এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhiman | 118.218.136.234 | ০৭ মে ২০১২ ০৩:০৫547400
  • aami aajeebawn sikhtey chaai. Ei bitawrkeo sikhlaam. Pawrey jawkhon kono hospital-er Supdt. hawbo tawkhon aekta mishap niye aamaar bawktobyo kibhaabey distorted hawbey media-y seta-o aaj aaNch pelaam. Kaarur pawkshey 150 - 200 comments pawRa sawmbhob noy. Taai aamaar bawktobyo-key kibhaabey out-of-context quote korey aamaakey villify kawra jaay seta shikhlaam. Aamaar mawtamawt khub spawshto: 1) I don't like the idea of homosexuality. Female homosexuality minus fisting, dildo fun, and dom-sub games is aesthetically more tolerable to me because there is less unnatural penetration 3) Unnatural because sexual intercourse is primarily meant for procreation. Just hedonism thrives on a mere concomitant of sexuality - that is sensual pleasure. Only vaginal orifice is suitable for procreation. 4) If my hatred for someone for his deeds is too intense his physical existence becomes inseparable from his acts which might have been purported even in my absence. 5) Someone may favour Saatvik food while someone taamosik. But it is individual's choice. I cannot dictate terms on that, and nobody or no reason, however scientific it may be, can dictate me to like or dislike it against my wishes. 6) Even if my son chooses to be a gay I won't try to force my choice on him. But surely I would want to die as soon as possible to escape the pain that would be inflicted upon me by his sexual preference and deviance. 7) I like people who are different, but different in socially permissible ways. Frustrations are part of life; SUBLIMATE (in the psychological sense of the term) your frustrations in a socially acceptable way. Those who have not talent choose destructive ways to express their frustrations. And people who are gifted choose to channelise their disappointment energies in noble deeds, great works of art, culture and entertainment. Be a Tagore, rather than being a Chaplin (in TRADITIONAL Indian social context) in your sorrows - that would be my advice to my son. Don't be a doctor, if you have the talent be a Ganguly, or a Dravid (never a George Best or a Botham). To survive if you need to be a Mamata loyalist, be one, better than dying an abominable death of a Maoist.
  • কল্লোল | 125.184.75.162 | ০৭ মে ২০১২ ০৬:২৫547511
  • অনুপমবাবুর ৫ নং পয়েনটি ওঁর অন্য সব পয়েন গুলোকে কন্ট্রাডিক্ট করে গেলো।
    ফলে কিছু বোঝা গেলো না।
  • | 24.96.45.160 | ০৭ মে ২০১২ ১০:৪০547546
  • কেমন ঘাঁটা বক্তব্য!!
  • siki | 132.177.16.128 | ০৭ মে ২০১২ ১১:০১547557
  • হ্যাঁ, এমংকি একের পরেই তিন্নং পয়েন। দুই নংটা মিসিং।
  • Blank | 180.153.65.102 | ০৭ মে ২০১২ ১১:২৭547568
  • ফেবু তে একটু পড়তে গিয়ে ঘেঁটে ফেল্লাম পুরো। তবে এই প্রতিযোগিতার বাজারে লোকে যত গে হয় ততই ভাল।
  • siki | 132.177.16.128 | ০৭ মে ২০১২ ১১:৩১547579
  • লাইক, লাইক।

    তবে ব্ল্যাঙ্কি কি প্রতিযোগিতায় আছিস? আমি তো ভেবেছিলাম ...
  • অবাস্তব | 24.139.163.29 | ০৭ মে ২০১২ ১১:৩৪547590
  • কেবল ভারী ভারী বিষয় নিয়ে আলোচনা।

    Down the close, darkening lanes they sang their way
    To the siding-shed,
    And lined the train with faces grimly gay.

    বলেন দেখি এটা কোন কেলাসে ছিল?
  • siki | 132.177.16.128 | ০৭ মে ২০১২ ১১:৩৯547601
  • How they brought the good news from Gheint to Aix?
  • siki | 132.177.16.128 | ০৭ মে ২০১২ ১১:৪০547290
  • তবে হ্যাঁ, গে নিয়ে একটা ফেমাস গান আমার মনে পড়েছে --

    down the way where the nights are gay
    and the sun shines daily on the mountain top
  • cb | 202.193.164.9 | ০৭ মে ২০১২ ১২:২১547301
  • একদম মনে পড়েছে , "সেন্ড অফ", একটা ফাঁকিবাজ স্যর পড়িয়েছিল, কোনোদিন কিছু পড়াতো না, হটাৎ সেদিন শুনে মনে হল, মানুষ এত ভাল ও ব্যখ্যা করতে পারে? অবিশ্বাস্য সুন্দর সেই পড়ানো।

    পরের দিন থেকেই আবার যে কে সেই, সেই পচা ল্যাদ ঃ(
  • maximin | 69.93.223.212 | ০৭ মে ২০১২ ১২:৩৭547312
  • রিগার্ডিং '৫ নম্বর পয়েন্ট অন্য সব পয়েন্টকে কন্ট্রাডিক্ট করেছে' -- ৫ নম্বর পয়েন্টে বলছেন ওনাকে কনভার্ট করা যাবে না, কিছুতেই যাবে না।
  • kk | 117.3.243.18 | ০৭ মে ২০১২ ১৯:২৩547334
  • .... "ঈভন ইফ মাই সান চুজেজ টু বি গে..." ঠিক পড়লাম? *চুজেজ*?!!
  • ranjan roy | 24.97.188.253 | ০৮ মে ২০১২ ০০:১২547345
  • এই টইয়েই কেউ লিখেছিলেন যে রামদেব বাবা বলেছেন- প্রাণায়াম/কপালভারতী করলে গে হওয়ার রোগ সেরে যায়। আমি খুব উৎসাহ নিয়ে অভ্যাস করলাম, সারে নি। আমার উদ্ধারের কোন আশা নেই।
  • Tim | 108.249.6.161 | ০৮ মে ২০১২ ০০:১৬547356
  • কলিদি, ঠিকই পড়েছো। তার পরেই আছে ""সেক্সুয়াল প্রেফারেন্সেস..." ইত্যাদি।
  • ব্ল্যাঙ্ক | 69.93.245.188 | ০৮ মে ২০১২ ০১:১২547367
  • যাকগে, যা হোচ্ছে হোকগে।
  • কেলো | 127.254.245.20 | ০৮ মে ২০১২ ০১:৩৪547378
  • এ বছরের কলেজ স্কোয়ার লিটল ম্যাগাজিন মেলার প্রথমদিনে গুরুচন্ডালীর স্টলে এসেছিলেন চিত্রপরিচালক ওনির, মানে অনির্বান ধর। উনি একজন ঘোষিত সমকামী। মেলায় আসার দুদিন পরেই ওনার সাম্প্রতিক ছবি I AM জাতীয় পুরস্কার পায়। তাই নিয়ে আমি আর পাইদিদি ওই টইয়ে কিছুটা হাসিঠাট্টাও করেছিলাম – যে, এতদিন উনি পাত্তা পেতেন না, গুরুচন্ডালীর স্টলদর্শনের ফল একেবারে হাতে নাতে .. ইত্যাদি।

    যাহোক, গত ৩রা এপ্রিল সন্ধ্যাবেলা একটি অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি হামিদ আনসারি তাঁর হাতে রজত কমল তুলে দেন। পরের দিন অর্থাত ৪ঠা এপ্রিলের বাংলা কাগজগুলো পুরস্কার বিতরনী অনুষ্ঠানের বিবরন সবিস্তারে ছাপায়। তাতে বিদ্যা বালনের শাড়ীর রং, মাথার বেলফুলের মালার কথা এবং সৌন্দর্যের পুঙ্খানুপুঙ্খ বর্ননা থাকলেও এই সমকামী মানুষটির কৃতিত্বের কথা কোথাও এক লাইনের বেশী দুলাইন পেলাম না। অন্তত অনলাইন বাংলা সংবাদপত্রগুলিতে তো নয়।

    যে ছবির জন্য উনি পুরস্কার পেলেন, সেই I AM ছবিটি অবশ্যই উল্লেখের দাবী রাখে। ছবিটিতে কাশ্মীরের মানুষের এবং সমকামী মানুষদের নানা সমস্যার কথা উঠে এসেছে। ঐ একই ছবির জন্য সেরা গীতিকারের পুরষ্কারও পেলেন অমিতাভ ভট্টাচার্য্য। ছবিটির আরও একটা দিক না বললেই নয়, ছবিটির প্রযোজনার পুরো টাকা জনগনের মধ্যে থেকে Crowd sourcing বা ঠিকভাবে বলতে গেলে Crowd funding করে তোলা। এশিয়ার এটাই প্রথম ছবি যা Crowdfunding করে করা।

    সৌমিত্রবাবুর পার্সোনালিটি আর বিদ্যাদেবীর গ্ল্যামারের ছটার তলায় এই ছোটখাট চেহারার সমকামী মানুষটির ছোটখাট কাজ একেবারে চাপা পড়ে গেল। অধিকাংশ কাগজ এই বাঙালীর উল্লেখ পর্যন্ত করা প্রয়োজন মনে করল না।

    আমার নিজেরও যে ওনিরের বানান ছবিগুলি খুব ভাল লাগে তা নয়। বরং একটু লাউড এবং একটু পালিশের অভাব বলে মনে হয়। কিন্তু যে সমস্যাগুলো উনি ওনার ছবিতে হাইলাইট করেন সেগুলো নিয়ে আমি ওই ছবিগুলোর দৃষ্টিকোন এর সঙ্গে একেবারে একমত।

    ওইদিনের বাংলা কাগজগুলোর কভারেজের লিঙ্ক দিয়ে দিলাম, যদি পড়েন তবে আমার আক্ষেপের কারন বুঝতে পারবেন -

    প্রতিদিন -
    http://epratidin.in/Details.aspx?id=7946&boxid=3341296

    গনশক্তি -
    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=416&h=564&year=2012&month=5&date=4&page=6&dpn=286573

    বর্তমান-
    http://www.bartamanpatrika.com/archive/2012/may/040512/content/main5.htm

    আনন্দবাজার-
    http://www.anandabazar.com/archive/1120504/pic.html

    আজকাল-
    http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=172996

    আপনারা একেবারে গোটা একটা সমকামীতা নিয়ে টই খুলেছেন দেখে এটা এখানেই দিয়ে গেলাম।
  • কল্লোল | 129.226.79.139 | ০৮ মে ২০১২ ০৯:২২547389
  • কিন্তু কেলো, বর্তমান ছাড়া সবকটাই দেখলাম। বর্তমানটা আমার ল্যাপিতে চৌকো বাক্স এলো। এক আজকালে নাম দিয়েছে।
    তবে এটা কি ও সমকামী বলে? না বোধ হয়। রূপা, নীল, ময়ুখ সবাই তো ঐ রকমই গুরুত্ব পেয়েছে।

    সমকামীতা নিয়ে অস্বস্তি আছে সাধারণ ভাবে। তবে আজকাল লোকে একটু সইতে শিখেছে। আরও একটি প্রেমের গল্প যেভাবে লোকে নিয়েছে, ভাবা যায় না।
    আমি অন্য একটা সুতোয় লিখেছিলাম। আমার বউ, মোট্টেও এসব পছন্দ করে না। কিন্তু সিনেমাটা দেখে কিন্তু সমকামী চরিত্রগুলোর প্রতি সহানুভুতিই দেখলাম।
  • কল্লোল | 129.226.79.139 | ০৮ মে ২০১২ ০৯:২৩547401
  • Rিতুপর্ণ লেখা যাচ্ছে না।
  • কেলো | 127.254.243.121 | ০৮ মে ২০১২ ০৯:৫৮547412
  • না না কল্লোলদা, সমকামী বলে ইগনোর করেছে তা নয়। বাকিদের সবারই একই অবস্থা।

    বলতে চাইছিলাম সমকামীতা, কাশ্মীরীদের সমস্যা ইত্যাদি নিয়ে একটি ব্যতিক্রমী ছবি, এবং তার আরও ব্যতিক্রমী পরিচালক, আর একটু বেশী প্রচার পেলে ভাল হত বলে আমার মনে হয়।

    কাশ্মীরীদের সমস্যা বা সমকামীদের সমস্যা আমার কাছে যতটা গুরুত্বপূর্ন দেশের সবার কাছে ততটা নাই হতে পারে। সে নিয়ে আমার কোন বক্তব্য নেই। নোনাডাঙ্গা সম্পর্কেও একই কথা।

    কালকেই সিটি সিভিল কোর্টে দুই উকিলের আলোচনা শুনলাম - "ব্যাটাদের সরকার থেকে ফ্ল্যাট দেওয়া হয়েছিল, সে সব বিক্রি করে দিয়ে ওখানে বসে আছে। ব্যাটাদের মেরে তাড়ানো উচিত।" ...মন্তব্য নিষ্প্রয়োজন।
  • কেলো | 127.254.243.121 | ০৮ মে ২০১২ ১০:১১547423
  • ও.. আরও একটা কথা .. আপনার ল্যাপিতে বর্তমানের ওয়েবসাইট থেকে বরুন ফন্ট টা ইনস্টল করে ফেললে বর্তমানও দেখতে পাবেন, চৌকো আসবে না। করেই রাখুন, কারন বর্তমানে বর্তমানে বেশ কিছু ভাল লেখাও বের হচ্ছে।

    আর সমকামীদের দৃষ্টিভঙ্গী থেকে কোন ঘটনা দেখলে কিছুটা সহানুভুতি আসবেই, কারন আমাদের অনেকগুলো পরিচয়ের একটা হল আমরা মানুষ, মনুষ্যত্ব টুকুই আমরা সমকামী না হলেও ঘটনা বিশেষে আমাদের সমকামীদের প্রতি সহানুভুতিশীল করে তোলে। এটা এমনকি সমকামী বিদ্বেষী মানুষদের ক্ষেত্রেও সত্য। সমকামীদের বানানো সিনেমায় তো আমরা ঘটনাটা তাদের দৃষ্টিকোন থেকেই দেখি..
  • riddhi | 74.134.148.140 | ১৪ জুন ২০১২ ০৩:১৯547434
  • facebook theke:---

    Kamalbandhu Chatterjee
    স্ত্রী উতলা হয়ে বলছে স্বামীকে, “ দ্যাখ, তোমার ছেলের ব্যাপার স্যাপার আমার একদম ভাল লাগছে না। কি এক নতুন বন্ধু জুটিয়েছে, সন্দীপ না সুদীপ, দিন রাত্তির সবসময় ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে। ফোন ধরলে তো আর ছাড়ারই নাম নেই। বাড়ীতে এলো তো দরজা-জানলা বন্ধ করে গুজুর গুজুর ফুসুর ফুসুর............”
    স্বামী হেসে একটু হালকা করার জন্যে বলল, “ তা এতে এত চিন্তা করার কি আছে? বন্ধুত্ব হলে এই রকমই হয়। আমারও তো ছেলেবেলায় অজয় ছিল যাকে বলে প্রাণের বন্ধু, দুজন মিলে............, না না, এতে ভয়ের কিছু নেই।“
    স্ত্রী বললেন, “ কি জানি বাপু! দেখো, শেষমেশ আবার “ আর একটি প্রেমের গল্প” যেন না তৈরী হয়।“

    Ipsita Pal কমলবন্ধু বাবু, “ আর একটি প্রেমের গল্প” তৈরী হলে কী হবে ?কী ভেবে লিখেছেন, সত্যি জানতে চাই।
    Yesterday at 9:21am · Like
    Kamalbandhu Chatterjee সেটা ঠিকঠাক প্রকাশ না হলে আমারই ত্রুটি। ব্যাখ্যা করতে হলে তো আরো অস্বস্তির।
    Yesterday at 9:23am · Like
    Ipsita Pal ‎" না না, এতে ভয়ের কিছু নেই।“ মানে ? হলে 'ভয়ের' হত ?
    Yesterday at 9:26am · Like · 1
    Kamalbandhu Chatterjee আপনি আমায় মারবেন দেখছি। বাদ দিন।
    Yesterday at 9:27am · Like
    Avishek Dutta kamal babu jeta likhechen,setai amader somaj er sothik chobi.ekhane lekhok ki bhebe likhechen seta obantor.
    Yesterday at 9:27am · Like · 2
    Ipsita Pal সমাজের ছবি তো জানি। আমার লেখাটাতে সে কথাই লিখেছিলাম তো। একদম এরকম কেস নিয়েই। কিন্তু এখানে কেই সেটাকে হাস্য কৌতুক হিসেবে পোস্ট করলে তিনি কী ভাবেন, সে প্রশ্ন ও করব। এধরণের আচরণ আপত্তিকর, সেটা ওঁর লেখা পড়ে আদৌ মনে হচ্ছে না তো।

    Avishek Dutta ‎Ipsita Pal hindi cinemay jebhabe dekhano hoy seta hasyo-koutuker porjay thake na,kuruchikor bola jay.
    ekhane kintu lekhok (kamal babu) kothao sedike ingit korchen na,borong ekta sohoj swabhabik bondhutwo ke kibhabe amader somaj e (bisesh kore ekhon) onyobhabe dekha hote pare,tar ekta chobi tule dichhen. ekhane politically correct thakar o kono proshno nei,karon ekhane uni nijer kono motamot chapiye dichhen na.
    Yesterday at 9:53am · Like · 2
    Ipsita Pal অমিতদা, সেভাবে তো এতদিন মেনে নেওয়াই হয়েছে। হিজড়ে, নপুংসক, বেশ্যা এগুলো গালাগাল হিসেবে ব্যবহার হয়েছে, গে, লেসবিয়ান কী ফেমিনিন পুরুষ হওয়াটা জোক। কিন্তু এনিয়ে বোধহয় একটু সচেতন হবার ও সময় এসেছে। এতো খোলা পাতা। এখানকার সদস্যদের মধ্যে গে, লেসবিয়ান সবাই আছেন। তাঁদের কেমন লাগে ? সচেতন হয়েই আমরা কিন্তু কাল্লু, মোল্লা এসব ও সচরাচর ব্যবহার করিনা। সেটা ভাল। সেরকম এইসব ক্ষেত্রেও হলে ভাল নয় কি ?
    Yesterday at 9:54am · Like · 1
    Sonali Sengupta এইটা জোক ছিল? ও।
    Yesterday at 9:56am · Like · 1

    Ipsita Pal উনি তো রঙগ কৌতূক ই পোস্ট করেন। এর মধ্যে কৌতূকের এলিমেন্ত কোনটা, সেই প্রশ্ন ই তো করলা্‌ম। এটা ্যদি জোক হয়, অমিতদার মত আমার এবং আরো অনেকের কাছেই এটা পলিটিক্যালই ইঙ্কারেক্ট জোক হিসেবেই গণ্য হবে।
    Yesterday at 9:56am · Like · 1
    Amit Ray ‎Ipsita Pal - i understand where you are coming from, but i agree only partially with you. see, more often than not, politically incorrect jokes have their place, and serve their purpose. watch any Tarantino to see what i mean, that guy is like the boss of all politically incorrect jokes.

    i wudnt react too sharply to just a little piece of humor. i hope you get my point
    Yesterday at 9:57am · Like · 2
    Amit Ray yes, i would take it as a politically incorrect joke. but as i see it, if i cant laugh at my own expense, ive seriously lost it. just my personal opinion
    Yesterday at 9:59am · Like · 2
    Amit Ray if someone cracks a joke at me because im a bong, or because i work at company x, or because ive got a beer belly...well, i wudnt mind too much (i hope! :p)
    Yesterday at 10:00am · Like · 1
    Sonali Sengupta এটা পলিটিক্যালি ইনকারেক্ট জোক না, কমিক্যালি ইনকারেক্ট জোক। বা বলা যায় পি জে। হাসি পেল না এইটুকুই, এর চেয়ে বেশি রিয়্যাক্ট করে কেন সময় নষ্ট!

    Sonali Sengupta ‎Malini , জোক cause কে হেল্প করছে না, করবে ও না। কিন্তু cause প্রমোট করা ত জোকের উদ্দেশ্য নয়। জোকের উদ্দেশ্য লোক হাসানো। বা একদল লোকের এক্স্পেন্সে অন্য দল কে হাসানো। তার সাবজেক্ট সমাজে যা আপাতত চলে তেমন কিছুই হতে পারে, তাই না? এখনো যে সমাজে একটা জিনিস চল্ছে আর অন্যটা ট্যাবু। তাই দুটো জোকের ফর্মে ফারাক ত থাকবেই!
    Yesterday at 11:00am · Like · 1
    Malini Mukherjee ‎Amit Ghos joke er quality'r opor to verdict deoai hoyechhe, sobai ekbakke bolchhe okhadyo. Ekhon political (othoba humanitarian) correctness niye kotha hochche....
    Yesterday at 11:01am · Like · 1
    Sonali Sengupta এই গোটা থ্রেড এ শুধু Santanu র লাইজল কমেন্টটাই জোক!
    Yesterday at 11:03am · Like · 3
    Malini Mukherjee ‎Sonali erokom out of context AND ulto kotha bolle to mushkil. I know jokes don't help the cause, but jokes like this harm it.
    Yesterday at 11:03am · Like
    Ipsita Pal অভিষেক, এবার বুঝছেন তো , বেশিরভাগ লোকেই এটা জোক (খাদ্য হোক কি অখাদ্য) হিসেবেই পড়েছে। এত কথা সেজন্যই।
    Yesterday at 11:04am · Like · 1
    Moumita Ghosh ato din Kamalbabu 'like' peten bese r comment peten kom. Aj ulto puran... Akhon'e cheredea ma, kaNde bache bolle cholbe na. 200'r upor comment hole Kamalbabu k chara hobe...
    :-p
    Yesterday at 11:04am via mobile · Like · 2
    Sonali Sengupta Does it, really? And was it out of context, really? Malini Mukherjee?
    Yesterday at 11:04am · Like
    Susmita Chakravarty kijani amar mone hoyechilo joke er point ta chhilo 'arekti'.
    Yesterday at 11:05am · Like
    Amit Ghos ‎:)
    Yesterday at 11:06am via mobile · Like
    Avishek Dutta ‎Ipsita Pal eta joke dhore nile eto kathar ki sotyi proyojon ache?
    Yesterday at 11:09am · Like
    Susmita Chakravarty ekta case bolte giye arekta case ese poreche -- dekho abar seshmesh arekta (premer) case na hoye jay. kothatar duto ortho hoye gelo karon 'arekti premer golpo' name ekta chobi hoyeche.
    Yesterday at 11:10am · Like · 1
    Malini Mukherjee Homosexuality'r normalization er jonno ektu kothor neeti proyojon. Jodi ei generation ke sashtimulok bhabe (ba niyomkanun er modhye diye) sekhane hoy eta accept korte, taholel hoyto poroborti generation sikhbe je eta tamon kichu ekta boro byapar na. Kintu ei generation er ei sob niye joke jodi amra discourage na kori, poroborti generation o bhabbe gays are fair game. Somossyata sekhanei.
    Yesterday at 11:13am · Like · 3
    Pinak Biswas Eta ki joke chilo? Oo. Tahle "ha ha ha" :)
    Yesterday at 11:14am via mobile · Like · 2
    Ipsita Pal ্মালিনী, সেটাই।
    Yesterday at 11:14am · Like
    Ipsita Pal হিজড়ে, নপুংসক কে গালাগাল হিসেবে ব্যবহার করার আগেও দুবার ভাবা উচিত। অন্তত এই 'ডিসকারেজ' টুকু তো করাই যায়।
    Yesterday at 11:15am · Like
    Sourav Chatterjee humor er ekta khub definite politics ache. jinistake khelar chhole bolle abar pore "ami to moja korchilam" er aRal newa jay. gay der niye politically incorrect joke bolata jodi acceptable hoy, tahole ma-bon tule pornographic joke, marx-lenin ke niye joke, hindu-musalman der dhormo tule joke, egulo o equally acceptable.
  • মৌ | 233.223.143.201 | ১৩ অক্টোবর ২০১২ ১২:০১547456
  • ৭০/৮০ বছর পর হয়তো...।
  • pi | 127.194.1.94 | ১৯ নভেম্বর ২০১২ ২২:২০547467
  • The students at my high school need your help. I'm a 16-year-old junior at Celina High School -- a public high school in northwest Ohio. We're trying to make our school more accepting and safe for gay students, but the administration won't let us.

    Recently, 20 students tried to fight homophobia by wearing homemade t-shirts to school that said things like "Straight but Supportive" and "I Support [Rainbow]." Our Vice Principal told students that they had to stop wearing the shirts or face suspension.

    I'm straight, but I think it's wrong that my school is discriminating against gay students and suppressing students' rights to express our opinions.

    I started a petition on Change.org demanding that my school promote a more welcoming environment, including allowing students to create a Gay-Straight Alliance. Click here to add your name.

    We all know that anti-gay bullying is a serious problem. In the past few years, we have seen so many kids tragically take their own lives because they were bullied for being gay or perceived to be gay.

    I think it's crazy that at my school, it's not the kids doing the bullying. It's the adults who are supposed to be our leaders and role models.

    Well I'm not going to take it anymore. Other kids have gotten their schools to allow Gay-Straight Alliances after they started petitions on Change.org -- I know that if enough people sign my petition, my school administrators will cease their shameful behavior and create an environment that is supportive for all students, not just straight ones.

    Click here to sign my petition demanding that the administrators at my public high school allow students to create a Gay-Straight Alliance.
  • siki | 69.161.59.247 | ২০ নভেম্বর ২০১২ ০০:২৪547478
  • বাহ্‌।
  • pi | 24.96.27.85 | ২৮ নভেম্বর ২০১২ ০৮:৫৯547489
  • ওহো , আগের পোস্টে লিংকটা আসেনি।

    যাহোক, এইটা পড়্লাম !!

    The speaker of the Ugandan parliament has promised she will pass the so-called "Kill the Gays" bill in the next two weeks -- she called it a "Christmas gift" for the Ugandan people. The bill would legalize the death penalty for LGBT people and people with HIV or AIDS.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন