রাত থেকে
    পা উপরে মাথা নিচে এ আমার সৃজন-জগত--
    হিপি বিদেশিনী তোর গন্ধ ভুলে গেছি ; তোর নাম
    টিকে আছে অবন্তিকা হয়ে আরো নারীদের সাথে।
  • Malay Roychoudhury | 130.60.34.144 | ২৭ মে ২০১২ ২০:২৩541439
  • "কৃত্রিমতা"
    মলয় রায়চৌধুরী

    গাড়ির কাচটা নামা ; গগলস খুলে ওই দ্যাখ
    সেই সাব এডিটর তোর অভিনয়ে কৃত্রিমতা
    আছে লিখে তুলোধনা করেছিল তোকে অবন্তিকা
    তাকিয়ে রয়েছে তোর পোস্টারের খাঁজে অপলক--
    নাহ, অপলক বলা যুৎসই নয়, গিলছে রে
    তোর সিলিকন-ঠাসা বুক দুটো । ভুলে গেছে ব্যাটা
    ও-দুটো কৃত্রিম, কিন্তু যৌনতার শিল্পবোধে ফেঁসে
    লটকে পড়েছে তোর বুকের নিজস্ব অভিনয়ে ।
  • maximin | 69.93.194.210 | ২৭ মে ২০১২ ২০:২৭541440
  • সৃষ্টি অনলাইন পত্রিকার একটা মলয় রায়চৌধুরি সংখ্যা ছিল। সেটা কেউ পড়েন নি?
  • maximin | 69.93.194.210 | ২৭ মে ২০১২ ২০:২৯541441
  • অন্যত্র একটা ইন্টারভিউও পড়েছিলাম, ভারি ভালো লেগেছিল। পেলে আরেকবার পড়ি।
  • maximin | 69.93.194.210 | ২৭ মে ২০১২ ২০:৫১541442
  • ও হ্যাঁ সাক্ষাৎকারের লিঙ্ক আছে।
  • কল্লোল | 129.226.79.139 | ২৮ মে ২০১২ ১৭:৩৪541444
  • সন্দীপন নিয়ে আমার একটা কিন্তু ছিলো। ওনার সাথে আলাপ যখন উনি আজকালে। সে সময় আজকালের চিফ রিপোর্টারের বাসায় রোব্বর সকালবেলায় করে যে রকম বদ গন্ধযুক্ত তেল দিতেন, তা দেখে ওনার "বিদ্রোহী" লেখাটেখা নিয়ে খুব সন্দো ছিলো। মলয়দা সন্দেহর অবসান করে দিলেন।
  • Malay Roychoudhury | 130.60.23.105 | ২৮ মে ২০১২ ১৮:৫০541445
  • "নুন ও নিমকহারামি"
    মলয় রায়চৌধুরী

    তুই তো আমার ঘাম জিভ দিয়ে ছুঁয়ে
    বলেছিলি অবন্তিকা, 'আহ কি নোনতা
    অন্তরতমের প্রাণ-- পুরুষালি ঘ্রাণ' ;
    সেইদিন, লক-আপ থেকে আদালতে
    হাতে হাত-কড়া আর কোমরে দড়ির
    ফাঁসে বাঁধা, হেঁটেছি ডাকাত-খুনিদের
    সাথে, রাজপথে সার্কাসপ্রেমীদের ভিড়...

    বিশ্বাসঘাতক যারা, আমার বিরুদ্ধে
    আদালতে রাজসাক্ষী হয়েছিল, তারা
    কাঠগড়া থেকে নেমে বলেছিল, নুন
    তো পায়নি, মিষ্টি ছিল আমার ঘামেতে :
    তাই বিশ্বাসভঙ্গের প্রশ্ন নেই কোনো---
    নিমকহারামি বলা চলবে না তাকে ।
  • কল্লোল | 129.226.79.139 | ২৯ মে ২০১২ ০৯:৩২541446
  • তাদের কি মিষ্টিহারামী বলা চলে?
  • Malay Roychoudhury | 130.60.31.140 | ২৯ মে ২০১২ ১১:৪০541447
  • "স্কুলের কবিতা"
    মলয় রায়চৌধুরী

    কী পচে তোর বুকের মধ্যে অবন্তিকা
    উইপোকাতে চেবায় কি বদ চিত্রগুলো
    ছন্দ মেনে যাদের মাথায় গেঁথেছিলি
    পরীক্ষায় প্রথম হবার পোক্ত সিঁড়ি ?
    রাস্তা মেনে এখন তারা আঙুল জুড়ে
    উইঢিপিতে শ্লেষ্মা হয়ে যক্ষ্মাপোকা
    নাকি শ্বাসের পচন থেকে কৃষ্ণপক্ষে
    অমাবস্যার শীতের রাতে লক্ষ্মীপ্যাঁচা !

    ভাগ্য ভাল স্কুলের পদ্যে আমার লেখা
    না যায় যাতে এমনভাবে সাজাচ্ছি রে
    বাদাড় খুঁজে পাওয়া বুনো শব্দ-বাক্য
  • মলয় রায়চৌধুরী | 130.60.35.193 | ৩০ মে ২০১২ ১০:৫৬541449
  • "ডেথ মেটাল"
    মলয় রায়চৌধুরী

    মুখপুড়ি অবন্তিকা, চুমু খেয়ে টিশ্যু দিয়ে ঠোট পুঁছে নিলি ?
    শ্বাসে ভ্যাপসা চোখের তলায় যুদ্ধচিহ্ণ এঁকে ডেথ মেটাল মাথা দোলাচ্ছিস
    চামড়া জ্যাকেট উপচে লালনীল থঙ গলায় পেতল-বোতাম চোকার
    ঝাপটাচ্ছিস সেকুইন গ্ল্যেম রকার খোলা চুল কোমরে বুলেট বেল্ট
    বেশ বুঝতে পারছি তোকে গান ভর করেছে যেন রমণখেলা
    স্ক্রিমিং আর চেঁচানি-গান তোর কার জন্য কিলিউ কিলিউ কিল
    ইউ, লাভিউ লাভিউ লাভ ইউ কাঁসার ব্যাজ-পিন কব্জিবেল্ট
    কুঁচকিতে হাত চাপড়ে আগুনের মধুর কথা বলছিস বারবার--
    আমি তো বোলতি-বন্ধ থ, তুই কি কালচে ত্বকের সেই বাঙালি মেয়েটা ?
    কোথায় লুকোলি হ্যাঁরে কৈশোরের ভিজে-চুল রবীন্দ্রনাথের স্বরলিপি
    কবে থেকে নব্বুই না শূন্য দশকে ঘটল তোর এই পালটি রূপ !
    পাইরেট বুট-পা দুদিকে রেখে ঝাবড়া-চুলে হেড ব্যাং হেড ব্যাং হেড ব্যাং
    ঝাপটাচ্ছিস রঙিন পাথরমালা বুকের খাঁজেতে কাঁকড়া এঁকে
    পাগলের অদৃশ্য মুকুট পরে দানব-ব্লেড বেজ গিটারে গাইছিস
    'বোলাও যেখানে চাই হাত দাও প্রেম-জন্তুকে অ্যানথ্র্যাক্স বিষে
    মেরে ফ্যালো মেরে ফ্যালো মেরে ফ্যালো কিল হিম কিল হিম কিল'--
    কিন্তু কাকে বলছিস তুই বাহুতে করোটি-উলকি : আমাকে ?
    নাকি আমাদের সবাইকে যারা তোকে লাই দিয়ে মাথায় তুলেছে ?
    যে আলো দুঃস্বপ্নের আনন্দ ভেঙে জলের ফোঁটাকে চেরে
    জাপটে ধরছিস তার ধাতব বুকের তাপ মাইক নিংড়ে তুলে
    ড্রামবিটে লুকোনো আগুনে কেন পুড়ছিস পোড়াচ্ছিস ?
    দেয়াল-পাঁজিতে লিখে গিয়েছিলি 'ফেরারি বাস্টার্ড লোক'
    ভাঙাচোরা ফাটা বাক্যে লালা-শ্বাস ভাষার ভেতরে দীপ্ত
    নিজেরই লেখা গানে মার্টিনা অ্যাসটর নাকি 'চরম শত্রু' দলে
    অ্যানজেলা গস কিংবা 'নাইট উইশ'-এর টারজা টুরম্যান,
    লিটা ফোর্ড, মরগ্যান ল্যানডার, অ্যামি লি'র বঙ্গীয় ক্লোন তুই
    লাল নীল বেগুনি লেজার-আলো ঘুরে ঘুরে বলেই চলেছে
    তোরই প্রেমিককে কিল হিম লাভ হিম কিল হিম লাভ হিম লাভ
    হিম, আর ঝাঁকাচ্ছিস ঝাবড়া বাদামি-চুল দোলাচ্ছিস উন্মাদ দুহাত...
  • maximin | 69.93.219.191 | ৩০ মে ২০১২ ১৫:৫৫541450
  • ভালো লাগিল আহা।
  • ranjan roy | 24.99.138.73 | ৩১ মে ২০১২ ০৮:০৬541451
  • আরও চাই এ'রম কবিতা। মন ভরে গেল।
  • maximin | 69.93.160.48 | ৩১ মে ২০১২ ১৩:১৮541452
  • প্রচন্ড বৈদ্যুতিক ছুতার ছিল 'দ্রুত-আক্রান্ত', সেরকম আরও কয়েকটি পড়তে চাই।
  • maximin | 69.93.160.48 | ৩১ মে ২০১২ ১৪:০০541453
  • এখানেও কয়েকটা পেয়েছি। প্রস্তুতি, এ কেমন বেরী, ঘুন পোকার সিংহাসন, মর মুখপুড়ি, ডেথ মেটাল .. প্রতিটাই অল্পবিস্তর দ্রুত আক্রান্ত।
  • মলয় রায়চৌধুরী | 130.60.26.104 | ৩১ মে ২০১২ ২০:৪৪541454
  • "মরে গেলি, অরুণেশ ?"

    মরে গেলি ? সত্যিই মরে গেলি নাকি অরুণেশ ?
    রূপসী বাংলার খোঁজে আসঙ্গ-উন্মুখ শীতে বেপাড়া-ওপাড়া ঘেঁটে
    শেষমেশ ঝিলের সবুজ ঝাঁজরিতে ডুব দিলি ! যবাক্ষারযানে কালো
    বিষগানে আধভেজা উলুপীর সাপরক্ত মিঠেল শীৎকারে
    হৃদযন্ত্রে দামামা বাজতেই বুক খামচে জলে নেমে গেলি--
    বাড়ি তো পিছনে ছিল, সেদিকে গেলি না কেন ? ডাঙার গেঁজেল হায়নারা
    যৌবনে ভালোবাসা পেয়েছিল তোর, যখন অতৃপ্ত ছিলি ? কী খাচ্ছিল,
    কে খাচ্ছিল নৌকোর পালে আঁকা তোর রাগি নমস্কার ? দেখেছিলি
    মোমে-জোড়া ডানা গলে ইকারাস সমুদ্রের আঁশটে ঘুর্ণিতে নেমে গেছে
    নিরিবিলি ওফেলিয়া পিরানহা মাছেদের বন্দনা-মেশানো ঝাঁকে
    ড্রাগন উৎসবের ডিঙি থেকে ঝাঁপ দিলেন সৌম্য কুউয়ান
    ফেনার ওপরে লেখা কীটসের নশ্বর অক্ষরমাংস ঠোকরায় চিল
    হয়তো কাঁকড়ারা বুজকুড়ি কেটে লি পো'র কবিতা পোড়ে
    শোনাচ্ছে নাটালি উডের লাশে ভাসমান কাক-গৃহিণীকে,
    হার্ট ক্রেনও আছে নাকি তোর পাশে শুয়ে কিংবা ঠোঁটে
    চুমু কি দিচ্ছেন ওঁর নগ্ন আলিঙ্গনে টেনে ভার্জিনিয়া উলফ ?
    বউ ফেলে ষোড়শী মেরিকে নিয়ে পিসি বিসি শেলি
    দেখলি ডন হুয়ান নয় তিন দশকে ফ্র্যাংকেনস্টাইন খুড়ো
    জলে-পচা রাসপুতিন ছিঁড়ে খেলো তোর প্রিয় রূপসী বাংলাকে
    স্বপ্নের নীল নদে, টাইবার নদীতে, রাইনে, লিমমাতে, তিস্তায়,
    অ্যামস্টারডামের খাল যার দুই ধারে রোজ বেশ্যা প্রেমিকারা
    রক্তাক্ত আলোয় বসে উলঙ্গ গোলাপি খুলে সন্ধ্যা ফেঁদেছেন--
    পরমহংসের শোক শিখেছিলি র‌্যাঁবোর আবসাঁথ পান করে
    অথচ ঠান্ডা রক্তে জড়িয়ে ধরল জল ভালোবেসে তোকে
    উকুন ও ছারপোকার কামড়ের মধ্যে তৃপ্ত ঘুম ছেড়ে তুই
    নেমে গেলি অমৃতমন্হনের ডাকে--- কোন দিকে যাবি তুই
    বুঝতে না পেরে অসুর ও দেবতার মাঝে পিষে গেলি, আজীবন
    পিষে গেলি পিষে গেলি পিষে গেলি পিষে গেলি পিষে....
  • maximin | 69.93.160.48 | ৩১ মে ২০১২ ২২:০৪541455
  • wow!
  • মলয় রায়চৌধুরী | 130.60.2.235 | ০৪ জুন ২০১২ ১৯:১৩541456
  • "পরমাপ্রকৃতি"

    মেঘের রং দিয়ে ছুঁয়ে দিস অবন্তিকা
    চামড়া বাঘের ডোরা ধরে
    হাওয়ার রেশম দিয়ে চুল আঁচড়ে দিস অবন্তিকা
    মাথা বেয়ে ওঠে বুনোমহিষের শিং
    ঝড়ের মস্তি দিয়ে পাউডার মাখিয়ে দিস অবন্তিকা
    গায়ে ফোটে গোখরোর আঁশ
    হরিণের নাচ দিয়ে কাতুকুতু দিস অবন্তিকা
    ঈগল পাখির ডানা পাই
    রোদের আঁশ দিয়ে নখ কেটে দিস অবন্তিকা
    গজায় নেকড়ের থাবা হাতে-পায়ে
    নদীর ঢেউ দিয়ে ঠোঁটে চুমু খাস অবন্তিকা
    কাঁধে পাই রাবণের জ্ঞানী-গুণী মাথা
    বৃষ্টির ঝাপট দিয়ে জড়িয়ে ধরিস তুই অবন্তিকা
    হুইস্কির বরফ হয়ে যাই
    গানের সুর দিয়ে চান করিয়ে দিস অবন্তিকা
    ডুবে যেতে থাকি চোরা ঘূর্ণির রসে
  • মলয় রায়চৌধুরী | 130.60.46.38 | ০৬ জুন ২০১২ ১০:২৮541457
  • "আমি ভঙ্গুর হে"

    আমি যে-নাকি গাইডের কাছে ইতিহাস-শেখা ফোস্কা-পড়া পর্যটক
    ছায়ায় হেলান দেয়া বাতিস্তম্ভের আদলে গিসলুম পিতৃত্ব ফলাবার ইশকুলে
    জানতুম যতই যাই হোক ল্যাজটাই কুকুরকে নাড়ায় রে

    আমি যে-নাকি প্ল্যাটফর্মে ভবিষ্যভিতু কনের টাকলামাথা দোজবর
    বস্তাপ্রতিম বানিয়ার বংশে এনেছিলুম হাইতোলা চিকেন-চাউনি
    কাদাকাঙাল ঠ্যাং থেকে ঝরাচ্ছিলুম ঘেসো ঝিঁঝির সাম্ভা নাচ

    আমি যে-নাকি ফানুসনাভি ব্যাঙ-থপথপে শুশুকমাথা আমলা
    মাটিমাখা নতুন আলোর চোখে দেখা দু'টাকা ডজন রামপ্রসাদী জবা
    চাষির ঢঙে বলদ অনুসরণ করে পৌঁছৈছিলুম বিধানসভার কুয়োতলায়

    আমি যে-নাকি পোলকাফোঁটা পুঁইফুলে দু'ভাঁজ-করা হেঁইয়োরত বাতাস
    ঢেউ চাবকানো ঝড়ে যখন বঁড়শি-খেলা পুঁটির পাশে ভাসছি
    তখন বুঝলি লম্বালম্বি করে-কাটা কথাবাত্রার লাটিমছেঁড়া ঘুড়ি

    আমি যে-নাকি ভূতলবাহী আওয়াজমিস্ত্রি হলদে-ল্যাঙোট বাবুই
    চোখে-চোখে শেকল-আঁকা ভিড়ের মধ্যে এঁদো বিভাগের কেঁদো
    চিংড়ি-দাড়া আঙুল দিয়ে খুলছি বসে জটপাকানো মুচকি-ঠোঁটের হাসি

    ৯ জুন ১৯৯৮
  • মলয় রায়চৌধুরী | 130.60.23.93 | ০৬ জুন ২০১২ ১৯:০৪541458
  • "একটি আধা-সরকারি প্রতিবেদন"

    নিরস্ত্র ফৌজি গেছে দিতে পুজো
    পানীয় জলের টিন একটি দু'টাকা

    মূলস্রোত থেকে ছিন্ন ভূগর্ভের নদী
    বীতশ্রদ্ধ হয়েও অভ্যাসবশত অসূয়ায়

    কড়া ভাষা ব্যবহারে সীমান্তের সিল
    পূর্ত দপ্তর থেকে ভেঙেছে লোকেরা

    কেননা দিনের শেষে শেয়ার বাজারে
    হাঁসুয়ায় মহিলার কাটা ধড়খানি

    পোস্টাল ব্যালট হাতে টোমাটোর খেতে
    অনেক প্রত্যাশা নিয়ে শুয়ে আছে

    সাংসদের পদ অভিলাষী জুতো জোড়া
    যে যাই বলুক মুখে ধোকার টাটিটি

    যেন ধানখেতে জোর ব্যাঘ্রগর্জন আর ভয়ে
    কৃষক দুহিতা গেছে মন্ত্রীসভায়

    পুত্রশোকে ক্লান্ত যুবা কোকিলপুরুষ
    পাঁচশোগজ থেকে কোনাকুনি শটে

    স্বাধীনতা সংগ্রামের মীমাংসা করেছে
    ধড়টির কপালেতে সে-রকম বেদবাক্য ছিল ।
  • মলয় রায়চৌধুরী | 130.60.20.171 | ১৩ জুন ২০১২ ১২:৫৩541460
  • "লিপিড প্রোফাইলের লিব্রেটো"

    কোলেসটেরলে তুই কবে থেকে লুকিয়ে রয়েছেস অবন্তিকা ?
    রাত দু"টোয় জেগে উঠে কড়া নাড়িস বুকে !

    ট্রাইগ্লিসারাইডে তুই কবে থেকে ওড়নায় মুখ ঢেকেছিস অবন্তিকা ?
    ছ'তলায় উঠতে দিস না সিঁড়ি বেয়ে !

    প্রস্টেট গ্ল্যান্ডে তুই কবে থেকে চেপে বসে গেলি অবন্তিকা ?
    বার-বার ঘুম ভাঙিয়ে ডাক দিয়ে চলে যাস রাতে !

    ইউসেনোফিলিসে তুই কবে থেকে চলে এলি অবন্তিকা ?
    কাশির দমকে তুই যখন-তখন টোকা দিস !

    ইউরিক অ্যাসিডে কবে তুই নিজেকে চোবালি অবন্তিকা ?
    হাঁটলে হাড়ের ভাঁজে কাঁথাস্টিচ করতে থাকিস !

    পায়ের ভ্যারিকোজ শিরাকে তুই খামচে ধরলি কবে অবন্তিকা ?
    হৃদয়ে রক্ত ওঠা রুকে দিয়ে মিচকে হাসিস !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন