এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিকল্প উন্নয়নের ক্লে মডেল

    aka
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১২ | ৬৩১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Generic Letter | 72.95.253.75 | ১৯ এপ্রিল ২০১২ ১৯:০৭543636
  • বুইলাম আটের জায়গায় চার ঘোন্টা কাজ করে আজকের মানিনে পেলুম - ভালো, খুব আনন্দো হল, চাহিদা বাড়লো। ইন্তু productive time আদ্দেক হয়ে গেলে যোগানটা অসবে কোথে্‌থকে? তখন তো শুধুই দ্রব্যমুল্যবৃদ্ধি! আর, output আদ্দেক হয়ে গেলে মাইনেটা কি করে এক থাকবে? মানে total output কি করে total income এর থেকে আলাদা হবে?
  • Generic Letter | 72.95.253.75 | ১৯ এপ্রিল ২০১২ ১৯:১০543637
  • অর্থাত কল্লোলদা আসলে বলছেন ডোবোল খততে। চার ঘন্টায় আট ঘন্টার উতপাদন করতে।
    হাঋমাসে কালি পড়ে যাবে তো!
  • omnath | 59.160.210.2 | ১৯ এপ্রিল ২০১২ ১৯:১১543639
  • না না , বেশি যন্ত্র ইউজ করে উৎপাদন বাড়াতে বলছে তো।
  • gl | 72.95.253.75 | ১৯ এপ্রিল ২০১২ ১৯:১১543638
  • খাটতে।।। উফফ
  • pi | 72.83.85.245 | ১৯ এপ্রিল ২০১২ ১৯:১৪543640
  • লসাগুদার উত্তর কল্লোলদা আগে দিয়েছে। মালিক, মুনাফা নিয়েও।

    চার ঘণ্টায় আটঘণ্টার কাজ বলেছেন, নাকি আট ঘণ্টার কাজ দুজনে ভাগ করে নেবে ? উল্টো দিক দিয়ে ভাবাযায়, লোক ছাঁটাই করে এখন অনেকক্ষেত্রেই দ্বিগুণ খাটনি খাটিয়ে নেওয়া হচ্ছে, সেটা বন্ধ করতে বলা হল।

    আর,কেড়ে বিলোনোর রবিনহুডীয় মডেল তো এককালীন সমাধান। এত বেশি , কম , এত ফারাক যেখানে তৈরি হয়, সেই ব্যবস্থাটা ভাঙ্গা নিয়েই ভাবা উচিত।

    দারিদ্র্যের অ্যাবসলিউট স্কেলের থেকেও বেশি অ্যাফেক্ট করতে পারে অসাম্য, এনিয়ে ক্রমে ক্রমে কাজকম্মোও হচ্ছে। এখন হবেনা। পরে সময় নিয়ে এটা লিখতে চাই।
  • pi | 72.83.85.245 | ১৯ এপ্রিল ২০১২ ১৯:১৬543641
  • যন্ত্র যেখানে আসছে, সেখানে যন্ত্র আসার বদলে লোক ছাঁটাই না করে, লোকের কাজের চাপ কমানো হোক।
    যেখানে যান্ত্রিক সুবিধা নেই, সেখানে বেশি লোক নিয়ে খাটনি ডিস্ট্রিবিউট করো।

  • lcm | 69.236.168.55 | ১৯ এপ্রিল ২০১২ ১৯:১৭543642
  • চায়ের দোকানের মালিক ৪ ঘন্টা দোকান খুলে, পরের শিফ্‌টে অন্য মালিককে দিয়ে দেবে?
  • aka | 168.26.215.13 | ১৯ এপ্রিল ২০১২ ১৯:২১543644
  • ডি: ওপরের পোস্টটি ম:। সরি।
  • aka | 168.26.215.13 | ১৯ এপ্রিল ২০১২ ১৯:২১543643
  • এইভাবে যখন চূড়ান্ত উন্নয়নের দিকে আমরা এগোবো মানে লিমিট ওয়ার্কিং হাউয়ার্স গোজ টুওয়ার্ডস জিরো # ও মালিক ইনফাইনাইট। সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। একটি চায়ের দোকানে সারা পৃথিবীর সংস্থান।
  • bb | 117.195.184.65 | ১৯ এপ্রিল ২০১২ ২০:১৬543646
  • বাড়ীর কাজের লোকদের আইন করে অন্তত: সাপ্তাহিক একদিন ছুটির ব্যবস্থা করা হোক আগে।
    সেটা কি আর আমরা হতে দেব?
  • rimi | 168.26.205.19 | ১৯ এপ্রিল ২০১২ ২০:২৫543647
  • কি আশ্চর্য্য এক আলোচনা!!!

    বেশি চাহিদায় অনিচ্ছা, দু:খ পেতে ভয়, কাজ করতে অনীহা - এ এক আশ্চর্য্য জাতি বটে। মানুষ নাকি জেলিফিসেরা কথা কইছে এখানে???
  • tatin | 117.227.165.8 | ১৯ এপ্রিল ২০১২ ২১:৫৩543648
  • জেলিফিশ হরিণও যেটুকু সহজাত আনন্দ পেয়ে বাঁচে, শিল্পবিপ্লবের পরে জন্মে গেছি বলে সেইটুকুও পাবো না। সারাজীবন শুধু টেনশন অর অর্থহীন অনর্থ করে নষ্ট করব- এইটাই খুব কাম্য নাকি?
  • tatin | 117.227.165.8 | ১৯ এপ্রিল ২০১২ ২১:৫৫543649
  • একটাই তো মোটে জীবন। আজকে রাতেই মুকুলবাবুর ট্রেন উল্টে সব মিলিয়ে যেতে পারে। যেটুকু টাইম পাচ্ছি, আনন্দ না করে, উদ্বেগ, অতৃপ্তি, না মেটা কামনা-বাসনা, অপূরণীয় চাহিদা নিয়ে নষ্ট করবো কেন?
  • I | 14.96.157.177 | ১৯ এপ্রিল ২০১২ ২২:০৪543650
  • দিদি, আমিও কিন্তু জেলিফিশ হতে চেয়েছিলাম !
  • Sibu | 74.125.59.177 | ১৯ এপ্রিল ২০১২ ২২:১১543651
  • আমার কোশ্নো পাচ্ছে। এই যে আটের বদলে চার বলা হল, আজকে, বা খুব নিয়ার ফিউচারে, এটা তো একটা স্পেসিফিক নাম্বার। আর যখন স্পেসিফিক নাম্বার বলা হয়, সেটা তো ভেবেচিন্তে বলে (মানে অনেকেই বলে)। তো প্রশ্চেন হল গে:

    ১। চার কেন? ছয়, বা দুই নয় কেন?

    ২। শূন্য কেন বলা হল না সেটা তো বুঝলাম। শূন্য হলে প্রোডাকশন বন্ধ, নো খাওয়া-দাওয়া ইত্যাদি। সুতরাম্‌ শূন্য হল গে সিঙ্গুলারিটি, ব্ল্যাক হোল, যেখানে যাওয়া যাবে না। কথা হল গে শূন্যের কত কাছে যাওয়া যাবে?

    ৩। ঐ যে সেলফ-এমপ্লয়েড লোকেদের জন্যি চার ঘন্টা রিল্যাক্স করা যেতে পারে বলা হল। তো মালিক যদি বলে সব্বাই সেলফ-এমপ্লয়েড, অত্থাৎ কিনা কন্টাকটার। আমি তো লেবার রাখি না। ঐ লোকটা কন্টাক্ট নেছে এই তিরিশ বিঘে জমি চষে দেবে, কি ছয়টা C++ মডিউল নিখে দেবে, কি দু-সেমেস্টার পড়িয়ে দেবে। আমি ওকে ১,০০০, ৬,০০০, কি ৩,০০০ টাকা দেব। সে কতক্ষণ কাজ করে পারবে তার আমি কি জানি? তখন কি হবে? ব্যক্তি-মালিকানার বিলুপ্তি? সে হলে ব্যাপারটা আট্টু ডিটেলে বলতে হবে। মানে ব্যক্তি মালিকানার বিলুপ্তি কে করবে, কেন করবে, কিভাবে করবে এবং করার পর কি হবে?

    ৪। দেয়ার আর প্রফেশনস যেগুলো ফর পারপেচুয়েশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নলেজ, টেকনোলজি অ্যান্ড হেরিটেজ - দরকারী। যেমন ধরেন ডাগদার, কি সাইন্টিস্ট। যদি কাজের ঘন্টা জেনারালি শূন্যের কাছে চলে যায়, তো এই সব প্রফেশনে কি করে লোক পাওয়া যাবে? মানে, মাচ অফ দিস প্রফেশনস রিকোয়ার ভেরী লং আওয়ার। তো এগুলো কি তাহলে ভলান্টিয়ার দে চলবে? সাউন্ডস ডেঞ্জারাস। নাকি এদের এত টাকা দেওয়া হবে যে লং আওয়ার পুষিয়ে যাবে। যদি টাকায় ঘন্টা পুষিয়ে যাওয়া সোশ্যালি অ্যাকসেপ্টেবল হয়, তো লোকে কিন্তু বিশ্রাম উপভোগ টাকার চাইতে বড়, এ তঙ্কÄ নিল না। তখন আমার তিন নং পয়েন্টের বোলবোলাও হবে। অর্থাৎ ক¾ট্রাক্টরীর ঘোমটার নীচে খ্যামটা হবে।

    এই রকম আরো অনেক পয়েন্ট আছে। আমারে ভুল বুঝবেন না জ্যানাগ্যান। আম্মো আপোনাদের মত ল্যাদ খেতে বড্ড ভালবাসি। সেই জন্যেই প্রশ্চেন কচ্ছি - অনন্ত ল্যাদের দিন কি ঐ সামনে, না শুধুই মরীচিকা দেখালেন কমরেড?
  • kc | 178.61.96.29 | ১৯ এপ্রিল ২০১২ ২২:১২543652
  • জেলিফিশ কি হরিণ ক্ষেউ কি কয়েছে যে তারা খুব আনন্দে আছে? যতক্ষণ না বলছে ততক্ষণ কিছুতেই মানবনা। এই যেমন তাতিন যতক্ষণ না বলছিল, ততক্ষণ আমি তো ভাবতেছিলাম যে তাতিন খুব আনন্দেই আছে।

    বিপন্ন বিস্ময় যে রক্তের মধ্যেই খেলা করে। সেই থেকেই যে আরও বেশী পাওয়ার ইচ্ছা, একা থাকার ভয়, ক্লান্তি।

    এইবার একটু করে হাক্সলি সাহেব আসুন।
  • Ishan | 129.33.1.37 | ১৯ এপ্রিল ২০১২ ২২:১৫543653
  • উন্নয়ন বলতে আমি কি বুঝি?

    না: পরে লিখব। এখন দাদা খেলছে।

    তবে বাংলা কথা হল আমি যদি আপিসে কাজ না করে এখন দাদার খেলা দেখতে পেতাম, তাহলে সেটাকে উন্নয়ন বলতাম। ব্যস।
  • Sibu | 74.125.59.177 | ১৯ এপ্রিল ২০১২ ২২:১৭543654
  • কোন হাক্সলি? ওদের পুরো ফ্যামিলিই তো ফেমাস। ব্রেভ নিউ ওয়ার্ল্ডের হাক্সলি নাকি?
  • kc | 178.61.96.29 | ১৯ এপ্রিল ২০১২ ২২:২০543655
  • আমিতো ঐ একটা হাক্সলিকেই পড়েছি। গুচর যেকটা লোকের পড়াশোনাকে খুব শ্রদ্ধা করি সেই লিস্টিতে শিবুদার নাম অ্যাডালাম।
  • Sibu | 74.125.59.177 | ১৯ এপ্রিল ২০১২ ২২:৩০543658
  • বাও, বাও :)

    ওর এক দাদু ডারউইনের বড় সাপোর্টার ছেল। কিন্তু সে বোধহয় পরে সোশ্যাল ডারউইনিজমের গত্তে পা দেছল। কিন্তু ঠিক মনে কত্তে পাচ্চি না। আর এই সব ডিসকাশানে ইভোলিউশন, অন্তত: তঙ্কেÄর স্তরে না আসাটা আনলাইকলি। তাই কনফ্যুশন :)।

    অলডাস হাক্সলি কিন্তু বহুৎ এলিটিস্ট, ল্যালা রাজ্যের ভয়ঙ্কর বিরোধী। উনি আবার জর্জ অরওয়েলের মাস্টারমশাই। ছাত্র-শিক্ষক আমাদের সময়ের দুটি সবচেয়ে বিখ্যাত ডিসটোপিয়া লিখেছেন, সেটা কি অদ্ভুত কো-ইনসিডেন্স!!
  • Siddhartha | 131.104.241.62 | ১৯ এপ্রিল ২০১২ ২২:৩১543659
  • জুলিয়ান হাক্সলি।
  • kelo | 117.254.252.17 | ১৯ এপ্রিল ২০১২ ২২:৩৬543660
  • একটু আশ্চর্য লাগবে বটে রিমিদি। প্রকৃত মুক্তচিন্তা ওরকমটাই লেগে থাকে। লাগুক না ক্ষতি কি? একমত না হলেই হল।

    বেশী চাহিদায় অনিচ্ছা-
    ঠাকুর বলেছেন - "ওরে ... এ জগতের সমস্ত ধন একজন মানুষের পক্ষেও যথেষ্ট নয় রে।" কথাটা খুব ভুল কি? 'বেশী'চাহিদার শেষ কোথায়? ঠিক কতটা 'বেশী' বেশী? চাহিদা একটু কমালেই বা ঠিক কতটা ক্ষতি? নিজের বা পরের?

    দু:খ পেতে ভয়-
    দু:খ আর আনন্দের মধ্যে প্রেফারেন্স নিয়ে ভোট চাইলে ৯০% লোক আনন্দকেই ভোট দেবে। অন্ধকার না থাকলে যেমন আলো অর্থহীন, তেমন দু:খ না থাকলে আনন্দ। দু:খ পুরো কখনই দূর হবে না। তবে যত কমে ততই ভাল নয় কি? দু:খে কি আপনি নিজে আনন্দ পান? আমি তো পাই না। কেউ দু:খ পাক তাও চাই ও না। অন্ধকার তবু ঘুমোবার সময় ভাল, কিন্তু দু:খ যে কখন ভাল, সেটা আজও খুঁজে পাই নি।

    কাজ করতে অনীহা-
    উন্নয়ন বলতে যেমন কি বোঝেন তা যেমন স্পষ্ট নয় - তেমন 'কাজ' বলতেও আপনারা কি বোঝেন তাও স্পষ্ট নয়। 'কাজ'ই কি সব? সব অগ্রগতির মূলে? মুক্তচিন্তা কি কিছু নয়? বিজ্ঞানের সব আবিষ্কার কি 'কাজ'করে হয়েছে? নাকি সেগুলো মুক্তচিন্তার ফসল? হয়তে কাজ-চিন্তার ব্যালেন্সে হয়েছে। কিন্তু ভবিষ্যতে কোনটা প্রাধান্য পাওয়া উচিত? কায়িক 'কাজ' নাকি সৃষ্টিশীল 'চিন্তা'? আমি কিন্তু কল্লোলদার দলে।

    আরে রিমিদি, পুরো 'জাতি' তো একথা বলছে না, জাতি তো দিদির পেছনে আছে, এখানে তো সামান্য কিছু মার্কিন সাম্রাজ্যবাদী,আই এস আই এজেন্ট, মাওবাদী, মনসান্টো কিম্বা এলিয়েন কথা বলছে। ফিস ফিস করে না বলে একটু জোরেই বলে ফেলেছে.. এই যা অসুবিধা। তা বলে একেবারে 'জেলিফিস' বলে দেবেন, এলিয়েন বলে কি আর তারা মানুষ না!
  • Sibu | 74.125.59.177 | ১৯ এপ্রিল ২০১২ ২২:৪৭543661
  • মাখিয়েছি সিদ্ধার্থ। জুলিয়ান হল গে ইউজেনিকসের জনতা। কিন্তু জুলিয়ান, অলডাসের দাদু না, ভাই। দাদু, মানে যে ডারউইনের পাঙ্খা ছিল, সে হল থমাস।
  • Suvajit | 59.177.200.249 | ১৯ এপ্রিল ২০১২ ২৩:০৮543662
  • আইটি লাইনে ৪ ঘন্টা কাজ করার কন্সেপ্ট অবিলম্বে চালু হোক। তাহলে সকালে এক দোকানে কাটিয়ে লাঞ্চের পারে কাছের আর একটা দোকানে কাটাতে পারলেই মাইনে ডবল।
    মা মা গো দেখা দে নয় ....
  • pi | 128.231.237.4 | ১৯ এপ্রিল ২০১২ ২৩:১১543663
  • সিদ্ধার্থ, একটা টই তুলেছি, দ্যাখ।
  • Netai | 122.177.18.31 | ১৯ এপ্রিল ২০১২ ২৩:১৩543664
  • শুধু আইটি দের জন্য কেন কেন?
    মা কি একচোখা?
    করলে এফেমসিজি সিজি ফারমা ব্যাংকিং সবকটাতেই করবেন।
  • rimi | 168.26.205.19 | ১৯ এপ্রিল ২০১২ ২৩:২৪543665
  • কেলোবাবু, আমার তো উল্টোটাই প্রশ্ন।

    ১। "কম চাহিদা" : চাহিদা কতটা কম হলে তাকে উন্নয়ন বলা যাবে? জেলিফিসদের যেমন চাহিদা খুব কম। খানিক খাওয়া, আর মেটিং। ব্যস। মানুষেরও ওটুকু হলেই চলে যাবে তো। আর মানুষ বলে তার সঙ্গে খানিক ইশ্বরচিন্তা যোগ করা যেতে পারে।

    ২। দু:খ পেতে ভয়: এইটা অবশ্যই ১ নংএর সঙ্গে ওত:প্রোতভাবে যুক্ত। চাহিদা কম হলে দু:খও কম হবে, সমানুপাতিক হারে। জেলিফিসদের কখনো কান্নাকাটি করতে দ্যাখসেন কেউ? তার মানেই জেলিফিসরা খুব উন্নত। (তবে এইখানে ফ্যালাসি আছে একখানা। দু:খ না থাকা মানেই যে আনন্দ তাও নয়। জেলিফিসদের ফ্যাকফেকিয়ে হাসতে দেখেছেন কি কখনো?? :-()

    ৩। কাজ করতে অনীহা: কাজ মানে কি? কোন কাজ কম করলে তাকে উন্নয়ন বলা যায়? যেমন চাকরির ঘন্টা কমলে অন্যান্য কাজ বেশি করে করতে হবে। অবিশ্যি চাহিদা কমার সঙ্গে এটিও সমানুপাতিক। জেলিফিসদের যেমন খাওয়া আর মেটিং বাদে শুধু ঘুরে বেড়ানোটাই কাজ। মাঝে মাঝে একে ওকে হুল ফোটানোটাও কাজ অবশ্য।

    এই টই অনুসারে, জেলিফিসরাই আসলে উন্নততম প্রজাতি।
  • b | 125.20.82.165 | ১৯ এপ্রিল ২০১২ ২৩:৫৯543666
  • 'ইহাসনে শুষ্যতু মে শরীরম
    ত্বগস্থিমাংসম প্রলয়ঞ্চ যাতু
    অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাম
    নৈবাসনাৎ কায়মিদম চলিষ্যতি।'

    ভদ্রলোকের চাহিদা বড্ড বেশি ছিল।
  • kelo | 117.254.247.162 | ২০ এপ্রিল ২০১২ ০০:৩৪543668
  • ইতিহাস দেখুন দিদি, জেলিফিসরা উন্নততম না হলেও পৃথিবীর বুকে সফলতম প্রানীগুলির একটি।
    তার সঙ্গে, ঐ আপনি যা বললেন - একটু (ঈশ্বর)চিন্তা যদি যোগ হয়...
    তাতেই জেলিফিস আর জেলিফিশ রইল না তো।
    কতটুকু জেলিফিস থাকা যায় আর কতটুকু সেলফিস হওয়া যায় তাই নিয়েই তো টইটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন