এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অশনি সংকেত

    Arin
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০১২ | ৮৬৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Yohan Cabaye | 14.99.24.182 | ২৩ এপ্রিল ২০১২ ১৪:২৭544347
  • শুধু মিছিল নয়, কোথাও কোনো সভা করতে গেলেই লালবাজারের পারমিশন লাগবে - যেটা আগে লোকাল থানা থেকেই করা যেত। অর্থাৎ, অন্যভাবে কার্ফ্যু জারি করা হচ্ছে।
  • S | 129.115.2.75 | ২৩ এপ্রিল ২০১২ ১৪:২৯544348
  • কালাকে কালা বলিলে চটিয়া যায়, মাতালকে মাতাল বলিলে রাগিয়া যায়, কার্টুনকে ...........
  • S | 129.115.2.75 | ২৩ এপ্রিল ২০১২ ১৪:৩১544349
  • অবশ্য দুই পক্ষই তো তাই - এপিঠ আর ওপিঠ
  • Sibu | 74.125.59.177 | ২৩ এপ্রিল ২০১২ ২২:১৫544350
  • দুই পক্ষই তাই - কথাটা বায়ার্স রিমোর্সের মত শোনায়। আমরা আরো খারাপ কাউকে সাপোর্টেছিলাম, সে কথা কি কেউ স্বীকার করে?
  • ranjan roy | 14.97.28.249 | ২৪ এপ্রিল ২০১২ ১০:৫৮544351
  • কেউ করে না! কেউ করে না। কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে বা বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে সাপোর্টিয়েও না। আমরা সবাই পরিস্থিতিজন্য বাধ্য হই, তাই সব সময়েই সঠিক কাজ করি:))))
  • PT | 203.110.243.23 | ২৪ এপ্রিল ২০১২ ১২:৫০544352
  • কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে কে কে সাপোর্ট করল?
  • rajdeep | 220.227.106.153 | ২৪ এপ্রিল ২০১২ ১৩:৩২544353
  • রঞ্জনদা একটু বেশি জেনারেলাইজেশন করে ফেললেন !

    বামেরা ৭৭ ও ৮৯ এ জনতা দলকে সমর্থন করেছিল , বিজেপিকে নয়

    মনে হয় এটা অপানি জানেন , তাহলে কেন এ মন্তব্য :)
  • Netai | 121.241.98.225 | ২৪ এপ্রিল ২০১২ ১৩:৫৫544354
  • ঐটে বলচেন মনেহয়
    বাজপেয়ীর সাথে একই মঞ্চে জ্যোতি বসু
  • Yohan Cabaye | 121.241.218.132 | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৩৬544356
  • ৮৯ ভোটের গল্পটা তো কতবার বলেছি। ৮৮-এ জাতীয় ফ্রন্ট তৈরী, বামেদের কথায় বিজেপিকে বাদ দিয়ে, ভোটের আগে কয়েকটা দলের বিজেপির সাথে সমঝোতা, সেখানেও বামেদের আপত্তি - শেষে ভিপি-র জোরাজুরি...আবার বলতে হবে? রঞ্জনদারা জানেন না তা কি হতে পারে?
  • ranjan roy | 14.97.251.118 | ২৪ এপ্রিল ২০১২ ১৫:০০544357
  • সিপিআইয়ের সত্যপাল ডং পাঞ্জাবে কোন যুক্তফ্রন্ট সরকারে মন্ত্রী হয়েছিল? এবং বিভিন্ন ইস্যুতে? সুষমা স্বরাজের চেম্বারে গিয়ে সংসদে কংগ্রেস সরকারের পতন ঘটাতে সিপিআই ও সিপিএম এর বর্ধন থেকে শুরু করে কোন কোন নেতা গিয়েছিলেন? বেশিদিনের কথা নয়। সমর্থন মানে কি শুধু সরকার গড়তে, সরকার ফেলতেও।
  • PT | 203.110.243.23 | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৫২544358
  • এটা জ্যোতিপ্রিয় মল্লিকের ফতোয়ার মত শোনালো। বিজেপি নেতাদের ঘরে যাওয়া বারণ নাকি? মাঝে মাঝে অবিশ্যি নিরপেক্ষতা দেখানোর জন্য চ্যুয়িং-গামকেও তার ইলাস্টিসিটির বাইরে টেনে লম্বা করতে হচ্ছে!!
  • ranjan roy | 14.97.49.240 | ২৪ এপ্রিল ২০১২ ১৭:০৮544359
  • আর বিজেপির সঙ্গে একই সরকারে মন্ত্রী হওয়াটা? আমাকে না শুধিয়ে ওনাদের শুধোন। যেদিন ওনারা সুষমার চেম্বারে গেছিলেন সেদিন প্রেসের লোকজন চেপে ধরেছিল। কারণ এত বছর বারণ ছিল। ওনারা কোন নিউট্রাল জোনে মিট করতেন। প্রেসের সামনে সেটা ওনারাই স্বীকার করলেন এবম বল্লেন যে পরিবর্তিত পরিস্থিতিতে ওঁরা নমনীয় হচ্ছেন, বড় সমস্যার সামনে শত্রু-মিত্র বদলাচ্ছেন।
    আর সাতাত্তরে কংগ্রেস বিরোধী যুক্তফ্রন্ট (যাতে বিজেপি বড় শক্তি) কে সমর্থন করা এবং সিপিএম তাড়াতে বিরোধী সমস্ত শক্তিকে সমর্থন করার পেছনের মূল আর্গুমেন্টে তফাৎ কোথায়? আমরাও তো পরিস্থিতি বুঝে যখন কংগ্রেস কে হারাতে হবে তখন বিজেপির সঙ্গে ( যেমন জরুরী অবস্থা বা নিউক্লিয়ার চুক্তি ইস্যু) জোট বেঁধে বাঁশ দিচ্ছি, এবং যখন সাম্প্রদায়িকতা প্রধান শত্রু মনে হচ্ছে তখন কংগ্রেসকে সমর্থন দিচ্ছি, সুবিধেমত ভুলে যাচ্ছি জরুরী অবস্থার কথা। কিন্তু বঙ্গে মমতার কথা উঠলেই সবাইকে বলছি-- জরুরী অবস্থা ভুলবেন না কমরেড! যেন জরুরী অবস্থা দিল্লিতে কংগ্রেস সরকার আনেনি, শুধু বঙ্গে মমতা এনেছিল। তখন তিনি ছিলেন কোতহায়?
    এমনকি মমতার বদলে কেন কংগ্রেসকে সমর্থন করা হল না সেই প্রশ্নও উঠছে-- আমরা সবাই সমান। উনিশ আর বিশ। হামাম মেঁ হম সব--।
  • PT | 203.110.243.23 | ২৪ এপ্রিল ২০১২ ১৮:২০544360
  • ৭৭-এ বিজেপি কোত্থেকে এল? নিউক্লিয়ার চুক্তিতে বিজেপির সঙ্গে বামেরা কোথায় হাত মেলালো? বামেদের আমেরিকা-বিরোধী অবস্থান সর্বজন বিদিত- অন্তত: এই একটা কাজ কারাত আমার মতে ঠিক-ঠাক করেছে। সেখানে দুটো দলের অবস্থানের সমাপতন হয়েছে। পাড়ায় চোর এলে আমি আর আমার কট্টর শত্রু প্রতিবেশী দুজনেই চোর-চোর বলে চ্যাঁচাবো নাকি সে চিল্লাচ্ছে বলে আমি বিপরীত কোন অবস্থান নেব?
  • ranjan roy | 14.97.167.239 | ২৪ এপ্রিল ২০১২ ২৩:০০544361
  • কেন শব্দকল্পদ্রুমে যাচ্ছেন? তখন বিজেপি তার আদি জনসংঘ অবতারে ছিল। আর সিপিআইয়ের সত্যপাল ডং ও আরো কারো বিহারে মন্ত্রী হওয়া? সেটা নিয়েও কোন ব্যাখ্যা আছে নাকি?
    আর আপনার চোরের গল্পটাই তো আমরা সবাই বলছি। চোর দেখে পাড়ার নামী গুন্ডাও যদি চোরকে তাড়া করে তখন আমরা সবাই গুন্ডা থাকা সঙ্কেÄও চোর-চোর বলে চেঁচাই। এটাই তো বলছি।
    আর পার্লামেন্টে অধিবেশনের শুরুতে কংগ্রেসকে কাৎ করতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সুষমার চেম্বারে গিয়ে কমন স্ট্র্যাটেজি ঠিক করার ঘটনা তো গত বছরের। সেদিন কম: বর্ধন, গুরুদাস দাশগুপ্ত এবং সিপিএমের বাসুদেব আচারিয়া কি বলেছিলেন প্রেসকে মনে করুন।
    ওনারা যা করেছেন বেশ করেছেন!
    যা শত্রু পরে-পরে,
    সবাই করে, সবাই করে।
    শুধু অন্যদের দিকে তর্জনী তোলার সময় নিজেদের দিকে তিনটে আঙুলও রাখুন, এয়িটুকু অনুরোধ। কেউ ধোয়
    তুলসী পাতা নয়।

  • ranjan roy | 14.97.167.239 | ২৪ এপ্রিল ২০১২ ২৩:০৬544362
  • আর বামেদের সর্বজনবিদিত আমেরিকাবিরোধী অবস্থান!
    বিরোধী বেঞ্চে বসলে এক, ক্ষমতায় থাকলে আরেক।
    নইলে ইউনিয়ন কার্বাইডের নয়া অবতার ডাও কেমিক্যাল এবং আরো কটা ডুবিয়াস ট্র্যাক রেকর্ডের মাল্টিন্যাশনালকে নন্দীগ্রামে কেমিক্যাল হাব করতে ডাকা?
    বামেদের পুঁজিবাদ-বিরোধী অবস্থান ও তো আরো বেশি বিদিত। তাহলে ক্ষমতায় থাকলে সবচেয়ে বেশি SEZ এর আবেদন কেন বাম সরকারই করে? আর উন্নয়নের পুঁজিবাদি মডেল নিয়েই কেন নাপানাপি করে? ইয়েচুরি আর কারাত তো ইকনমিক্সের ছাত্র।
  • PT | 203.110.246.230 | ২৪ এপ্রিল ২০১২ ২৩:৫৪544363
  • আর কতদিন ডাও-কে ব্রাত্য করে রাখবেন? ইউনিয়ন কার্বাইডের বড় বাবুদের কোন সরকারের নেতারা গাড়িতে চড়িয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছিল? তাদের কলার ধরে কম্পেনে্‌শসন আদায় করতে না পারার দোষ যে আমাদেরই!! আর কত ভারতীয় কেমিস্ট ডাও বা ডাওয়ের সঙ্গে সংযুক্ত কোংগুলোতে করে খাচ্ছে? With almost 1000 employees in locations spread across the country, Dow India has three established Centers of Excellence in the areas of Engineering (Chennai), Research & Development (Pune) and Transactional Services and Expertise (Mumbai), four manufacturing sites, customer application centers and a variety of commercial offices.- দোষ শুধু বাম সরকারের হল? নিচের সাইটে গিয়ে আসুন সকলে মিলে একটা তালিকা বানাই যে ডাওএর কোন কোন প্রোডাক্ট আমরা কাল থেকে ব্যবহার করব না!! http://www.dow.com/products/

    কানপুরের গঙ্গার দুধারে চামড়ার কারখানার বিষাক্ত জন্য ব্যবহৃত ক্রোমিয়ামের যৌগ জলে মিশছে প্রতিদিন। তার জন্য কি আমরা জুতোর ব্যবহার বন্ধ করে দিয়েছি নাকি?
  • Ishan | 192.43.65.245 | ২৫ এপ্রিল ২০১২ ০০:০১544364
  • এই জন্যই তো রবীন্দ্রনাথ জুতা আবিষ্কার লিখেছিলেন। ক্রোমিয়াম থাকলে পায়ে গামবুট আর হাতে গ্লাভস ব্যবহার করুন। মুখে পরবেন অক্সিজেন মুখোশ। ব্যস, আর কোনো ভুপাল হবেনা।
  • pi | 137.187.241.6 | ২৫ এপ্রিল ২০১২ ০৬:৫০544365
  • কয়েক বছর আগে অনেকগুলো আইআইটির ছাত্রছাত্রীরা ডাও র ক্যাম্পাসিং বয়কট করেছিল না ? একটা ভালমতন ড্রাইভ হয়েছিল এ নিয়ে, যদ্দুর মনে পড়ে। অনেক মেলপত্তর আসতো। সেসব কি এখন বন্ধ ?
  • PT | 203.110.243.23 | ২৫ এপ্রিল ২০১২ ১১:০৫544367
  • চাকরী করে খেতে হবে তো!! কোন ভারতীয় রাসায়নিক কোম্পানী আন্তর্জাতিক আইন মেনে রাসায়নিক বর্জ্যের সমস্যার সমাধান করে? সরা ভারতের সকল গবেষণাগারের রাসায়নিক বর্জ্য তো নর্দমাতেই ঢালা হয়। সেদেশে ডাও ব্যবসা করবে নাতো কোথায় করবে?
  • kallol | 119.226.79.139 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৪৬544368
  • পিটি। আমার আপনার বাধ্যতা আর একটা সরকারের বাধ্যতা এক হলো?
    কংগ্রেস ইউনিয়ান কার্বাইডের বড় বাবুদের বাঁচিয়েছিলো। তাই সিপিএম ডাও কেমিকাল ডাকলে দোষের কিছু নেই, যুক্তি হিসাবে বেশ নড়বড়ে। তাহলে সিপিএম আর কংগ্রেসে তফাৎ কি হলো? তবে আর পরমানু-টানু নিয়ে এতো ঝঞ্ঝাট কেন। মিলে মিশে থাকলেই হতো।
    চামড়ার কোংগুলো রোজ কানপুরে গঙ্গার জলে দূষণ ছড়াচ্ছে যখন, তখন ইউনিয়ান কার্বাইড আর গ্যাস ছড়িয়ে কি দোষ করলো - এরপর তো এটাও শুনবো।
  • PT | 203.110.243.23 | ২৫ এপ্রিল ২০১২ ১২:১৪544369
  • kallol
    আমি যে প্রায় শ'পাঁচেক বা তারো বেশী ছাত্রদের জানি যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছে। আর প: বঙ্গে কেমিস্ট্রির ছাত্রের সংখ্যা তুলনামূলক ভাবে অন্যান্য রাজ্যের থেকে বেশ বেশী। সেটা IISc, NCL, IICT ইত্যাদি জায়গায় গেলে বোঝা যায়। কাজেই আমার পক্ষে ভাবের ঘরে পুকুর চুরি করা বা বড় বড় তাত্বিক কথা বলা সম্ভব নয়।

    ভূপাল গ্যাসের সমস্যা শুধু ইউনিয়ন কার্বাইডের নয় - এদেশের সরকারেরও। আমার মতে সরকার খুব চালাকি করে কার্বাইডের কর্তাদেরো বাঁচিয়েছে আর নিজেদের পিঠও বাঁচিয়েছে। প্রতিবাদিদের anderson-এর পিছনে না ছুটে উচিত ছিল দেশের সরকারের কলার চেপে ধরা। কেননা একটি বিদেশি কোং আমার দেশের safety regulation-এর অনুপস্থিতি দেখেই এদেশে ব্যবসা করতে এসেছে। কাজেই সর্বাগ্রে প্রশ্নটা ওঠা উচিৎ যে আমাদের দেশে সেই রকম কঠিন আইন নেই কেন? উত্তর আসবে যে দিল্লী চায়না তাই। কাজেই বেছে বেছে বাম সরকারকে গালাগাল দেওয়া একটা রাজনৈতিক চাতুরী মাত্র। অবিশ্যি একই সঙ্গে বলা হবে যে রাজ্য সরকার শিল্পায়নে ব্যর্থ -সেটাও এই চাতুরীর মধ্যেই পড়ে। এটা পড়ুন: When it comes to pollution, there's no city in India that does as bad as Ludhiana. The latest report released by World Health Organization establishes Ludhiana as the most polluted city in the country. The 'distinction' is as much the failure of Punjab Pollution Control Board (PPCB) as it is of the residents, who have given two hoots to environmental issues dogging Ludhiana. সমস্যা হচ্ছে যে বিপ্লবীরা শুধু বঙ্গদেশেই জন্মায়!!

    গুঠকা খেয়ে মুখ, জিভ আর গলার ক্যান্সারে অসংখ্য মানুষ মারা যাচ্ছে - বিশেষত: উ:-পূর্ব ভারতে। According to the B.B.C '4 in 10 of all cancers in India are oral cancers'. This is because of extensive use of tobacco and betel quid. http://www.funonthenet.in/forums/index.php?topic=127894.0। সরকার সারা দেশে গুঠকা নিষিদ্ধ করছে না কেন?
  • quark | 14.139.199.1 | ২৬ এপ্রিল ২০১২ ১০:১২544370
  • "আরাবুলের কলেজ" এর ঘটনায় সংস্কৃতিবান শিক্ষামন্ত্রীর কোন "বাইট" পাওয়া গেছে? শিল্পমন্ত্রী তো বলেছেন "হামে দেখনা হ্যায়" (হিন্দীতে নয়, পুরনো কথাটা মনে পড়ে গেল, তাই)।
  • kc | 194.126.37.78 | ২৬ এপ্রিল ২০১২ ১০:২২544371
  • মৌলালিতে দীনেশ মজুমদারের নামে যে রাজ্য যুব গ্রন্থাগার আছে, সেটার নাম পাল্টে যাচ্ছে, হতে চলেছে বিবেক গ্রন্থাগার। বিবেকানন্দকে সম্মান জানাতে আরেকটা লাইব্রেরি বানাতে অনেক হ্যাপা, তার চেয়ে নাম পাল্টাও। নতুন কিছু করাও হবে ফিতে কাটাও হবে।
  • rajdeep | 220.227.106.153 | ২৬ এপ্রিল ২০১২ ১০:২৩544372
  • লালবাতি লাগানো এস ইউ ভি চেপে ঘুরে বেড়িয়ে, আবার চিটফান্ড ডিস্কোপার্টি থেকে ফিরিতে স্কচ পেঁদিয়ে কোন ছমোচকিতিবানই বা আগ বাড়িয়ে পোতিক্রিয়া দিতে যায় !

  • quark | 14.139.199.1 | ২৬ এপ্রিল ২০১২ ১০:৪৭544373
  • হুম, মেট্রো স্টেশনের নাম দিয়ে শুরু, সল্ট লেকের ট্যাঙ্কের নামও পাল্টাবে শুনেছিলাম, কবে যে বাবার নাম পাল্টাতে বলবে কি জানি?
  • Yohan Cabaye | 121.241.218.132 | ২৬ এপ্রিল ২০১২ ১১:০৬544374
  • ট্যাঙ্কের নাম তো পাল্টেছে। ১২ নং ট্যাঙ্ক হল শহীদ ভগৎ সিংহ জলাধার। গোলচক্করের নামও দেওয়া হয়েছে, তবে সেগুলো জানি না।
  • a | 125.16.135.194 | ২৬ এপ্রিল ২০১২ ১৩:১৭544375
  • এইটা জানতাম না তো। মেরেছে এবার তো সল্লেকে গেলে হারিয়ে যাব
  • 12 | 117.254.243.13 | ২৬ এপ্রিল ২০১২ ১৮:১০544376
  • Nextstationis জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, platformisontherighthandside...
  • S | 99.26.200.89 | ২৬ এপ্রিল ২০১২ ২৩:২৮544378
  • কিন্তু নামগুলো বদলে ইন্‌জারি নাম দিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায় - লন্ডন হয়ে যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন