এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অশনি সংকেত

    Arin
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০১২ | ৮৬৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.23 | ১৮ এপ্রিল ২০১২ ১৮:২০544279
  • ১) মানুষের ভিতরের সামান্য ক্ষোভকে তাতিয়ে দিয়ে আরো ""অপ্রয়োজনীয়"" বড় ক্ষোভ তৈরি করেও একধরণের আন্দোলন করা যায়। বাবরি মসজিদ ইস্যুতে বিজেপির উত্থান তার একটা বড় উদাহরণ। আমার মতে সিঙ্গুরের আন্দোলনও এই পর্যায়ের।

    ২) আলু, পটলের দাম নিয়ে হয়ত সরাসরি আন্দোলন হয়নি, কিন্তু পেঁয়াজের দাম নিয়ে একটা সরকার পড়ে গিয়েছিল, সেকথা ভুলে গেলে চলবে কি করে? আর খাদ্য আন্দোলন সেটা কি নিয়ে হয়েছিল? ৮০ জন লোকের বিধান রায়ের পুলিশের গুলিতে মরার কথা ভুলে গেলে চলবে?

    ৩) মিডিয়া না থাকলেও আন্দোলন হয়, কিন্তু মিডিয়া প্রচন্ড শক্তিশালী হওয়ার পরে মিডিয়াকে অস্বীকার করে আন্দোলন হয়না। কেউ কেউ এটা খুব ভালো বুঝেছেন। তাই ভোটের আগে আবাপ-বর্তমান-তারানন্দকে যথেচ্ছ ব্যবহার করে এখন নিজস্ব মিডিয়া-রাজ তৈরি করার কাজে রত হয়েছেন।

    ৪) এই ফ্রি মার্কেট ব্যাপারটা ঠিক বুঝিনে বাপু। আমি ইনভেস্ট করেছি, লাভ করতে চাই - আমি ম্যানিপুলেট করব না? এ হয় নাকি? আর মার্কেট কি দেখবে নাকি যে আম্বানির ছেলে আর রাজু রিক্সাওয়ালার ছেলের বেড়ে ওঠার জন্য একই পরিমাণ প্রোটিন লাগে আর স্কুলে একই ধরণের খাতা-বই-কম্পু ফি লাগে? সেই তো আবার ঘুরে রাষ্ট্রর কাছে গিয়ে বলতেই হবে - ""দাদা রাজুর ছেলেটাকে একটু দেখুন!!"" এই রাষ্ট্র বাদ দিয়ে আপাতত: কার কাছে যাব? রাস্তার নর্দমাটা আটকে গেলেও তো রাষ্ট্রের প্রতিনিধির কাছে গিয়ে হাত জোড় করে দাঁড়াতে হয়।
  • kallol | 115.242.148.192 | ১৮ এপ্রিল ২০১২ ১৯:২৮544280
  • পিটি।
    ২ নং পয়েন। ঠিক তাই। আলু-পেঁয়াজ-চাল-ডাল নিয়ে শেষ আন্দোলন হয়েছিলো প্রফুল্ল সেনের আমলে। তারপর থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি আর বিষয় নেই।
    ১ নং পয়েন। ঠিক। কিন্তু সামান্য হলেও ক্ষোভ থাকতে হবে। হাওয়ায় তাতানো যায় না।
    ৩ নং পয়েন। মাওবাদীরা তবে সারা ভারতেই মিডিয়ার সাহায্য পাচ্ছে বলে ধরে নিতে হবে। কিন্তু তাতো নয়। ক্ষোভ আছে। দল আছে। মিডিয়া নেই। তবু আন্দোলন হচ্ছে। সারা ভারতের আদিবাসী অঞ্চলে মাওবাদীরা বড়ো সমস্যা - এটা চিদুও মানে।
    ৪ নং পয়েন। আজকের পরিস্থিতিতে ক্ক।
  • S | 99.26.200.89 | ১৮ এপ্রিল ২০১২ ২১:৫৩544281
  • পিটি, উত্তর দি।

    আমি ইনভেস্ট করেছি, লাভ করতে চাই - আমি ম্যানিপুলেট করবো না? আমি প্রিন্সিপাল হয়েছি, নিজের দলের ছেলেদের কলেজে জায়গা করে দিতে চাই, ম্যানিপুলেট করবো না? একই ব্যাপার। যারা দ্বিতীয়টা করে, তাদের কাছে প্রথমটা স্বাভাবিক। সেইজন্যেই অ্যান্টি-ট্রাস্ট ল সুট হয়। আর সেই ল যখন ঠিকঠাক কাজ করেনা, তখনই দেখা দেয় টু বিগ টু ফেল। পরের গল্প সকলেই জানে।

    আম্বানির ছেলে আর রাজুর ছেলে কস্মিন কালে, পৃথিবীর কোনো দেশে এক খাবার খায়নি, বা এক স্কুলে পড়েনি। রাশিয়ায় নয়, চিনে তো নইই। র‌্যাদার OECD দেশ গুলোতে তাও কিছুটা হয়। আর পড়েই বা কি হবে। ধিরুভাই তো স্কুলে না গিয়েই এতো কিছু করলো।

    ঐ লাস্টের কাজটাই এতগুলোর মধ্যে রাষ্ট্রের হওয়া উচিত। আর ভুলে যাবেন না রাষ্ট্রের কাছে নয়, লোকাল কাউন্সিলর বা তার কোনো চ্যালা চামুন্ডার কাছে গিয়ে হাত জোড় দাঁড়াতে হয়। ছিপিয়েমের নাগরিক কমিটি ঠিক করতো কোথায় কোন কাজ হবে। এটাই কি রাষ্ট্র, আর নাগারিক কমিটির লোকজন রাষ্ট্রনেতা। যা সব পিস দেখেছি সেখানে - সামন্ত্রতান্ত্রিক প্রভুরাও লজ্জা পাবে।

    আজকের ক্যাপিটালিস্ট দেশগুলোতে যেমন যার যত ধন, তার তত জোর। তেমনি কম্যু দেশগুলোতে যার বাপ যত বড় নেতা, তার তত জোর।
  • maximin | 59.93.199.36 | ১৮ এপ্রিল ২০১২ ২২:০৮544282
  • এস - রথু একজনের আইডি। তাঁকেও এরকম কথা বলতে শুনেছি। যেমন ব্যাবসার জন্যে লোন পাওয়া যাবে কিনা সেটা নির্ভর করে ব্যাবসার প্ল্যান ভায়াবল কিনা তার ওপরে। ধার যে পাওয়া যাবে সে ব্যাপারে তিনিও আস্থাশীল সেজন্যে হঠাত মনে হয়েছিল আপনি তিনি কিনা। সরি।

    তাতিন - প্রাইমল্যান্ড কথাটা কলকাতা শহর প্রসঙ্গে বলেছি। জমির দাম বেশি হলে প্রাইমল্যান্ড। উন্নয়ন মানে এখানে রেসিডেনশিয়াল কমপ্লেক্স তৈরি বুঝতে হবে। নোনাডাঙার জমি বিক্রী করে সেটাই করা হবে। আমি চাইছি বলে করা হবে তা নয় (আমি এটা চাইছিও না) বড়লোকেরা 'চাইবে' বলে করা হবে।
  • S | 99.26.200.89 | ১৮ এপ্রিল ২০১২ ২২:১৬544283
  • তাও ভালো। আমি ভাবলাম, আমাকে রথসচাইল্ডদের চর ভাবলেন কিনা।
  • maximin | 59.93.199.36 | ১৮ এপ্রিল ২০১২ ২২:২৩544285
  • রঞ্জন -- আমার পোস্টটা আপনি পড়েন নি। লিখেছিলাম 'পার্ফেক্ট কম্পিটিশনের সর্বপ্রধান শর্ত হল ফ্রি এϾট্র আর তার জন্যে পার্ফেক্ট ক্যাপিটাল মার্কেট লাগে। টাকা ধার করে ব্যাবসা শুরু করার সুযোগ সকলের সমান ছিল কবে, কোন দেশে?' এর মানে হল কোনও দেশেই কোনও দিন ফ্রি এϾট্র ছিল না।

    আরেকট কথা রঞ্জন, অলিগোপলির সঙ্গে মনোপলিস্টিক কম্পিটিশনকে এক করে দেখবেন না। দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। মনোপলিস্টিক কম্পিটিশনেও এϾট্র একেবারে ফ্রি। যার ফলে মনোপলিস্টিক কম্পিটিশনেও লঙ রানে নর্মাল প্রফিটই হয় তার বেশি হতে পায়না। সে হিসেবে পার্ফেক্ট কম্পিটিশনের খুবই কাছাকাছি।
  • maximin | 59.93.199.36 | ১৮ এপ্রিল ২০১২ ২২:২৯544286
  • *entry

    বাংলা হরফে entry দিতে গেলেই রফলা বাদ যাচ্ছে :(
  • maximin | 59.93.199.36 | ১৮ এপ্রিল ২০১২ ২২:৩৮544287
  • আর হ্যাঁ রঞ্জন -- টেক্সট বইতে তো ফ্রি control অফ রিসোর্সেস বলে কিছু পাইনি আমি!! ফ্রি মবিলিটি অফ রিসোর্সেস বলতে চেয়েছেন কি?
  • ranjan roy | 14.97.194.60 | ১৮ এপ্রিল ২০১২ ২৩:৩০544289
  • ম্যাক্সি,
    ঠিক বলেছেন,--ফ্রি মবিলিটি অফ রিসোর্সেস।অর্থাৎ ফ্যাক্টর অফ প্রোডাক্‌শনের ও ফ্রি-এϾট্র, ইন এ সেন্স।
    আপনার প্রথম বক্তব্যের সঙ্গে পুরো সহমত। ওটা আসলে এস কে লেখা। ওনার পোস্টে মার্কেট মেকানিজমের ওপর আস্থা আছে দেখে লিখলাম,
    কল্লোল,
    সত্যি কথা--পার্ফেক্ট রাষ্ট্র বলে কিছু হয় না। ওটা সবসময়ই , মার্ক্সিস্ট থিওরি অনুসারেও, দমনপীড়নের যন্ত্র।
  • maximin | 59.93.199.36 | ১৮ এপ্রিল ২০১২ ২৩:৩৮544290
  • :)
  • S | 99.26.200.89 | ১৯ এপ্রিল ২০১২ ১০:২৫544291
  • আচ্ছা টাটাদের সাথে সিপিয়েম সরকারের সিঙ্গুর নিয়ে যে চুক্তি হয়েছিলো, যাতে নাকি ভয়ংকর সব তথ্য আছে যা শুনলে আমাদের নাকি পিলে চমকে যাবে, আমরা বুঝতে পারবো বুদ্ধ-বিমান-নিরুপম এরা কত বদমায়েস - যে চুক্তি পার্থ চ্যাটার্জি এবং আরো সব মান্য গন্য তিনোমুলিরা ক্ষতিয়ে দেখে বছর খানেক আগে দেশ ও দশকে জানানোর কথা ছিলো- সেই চুক্তির একটা কপি পাওয়া যাবে।
  • Ben Arfa | 121.241.218.132 | ১৯ এপ্রিল ২০১২ ১০:৩০544292
  • ওসব কোশ্চেন করলেই সিপিএম তকমা লাগিয়ে জেলে ভরে দেবে।

    আর এসব কোশ্চেন করার মানেই বা কী? অ্যাঁ? উনি তো বলছেন ৯০% কাজ হয়ে গেছে, বাকি চার বছর শুধু মনিটর করলেই চলবে।
  • S | 99.26.200.89 | ১৯ এপ্রিল ২০১২ ১০:৩৯544293
  • কিন্তু না মানে ইয়ে দিদির বানর সেনারা যে খুব লম্ফ ঝম্ফ করেছিলো? টিভিতে দেখেছিলাম, এখনো মনে আছে। এমনকি একটি চ্যানেলে এক চ্যালার মুখে অত্যন্ত কুরুচিকর মন্তব্যও শুনেছিলাম। তাই মাঝে মাঝে মেনে নিয়ে পারিনা।

    আর সিপিয়েম নেতাদের নাকি সব সুইস অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা ভরা আছে। তার উপোরে কোনো তদন্ত কমিটি বসানো হোলো না?
  • omnath | 59.160.210.2 | ১৯ এপ্রিল ২০১২ ১১:৪৭544294
  • হ্যাঁ হ্যাঁ কোন গাছের তলায় কীসব পোড়ানো ও তো হয়েছিলো শুনেছিলুম।
  • PT | 203.110.243.23 | ১৯ এপ্রিল ২০১২ ১২:২৭544295
  • সেই চুক্তির কপি তো ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিকদের দিয়ে দেওয়া হবে বলে প্রতিজ্ঞা করা হয়েছিল। তাতে নাকি নিরূপমের কূকীর্তির সব খবর এক্কেরে সামনে চলে আসবে বলে বুদ্ধিবাগীশরাও অনেক নাপানাপি করেছিল।

    কিন্তু এত সব ঘটমান বর্তমান গোলমালের মধ্যে বিভাস চক্কোত্তি মশাই কোথায়?
  • quark | 14.139.199.1 | ১৯ এপ্রিল ২০১২ ১২:৩০544296
  • আগের দিন ১০০য় ১০০ দিয়েছিলেন, কাল ৯০! কাকেশ্বরের পুনরাবির্ভাব!
  • Arin | 119.224.108.139 | ১৯ এপ্রিল ২০১২ ১২:৪৮544297
  • বর্তমানের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী দাবী করেছেন, পঁআচ বছরে যে কাজ হওয়ার কথা, তার ৯০ শতাংশ কাজ এক বছরেই হয়ে গিয়েছে |
    আগামী চার বছরের কাজের বহরের কথা ভেবে শিউরে উঠতে হয় তবে !
    ধরপাকড় মারধোর খাবো হয়ত (তিন দিনের ফাসি সাত দিনের জেল হবে জেনেও বলতেই হচ্ছে, খবরটা পড়ে প্রথমেই গুপি গাইন বাঘা বাইনের জহর রায় আর হারীন চট্টোপাধ্যায়ের সেই কথোপকথোন টা মনে ভেসে উঠল, " বরফি, তোমার যাদুর মেয়াদ কদ্দিন?"

    http://www.bartamanpatrika.com/content/main1.htm
  • tatin | 122.252.251.244 | ১৯ এপ্রিল ২০১২ ১২:৪৯544298
  • লে: কপি তো আদালত আটকে রেখেছে- দিদির দোষ কোথায়?
  • rajdeep | 220.227.106.153 | ১৯ এপ্রিল ২০১২ ১২:৫২544300
  • অরিন এই বরফির রেফারেন্সটা ব্যাপক

    বরফিও সেই ধোঁয়া দিয়ে সব্বাইকে "চুপ" করিয়ে দিয়েছিল
  • Bratin | 122.248.183.1 | ১৯ এপ্রিল ২০১২ ১২:৫৬544301
  • আশায় বাঁচে......
  • quark | 14.139.199.1 | ১৯ এপ্রিল ২০১২ ১২:৫৭544302
  • শা... টাটা (নাকি সিপিএম) আদালতকেও গাপ করেছে!
  • quark | 14.139.199.1 | ১৯ এপ্রিল ২০১২ ১৩:০০544303
  • কলকাতা নীল হচ্ছে! ইদিকে পাওলির দামি ছবিতেও নীল রঙের পোঁচ। তাইলে পাওলিও কলকেতার ল্যান্ডমার্ক হ'ল, ঠিক কিনা?
  • PT | 203.110.243.23 | ১৯ এপ্রিল ২০১২ ১৩:৪৩544304
  • আদালত তো বামেদের আমালেই চুক্তি প্রকাশ আটকে দিয়েছিল। তাহলে ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ করার প্রতিশ্রূতি দেওয়া হল কেন?
  • Bratin | 122.248.183.1 | ১৯ এপ্রিল ২০১২ ১৩:৪৭544305
  • তাহলে ব্যাপার টা মোটের ওপর কী দাঁড়াইল ?
  • Ben Arfa | 121.241.218.132 | ১৯ এপ্রিল ২০১২ ১৩:৫০544306
  • যা দাঁড়ালো সেটা বল্লে তুমি কানে আঙুল দিয়ে পালাতে চাইবে। কিন্তু দিদির প্রতি ভক্তি তোমার পথ আটকাবে, আর তুমি দু চারটে কথা বলার চেষ্টা করবে। আর তারপর ফতোয়া ভাঙার অপরাধে ক্যাল খাবে বা জেলে যাবে।

    আমরা কারো অনিষ্ট চাই নে।
  • apu | 122.248.183.11 | ১৯ এপ্রিল ২০১২ ১৩:৫৬544307
  • যা করছেন উনি, তাতে তোমাদের আর কোন চাপ নিতে হবে না। সমনের বারে এমনিটেই জিতে যাবে। আমার হনেস্ট ফিলিং হচ্ছে।

    ক্ষমতা র দম্ভ মানুষ কে এত টা বদলে দেবে সত্যি সত্যি ভাবি নি। অনেক আশা ছিল :-((
  • Ben Arfa | 121.241.218.132 | ১৯ এপ্রিল ২০১২ ১৪:০০544308
  • ব্যাস্‌ হয়ে গেলো। জেল বা নিদেনপক্ষে ক্যাল কে ঠেকায়...

    সমস্ত গুরু ভাইবোনেরা সাক্ষী - আমি বা আমরা কিন্তু মোটেও কিছু বলিনি বা বলতে বলিনি।

    ;-)
  • apu | 122.248.183.1 | ১৯ এপ্রিল ২০১২ ১৪:০১544309
  • :-))

    বেনামে লিখছি বাওয়া। বললে হবে?
  • Ben Arfa | 121.241.218.132 | ১৯ এপ্রিল ২০১২ ১৪:০৪544311
  • যতই বেনামে লেখো, গুচ-তে কি দিদির চোখ নেই? তিন জোড়া তো এম্নিই দেখতে পাচ্ছি;-) পুরো ইন্টারনেটে নজর রাখা হচ্ছে (কে যেন বল্ল গুগুল অ্যালার্ট সেট করা আছে) - গুচ তো নস্যি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন