এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার আত্মজীবনীর সমালোচনা

    Arin
    অন্যান্য | ০২ জুন ২০১২ | ৭৫৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.21 | ০৩ জুন ২০১২ ২২:৪৭550477
  • Kallol
    পব-তে জাতপাতের সমস্যা উঠে যায়নি বলে মূখ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত কুসংস্কার বই ছাপিয়ে সারা ভারতে ছড়িয়ে দেবেন? আর সাধারণ মানুষের বিশ্বাস আর দেশের পরিচালকদের বিশ্বাসের মধ্যে ফারাক থাকবে না? তাহলে নীতি নির্ধারণ করে যারা তারা যদি এইসব হোকাস-পোকাসে নিবিড় বিশ্বাস রাখে তাহলে আমাদের সকলকেই মনে নিতে হয় যে বাবরি মসজিদ নিয়ে বিজেপি যা যা করেছে ঠিকই করেছে কেননা অসংখ্য হিন্দু বিশ্বাস করে যে ওখানেই রামের "জন্ম" হয়েছিল।

    আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানাই যে আমরা ক্রমশঃ গাছ দেখতে গিয়ে জঙ্গলটাকে হারিয়ে ফেলছি। স্থানিয় রাজনৈতিক দলগুলোর উত্থানের সাথে সাথে মনে হচ্ছে ভারত নামক দেশটির অস্তিত্বই আর নেই। কিন্তু ঐ লুরু, চেন্নাই আর মুম্বাইএর গপ্প শুনিয়ে কিছুতেই UN-কে বোঝানো যাচ্ছেনা। তারা কিসব যেন লিখছেঃ The report blasts the economic policies being followed in a country where 77% of the population lives on less than Rs 20 a day..... which is a scathing attack on India's performance on the human development index.......
    ...(report) also points to a survey which says around 42% of children under five are underweight and more than 59% are stunted.

    India ranks 134 out of 187 countries on UNDP's Human Development Index and 129 out of 147 countries on the Gender Inequality Index, behind Pakistan, Bangladesh and Rwanda. India has the worst child mortality sex ratio in the world. http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=13&edlabel=TOIBG&mydateHid=03-06-2012&pubname=&edname=&articleid=Ar01302&format=&publabel=TOI (আজকের TOI)

    মহারাষ্ট্রের এই খবরটিও প্রণিধানযোগ্যঃ
    "The actual outcome indicators of Maharashtra don't look very good in comparison to the national average," he said, referring to the state's high incidence of poverty, poor child sex ratio, rampant malnutrition , lack of jobs and high rate of farm suicides, despite its high per capita income.

    "Effectively, if you take Mumbai and Pune out of the state, Maharashtra is on par with poorer states," http://articles.timesofindia.indiatimes.com/2011-11-04/mumbai/30359056_1_social-sector-poor-spending-maharashtra

    অনেকে বিশ্বাস করতে ভাল বাসেন যে গুজরাত, তামিলনাদু ইত্যাদি স্বপ্নের জায়গা। সে গুড়েও আপাততঃ বালি দেখছিঃ Among the top five (fastest-growing) states, Bihar is followed by Delhi and Puducherry. Mineral-rich Chhattisgarh, which many had written off for the violent Naxal movement, and Goa complete the top five growth listings, according to data available with the ministry of statistics. http://articles.timesofindia.indiatimes.com/2012-06-02/india/31983641_1_bihar-government-tamil-nadu-india-s-gdp

    ভারত নামক দেশটিকে ১৩৪ নম্বরে ধরে রাখার ক্ষমতা একা পব-র নেই। লুরু বা চেন্নাইতে দিনে ২০ টাকায় ঠিক কিভাবে বেঁচে থাকা যায় একটু জানাবেন?
  • একক | 24.99.61.116 | ০৪ জুন ২০১২ ০৫:৫৩550478
  • আরে মুখ্যমন্ত্রী নয় গান্ডু , আমাদের বুদ্ধিজীবি আর শিক্ষক-প্রফেসর-বৈজ্ঞানিক রা কি করছেন ?

    রাজনৈতিক নেতা কোন কালে শিক্ষিত হয়েছে শুনি ?? বামেরা এসব করতো না তার কারন এই নয় যে তারা বিজ্ঞানমনস্ক . তার কারন ছিল "বাবা বলেছে" . ৯৯% কে বেট ধরে ভুল বুঝিয়ে দেওয়া যায় চাদ্দি গামা-রে , কসমিক হিজিবিজি আওড়ে. ওসব কাউন্টার হারামিগিরি আমরা অনেক করেছি. কোনটা কোন অয়েভ্লেংথ এ পরে, কোন ব্যান্ড তাই বোঝেনা . "....তার কারন ইহা বিজ্ঞান" এই লাইন ধরে ভেড়ার পালের মতো এগোনো কে বিজ্ঞান মনস্কতা বলে না. বিজ্ঞান একটা আলাদা চর্চা. কুসংস্কারের গুয়ের ওপিঠ নয়.

    পূর্ণগ্রাস সূর্যগ্রহণ-এ যদি ছুটি দিয়ে থাকে তাহলে সেটাকে তো সুন্দর ভাবে কাজে লাগানো যায়.
    প্রচুর এস্ট্রনমি শো হোক, স্লাইড, ভিডিও এসব দেখানো হোক. মানুষ কে এসব নিয়ে সচেতন করা হোক. অধিকাংশ বাঙালি পোলাপান তারা চেনে না ! কি কান্ড !! এই দিনের ছুটি টা কাজে লাগিয়ে নক্ষত্র,নেবুলা,ছায়াপথ এসব এর দিনের বেলা ভিডিও / রাতের বেলা টেলিস্কোপ এসব আয়োজন করা যায়না ?

    সেইসঙ্গে সূর্যগ্রহনের সময় সবাইকে সরবত খাইয়ে কুসংস্কার ভাঙ্গা হোক. বন্দুক টা ঘুরিয়ে দিতে কতক্ষণ ? গজল্লা করার চেয়ে সেটা অনেক বেশি প্রডাকটিভ .
  • কল্লোল | 125.241.22.250 | ০৪ জুন ২০১২ ০৬:১৮550479
  • পিটি। ঠিক বুঝলাম না। আমি একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম। আজকের পব কি মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকের চেয়ে ভালোভাবে চলছে না চলছে না।
    মমতা হাঁচি-কাশি-টিকটিকিতে বিশ্বাস করেন বলে পবর লোক্জন হাঁচি-কাশি-টিকটিকিতে বিশ্বাস করতে শুরু করবেন এমনটা ভাবা বেশ ছেলেমানুষী।
    প্রগতি কথাটা "প্রগতি" লিখলে তার মানে কি হয়, তুমি জানো। তবু তোমাদের উন্নয়নের নিরিখে, আবারও লিখছি - আমার নয়, তোমাদের উন্নয়নের নিরিখেই মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, পবর চেয়ে উন্নত, কারন শিল্পায়ন। মহারাষ্ট্রের শিল্পায়ন নিয়ে বলার কিছু নেই, কর্ণাটক ও তথ্য প্রযুক্তি শিল্প আজ প্রায় সমার্থক। গুজরাটে ন্যানো না হয়ে পবতে হলে যখন উন্নয়ন হতো, তখন গুজরাটে উন্নয়ন তো হয়েইছে বলে তোমরা মনে করো। তাই, আবার পুরোনো প্রশ্নটা করছি - আজকের পব কি মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকের চেয়ে ভালোভাবে চলছে না চলছে না।
  • generic Letter | 77.171.97.37 | ০৪ জুন ২০১২ ০৬:৩৭550480
  • আচ্ছা, আমি অনেক দেওয়ালে লেখা দেখেছি, মার্ক্সবাদ সত্য কারণ ইহা বৈজ্ঞানিক - (করোলারি বিপ্লব আসবেই, আজ নয়ত কাল কারণ মার্ক্সবাদ সত্য কারণ ইহা বৈজ্ঞানিক)
    আক্ষরিক অর্থে এটা সিপিয়েম নেতারা বিশ্বাস করতেন কিনা জানিনা, কিন্তু প্রচার তো করতেনই।
    মাদুলি পরার থেকে এটা কতটা আলাদা?
    আক্ষরিক অর্থে কি অ-বাম নেতারাও মাদুলির তত্ত্বে বিশ্বাস করেন?
  • generic letter | 77.171.97.37 | ০৪ জুন ২০১২ ০৬:৩৯550481
  • মোর স্পেসিফিকালি, মাদুলির মাহাত্ম্য প্রচারের থেকে এটা কতটা আলাদা?
  • riddhi | 118.218.136.234 | ০৪ জুন ২০১২ ০৬:৪৪550482
  • পিটিবাবুর কি গরমে মাথা খারাপ হয়ে গেছে?
    মোরারজি দেশাই তো নিজের পেচ্ছাপ খেত আর ওপেঅন্লি সেটা বলত। কিন্তু সেট ভারতের অফিশিয়াল হেল্থ পলিসি ছিল না। তা এখন দেশের মেজরিটি লোক কি নিজের হিসু খায় না খায় না?
  • riddhi | 118.218.136.234 | ০৪ জুন ২০১২ ০৬:৫৫550483
  • জি এল , এটা স্লোগান হিসেবে তো বেশ ভাল। হয়্তো দেয়ালে অনেকবার দেখে বোরদ হতে পারেন। কিন্তু একটা স্লোগান তো কোন পেপার বা ডকুমেন্তেশান নয়। । একটা টিসার বড়জোর। ভাল ক্যাচলাইন। যারা ইন্ত্রিগ্ড বা আরো জানতে ইচ্ছুক, তারা ছুটির পরে পার্টি আপিসে বা পূজর সময় মার্ক্সবাদী স্টলে যোগাযোগ করুন, এরকম একটা ভাব।
    আপনি ধরুন ফিসিক্সের ছাত্র, মার্ক্স্বাদ সবে মার্কেটে এসেছে, (এটুকু জানা অছে পলিটিকাল ব্যাপার), আর ক্লাস থেকে বেরিয়েই এটা দেখছেন।
  • ranjan roy | 24.99.125.87 | ০৪ জুন ২০১২ ০৭:১২550485
  • পিটি,
    রেগে যাচ্ছেন কেন? আসলে এই বিন্দুতে আমার আর ডিডির একই অবস্থান। সেটা হল মমতার আত্মজীবনী একটি হাস্যকর বাগাড়ম্বর। এটা নির্মল আনন্দের টইয়ের যোগ্য, এটাতে প্রকাশিত ধার্মিক কুসংস্কার নিয়ে বিচলিত হবার বা তাকে ঢেকে রাখার প্রশ্নই নেই।
    আপনার র‌্যাশনাল দৃষ্টিভঙ্গির সঙ্গে আমারও সহাবস্থান, অর্থাৎ রাষ্ট্রপরিচালনা থেকে ধর্মের আর রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত বিশ্বাসের দুরান্বয় কাম্য।
    ডিডি আর আমি একটা কথাই বলতে যাচ্ছি যে আপনার এই আশংকা অমূলক যে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ধার্মিক "কুসংস্কারের" প্রভাবে বঙ্গের ব্যাপক জনগণ সেদিকে চলে যাবে।
    জনগণের সংস্কার আদৌ একজন রাজনৈতিক নেতার বিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই। তাহলে মমতার কালীভক্তির বর্ণনা পড়ে দেশের হিন্দু-মুসলমান-ক্রিশ্চান সবারই কালীভক্ত হয়ে যাওয়ার কথা।
    জনগণ মুখ্যমন্ত্রীর কাছ থেকে অশা করে সুশাসন, তিনি যে কোন ভক্ত হোন বা নাই হোন।
    কাজেই সিরিয়াস আলোচনায় মমতার বা যেকোন মুখ্যমন্ত্রীর মূল্যায়নে শুধু দুটো পরিপ্রেক্ষিতে আলোচনা কাম্য।
    এক, উন্নয়নের যে প্রতিশ্রুতি বা সব্জিবাগ জনতাকে দেখানো হয়েছে তার কতটুকু করার সিরিয়াস চেষ্টা হয়েছে?
    দুই, পলিসি বা প্রয়োগের স্তরে যা বলা বা করা হচ্ছে তা কতদূর যুক্তিসম্মত?
    এটা আলাদা কথা যে মুখ্যমন্ত্রীদের বা প্রধানমন্ত্রীদের বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে শরিক হয়ে ভোটব্যাংকে সেন্টিমেন্টাল ফায়দা তোলার চেষ্টা সবসময় দেখা যায়।
    ফলে ঈদের ইফতার পার্টিতে মাথা ঢেকে অনেকেই সামিল হন, বাম নেতারা বাদে। সোনিয়া হিন্দুধর্মস্থানে পূজো দেন, পত্রিকায় ফলাও করে ছাপা হয়।
    আমি রোজ মর্নিং ওয়াক করার সময় দেখি মতুয়াসমাজের হরিচাঁদ ঠাকুরের নামে অনেক্খানি জমিঘিরে আশ্রম তথা" রিসার্চ ফাউন্ডেশন"এর বোর্ড লাগানো বিশাল বাড়িটি। তাতে লেখা আছে জ্যোতিবসুনগর। এবং বুদ্ধবাবুর সময়ে যে রেজিস্ট্রিকৃত ডিডের মাধ্যমে এই ধার্মিক ট্রাস্টকে প্রাইম জমিটি দেয়া হয়, তারও নম্বর ফলাও করে তোরণের ওপর লেখা। অর্থাৎ, ভোটকে প্রধান লক্ষ্য করলে ভোটব্যাংকের খেলার বাইরে সতী থাকা যায় না। সুভাষ যখন জোর গলায় বলেন -- আমি আগে ব্রাহ্মণ, তার পরে বাঙালী, তার পরে কমিউনিস্ট,-- তখন ওনার অমর্ত্য সেন কথিত আইডেন্টিটি প্রবলেম বুঝতে অসুবিধে হয় না।
    আর ভোটব্যাংকের খেলায় কেরালায় মুসলিম লীগ ও বামেদের জোট তো নতুন কথা নয়। কাজেই এ নিয়ে এত বিচলিত না হয়ে আসুন বিভিন্ন পলিসি বিন্দুতে বিকল্প চিন্তাভাবনা কিছু করা যায় কি না!
    সিরিয়াস আলোচনায় রাজনৈতিক নেতাদের ভক্তি বা সংস্কারের ডিগ্রি মাপা, এগুলি নন-ইস্যু।আ
    আর তামিলনাড়ু ও বেঙ্গালুরুতে অন্ততঃ পাব্লিক হেল্থ পরিষেবা বঙ্গের তুলনায় অনেকগুণ ভাল এর জন্যে কোন পরিসংখ্যানের দরকার আছে কি? এগুলো কি আমাদের নিজেদের অভিজ্ঞতা পুষ্ট নয়?
    ঠিক যেমনি আমির খানের সত্যমেব জয়তে প্রোগ্রামে ডাক্তার ও ওষুধ কোম্পানিগুলোর নেক্সাসের ব্যাপারে আই এম এ যতই চেঁচাক না কেন, এটার সত্যতা আমরা সবাই জানি। আমির তথ্য দিয়ে জোরগলায় বলেছেন মাত্র।

    আর আপনার সঙ্গে আলোচনায় বারবার যে কথাগুলো বলা হচ্ছে আর আপনি ডেটা দিয়ে ডিফেন্ড করার চেষ্টা করছেন সেটা নিয়ে একটু বলি।
    আপনি বলছেনঃ--- ভারত একটি পিছিয়ে পড়া দেশ ( আমি একমত।)
    --- একা বঙ্গের সাধ্য নেই দেশের সূচকগুলোকে ঠেলে ওপরে তোলে( আমি একমত)।
    --- অন্য রাজ্যগুলো বঙ্গের থেকে বিরাট কিছু এগিয়ে গেছে এমন বলা যায় ( আমি একমত)।
    কিন্তু আমরা কয়েকজন যেটা বলার চেষ্টা করছি তা হল ঃ
    ---- দুনিয়ার দরবারে দেশকে ঠেলে তোলার মহান লক্ষ্য নয়, এই ব্যবস্থার মধ্যেও কিছু কিছু সূচকের প্রশ্নে আমরা অন্য কিছু রাজ্যের থেকে পিছিয়ে আছি। রাজনৈতিক ইচ্ছাশক্তি ও প্রাথমিকতা নির্ধারণের মাধ্যমে সেদিকে কিছু করা সম্ভব।
    ---- পাব্লিক হেল্থ পরিষেবা ও গরীবি উন্মূলন প্রোগ্রাম এতে অগ্রাধিকার পাবে।
    কোলকাতা ছেড়ে দিন, রাজ্যের জেলা সদর ও মহকুমা স্তরের চিকিৎসা পরিকাঠামো নিয়ে এত রিপোর্ট বেরোচ্ছে যে কিছু বলা বাহুল্য। এর পরে আসবে একশ দিন কাজ ও অন্যান্য গ্রামকেন্দ্রিক প্রোগ্রাম। এই দুটো ব্যাপারেই পুরনো ও বর্তমান সরকারের আমলে অন্য রাজ্যগুলোর তুলনায় আমরা কোথায় আছি?
  • ranjan roy | 24.99.125.87 | ০৪ জুন ২০১২ ০৭:১২550484
  • পিটি,
    রেগে যাচ্ছেন কেন? আসলে এই বিন্দুতে আমার আর ডিডির একই অবস্থান। সেটা হল মমতার আত্মজীবনী একটি হাস্যকর বাগাড়ম্বর। এটা নির্মল আনন্দের টইয়ের যোগ্য, এটাতে প্রকাশিত ধার্মিক কুসংস্কার নিয়ে বিচলিত হবার বা তাকে ঢেকে রাখার প্রশ্নই নেই।
    আপনার র‌্যাশনাল দৃষ্টিভঙ্গির সঙ্গে আমারও সহাবস্থান, অর্থাৎ রাষ্ট্রপরিচালনা থেকে ধর্মের আর রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত বিশ্বাসের দুরান্বয় কাম্য।
    ডিডি আর আমি একটা কথাই বলতে যাচ্ছি যে আপনার এই আশংকা অমূলক যে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ধার্মিক "কুসংস্কারের" প্রভাবে বঙ্গের ব্যাপক জনগণ সেদিকে চলে যাবে।
    জনগণের সংস্কার আদৌ একজন রাজনৈতিক নেতার বিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই। তাহলে মমতার কালীভক্তির বর্ণনা পড়ে দেশের হিন্দু-মুসলমান-ক্রিশ্চান সবারই কালীভক্ত হয়ে যাওয়ার কথা।
    জনগণ মুখ্যমন্ত্রীর কাছ থেকে অশা করে সুশাসন, তিনি যে কোন ভক্ত হোন বা নাই হোন।
    কাজেই সিরিয়াস আলোচনায় মমতার বা যেকোন মুখ্যমন্ত্রীর মূল্যায়নে শুধু দুটো পরিপ্রেক্ষিতে আলোচনা কাম্য।
    এক, উন্নয়নের যে প্রতিশ্রুতি বা সব্জিবাগ জনতাকে দেখানো হয়েছে তার কতটুকু করার সিরিয়াস চেষ্টা হয়েছে?
    দুই, পলিসি বা প্রয়োগের স্তরে যা বলা বা করা হচ্ছে তা কতদূর যুক্তিসম্মত?
    এটা আলাদা কথা যে মুখ্যমন্ত্রীদের বা প্রধানমন্ত্রীদের বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে শরিক হয়ে ভোটব্যাংকে সেন্টিমেন্টাল ফায়দা তোলার চেষ্টা সবসময় দেখা যায়।
    ফলে ঈদের ইফতার পার্টিতে মাথা ঢেকে অনেকেই সামিল হন, বাম নেতারা বাদে। সোনিয়া হিন্দুধর্মস্থানে পূজো দেন, পত্রিকায় ফলাও করে ছাপা হয়।
    আমি রোজ মর্নিং ওয়াক করার সময় দেখি মতুয়াসমাজের হরিচাঁদ ঠাকুরের নামে অনেক্খানি জমিঘিরে আশ্রম তথা" রিসার্চ ফাউন্ডেশন"এর বোর্ড লাগানো বিশাল বাড়িটি। তাতে লেখা আছে জ্যোতিবসুনগর। এবং বুদ্ধবাবুর সময়ে যে রেজিস্ট্রিকৃত ডিডের মাধ্যমে এই ধার্মিক ট্রাস্টকে প্রাইম জমিটি দেয়া হয়, তারও নম্বর ফলাও করে তোরণের ওপর লেখা। অর্থাৎ, ভোটকে প্রধান লক্ষ্য করলে ভোটব্যাংকের খেলার বাইরে সতী থাকা যায় না। সুভাষ যখন জোর গলায় বলেন -- আমি আগে ব্রাহ্মণ, তার পরে বাঙালী, তার পরে কমিউনিস্ট,-- তখন ওনার অমর্ত্য সেন কথিত আইডেন্টিটি প্রবলেম বুঝতে অসুবিধে হয় না।
    আর ভোটব্যাংকের খেলায় কেরালায় মুসলিম লীগ ও বামেদের জোট তো নতুন কথা নয়। কাজেই এ নিয়ে এত বিচলিত না হয়ে আসুন বিভিন্ন পলিসি বিন্দুতে বিকল্প চিন্তাভাবনা কিছু করা যায় কি না!
    সিরিয়াস আলোচনায় রাজনৈতিক নেতাদের ভক্তি বা সংস্কারের ডিগ্রি মাপা, এগুলি নন-ইস্যু।আ
    আর তামিলনাড়ু ও বেঙ্গালুরুতে অন্ততঃ পাব্লিক হেল্থ পরিষেবা বঙ্গের তুলনায় অনেকগুণ ভাল এর জন্যে কোন পরিসংখ্যানের দরকার আছে কি? এগুলো কি আমাদের নিজেদের অভিজ্ঞতা পুষ্ট নয়?
    ঠিক যেমনি আমির খানের সত্যমেব জয়তে প্রোগ্রামে ডাক্তার ও ওষুধ কোম্পানিগুলোর নেক্সাসের ব্যাপারে আই এম এ যতই চেঁচাক না কেন, এটার সত্যতা আমরা সবাই জানি। আমির তথ্য দিয়ে জোরগলায় বলেছেন মাত্র।

    আর আপনার সঙ্গে আলোচনায় বারবার যে কথাগুলো বলা হচ্ছে আর আপনি ডেটা দিয়ে ডিফেন্ড করার চেষ্টা করছেন সেটা নিয়ে একটু বলি।
    আপনি বলছেনঃ--- ভারত একটি পিছিয়ে পড়া দেশ ( আমি একমত।)
    --- একা বঙ্গের সাধ্য নেই দেশের সূচকগুলোকে ঠেলে ওপরে তোলে( আমি একমত)।
    --- অন্য রাজ্যগুলো বঙ্গের থেকে বিরাট কিছু এগিয়ে গেছে এমন বলা যায় ( আমি একমত)।
    কিন্তু আমরা কয়েকজন যেটা বলার চেষ্টা করছি তা হল ঃ
    ---- দুনিয়ার দরবারে দেশকে ঠেলে তোলার মহান লক্ষ্য নয়, এই ব্যবস্থার মধ্যেও কিছু কিছু সূচকের প্রশ্নে আমরা অন্য কিছু রাজ্যের থেকে পিছিয়ে আছি। রাজনৈতিক ইচ্ছাশক্তি ও প্রাথমিকতা নির্ধারণের মাধ্যমে সেদিকে কিছু করা সম্ভব।
    ---- পাব্লিক হেল্থ পরিষেবা ও গরীবি উন্মূলন প্রোগ্রাম এতে অগ্রাধিকার পাবে।
    কোলকাতা ছেড়ে দিন, রাজ্যের জেলা সদর ও মহকুমা স্তরের চিকিৎসা পরিকাঠামো নিয়ে এত রিপোর্ট বেরোচ্ছে যে কিছু বলা বাহুল্য। এর পরে আসবে একশ দিন কাজ ও অন্যান্য গ্রামকেন্দ্রিক প্রোগ্রাম। এই দুটো ব্যাপারেই পুরনো ও বর্তমান সরকারের আমলে অন্য রাজ্যগুলোর তুলনায় আমরা কোথায় আছি?
  • ranjan roy | 24.99.125.87 | ০৪ জুন ২০১২ ০৭:১৭550487
  • সরি, থার্ড পয়েন্টটা ছিলঃ অন্য রাজ্যগুলো বঙ্গের থেকে বিরাট কিছু এগিয়ে গেছে এমন বলা যায় না( আমি একমত)।
  • lcm | 60.136.192.52 | ০৪ জুন ২০১২ ০৭:২৩550488
  • একটা অ্যাড দিয়ে দিন -
    আংটিহীন, মাদুলি-তাবিজ বিহীন, কুসংস্কারমুক্ত মুখ্যমন্ত্রী চাই। সংস্কৃতিবান এবং পদার্থমুক্ত (অ-পদার্থ) হওয়া বাঞ্ছনীয়।
  • generic letter | 77.171.97.37 | ০৪ জুন ২০১২ ০৭:২৯550489
  • ইম্মাঃ জ্যোতিবাবু এলিজিবল হতে হতে ঐ সমোসকিতি ব্যাপারটায় আটকে গেলেন - উনি তো আবার "কালচার ফালচার" বুঝতেন না।
  • b | 135.20.82.164 | ০৪ জুন ২০১২ ০৯:৪২550490
  • PT গ্রোথ রেটের হিশেবে যে একটি 'বেস' ফ্যাক্টর আছে, মানেন তো? মানে ০ থেকে ১ হলে, আর ১০০ থেকে ১০১ হলে দুটো গ্রোথ রেট সমান হবে কি?

    আর দারিদ্র নিয়ে দু রকম মাপকাঠি আছে। এক, আয় নির্ভর, (৩২ টাকা দারিদ্র্যরেখা এটসেট্রা, কিন্তু তার মধ্যে সব সময়েই একটা বা একটা অস্বস্তি থেকে যায়ঃ ৩২ টাকা হলে ৩৫ নয় কেন? ৫০ নয় কেন?...) আর ব্ঞ্চনা (ডেপ্রিভেশন) নির্ভর, যা আজকাল জাতিসংঘ বহুমাত্রিক দারিদ্র্য সূচক হিসেবে প্রকাশ করে। কি রকম?ধরুন দুটো রাজ্য আছে। দুটোতেই গরীবের সংখ্যা সমান। এবং দুটো রাজ্যেই গরিবের গড় আয় ২০ টাকা। কিন্তু প্রথম রাজ্যে সরকারীর উদ্যোগে (কথার কথা) পাবলিক ডিস্স্ট্রিবুশন সিস্টেম খুব ভাল, দ্বিতীয় রাজ্যে শুন্য। তাহলে দারিদ্রের যন্ত্রণা প্রথম রাজ্যে কম হবেই, যদিও আয়ের দিক দিয়ে দেখলে দুজনেই সমান গরীব।

    এখানে একটা লিংক দিলাম। ভারতীয় রাজ্যগুলির-ও পারফর্মেন্স পাবেন।
    http://www.ophi.org.uk/wp-content/uploads/OPHI-MPI-Brief.pdf
    ( পুনশ্চঃ বহুমাত্রিক দারিদ্র্য সূচকের ধারণাটি নতুন নয়। ১৯৯০ থেকে জাতিসংঘ মানবিয় দারিদ্র সূচক প্রকাশ করছে। এটিকে তারি দ্বিতীয় সংস্করণ ভাবতে পারেন)
  • Toon Army | 131.241.218.132 | ০৪ জুন ২০১২ ০৯:৪৬550491
  • ইয়ে - সূর্যগ্রহন বলতে কী সেই নব্বইয়ের দশকের পূর্ণগ্রাসটার কথা বলা হচ্ছে? আলাদা করে কোনো ছুটি দেওয়া হয়নি, তবে পূজোর ছুটি ছিলো। আর যাতে লোকে সেফলি গ্রহণ দেখতে পারে তার জন্যে চশমা বিলি করা হয়েছিলো। কলকাতাতে আমরাই করেছি বিজ্ঞান মঞ্চের তরফে।

    আর বাকি রইলো ওই এক বই - ওসব পড়েনই বা কেন, রিভিউই বা করেন কেন আর সেই নিয়ে তর্কই বা করেন কেন?
  • প্পন | 122.133.206.25 | ০৪ জুন ২০১২ ০৯:৫২550492
  • আশি সালের কথা হচ্ছে কি? ঐ দিন দাদু মারা যান। শুনেছি পুরো কলকাতা বাড়ির মধ্যে সিঁটিয়ে বসেছিল। আর আমাদের বাড়ির লোকও মৃতদেহ আগলে। আমার তখন পাঁচ বছরও হয়নি। খালি আবছা আবছা এক দুটো স্মৃতি মনে আছে।

    আশি থেকে পঁচানব্বই এই সময়টায় শহর কলকাতায় পাল্টে গেছে অনেককিছু। হয়ত সূর্যগ্রহণ নিয়ে ভয়ও কমেছে স্বাভাবিক নিয়মেই।

    ওই দিন সরকারের তরফে ছুটি ঘোষণা হয়েছিল কিনা জানি না। কোন মাস তাও ভুলে গেছি। অগাস্ট ছিল কি?
  • Toon Army | 131.241.218.132 | ০৪ জুন ২০১২ ০৯:৫৬550494
  • আশি সাল নয়, তিরানব্বই বা চুরানব্বই। আমি সম্ভবত থার্ড ইয়ার। বাড়িশুদ্ধু সবাই বারুইপুরে গ্রহণ দেখতে গেসলো। আমি ম্যাপ দেখে বলেছিলুম দিব্যি বাড়ির ছাদ দেখে দেখা যাবে, মরতে বারুইপুর যাবো কেন...সেই ছাদে দাঁড়িয়েই বেশ আনন্দে দেখেছিলাম।
  • প্পন | 122.133.206.25 | ০৪ জুন ২০১২ ০৯:৫৯550496
  • সেটার কথা বলছি না। সেটা তো অক্টোবর, ৯৫। আমি বলছি ৮০-এর কথা।
  • Toon Army | 131.241.218.132 | ০৪ জুন ২০১২ ০৯:৫৯550495
  • আশি সাল নয়, তিরানব্বই বা চুরানব্বই। আমি সম্ভবত থার্ড ইয়ার। বাড়িশুদ্ধু সবাই বারুইপুরে গ্রহণ দেখতে গেসলো। আমি ম্যাপ দেখে বলেছিলুম দিব্যি বাড়ির ছাদ দেখে দেখা যাবে, মরতে বারুইপুর যাবো কেন...সেই ছাদে দাঁড়িয়েই বেশ আনন্দে দেখেছিলাম।
  • Toon Army | 131.241.218.132 | ০৪ জুন ২০১২ ১০:০০550498
  • ল্লেঃ টাইম আউট দেখালো বলে ফের সাবমিট করলুম...
  • cb | 202.193.164.10 | ০৪ জুন ২০১২ ১০:০২550499
  • আমার পিত্রিদেব এইবার ফাদার্স ডে তে তাঁর বৌমার কাছ থেকে বইটি উপহার পেয়ে বজ্রাহত র মত ৫ মিনিট বসে ছিলেন। শেষে ভদ্রমহিলা চাপ খেয়ে মা, বাবাকে দেখো বলে চেঁচামেচি শুরু করাতে ধ্যান ভাঙ্গে। সেই থেকে বইটি সম্বন্ধে আমার তীব্র রেস্পেক্ট
  • নেতাই | 131.241.98.225 | ০৪ জুন ২০১২ ১০:০৩550500
  • চুরানব্বইয়ে প্লেগ হল। তার আগুপিছুই হবে। ঐ গ্রহণ নিয়ে তখন একটা কালজয়ী কবিতাও লিখেছিলাম।
  • Toon Army | 131.241.218.132 | ০৪ জুন ২০১২ ১০:০৭550501
  • পঁচানব্বই নয় সিওর, কারণ তখন তো আমি বিক্কলেজ ছেড়ে যদুপুরে। এই গ্রহনটার আগে পরে আমি বিক্কলেজেই ছিলুম।
  • b | 135.20.82.164 | ০৪ জুন ২০১২ ১০:০৮550502
  • ১৯৯৫। কালিপূজোর ঠিক পরের দিন।
  • গান্ধী | 213.110.243.21 | ০৪ জুন ২০১২ ১০:১০550504
  • ৯৫ এর ২৪শে অক্টোবর
  • প্পন | 122.133.206.25 | ০৪ জুন ২০১২ ১০:১০550503
  • ৯৫, শিওর। সেকন্ড ইয়ার, ফার্স্ট সেম।
  • প্পন | 122.133.206.25 | ০৪ জুন ২০১২ ১০:১২550505
  • এই যে। ৮০ আর ৯৫ দুটোর কথাই লিখেছে।

    http://www.iiap.res.in/solareclipse
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুন ২০১২ ১০:১৫550506
  • সূর্য/চন্দ্র গ্রহন নিয়ে মানুষের মনে নানান সংষ্কার রয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা যখন কলেজে (৭৩-৭৬) তখন একবার পূর্ণ চন্দ্রগ্রহন হয়। আমাদের এক বন্ধুর মাকে আমরা চন্দ্রগ্রহন বোঝাতে গেছিলাম। মানে, গ্লোব, টর্চ, ক্যাম্বিস বলটল দিয়ে। মাসীমা সোনা মুখ করে সব দেখলেন ও বুঝলেন। তারপর সেদিন রাতে যখন চন্দ্রগ্রহন শুরু হলো, আমাদের জনে জনে ডেকে ছাদে উঠিয়ে গ্রহন দেখিয়ে বল্লেন "দ্যাখো, তোমরা তো বিশ্বাস করো না, এবার নিজের চোখে দ্যাখো রাহু-কেতু চাঁদকে খাচ্ছে কি না। আমাদের অত বৈজ্ঞানিক প্রেজেন্টেশন, সব এক গ্রহনের ধাক্কায় হা হুশ।
    মহিলা ভবানীপুরে থাকা বাঙ্গালী গৃহবধূ। ছেলেমেয়েরা ইশ্কুল কলেজে পড়ছে। ভদ্রলোক যদুবাবুর বাজারে স্টেশনারি দোকানের মালিক।
    আরেক ভদ্রমহিলা টালিগঞ্জে থাকা স্কুল টিচার, যার বড়পুত্র জেল খাটা নকশাল, যার ভদ্রলোক সিপিএম, ও মার্কেন্টাইল ফেডারেশন করা কেরানী, সারা গ্রহনের দিন রাঁধলেন না, সব শুরু করলেন গ্রহনের পরে, তার আগে অবধি বাড়িতে ফলার চলল।
    তা, কি করা। এসব তো মমতা জম্মানোর আগেকার কথা।
  • PM | 233.223.136.24 | ০৪ জুন ২০১২ ১০:২৩550507
  • কল্লোলদার যুক্তি শুনে খুব মজা পেলুম। কল্লোলদা সিঙ্গুরের গাড়ীর কারখানা আর নয়াচরের কেমিকাল হাব এর যতটা বিরোধীতা করা যায় - চেস্স্টার ত্রুটি করেননি। গাড়ী কারখানা গেলো গুজরাটে । সেখানে এখন লাইন দিয়ে গাড়ী কারখানা আসছে।

    এখন আবার সেই কল্লোলদাই গুজরাট আর মহারাষ্ট্রের সাথে তুলনা করছেন শিল্পায়ানের জন্য।

    কল্লোলদা নিশ্চয় ২০০% নিশ্চিত যে ঐ সব রাজ্যে শিল্পের জন্য এক ছটাক-ও কৃষি জমি নেওয়া হয় নি। নাকি সব অতিবাম্পন্থা তুলে রেখেছেন পঃবঃ এর জন্য ঃ))

    আর ব্যঙ্গালোরের তথ্যপ্রযুক্তি। কল্লোল-দার স্মৃতিশক্তি তো দুর্বল নয়। আশীর দশকে কেঃসঃ যখন IT হাব করার কথা ঘোষনা করে তখন কোলকাতা-ও ছিলো বিবেচনায়। ইন ফ্যক্ট শেষ দুটো জয়্গা ছিলো কলকাতা আর ব্যঙ্গলোর। পরে কোল্কতা বাদ যায় "সীমান্ত রাজ্য" এই অজুহাতে। ইতিহাস ভুলে গেলে হবে? ঃ)
  • | 24.96.50.225 | ০৪ জুন ২০১২ ১০:৪০550509
  • হেঃ যে না ছব্বার বই তার আবার সেই পদের রিভিউ, তাই নিয়ে আবার আলুচানা।
    যত্তসব!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন