এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অশনি সংকেত

    Arin
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০১২ | ৮৬৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 108.23.41.126 | ১৭ এপ্রিল ২০১২ ১১:৪৮544393
  • সরকার যে খুশি (দিদি) করুক, সিপিএম বাদে। চোলি কে পিছে ক্যা হ্যায়, চোলিকে পিছে ...
  • kelo | 117.254.246.38 | ১৭ এপ্রিল ২০১২ ১১:৫০544394
  • ওনাদের নিশ্চয়ই সেই আত্মবিশ্বাস ছিল, যে দু যায়গাতেই মুখরক্ষার মত লোক থাকবে। নয়ত ডাকবেন কেন?

    কিন্তু ছিল না। সেটা ওভারকনফিডেন্স।

    এই ওভারকনফিডেন্স টাকেই আমার বিপদজনক লাগছে বলে সাবধান করছি। এটাকেই তো কাজে লাগাচ্ছে...
  • rangan | 122.248.183.11 | ১৭ এপ্রিল ২০১২ ১১:৫৪544395
  • ডিসক্লেইমার: সুখ্যাত বিদ্বজ্জনের নামের বানান "রংগন", আর এই অকৃতী অধম হলেন "রঙ্গন"। সর্বত্রই এই নামবিড়ম্বনার মুখোমুখি হতে হয়। তবে এই ডামাডোলের বাজারে অতিরিক্ত নিরাপত্তার জন্য ডিসক্লেইমারটি দিয়ে গেলাম। প্রসঙ্গত:, লেখাটির গূঢ়ার্থ আমারও হৃদয়ঙ্গম হয় নি।
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১১:৫৭544396
  • একটা কথা সিদ্ধার্থ অনেকদিন ধরেই বলছে, এই পঞ্চায়েত নির্বাচনে মমতা ঝাড় খাবে না। এই কার্টুন, এই গুগলে খবরদারি, এই লাইব্রেরীতে খবরের কাগজ, এই ধর্মঘটিদের শাস্তি, এর প্রত্যক্ষ প্রভাব গ্রামে কম। যেটার প্রভাব পড়তে পারতো, সেটা উচ্ছেদ। নোনাডাঙ্গার ঘটনা কতটা প্রভাব ফেলবে জানি না। কারন সিপিএম এটা নিয়ে প্রচারে যেতে পারছে না - লজ্জায়। মিডিয়া এক্ষেত্রে খুব বড়ো বিষয় নয়, যদি না সিঙ্গুর-নন্দীগ্রামের মতো কোন বড় রাজনৈতিক দল এর পেছনে না দাঁড়ায়। রাজনৈতিক দলের প্রচার+মিডিয়া নিশ্চাই প্রভাব ফেলতে পারে। উচ্ছেদ এখনো গ্রামে বড় বিষয়। কিন্তু সেটা নিয়ে যাবে কে? বিশ্বাসযোগ্য কেউ নোনাডাঙ্গাকে গ্রামে নিয়ে যেতে পারলে মমতা এই পঞ্চায়েতেই কিছুটা হলেও ঝাড় খেতো।
    তবে মমতা তো মমতাই। সে তো কুড়ুলে লাথি মারবেই। সিপিএম পরিবারের সাথে সামাজিক সম্পর্ক রাখা চলবে না জাতীয় ফতোয়া আজ না হলে কাল পঞ্চায়েতে প্রভাব ফেলবেই। সিপিএম এটার বিরুদ্ধেও কিছু করতে পারবে না - লজ্জায়। একাজ তারাও আগে করেছে - এরকম বিবৃতি দিয়ে নয় অবশ্য।
    বরং মনে হচ্ছে ইমামদের ভাতা বিজেপির খাতা না খুলে দেয়।
  • rajdeep | 220.227.106.153 | ১৭ এপ্রিল ২০১২ ১১:৫৯544397
  • না: স্বাধীন চিন্তা দিয়েও কংরেস কোয়ালিফাই করে না

    যতই মান অভিমান হোক মনে রাখতে হবে এটা কং তিনোমুল জোট সরকার , কেন্দ্রেও সেই পারস্পরিক নির্ভরতা ....
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১২:০০544398
  • শিবু।
    বিকল্প না থাকলে, এবার ""সরকার যেখুশী গড়ুক"" বল্লে কিন্তু সিপিএমই বোঝাবে, যেমন আগেরবার তৃণমূল বুঝিয়েছিলো। অবশ্য সেটা বোঝার মত ইচ্ছে আপনার নেই।
    তাই :-)))
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১২:০৬544399
  • রাজদীপ। স্বাধীন চিন্তা দিয়ে কং কোয়ালিফাই করে না। আমিও তো তাইই বল্লাম। সরকার গড়াই যদি একমাত্র বিষয় হয়, তবেই কং আসে, নইলে নয়।
    কিন্তু আমি মনে করি গণতন্ত্রে শক্তপোক্ত বিরোধী থাকাটা জরুরী এবং সেটা প্রথমত: বিধানসভার বাইরে।
    যখন খাদ্য আন্দোলন হচ্ছে তখন বিধান সভায় দুই কমিউনিষ্ট দলের কটা আসন ছিলো? তাতে আন্দোলন গড়ে তুলতে কোথাও আটকায়নি তো। সরকারকে চাপে রাখা তো গেছিলো।
    বা আগের পোস্টে আমি যে এপিডিআরের কথা বললাম। এপিডিআর তো বিধানসভার ধারে কছেও নেই। তবু সে তো প্রতিবাদ করছে। সরকার ভয় পাচ্ছে। তাই মিছিল করতে দিচ্ছে না, গুণ্‌দা দিয়ে মিছিল ভাঙ্গছে।
  • kelo | 117.254.246.38 | ১৭ এপ্রিল ২০১২ ১২:০৯544400
  • উচ্ছেদের বিরোধীতা করা কোন স্বীকৃত রাজনৈতির দলেরই লাইন নয়। যদি তারা করেও থাকেন তবে সেটা করেছেন রাজনৈতিক ফায়দা লোটার জন্য। যেমন করেছেন মমতা। এখন কোন রাজনৈতিক দলেরই উচ্ছেদের বিরোধীতা বিশ্বাসযোগ্যতা পাবে না। তাই কেউ সে লাইনে এগিয়ে আসছে না। কেবল "লজ্জা" নয়, রাজনৈতিক লাভক্ষতির অঙ্ক মাত্র।

    আপনারা যেটা চাইছেন সেটা আরও কঠিন। আপনারা উচ্ছেদের "বিরোধীতা" করছেন না ঠিক। আপনারা বলছেন উচ্ছেদ হোক, কিন্তু চাই "সঠিক পুনর্বাসন"।

    এটা মেনে নেওয়া কোন রাজনৈতিক দলের পক্ষে আরও কঠিন। কারন প্রকৃত পুনর্বাসন হলে সমস্যাই শেষ। সমস্যা জীইয়ে রাখাই হচ্ছে এই সিস্টেমে রাজনৈতিক দলগুলোর একমাত্র কাজ। পরে যাতে সেটা এনক্যাশ করা যায়।
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১২:১১544401
  • রাজদীপ।
    আর একটা কথা। কেন্দ্রে মুলায়েম ও আরও কিছু বন্ধু জোটাতে পারলে (সম্ভবত: নীতিশ বা সিপিএম) তৃণমুলের থেকে নির্ভরতা কমলে, প:ব:তে ও জোট টিঁকবে না। কারন কং এখানে যথেষ্ঠই অপমানিত হয়েছে। কেন্দ্রেও কম ঝামেলা সইতে হচ্ছে না।
    এই পঞ্চায়েতেই তো তৃণমূল একা লড়তে চাইছে।
  • PT | 203.110.246.230 | ১৭ এপ্রিল ২০১২ ১২:৫২544403
  • Kallol
    আপনার সব ব্যাখ্যাই এখন সিপিএম কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে। যেমন কিনা কেন্দ্রে ""বিজেপি আটকাও"" -র সঙ্গে কংগ্রেসের তৃণ-সিপিএম আটকাও অবস্থান (যদি আদৌ কখনও হয়)। এই তুলনাটা সকল যুক্তি বিবর্জিত - বিশেষত: এই কোয়ালিশনের ঋতুতে। কংগ্রেস সব সময়েও ক্ষমতাতেই থাকতে চায়- সুতরাং তার সকল চিন্তা ভাবনা ক্ষমতা-কেন্দ্রিকই হবে। কাজেই সর্বভারতীয় অবস্থান বাদ দিয়ে কংগ্রেস হঠাৎ এপিডিআরের সঙ্গে নোনাডাঙ্গা উচ্ছেদের বিরোধিতা করবে (কুম্ভিরাশ্রু ছাড়া) এটা প্রায় অসম্ভব।

    আরো একটা কথা। সিঙ্গুরের ""সাফল্যের"" পরে এপিডিয়ার ইত্যাদিরা নিজেদের শক্তি সম্পর্কে সম্পুর্ণ ভুল সিদ্ধান্তে পৌঁছেছে। ""গায়ে গতরে বড়"" তৃণমূল রাস্তায় নেমে সিঙ্গুর আন্দোলনের নেতৃত্বে না গেলে এপিডিয়ারের ক্ষমতা ছিল না সিঙ্গুরে ন্যানোর কারখানা আটকানো।

    আরও দেখুন। নোনাডাঙ্গা নিয়ে মেতে থাকার সময়ে গোটা বাইপাস থেকে উচ্ছেদ গয়ে গিয়েছে অনেক মানুষ। ""গায়ে গতরে"" বড় না হলে অনেক জায়গায় একইসঙ্গে অন্দোলন চালানো যায়না।
  • Siddhartha | 131.104.241.62 | ১৭ এপ্রিল ২০১২ ১২:৫৩544404
  • এবার পাওলি দামের গায়ে জামাকাপড় পরাল মমতা

    http://www.bartamanpatrika.com/content/rajya.htm
  • quark | 14.139.199.1 | ১৭ এপ্রিল ২০১২ ১৩:০৩544405
  • আমি কিছুতেই বর্তমান পড়তে পারি না। হেল্পানোর কেউ আছে?
  • Siddhartha | 131.104.241.62 | ১৭ এপ্রিল ২০১২ ১৩:০৬544406
  • পাওলি দামের হেট স্টোরি সিনেমাটায় পাওলির ন্যুড সিনগুলোর ওপর রাজ্য সরকার ফতোয়া জারি করে দিল যে সুপার-ইম্পোজ করে জামাকাপড় পরাতে হবে।
  • Sibu | 108.23.41.126 | ১৭ এপ্রিল ২০১২ ১৩:০৭544407
  • এই তো উন্নতি হয়েছে, ভেরী গুড। এবারে একবার ঢোক গিলে বলে ফেলুন তো - যে আসে আসুক, দিদি তো যাক।
  • quark | 14.139.199.1 | ১৭ এপ্রিল ২০১২ ১৪:০৯544408
  • এই খবরটা পেলাম http://tinyurl.com/bmr4u2q
  • Ben Arfa | 121.241.218.132 | ১৭ এপ্রিল ২০১২ ১৪:১১544409
  • সকালে একজন পড়ালো। পড়ে প্রথমে একটা কথা মনে হল - ক্লকওয়ার্ক অরেঞ্জ।
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১৪:২৭544410
  • পিটি।
    একটু ভালো করে মন দিয়ে আমার পোস্টগুলো পড়ো ভায়া। তাহলেই পরিষ্কার হয়ে যাবে অনেক কিছু।
    পড়বে কি না জানি না। তাই আর একবার পরিষ্কার করার চেষ্টা করি।
    আমার বক্তব্যের দুটো ভাগ আছে :
    ১) প:ব:তে তৃণমূল/সিপিএম ছাড়া সরকার গড়া। এই প্রেক্ষিতে দেখতে গেলে সিপিএম ছাড়া বাম ও কং জোট চাই। সেটা হওয়া বেশ কঠিন। তবু যদি কেউ সেটা করেও ফেলে তাতে কং থাকার যুক্তি যে সে সিপিএম ও তৃণমূলের বিরোধী। যেমন কেন্দ্রে সে বিজেপি বিরোধী।
    ২) কিন্তু আমি চাই সরকার গড়ার মধ্যে না গিয়ে প:ব:তে তৃণমূল/সিপিএম ছাড়া সরকার বিরোধী জোট গড়ে তোলা। তাতে কংএর জায়গা নাই (মোটা হরফ, তলদাগ)। এই বিরোধী শক্তির কাজ মূলত: বিধানসভার বাইরে, মানুষের দাবীদাওয়া নিয়ে আন্দোলন গড়ে তোলা, সরকার ও বড় দলগুলোর কুকর্মের প্রতিবাদ করা। যেমনটা এপিডিআর করে ও করছে। এর মধ্যে কংএর নোনাডাঙ্গা উচ্ছেদের বিরোধীতা আসছে কোথায়? আমি তো লিখিনি। তুমি কোথায় পেলে ভায়া!!
    গায়ে গতরে বড়দের তো সেইইই ৭২ থেকে দেখছি। আন্দোলন-টনের মুরোদ বহুদিন চলে গেছে। এপিডিআর তার সীমাবদ্ধতা নিয়েই কাজ করে। তাতে সরকার যে ভয় পায়, তার প্রমাণ জরুরী অবস্থায় এপিডিআর নিষিদ্ধ হওয়া, বাম আমলে ক্রমাগত আক্রমনের লক্ষ্য হয়ে থাকা, তৃণমূল আমলেও তার অন্যথা হয় নি।

    আর যদি তেমন ঘটে যে কোন জোটই গড়ে উঠলো না, তখন ""ঢোক"" না গিলেই বলা যাবে তৃণমূল যাক, তারপর দেখা যাবে।
    সিপিএম-নকশাল সম্পর্ক ৭০ দশকে খুব মধুর ছিলো না। তাতেও ৭৭এ সিপিএম তথা বামফ্রন্টকে সমর্থন করতে আমাদের ""ঢোক"" গিলতে হয় নি।
    আবার যদি বামেরা এসে বজ্জাতি করে এবং তখনো যদি কোন বিকল্প না থাকে, তখনো ""ঢোক"" না গিলেই বলব সিপিএম যাক, পরে বুঝে নেবো।
    যাক এসব কথা আবার সকলের হজম হয় না।
  • kanti | 125.20.14.107 | ১৭ এপ্রিল ২০১২ ১৪:৩২544411
  • রঙ্গনকে ধন্যবাদ আমাকে সংশয় মূক্ত করার জন্য।
    কান্তি।
  • sayan | 160.83.96.83 | ১৭ এপ্রিল ২০১২ ১৪:৪০544412
  • না না কাজ হচ্ছে তো! খবরের কাগজ পড়ার উপর নিষেধাজ্ঞা পাকাপাকি জারি হোক, স্কুলের সিলেবাস পাল্টে ফেলা হয়ে যাক, কার্টুনিস্টদের ধরে জেল ভরিয়ে ফেলা হোক, রাজ্যে কে কাকে বিয়ে করবে তাই নিয়ে ফয়সালাটা হয়েই যাক, তার পরে শহর নীল-সাদা করে কবিতা টবিতা লিখে সময় থাকলে গুন্ডারাজ নিয়ে কথাবার্তা হবে'খন।

    এই দু'পেয়ে-জানোয়ারবৃত্তির জন্য একদলা ঘেন্না রইল।
  • PT | 203.110.246.230 | ১৭ এপ্রিল ২০১২ ১৪:৫৬544414
  • Kallol
    আপনার ১ নম্বর তত্বটা এখনও গোলমেলে ঠেকছে। সিপিএম চাইলে কালকে কংগ্রেস বা বিজেপি কাউকেই সমর্থন না করতেও পারে। এই কোয়ালিশনের ঋতুতে কংগ্রেসের পক্ষে কোন মতেই তৃণ (আপাতত:) বা বামকে (in long term) ছেড়ে দেওয়া সম্ভব নয়। আর সিপিএম ছাড়া বাকি বামেদের সঙ্গে গিয়ে কংগ্রেসের কোনো-ই লাভ নেই। বিশেষত: আজকের দিল্লীর মিউনিসিপালিটির ভোটের ফলাফলের পরে তারা আরও আঁকড়ে ধরবে তৃণমূলকে।

    আরও ঘেঁটে গেলাম এর সঙ্গে দ্বিতীয় পয়েন্টটা একসঙ্গে পড়ে। ক্ষমতায় গেলে কংগ্রেস থাকবে (ছোট) বামেদের সঙ্গে আর উচ্ছেদ-বিরোধী অন্দোলনে সঙ্গে থাকবে না?

    সর্বোপরি এপিডিয়ার ইত্যাদিদের নিয়ে একটা সমস্যা আছে - কেননা গত কয়েক বছরের ঘটনায় তাদের সততা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনেই। এইসব মানবাধিকার কর্মীরা প্রয়োজন মত পোশাক বদলে সরাসরি রাজনৈতিক দলের কর্মকান্ডের সঙ্গে যুক্ত হয়ে যান। সুজাত, ছোটোন, প্রসূন তার জলজ্ব্যান্ত উদাহরণ। প্রসূন কয়েক সপ্তাহ আগে চ্যানেল টেনের এক আলোচনাতে বসে ""গোটা আলিমুদ্দিন""-কে জেলে ভরার কথা বলছিলেন!!
  • pinaki | 138.227.189.8 | ১৭ এপ্রিল ২০১২ ১৫:০৮544415
  • প্রসূন তো কবি। ও আবার এপিডিআর কবে হল?
  • a x | 128.249.1.202 | ১৭ এপ্রিল ২০১২ ১৫:১৭544416
  • ছোটন কে?
  • dd | 115.241.15.13 | ১৭ এপ্রিল ২০১২ ১৫:৫০544417
  • আমাদের রমগন মোটেই আদৌ রঙ্গন নয়। চক্কোত্তিতে মিল হলেও নয়। বেচারা। বিশ্রী সব ল্যাখার দায় ওকে নিতে হয়।
    কি কুক্ষনে ঐ সব বদনাম নিয়েছিলো। তায় পদবীটাও সুবিদের নয়। গুনাগার গুনতে হচ্ছে।

    শোনো হে, তুমি b লিখলে অন্যরা ঐ নাম ইউজ করে, ফুটকি=(.) নামে লিখলে বিকট সব লোকেরা ঐ নামে এসে যায়। এ তো ষড়যন্ত্র।

    হয় নিজের বিশাল নামে ল্যাখো নয়তো খুব কঠিন নামে লেখো, এগজাম্পোল ? abcd বা ১২৩৪। খুবই অর্জিনাল। মান্তেই হবে।

    কিন্তু ল্যাখো।
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১৬:১৫544418
  • পিটি।
    লোকসভায় তৃণমূল নির্ভরতা কমলে, নীতিশ ও সিপিএম এবং মুলায়েমকে সঙ্গে পেলে, কং তৃণমূলের সাথে থাকবে না। প:ব:তে কংকে মুছে দিচ্ছে তৃণমূলই। সুযোগ ও সময় পেলেই কং তৃণমূল ছাড়বে।
    দিল্লীর মিউনিসিপালিটি দিয়ে প:ব:র জোট হিসেব করা বেশ কৌতুহলদ্দীপক।

    ২য় পয়েন্টটা বোঝো নি ভায়া। আসলে সব কিছুই ক্ষমতার হিসাবে দেখা ৩৪ বছরের অভ্যাস তো।

    যদি ১ নং পয়েন্ট মতে কং সহ অন্য বামেরা প:ব:তে ক্ষমতায় আসে, তবে অনেক কিছুই পাল্টাবে। সরকারের একদল উচ্ছেদ চাইবে অন্যরা চাইবে না এমনও হতে পারে। কিন্তু এটার সম্ভাবনা নেই।

    যদি অন্য বামেরা মিলে শক্তিশালী বিরোধী জোট গড়ে তোলে, তাতে কং থাকছে না। এরা বিধানসভার বাইরে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে।

    প:ব:তে এপিডিআর নিয়ে দু দলের সমস্যা, তৃণমূল আর সিপিএম। সেটাই এপিডিআরের জোর।
    সুজাত আর এপিডিআরে নেই। প্রসূণ আর ছোটন কোনকালে ছিলোও না।

    লালু আলম যেমন গোটা সিপিএমএর প্রতিনিধিত্ব করতো না, তেমনই সুজাতও গোটা এপিডিআরএর প্রতিনিধিত্ব করতো না।

    মানবাধিকার কর্মীরা (যেমন আমি নিজে) মানবাধিকার লঙ্ঘন হলে চ্যাঁচাবো (কুত্তা লগ্নে জন্ম) সে সিপিএম হোক বা তৃণমূল। আশা করি এটা নিয়ে আর সন্দেহ নেই।
    আজকল আর কোথায় গেলো এপিডিআর ধ্বনি শুনি না।
  • fevi | 118.143.62.3 | ১৭ এপ্রিল ২০১২ ১৭:০৫544419
  • মমতার কবিতার মতো হয়েছে কল্লোলদার এই পোস্ট টা।
  • PT | 203.110.246.230 | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৪৪544420
  • Kallol
    বোঝা যাচ্ছে এপিডিয়ারে আপনার অগাধ আস্থা। আমার নাই। আর নোনাডাঙ্গাতেও এপিডিয়ার একা কিছু করেনি। বেশ কয়েকটি নকশাল সংগঠনও ছিল। জরুরী অবস্থাতে এপিডিয়ার নিষিদ্ধ হওয়া দিয়ে অনেক কিছুই প্রমাণিত হয়না। কেননা সেই সময়ে জনসংঘীরাও জেলে ছিল আর কট্টর বামবিরোধী বরুণ বাবুও জেলে ছিলেন।

    লালু আলম লাঠি চালালে সেই দায়িত্ব সিপিএম অস্বীকার করতে পারে না। ঐ একই যুক্তিতে সুজাতর কাজকর্মের কাদাও এপিডিয়ারের গায়েই লাগে যতক্ষণ না সে এপিডিয়ারকে ছাড়ে বা এপিডিয়ার তাকে ভাগায়।

    আপনার মত করে যদি যুক্তি সাজাই তাহলে দেখা যাবে যে প: বঙ্গে সিপিএমকে নিয়ে কং, তৃণ, বিজেপি আর অতিবাম সকলেরই সমস্যা। তাহলে সিপিএমই ঠিকপথে চলছে, কি বলেন?
  • omnath | 59.160.210.2 | ১৭ এপ্রিল ২০১২ ১৮:৪১544421
  • একটা জিনিস বুঝি না। কল্লোলদা বলে, ভলো বিরোধী হব, যাতে সরকার জালি কাজ করলে প্রতিবাদ প্রতিরোধ করা যায়। সরকার চাপে থাকে। এটা ভালো তো বটেই। বিরোধীদের সমালোচনামূলক অ্যাটিচুড অ্যাকটিভিটি ভালোই। কিন্তু সবচেয়ে এটাই কি ভালো নয় যে এমন একটা সরকার করা হোক, যে, অন দ্য ফার্স্ট প্লেস, জালি কাজটাই করবে না? সিপিয়েম বিরোধী। তৃণমূল বিরোধী। এপিডিআর বিরোধী। কোটিকোটি কঠিন বিরোধীদের সামনে রেখে গদিতে বসে ঠকঠক করে কাঁপতে কাঁপতে সরকার চালাবে কে? বিপ-কথিত মোবাইল টেকনোলজির ডিরেক্ট ডেমোক্রেসি, যে অ্যালগোরিদমের মাধ্যমে উন্নততর সঠিক সিদ্ধান্ত নেবে? :-?

    আর কল্লোলদা ও বাকিরা শুধু মিটিং, মিছিল, ধর্ণা, প্রতিবাদ, মোমবাতি, কালো ব্যাজ, মুকে কালো কাপড়, অনশন, পোস্টারিং, দেওয়াল লিখন, স্লোগান এইসব করবে? এটা কেমন একটা বিরোধিতাফেটিশ বা প্রতিবাদফেটিশের মতো শোনাচ্ছে না?
  • fevi | 118.143.62.3 | ১৭ এপ্রিল ২০১২ ১৮:৫৬544422
  • কবি বলেছেন, পোতীবাদ ইজ আওয়ার ক্যাপিটল।
  • abastab | 14.139.163.29 | ১৭ এপ্রিল ২০১২ ১৯:১০544423
  • সি পি এম এর সমস্যাগুলোর একটা ক্লিয়ার লিস্টিং করলেই হয়।

  • bb | 117.195.189.129 | ১৭ এপ্রিল ২০১২ ১৯:৪৬544425
  • @ omnath তার প্রধান কারণ বিরোধিতা করা সোজা, গঠন মুলক কাজ করা সোজা নয়। সরকারে থাকতে হলে কিছু দ্বায়িত্ব নিতে হয়, দাম বাড়াতে হয়, অপ্রিয় হতে হয়।
    তাই বিরোধী হওয়া সবসময়ই সুবিধার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন