এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অশনি সংকেত

    Arin
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০১২ | ৮৬৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.85.245 | ১৭ এপ্রিল ২০১২ ২১:১৬544426
  • কার্টুনের টইই ছিল তো। আবার একটা ? তাহলে এটাও আবার থাকুক :)

    http://www.guruchandali.com/yessir.html
  • Sibu | 74.125.59.177 | ১৭ এপ্রিল ২০১২ ২১:২৩544427
  • হুম্‌ম্‌। আগামী শ-খানেক বছর চেষ্টা করে যদি জোট না হয় তো কল্লোল তখন হাই তুলে কইবেন যে আসে আসুক, দিদি তো যাক।

    আপাতত: বসে বসে মানবতাবাদীদের নৌটঙ্কি দেখি :))।
  • shubha | 59.93.244.69 | ১৮ এপ্রিল ২০১২ ০১:১০544428
  • pi দি এত্তো টৈ খুলে সব ঘুলিয়ে দেয় । এক্ত টৈ এর খমত বারনো যায় কি?
  • pi | 128.231.237.6 | ১৮ এপ্রিল ২০১২ ০১:১২544429
  • শুভার সব গুলিয়ে গেছে, কোন সন্দেহ নাই।
    একটাও টই আমি খুলি নাই :), বরম একই বিষয়ে এতগুলো টই কেন, সেটা জিগিয়েছি।
  • Lama | 117.194.232.35 | ১৮ এপ্রিল ২০১২ ০১:১৬544430
  • উরিশ্লা! সার্ভের পাতার ছবিটা খেয়াল করি নি আগে। আমার প্রোফাইল পিকের ইজ্জত বেড়ে গেল :)
  • Tim | 128.173.35.132 | ১৮ এপ্রিল ২০১২ ০১:২৭544431
  • গোলা হয়েছে সার্ভে :-)
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:২৪544432
  • ওমনাথ।
    যেটা হয়না সেটা ভেবে মগজ অপচয় করে কি লাভ? সরকারে থাকলে নানান ধান্দাবাজ দলে ভিড়বে। এই যে কার্টুন কান্ড। কিছু দুষ্কৃতি একজনকে ""টাইট"" মারার জন্য একটা জঘন্য কাজ করলো। পুলিশ মদত দিলো। এই অবধি গিয়ে যদি বিষয়টা থেমে যেতো, তাহলে কি হতো? মমতার গাধামোর জন্য ব্যাপারটা আন্তর্জাতিক বিষয় হয়ে গেলো। ভালো হলো। কিন্তু যদি ব্যাপারটা মহাপাত্রের মার খাওয়া ও হাজতে যাওয়া অবধি হয়ে থেমে যেতো? আমি আপনি জানতেও পারতাম না। প্রতিবাদও হতো না। এরকম অজস্র ঘটনা রোজ ঘটে/ঘটেছে এ আমলে ও আমলে যা আমাদের কাছে পৌঁছায় নি।
    মমতা তো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, নির্মান সিন্ডিকেটের সাথে যুক্ত থাকলে দল ছেড়ে দিতে হবে। তো? সিপিএম কি কখনো বলেছে যে প্রোমোটারীর সাথে যুক্ত থাকলে তাকে মাথায় তুলে নাচা হবে!! তাতে কি প্রোমোটারী চক্কর থেকে ক্ষমতায় থাকাকালীন সিপিএম মুক্ত হতে পেরেছে?
    ক্ষমতায় থাকলে জালি লোকেরা চারপাশে থাকবে। জালি পুলিশ দিয়ে কাজ চালাতে হবে। আপনি ব্যক্তিগতভাবে সৎ না অসৎ তাতে কিছুই এসে যায় না।
    সে কারনেই আমি বিধানসভার বাইরে বিরোধীতার ওপর জোর দিয়েছি।
    বাম সরকার থাকাকালীন মমতার বিরোধী রাজনীতি আর যাই হোক খুব নরম সরম ছিলো না। তাতে সিপিএম সরকার ছেড়ে বনে যাবো বলে কাঁদেনি তো। তারা তো দিব্যি সরকার চালালো।
  • ranjan roy | 14.97.117.171 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:২৫544433
  • শিবুর কথাটি একদম সঠিক যদি আগামী নির্বাচন ১০০ বছর পরে হয়।
    কারণ, বিকল্প জোট গড়ে ওঠা বা কোন সরকার যাক- যে-কেউ আসুক বক্তব্যটি স্পষ্টত:ই আগামী নির্বাচনের পরিপ্রেক্ষিতে বলা।
    এখন সেই মাহেন্দ্রক্ষণ নির্ধারণ করা কমিশনের হাতে,-- কল্লোল-শিবু বা আমার হাতে নয়।
  • Sibu | 108.23.41.126 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:৩৩544434
  • তার মানে কি হল রঞ্জনদা? আগামী নির্বাচনে স্ট্যান্ড হবে যে আসে আসুক, মমতা যাক? মানে ঐ জোট যদি পোক্ত না হয় তবে। আই উইল হোল্ড ইউ টু ইওর ওয়ার্ডস। তবে কথাটা আপনে কল্লোলবাবুর তরফেও কইলেন কি?
  • ranjan roy | 14.97.117.171 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:৩৬544436
  • বিবি,
    আপনার বক্তব্য-- সরকার চালানো কঠিন, বাইরে থেকে বিরোধিতা করা সোজা, একটু বেশি সরলীকরণ হল না?
    তাহলে এর লজিক্যাল করোলারি হবে মার্ক্স পার্লামেন্টকে শুয়োরের খোঁয়াড় এইজন্যে বলেছিলেন যে উনি কঠিন কাজটা করতে না চেয়ে সহজ অপশন বেছে নিয়ে ছিলেন।
    আসলে বুর্জোয়া রাষ্ট্রযন্ত্র একটি শোষণের যন্ত্র; সরকার নামক এর অংশে যদি কোন বিপ্লবীও চড়ে বসেন তবে যন্ত্রটি পাল্টায় না, বিপ্লবীর( পড়ুন অনেস্ট, ভাল লোক) চরিত্র পাল্টে যায়, তার ইচ্ছের বিরুদ্ধে হলেও।
    এটি একটি বহুস্বীকৃত রাজনৈতিক-দার্শনিক স্ট্যান্ড, আপনার পছন্দ নাও হতে পারে।
    ওমনাথকে,
    ওপরের বক্তব্যের করোলারি:
    কোন পাইলট ছুটিতে গাঁয়ের বাড়িতে গিয়ে গরুর গাড়ি চালালে গাড়িটা এরোপ্লেন হবে না, পাইলট গাড়োয়ান হবেন।
  • ranjan roy | 14.97.117.171 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:৪৫544437
  • শিবু,
    ঠিক ধরেছেন। খেয়াল করে দেখুন সিপিএম এর সময়েও এই পাতায় বলেছিলাম কেরালা মডেলের কথা। বলেছিলাম-- দিদির সময়েও স্বৈরাচার লক্ষণ দেখা মাত্র ঘেউ ঘেউ করব। আমার সামান্য সাধ্য। কিন্তু আমি অরিজিতের এবং সংহতির-- দুটো পিটিশনেই সাইন করেছি।
    যা সব লক্ষণ দেখা যাচ্ছে মনে হচ্ছে এই সরকারের পাঁচ বচরে কোন পোরিবত্তন হবে না। খালি ঘটনার সংখ্যা বৃদ্ধি পাবে। ফলে আগামী ইলেকশনের আগে আমার আজকের বক্তব্যে পোরিবত্তনের কোন সম্ভাবনা নেই। আই স্ট্যান্ড বাই মাই ওয়ার্ডস্‌, আমি ভদ্রলোক।:))))

    কল্লোলের সঙ্গে কোন কথা হয়নি, কিন্তু অল্প সময়ের বন্ধুত্বের ফলে ওকে যতটুকু জেনেছি তার ওপর নির্ভর করে, সুয়ো মটো, বলছি--হ্যাঁ, কল্লোলের তরফ থেকেও।:)))
  • Sibu | 108.23.41.126 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:৫০544438
  • :-)
  • dd | 110.234.159.216 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:৫৩544439
  • ঠিক এরম একটা সিচুয়েশন চলছে কর্নাটকে।
    একেবারে অপদার্থ কংগ্রেস, করাপশনে আর নিজেদের মধ্যে খেয়াখেয়িতে স্যাচুরেটেড বিজেপি আর তৃতীয় পক্ষ হচ্ছে দেভে গৌড়ার একটা অশিক্ষিত অসমাজিক দল।

    অদল বদল করে যে সরকারই হোক না কেনো সেই স্ক্যাম,কুসংস্কার, স্বজন পোষন চলতেই থাকে।

    কাকেই বা সমর্থন করবো, কারই বা বিরোধিতা? কে কতো খারাপ তার একটা কম্পিটিশন।
  • ranjan roy | 14.97.117.171 | ১৮ এপ্রিল ২০১২ ১০:০৩544440
  • ডিডি,
    একদম ঠিক। তাই কাউকে সমর্থন করার বদলে বিরোধিতা করাটাই এখন সুস্থতা।
    রুটি পোড়ার আগে পাল্টে দাও।
    যাতে কেউই ক্ষমতায় বসে মৌরুশীপাট্টা পেয়েছে না ভাবে, তাহলে জনতার ওপর দমন চক্র চালাতে খুব সহজে পারবে না, দু'বার ভাববে।
  • tatin | 122.252.251.244 | ১৮ এপ্রিল ২০১২ ১০:২৩544441
  • সরকার, বা যাঁর হাতে অন্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে,সে সবসময়েই বিপজ্জনক। যেহেতু কোনো কিছুরই ক্লিয়ার্লি 'এটাই একমাত্র রাস্তা' হয় না, ফলে সব সময়েই অন্যরাস্তার অনুগামীরা থাকবেন এবং সরকার যিনি তিনি অন্যরস্তয় চলতে চাওয়া লোককে বাধ্য করবেন নিজের মন পসন্দ ভাবে চলতে। ফলে সমস্ত সিচুয়েশনেই সরকার কিছু মানুষের শত্রু।
    এইবার, এখনকর যে কোনো শাসনব্যবস্থায় নি:সন্দেহে বলা যায় সরকার ভদ্রলোক কিছু মুষ্টিমেয় মানুষের ইচ্ছের ধারক বাহক। তাঁর কাছে নোনাডাঙার বস্তিবাসীদের তুলনায় এডিবির বাৎলানো পথের গুরুত্ব বেশি। সেটা সরকারে সিপিএম তৃণমূল বিজেপি, রিপব্লিকান, জুকে যেই থাকুক না কেন। ফলে, সমস্ত সিচুয়েশনেই সরকার এখন সংখ্যাগরিষ্ঠের স্বার্থের/ইচ্ছের বিরোধী কাজ করবে।

    এইরকম ভাবি বলে মনে হয়, যে কোনো পরিস্থিতিতে সরকারের বিরোধিতা করা আমার নিজের প্রতি নিজের দায়িত্ব।
  • quark | 14.139.199.1 | ১৮ এপ্রিল ২০১২ ১০:২৭544442
  • গুড! তাইলে এই পাল্টে দেবার খেলাটাই এখন চলতে থাকুক ..... যদ্দিন না নতুন খেলা পাওয়া যায়।
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১০:২৯544443
  • শিবু।
    হ্যাঁ, আগামী প:ব: নির্বাচনে যদি কোন বিকল্প জোট গড়ে না ওঠে, আবারও বলব মমতা যাক, পরে যে আসবে বুঝে নেবো।
    একটা বিষয় বোঝার চেষ্টা করুন। আমরা (এখানে দায়িত্ব নিয়ে আমি আর রঞ্জন) কোনভাবেই ক্রনিক সিপিএম বিরোধী বা সেই অর্থে কারুরই ক্রনিক বিরোধী নই।

    আমার দার্শনিক অবস্থান নৈরাজবাদী। রাষ্ট্র মানেই নিপীড়নের যন্ত্র, সে সমাজতান্ত্রিক রাষ্ট্র হলেও। কাজেই রাষ্ট্র যন্ত্রের ভিতর থেকে কোন ভালো কিছু হওয়ার নেই।
    আমি মনে করি মানবাধিকার আন্দোলনই পারে রাষ্ট্রকে মুছে ফেলতে। মানবাধিকার আন্দোলন পৃথিবীর নানান দেশে রাষ্ট্রকে বাধ্য করেছে মানুষের হাতে বেশী বেশী করে অধিকার তুলে দিতে। একদিন এরকম হতেই পারে যে রাষ্ট্রের হাতে আর কোন অধিকার রইলো না, সব অধিকারই মানুষের হাতে চলে এলো, তাহলে রাষ্টের আর দরকার থাকে না। এটা কবে হবে জানি না। হবেই কি না জানিনা। কিন্তু হতেও পারে।
    মার্ক্সও ভেবেছেন একদিন রাষ্ট্র উবে যাবে, আমিও তাইই ভাবি। পথটা আলাদা।

    মানবাধিকারের জায়গা থেকে সিদ্ধার্থ জামানায়, বাম আমলে সরকারী ও অসরকারী মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ করেছি। মিটিং মিছিল, মামলা, বেসরকারী কমিশন/ট্রাইবুনাল সবই করেছি। আজ যখন তৃণমূল মানবাধিকার লঙ্ঘন করছে তখনো বলছি। আমি নিজে এখন ব্যাঙ্গালোরে থাকি, তাই কলকাতায় প্রতিবাদে শারিরীক ভাবে থাকতে পারি না। ব্যাঙ্গালোরে বসে আর যা যা করা যায় সাধ্যমত করি।
    এরকম ভাবার কোন কারন নেই যে সিপিএমএর বিরোধীতা করেছি বলে আমরা তৃণমূল বা তৃণমূলের বিরোধীতা করছি বলে সিপিএম হয়ে গেছি।

    আপনার সাথে কখনো বন্ধুত্ব হয়েই যাবে, এই আশায়..............
  • tatin | 122.252.251.244 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৪৫544444
  • কল্লোলদা, রাষ্ট্রের উৎপত্তি নিয়ে কলিম খানের লেখাটা পড়েছেন?
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৪৭544445
  • কি চাপ! আমি কল্লোলদাদের একদম উল্টোদিকে বসে আছি। বিশ্বাস করি রাষ্ট্রের হাতে আরো ক্ষমতা যাক, শক্তিশালী ওয়েলফেয়ার স্টেট তৈরী হোক, এবং আগামী দিনে রাষ্ট্র আরো বেশি বেশি করে ইম্পর্টান্ট হয়ে উঠবে।

    আর এটাও মনে করি যে ক্ষমতা মোটেই খারাপ জিনিস নয়। কিন্তু তার মিসইউজ্‌ড হবার বিপজ্জনক প্রবণতা থাকে।

    এসব ভাবি, এদিকে আমি কংগু বা চাড্ডি বা তিনু কিচ্ছুটি নই। সিপিএমকে ভোট দি-ই, তবে তাদের-ও খিস্তি করি সময় পেলেই।

    আমি তাহলে কে? কি?

    কে দেবে এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে বেরোনোর উপায়? কে? কে ? ক্কে? ভেউ :(
  • quark | 14.139.199.1 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫১544447
  • কাজের বেলা কাজী, কাজ ফুরোলেই পাজি : http://tinyurl.com/8x5qsda
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫২544448
  • না তাতিন কলিম খানের লেখাটি পড়িনি।
    লিং থাকলে দিন।

    সিদ্ধার্থ। কেন রে? তুই কি তুই হতে পারিস না?

  • tatin | 122.252.251.244 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫৩544449
  • কলিম বাবুর লেখা মতে ঐ জায়্‌গা থেকেই রাষ্ট্র তৈরি হয়েছিল। সমাজে ধনের অসাম্য দ্যাখা গেছিল, ঋষিরা পৃথুকে বললের সমাজকে পেষণ করে সম্পদের সমন বণ্টন করতে- পৃথু যে অঞ্চল জুড়ে সেইটা করতে পারলো, তার নাম হলো পৃথিবী- প্রথম রাষ্ট্র।

    তারপর কী হইলো জানে ইতিহাস।

    তাছাড়া, রাষ্ট্রের আন্ডারে মানুষ যেমন কখনৈ আর স্ব-অধীন নয়। সেনাবাহিনীর আন্ডারে রাষ্ট্রও স্বাধীন নয়। এর ওপর মহাজনরা আছে, টেকনোক্র্যাট ব্যুরোক্র্যাটরা আছে। রাষ্ট্র মানে তো আর রোবোট সমাজবাদ (ঋণ: বিপ পাল) নয়, কিছু স্বার্থবুদ্ধি সম্পন্ন ব্যাক্তি-ই।
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫৬544451
  • হুমম। সিদ্ধার্থবাদ বৈ হয়ে বেরবে, খন্ডে খন্ডে, দশ কুড়ি বছর অপেক্ষা করুন।

    অন আ সিরিয়াস নোট, এটাই ইন্টারেস্টিং যে কল্ললদার মত নৈরাজ্যবাদী, রঞ্জনদার মত মার্ক্সবাদী, তাতিনের মত মমতাবাদী ঈসানদার মত পোমো আর আমার মত এই সব কিছুর ককটেল আজ এক সুরে কথা বলছে, এক ইস্যুতে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াচ্ছে। একেই বলে ক্ষমতার ক্ষমতা! :)
  • lcm | 69.236.168.55 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫৬544450
  • এককালে আমিও রাষ্ট্রকে জঘইন্য ভাবতাম।
    বোধিলাভের পর থেকে আমিও সিদ্ধার্থর মতন চিন্তা ভাবনা পোষন করি।

    এখন আর ক্ষোভ নাই, যে কোনো সরকার -- সিপিএম/তিনোমুল থেকে শুরু করে অমিতাভ বচ্চনের সরকার, মায় অভীক সরকার পজ্জোন্ত।
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫৭544452
  • এই মুহুর্তে কলিমবাবুর সাথে একমত নই। যদিও লেখাটি পুরো পড়ে তবেই মন্তব্য করা উচিত।
  • Somnath | 59.160.210.2 | ১৮ এপ্রিল ২০১২ ১১:১৫544453
  • কল্লোলদা,
    আমাকে "তুই" করে বললেই খুশি হব।

    কিন্তু হয় না মানে কি "এমন একটা সরকার হোক যে জালি কাজ টাই করবে না" - এটা হয় না বললে?

    সংসদীয় গণতন্ত্রে সরকারের থেকে ঠিকঠাক কাজের প্রত্যাশা করা যায় না, তাইতো? আনলেস, কঠিন বিরোধীরা ঘাড়ের কাছে সর্বদা গরম নি:শ্বাস ফেলতে থাকে আর কোজলি ওয়াচ করে? সেসব করে তো সিঙ্গুর, নন্দীগ্রাম, থেকে শুরু করে অনেক কিছুই দেখলাম। এখনও দোর্দন্ডপ্রতাপ বিরোধীদের সামনেই নানাবিধ সার্কাস দেখছি। অর্থনৈতিকভাবে নি:স্ব সরকার শহরে নীল সাদা রং করিয়ে বা ৫ হাত অন্তর ফুটপাথ ধ্বংস করে, ভবিষ্যৎ রাস্তা-এক্সপ্যানশন-সম্ভাবনার মূলে অ্যাসিড ঢেলে ল্যাম্পপোস্ট বসিয়ে বা ট্রাফিক সিগনালে গান বাজিয়ে পয়সা নষ্ট করছে কেন এই নিয়ে তো কোনো বিক্ষোভ প্রতিবাদ, লড়াই দেখি না। প্রতিবাদ ব্যাপরটাও যে রাজনৈতিক মাইলেজ লাভের উদ্দেশ্যড্রিভেন এই নিয়ে সংশয়ও তো উবে যাচ্ছে দিনে দিনে।

    তো, বিকল্প কি?

    কার্টুন আঁকার মৌলিক অধিকারে হাত পড়েছে বলে সমস্ত মিডিয়া ও সাইটপত্রে যে প্রতিবাদের হাইপ চলছে, তাতে বিরোধীদের গ্লোবালি রাজনৈতিক সমর্থনপ্রাপ্তি বাড়ছে। কিন্তু সেটা তো মহিষবাথানের যে তৃণমূল সমর্থক ফেসবুকে লব্ধ চারটে ছবির বিরুদ্ধে এফ আই আর করেছেন, আর তার পরিপ্রেক্ষিতে সি আই ডি যে স্টেপ নিয়েছে তার পরিপ্রেক্ষিতে। এ এম স্যর-এর সাথে যে সিন্ডিকেটের লোকেরা তৃণমূলের নানান নেতার সাথে ভালো কানেকশন থাকার সুবিধে নিয়ে হ্যারাসমেন্ট করে গেল, সেটা নিয়ে কে প্রতিবাদ করেছে, আর কিভাবে সেই নিয়ে সরকার কে চাপে ফেলে কোনঠাসা করে ফেলেছে? সেখানেও তো একটা মেল ফরোয়ার্ডের মতো বাজে চার্জ আনার প্রেক্ষিতে "সরকার ব্যঙ্গচিত্র পাঠানোর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে" - লাইনেই মিছিল হচ্ছে। পুলিশের কার্যকরিতায় রাজনৈতিক চাপ, সিন্ডিকেটের সঙ্গে নেতাদের গলাগলি, সিপিএম পরিচিতির সূত্র ধরে তৃণমূলী থ্রাশিং - এগুলোর বিরুদ্ধে কে বা কারা লড়ছে? কিভাবে সরকারকে চাপে ফেলা হচ্ছে?

    বিরোধী দলে কারা কারা জোট বাঁধলে এগুলো হবে কল্লোলদা? পরের নির্বাচনে সরকারে কাকে আর বিরোধী হিসেবে কাকে কাকে দেখতে চাও?

    রঞ্জনদা,
    পাইলটটা কে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? এপিডিআর? মাওবাদী না প্রাক্তন নকশালেরা?
    গরুর গাড়ি তথা সংসদীয় গণতন্ত্র গ্রামে তথা প:ব: বা ভারতে পছন্দসই নয়, বুঝলাম। বিকল্প কি? পাবলিক / প্রাইভেট এ সি বাস না এরোপ্লেন? সেগুলোই বা কি পশ্চিমবঙ্গে? বিপ-র মোবাইল অ্যালগোরিদম?
  • Somnath | 59.160.210.2 | ১৮ এপ্রিল ২০১২ ১১:২৩544454
  • সরি আগের পোস্ট না দেখেই লিখেছি। বিকল্প মানবাধিকার আন্দোলন, ও মানুষের হাতে ক্ষমতা সমর্পন। তাই তো? তখন কিভাবে দেশ বা রাজ্যচালনা হবে? মডেলটা বুঝতে চাইছি।
  • S | 99.26.200.89 | ১৮ এপ্রিল ২০১২ ১১:২৪544455
  • মানুষ কিন্তু ভাবছে। আমরা খাতায় কলমে, ভাট টই তে যাই লিখিনা কেন, মানুষ যখন ভোটবাক্সে ভোটটি দেবেন তখন ভাববেন। আমরা ভাবতে পারি যে সব গরীব না খেতে পাওয়া নিরক্ষর লোকজন, এরা কি বুঝবে। কিন্তু বিগত সবকটি ভোট কিন্তু বলে দেয় যে মানুষ ভেবে ভোট দেয়। পব এ পরিবর্তন, বা উপ এ মুলায়েম, বা লোকসভা ভোটের ফলাফল কিন্তু সবই বেশ ইম্প্রেসিভ ভাবনা চিন্তার ফল। এটাকে আগে অ্যাজিউম করে নিতে হবে যে মানুষ সব কিছু ভেবে চিন্তে বেস্ট অপসানটাই চুজ করবে।

    ১) তিনো ই থাক।
    ২) ছিপিয়েমের প্রত্যাবর্তন।
    ৩) সব দলের মধ্যে ভোট/সিট ভাগ করে দাও (কঙ্গ, তিনো, সিপিয়েম, ভাজপা, অন্য বাম দল, নির্দল)।
    ৪) খুব কম প্রতিশত লোক ভোট দিতে যাবে।

    আর সরকারের দাদাগিরির বিরুদ্ধে একটা লিবেরল ফোর্স উঠে আসার খুব সম্ভাবনা আছে - সেটা এখনকার সব অপসানের বাইরের অপসান। আর মার্কেট থিওরি তো বলে যে ডিমান্ড তৈরী হলে তা পুরন করবার জন্যে সাপ্লায়ারও তৈরী হবে - মার্কেটের সব গ্যাপ পুরন হয়ে যাবে।
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১১:৪০544456
  • সোমনাথ।
    দ্যাখ, এরকম নয় যে মহাপাত্রবাবুর ওপর ঝামেলা নিয়ে কোন প্রতিবাদ হয় নি। কার্টুন কান্ডের সাথে মহাপাত্রবাবুর ওপর হামলা, শাসক দলের হয়ে পুলিশের অতিসক্রিয়তা সবারই প্রতিবাদ হয়েছে। হচ্ছে। কার্টুনটা বেশী মাইলেজ পাচ্ছে মিডিয়ায়, কারন ঐ ধরনের খবরের বিক্রি বেশী। তার মানে অন্য প্রতিবাদগুলো হচ্ছে না এমন নয়।

    আগামী নির্বাচনে তৃণমূল-সিপিএম-কং বাদ দিয়ে কোন জোট হলে ভালো হয়। এই জোট সরকার গড়তে পারবে না, সেটা এখনি বলে দেওয়া যায়। এমনকি প্রধান বিরোধী দলও হবে না। কিন্তু সরকারের বিরোধীতা করতে গেলে বিধানসভায় বড় সংখ্যায় থাকতে হবে, তার কি কোন মানে আছে?
    বিধান রায়ের আমলে কমিউনিষ্টরা দুজন ছিলেন বিধানসভায়। তাতে বিরোধী ভূমিকা পালন করতে কোন অসুবিধা হয় নি। গত বিধানসভায় তৃণমূল ৩৫ ছিলো। তাতে নন্দীগ্রাম-সিঙ্গুর নিয়ে আন্দোলনে যেতে কোন অসুবিধা হয়নি তো।
    সরকারে কে আসবে তাই নিয়ে মাথাব্যাথা নেই। আমি চাইবো তৃণমূল যাক। যে আসে আসুক। পরে দেখা যাবে। সত্যি কথা বলতে কি, এবার হয়তো কেরালা মডেলের দিকে এগোবে প:ব: - ৫ বছর এ ৫ বছর ও। সেও একরকম ভালো। কিন্তু বিধানসভার বাইরে শক্তপোক্ত বিরোধী জোট চাই।
  • quark | 14.139.199.1 | ১৮ এপ্রিল ২০১২ ১১:৪৭544458
  • তাইলে "নন্দীগ্রাম - সিঙ্গুর নিয়ে আন্দোলন" কে করল? ৩৫ বিধায়কের তৃণমূল? মিডিয়া ও বিদ্বজ্জনদের মহাজোট নাকি এক ও অদ্বিতীয় "জ্যানাগ্যান"? কল্লোলদা "জিরো"তে আসুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন