এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অশনি সংকেত

    Arin
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০১২ | ৮৬৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ এপ্রিল ২০১২ ১৩:৩৬544246
  • সেগুলো হয় ব্যার্থ হয়েছে নাহলে ক্ষমতার বিরুদ্ধে পাল্টা ক্ষমতা হয়ে দাঁড়িয়ে পড়েছে। ক্ষমতা তাতে ইররেলেভান্ট তো হয়-ই নি, উল্টে আরো জোরদার হয়েছে।

    তন্ত্র এসে বেদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, পরে কাল্ট স্টেটাস পেয়েছে। তার-ও পরে তান্ত্রিক ধর্মে ছেয়ে গেছে পূর্ব ভারত, কেন্দ্রের প্রতি বিদ্রোহে। পীঠস্থানে ভরে গেছে। নীট ফল, তারাপীঠের ব্যবসা। আর একদম শেষে এসে হিন্দুধর্ম তার উদার ঢিলেঢালা কাঠামোর জন্য শুষে নিয়েছে এই পীঠগুলোকে।
  • PT | 203.110.243.23 | ১৮ এপ্রিল ২০১২ ১৩:৩৮544247
  • বেড়ে বলেছেন S! তাই রাজ্যে পরিবর্তনের ঘনঘটা ঘটিয়ে কি এই সব সমস্যার থেকে মুক্তি পাওয়া যাবে? ঐ পার্লামেন্টে বসে এইসব কথা বলতে হবে। তাই পার্লামেন্টে, রাজ্যসভাতে যাতে সব রকম বামেদের উপস্থিতি কমানো যায় সেটাই মনু-পণু-আলুর একমাত্র লক্ষ্য। তার জন্য দরকার হলে পণুদা রাজ্য কংগ্রেসকেও জলাঞ্জলি দিতে রাজি।

    কিছু ভালমানুষ খামকা ""অমুক দলের ঔদ্ধত্য কমুক"" বা ""কার্টুন আঁকার অধিকার চাই"" ইত্যাদি নিয়ে ব্যস্ত রাখছে মানুষজনকে - তাতে ঐ ত্রয়ীর সুবিধেই হচ্ছে। আলু ঝিঙের দাম বাড়লে তাদের কি-ই বা আসে যায়?

    আর উল্টে-পাল্টে যতই রুটি সেঁকুন, কেন্দ্রে শেষ পর্যন্ত কং নাহলে বিজেপি। তাতে কিছু ফারাক হয় নাকি?
  • S | 99.26.200.89 | ১৮ এপ্রিল ২০১২ ১৪:০১544248
  • পিটি আমি কিন্তু বাজারনীতির বিপক্ষে নই, মার্কেট আমার খুবই প্রিয়। প্রকৃত ক্যাপিটালিজম দিয়েই মোক্ষ আসবে। কিন্তু তার দেখা কোথায় পাই? ক্যাপিটালিজমের তিনটে গুরুত্বপূর্ণ দিক আছে আমার মতে -
    ১) ফ্রি মার্কেট। মানে একেবারে ফ্রি, কোনো ম্যানিপুলেশন হবেনা, সবার সমান অধিকার, অ্যাকসেস থাকবে। কোনো কোটা থাকবে না। কোনো দাদাগিরি নয়।
    ২) ফেয়ার কম্পিটিশন। যেমন মার্কেটে। তেমনি রিসোর্স ডিস্ট্রিবিউশনে।
    ৩) প্রাইভেট প্রপার্টির প্রটেকশন। আইনকে শক্ত হতে হবে। তেমনি পাব্লিক প্রপার্টি বেআইনি প্রাইভেট করতে গেলেও যেন আইন ঠিকঠাক বিচার করে। মানে তোমর নিজস্ব যেটুকু, তোমার ঠিক সেইটুকুই থাকবে - বেশিও নয়, কমও নয়।

    কিন্তু এমনধারা কোথাও আছে নাকি?

    অন্যদিকে রাস্ট্র যেমন জনতার কোনো দেখভাল করলো না, তেমনি দাদাগিরিও চলবে না। মানে তুমি কি গান শুনবে, না কি ছবি আঁকবে, না কোথায় যাবে - সরকার তুমি বলার কে? আমি তোমার খাই না পড়ি?
  • quark | 14.139.199.1 | ১৮ এপ্রিল ২০১২ ১৪:১৮544249
  • @ kallol 18 Apr 2012 -- 12:16 PM

    তেভাগা শুনিয়ে নন্দীগ্রাম-সিঙ্গুরটা কাটিয়ে দিলেন। কেস বাই কেস হ'লে ভালো হ'ত না?
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১৪:৫৬544250
  • কোয়ার্ক। আমার তো মনে হচ্ছে তেভাগা শুনে আপনিই কেটে গেলেন ;-)))
    নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলন গড়ে তোলার মতো অবস্থা বামেরাই গড়ে দিয়েছিলো। তৃণমূল সুযোগ নিয়েছে। মানুষের মনে ক্ষোভ না থাকলে মিডিয়া - দল - বিদ্বজ্জন ধুনো দিয়ে কিছু করতে পারে না। এটা যত তাড়াতাড়ি বোঝেন ততোই মঙ্গল।
    যেমন তেভাগা আন্দোলন গড়তে মিডিয়া - বিদ্বজ্জন লাগেনি, বিধানসভায় বড় সংখ্যা লাগেনি, কংগ্রেসই তার অবজেক্টিভ সিচুয়েশন গড়ে দিয়েছিলো।
  • maximin | 59.93.199.95 | ১৮ এপ্রিল ২০১২ ১৪:৫৭544251
  • 'এস' মশাই আগের পোস্টে বলেছেন প্ল্যান আমলেও (অর্থাত তথাকথিত সোশ্যালিস্ট আমলেও) ভেস্টেড ইন্টারেস্টের স্বার্থরক্ষা হত সবেমাত্র সেটাকে ক দিতে গেছি এমন সময়ে বললেন বাজার ব্যাবস্থায় সবার সমান সুযোগ থাকে! কিসের সুযোগ সমান থাকে, শুনি সেটা?
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১৪:৫৮544252
  • সিদ্ধার্থ।
    অপারেশন বর্গা কিভাবে ক্ষমতাকে ম্যানিপুলেট করলো, জানতে চাই।
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১৪:৫৯544253
  • পিটি।
    আলু ঝিঙ্গের দাম বাড়লে আন্দোলন!! কবে শেষ হয়েছে মনে আছে?
  • maximin | 59.93.199.95 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:১২544254
  • পার্ফেক্ট কম্পিটিশন বলছেন কি? পার্ফেক্ট কম্পিটিশনের সর্বপ্রধান শর্ত হল ফ্রি এϾট্র। তার জন্যে পার্ফেক্ট ক্যাপিটাল মার্কেট লাগে। টাকা ধার করে ব্যাবসা শুরু করার সুযোগ সকলের সমান ছিল কবে, কোন দেশে?
  • S | 99.26.200.89 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:২৮544256
  • @ম্যাক্সিমিন -- আগে ক দিয়ে দেন।
    http://en.wikipedia.org/wiki/Bombay_Plan

    সবার সমান সুযোগ থাকছে না তো, সেটাই তো দেখছি। সমান সুযোগ থাকা উচিত কম্পিট করার। ধরুন রিসোর্স কম্পিটিশন - মানে আমার মাথায় যদি ভালো আইডিয়া থাকে তাহলে ক্যাপিটাল আমার কাছে আসবে। মার্কেটের অ্যাকসেস থাকা উচিত সবার হাতে। এতে করে কেউ খুব লম্বা টাইম ধরে সুপার নর্মাল প্রফিট করতে পারবে না।

    কিন্তু চারদিকে শুধু একটাই আইডিয়ালজি চলছে - শুভিদাবাদ / অপরচুনিস্ম। যখন যা করলে আমার সুবিধে হয় তখন তাই করা হচ্ছে।
  • maximin | 59.93.199.95 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:৩৮544257
  • অনেকেই দেখছি অতীতকালে পড়ে আছেন। কলকাতা শহরে রাস্তাঘাট, পাবলিক-যানবাহন সব আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। জমির দাম বাড়ছে এবং তা সব জায়গায় সমানভাবে বাড়ছে না। প্রাইম ল্যান্ডে লোক বসে থাকলে সেখান থেকে তাদের সরানো হবে হ্যাঁ পুনর্বাসন দিয়েই সরানো হবে। জমি বিক্রী হওয়ার আগে ছোট ছোট দালালরা উচ্ছেদ প্রতিরোধের নাম করে বর্তমান বাসিন্দাদের কিছুদিন বসিয়ে রাখবেন যাতে করে জমি বিক্রীর সময়ে সরকার ন্যায্য দাম না পায়। টাকা আদায়ের সুবিধের জন্যে এই জমি কেনাবেচার ইন্টারমিডিয়ারিরা নিজেদের তৃণমূল বলে পরিচয় দেবে। বাজার ব্যাবস্থায় এগুলো হয়ে থাকে, হয়ে এসেছে, আবারও হবে। যে পার্টি সরকারে আছে শুধু যে তাদের লোকেরাই টাকা পাবে তাও নয়, বিরোধীরাও কিছু পাবে। কেউ নির্বাচনে অংশগ্রহন করল, কেউ করল না, কেউ আজ করল না কিন্তু পরে করল। এই প্রক্রীয়াগুলো চল্বে ঠিকঠাক।
  • maximin | 59.93.199.95 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:৪০544258
  • এস কি রথু নাকি?
  • quark | 14.139.199.1 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:৪৪544260
  • প্রথমে বললেন ২ জন বাম/২৯ জন তিণো এমেলে দিয়ে আন্দোলন গড়ে তোলা গেল

    তারপরে বললেন দল-মানুষ নিয়ে আন্দোলন হয়

    এখন বলছেন শুধু মানুষ হলেই চলে, দল কিসু নয়

    আজ্ঞে আমি না হয় অবুঝ, কিন্তু আপনি?
  • tatin | 122.252.251.244 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:৪৪544259
  • প্রাইমল্যান্ড আবার কী? যেখানে লোক থাকে সেটা লোকের থাকার জায়গা- উন্নয়ন ফুন্নয়ন করতে হলে লোকের মানুষের থাকা খাওয়ার জায়গা বাদ দিয়ে হোক
  • S | 99.26.200.89 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:৪৮544261
  • রথু মানে?
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:৫৭544262
  • কোয়ার্ক।
    আপনি অবুঝ, কথাটা বেশ লঘুকথা মনে হচ্ছে।
    ১) মানুষের ভিতর ক্ষোভ না থাকলে কোন আন্দোলন হয় না। যাকে অব্জেক্টিভ কন্ডিশন বলা হয়।
    ২) অব্জেক্টিভ কন্ডিশন থাকলেই আপনা আপনি আন্দোলন গড়ে ওঠে না। একটা সচেতন ফোর্স লাগে সেই অবজেক্টিভ কন্ডিশনকে কাজে লাগাতে। সেটা দল।
    ৩) উপরের এই দুটো থাকলে তার ওপর মিডিয়া-বিদ্বজ্জন, বিধানসভায় সংখ্যা থাকতে পারে নাও পারে।
    বোঝা গেলো কি?
  • quark | 14.139.199.1 | ১৮ এপ্রিল ২০১২ ১৬:০৩544263
  • কিন্তু ২ নং পয়েটের এই "ফোর্স" দলই হ'তে হবে বা মিডিয়া ও বিদ্বজ্জন হবে না এইটে ক্যামনে প্রমানিত হ'ল?
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১৬:০৭544264
  • তেভাগা দিয়ে। মিডিয়া বা বিদ্বজ্জন তখন উল্টোদিকে ছিলো।
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১৬:১০544265
  • খাদ্য আন্দোলন দিয়ে। মিডিয়া আর বিদ্বজ্জন তখন উল্টোদিকে ছিলো।
    ট্রাম ভাড়া বৃদ্ধি আন্দোলন দিয়ে। মিডিয়া আর বিদ্বজ্জন তখন উল্টোদিকে ছিলো।
    নকশাল আন্দোলন দিয়ে। মিডিয়া আর বিদ্বজ্জন তখন উল্টোদিকে ছিলো।
    জয়প্রকাশের ৭৪এর আন্দোলন দিয়ে। মিডিয়া আর বিদ্বজ্জন তখন উল্টোদিকে ছিলো।
    ৭৪এর রেল ধর্মঘট দিয়ে। মিডিয়া আর বিদ্বজ্জন তখন উল্টোদিকে ছিলো।
  • ranjan roy | 14.97.102.188 | ১৮ এপ্রিল ২০১২ ১৬:১৩544267
  • s এবং ম্যাক্সি,
    পার্ফেক্ট কম্পিটিশনের শর্ত গুলো অর্থাৎ, ফ্রি এϾট্র, ফ্রি ক®¾ট্রাল অন রিসোর্স, এগুলো টেক্‌স্‌টবইয়ে থাকে, কন্সেপ্টকে বোঝাবার জন্যে। একটি থিওরেটিক্যাল মডেল যার বিপরীতে স্টেট ক®¾ট্রালড্‌ মডেল।
    কিন্তু রিয়েল কন্ডিশনে এটা কোথাও হয় নি। অলিগোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন এগুলোই মোটামুটি রিয়ালিস্টিক।
    আর মার্কেট মেকানিজমের অদৃশ্য হাত যে কোন ভগবান নয়, সেটা শুধু তিরিশের দশকে কেইনস সায়েবই নয়, আজকেও প্রমাণিত হচ্ছে। নইলে আজ আমেরিকার এই ব্যবস্থা হত না।
    এইনিয়ে চমস্কি'র একটি চটি বই আছে। কোথাও হারিয়েছি। তাতে উনি মার্কেট ক্যাপিটালিজম, স্টেট সোশ্যালিজম, লিবার্তাইন সোশ্যালিজম এই সব চারটি সম্ভাব্য মডেল নিয়ে ভাল আলোচনা করেছিলেন।
    মনে হচ্ছে আমরা সবাই (অন্তত: এখানে) একই জিনিস চাই।
    রাষ্ট্র থাকুক। বাজারের দাদাগিরি নিয়ন্ত্রণ করুক, আম্পায়ারের মত। কিন্তু নিজেই একটি বড় দাদা না হয়ে ব্যক্তির দৈনন্দিন জীবনের ইচ্ছে-অনিচ্ছে নিয়ে হস্তক্ষেপ না করুক। আর ব্যক্তিকে সুরক্ষা দিক।
    চমস্কিও আজকে রাষ্ট্রকে বাদ দিয়ে ভাবতে পারছেন না। আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে তৃতীয় বিশ্বের আরো মজবুত সবল রাষ্ট্রের ওপর ভরসা রাখছেন। ( আমি পছন্দ করি বা না করি।)
  • quark | 14.139.199.1 | ১৮ এপ্রিল ২০১২ ১৬:১৪544268
  • ৭৪ সালের (তারও আগের গুলা বাদ রাখলাম) মিডিয়ার সহিত ২০১২'র সর্বব্যাপী নিউজ চ্যানেলের তুলনা?
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১৬:২২544269
  • তাইলেই বোzও। মিডিয়া না থাকলেও আন্দোলন হয়। নইলে আর আগেকার আন্দোলনগুলো হলো কোংকোয়ে?
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১৬:২৫544270
  • রঞ্জন - পার্ফেক্ট কম্পিটিশনের মতো পার্ফেক্ট রাষ্ট্রও কেতাবেই থাকে।

  • S | 99.26.200.89 | ১৮ এপ্রিল ২০১২ ১৬:৪৫544271
  • হ্যাঁ কারণ এই রাষ্ট্র মানে তো কোনো মহামানব নয়। সেই বুদ্ধ-মমতা-মনু-বাজপেয়ি-যাদব-জয়ললিতা-করুনানিধি চালিত একটা অর্গ্যানাজেশন। এদের প্রত্যেকের নিজস্ব স্বার্থ আছে - ক্ষমতায় থাকা থেকে পকেট বোঝাই অবধি সব। তাই তাদের নীতি যে শুদ্ধ হবে তাঅর কোনো কারণ নেই।

    মানে বেসিকালি রাস্ট্র মানে একদল লোকের হাতে প্রচুর ক্ষমতা। অতএব আরেকটা প্রাইভেট অর্গ্যানাইজেশন যাদের শেয়ারহোল্ডার বা কাস্টোমার হোলো জনতা - যারা ভোট দিয়ে ম্যানেজমেন্ট পাল্টাতে পারে।
  • Sibu | 108.23.41.126 | ১৮ এপ্রিল ২০১২ ১৬:৫৯544272
  • অনেক ভেবে এই সংখ্যালঘু সরকার কিভাবে পারপেচুয়ালি রাখা যায় তার একটা সমাধান পেয়েছি।

    ধরুন বিরোধী পার্টি ৬০ তা সিট পেল, ১০০ তে। তো সরকার গড়েই ১১ জন গে বিরোধীদের সাথে বসে যাবে। কিছু অপছন্দ হলে সরকার ফেলে দিয়েআবার ৬০ জন সরকার করবে। তখন অন্য ১১ জন বিরোধীদের সাথে বসবে।

    অবশ্য টার্বুলেন্ট ফ্লো-র ইকুয়েশন গুলো সলভ করে দেখিনি।
  • tatin | 122.252.251.244 | ১৮ এপ্রিল ২০১২ ১৭:৩৬544273
  • না সেটা করবেনা- ৪০ জনকে বা তারও ছোট কোনো গ্রুপকে সরকার করতে দেবে। প্রথম আস্থা ভোটে জিতিয়েও দেবে, তারপর যে কোনো প্রস্তাবে কাট মোশন আনবে।
  • Sibu | 108.23.41.126 | ১৮ এপ্রিল ২০১২ ১৭:৪১544274
  • বুঝেছি। জ্যোতিদাকে প্রধানমন্ত্রী করে যেটা করা হত সেইটে ইচ্ছে করে করতে হবে।
  • tatin | 122.252.251.244 | ১৮ এপ্রিল ২০১২ ১৭:৪৮544275
  • কিন্তু মাইন্ড ইট, বিধান্সভার ভিতরের ৬০ জন বস্তুত অচল যদি না বাইরে অজস্র মানুষের সমর্থন এঁদের প্রতি থাকে।
    আসল ক্রিয়শীলতাটা বিধান্সভা/লোকসভার বাইরেই, তার একটা পার্ট শুধু আইনসভার ভেতরেও হবে।
  • Sibu | 108.23.41.126 | ১৮ এপ্রিল ২০১২ ১৭:৫২544276
  • এত ঝামেলা না করে বিপ পালের ডিরেক্ট ডেমোক্র্যাসি কল্লেই তো ল্যাটা চুকে যায়।
  • Ben Arfa | 121.241.218.132 | ১৮ এপ্রিল ২০১২ ১৮:০৪544278
  • সহজ সল্যুশন তো আগেই বললাম। যারা হারবে তারা গভ্‌মেন্ট বানাবে, যারা জিতবে তারা বিরোধী হবে। মিটে গেলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন