এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমি আমার বেলুড় জীবন নিয়ে একটা লেখা লিখছিলাম, highly non linear, কারণ linearity আমার ধাতে নেই, এন্তার বানান ভুল আছে, লেখার প্রথম তিনটে কিস্তি দিলাম, লোকজনের ভালো লাগলে আরো দেব,

    Nishan Chatterjee
    অন্যান্য | ০৯ মে ২০১২ | ২৭৬৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.81.100.31 | ১৬ মে ২০১২ ০৯:০০546735
  • আম্মো উত্সাহ দিলুম - বড্ড ভালো হচ্ছে - আরো হোক
  • অপু | 24.99.243.125 | ১৬ মে ২০১২ ১০:৪৬546736
  • অভ্যু, প্লিজ একটু নরেন্দ্রপুর হোক .....
  • | 24.99.118.46 | ১৬ মে ২০১২ ১১:৪৬546737
  • যেটা অসম্ভব অবাক করল সেটা কলেজের ছাত্রদের গায়ে হাত তোলার গল্পটা। অন্যান্য রামকৃষ্ণ মিশনের কলেজেও এইরকম কিছু হয় বলে শুনি নি। বস্তুতঃ গায়ে হাত তোলা বিবেকানন্দর নিজের শিক্ষাধারণার বিরোধী।

    ইদানীং এ সব নিয়ে অনেক হৈচৈ হচ্ছে। কিন্তু বহুকাল আগে বিদ্যাসাগরের স্কুল মেট্রোপলিটান ইনস্টিটিউশনে ছাত্রদের মারা নিষিদ্ধ ছিল। নরেন্দ্রনাথ নিজে যখন এই স্কুলের ছাত্র তখন এক শিক্ষক তাঁর কান টেনে ছিঁড়ে রক্তারক্তি করে দেন। বিশ্বনাথ দত্ত এই নিয়ে বিদ্যাসাগরের কাছে অভিযোগ করলে তৎক্ষণাৎ সেই শিক্ষককে বরখাস্ত করা হয়।

    গায়ে হাত তোলা, বাজে খাবার খেতে দেওয়ার গল্প শুনে সারদাদেবীর একটা গল্প মনে পড়ছে। সারদাদেবীর ভক্তরা তখন কোয়ালপাড়ায় এক আশ্রম চালাতেন। সেখানকার অধ্যক্ষ ছিলেন কৃপণ ও কড়ামেজাজী। কাজ করিয়ে নিতেন, কিন্তু ঠিকঠাক খেতে দিতেন না, আদরযত্ন করতেন না। তাই সুযোগ পেলেই আশ্রমিকরা হয় সারদাদেবী নয় স্বামী সারদানন্দের কাছে পালিয়ে যেতেন। এই নিয়ে অধ্যক্ষ অনুযোগ করলে সারদাদেবী বলেন- "সে কি গো? ওসব কি কথা বলছ? ভালবাসাই তো আমাদের আসল। ভালবাসাতেই তো তাঁর সংসার গড়ে উঠেছে। আর আমি মা, আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পরার খোঁটা দিয়ে কি করে বললে?"

    এই অধ্যক্ষ প্রচণ্ড খাটাতেন, অথচ স্বাস্থ্যরক্ষার জন্য খরচ করতে চাইতেন না। সারদাদেবী অনেক বলে আশ্রমে মাছ খাবার ব্যবস্থা করেছিলেন। এই অধ্যক্ষের দাদাগিরিতে অসন্তুষ্ট হয়ে বলেছিলেনঃ "সে কি গো, পেঁচোয়া বুদ্ধি রেখে অত হুকুম চালালে কি করে আশ্রম চলবে? হলেই বা ছেলেরা সব ছাত্র। নিজের ছেলেকেই একটু বেশি বকলে শেষে ছাড়াছাড়ি হয়ে যায়।"

    রামকৃষ্ণ মিশনের ছাত্রদের এই গল্পগুলো জেনে রাখা ভালো। কাজে লেগে যেতে পারে।
  • b | 135.20.82.164 | ১৬ মে ২০১২ ১৬:০৭546738
  • ঁহ্যা, সে তো শান্তিনিকেতনের "মাটিতেও" মারা বারণ। এর পাশ কাটাতে ক্ষিতিমোহন সেনশাস্ত্রী এক ত্যাঁদড় ছেলের চুল ধরে শূন্যে তুলে দুটি বোম্বাই চপেটাঘাত করেছিলেন, এরকম একটা গল্প শুনেছিলম।
  • ranjan roy | 24.96.57.163 | ১৬ মে ২০১২ ১৭:০৬546740
  • b,
    এটা দারুণ। তবে মিশনের স্কুলের গল্প আলাদা। হস্টেলে এবং স্কুলে বেত মারা হত, ৬০ এর দশকের কথা বলছি। ক্লাসরুমের বাইরে নিলডাউন , বেঞ্চির ওপর দাঁড়করানো বেশ কমন ছিল। আমার মত ন্যাকাষষ্ঠি ভালোমানুষ ছেলেও পাঁচবছরের মধ্যে দু'বার নিলডাউন হয়েছিল।
    আর এক রোববারে সকাল নটায় ধর্ম ক্লাস হচ্ছে। অনিলদা( স্বামী আপ্তানন্দ, আমরা বলতাম হাপ্তানন্দ) হোমাপাখির গল্প শুনিয়ে তারপর বল্লেন-- মানুষ কখন চারপেয়ে হয়? বলতে পারলে না তো, যখন বিয়ে করে সংসারী হয়।
    ( এদিকে ছেলের দল উস্‌খুশ করছে ক্রিকেট ম্যাচ খেলবে বলে!)
    তা আমি বলে উঠলাম-- মহারাজ, বাচ্চা হলে কি ছ'পেয়ে হবে?
    অনিলদা আমাকে উদোম ক্যালালেন। সরষের তেল মালিশ করে চান করা পেশল হাত। উল্টে-পাল্টে খালি হাতে যা মারলেন!
  • ranjan roy | 24.96.57.163 | ১৬ মে ২০১২ ১৭:০৬546739
  • b,
    এটা দারুণ। তবে মিশনের স্কুলের গল্প আলাদা। হস্টেলে এবং স্কুলে বেত মারা হত, ৬০ এর দশকের কথা বলছি। ক্লাসরুমের বাইরে নিলডাউন , বেঞ্চির ওপর দাঁড়করানো বেশ কমন ছিল। আমার মত ন্যাকাষষ্ঠি ভালোমানুষ ছেলেও পাঁচবছরের মধ্যে দু'বার নিলডাউন হয়েছিল।
    আর এক রোববারে সকাল নটায় ধর্ম ক্লাস হচ্ছে। অনিলদা( স্বামী আপ্তানন্দ, আমরা বলতাম হাপ্তানন্দ) হোমাপাখির গল্প শুনিয়ে তারপর বল্লেন-- মানুষ কখন চারপেয়ে হয়? বলতে পারলে না তো, যখন বিয়ে করে সংসারী হয়।
    ( এদিকে ছেলের দল উস্‌খুশ করছে ক্রিকেট ম্যাচ খেলবে বলে!)
    তা আমি বলে উঠলাম-- মহারাজ, বাচ্চা হলে কি ছ'পেয়ে হবে?
    অনিলদা আমাকে উদোম ক্যালালেন। সরষের তেল মালিশ করে চান করা পেশল হাত। উল্টে-পাল্টে খালি হাতে যা মারলেন!
  • ranjan roy | 24.96.57.163 | ১৬ মে ২০১২ ১৭:০৮546741
  • সরি! ফালতু দুবার--।
  • n | 162.79.94.40 | ১৭ মে ২০১২ ০১:২৬546742
  • রনেন মহারাজকে নিয়ে কেউ কিছু লিখুন - শুনেছিলাম উনিও বেলুড়ের বেশ বর্নময় প্রিন্সিপাল ছিলেন
  • Lama | 127.194.228.130 | ১৭ মে ২০১২ ০১:৩৮546743
  • আজকেই আমার মা আফশোস করছিল, বেলুড় বা নরেন্দ্রপুরে পড়ালে নাকি আমার বুদ্ধিশুদ্ধি গজাত। তবে গিন্নির মতে, নালন্দা, তক্ষশিলা বা দৈত্যগুরু শুক্রাচার্যের আশ্রমে রেখে পড়ালেও কোনো উন্নতি হত না।

    তবে এই টইটা পড়ার পর মনে লিচ্ছে, অল্পবুদ্ধি নিয়ে ভালই আছি।

    ব্যাপক হচ্ছে কিন্তু। চলতে থাকুক।
  • PM | 131.241.218.132 | ১৭ মে ২০১২ ১৩:১১546745
  • আমি কখনো বিদ্যমন্দির-এ গায়ে হাত তুলতে দেখি নি টিচার বা মহারাজদের।
  • একক | 24.96.63.178 | ১৭ মে ২০১২ ১৩:২২546746
  • বরানগর মিশনে ক্লাস সিক্স অবধি কোনো কোনো টিচার ছাত্রদের পেটাতেন . তারপর কোনদিন কথাও দেখিনি. মাত্রাছাড়া বেয়াদপি কল্লে ক্লাসের বাইরে . ব্যাস ঐটুকুই . আমি একবার কানমলা খেয়েছিলুম ভূগোল ক্লাসে লুকিয়ে "ইস্পাত" পড়ার জন্যে . বইটা কেরে নিলো. আম্মো গিয়ে লাইব্রেরিয়ান কে বল্লুম , অমুক সার এর কাছে বই ,নিয়ে নেবেন . সেই নিয়ে আবার বাওয়াল.
    নিশান দের সময় বিদ্যামন্দিরের যা হাল শুনছি এতো পুরো ফেলীয়র মানেজমেন্ট !!! আমি নিজে কোনো মহারাজ কে কোনদিন কারোর গায়ে হাত তুলতে দেখিনি. কিছু টিচার মিশনে পড়াতে পেড়ে নিজেকে বিশাল হনু ভাবেন ,তারা কেউ কেউ মারকুটে হন. এটা ঘটনা.
  • অপু | 132.248.183.1 | ১৭ মে ২০১২ ১৩:৩২546747
  • আমাদের সময়ে কোন মহারজ কে গায়ে হাত তুলতে দেখি নি বা শুনি নি।
  • Abhyu | 138.192.7.51 | ১৮ মে ২০১২ ০১:২৫546748
  • নিশান কই?
  • পাই | 138.231.237.4 | ১৮ মে ২০১২ ০১:৪৪546749
  • পড়াশুনা করছে।
  • nina | 78.34.167.250 | ১৮ মে ২০১২ ০৯:৩২546750
  • এইটা জমে ক্ষীর----আর কতক্ষণ পড়বে? লিখবে কখন?
  • ranjan roy | 24.99.230.101 | ১৮ মে ২০১২ ১২:০২546751
  • সত্যি দেশ এগোচ্ছে।
    যাঁরা রামকৃষ্ণ মিশনের স্কুল ( আমাদের স্কুলে কোন মহারাজ পড়াতেন না) বা হস্টেলে (স্কুল লেভেলে) কর্পোরাল পানিশমেন্ট দেখেন নি তাঁরা নিশ্চয়ই ৮০ বা নব্বইয়ের দশকের কথা বলছেন। তখন বোধহয় অন্যান্য স্কুলেও কর্পোরাল পানিশমেন্ট ব্যতিক্রমী হয়েগেছে।
    ষাটের দশকে বেত মারাটা ছিল নিয়ম। গার্জেনরাও খুশি হতেন।
    ক্লাস সিক্স বি তে পড়ি। ইংরেজির ক্লাসে পেছনের সারিতে বসে খাতার কভারের ভেতরে ছবি আঁকছি। স্যার খেয়াল করে উঠে দাঁড়াতে বললেন। ভয় পাচ্ছি।
    এমন সময় চাপরাশি এসে স্যারকে বলল,-প্রশান্ত'র মা আপনার সংগে দেখা করতে চান।
    --প্রশান্ত কে?
    ভীড়ের থেকে রোগা প্যাংলা একটি দুষ্টুর শিরোমণি গোটা ক্লাসের অ্যাটেনশন পাবার খুশিতে মাথা উঁচু করে দাঁত বের করে দাঁড়ালো।
    শাড়িতে হলুদমাখা হাত মুছতে মুছতে ঢুকে পড়েছেন এক তিরিশ ছোঁয়া মহিলা, নৈনানপাড়ার অল্পবিত্ত পরিবারের।
    স্যারকে বল্লেন-- মাস্টারমশায়, ঐ হইল আমার ছেলে। পড়াশুনা করে না, খেইল্যা বেড়ায়। অরে খুব মাইর দিবেন, হাত ভাইঙ্গা দিবেন, পাও ভাইঙ্গা দিবেন, আমি কিছু কমু না। খালি মানুষ কৈর‌্যা দিয়েন।
    উনি চলে যাবার পর কিছু ছেলে ওনার নকল করে দেখাতে লাগল। ঐ ছেলেটাও লজ্জা-লজ্জা করে হাসল।
    কিন্তু ওনার আকুতিটুকু আমার মন খারাপ করে দিল।
  • paTal | 24.96.14.89 | ১৮ মে ২০১২ ১২:০৮546752
  • আমার-ও!
  • PM | 131.241.218.132 | ১৮ মে ২০১২ ১২:২২546753
  • কেমিস্ট্রি ডিপ-এর মাস্টার মশায়-রা খুব অমায়িক ছিলেন, অম্বিকাশ বাবু সমেত। বরং আমরাই কয়েকজনকে খুব র‌্যগ করতাম। মুলতঃ বাজে পড়বার জন্য। কঠিন পশ্ন করে কেলাস-এ লেজে গোবোরে করা হতো।

    KR বলে একজন অসাধরন টিচার-এর কথা মনে আছে। ভদ্রলোক মফস্বলের কোনো সরকারী কলেজ এ পড়াতেন। পড়িয়ে আনন্দ পেতেন না বলে বিদ্যমন্দির-এ এসে পড়াতেন পার্ট টাইম। পড়াতেন পার্টিকল থেওরী আর কোয়ান্টাম থিওরী। আমরা মন্ত্র মুগ্ধ হয়ে শুনতাম। এতো চমৎকার উদাহরন দিয়ে বোঝাতেন, মনে গেথে থাকতো। এখনো চেষ্টা করলে বেশ কিছু ডেরিভেসন নামিয়ে দিতে পারবো
  • অপু | 132.248.183.1 | ১৮ মে ২০১২ ১২:২৯546754
  • PM দা, দুষ্টু লোকেরা বলে পুরো ফিজিক্স ডিপ বিদ্যামন্দিরের এক্স স্টুডেন্ট। আর কেমেষ্ট্রি তে তেমন কেউ নেই। তাই নাকি কেমেষ্ট্রি ডিপ অনেক বেটার ঃ-))
  • Nishan | 82.89.200.226 | ১৮ মে ২০১২ ২২:৫৯546757
  • ১।পরীক্ষা ভালো হয়নি, সেজন্য বিমর্ষ, কিন্তু কোর্সটা পাস করে যাবো ভালোভাবে কারণ ৪৮ ঘণ্টা জেগে মালটা নামিয়েছি, অতএব বিমর্ষ বটে কিন্তু সেটা কাটানোর জন্য কিছু ভালো জিনিস আছে, সব মিলিয়ে কদিন লাগবে থিতু হতে।

    ২।২৪ তারিখ একটা পেপারের রিভিউ দিতে হবে সেটা নিয়েও চাপে আছি

    এ দুটো মিটলেই আপডেট দেবো :)

    সবাই মারা নিয়ে খুব দুঃখ করছে, কিন্তু MSR এর মার নিয়ে আমার বক্তব্য নেই, কারণ আমি ঈষৎ প্রাচীনপন্থী এবং বিশ্বাস করি "শাসন করা তারই সাজে সোহাগ করে যে" অতএব সেরকম না হলে আমার বলার আছে বৈকি।

    আমি সিক্সে পড়ার সময় আমাদের ওয়ার্ডেন ছিলেন উত্তম মহারাজ, ভয়ানক একচোখা লোক। সেবার ফাইভে একটি পেছন পাকা ছেলে ঢোকে যে ঢুকেই পানু জোকস নিয়ে নানা আলোচনায় যোগদান করতে থাকে। দোষের মধ্যে আমি তাকে বারণ করেছিলাম, ছেলেটি উত্তমদাকে জানায় যে আমি নাকি তাকে জুতো দিয়ে মেরেছি! কোন মানে হয়????

    উত্তমদা ডেকে পাঠালো আমাকে, এবং বললো আমি যেন ওর পায়ে ধরে ক্ষমা চাই! আমি রাজি হলাম না, তখন বললো এমনিই বল যে সরি। আমি বলার সময় দাবী করলেন আমি নাকি হেসেছি, তারপরেই আমাদের হস্টেলের কেয়ার টেকার কে ডাক, সে কাঁচা বাঁশের কঞ্চি নিয়ে হাজির হোলো, আমাকে নীল ডাউন হতে বললো, তারপর শপাং করে আমার ডান হাতে এক বাড়ি পড়লো, এবং অন্ধকার দেখলাম, এক ধাক্কাতেই কঞ্চি ভেঙে গেলো, তিনবার মেরে তিনটে কঞ্চি ভাঙলো! উপরে এলাম ওয়ার্ডেনের তলায় আবার কিছু সেমি ওয়ার্ডেন লোক থাকতো, তারা অনেক সময় স্কুলে পড়াতোও, সেই এক লোক ছিলো গোপালদা, সে এসে হাতে ওষুধ লাগিয়ে দিলো, ভয়ানক লেগেছিলো, একফোঁটা কাঁদিনি, আর দেড় মাস দাগ ছিলো। উত্তমদা আমাকে গরুর মার মারতো অকারণে, ওরকম ভয়ানক ইতর মাল আমি জীবনে দেখিনি! আমাকে ছাড়াও মেরে একজনের পিঠ ফাটিয়ে দিয়েছিলো, আর একজনের হাতের কব্জি থেকে মাংস বের করে দিয়েছিলো, ১৯৯৭ সালের ঘটনা, আজও ছোকরার দাগ আছে! যাকগে স্কুলের গপপো পরে বলবো, আগে বেলুড়টা শেষ করি :)
  • paTal | 24.99.128.140 | ১৮ মে ২০১২ ২৩:২৪546758
  • টুকতে বাধা দেওয়ায় ছাত্রদের হাতে এই সেদিন মার খেলো আমার এক পরিচিত-কাম-বন্ধু। এই ছেলেদের বেলুড়ে পাঠানো যায়? ভাবছি---
  • Abhyu | 138.192.7.51 | ১৯ মে ২০১২ ০২:৫৬546759
  • ওই উত্তমদা টাইপের শাসকদের এখানকার দিনে পুলিশে দেওয়া যায় না? এ কি রকম বর্বরতা?

    মার ধোর কি আমাদের গ্রামে হত না? মাস্টারদের সামনে গুডি বয় আমি পর্যন্ত দু চার বার মার খেয়েছি - সবচেয়ে জোরালো ছিল যুগল স্যারের থাপ্পড় - খেয়ে চোখে অন্ধকার দেখেছিলাম - কিন্তু সেই মাস্টার মশাই এখনো এত ভালবাসেন যে আগের মাসে ওনার নাতির জন্মদিন উপলক্ষে আমাদের বাড়ি এসেছিলেন |
  • Abhyu | 138.192.7.51 | ১৯ মে ২০১২ ০৩:১২546760
  • নিশান ছাত্রজীবনটাই সবথেকে মস্তির - বিমর্ষ হোয়ো না :)
  • zi xi | 161.141.84.221 | ১৯ মে ২০১২ ০৪:১৯546761
  • এইসব উত্তমদা টাইপ লোকগুলোকে সিরিয়াসলি একমাসের জন্য জেলে রাখা উচিত প্রমোদ প্রধান আর হাতকাটা কাত্তিক ধরনের লোকেদের সঙ্গে।
  • Abhyu | 138.192.7.51 | ১৯ মে ২০১২ ০৪:২২546762
  • ওদিকে নরেন্দ্রপুরে উত্তমদা statistics পড়াতেন - নিশ্চই উনি অত্যুত্তম দা হবেন
  • নিশান | 82.89.200.226 | ১৯ মে ২০১২ ০৫:৫২546763
  • অনেকেই বলবে উত্তমদা ভালো, এই ঘটনার পর আমার মনে হয় উত্তমদা শুওরের বাচ্চা, গোপালদা ভালো লোক।

    কদিন বাদেই আমার রুমমেটের সাথে এক জুনিয়ারের বেস্ট সিনিয়ার বেস্ট জুনিয়ার হোলো, সেটা একটা ঈষৎ সমকাম ফ্লেভার জিনিস, অনেকে পেছনে লেগেছিলো তাদের, আমি ঘাঁটাইওনি, দোষের মধ্যে কারা ওদের এক ঘরে আটকে দিয়েছিলো আমি খুলে দিয়েছিলাম।

    কদিন বাদে ব্যাপারটা জানা জানি হোলো, রুমমেটকে ডেকে গোপালদা আর অমিয়দা(গানের মাস্টার, গাইতে গাইতে পাদ দিতেন, এবং হস্টেলের ওয়ার্ডেন) ডেকে পাঠালেন, এবং জানতে চাইলেন কারা সবচে' বেশি উসকাতো, সে কিছুর মধ্যে কিছু নেই বলে দিলে আমার নাম, এদিকে জুনিয়ারটি আমার নামে যা অভিযোগ এনেছে তা প্রায় রেপের কাছাকাছি, এবং তা সত্যি হতে হলে আমি গামা সিং, কিন্তু গোপাল অমিয় ডেকে কুলকাঁটা দিয়ে ক্যালানোর ভয় দেখিয়ে আমার জিনা হারাম করে দিলো।

    রাতে উত্তম এসে সান্ত্বনা দিলো, আমি বুঝলাম গোপাল অমিয়ই আসল শুওরের বাচ্চা, উত্তম আসলে ভালো।

    ও বাবা পরের দিন সকালের প্রার্থনায় সবার সামনে উত্তম দাবী করে দিলো, তখন বুঝলাম সব শালাই শুওরের বাচ্চা!

    এর কদিন বাদে, আমাদের Indian Heritage পড়াতেন সমীরদা, পাশের হস্টেলের মহারাজ, তাঁর কাছ থেকে দেয়াল পত্রিকা করার জন্য শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা নিয়েছিলাম, তার কদিনের মধ্যা কাবার্ডের চাবি হারানোয় কব্জা ভাঙতে হল, এবং আমাকে না বলে জনৈক বন্ধু আমার আলমারি থেকে বইটি নিয়ে আরেক কোন ছেলেকে দিয়ে দিলো,

    এদিকে বই যখন পাওয়া গেলো না, উত্তমদা সবার সামনে ডেকে নীলডাউন করে প্রমাণ করে ছাড়লো বইটা আমি ঝেঁপেছি, এবং পূজোর ছুটির সময় বাবা যখন আসবে যেন কিনে নিয়ে আসে! উত্তমদা তর্ক করে সুর্যের ওঠার দিক বদলে দিতে পারতো (এখন মনে হয় তখন সিক্সে পড়তাম বলেই)। নরেন্দ্রপুর স্কুলে ফোনের ব্যাপার ছিলো না, সিক্সের একদিন আগে ফাইভের ছুটি পড়লো, সিউড়ির আরেক ছেলের গার্জেনকে দেখে আমি তাঁর হাতে দিলাম বইয়ের অর্ডার টা, কিন্তু তখনই জানলাম, সমীরদার বই নাকি পাওয়া গেছে!!! আমি কাগজ নিয়ে উত্তমদার কাছে এসে বললাম বই পাওয়া গেছে আমাকে কি আর কিনতে হবে? ও বাবা বলে কিনা পায়া যাক আর না যাক কিনতেই হবে! আমি তখন অনেকদিন সহ্য করে ফেলেছি, কাজেই আমি বললাম পারবো না, সে মারুন ধরুন যাই করুন, এবং আমার বাবা মাকে আমি সবটাই জানাবো!

    আর জীবনে গায়ে হাত তোলেনি!

    তার আগে মনে আছে সকালে স্টাডি থেকে স্টাডির দায়িত্বে থাকা লোককে বলে বেরোলাম বাথরুমের জন্য, বাইরে এসে দেখলাম মহাপুরুষ দাঁড়িয়ে, কিছু বোঝার আগেই, বলার আগেই, পাঞ্জাবীর হাতা থেকে কঞ্চি বেরিয়ে এলো, এবং পায়ে সপাট দু ঘা পড়ে গেলো!

    মালটা যাদের দিকে একচোখামি করতো তারা ভালোই বলবে আমাদের পক্ষে বলা চাপ!
  • xi | 161.141.84.239 | ১৯ মে ২০১২ ০৬:৪০546764
  • জেলে তিনমাস, প্রমোদ প্রধানের সঙ্গে এক সেলে।
  • নিশান | 82.89.200.226 | ১৯ মে ২০১২ ০৮:০১546765
  • অভ্যুদা, তুমি যে উত্তমদার কথা বলছো তিনি বোধহয় কলেজের, যদিও আমি যখন কলেজে ছিলাম ২০০২-০৪ তখন দেখিনি, এই ভদ্রলোক ১৯৯৭ সালে স্কুলের জুনিয়ার সেকশনের অদ্বৈতানন্দ ভবনের চিফ ওয়ার্ডেন বা হাউসমাস্টার!
  • Abhyu | 107.81.100.31 | ১৯ মে ২০১২ ০৮:০২546766
  • হ্যাঁ
  • Abhyu | 107.81.100.31 | ১৯ মে ২০১২ ০৮:০৩546768
  • আচ্ছা তোরা আবির লাল মণ্ডলের থেকে কতো ছোটো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন