এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ বুনো মোষ তাড়ানোর কথা

    π
    অন্যান্য | ১৫ জুন ২০১২ | ৪৫৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | 132.172.253.128 | ০৮ নভেম্বর ২০১২ ০৯:০৪548039
  • দেখা গেল রেসিডেন্টরা কেউ কম্পোস্টিং ইউনিটের জন্য দুইহাজার টাকা এবং তার উপরে গারবেজ ব্যাগ কেনার জন্য একশোটাকা খরচ করতে রাজি নয়।
    রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের হর্তাকর্তারা বলে দিলেন "ওহে মেয়েরা, জানো না আমরা গলা অব্দি ডুবে আছি মামলা-মোকদ্দমায়? এর উপরে এরকম ইল্লুতে আশা কোরো না যে তিনচারটে কম্পোটিং ইউনিটের জন্য পঞ্চাশ-ষাট লাখ টাকা খরচ করতে পারব আমরা। আমাদের হাইপ্রায়োরিটি হল আমাদের পার্ক ফিরে পাওয়া, আমাদের রাস্তা ফিরে পাওয়া, আমাদের হাতে এন্টেনান্স অ্যাকাউন্ট ফিরে পাওয়া। এস্টেট ম্যানেজমেন্ট আমাদের হাতে এলে , মেন্টেনান্স আমাদের হাতে এলে তখন তোমাদের ইচ্ছেমতন প্লান্ট বসিও। এখন এই নিয়ে মেলা ফ্যাঁচফ্যাঁচ কোরো না বাপু।"

    এইভাবে বছর দেড়েক-দুয়েক আগে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট থেকে সার বানানোর চেষ্টার ইতি ঘাল। সংস্থাগুলো-ও তাদের ইন্টারেস্ট হারাতে লাগল।
  • ব্যাং | 132.172.253.128 | ০৮ নভেম্বর ২০১২ ০৯:০৫548040
  • মেন্টেনান্স অ্যাকাউন্ট,
    ইতি ঘটল
  • ব্যাং | 132.172.253.128 | ০৮ নভেম্বর ২০১২ ০৯:০৭548041
  • গল্পর ক্লাইম্যাক্স আসছে, ধৈর্য্য ধরুন। আপাতত পা তুলে বসুন। জোয়ার আসছে।
  • siki | 24.140.82.133 | ০৮ নভেম্বর ২০১২ ১০:১৫548042
  • :)
  • dukhe | 212.54.74.119 | ০৮ নভেম্বর ২০১২ ১০:২৭548043
  • ক্লাইম্যাক্স কিসের ? প্রোজেক্ট ম্যানেজার কার হাতে সাবাড় হতে চলেছেন সেটা তো ট্রিভিয়াল ।
  • মহামায়া | 132.178.201.81 | ০৮ নভেম্বর ২০১২ ১০:৩৫548044
  • উহারে বধিবে যে, মানিকতলায় বেড়েছে সে ।
  • sch | 132.160.114.140 | ০৮ নভেম্বর ২০১২ ১১:১০548045
  • আমি গুরুর পাতায় এর আগে এর চেয়ে ভালো থ্রিলার পড়েছি বলে মনে হয় না। রিয়েল লাইফ থ্রিলার। ব্যাংদিদি লেখাটা শেষ করার আগে আপনি ওই কাম্ভার দামটা জানাবেন আর কিভাবে এটা অপারেট করেন, কোনো গন্ধের সমস্যা হওয়ার কথা না, তাও হয়েছে কি কিছু? মাছের আঁশ, চর্বি জাতীয় জিনিস, মাংসের হাড় নিশ্চই ফেলেন নি এতে । আরো অনেক প্রশ্ন আছে সেগুলো পরে করছি - স্পেশালি আপনার ক্কম্পোস্টিং এর বিষয়ে। আসলে আপনারা মাটির তলায় পুঁতে যে কম্পোস্টিং করতেন সেটা anaerobic composting - আর কাম্ভাটা দেখে মনে হচ্ছে aerobic composting - এ জিনিস কলকাতায় পাওয়া যায় কি?

    তবে কম্পোস্ট প্ল্যান্টের লোকগুলোর ধান্দা বাজি কিন্তু বড়ো লেভেলেও রয়েছে - কলকাতার কাছে বানতলায় যে মেকানিকাল কম্পোস্ট প্ল্যান্ট আছে সেটা যদ্দুর জানি অপারেটেদ হয় না দীর্ঘদিন।
    কাল পাই দিদি প্রশ্ন করছিলেন কলকাতা সম্বন্ধে - কেউ যদি কলকাতার সলিড ওয়েস্টের বেশ গালভারী তথ্যপূর্ণ লেখা পড়তে চান তাহলে এই লিঙ্কটা দেখতে পারেন - সলিড ওয়েস্টের মাস্টার প্লানের সামারি -
    http://www.keip.in/bl3/pdfFiles/master_plan.pdf

    চেষ্টা করব এর থেকে ছোট গোছানো কিছু লেখা খুঁজে বের করতে
  • kc | 204.126.37.78 | ০৮ নভেম্বর ২০১২ ১১:১৪548046
  • এই কাম্ভাগুলো নিজেরাও বানিয়ে নেওয়া যায়। আমিই একটা বানিয়েছি।

    ছ কি স্টুপে নাকি?
  • kc | 204.126.37.78 | ০৮ নভেম্বর ২০১২ ১১:১৫548047
  • নাকি সিইএস?
  • sch | 132.160.114.140 | ০৮ নভেম্বর ২০১২ ১১:৩২547769
  • উফফ কেসিদা - এগুলোর কোনোটায় না থেকেও এই রিপোর্ট টা access করা যায় না কি? :D :D
  • | 69.161.189.178 | ০৮ নভেম্বর ২০১২ ২২:১২547770
  • আমি শুধু ভাবছি ঐ মহিলাদের দলে আমি থাকলে একটা মারামারি মনে হয় কেউ ঠ্যাকাতে পারত না। ব্যাঙ্দের কি অবিশ্বাস্য ধৈর্য্য রে বাবা!
  • শ্রাবণী | 69.94.106.121 | ০৮ নভেম্বর ২০১২ ২২:৩৮547771
  • ব্যাঙের কথা পড়ে মনে হল তবু ওসব দিকে কিছু ঠিকঠাক মহিলা পাওয়া যায় যারা এইসব উদ্যোগ নেয়। এদিকে হলে কিছুতেই হতনা, জলহাওয়াই এরকম (সেই বলে না আমাদের দেশের লোক যারা এখানে সেখানে চারপাশ নোংরা করে তারাই বিদেশে গিয়ে ঠিকঠাক নিয়ম মেনে পরিচ্ছন্নতা বজায় রাখে, তেমনি এদিকে এলে পরিস্কার লোকেরাও পরিবেশ নোংরা করবে).........আমাদের সোস্যাইটিতে মহিলারা সকাল থেকে রাত্তির জড়ো হয়ে শুধু আড্ডাই মেরে যায়, অথচ একবার আমি বলেছিলাম যে সোস্যাইটির হাউসকিপিংয়ের দায়িত্ব প্রতিটা ব্লকের মহিলাদের রোটেশন করে দেওয়া হোক, কারণ মহিলারা অধিকাংশই বাড়িতে থাকে, সুইপারদের কাজকর্মের দিকে লক্ষ্য রাখতে পারবে, সুইপাররাও ভয় পাবে, ম্যাডামরা দেখছে.....কমিটির সবাই প্রস্তাব মেনেও নিল কিন্তু মহিলারা কেউ রাজী হলনা, প্রচুর আপত্তি জানাল।
    এখানের বাচ্চারা অবলীলাক্রমে কলার খোসা, চিপসএর প্যাকেট ইত্যাদি এখানে সেখানে, লিফটের মধ্যে ফেলে যায়.......................সুইপাররা সত্যি সকাল থেকে সন্ধ্যে খেটেও চারদিক সাফ রাখতে পারেনা....আমরা দু একজন যারা এদের পেছনে পড়ি তাদের কাছে এসে বেচারারা দুঃখ করে, "লোগ ইতনা গন্দেগী মচাতে হ্যায়"!
  • sch | 132.160.114.140 | ০৯ নভেম্বর ২০১২ ১০:৩৩547772
  • update koi?
  • ব্যাঙ | 132.167.106.88 | ০৯ নভেম্বর ২০১২ ১১:২২547773
  • মেওয়া ফলতে দিয়েছি। সময় লাগবে। ফার্মভিল খেলুন ততক্ষণ।
  • sch | 132.160.114.140 | ০৯ নভেম্বর ২০১২ ১১:২৬547774
  • খারাপ হচ্ছে ব্যাং দিদি - কি হল জানার জন্যে গলা লম্বা করে বসে আছি - শিগগির
  • ব্যাঙ | 132.167.106.88 | ০৯ নভেম্বর ২০১২ ১১:৩৩547775
  • এখন সময় নেই। একটু অপেক্ষা করুন, লিখব খানিক পরে।
  • kumu | 132.160.159.184 | ০৯ নভেম্বর ২০১২ ১২:০৮547776
  • অ ব্যাং,ব্যাং,কই গো?
    শ্রাবণী ঠিক বলেছে,আমাদের এদিকে অবস্থা আরো খারাপ।সকলেই নিজেদের বিশাল পণ্ডিত মনে করে,এসব বলতে গেলে পাগল মনে করে।
  • sch | 132.160.114.140 | ০৯ নভেম্বর ২০১২ ১২:১৯547777
  • নর্থ ইন্দিয়ার লোকেরা একটু বেশী নোংরা - তাই নয় কি শ্রাবণীদি? এটা সাউথের ট্রেন আর বিহার/ইউ পি র মধ্যে দিয়ে যাওয়া ট্রেনে উঠলে ভালোই বোঝা যায় - আমাকে ইউ পি'র কিছু লোক প্রায়ই আর্য অনার্য ফান্ডা দেয় আর নিজেদের আর্য বলে দাবী করে। আমি জানি না প্রাগৈতিহাসিক আর্যরা নোংরা ছিলেন কি না
  • mila | 212.21.159.246 | ০৯ নভেম্বর ২০১২ ১২:২২547778
  • ইটা আমার অভিজ্ঞতা
    নর্থ আর সাউথ এর তীর্থ গুলো দেখলেও বোঝা যায়
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৩:৪০547780
  • sch , ঐ কাম্ভাগুলোর দাম ঐ dailydumpএর ওয়েবসাইটেই লেখা আছে।

    বাড়িতে রাখা কাম্ভা থেকে বদগন্ধ বেরোয়, মাংসের হাড়-মাছের কাঁটা ওতে ফেলি না। এমনকি তরমুজের খোসাও না, কুলের আঁটিও না। পাতলাখোসা, শাকপাতা (আমার পিন্ডি চটকানোর জন্য বাজার থেকে শাকের বোঝা এলেই তারা ঠাঁই পায় কাম্ভায়) , গাছের পাতা, শুকনো ফুল, পোকা লাগা বেগুন (বড্ড মুখ চুলকোয়) এসবই রাখা হয় কাম্ভায়।

    কোলকাতায় কাম্ভা পাওয়া যায় কিনা, সে বিষয়ে কোনো ধারণা নেই।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৩:৪৬547781
  • আর হ্যাঁ, দেখে পড়ে যেমন মনে হচ্ছে, কাম্ভা রাখা অতটা সহজ কাজ মোটেই নয়। মাঝে মাঝেই তারা হাওয়ায় উল্টে পড়ে চৌচির হয়ে বারান্দাটিকে নরক গুলজার করে রাখেন। তাই গ্রিলের সাথে শক্ত করে বাঁধতে হয়।

    ফলে কাম্ভাও অতটা জনপ্রিয় সলিউশন হল না। তখন ঠিক করা হল, যারা যারা একান্তই উৎসাহী কম্পোস্টিং করে সার বানাতে, তারা রোজ সকালে মুখবাঁধা প্লাস্টিকের ব্যাগে করে বাগানে গিয়ে সেখানে খোঁড়া গর্তর ভিতরে নিজেদের কিচেন ওয়েস্ট ফেলে আসবে, মালিদের উপস্থিতিতে ফেলতে হবে, জাটে তার সাথে অন্য কোনো বস্তু মিশে না যায়, তারপরে মালিরা মাটি চাপা দিয়ে রাখবে। এই ব্যবস্থা ফলো করতে প্রথম প্রথম পঞ্চশের বেশি পরিবার পাওয়া যায় নি। আর সেই পাঞ্চাশের তিরিশ-চল্লিশ জন ছিলেন ঐ ভলান্টিয়ার গ্রুপের মহিলারাই।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৩:৪৮547782
  • * যাতে তার সাথে
    * পঞ্চাশের বেশি
    * পঞ্চাশের তিরিশ-চল্লিশ
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৩:৫১547783
  • পরে দেখা গেল আরো অনেক মহিলারাই এগিয়ে আসছেন, বিশেষ করে বয়স্ক মহিলারা।
    ফলে সংখ্যাটা বেড়ে দুশো-আড়াইশোয় দাঁড়িয়ে গেল। কিন্তু এটা হতে লাগল আন অফিশিয়ালি। মুখে মুখে কথা ছড়াতে লাগল। এবার আর মেইল পোস্ট করে, বাড়ি বাড়ি গিয়ে ফ্লায়ার দিয়ে প্রচার করা হল না।

    ইতিমধ্যেও কিন্তু কাজের লোকদের এই ফ্লোরে ঐ ফ্লোরে , লিফটের ভিতরে গারবেজ ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার ঘটনা বন্ধ হয় নি। আর ভলান্টিয়ারদের বাড়ি বাড়ি গিয়ে ঝগড়া করাও বন্ধ হয় নি।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৩:৫৮547784
  • ঐ ভলান্টিয়ারদের মধ্যে তিন-চারজন ছিল আপাদমস্তক টেঁটিয়া । তাদের সাথে কথা বললে বোঝাই যাবে না যে তাদের কামড় হল কচ্ছপের কামড়, তারা এমনি মধু মাখিয়ে মিষ্টি করে কথা বলবে, চুলের ছাঁটের প্রশংসা করবে, মোহিনীআট্যমের ক্লাসের খোঁজ দেবে! তাদের দুইজনের কথা এই টইয়ের উপরের দিকেই বলা আছে। তাদের এমনি সাংঘাতিক লোভ তারা সমানে তলে তলে চেষ্টা চালিয়ে যেতেই লাগল যদি কোনো ভাবে এই ব্যাপারে কিছু করা যায়। তারা ওয়েস্ট সেগ্রিশনে উৎসহী বিভিন্ন এনজিওকে ডেকে আনতেই লাগল, মুহুর্মুহু মিটিং ফেলতে লাগলা, যে বাকি ভলান্টিয়ারদের রুটির আটা মাখার সময়টুকুও পেতে নাজেহাল হতে হল। পাড়ার মোড়ের চাইনিজ খাবারের দোকানকে লাল হয়ে যেতে দেখে আরো বেশ কয়েকটা নতুন খাবারের দোকান খুলে গেল চটপট।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৪:০৬547785
  • ভলান্টিয়ার গ্রুপ এটা ধরে নিয়েই এগোতে লাগল যে তারা কোনোদিনও হান্ড্রেড পার্সেন্ট সেগ্রিগেটেড কিচেন ওয়েস্ট পাবে না।
    কিন্তু বিভিন্ন সেল্ফহেল্প গ্রুপ, এনজিও এদের সাথে কথা বলে বলে চোখের সামনে আরেকটা পর্দা খুলে গেল যে এতদিন তারা যে ড্রাই ওয়েস্টকে পাত্তাই দেয় নি, সেই ড্রাই ওয়েস্টের কী অসম্ভব পোটেনশিয়াল!

    ড্রাই ওয়েস্টের বাকি কথা একটু পরে এসে লিখছি।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৪:২২547786
  • ভলান্টিয়ার গ্রুপের মহিলারা বুঝল যে তারা শুধু মাথা গরমই করতে জানে আর হাহুতাশ করতে জানে, কেন সবাই সহযোগিতা করছে না বলে। বুদ্ধি নামক পদার্থটাই তাদের কোনোদিন ছিল না, এখনও নেই।

    তারা এতদিন তো শুধু বিভিন্ন সংস্থার সাথে কথা বলছিল ওয়েট ওয়েস্টের জন্য। আর ই ওয়েস্ট ডিজপোজালের জন্য। আর সংস্থাগুলো-ও তাদের মাথায় হাত বুলিয়ে বলছিল যে কম্পোস্টিং ইউনিট বসাব, হ্যান করেগা ত্যান করেগা, টাকা দাও, জমি দাও। ড্রাই ওয়েস্ট? আচ্ছা সেটাও নাহয় নিয়ে যাব, পার হাউসহোল্ড মাসে তিরিশ টাকা করে দিও, তাদের বাড়ির ড্রাই ওয়েস্ট আমাদের ট্রাকে করে নিয়ে যাওয়ার জন্য।

    প্রথম আইটিসির লোকজনরা এসে বলল যে তারা ড্রাইওয়েস্ট নিয়ে যাওয়ার জন্য ভলান্টিয়ারদের টাকা দেবে। টাকা দেবে? আমাদের! মানে?

    আজ্ঞে, আপনারা টাকা চান না? আমরা তো প্লাস্টিকের জন্য দিই পার কেজি দুটাকা, কার্টনের জন্য দিই পার কেজি তিনটাকা আর কাঁচের বোতলের জন্য পার কেজি পঞ্চাশ পয়সা।

    নেকিসুন্দরীরা এবার নড়েচড়ে বসে।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৪:২৫547787
  • ওমা এ তো সেই ছোটবেলার "কা গো ও ও জ! পু রা নো ও ও শি শি বো ত ল ভা ঙা কা গো ও ও জ"!!! আইটিসির মতন কোম্পানি এখন রদ্দিওয়ালার ব্যবসাও শুরু করেছে!!
  • sch | 132.160.114.140 | ০৯ নভেম্বর ২০১২ ১৪:২৮547788
  • শুদ্ধু আপনার লেখা পড়ার জন্যি এই লিঙ্কটা অয়াপিসে বসে কনস্ট্যান্ট খুলে রেখে দিয়েছি - আহা কোনো উপন্যাসও এভাবে গিলি না - তারপর ?
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৪:৩১547789
  • আইটিসির রমাকান্থ বুঝিয়ে বলেন, কীভাবে বিভিন্ন পাড়ার রদ্দিওয়ালাদের থেকে পুরানো কাগজ, প্লাস্টিক, শিশিবোতল এসব জোগাড় করে তাদের রিসাইক্লিং প্লান্টে নিয়ে যাওয়া হয়। তাই ওনারা এখন নতুন ড্রাইভ শুরু করেছেন, কালেকশন অ্যাট সোর্স। সোর্সটা বেশির ভাগ ক্ষেত্রেই অ্যাপার্ত্মেন্ট কমপ্লেকগুলো, অফিসগুলো অথবা স্কুলকলেজগুলো। ইন্ডিভিজিউআল হাউসহোল্ড থেকে এটা জোগাড় করা সম্ভব নেয়, কারণ সেখানে আয়পার্ট্মেন্ট কমপ্লেক্স অথবা আপিস বিল্ডিংয়ের মত ম্যামথ জেনারেশন হয় না। তাই একটা একটা করে বাড়ি থেকে কালেক্ট করা সম্ভব নয়। ভলান্টিয়াররা যদি সেগ্রিগেট করে ড্রাই ওয়েস্ট ওদের দিতে পারেন, তাহলে তারা হপ্তায় দুইবার করে তাদের ট্রাক পাঠাতে পারেন ওগুলো নিয়ে যাওয়ার জন্য। ওনারাই ওজন করার যন্ত্র পাঠাবেন, মেয়েরা যেন নিজেরা ওজন করে বুঝে নেয়, কোন জিনিসের জন্য তারা কত টাকা পেল।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৪:৩২547791
  • sch আপনার চেয়ারের উপর চাট্টি বিছুটিপাতা বিছিয়ে নিন না কেন? অ্যাত্তো আদিখ্যেতা করলে আমার পক্ষে লেখা সম্ভব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন