এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রচার | 69.93.204.153 | ২৮ জুন ২০১৩ ১১:০০547570
  • @সি

    [সেখানেই স্পষ্টই অনেকবার বলেছেন, দেশের লোক খেতে পায় না, পরতে পায় না, তাই তারা অমানুষ। কারণ হিসাবে বলেছেন, ন্যূনতম চাহিদাগুলো পূরণ না হলে মানুষ আর মানুষ হয় না, তখন তারা অমানুষ।]

    না আপনি যা বলছেন তা আমি বলিনি । আমি বলেছি - বারে বারে বলব - দেশের গরিষ্ঠ - এর মানে সব নয় - আধপেটা খেয়ে থাকে , অশিক্ষিত , রুগ্ন আর তাই তাদের মানুষ হবার জন্য যা ন্যুনতম প্রয়োজন তা মেটেনি । আশা করি আপনিও আমার কথায় সায় দেবেন । আর যারা মানুষ হয়নি তাদের নিশ্চই মানুষ বলা যায় না । আর যারা মানুষ হয়নি তারা মানে না-মানুষদের অমানুষই বলতে হয় ।

    হ্যাঁ আপনারা দেশের কথা অতটা ভাবেন না - বিশ্ব জোড়া ঘর আপনাদের - আর তাই এটা হয়ত স্বীকার করতে মানহানি হয় কিন্তু এটাই বাস্তব সত্য ।

    যাই হোক , আমি আপনার কথায় কিছুই মনে করিনি । অনুরোধ আপনিও আমার কথায় কিছু মনে করবেন না । যানি না আপনার হয়েছে কিনা তবে আমার হয়েছে - গোড়ায় গলদ । আপনাদের ভারতীয় বাঙ্গালী ভেবেছিলাম । দেখলাম আপনারা আন্তজাতিক বাঙ্গালী ।তাই তরঙ্গদৈর্ঘ্যে মিলল না ।
  • প্রচার | 69.93.204.153 | ২৮ জুন ২০১৩ ১১:০১547571
  • যানি > জানি
  • | 24.97.47.107 | ২৮ জুন ২০১৩ ১১:০৬547572
  • আচ্ছা ছাগল হওয়ার জন্য কী কী প্রয়োজন? একটা নধর পুরুষ্টু পাঁঠা বা একটা ধেড়ে রামছাগলকে দেখে কী করে বুঝব সত্যি 'পাঁঠা' বা 'রামছাগল' হয়েছে কিনা?
  • প্রচার | 69.93.204.153 | ২৮ জুন ২০১৩ ১১:১৪547573
  • @লসাগু
    [টই-এর হেডিং সমকামিতা, ইউএস সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের খবর, টেলিগ্রাফের ফবর, এবং, এই ভারতে এসবের ভূমিকা বা প্রাসঙ্গিকতা ----] আপনার রিসেন্ট পোস্টের অংশ।

    [আমার মনে হয় প্রচার বলতে চাইছেন যে দেশের, মানে ভারতের, ১২০ কোটি লোক - তারা, এই যে সমকামী আইনত বিবাহ ( পুরুষ-পুরুষ / নারী-নারী) - এসব চায় না, মঞ্জুর করে না। সেটা সত্যি, বেশীর ভাগ লোক চায় না। কি করে একজন শিশু একটি পুরুষের অবয়বে একজন মাতাকে দেখবে, বা, একজন নারীর মধ্যে একজন পিতা। ভাবনার এই বদল মোটেই ট্রিভিয়াল নয়।] আপনার আগের পোস্টের খবর ।

    রিসেন্টটাতে আমি যা আলোচনা করতে চাই ঠিক তাই লিখেছেন । কিন্তু আগের টাতে কোন আলোচনার কথা লেখেননি , আপনি আমার কথা নিজের মনে গড়ে নিয়েছেন আর তা ওপরের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না ।

    জানি না আপনি কেন দুটো বিষয়কে এক করে দেখলেন । তবে আমি দেখি না । আর দৃষ্টিভঙ্গী আলাদা হলে আর যাই হোক আলোচনা হয়না ।

    আমি নিজেও খিল্লি করা খুব পছন্দ করি । কিন্তু সিরিয়াসনেস আর খিল্লি মেশান খুব শক্ত । ওপরের আলোচনাটা আমি মনে করি সিরিয়াস । আর তাই অযথা খিল্লি মেশালে গুরুচন্ডালী দোষ হয়ে যায় । হয়ত আপনারা - আপনাদের নাম অনুযায়ী - এতে পোক্ত । কিন্তু আমি নতুন তো , আড়ষ্ট লাগে ।
  • তাতিন | 132.252.251.244 | ২৮ জুন ২০১৩ ১১:৪২547574
  • প্রচার মোটামুটি ঠিকঠাকই বলছেন। কিন্তু উনি কী প্রচার করতে চাইছেন সেইটা বুঝছিনা
  • cm | 37.59.88.82 | ২৮ জুন ২০১৩ ১২:০৫547575
  • উনি আলোচনার মাধ্যমে জ্ঞানার্জন করতে চান। তবে ঠিক কোন ধরনের জ্ঞান তা কেউ ই বোধহয় বুঝে উঠতে পারেনি। এত লোকে আন্তরিক চেষ্টা সত্ত্বেও যখন বোঝেনি তখন মনে হচ্ছে বোঝানোতেও কিছু একটা গোলমাল রয়েছে। মূল প্রশ্নগুলি এই রকম
    ১) আমাদের দেশে কি গণতান্ত্রিক ব্যবস্থা অর্থবহ?
    ২) যদি আমরা তা মেনে নি তাহলে সেখানে অমানুষদের ভূমিকা কি?
    ৩) মানুষের কি ল্যাজ আছে যদি না থাকে মানুষ চিনব কি করে?
  • প্রচার | 69.93.204.153 | ২৮ জুন ২০১৩ ১২:০৭547576
  • @তাতিন
    নাম প্রপার নাউন তার কোন মানে নেই যেমন আপনার নামের । প্রচার করার ইচ্ছা থাকলে মিডিয়া বা অ্যাডভারটিজিং এজেন্সীতে যাব । এখানে বেনাবনে কেন ?
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১২:৩১547577
  • "কি করে একজন শিশু একটি পুরুষের অবয়বে একজন মাতাকে দেখবে, বা, একজন নারীর মধ্যে একজন পিতা।" :-o

    সমকামীরা কাপলরা কি সন্তানের জন্য "পুরুষের অবয়বে একজন মাতা" বা "একজন নারীর মধ্যে একজন পিতা"? এটা নতুন জানলাম।
    যদ্দুর জানতাম হাজবেন্ড-হাজবেন্ড বা ওয়াইফ-ওয়াইফ এবং সন্তানের ক্ষেত্রে দুজনই পিতা বা দুজনই মাতা।
  • lcm | 34.4.162.218 | ২৮ জুন ২০১৩ ১২:৩৫547578
  • নোপ। আজকেই টিভিতে অনেক ইন্টারভিউ দেখাল। একজন মহিলা বললেন যে তিনি চেয়েছিলেন এই ঐতিহাসিক মূহূর্তে ওয়াশিংটনে যেতে, কিন্তু তার ওয়াইফ একটা কাজে আটকে পড়ায়, তিনি যেতে পারলেন না।
    দুটো ড্যাডি, বা, দুটো মমি তো বাচ্চাদের কাছে আরো কনফিউজিং।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১২:৩৬547580
  • ভারতবর্ষ যদি সত্যিই একটি ডেমোক্র্যাটিক কান্ট্রি হয় তবে সেখানে সকল মানুষের সমান কিছু অধিকার থাকা উচিৎ যেমন বিবাহের অধিকার বিষমলিঙ্গের থাকলে সমকামীদেরও সেই অধিকার থাকা উচিৎ।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১২:৪০547581
  • ঠিকই তো। এই তো লিখলেন একজন মহিলার ওয়াইফ। অর্থাৎ দুজনেই দুজনের ওয়াইফ।
    "দুটো ড্যাডি, বা, দুটো মমি তো বাচ্চাদের কাছে আরো কনফিউজিং।" - কেন? বুঝিয়ে বলুন।
    একজন ড্যাডি একজন মামি থাকলে কি ব্যাপারটা সহজ সরল হয়ে যায়? তখন একজন কাজে আটকে পড়লে অন্যজনের সমস্যা হয় না?
  • lcm | 34.4.162.218 | ২৮ জুন ২০১৩ ১২:৪৩547582
  • বোঝো! যিনি টিভিতে বলছিলেন তিনি হাজব্যান্ড। কেননা, তারপরেই আর একজন মহিলা বললেন - আমার হাজব্যান্ড গেছে ওয়াশিংটনে, আমি যেতে পারলাম না।

    ড্যাডি-ওয়ান, ড্যাডি-টু বলে তো আর ডাকা যায় না। সেই জন্য অনেক কাপল শিখেয়েছে নাম ধরে ডাকতে। কিন্তু, নাম ধরেই যদি বাচ্চা ডাকবে তাইলে আর এত ...
  • lcm | 34.4.162.218 | ২৮ জুন ২০১৩ ১২:৪৪547583
  • সে বোধহয় খুব একটা এমন লোকজন দেখে নি, তাই অবহিত নয়। এ পাড়ায় অনেকেই আছেন - ওয়ার্ক প্লেসে তো আছেনই। এই প্রবলেমগুলোর কথা এমন কাপ্‌ল-দের কাছ থেকেই শোনা।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১২:৪৯547584
  • দেখেছি। খুব কাছ থেকেই দেখেছি।
    আপনি লিখেছেন ঃ "একজন মহিলা বললেন যে তিনি চেয়েছিলেন এই ঐতিহাসিক মূহূর্তে ওয়াশিংটনে যেতে, কিন্তু তার ওয়াইফ একটা কাজে আটকে পড়ায়, তিনি যেতে পারলেন না।" এরা তো দুজনেই ওয়াইফ, তাইতো? এই সমস্যা স্বামীস্ত্রীর মধ্যেও হয়।
    নাম ধরে ডাকলে ক্ষতি কি?
  • মৌ | 24.99.78.17 | ২৮ জুন ২০১৩ ১২:৫২547585
  • ''এল ওয়ার্ড" এ দেখেছিলাম, এক সমকামি (নারী) পার্টনার ডোনারের সাহাজ্যে সন্তান (কন্যা) জন্ম দেওয়ার পর ইন্সপেক্সানে আশা মহিলাটির কড়া গলায় তীক্ষ্ণ প্রশ্ন ''বাচ্চাটি পুরুষদের চিনবে কেমন করে, বুঝবে কেমন করে, পুরুষদের ছুঁতে কেমন/ফিল করবে কি ভাবে?'' তখন তারা তাদের পরিবারে পুরুষ সদস্যদের সাহায্য নেয়। এই ধরণের মার-প্যাঁচ বোধহয় সব সময় থেকে যাবে।
  • lcm | 34.4.162.218 | ২৮ জুন ২০১৩ ১২:৫৭547586
  • টিভিতে এক্জন সমকামী মানুষের বক্তব্য শুনলাম, ইন্টারেস্টিং, মোটামুটি এরকম --

    নিঃসন্দেহে অনেক অনেক মানুষ আমাদের ইস্যুটা নিয়ে ভেবেছেন, পাশে দাড়িয়েছেন। অনেকে ভাবছেন এটা মাইনরিটি রাইট্‌স-এর ইস্যু, তাতে আমার আপত্তি নেই, আমরা তো মাইনরিটিই। কিন্তু অনেকে এমন ভাব দেখাচ্ছেন যেন আমরা কোনো এক্সটিংক্ট প্রজাতি এবং আমাদের সংরক্ষণ করার প্রয়োজনীয়তা অনুভব করে তারা খুব মহানুভবতা দেখাচ্ছেন।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৩:১৬547587
  • সিঙ্গল পেরেন্টদের ক্ষেত্রেও একই ব্যাপার। বড়ো হয়ে গেলে আরো পাঁচজনের সঙ্গে মিশবে, আত্মীয় স্বজনদের সঙ্গে মিশবে।
    বিধবা, বিপত্নীক, ডিভোর্সি, আন্‌ম্যারেড মা, এরা ও একই সমস্যায় ভোগেন। এদের সংখ্যা কম কি?
    পস্‌থুমাস শিশুরা বড়ো হয় না?
  • lcm | 34.4.162.218 | ২৮ জুন ২০১৩ ১৩:১৮547588
  • না, এদের সমস্যা আলাদা। অন্তত এরা নিজেরা তাই তো বলেন।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৩:২১547589
  • আমার খুব কাছের এমন এক কাপল আছে যারা বিয়ে করবার কথা ভাবছে এবং সন্তান ধারণের প্ল্যানও আছে। চিন্তা হচ্ছে।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৩:২৩547591
  • "ইন্সপেক্সানে আশা মহিলাটির কড়া গলায় তীক্ষ্ণ প্রশ্ন " - এটা কি ব্যাপার? ইন্সপেক্সান কেন?
  • মৌ | 24.99.78.17 | ২৮ জুন ২০১৩ ১৩:৩১547592
  • সমকামি পার্টনার সন্তান ধারন করেছে। সন্তান ঠিক মতন আছে কি'না তার জন্য সরকারি নজরদারি। আমি অ্যামেরিকার নিয়ম কানুন জানি না, তবে মনে হয় সমকামিদের সন্তান ধারণ/দত্তক নেওয়ার পর/আগে অনেক নিয়ম কানুনের চাপ আছে যেটা বোধহয় হেট্রোদের থাকে না।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৩:৩২547593
  • এটা স্পষ্ট ডিস্ক্রিমিনেশন।
  • lcm | 34.4.162.218 | ২৮ জুন ২০১৩ ১৩:৩৪547594
  • ইউএস সেন্‌সাস ডেটা -

    - Approximately 594,000 same-sex couple households lived in the United States in 2010, not statistically different from the 581,000 households reported in the
    2009.

    - Nationally, about 0.95% of all couple households were same-sex .

    - The percentage of same-sex couple households for the 50 states and the District of Columbia ranged from 0.29 percent for Wyoming and 4.01 percent for the District of Columbia

    - Out of the 594,000 same-sex couple households, 115,000 reported having children. Out of this 73% had biological children (children from previous marriage of one or both partner), and 21% is adopted or step children.
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৩:৪০547595
  • এখন নতুন আইন হওয়ায় আশাকরি এদের সংসার পাতবার হার বাড়বে।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৩:৪৬547596
  • একটা খোলা প্রশ্ন।
    কোনো সেমসেক্স ম্যারেড কাপল ভারতবর্ষে এলে কি তাদের কি ম্যারেড কাপল হিসেবে গন্য করা হবে?
  • তাতিন | 132.252.251.244 | ২৮ জুন ২০১৩ ১৪:২৮547597
  • যাই বলো, ব্যাপারটা কীরকম গা গোলানো। অবশ্য আস্তে আস্তে তো আমরা বাড়ির মধ্যে পায়পখানা করতে কি এঁটোকাঁটা রান্নাঘরে সারারাত জমিয়ে রাখতে অভ্যস্ত হয়ে গেলাম!
  • b | 135.20.82.164 | ২৮ জুন ২০১৩ ১৫:১৮547598
  • হ্যাঁ, জামাকাপড় পরে ঘুরতেও।
  • তাতিন | 132.252.251.244 | ২৮ জুন ২০১৩ ১৫:৫৩547599
  • শুরুতে জামাকাপড় পরলেও গা গোলাতো?
  • প্রচার | 69.93.192.77 | ২৮ জুন ২০১৩ ১৬:০০547600
  • @সে

    [ভারতবর্ষ যদি সত্যিই একটি ডেমোক্র্যাটিক কান্ট্রি হয় তবে সেখানে সকল মানুষের সমান কিছু অধিকার থাকা উচিৎ যেমন বিবাহের অধিকার বিষমলিঙ্গের থাকলে সমকামীদেরও সেই অধিকার থাকা উচিৎ।]

    [এখন নতুন আইন হওয়ায় আশাকরি এদের সংসার পাতবার হার বাড়বে।]

    আমি সত্যিই ঠিক বুঝতে পারছি না । যদি দয়া করে বুঝিয়ে দেন নতুন আইন যেটা আমেরিকায় হয়েছে তাতে কি ওদের দেশে ওপরে ভারতবর্ষের জন্যে যেরকম চাওয়া হয়েছে সেরকম অধিকার দিয়েছে । আমি টেলিগ্রাফে যা পড়েছি তার কটা লাইন তুলে দিচ্ছি ঃ

    ১)Married gay and lesbian couples are entitled to federal benefits, the Supreme Court ruled today in a major victory for the gay rights movement.

    ২) the court declined to say whether there is a constitutional right to same-sex marriage.

    ৩)The ruling leaves in place laws banning same-sex marriage around the nation।

    প্রথম লাইনে যা বলা হয়েছে তা আমাদের দেশে অর্থহীন কেননা একমাত্র বিপিএল রা ছাড়া আর কেউ বোধহয় কোন federal benefits পায় না । দ্বিতীয় লাইন অনুযায়ী এই অধিকার যে সাংবিধানিক না তা বলা হয়েছে । তৃতীয় লাইন অনুযায়ী সমলিঙ্গে বিবাহ এখনও সিদ্ধ নয় ।

    এটা অনুযায়ী আমি ধরে নিয়েছিলাম সম লিঙ্গে বিবাহের অধিকার আমেরিকাতেও এই আইনে সিদ্ধ হয়নি । যা হয়েছে তা এই রকম দম্পতিদের সামাজিক অনুদান পাবার অধিকার যা ভারতে অর্থহীণ ।

    আমার বোঝা হয়ত পুরো ভুল । প্লীজ কেউ যদি ঠিক কথা বলে দেয় ।
  • ladnohc | 37.62.253.178 | ২৮ জুন ২০১৩ ১৬:১৭547602
  • জামাকাপড় পরতে তো এখনো অনেকের গাগোলায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন